এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতার আত্মজীবনীর সমালোচনা

    Arin
    অন্যান্য | ০২ জুন ২০১২ | ৭৫৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.96.10.155 | ০৪ জুন ২০১২ ১৬:২৯550543
  • পি এম আমার যুক্তি ধরে নিলাম কুযুক্তিঃ)))
    আপনার কাজ সহজ করে দিচ্ছিঃ
    আমার "বিশ্বাস" অনুযায়ীঃ
    এক,
    তামাক/মদ ক্ষতিকর বিজ্ঞাপন লাগিয়ে তামাক-মদ বেচা অর্থহীন ও ধ্যাষ্টামো। এটা বলে আবার বিক্রিকরা মানেই এই ওয়ার্নিংকে হাল্কা করে দেয়া, এগুলো স্বাস্থ্যের প্রতি ক্ষতিকর বলে ভাবলে বিক্রি বন্ধ করে দেয়া উচিৎ।
    কিন্তু এদের দোকানের লেবেল বাদ দিয়ে সেমিনার বা প্রবন্ধের মাধ্যমে এদের বিরুদ্ধে সচেতন করার বিরুদ্ধে নই। তবে অবশ্যি মনে করি লেবেল লাগিয়ে লোকের বিশ্বাসে খুব প্রভাব ফেলে না। আপনারা ক'জন এই বিজ্ঞাপন পড়ে অভ্যেস ছেড়ে দিয়েচেন বুকে হাত দিয়ে বলুন তো? আমার ভুল ধারণা বদলে নেব।
    দুই,
    ভ্রুণহত্যার বিরুদ্ধে প্রচার আদৌ অর্থহীন নয়, কারণ করলে শাস্তির বিধান আছে। মদ খেলে বা সিগ্রেট খেলে শাস্তির বিধান ছিল না। যেই ট্র্নে এ, প্ল্যাটফর্মে শাস্তি শুরু হয়েছে-- অনেক কমে গেছে।
    তিন,
    পিএম, এইটা বলার আগে আর এক বার ভাবুন। ঠিক কি ধরণের প্রোডাক্টের প্রোমোশনের জন্যে শাহরুখ বা প্রিয়ংকা বা বিপাশাদের ব্যবহার করা হচ্ছে? যেকোন প্রোডাক্ট? নাকি বিশেষধরণের?
    শাহরুখরা হলেন গ্ল্যামারের আইকন। তাই তাঁদের সেই ধরণের প্রোডাক্টের জন্যে দেখানো হয়। সৌরভের যা ইমেজ তাঁকে দিয়ে সোনা-চাঁদি বলবর্ধক ওষুধের অ্যাড হত।
    ভাবুন তো, শাহরুখকে দিয়ে হুইস্পার স্যানিটারি ন্যাপকিনের অ্যাড? বিক্রি কমে যাবে।
    তেমনি মমতার সাদা খোলের শাড়ি বা হাওয়াই চটি দেখে ক'জন মমতাভক্ত ইয়ং ক্যালকাটান নারী সেগুলো পড়া শুরু করবেন?
    বুদ্ধবাবুর সিগ্রেট খাওয়া ও নাটক লেখায় কতজন কোলকাতাবাসী উদ্ধুদ্ধ হয়েছেন?
    মমতার যে শ্লোগানে অনেকে উদ্দ্বুদ্ধ হয়ে বামেদের বিরুদ্ধে ভোট দিয়েছেন তা সবাই জানেন। সেগুলো ধর্মভিত্তিক নয়।
    তেমনি বাবা রামদেব যেই যোগ-টোগ ছেড়ে রাজনীতি নিয়ে আন্দোলন শুরু করলেন তাঁর সেই মাথার চারপাশে" জ্যোতি" গায়েব হয়ে গেল।
  • ranjan roy | 24.96.10.155 | ০৪ জুন ২০১২ ১৬:৩৩550549
  • ধ্যাৎ, মামুর নতুন কল বড্ড ছুঁইমুই। একটু টোকা দিতেই নজ্জায় দুবার ছেপে দিল।ঃ))
  • bb | 127.195.188.168 | ০৪ জুন ২০১২ ১৬:৩৩550550
  • প্যাথলজিকাল সিপিএম বিদ্বেষীরা মাসুল সমীকরণ নীতির মত কেন্দ্রের নীতিগুলির কথা ইচ্ছে করে ভুলে যাছছেন।
    প্পন - ইনফি কিন্তু কোনদিনই ভুবনেশ্বর কেন্দ্রকে বড় করতে চায়নি। সেখানে তো আর বাম সরকার ছিলনা।
  • প্পন | 226.52.215.232 | ০৪ জুন ২০১২ ১৬:৩৪550551
  • রাজদীপ, আমি পিএমের ওই বক্তব্যের প্রেক্ষিতে নির্দিষ্টভাবে বক্তব্য রেখেছিলাম। তার বাইরে আমি কোন বক্তব্য রাখিনি।

    যেহেতু জিগ্যেস করলে তাই তোমার প্রশ্নের জবাব এইঃ

    ১) যেটুকু হয়েছে সেইটুকু তৎকালীন রাজ্য সরকারেরই কৃতিত্ব। যা হয়নি তা রাজ্য সরকারেরই ব্যর্থতা। আমার মনে হয়েছে পোটেন্শিয়ালের প্রেক্ষিতে ব্যর্থতার পাল্লা ভারি।

    ২) ভুবনেশ্বরের সমস্যা পরিকাঠামোগত। জমি নয়। রিসোর্স জনিত। ইঞ্জিনিয়ারিং কলেজের অভাব এবং সার্বিকভাবে "দক্ষ" শ্রমিকের অভাব। যার কারণটা আবার ঐতিহাসিক ও সামাজিক। মধ্যবিত্ত শ্রেণীর অস্তিত্ব খুব সীমিত। আমার বেশ কিছুদিন ওখানে থাকার সুবাদে যা মনে হয়েছে।
  • cb | 202.193.160.10 | ০৪ জুন ২০১২ ১৬:৩৭550317
  • বাবা গো!! এ যে মাথায় ঠোকা মেরে বোঝানোর চেষ্টা। তা বলে ৫ বার!! :)

    মনে হচ্ছে সাবমিট ফেইলড এর পাল্লায় পড়েছেন :p
  • ranjan roy | 24.96.10.155 | ০৪ জুন ২০১২ ১৬:৪০550318
  • cb,
    ঠিকই ধরেছেন। ওটাই দেখাচ্ছিল। এখন আমিও নজ্জা পাচ্ছি।ঃ(((
  • প্পন | 226.52.215.232 | ০৪ জুন ২০১২ ১৬:৪২550319
  • ২০০৬-এর আগে কেরালাতেও ইনফির ডেভেলপমেন্ট সেন্টার খোলার কোন প্ল্যান ছিল না। কিন্তু এই মুহূর্তে সেই রাজ্যে দ্বিতীয় সেন্টারটি ইনফি খুলতে চলেছে। ভুবনেশ্বরকে কেন্দ্র করে বড় হতে চায়নি সত্যি কথা, কিন্তু কলকাতায় হাব গড়লে (৯৫-৯৬ সালে) সামগ্রিকভাবে কলকাতার আইটি ল্যান্ডস্কেপ আলাদা হত না, সেইটা কে বলতে পারে? সেইটা যে হতই, সেইটা বুঝেই বুদ্ধবাবুর জমানায় রাজ্য ইনফিতে বারবার প্রতিনিধি দল পাঠিয়ে অতীতের প্রায়শ্চিত্ত করতে চেয়েছে।

    ২০০৬-এর পরে ইনফি পঃবঙ্গে না এসে কেন কেরালা গেল তার একমাত্র কারণ সিঙ্গুর পরবর্তী সময়ে রাজ্যের শিল্পস্থাপনের পরিস্থিতি।
  • প্পন | 226.52.215.232 | ০৪ জুন ২০১২ ১৬:৪৬550320
  • আই মিন, পরিস্থিতির অভাব।
  • cb | 202.193.164.9 | ০৪ জুন ২০১২ ১৬:৪৭550321
  • মামুর কল অতিশয় ভদ্রলোক, কাজটি করে দিয়ে সুন্দর জানিয়ে দেবে, "না, পারলাম না, দাদা, আর একবার দেখুন"

    কি বিনয়, দেখে বাদল আর দীনেশ এর কথা মনে পড়ে যায় :)
  • প্পন | 226.52.215.232 | ০৪ জুন ২০১২ ১৬:৪৮550322
  • চোঙার নয়? ঃ)
  • maximin | 69.93.195.6 | ০৪ জুন ২০১২ ১৬:৫০550323
  • ৫ বার নয়, ৬ বার -- ওটা ছক্কা ছিল। এমন ছক্কা আমিও করেছি বেশ কয়েকবার।
  • S | 109.26.200.89 | ০৪ জুন ২০১২ ১৬:৫১550324
  • রঞ্জনবাবু, নেহেরু তো মনে হয় উন্নয়ন থেকেও দূরে থাকতেন ঃ) আমার বক্তব্য হোলো সিপিএম নেতা নাস্তিক হলেও যেমন তিনি আমার ধর্মবিশ্বাস নিয়ে কিছু বলতে পারার অধিকার রাখেননা, তেমনি দিদির কাছ থেকেও এটা এক্সপেক্ট করি তাঁর নিজস্ব বিশ্বাস নিজের কাছেই রাখবেন। এটা আমার আপনার কাছে হয়তো নেহাতই নির্মল আনন্দ, কিন্তু অনেকের কাছে নাও হতে পারে। পোতিদিনের সার্কুলেশন কত? সবাই কি নির্মল আনন্দের জন্যে কেনে? বিশেষত কুষ্ঠি ইত্যাদি ব্যবসায়িরা এটা ভালো করে দোয়াবে বলেই আমার ধারনা।
  • S | 109.26.200.89 | ০৪ জুন ২০১২ ১৬:৫৪550325
  • প্পন বাবুর সাথে আইটি বিষয়ে একমত। ইনফি দোকান খুললে এবং ঠিক্ঠাক চালাতে পারলে দুতিন বছরে আরো অনেক দোকান আসবে বলেই তো মনে হয়।
  • কল্লোল | 129.226.79.139 | ০৪ জুন ২০১২ ১৬:৫৬550326
  • পিটি।
    আপনিটা কাটিয়ে দিতে পারো। এতো ঝগড়ার পরও যদি এতো পর পর ভাবো, তইলে আর ঝগড়া করুম না।
    যাউগ্গা এইবার ঝগড়া করি।
    তোমার ১.৩০ এর পোস্টিংএর উত্তর আগেই দিয়ে দিয়েছি। আমি গুজরাট, মরাষ্ট্র, কর্ণাটকের উন্নয়নকে উন্নতি বলে মানি না। কিন্তু ভায়া তুমি তো মানো। তুমি বলবে কোই আমি তো এতো লিংক দিলাম তার উল্টোটা প্রমান করতে। ঠিক।
    কিন্তু সিঙ্গুরে ন্যানো চেয়েছিলে কেন? পঃবঃর উন্নয়নের জন্যই তো। তাহলে সেই ন্যানো যদি গুজরাটে হয় তবে তোমার মতে গুজরাটের উন্নয়ন তো হলো। তার জন্য মোদীর হাঁচি-কাশি-টিকটিকি মার্কা ধর্মবিশ্বাস কোন বাধা হলো না।
    তেমনি মমতার হাঁচি-কাশি-টিকটিকি কোন বিষয় নয়। বিষয় মমতার স্বৈরতন্ত্রী মনোভাব, মমতার মূর্খতা, মমতার রাজনৈতিক সদিচ্ছার অভাব।
    আর, কার ধুতির নীচে কি সে আর বলে কি হবে। ঐ যে বল্লাম পাগড়ী, পৈতে, মাদুলী, কালীঘাট স্টপেজ পেরোতেই হাতটা অভ্যাস বশতঃ কপালে ঠেকে যাওয়া, কায়দা করে শুওরের বা কচ্ছপের মাংস এড়িয়ে যাওয়া, টোপর পরে যজ্ঞের মন্ত্রোচ্চান করে বিয়ে ও শ্রাদ্ধ, কাছা নেওয়া, মাথা মুড়ানো, সবই তো কত কত বামেদের (নকশাল সমেত) করতে দেখেছি। অনেকে আবার এর "বৈজ্ঞানিক" ব্যাখ্যা ঝাড়েন।

    তুমি যদি একথা বলো যে কং আর বিজেপিতে কোন পার্থক্য নেই, কং আসলে ধুতি বা শাড়ির নীচ খাঁকি হাপু পরা, তবে আর ঝগড়া করে কি হবে।
  • প্পন | 226.52.215.232 | ০৪ জুন ২০১২ ১৬:৫৯550328
  • তালে কী খাড়াইল? ১৯৮০-এর ১৬ই ফেব্রুয়ারিতে সরকার ছুটি ঘোষণা করেছিল কি করেনি? (ডিডিদা বললেন করেছিল)
  • maximin | 69.93.246.110 | ০৪ জুন ২০১২ ১৭:১১550329
  • আগেকার দিনে গরীবঘরে জন্মের অন্য কোনও রেকর্ড থাকত না, ও হইসিল মন্বন্তরের বছরে, আর ও হইসিল যেইবার সেই জর্জ আইসিল। পূর্ণগ্রহণও সেভাবে মনে রাখা যায় বটে, কিন্তু কেউ বলছে ৯৪, কেউ বলছে ৯৫। রেকর্ড তো আছে, দেখে নিলে ক্ষতি কি?

    বাই দি ওয়ে, পূর্ণগ্রহণ অমাবস্যা ছাড়া হয়না।
  • rajdeep | 230.227.106.153 | ০৪ জুন ২০১২ ১৭:১৭550330
  • ইন্ফি চাইছে দু আড়াইশো একর মত জমি ভাঙরের আবাদি এলাকায় ,উইপ্রো-ও চাইছে ওখানেই

    এইবার যে সরকারই থাকুক না কেন সে যদি অধিগ্রহণ করে তখন তো আবার সেই অতি পুরাতন হেজে যাওয়া প্রশ্নটা উঠবেই সরকার এসবে কেন?

    আরেকটা রাস্তা হল সেই আরাবুল-বেচাকেনারাম-গফ্ফর দের দিয়ে জমি জলের দরে কিনে ইচ্ছুক অনিচ্ছুকদের প্রশ্নটাই না রাখা !

    এই ফাঁকে সেই কোম্প্নানী যদি কর্ণাটক বা গুজরাট বা হরিয়ানায় পালায় তো দোষ কার ! আমার তো মনে যে সরকারই থাকুক না কেন এক্কেরে পারফেক্ট ক্যাচ ২২ কন্ডিশান ন্যানোর কেসে , ভিডিওকনের কেসে তাই হয়েছে , ভবিষ্যতেও এর বাইরে কিছু হবে বলে মনে হয় না ।
  • maximin | 69.93.246.110 | ০৪ জুন ২০১২ ১৭:১৮550331
  • ইন ফ্যাক্ট কোনও সুর্যগ্রহণই অমাবস্যার দিন ছাড়া হয়না। টোটাল অথবা পার্শিয়াল।
  • কাজু | 131.242.160.180 | ০৪ জুন ২০১২ ১৭:২৪550332
  • '৯৫ এর ২৪ শে অক্টুবর পুর্ণগ্রাস সূয্যিগ্রহণ হইচিল। চারপাশ কী ঠান্ডা ! আলোটা সন্ধ্যের, সাকাল ১০ টার সময়। পাখিরা বাসায় ফিরবে কিনা ভেবে কনফিউসড হয়ে ডাকাডাকি কচ্চে। সে হইছিল বটে। ওরম আর হয় নাই। কালীপুজোর পর দিন মোনয়।
  • Toon Army | 131.241.218.132 | ০৪ জুন ২০১২ ১৭:৩০550333
  • কাকু বলছে ২৪শে অক্টোবর ১৯৯৫

    বয়স হচ্ছে বোঝা যাচ্ছেঃ-(
  • গান্ধী | 213.110.243.21 | ০৪ জুন ২০১২ ১৭:৩১550334
  • আমি তো একটাই পোস্ট করলাম

    ৯৫ এর ২৪শে অক্টোবর

    বড় বড় দাদারা পাত্তাই দিলোনা ঃ(
  • প্পন | 226.52.215.232 | ০৪ জুন ২০১২ ১৭:৪৩550335
  • রাজদীপ, তোমার 5:17 PM-এর পোস্টের সাথে ক।
  • প্পন | 226.52.215.232 | ০৪ জুন ২০১২ ১৭:৪৫550336
  • কিন্তু বলতে চেয়েছিলাম ৯৫ সালে পরিস্থিতি ভিন্ন ছিল। এ যাক, গতস্য শোচনা নাস্তি।
  • bb | 127.216.210.71 | ০৪ জুন ২০১২ ১৭:৫১550339
  • ইন্ফির আমাদের হায়েদ্রাবাদের দু'টি ক্যাম্পাস - প্রথমটি ৫০ একর ১২০০০ লোক কাজ করে। ২০০৫ এ হয়েছিল, এখন নতুন ক্যাম্পাস হয়েছে ২৫০ একরের ২৫০০০ লোকের জন্য।
  • maximin | 69.93.246.110 | ০৪ জুন ২০১২ ১৭:৫১550337
  • মমতা ব্যানার্জি যে অর্থোডক্সিকে বিশ্বাসী নন, কেউ কেউ সেটাকে অর্থে প্রগতিশীল মনোভাব বলতে পারেন। কিন্তু ব্যাপারটা অত সহজ নয়।

    প্রজ্ঞা তিওয়ারির রিভিউ থেকে --

    When instructed to ensure that the food of a respected aging politician - Kamplapati Tripathi be prepared by a Brahmin, she defies orders. “I said, ‘Ok here is our chance to get back at the old man’,” she writes. She has the food prepared by non-Brahmins but served by a Brahmin. Obviously she has little patience with orthodox ideas about religion, but one is not sure this qualifies as a stand against them, given that the ‘old man’ in question never found out about this little act of rebellion against him until his death.

    এই পয়েন্টটা ভালো। ব্যক্তির ধর্মাচরণ নিয়ে অসহিষ্ণুতা শুধু শুধু মমতা ব্যানার্জিই নন। অনেকেই এটাকে প্রগতিশীলতা মনে করেন। এবং এর বিরুদ্ধে কবে কী করেছেন সেগুলো তাঁরা প্রচারও করেন, অর্কুটে, ফেসবুকে।
  • maximin | 69.93.246.110 | ০৪ জুন ২০১২ ১৭:৫৪550340
  • টাইপো হয়েছে। ব্যক্তির ধর্মাচরণ নিয়ে অসহিষ্ণুতাকে প্রগতিশীলতা মনে করেন। শুধু মমতা ব্যানার্জিই নন অনেকেই।
  • প্পন | 226.52.215.232 | ০৪ জুন ২০১২ ১৭:৫৫550341
  • হাইডে আমাদেরই এক ব্যাচমেট তো ২০০১ সালে ট্রান্সফার নিয়ে চলে গেছিল। তখন কি নিজেদের ক্যাম্পাস হয়নি?
  • bb | 127.216.210.71 | ০৪ জুন ২০১২ ১৮:১৪550342
  • প্পন '২০০১ এ প্রথম বিল্ডিং হয়েছিল- ক্যাম্পাস পুরোদমে শুরু হয় ২০০৫ এ।
  • maximin | 69.93.246.110 | ০৪ জুন ২০১২ ১৯:০০550343
  • টইয়ে আলোচনা হল শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতাকে নিয়ে। কিন্তু এই বইতে অনেক ঘটনার কথা লিখিত আকারে রাখা হয়েছে, যেসব ঘটনার রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। মমতার প্রশংসায় উচ্ছ্বসিত না হয়েও WINNOWED লিখছেন --

    The most important part, and for this part alone, this book ought to be made mandatory reading for the Congress high command, is the part where Banerjee details the reasons why decided to form the TMC. No, I am not going to detail them here. Please do read this memorable book to find out for yourself.
  • maximin | 69.93.246.110 | ০৪ জুন ২০১২ ১৯:০৪550344
  • ৫-৫১'র পোস্টে আরেকটা কারেকশন *মমতা ব্যানার্জি যে অর্থোডক্সিতে বিশ্বাসী নন, কেউ কেউ সেটাকে প্রগতিশীল মনোভাব বলতে পারেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন