এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতার আত্মজীবনীর সমালোচনা

    Arin
    অন্যান্য | ০২ জুন ২০১২ | ৭৭৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | 132.177.247.23 | ০৬ জুন ২০১২ ১৬:২৮550378
  • অরিন। ভোট দেওয়া আমার গণতান্ত্রিক অধিকার। অধিকার কখনও বাধ্যতামূলক হতে পারে না। বাকস্বাধীনতা আমার সাংবিধানিক অধিকার। সেটা বাধ্যতামূলক করা যায় না।
  • Arin | 129.224.108.139 | ০৭ জুন ২০১২ ০৩:৩২550379
  • সিকি, ভোট দেওয়াটা অধিকার, এ নিয়ে কোন সন্দেহ নেই। কিন্তু শুধুই অধিকার নয়, নাগরিকের দায়িত্বও বটে। যে যেভাবে দেখে। অধিকারের বেশী কিছু নয় ভাবলে বলা চলে যে ভোট দেওয়াটা বাধ্যতামূলক করা অনুচিত। দায়িত্ব যদি বলো, তবে গণতন্ত্র মানলে ভোট দেওয়াটাও বাধ্যতামূলক করা উচিত, অন্তত যেখানে সত্যিকারের জনপ্রতিনিধিমূলক গণতন্ত্র রক্ষা করার একটা দায় আছে। কেউ সঙ্গসদীয় গণতন্ত্রে বিশ্বাস না-ই করতে পারে, সেটা তার ব্যক্তিগত বিশ্বাসবোধের ব্যাপার, system এর সেই বিশ্বাসবোধ মানার দায় কেন থাকবে? তাহলে তো সকলের সব ব্যক্তিগত বিশ্বাসবোধ কেই মেনে নিতে হয়, তবে তো কিছুই চলে না! চিন্তার স্বাধীনতা মানে যদি Anarchy ও বোঝান ("enlightened anarchy" ই ধরেন), তাহলেও তো একটা ন্যূনতম শৃন্খলার ব্যাপার থাকে, নয় কি?

    গণতন্ত্র যদি মানেন, আইন করে ভোটদান করিয়ে নেওয়ার মধ্যে চিন্তার স্বাধীনতায় হস্তক্ষেপের কিছু দেখি না। এটাও ঠিক যে, সেক্ষেত্রে জনপ্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়াটাতেও কিছু পরিবর্তন আনা উচিত।

    যদি বলেন "ভোট দিতেই বা হবে কেন"? , আমার মতে, ঠিক যে কারনে প্রতিবছর ট্যাক্স ভরেন, সেই কারনে। নইলে যে রাজ্যপাট থাকে না!

    গণতন্ত্রে জবরদস্তি চলে না বলবেন না।
  • একক | 24.99.192.1 | ০৭ জুন ২০১২ ০৩:৪৮550380
  • সবার কাছে ভোটদানের আর্জি তখনি জানানো যায় যদি " কেও যোগ্য নয়" বাটন থাকে এবং এই বাটন এর ওপর ভিত্তি করে আগামী কেক বছরের জন্যে জামানত বাজেয়াপ্ত অবধি করা যায়. যে দেশে এমনও নির্বাচনকেন্দ্র আছে যেখানে একটা রেপিস্ট , একটা চোর এবং একটা নিস্কর্মার মধ্যে "সবচে কম পচা আপেল" খুঁজে নিতে হয় যুগের পর যুগ ধরে .... সেখানে এই "কেও নয়" বাটন টা দরকার .
  • কল্লোল | 125.184.60.19 | ০৭ জুন ২০১২ ০৫:২৪550381
  • একক কে ক।
    গণতন্ত্রে, একমাত্র গণতন্ত্রেই ব্যক্তির বিশ্বাসকে মর্যাদা দেবার দায় সিস্টেমের আছে। সেটা যদি না থাকে তো গণতন্ত্রই থাকে না।
  • Sibu | 118.23.41.126 | ০৭ জুন ২০১২ ০৫:৩৫550383
  • এখন অবধি কোন দেশ তো দেখলাম না যেখানে ভোট দেওয়া মানে কম পচা আপেল খোঁজা নয়। জানেন নাকি তেমন কোন জায়গা?
  • arin | 129.224.108.139 | ০৭ জুন ২০১২ ০৫:৫০550384
  • কল্লোল: "একমাত্র গণতন্ত্রেই ব্যক্তির বিশ্বাসকে মর্যাদা দেবার দায় সিস্টেমের আছে। সেটা যদি না থাকে তো গণতন্ত্রই থাকে না।"

    মর্যাদা দেওয়ার দায়/দায়িত্ব তো অবশ্যই আছে, "মেনে" নেওয়ার দায় না থাকতে পারে । সুস্স্থ মতানৈক্য না থাকলে গণতন্ত্রও হয়্না ।
  • সিকি | 132.177.247.23 | ০৭ জুন ২০১২ ০৯:২৪550385
  • অরিন, একমত হলাম না অতি অবশ্যই। আপেলের সঙ্গে কমলালেবুর তুলনা করছেন। ট্যাক্স রিটার্ন সাবমিট করা কোনও অপশন বেছে নেবার খেলা নয়। এটা নিতান্তই একটা প্রসেস। করতে হয়। যেমন রাস্তায় গাড়ি চালালে ট্র্যাফিক রুল মানতে হয়।

    ভোট দেওয়া সে জিনিস নয় এটা বাচ্চাও বোঝে। এটা একটা অপশন বেছে নেবার খেলা। দোকানে গেলাম ফ্রিজ দেখতে, দোকানদার আমায় গোদরেজ হোয়ার্লপুল এলজি স্যামসুং দেখাল। প্রচণ্ড গরমে ফ্রিজ কেনাটা আমার নৈতিক দায়িত্ব বাড়ির জন্য, না হলে বাড়ির লোক কষ্ট পাবে, আমিও সাফার করব। ফ্রিজ কেনা আমার সাংবিধানিক অধিকার। কিন্তু একটাও মডেল যাদি আমার পছন্দ না হয় আমি কোনও ফ্রিজ না কিনেই দোকান থেকে বেরিয়ে আসতে পারি, সে অধিকার আমার আছে।

    ভোটে সেটা নেই। একজন ছ্যাঁচোড় একজন রেপিস্ট একজন হার্মাদ আর একজন উন্মাদের মধ্যে আমাকে বেছে নিতে হবে, কারণ কী? না আমার মহান সাংবিধানিক দায়িত্ব। লেস ইভিল আমায় বেছে নিতেই হবে। সব্বাইকেই রিজেক্ট করার অধিকার আমায় দেওয়া হয় নি। তো এরকম আধাখেঁচড়া অধিকার নিয়ে ঐ সংবিধান মহান, সাংবিধানিক দায়িত্ব, এসব বাগাড়ম্বর শুনলে, ফ্র্যাঙ্কলি বলছি, আমার ছেঁড়া যায়।
  • সিকি | 132.177.247.23 | ০৭ জুন ২০১২ ০৯:২৬550386
  • অরিন, উত্তরপ্রদেশে থাকি। ধরুন আপনিও থাকেন এখানে। পরের ভোটেও ঐ দুজনই প্রার্থী। মায়াবতী, আর মূলায়ম। সপা আর বসপা। ভোট দেবেন নিশ্চয়ই। কাকে বাছবেন?

    টস করবেন?
  • প্পন | 122.133.206.25 | ০৭ জুন ২০১২ ০৯:২৭550387
  • ভোট না দিলে বাধ্যতামূলক কমুনিটি সার্ভিস - এইগুলি প্রথম বিশ্বের জনতার জন্য দরকার (শাইনিং ইন্ডিয়াতেও এরকম কিছু এলিট জনতা আছে) যারা ভোট দিতে যায় না।
  • প্পন | 122.133.206.25 | ০৭ জুন ২০১২ ০৯:২৭550388
  • ডিঃ অনেক কম সংখ্যায় যায়
  • ঝিকি | 229.83.85.197 | ০৭ জুন ২০১২ ০৯:৪১550389
  • প্পণকে ক। এই বিষয়্টা নিয়ে আমি সবসময় ভাবি। আজকাল তো সব রাজনৈতিক দলেরই একটা কর্পোরেট শাখা আছে। তারা তো সব ভোটের পরই অ্যানালিসিস করে দেখে যে কোন কোন পাড়া থেকে ভোট পড়েছে। এখন ধরুন ২০১২ ভোটে দেখা গেল যে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সব পাড়া থেকেই প্রায় একই শতাংশের ভোট পড়েছে। রাজনৈতিক দলগুলোর এজেন্ডাতে বা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এর কি কোন প্রভাব পড়বে না?

    আমি মনে করি পড়বে........... রাজনৈতিক দলগুলো ভালো করেই জানে এই নেট স্যাভি জনগন তাদের ভোটার নয়।

    দ্বিতীয় প্রশ্ন আসবে, কাকে ভোট দেব, কেন দেব........ উত্তর যাকে কম পচা আপেল মনে হবে....... তবে পরবর্তী ভোটগুলোতে একটু কষ্ট করে ভোটটা দিয়েই দেখুন না।
  • সিকি | 132.177.247.23 | ০৭ জুন ২০১২ ০৯:৫৮550390
  • ঝিকি, যে দোকানে সমস্ত আপেলই কমবেশি পচা, সেখানেও কি তুমি কম পচা দেখে আপেল কিনবে? নাকি অন্য দোকানে যাবে?
  • Toon Army | 131.241.218.132 | ০৭ জুন ২০১২ ১০:০২550391
  • সিকির লাস্ট পোস্টটা পড়ে মোল্লা নাসিরুদ্দিনের চাবি হারানোর গপ্পোটা মনে পড়লো - চাবি হারিয়েছে ঘরে, সেখানে খুঁজবে কী করে - সেখানে অন্ধকার, বাইরে আলো আছে - তাই সেখানে খুঁজছে;-)

    অন্য দোকান মানে কি অন্য রাজ্য বা জায়গায় যেখানে পচা আপেল নাই সেখানে গিয়ে ভোট দেবে?

    ;-)
  • ঝিকি | 229.83.85.197 | ০৭ জুন ২০১২ ১০:০২550392
  • দোকান তো একটাই! আর কিনতেও হবে, না কিনলে অন্য ঐ আপেল কিনে তোমাকে খাওয়াবে।
  • প্পন | 122.133.206.25 | ০৭ জুন ২০১২ ১০:১৭550394
  • সিকি, টিনটিন ইন আমেরিকা পড়নি?

    সেই গাড়ির কারখানা, যাদের সাথে ক্যান ম্যানুফাচারারদের টাই আপ আছে। পুরনো ইউজড ক্যান বোঝাই করে প্ল্যান্টে আসে, তা থেকে নতুন গাড়ি তৈরি হয়। আর পুরনো গাড়ি ভেঙেচুড়ে তা থেকে নতুন ক্যান বেরোয়।

    এইখানেও তাই, অখিলেশ পুরনো হয়ে গেলে বহেনজি, বহেনজি পুরনো হয়ে গেলে আবার অখিলেশ।
  • Sibu | 118.23.41.126 | ০৭ জুন ২০১২ ১০:২৩550395
  • ভাবতাসি পচা আপেল নয় এরকম একটা লোকের নাম কেউ করতে পারে কিনা। একটাই কন্ডিশন, লোকটাকে জ্যান্ত থাকতে হবে। ক্যান এনিবডি নেম ওয়ান সাচ পার্সন?
  • r | 213.91.201.54 | ০৭ জুন ২০১২ ১০:২৮550396
  • পলিটিসে এলে সব আপেলেই কমবেশি পচন ধরে
  • সিকি | 132.177.247.23 | ০৭ জুন ২০১২ ১০:২৯550397
  • আমার কাছে এখানে একটাই দোকান। সেখানে কমবেশি সব আপেলই পচা। অন্য দোকানে যাবার উপায় নেই।

    তো আমার কাছে বেস্ট অপশন হল, আমি আপেল কিনব না। খাবার অনেক জিনিস আছে। কমলালেবু খাবো।

    আপেল কিনতেই হবে কেন? না কিনে বেঁচে থাকা যায় না?
  • Toon Army | 131.241.218.132 | ০৭ জুন ২০১২ ১০:৩২550398
  • হ, সেইডা কও, অন্য দোকানে যাওনের উপায় নাই। তবে কিনা দোকানে গিয়া কইয়া আসা ভালো যে তোমাগো সব আপেল পচা, কিনুম না।

    শিবুদা - নিজেকে নমিনেট করলে হবে? (একমাত্র কন্ডিশন হল বেঁচে থাকতে হবে - তো বেঁচেই আছি) ;-)
  • Sibu | 118.23.41.126 | ০৭ জুন ২০১২ ১০:৩৪550399
  • ওঃ। সিকি কি কইলো ভোট দেওনের ব্যাপার না থাগলেও ঠিক আছে?
  • Sibu | 118.23.41.126 | ০৭ জুন ২০১২ ১০:৩৬550400
  • হবে। কিন্তু সিকি কি মানবে?
  • r | 213.91.201.54 | ০৭ জুন ২০১২ ১০:৩৬550401
  • উঁহু, এখানে একটাই দোকান, আর তাতে একটায় খাবার জিনিস, তা হল আপেল। কোন কম্পিটিশান নেই, মনোপলি।
    ডিঃ মনোপলি না থাকলে একটা দুটো ভালো আপেল পাবার চান্স ছিল।
  • Sibu | 118.23.41.126 | ০৭ জুন ২০১২ ১০:৩৯550402
  • মনোপলি কাটান যায় ক্যামনে?
  • সিকি | 132.177.247.23 | ০৭ জুন ২০১২ ১০:৩৯550403
  • মানব। অজ্জিত ক্যান্ডিডেট হলে আমি এক্ষুনি আমার ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করব। কিন্তু অজ্জিত কি গাজিয়াবাদ বিধানসভায় লড়বে?

    হ, দোকানদারকে গিয়া কইয়া আসা যায় বটে। কিন্তু, ধরেন যদি দোকানদার কানে কালা হয়? চোখে ছানি থাকে? কেবল কোন আপেলটা নেব, সেটার বাইরে কিছুই শুনতে না পায়? তার কাছে গিয়ে যতই চেঁচাও কিনুম না কিনুম না, দোকানদারের তাতে ঘন্টা!
  • Sibu | 118.23.41.126 | ০৭ জুন ২০১২ ১০:৪১550405
  • তাইলে তো প্রবলেম সলভড। অজ্জিত দেশের দবকটা জায়গায় দাঁড়িয়ে যাক।
  • lcm | 79.236.168.56 | ০৭ জুন ২০১২ ১০:৪৫550406
  • ভোট না দিলে অসুবিধে নেই। কিন্তু তাহলে সরকারের কাজকম্মো নিয়ে ঘ্যান ঘ্যান কোরো না বাপু। যদি কোনো ক্যান্ডিডেট পছন্দ না হয়, নিজে ভোটে দাঁড়িয়ে যাও, নিজেকে নিজে ভোট দাও। আর নইলে যে জিতুক, সরকারে আসুক, এসে যা করুক -- সব মেনে নাও। অনেকে আছে না, বলেন - আমি এসব বুঝি না, ভোট দিই না, খাই দাই ঘুমোই, কোনো সমালোচনাও করি না।
  • Toon Army | 131.241.218.132 | ০৭ জুন ২০১২ ১০:৪৬550407
  • দোকানে আর পাঁচটা লোক থাকবে - তারা শুনবে। তারপর তারা নিজেদের আপেলগুলো নেড়েচেড়ে দেখবে। পছন্দ না হলে তারাও বলবে। তাদের দেখে আর পাঁচটা লোক বলবে...

    শুনতে ইউটোপিয়ান। কিন্তু দুনিয়ার যাবতীয় মুভমেন্ট ছড়িয়েছে এইভাবেই।
  • সিকি | 132.177.247.23 | ০৭ জুন ২০১২ ১০:৫০550408
  • ব্যাপারটা ঘুরিয়েও বলা যায় না লসাগুদা? পছন্দ হয় নি বলেই সমালোচনা করেছিলাম, ভোট দিই নি। ভোট না-দেবার আগেও যখন সমালোচনা করেছিলাম, তখন ভোট হয়ে যাবার পরেও সমালোচনা করতে ক্ষতি কী?

    ইন্ডিয়ান ক্রিকেট টিম তো আমি বাছি নি, আমি নিজে গিয়ে ব্যাট হাতে ক্রিজেও দাঁড়াবো না, তা হলে কি আমার শচিন তেন্ডুলি বা ধোনির সমালোচনা করার অধিকার নেই?

    তাইলে অবশ্য এই যুক্তিতে আন্না হাজারে অ্যান্ড কোংয়েরও মুখ খোলার অধিকার নেই, কারণ ওঁরা তো নির্বাচনে দাঁড়ান না। ভোটও দেন না সম্ভবত, এই তো কদিন আগেই দেখলাম মিডিয়ার হুড়কো খেয়ে অ্যারপোর্ট থেকে ফিরে এল কেজরিওয়াল, ভোট না দিয়েই গোয়া চলে যাচ্ছিল। আরেকটু পেছিয়ে গেলে, গান্ধিজিরও নেহরুর সমালোচনা করার এখতিয়ার ছিল না। গান্ধিজি নিজে তো ভোটে দাঁড়ান নি।
  • Toon Army | 131.241.218.132 | ০৭ জুন ২০১২ ১০:৫১550409
  • হ্যাঃ আমারে কলেজেও কেউ কখুনো ভোট দেয় নাই (৯৪-৯৫-এর ফার্স্ট ইয়ারের ব্যাচটা বাদ্দিয়ে)। শিবুদা শুধু "বেঁচে থাকার" কন্ডিশন দিয়েছিলো।
  • dukhe | 212.54.74.119 | ০৭ জুন ২০১২ ১১:০২550410
  • অজ্জিত কি কাইন্ডলি একটা সিট আমার জন্য ছাড়বেন? মন্ত্রী হতে চাই। ছেলেবেলার শখ। আপেলের মত টুকটুকে নই। পচা আলু বলতে পারেন বড়জোর।
    নিজেকে নমিনেট করতে সঙ্কোচের কিছু নেই। ধোনি বলেছেন ওনার পছন্দের নেতা উনিই। নন্দলাল বলেছেন - আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন