এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বেড়ানোর প্ল্যান

    Toon Army
    অন্যান্য | ২৮ মে ২০১২ | ৩৩৭৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 180.153.65.102 | ১৬ আগস্ট ২০১২ ১৯:২২550858
  • ডেলোর লজ টা? আমি থাকিনি কখনো? তবে গেছি অনেকবার ডেলোতে, লজের পাশে। চারপাশটা দারুন। একটা টিলার ওপর লজ। চারদিক খালি। বিকেলের পর বাইরের ট্যুরিস্ট কেউ থাকে না।
  • kiki | 69.93.203.91 | ১৬ আগস্ট ২০১২ ১৯:৩২550859
  • আমি ফরবিডন সিটি, চাম্বর আর কোথায় যেন যেতে চাই। পয়সা জোগাড় করা থেকে প্ল্যান বলবেন। মানে বাকিটা না বললেও হবে। জোগাড় হলে বাকিটা আমি ম্যানেজ করে নেবো।
  • কোয়ার্ক | 24.139.199.1 | ১৬ আগস্ট ২০১২ ১৯:৩৩550860
  • @a Date:09 Aug 2012 -- 10:58 AM

    ইয়ে, হাতে গরম কেরালাটা পাওয়া যাবে?
  • a | 132.172.187.94 | ১৬ আগস্ট ২০১২ ২১:২৯550861
  • একদম

    লুরু - ত্রিবান্দ্রম (আমি প্লেনে গেছি, মা বাবার বয়সোচিত কন্স্ট্রেইন থাকায়, আপনি ট্রেনে যেতে পারেন) হয়ে কোভালাম (এয়ারপোর্ট থেকে ২০ -৩০ মিনিট গাড়িতে)। বিচের উপর যে কোন হোটেলে থাকুন। সারাদিন জলকেলি করে, সমুদ্রমুখী হয়ে বসুন একটা বিয়ার নিয়ে, সূর্যাস্ত দেখুন। রাতে মালাবার কাফেতে খান, বাইরে মাছের দোকান থেকে টাটকা মাছ কিনুর, ওরাই তন্দুর করে দেবে। উল্প্স

    পরের দিন সকালে সমুদ্রে আরেক প্রস্থ চান করে বেরিয়ে পড়ুন একটা গাড়িতে। ঘন্টা দেড়েক ড্রাইভ করে চলে আসুন ভারকালা। চট করে কেউ আসে না, কিন্তু পাহাড় আর সমুদ্রের এমন মেলবন্ধন আর সৌন্দর্য আর পাবেন না। থাকুন কোন কম দামি হোমস্টেতে বা দামী রিসর্টে, পকেটের ক্ষমতা বুঝে। আমি ছিলাম ৪০০ টাকার নন এসি ঘরে, ক্লিফটপ থেকে ১ মিনিট দূরে। আরো নানা অপশন পাবেন। খাওয়াদাওয়াও দারুন (কাফে ডেল মারে তে)

    চলবে
  • ঐশিক | 213.200.33.67 | ১৭ আগস্ট ২০১২ ১২:৫৮550862
  • @a তারপরে? ডিসেম্বর এ বা জানুয়ারিতে এইটে নামাবার ইচ্ছা আছে।
  • কোয়ার্ক | 24.139.199.1 | ১৭ আগস্ট ২০১২ ১৩:১২550863
  • থ্যাঙ্কু! চলুক। কোন্‌ সময়টা সবচে ভালো (যেন আমার সারা বছরই সময়)? আর এই হোটেলগুলো আগে বুক ক'রে যাওয়ার কি উপায়?
  • a | 135.16.135.194 | ১৭ আগস্ট ২০১২ ১৬:৪৩550864
  • ডিসেম্বর জানুয়ারি হল গিয়ে সিজন। মানে অক্টোবর থেকে মে পর্যন্ত। আমি গেছিলুম অগাস্টে। আমার মতে সেপ্টেম্বরে যান, নয়তো সিজন পেরিয়ে সেই মার্চ এপ্রিলে। ভরা সিজনে যাবেন না। বেজায় ভিড়, বাঙ্গালি, এসব পেতে হলে লুরুতেই থাকুন না।
  • a | 135.16.135.194 | ১৭ আগস্ট ২০১২ ১৬:৫৮550865
  • তো, যা বলছিলাম।

    পরের দিনঃ আজকের হাইলাইটস হল ব্যাকওয়াটার।
    একটু সকাল সকাল বেরিয়ে চলে আসুন আলেপ্পি, ব্যাকওয়াটারের জন্য বিখ্যাত জায়গা।

    সত্যের খাতিরে বলে রাখি, দুটো উপায় আছে, কুমারাকোন থেকে ওভারনাইট আলেপ্পি বা আলেপ্পিতে এসে বোটে নাইট স্টে। ডবল রুম হাউসবোট গড়ে ১১-১২০০০

    আমি কোনোটাই নিই নি। সারারাত বোটে থাকা পোষাবে না বলে। আমি নিয়েছিলাম ডেইলি টুর, মানে সকালে ১১-১২ নাগাদ ছেড়ে বিকেল ৫টা অবধি ঘোরাবে। খরচ ৬৫০০-৭২০০।
    রাতে ছিলাম, আবার, হোমস্টে তে। দারুন জায়গা, খুব ভালো লোকজন। ওরাই বোটের ব্যব্স্থা করে দেবে বললে। খরচ ১০০০ টাকা মত। খাওয়া বাইরে অর্ডার করে নেবেন। খুব সস্তা, কারণ আলেপ্পি শহরটা খুব পশ নয়।

    আলেপ্পি থেকে আপনি চলে আসুন কোচি, পুরানো পর্তুগিজ শহর। তবে আসার পথে দেখে নিন মারারি বিচ, এরকম প্রিস্টিন বিচ আর পাবেন না। আমি দুই স্বল্পবেশী স্বেতাঙ্গিনি আর দু-চারতে তাস পেটানো জেলে বাদে কারুক্কে দেখিনি। দুরন্ত বিচ, লম্বা নারকেল গাছের সারি, নীল আকাশ, মানে একাকার কান্ড। আলেপ্পি থেকে মাত্র ১৫ কি মি।
    এখান থেকে হাইওয়েতে আর উঠবেন না, সমুদ্রের পাষ দিয়ে দিয়ে রাস্তা চলে এসেছে জেলেপাড়ার ভিতর দিয়ে। দারুন লাগবে।
    কোচিতে, শুধু রিলাক্স করবেন আর খাবেন। যত বিচ দেখে এসেছেন তারপর কোচি বিচ কিস্যু না। কাশীস এ সাহেবী খানা আর ওশানাসে পর্তুগিজ, এদুটো মাস্ট হ্যাভ।
    ছোট্ট শহর, অটো করেই ঘুরে নিতে পারেন। সিনাগগ আর ভাস্কো দা গামার টুম্ব দেখতে ভুলবেন না। কিছু কেনাকাটি করার হলে করে নিন, মশলা, এই ঐ তাই।
  • a | 135.16.135.194 | ১৭ আগস্ট ২০১২ ১৭:০১550866
  • বুঝতেই পারছেন, এটা ছিল ওয়াটার থিমের কেরালা। মুন্নার আর থেকাডি চাইলে ওয়েট করুন, কেউ না কেউ লিখে দেবে।

    যদি কেউ যেতে চান, আমি যেখানে ছিলাম তাদের নাম ঠিকানা দিয়ে দেব। নয়তো ট্রিপ অয়্যডভাইসর থেকে দেখে যোগাযোগ করুন। ওরা অনলাইন পয়সা দেবার ইনফো পাঠিয়ে দেবে, পয়সা পেলে কনফার্মেশনও।

    শেষ
  • sosen | 24.139.199.1 | ২৩ আগস্ট ২০১২ ১১:৫১550868
  • সেটা হলো এইটা।
    তুলে দিলাম,
  • | 132.248.183.1 | ২৩ আগস্ট ২০১২ ১১:৫৫550869
  • পরের প্ল্যান। ডিসে র ছুটি তে।

    লাভা,লোনেগাঁও ইত্যাদি প্রভৃতি।
  • Ben Arfa | 131.241.218.132 | ২৩ আগস্ট ২০১২ ১১:৫৬550870
  • ডিসেম্বর/জানুয়ারী-র প্ল্যান। ডিসেম্বর প্রেফারেবল, ইস্কুল বন্ধ। জানুয়ারী হলে ২৩/২৬-এর সময়টা দেখতে হবে। পাঠভবন ২৪/২৫-ও বন্ধ থাকে জানি। অন্যটা নয়।

    যাই হোক, দুটো প্ল্যান আছে -

    (১) কলকাতা - বহরমপুর/কৃষ্ণনগর (নাইট হল্ট) - ডুয়ার্স - মালদা (নাইট হল্ট) - কলকাতা
    (২) কলকাতা - কিরিবুরু/মেঘাতাবুরু - জামশেদপুর - কলকাতা

    আপাততঃ ইনফরমেশন কোলেট করে রাখি।

    কিরুবুরু/মেঘাতাবুরুঃ

    http://kiriburumeghahatuburu.blogspot.in/
    http://www.telegraphindia.com/1090809/jsp/calcutta/story_11338701.jsp
    http://shalabhg23.blogspot.in/2007/10/kiriburu-unforgettable-place-in-my-life.html
  • san | 24.96.74.234 | ২৩ আগস্ট ২০১২ ১২:৪৯550873
  • করবেট ন্যাশনাল পার্কে কেউ গেছেন? একটু ইনফো দিন্না প্লিজ। থাকার ব্যবস্থা কোথায় আর কিভাবে সে বুকিং করতে হয়? আনুষঙ্গিক ইনফো কিছু থাকলে তাও। অক্টোবরে যাবার প্ল্যান হচ্ছে।
  • a | 135.16.135.194 | ২৩ আগস্ট ২০১২ ১৩:১৮550874
  • করবেটে গিয়ে আর কি হবে? সাফারি তো বন্ধ
  • de | 190.149.51.68 | ২৩ আগস্ট ২০১২ ১৩:২২550875
  • সুপ্রীম কোর্ট অর্ডার বোধহয় --- সব টাইগার সাফারি বন্ধ ঃ((( -- আমি আজ অব্দি একটাতেও যাইনি
  • san | 24.96.74.234 | ২৩ আগস্ট ২০১২ ১৩:২৪550876
  • বন্ধ কেন? জানি না তো।
  • Ben Arfa | 131.241.218.132 | ২৩ আগস্ট ২০১২ ১৩:২৫550877
  • ন্যাশনাল পার্কগুলো তো অক্টোবরের মাঝামাঝি খোলে। করবেট যেতে হলে লক্ষ্ণৌ হয়ে যেতে হয়।
  • san | 24.96.74.234 | ২৩ আগস্ট ২০১২ ১৩:৩০550879
  • দিল্লি থেকে যেতাম। পুজোর সময়ে। আচ্ছা টাইগার সাফারি নয় বন্ধ। এমনিতে তো ঘোরা যায়?
  • a | 135.16.135.194 | ২৩ আগস্ট ২০১২ ১৩:৩৩550881
  • তা যায় হয়ত, আমি যাইনি ঃ)

    দিল্লী থেকে যাবে তো জয়পুর যাও, বা সিমলার দিকে কাসৌলি, বা ল্যান্ডৌর। আরো পোচুর যায়গা পাবে। ভরতপুর বা রণথম্ভোর যাইতে পারো। শেষদুটোতে অবিশ্যি আমি যাইনি, সুনিচি শুধু
  • san | 24.96.74.234 | ২৩ আগস্ট ২০১২ ১৩:৪২550882
  • অ নভেম্বরে খোলে। তাইলে অন্য জঙ্গল খুঁজতে হইব।
  • Ben Arfa | 131.241.218.132 | ২৩ আগস্ট ২০১২ ১৩:৪৯550883
  • নভেম্বর অবধি তো যায় না। নর্মালি ১৫-১৬ই অক্টোবর নাগাদ খোলে।
  • san | 24.96.74.234 | ২৩ আগস্ট ২০১২ ১৩:৫৩550884
  • তোমার লিংকেই তো লেখা ১৫ নভেম্বর থেকে ১৫ জুন খোলা থাকে।
  • Ben Arfa | 131.241.218.132 | ২৩ আগস্ট ২০১২ ১৩:৫৭550886
  • তাই তো দেখছি। গত বছর আমি মেল করেছিলাম - মনে হচ্ছে ১৬ই অক্টোবর বলেছিলো।
  • ekak | 69.97.40.232 | ২৩ আগস্ট ২০১২ ১৩:৫৭550885
  • আমার এক বন্ধু ২১ দিনের জন্যে লাদাখ -কাশ্মির-লাহুল-স্পিতি চললো। লুরু থেকে ড্রাইভ করে । আমার ছুটি নেই তাই হলনা। ডাক্তার তের কত সুবিধে । ইচ্ছে হলেই ঝাঁপ ফেলে দিয়ে বেরিয়ে পরো।
  • 4z | 84.115.197.228 | ২৩ আগস্ট ২০১২ ১৭:১১550888
  • অজ্জিতদা,

    ডিসেম্বরে সবার সুবিধে হলে সেটাই প্ল্যান কর। আমার হবে না বাট দেয়ার্স অলওয়েজ নেকস্ট টাইম। আমি তাহলে জানুয়ারীর জন্য অন্য প্ল্যান বানাব। আপাতত দুটো মাথায় অছে। এক, বহরমপুর, মুর্শিদাবাদ, গৌড় পাণ্ডুয়া ইঃ প্রঃ। আর দুই, পশের দেশে - ঢাকা, কক্সবাজার, সিলেট। এনি টেকার্স? সোসেন শুনছিস?
  • sosen | 24.139.199.1 | ২৩ আগস্ট ২০১২ ১৮:০২550891
  • আমার ও জানুয়ারী তেই হবে, ডিসেম্বর চাপ আছে- কলকাতাতে হয়ত থাকবই না, গুরগাঁও থাকব।
    চ' যাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন