এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মনোবিজ্ঞান কী আদৌ বিজ্ঞান ??

    একক
    অন্যান্য | ০৮ জুলাই ২০১২ | ৬০৮২ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 24.96.42.199 | ৩১ অক্টোবর ২০১২ ২৩:৫০553439
  • সোসেন, আমাদের দেশে প্রাইভেসি আইনের গপ্পোটা কী ? কিছু নাই নাকি ইম্প্লিমেন্টেশন নাই ?
  • sandipan | 202.17.104.153 | ০১ নভেম্বর ২০১২ ০৫:১৪553440
  • সায়েবদের জন্যে আছে। যারা মাঠে হাগে, পুকুরে চান করে তাদের জন্যে আইন ও নাই, ইম্প্লি-ও নাই, আর তাদের আমাশা, কৃমি, পেটে ব্যাদনা ইত্যাদি বেশি হয়, মানোসিক রোগ কম হয়।
  • Ishan | 214.54.36.245 | ০২ নভেম্বর ২০১২ ০১:৪৩553441
  • সোসেন তো বিবর্তন নিয়েই ব্যস্ত। তাইলে এটায় কি দাঁড়াল? পোস্টার মারাই পথ?
  • sandipan | 202.17.102.215 | ০২ নভেম্বর ২০১২ ০৪:০৮553442
  • ধর্ষনের যেমনি বিবর্তন হচ্চে বলে দবি, বিবর্তনেরও ধর্ষণ হচ্চে, দেয়ালে দেয়ালে।
  • sosen | 111.63.211.218 | ০২ নভেম্বর ২০১২ ০৮:১০553443
  • অ। আমায় ডাকা হচ্ছিল।
    দেশের আইনে পেশেন্ট এর প্রাইভেসি বলে সরাসরি কোনো সেকশন নেই। এই ভাবে লিগ্যাল স্টেপ নেওয়া যায়-
    ১। ডক্টরস এসোসিয়েশন ডক্টর তার এথিকাল কন্ট্রাক্ট সারপাস করেছে বলে অভিযোগ আনতে পারে। মনে রাখো যে ডক্টর তার কন্ট্রাক্ট সারপাস করেছে কিনা সেটা দেখার তোমার কোনো রাইট নেই। কোনো ডক্টরস বডিই এই অভিযোগ আনতে পারে।
    ২। যদি কোনো নার্সিং হোম বা প্রাইভেট অর্গানায়জেশনের মাধ্যমে চেক আপ করিয়ে থাক, তা হলে কনজিউমার্স এঙ্গেল থেকে অভিযোগ আনতে পারো। এটাই সবচেয়ে স্ট্রং লিগ্যাল পয়েন্ট। কিন্তু চেম্বারে গিয়ে দেখালে , এবং কাউন্সেলিং এর ডকুমেন্টেশন না থাকলে মুশকিল। তুমি কি বলেছ তা আর কেউ জানবে কি করে?
    ৩।যদি তোমার প্রাইভেসি ব্রিচ করার ফলে তোমার আর্থিক /পারিবারিক/সামাজিক ক্ষতি হয়েছে বলে প্রুফ করতে পারো তা হলে সম্ভবত রাইট টু এভিডেন্স এক্ট এ সেকশন ২৭ এ অভিযোগ জানাতে পারো।
    ৪। যদি প্রাইভেসি ব্রিচ করার ফলে তোমার মানসিক/শারীরিক ক্ষতি হয় তা হলে তোমার ইনস্যুরেন্স কোম্পানি র তরফ থেকে অভিযোগ করা যেতে পারে।

    সর্বোপরি, সাইকোলজিস্ট রা ডাক্তার নন, সাইকিয়াট্রিস্ট রা ডাক্তার । তাই হেলথ সংক্রান্ত আইন সাইকোলজিস্টদের ক্ষেত্রে খাটবেনা, যদিনা তাঁরা কোনো হেলথ ইন্সটিটিউসনের তরফ থেকে কাউন্সেলিং করেন।
  • sosen | 111.63.211.218 | ০২ নভেম্বর ২০১২ ০৮:১৯553444
  • Information Technology (Reasonable Security Practices and Procedures and Sensitive Personal Data or Information) Rules, 2011 (the “Rules”)-
    এপ্রিল ২০১১ থেকে এই রুল সেট চালু হয়েছে। এতেই যা প্রাইভেসি আইন থাকা দরকার সব আছে। তবে এখনো সবকিছু ঠিক ঠাক কার্য্যকর হয়নি। পার্সোনাল ইনফরমেশন প্রটেকশন এক্টে তোমায় প্রমান করতে হবে কিন্তু -যে তোমার প্রাইভেসি ব্রিচ হয়েছে। ডকুমেন্টেশন চাই।
    সার্চ দিয়ে পড়ে দেখতে পারো উনিশ পাতার রুল সেট।
  • pi | 127.194.1.59 | ২১ নভেম্বর ২০১২ ০৭:৫৪553445
  • মামু, তুলে দিলাম।
  • PM | 93.231.150.162 | ০৪ মার্চ ২০১৩ ১৯:৫৬553447
  • এই টইতে সোসেন-এর মতো কউকে চাই যে এই বিষয়ে এক্সপার্ট। পোচ্চুর পশ্ন আছে
  • sosen | 125.242.134.71 | ০৪ মার্চ ২০১৩ ২০:৫৯553449
  • আমি আছি, কিন্তু এক্সপার্ট নই। পড়ে শুনে জবাব দিতে পারব বোধহয়।
  • dd | 132.167.29.60 | ০৪ মার্চ ২০১৩ ২১:০৩553450
  • সে তো আমিও আছি।আমি একজন এক্ষপার্ট। সময়ও প্রচুর।

    তবে রেসিপি ছাড়া আর কোনো ব্যাপারে তো কেউ কিছু জিগায় না। আফশোস।
  • aranya | 154.160.226.53 | ০৪ মার্চ ২০১৩ ২১:৪২553451
  • ইন অল ফেয়ারনেস, সোসেনের এবার কিছু কনসাল্টেশন ফি চার্জ করা উচিত :-) ।

    ডিডি-দা, সিরিয়াস প্রশ্ন - সেই যে ধ্যানের রেসিপি দিয়েছিলেন, ট্রাই করতে গিয়ে একটা কন্ফুশন হল, শরীরের কোন পার্ট কতক্ষন ধরে ফিল করার চেষ্টা করব? যেমন ধরেন, বাঁ চোখ আলাদা করে অনুভব করার চেষ্টা করছি - তো কতক্ষণ লড়ে যাব এই বাঁ চোখ নিয়ে?
    আর সারা দেহ-ই কি এভাবে ভ্রমণ করতে হবে - হাত, পায়ের প্রতিটি আঙুল নাকি কিছু জায়গায় খানিকক্ষণ ফোকাস করে টোটাল আধঘন্টা মত পর কাটিয়ে দেব?
  • Ishan | 202.43.65.245 | ০৪ মার্চ ২০১৩ ২১:৫০553452
  • কাল রাত্তিরে ঘুম আসছিলনা বলে এট্টু ধ্যান করে নিলাম। লক্ষ্য করে দেখেছি প্রচন্ড রাগ না থাকলে ধ্যান কল্লেই ঘুম পায়।

    কিন্তু এর কোনো রেসিপি দেবনা। দিলেই অক্ষ বলবে তেরোবার দেওয়া হয়ে গেছে।
  • aranya | 154.160.226.53 | ০৪ মার্চ ২০১৩ ২১:৫৪553453
  • ঘুম পাওয়া গ্যারান্টিড হলে, রেসিপিটা এক্ষুণি পেটেন্ট নিয়ে নেওয়া উচিত। তাপ্পর বাজারে ছেড়ে লাল হয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা :-)
  • চান্দু মিঁঞা | 127.216.47.191 | ০৪ মার্চ ২০১৩ ২২:০০553454
  • দূর ধ্যান করলে ঘুম পাবে কেন ও তো ধ্যানের আগের স্তর, রাজযোগে তো সেরকমই লেখা ছিল বলে মনে পড়ছে। রামকৃষ্ণ মিশনের ছেলেরা কনফার্ম করতে পারবে।
  • dd | 132.167.29.60 | ০৪ মার্চ ২০১৩ ২২:০২553455
  • @ অরণ্য। টাইম ফাইম কিছু নেই। য্যামন খুসী। বাঁ চোখ কি চোয়াল কি জিভ (চোয়াল,কপাল,জিভ - এ গুলো মাস্ট) যতোটা ইচ্ছে করে ততোটা সময় নিতে হয়। কুঁথে কুঁথে করার কিছু নেই। প্রথম দিকে বোরড লাগে,তারপর অব্যেস হয়ে যায়।

    আর নিয়মিতো করলে ঝটপট হয়ে যায়।

    একটাই পার্টিকুলার টাইমে আর একই যায়গায় হলেও ঐ ট্রান্স সেট ইন হয় তাড়াতাড়ি।

    আমার পিঠের দশ পনেরো বছরের পুরোনো পিঠের ব্যাথা সেরে গেছিলো। কিন্তু শতো চেষ্টা করেও উড়তে শিখি নি।
  • aranya | 154.160.226.53 | ০৪ মার্চ ২০১৩ ২২:০৪553456
  • থ্যাংকু ডিডি-দা।
  • aranya | 154.160.226.53 | ০৪ মার্চ ২০১৩ ২২:৩৩553457
  • লোভে পড়ে মনে হচ্চে শিরঃপীড়ার সাথে পোষা পিঠের ব্যথাটাকেও এইতালে সারিয়ে নিলে হয়, আরও কদিন খেলাধূলো করা যাবে।
    ডিডি-দা, পিঠের ব্যাথা সারানোর জন্য কি পিঠেই ফোকাস করতে হবে না কি চোয়াল,কপাল,জিভ - এগুলোতে করলেই চলবে?
  • Ishan | 214.54.36.245 | ০৪ মার্চ ২০১৩ ২৩:৪০553458
  • চান্দু মিঞা ঠি করেছেন। আমাদের বইতেও অমনটাই লেখা ছিল। আমি ঘুম অবধি এগোতে পেরেছি, ধ্যান আর হয়নি। :)
  • sosen | 125.242.190.188 | ০৪ মার্চ ২০১৩ ২৩:৪৬553460
  • এই টই টা এদ্দিনে পুরো পড়লাম। পড়ে ঘেঁটে গেলাম।
  • dd | 132.167.28.78 | ০৫ মার্চ ২০১৩ ২১:২১553461
  • @ অরণ্য।
    আসলে কি, আমার পিঠের ব্যাথাটা ছিলো ১০০% সাইকোসোমাটিক। তাই ধ্যান করতেই ভ্যানিস হয়ে গ্যালো। সতি যদি স্পাইনে কিছু ইরি মিরি কিরি থাকতো তাইলে কিসুই হোতো না।

    আর ধ্যান = মনকে শান্ত করা। পিঠের ব্যাথা যদি মুখ্য কারনও হয়, তবু পিঠ নিয়ে ফোকাস করলে মনে হয় সেটা অটো সাজেসান হয়। সেল্ফ হিপনোসিস গোছের। ঠিক ধ্যান নয়।

    এই সব অল্টারনেটিভ থেরাপি কিছু কিছু ক্ষেত্রে কাজ দেয় কিন্তু "বিশ্বাসী"'দের হাতে পরলেই মুষ্কিল। একটা গুড প্র্যাকটিসকে খামোখা একটা মিরাকেল গোছের বানানো হয়। ত্যামন কিছু না।
  • pi | 78.48.231.217 | ০৬ মার্চ ২০১৩ ০৯:৪৫553462
  • সোসেন, লিখেছ, 'ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা প্রমাণ করেছেন , নিয়মিত ধ্যানাভ্যাস এইডস রোগীদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় , সিডি -ফোর টি কোষের সংখ্যা বাডি়য়ে ,আসন্ন মৃত্যুর গতি কমাতে পারে৷'

    এর রেফারেন্স এই পেপারটা তো ?
    http://www.psy.cmu.edu/people/creswell_paper_2009a.pdf

    এখানে তো আট সপ্তাহ ধ্যান করার একটা স্টাডিতে দেখিয়েছে ধ্যান করা গ্রুপে রোগীদের cd4+ টি কোষ কমেনি, অন্যান্য রোগীদের মতন। কিন্তু এটুকু থেকে আসন্ন মৃত্যুর গতি কমাতে পারের মত সিদ্ধান্তে পৌঁছানো যায় কি ? পেপারেও ওঁরা বলে নিয়েছেন, এই স্টাডির অনেক সীমাবদ্ধতা আছে। খুব ছোটো স্টাডি, লং টার্ম ফলো আপ হয়নি, আরো অনেক মেজারমেন্ট হয়নি ইঃ। এটা তিন চার বছর আগেকার কাজ। এর পরে এখনো লং টার্ম বা লার্জ স্যাম্পল নিয়ে কোন স্টাডি বের হয়নি। এফেক্ট হয়তো থাকতে পারে, কিন্তু শুধু এই পেপারের ভিত্তিতে এখনই এটা প্রমাণিত বলা কি একটু ওভারস্টেটমেন্ট নয় ?

    দ্বিতীয়তঃ, রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ানোর কথাও তো এঁরা বলেননি। এইডস রোগীদের রোগ প্রতিরোধ করা নিয়ে অনেক পুরানো পেপার দেখলাম। সেটা একটা ছোট পাইলট স্টাডি মাত্র, যেখানে একটা হলেও হতে পারে সম্ভাবনার কথা মাত্র বলা আছে। একটা বিশেষ সেল কিছু বাড়ছে, এই অব্দি। আরো অনেক কিছুতে কোনোরকম পরিবর্তন পাওয়া যায় নি । আর তারপরে দশ বছরেও সে নিয়ে আর কিছু বের হয়নি। ঐ স্টাডিটাকে নিয়ে একটা কমেন্টও বেরিয়েছে দেখলাম, অ্যাকসেস পেলাম না।

    জানিনা, তুমি অন্য কোন পেপারের ভিত্তিতে লিখে থাকতে পারো, মিস করে যেতে পারি।
  • a x | 138.249.1.194 | ০৬ মার্চ ২০১৩ ১০:৪০553463
  • এটা মানে সোসেনের বক্তব্যটা কত নং পাতায়? খুঁজে পাচ্ছিনা। আর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বললে তো কিছু বোঝার উপায় নেই - কোন ক্যাম্পাস?
  • pi | 78.48.231.217 | ০৬ মার্চ ২০১৩ ১০:৫১553464
  • Date:04 Mar 2013 -- 06:24 PM
  • a x | 138.249.1.198 | ০৬ মার্চ ২০১৩ ১১:০২553465
  • ওহো, এই সময় তে।
  • aranya | 154.160.130.16 | ০৬ মার্চ ২০১৩ ১২:০২553466
  • থ্যাংকস এগেন, ডিডি-দা।

    যোগীবর ডিডি-দার চরণে প্রণাম
    ভেট দিব রাম, যদি পুরে মনস্কাম :-)
  • Ekak | 24.99.6.43 | ০৬ মার্চ ২০১৩ ২২:২২553467
  • ধ্যান কল্লে কান কতকট কমে কিনা বা ডানা গজায় কিনা বা আয়ু বারে কিনা এই নিয়ে চিন্তিত নই । সে বারুক ছাই না বারুক । এত সিদ্ধাই । ধ্যান ee jodi korbo to khamokhaa কান কতকট er jonnye kyaano । enioye এ আমার নিজের মনে হওয়া ।
  • a x | 138.249.1.198 | ০৬ মার্চ ২০১৩ ২২:৫১553469
  • একটা কথা অনেকদিন ধরে বলতে চাই। আবার সোসেন রেগে মেগে যাবে ভেবে লিখিনা। কিন্তু পরপর কয়েকটা লেখাতে এই ট্রেন্ডটা দেখলাম, বিশেষ করে অটিসমের লেখাটাতে বড্ড বেশি চোখে পড়েছিল বলে বলেই ফেলছি। আশা করি ইন ট্রু স্পিরিট নেওয়া হবে।

    যখন জেনেরাল আর্টিকল লেখা হয়, লেম্যানদের জন্য, তখন "বিজ্ঞানীরা প্রমাণ করেছে" জাতীয় কথা অ্যাভয়েড করাই ভালো আমার মনে হয়। এতে হয়ত বিভ্রান্তির সম্ভাবনা তৈরি হয়। এইরকম প্রতিদিন অসংখ্য পেপার বেরোচ্ছে, কিন্তু এগুলো ইন প্র্যাক্টিস তো পরের কথা, প্রামাণ্য চিকিৎসা/পদ্ধতি হিসেবে গ্রহণযোগ্যতা আসতে বহু বহু ইন্ডেপেন্ডেন্ট রিপ্রোডিউসিবল রেসাল্টের প্রয়োজন হয়। সেই তফাৎটা হয়ত সাধারণের পক্ষে ধরা সম্ভব নাও হতে পারে। আরোই সম্ভব না যখন এইরকম লেখাতে রেফারেন্স দেবার সুযোগ নেই যে পাঠিকা নিজে পড়ে বুঝে নেবার চেষ্টা করবে।
    আর বিজ্ঞানীরা কিছু প্রমাণ করে কি? হাইপোথেসিস রিফিউটেড বা সাপোর্টেড হয়।
  • sosen | 125.241.58.237 | ০৬ মার্চ ২০১৩ ২২:৫১553468
  • পাই-ইন্ফ্লেমেশন কমানোর কাজ টা মেলিসা রসেন্ক্রাঞ্জ এর -ওয়াইজ্মান। http://dx.doi.org/10.1016/j.bbi.2012.10.013 ইমিউনিটি বাড়ানোর পেপার দুটো পড়েছিলাম তখন, চাইলে খুঁজে বার করে দেব, প্লিজ পরে চেও। :) এই কাজগুলো সবই ছোট স্টাডি, ক্লিনিক্যাল ট্রায়াল তো নয়ই । এবার দেখো, আমি যদি পেপার লিখি , তখন যে ভাষায় লিখব, সে ভাষা খবরের কাগজে ব্যবহার করা মুশকিল। স্যাম্পল সাইজ ইত্যাদি বলার মত জায়গা থাকে না। আমি কোনো সিদ্ধান্ত টানতেও পারি না, টানি না । এই লেখাগুলো লেখাগুলো এনালিসিস না, রিপোর্ট। । এই কাজ হচ্ছে , এইটুকু বলতে পারি। টি সেল কমতে থাকা আটকালে ঠিক কি কি হয়, এটা খবরের কাগজে কিভাবে বোঝানো যায় , ৪০০ শব্দের মধ্যে? মানে আমি পারিনা। সেই দায় স্বীকার করছি। হয়ত ভবিষ্যতে পারব।
    জাস্ট পড়ে যে তোমরা খুঁজছো বা দেখছ, সেটাই অনেক। এতেও অনেকেই বলে বুঝলাম না। অনেকে মেইল করছেন, দেখা করে জানতে চাইছেন, ভাল্লাগছে সেটা। বোলো, আর কিভাবে সুখপাঠ্যতা বজায় রেখে লেখা যায়, আমি নিশ্চয় চেষ্টা করব।
  • sosen | 125.241.58.237 | ০৬ মার্চ ২০১৩ ২৩:০২553472
  • মনে রাখার চেষ্টা করব। যদিও কতকগুলো জার্গন বাংলায় বলতে গেলে অদ্ভুত শোনায়, তবুও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন