এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মনোবিজ্ঞান কী আদৌ বিজ্ঞান ??

    একক
    অন্যান্য | ০৮ জুলাই ২০১২ | ৬০৬৯ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | 125.242.192.215 | ০৮ জুলাই ২০১২ ২১:১৯553481
  • Sibu বাবু ভোট নিয়ে পাগল বিচার করতে গেলে কিন্তু গ্যালিলিও কেস হয়ে যাওয়ার চান্স। অপরিচিৎ বলে একটা সিনেমা দেখেছিলাম - হিন্দী -তামিল bilingual হয়েছিল।
    সেখানে হীরোর রোগ ছিল সমাজের ক্ষতিকর লোকেদের শাস্তি দেওয়া (মানে খালাস স্টাইলে আর কি) - তাকে পাগল বলে চিকিৎসা করা হচ্ছিল। এ ধরণের লোককে কি পাগল বলবো সাহানা দেবীর disorder এর সংজ্ঞা মেনে?
    - জানি না কি করে বললেন ঘুষ নেওয়া খারাপ কাজ - সিকি বাবুর চৌহান গোষ্ঠীর লোক যেখানে বেশী তারা কিন্তু ঘুষ না নেওয়া কে পাগলামী বলবেন
  • sahana | 127.194.238.76 | ০৮ জুলাই ২০১২ ২৩:০৩553482
  • লিখব। আজ সময় নেই । ছানা ঘুমোল সবে। কাল লিখব। অনেক কথা বলার আছে। খুব ইচ্ছে করছে এখনি বলতে, কিন্তু উপায় নেই। আরো প্রশ্ন থাকলে করুন, কাল এক্কেবারে লিখে ফেলব।
  • জিজ্ঞাসু পাঠক | 127.194.192.14 | ০৯ জুলাই ২০১২ ০২:৪৫553483
  • কে কে পড়াশুনো করে তারপর কথা বলতে উৎসাহী?

    http://torrentz.eu/158df27729ce1ccfa15f41910d9ee37ea1768dc8

    - জিজ্ঞাসু পাঠক
  • জিজ্ঞাসু পাঠক | 127.194.192.14 | ০৯ জুলাই ২০১২ ০২:৫৯553484
  • আর যদি ডেমোনয়েড সাবস্ক্রিপশন থাকে, তাহলে বেটার সীডার সহঃ-

    http://www.demonoid.me/files/details/2597664/22012956/
  • সাহানা | 127.194.225.71 | ০৯ জুলাই ২০১২ ০৩:৩৬553485
  • জানতাম 'ক্ষতি' শব্দটার subjectivity নিয়ে অসুবিধা হবেই।
    পাই, ধূমপান বা তামাক সেবনের নির্ভরতা যদি এমন পর্যায়ে পৌঁছয় (বা ড্রাগ, অ্যালকোহল) যার ফলে ব্যক্তি তার সুস্হ থাকা থেকে চ্যুত হয় বা তার জন্য কোনও গর্হিত কাজও করতে পারে তা ক্ষতিকর (চুরি, ছিনতাই, ক্রমাগত ধার চাওয়া), বা সেসব কিছুই করলনা, নেশার বস্তু না পাওয়ার ফলে তার mood বিগড়ে যাওয়ায়, সাথে থাকা মানুষজনের সাথে অনর্থক খারাপ ব্যবহার করে চলল, স্ব-নির্বাচিত দায়িত্ব পালনেও অনীহা দেখাল, সেক্ষেত্রে তার সমস্যা আর শুধু তার থাকেনা। এসব ক্ষেত্রেই ব্যক্তির শারীরিক, মানসিক, সামাজিক অব্স্হান deteriorate করে আর সে নিজেই মনে করে সে ভালো নেই, তখন সে তার সমস্যা নিজেই প্রকাশ করে।

    ঘুষ নেওয়া প্রসঙ্গে উল্লেখ্য -সামাজিক সংখ্যাগরিষ্ঠতা কোনও মানসিক গোলযোগ নির্ণয়ের প্যারামিটার নয়, সময় সাপেক্ষে well-being থেকে সরে যাওয়াটা প্যারামিটার। সেটা ব্যক্তি নিজেও অনেকসময় (বেশিরভাগ সময়েই) টের পায় যে পরিপার্শ্ব থেকে আলাদা হওয়ার (ঘুষখোর পরিবেশে ঘুষ না নেওয়ার প্রেসার) চাপ সে আর নিতে পারছেনা - আর রোগের কোনও compartmentalized চেহারা নেই, আমরা কমবেশী সবাই কখনও না কখনও চাপ নিতে নিতে, নিজের আর চারপাশের দাবীর মাঝখানে পড়ে টাল সামলাতে পারিনা, তার মানেই আমি disordered হয়ে গেলাম এমন না। আসলে একটা গোড়ায় গলদ আছে - এই যে সব লক্ষণ নিয়ে একেকটা রোগের নামকরণ করা হয়, OCD, Schizophrnenia, Hypocondriasisইত্যাদি - এগুলো মানুষগুলোকে দাগী করার জন্য না, বরং সমস্যার প্যাটার্নটা বোঝার জন্য।

    যাকগে মূল আলোচনা ছিল মনোবিজ্ঞান 'বিজ্ঞান' কিনা - বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গীর নিরপেক্ষতা অবশ্যই এর চর্চাকারীর থাকা দরকার, তবে এটা প্রাকৃতিক বিজ্ঞানের বস্তুনিষ্ঠতার মাত্রা থেকে স্বাভাবিক ভাবেই আলাদা। মনোবিজ্ঞানের ভুল প্রয়োগ হলে সেটা প্রয়োগকারীর গাফিলতি মনোবিজ্ঞানের objective fact বা knowledge এর নয় (যেমন বোমের দায় ফিজিক্সের না), তাই না?
  • tatin | 140.39.149.53 | ০৯ জুলাই ২০১২ ০৩:৪৯553486
  • বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কি নিরপেক্ষ হয়? বস্তুনিষ্ঠতা নিজেই কি একটা পক্ষ নয়?
  • একক | 24.99.6.25 | ০৯ জুলাই ২০১২ ০৪:০৭553487
  • দুইখান কথা

    ১ ) "ক্ষতি" অর্থে যদি সমাজের পক্ষে এবুইসিভ বলা হয় তাহলেও মানিসিক রোগের সনাক্তকরণে ওভার দ্য বোর্ড যাওয়া হয় বলতে হবে . চারপাশে একপাল ভোঁদড় আর গাধা , কথা কৈলে যারা গাড়ির ইএমআই আর ফ্ল্যাট এর স্কয়ারফিট ছাড়া কিসসু বোঝেনা . একটা সেন্টেন্স বল্লে হা করে মুখের দিকে তাকিয়ে থাকে এদের সংয়ে মিশ্বনা বেশ করবো . একটা ছোটো বাচ্ছা সে যদি সারাদিন বিরল এর ল্যাজ , ফড়িং এর নাচ ,জানলা দিয়ে আলোর যাওয়া আসা দেখে সময় কাটায় , কারো সঙ্গে না খেলে সেটা তার মর্জি . আমাকে ,তাকে , তাদের কে "অটিস্টিক" আখ্যা দিয়ে পশ্চাত্পক্ক কাউন্সেলর এর সামনে বসন্ত আর কিছুই না সামাজিক তথা আন্তর্জাতিক ভেড়ার পালে ঢোকাবার প্রচেষ্টা . কে বলেছে এটা রোগ ? প্যাথলজিকাল এভিডেন্স কি ?

    ২) বম্ব ফেলার দায় ফিজিক্স এর নয় , ধর্মযুধ্ধু -র দায় ধর্মের নয় , রাস্ত্রবিপ্লবের দায় রাষ্ট্রের নয়
    সব দায় কি শুধু সাধারণ মানুষ নন্দ ঘোষ নেবে ?? আর বাকি সবাই "এব্স্ত্রাচ্ত" হয়ে হাত ধুয়ে ফেলবে ?
    তত্ত্ব-তাত্ত্বিক-প্রয়োগ একাক্কার হয়ে থাকে . কিছু আলাদা নয় .
  • riddhi | 118.218.136.234 | ০৯ জুলাই ২০১২ ০৪:১০553488
  • কিন্তু সাহানা, মনোবিজ্ঞানের অবজেক্টিভ ফ্যাক্টের ভান্ডার টাই খুব খালি খালি। সেদিন একটা বই দেখছিলাম, বিভিন্ন সিম্প্টম লিস্ট করে এই ঐ ডিস-ওর্ডার , সে সেই ডিস-ওর্ডার বলে দিয়েছে। এটা আবার সাইকোলজির বাইবেল ধরনের কিছু। এরকম হাজারটা সিম্প্টাম কোম বেশী আশেপাশের সব কতা লোকের আছে। ইন্ডিয়াতে ছিল। তামেরিকায় বাচচারা একটু অমনোযোগী দুষ্টু হলে ওষুধ গেলাচ্ছে। এগুলো কি চলছে কি।
    আমাদের দেশে যে সোসাল সাপোর্ট আছে, তাতেই এই ছোট্খাট জিনিস সামলানো যায় ।
    কিছু বেশ সিরিয়াস অসুখ আছে, বাস্তবের সাথে যোগ হারিয়ে ফেলা, চূড়ান্ত ডিপ্রেশান ইত্যাদি, সেগুলো বলছি না।
  • riddhi | 118.218.136.234 | ০৯ জুলাই ২০১২ ০৪:১১553489
  • এককের ১) কে ক টু দ্য পাওয়ার ইন্ফিনিটি।
  • tatin | 140.39.149.53 | ০৯ জুলাই ২০১২ ০৪:১৭553491
  • আমার ধারণা গ্রসলি চারপাশের লোকজনের সংগে বা সংখ্যাগরিষ্ঠের সংগে না মিললে সেটাই মানসিক সমস্যা হিসেবে চিহ্নিত করা যায়।
    তারপরেও সেই লোকটি আনন্দে থাকতে পারে বা সৃজনশীল কাজ করতে পারে ইত্যাদি। কিন্তু বাকিদের হিসেবে তাকে 'অপ্রকৃতিস্থ'ই বলা হবে।
  • riddhi | 118.218.136.234 | ০৯ জুলাই ২০১২ ০৪:২৬553492
  • গ্রসলি মেলে কি মেলে না, সেটা সহজে ঠিক করে দেয়া যায় না। এরকম কোন গ্রস এস্টিমেট কি ডাক্তারদের কাছে আছে? আমি কিছু বাচ্চাকে জানি, যাদের হাব ভাব আমদের দেশের স্বাভাবিক 'দুষ্টু ছেলে' দের লেভেলের, কিন্তু বাবা মা ফালতু ট্রিটমেন্ট করায়,
  • জিজ্ঞাসু পাঠক | 127.194.192.14 | ০৯ জুলাই ২০১২ ০৪:২৭553493
  • অ্যাবনরমাল সাইকোলজি - (মেন্টাল ডিসঅর্ডার আর সাইকোপ্যাথোলজি), বায়োলজিক্যাল সাইকোলজি, কগনিটিভ সাইকোলজি, ডেভেলপমেন্ট সাইকোলজি, পার্সোনালিটি সাইকোলজি, আর স্যোসাল সাইকোলজি - এই সবগুলো শাখাই এখনো রিসার্চ সাইকোলজির মধ্যে পড়ে।

    মানে হিপনোসিস ছাড়া অ্যাপ্লায়েড সাইকোলজি মানে বোঝাচ্ছে শুধু ক্লিনিকাল, এডুকেশনাল , ফরেনসিক, হেলথ, ইন্ডাস্ট্রিয়াল ও অর্গানাইজেশনাল সাইকোলজি এবং সাইকিয়াট্রি।

    গুচ্ছ রোগী ধরে তাদের নিয়ে অ্যানালিসিস ও রিসার্চ করে টরে ভবিষ্যতে সাইকোলজি একটা জায়গায় পৌঁছবে ধরে নেওয়া যেতে পারে, এখনো শৈশবে।
  • pi | 82.83.87.188 | ০৯ জুলাই ২০১২ ০৪:২৮553494
  • স্বাভাবিকতা এই ভাবে প্রিডিফাইনড হয়ে যাওয়া আর 'অপ্রকৃতিস্থ' বলে দাগিয়ে দেওয়া হবে, এই চাপেই হয়ত বেশিরভাগ লোক 'তথাকথিত' 'আর সবার' মতন আচরণ করে, বা করার চেষ্টা করে। আর তার ফলে সেটা তখন সংখ্যাগরিষ্ঠের আচরণ হয়ে যায়। অতঃ স্বাভাবিক। আর এই ভাবে স্বাভবিকতার নির্মাণ হয়ে চলে। এমনটাও তো হতে পারে ? ঃ)
  • tatin | 140.39.149.53 | ০৯ জুলাই ২০১২ ০৪:৩৭553495
  • চারপাশের লোকজনই গ্রস এস্টিমেট করবে- ডাক্তারের কাজ রোগ নির্ণয় ও সারানো/ কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে কিনা সেটা বোঝার দায় রোগী ও তার বন্ধুদের।

    প্রিডিফাইন্ড কোথায় হচ্ছে, সামাজিক নির্মাণগুলি স্বাভাবিকতাকে রিডিফাইন করছে। তার ফলে কিছু কিছু প্যারডাইম পাব্লিক মেনে নিচ্ছে সেটা 'স্বাভাবিকতা' হয়ে উঠছে।
  • Spark | 161.141.84.221 | ০৯ জুলাই ২০১২ ০৪:৪০553496
  • আরে সব্বোনাশ, ভাগ্যিস সেকালে জন্মেছিলো আমার বন্ধু বেলু! একালে জন্মালে কবেই ওষুধ টশুধ খাইয়ে একেবারে ইয়ে করে ফেলতো! সে তো সেই ছোট্টো থেকেই মন-মন করতো, নিজে নিজে আপনমনে কথা কইতো একা একা বাগানে গিয়ে, জিনিসটার ডেফিনিশন ছিলো না বলে ওর দাদীমা কইতেন বেলু মন-মন করে, এটা অসুখ মনে করতেন না তিনি, বরং বিশেষ ধরনের কোয়ালিটি মনে করতেন, কবি টবি হবার প্রাক-লক্ষ্মণ মনে করতেন।
    এখন সেই বেলু পরিণত বয়সী, দিব্যি কাজকর্ম করছে আর অবসরে লেখালিখি করছে।
    এখনকার দিনে হলে হয়তো শৈশবেই বিশেষ ডিজর্ডার বলে দাগিয়ে দিতো, কাজকর্ম লাটে উঠতো, লেখালিখি তো দূরস্থান।
  • tatin | 140.39.149.53 | ০৯ জুলাই ২০১২ ০৪:৪১553497
  • ঋদ্ধি,
    স্বাভাবিকতা তো স্থান সময় দিয়েও নির্ধারিত হয়। পঞ্চাশোর্ধ কাকিমা অফিস থেকে বেরিয়ে বিকেল পাঁচটায় হেদোর ধারে স্পোর্ট্স ব্রা হাফ প্যান্ট পড়ে দৌড়লে সেটা স্বাভাবিকতা থাকেনা। অন্য কোনো দেশে অন্য কোনো ঝিলের ধারে সেটা করলে কেউ তাকিয়েও দেখছেনা
  • tatin | 140.39.149.53 | ০৯ জুলাই ২০১২ ০৪:৪৫553498
  • আরেকটা প্রশ্ন আছে, ডক্টর হাজরা যেরম প্যারাসাইকোলজি করতেন, (জন্মান্তর টন্মান্তর), সেই ব্যাপরতা কি সত্যিকারের স্বীক্র্রিত একাডেমিক দুনিয়ায় এক্সিস্ট করে?
  • pi | 82.83.87.188 | ০৯ জুলাই ২০১২ ০৪:৪৮553499
  • প্যান্ট পড়ার চেষ্টা করা কোন দেশ কাল বা বয়স কালেই স্বাভাবিকতা নয় মনে হয়।
  • একক | 24.99.6.25 | ০৯ জুলাই ২০১২ ০৪:৫২553500
  • এই দেশ -কাল এর ব্যাপার টা আফ্রিকার শিম্পাঞ্জি বা সেউফল এর মতো না .
    গ্রহণ করতে করতেই তৈরী হয়. আর অন্যে যা বলতে ইচ্ছে হয় বলুক না . পাগল বলুক ছাগল বলুক ভ্লুম্দ্ব্ব ন্তুর্র্র্র বলে ডাকুক আপত্তি নেই . তথাকথিত মনোবিজ্ঞানের চর্চা তে ডেকে এনে ওষুধ খাওয়ানো হচ্ছে সেই লোকটিকে . কেন এমন হবে ? আমার জ্বর হলে বা ক্যান্সার হলে তার প্যাথলজি রিপোর্ট হয়. মনোবিজ্ঞান যদি ওষুধ এর ব্যবহার কেই স্বীকৃতি দেই তার মানে এটা একটা ফিসীয়লোজিকাল ব্যাপার ও বটে . তাহলে প্যাথলজিকাল এভিডেন্স দিতে পারে না কেন ?

    সিলোসিবিন , দিয়েমটি এসব নিলে হিপোক্যাম্পাস এ ওই সময় জুড়ে কি হয় , ব্লাড প্রেসার কি হয় সব কিছু গ্রাফ করা গেছে . টাই আমি নিউরোসায়েন্স এর ওপর ভরসা করি.

    মনোবিজ্ঞান তার ফিকশনাল ক্যারাক্টার থেকে বেড়িয়ে এট্টু গ্রাফ ফাফ দিক, প্যাথলজিকাল এভিডেন্স দিক. নইলে ব্যাপারটা সিম্পলি "সামাজিক সুস্থতার দালালি " ছাড়া কিছু নয় .
  • একক | 24.99.6.25 | ০৯ জুলাই ২০১২ ০৪:৫৫553502
  • পাই
    কেন প্যান্ট এর পাছু তে লী কুপার লেখা থাকে ওইতে পড়া যেতে পারে তো ! :D :D
  • tatin | 140.39.149.53 | ০৯ জুলাই ২০১২ ০৪:৫৭553503
  • গুগল লেআউটে পড়া যায়

    আর একক, সামাজিক সুস্থতাই তো। সেটা তো হেভি ইম্পর্টান্ট ব্যাপার।
  • pi | 82.83.87.188 | ০৯ জুলাই ২০১২ ০৪:৫৮553505
  • ঃ)

    হ্যাঁ, এই প্রশ্নটাই আগের টইতে করেছিলাম। আল্টিমেটলি তো সেই নিউরোলজিক্যাল ব্যাপারই। তাহলে কোনটাকে 'মানসিক', আর কোনটাকে শারীরিক বলবো ? জলধি অবশ্য কিছু উদাঃ দিয়েছিলেন।
  • aranya | 154.160.98.31 | ০৯ জুলাই ২০১২ ০৪:৫৮553504
  • এই দুটো ছেলে (একক, তাতিন) ঘুমোয় না ?
    গত রাতের পার্টিতে এক জনতা জোরগলায় বলল - মন দিয়ে আখের গুছোতে হবে। আমি এখনো গুছিয়ে উঠতে পারি নি শুনে খুব দুঃখ-ও পেল। সবাই আখের গুছোলে মানুষের জন্য কাজ-টাজ কারা করবে এ প্রশ্নের উত্তরে একটু ভেবে বলল আগে ভাল করে আখের গুছিয়ে তাপ্পর সমাজ সেবা, নইলে হাতে হারিকেন।
    এককের ১ নং-এর প্রসঙ্গে বললাম।
    পাই, নোনাডাঙার অ্যাক্টিভিস্ট-দের এই আপ্তবাক্যটা মনে করিয়ে দিতে পার ;-)
  • tatin | 140.39.149.53 | ০৯ জুলাই ২০১২ ০৫:০০553506
  • তা ছাড়া পৃথিবীর বেশিরভাগ ওষুধ প্ল্যাসেবো। ওষুধ খাচ্ছি ভেবে ভেবেই শারিরীক সুস্থতা ফিরে আসে। আজকাল নাকি দ্যাখা গ্যাছে 'প্ল্যাসেবো' বলে নির্গুণ ওষুধ দিলেও রোগী সেই খেয়ে সুস্থ হ্চ্ছে। তাহলে, বিহেভিয়রিয়ল স্বাভাবিকতা ওষুধ খেয়ে ফিরে আসতেও পারে।
  • tatin | 140.39.149.53 | ০৯ জুলাই ২০১২ ০৫:০১553507
  • আমি এখান অতলান্তিকের এ পারে
  • pi | 82.83.87.188 | ০৯ জুলাই ২০১২ ০৫:০২553509
  • অরণ্যাদা, ঃ)
    কিন্তু তাতিনের তো এখন বিকেল ফটফটাচ্ছে !

    তাতিন, ঐ এস্টিমেশনেই সমকামিতাও অসুখ, ডাক্তারের কাছে যাওয়া দরকার, তাই না ? মনে, অসুখ সারান এর মন্তব্যে যা লিখেছিস, সেও তো এই যুক্তিতেই ?

    যাইহোক, কালকে এই মার্সিয়া অ্যাঞ্জেলের নামটা মনে পড়ছিল না। উৎসাহী জনতা এই লেখাটা একটু পড়তে পারেন।

    The Epidemic of Mental Illness: Why?http://www.nybooks.com/articles/archives/2011/jun/23/epidemic-mental-illness-why/?pagination=false
  • riddhi | 118.218.136.234 | ০৯ জুলাই ২০১২ ০৫:০২553508
  • তাতিন, জার্নাল ওফ প্যারাসাইকোলজি আর ঐ টাইপ প্রচুর কিছু আছে তো।
  • tatin | 140.39.149.53 | ০৯ জুলাই ২০১২ ০৫:০৪553510
  • হ্যাঁ, রোগী এবং তার বন্ধুরা অসুখ মনে করলে ডাক্তারের কাছে যাওয়া উচিৎ। ডাক্তার সারাতে না পারলে, সেইটা ডাক্তারিবিদ্যার লিমিটেশন। ভবিষ্যতে এইডসের মত ইহারও প্রতিষেধক্বা চিকিৎসা আসতেই পারে।
  • tatin | 140.39.149.53 | ০৯ জুলাই ২০১২ ০৫:০৫553513
  • ঐগুলো কি সিরিয়াসলি নেওয়া হয়, না পামিস্ট্রির জার্নালের মতন?
  • riddhi | 118.218.136.234 | ০৯ জুলাই ২০১২ ০৫:০৫553511
  • তাতিন, ডাক্তারের কাছে যাওয়ার পর থেকে প্রক্রিয়া টা গোলমেলে। সেই ডাক্তার যেভাবে রোগ নির্ণয় করে, সেটা বেশ ফাজি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন