এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মনোবিজ্ঞান কী আদৌ বিজ্ঞান ??

    একক
    অন্যান্য | ০৮ জুলাই ২০১২ | ৬০৯২ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রানারা | 69.160.210.2 | ০৯ জুলাই ২০১২ ১৩:৫২553547
  • জিনিসটা বিজ্ঞান কি বিজ্ঞান না - সেটা কি স্থির হোলো? কেন লোকজনের মানসিক সমস্যা হয় - সেসব তো মনোবিশেষজ্ঞদের পেটেন্ট লেকচার। কুমীর রচনা লিখতে গিয়ে আবার গোরুর রচনায় চলে যচ্ছে না?

    রানারা।
  • sinfaut | 131.241.218.132 | ০৯ জুলাই ২০১২ ১৪:০০553548
  • অ সাহানা,

    ফ্রয়েড বস্তাপচা কিনা আর সাইকোলিজাল ডিসর্ডারের প্যাথলজিকাল এভিডেন্স আছে কিনা আগে বলুন, গোরুর রচনা লিখবেননা।
  • | 24.96.115.29 | ০৯ জুলাই ২০১২ ১৪:০৭553549
  • রানারা
    (ধুস রানারা বললে কেমন পানসে লাগে। 'জয়ত্তারা'র মত জোশ আসে না)
  • একক | 24.96.0.61 | ০৯ জুলাই ২০১২ ১৪:৩৬553550
  • "শরীর আর মনের সম্পর্ক খানিক টা সফ্টওয়্যার আর হার্ডওয়্যার এর মত।কম্পলিমেন্টারি। নিউরোসায়েন্স সাইকোলজির অবিচ্ছ্যেদ্য অঙ্গ। আমাদের আচরনের মূল উদ্দ্যেশ্য হল সার্ভাইবাল। তার জন্য আমরা কিছু বিষয় অ্যাভয়েড করি আর কিছু বিষয় অ্যাপ্রোচ করি। যেমন সাধারনত যা খেলে সুস্থতা বিঘ্নিত হবেনা তা খাই, আর যা খেলে অসুস্থ হতে পারি তা ফেলে দি। প্রায় সব ক্ষেত্রেই এমন ই করি। আবার জন্মানোর পর থেকে কোন কোন আচরণ করলে সার্ভাইবাল assured হবে আর কোন কোন আচরণের দ্বারা তা বিঘ্নিত হবে "

    প্রতিটা লাইন ধরে ধরে অসমর্থন জানাচ্ছি . মানে বাধ্য হচ্ছি আর কী :(

    ১) সফটওয়ার আর হার্ডওয়ার টেনে কী দাঁড়ালো ? সফটওয়ার মানে কোনো ফন্গবেনে ব্যাপার না . এটা যারা জানেনা তাড়া ভাবে . "ট্যানজিবিলিটি" শব্দটার মানে এই নয় যাতে হাত দিয়ে ছোঁয়া যায় . সেতো বাতাস -পালসার - ইলেকট্রন কিছুই হার্ডওয়ার পার্টস এর মতো হাতে নিয়ে দেখা যায়না . তাতে তাড়া সফটওয়ার হয়ে যায় না . মেশিন লেভেল লজিকাল এভিডেন্স দিয়ে ওগুলো প্রমানিত সো বিগার সেন্স এ ট্যানজিবল . সফট ওয়ার কেও যদি বলেন তো এক্কেরে রেজিস্টার -বিট ধরে দেখাতে পারি যে ওটা শুধু হাওয়ায় লজিক নয় . মেশিন লেভেল ওয়ার্ক . এবং মাপা যায় .

    ২) সারভাইবাল একটা অত্যন্ত ঘাটা শব্দ . কী লেভেলের সারভাইভাল ? স্পেসিস হিসেবে সারভাইভাল ? সোশাল সারভাইভাল নাকি একেবারে এনাতমিক সারভাইভাল ??
    স্পিসিস সারভাইভাল বল্লে তো ডারউইন চলে আসবেন . তাহলে আমাদের উচিত যেখানে যত অথর্ব বুড়ো-বুড়ি আছে যারা কোনো কমে আসে না , যেখানে যত ইনফার্টাইল কাপল আছে যাদের কাচ্চাবাছা হবেনা আর সমস্ত হোমোসেক্সুয়াল প্র্যক্তিসনার দের ধরে মেরে ফেলা . কারন তাড়া আমাদের স্পিসিস প্রপাগেসনের এগেনস্ট এ .
    ( নেচার এ হোমোসেক্সুয়ালিটি আছে সেটা এক্স. এইচ নয় , মানুষের টা এক্স. এইচ আশা করি জানেন )

    তাহলে কী সোশাল সারভাইভাল ? মানে যে সোসাইটি তে সংখ্যাগুরু যা মনে কর্বে তখন সেভাবেই মনোবিজ্ঞান লেখা হবে ? তিব্বতী লামা বা জেন প্র্যক্তিসনার বা কোরিয়ান কিছু বৌদ্ধ সম্প্রদায় আছেন তারা তাহলে ওটিসম এর একটা কাউন্টার পার্ট ডিসিস চালু কর্বেন . তার নাম হনে "চ্যাটারবক্সিস্ম " . সেটা মনোবিজ্ঞান এ ইনক্লুড হবে তো ??

    এটা পলিটিকাল এজেন্ডা না বিজ্ঞান !!!
  • de | 213.199.33.2 | ০৯ জুলাই ২০১২ ১৪:৪৪553551
  • সাহানা,

    মানসিক অসুখের একটা কারণ নিরাপত্তাহীনতা অবশ্যই -- এটা তো ঠিকই। কিন্তু, আরো কারণ নিশ্চয়ই আছে! আসলে মানসিক অসুখ ব্যাপারটাই খুব ধোঁয়াটে মতো -- সেইজন্যই আরো চাই যে আপনি হাত খুলে লিখুন আমাদের মতো পাতি পাবলিকদের জন্য!

    সব কিছুকেই যে বিজ্ঞান হতে হবে তার কি মানে আছে? বিজ্ঞান কারে কয়? প্যাথলজিক্যাল এভিডেন্স থাকলেই বিজ্ঞান?

    দমদি, প্রথম রা টার উপর একটা জোর দিয়ে দ্যাখো -- রা-না রা -- দিব্বি আসছে ঃ))
  • sahana | 127.194.225.71 | ০৯ জুলাই ২০১২ ১৫:২৫553552
  • মনোবিদ্যা তে কি আছে আর নেই সেটা আগে একক বলুন ।
    আমি individual survival এর কথা বলতে চেয়েছি।
    মনোবিদ্যায় সমকামী রা অসুস্থ নয়।

    মানসিক অসুখের pathological evidence অাছে বৈকি। যে মাত্রায় পৌছলে আমাদের neurotranmitter গোনাগুন্তি তে গন্ডগোল হয়ে যায়, আর তার প্রকাশ আমাদের আচরনে ঘটে, সেই মাত্রা টেস্টেবল। আর ওষুধ ও দেওয়া হয় সেই মাত্রার ঘাটতি বা কমতি পূর্ণ করতে। সুগার বেশী হলে, ,tsh এর normal মাত্রার ঘাটতি তে যেমন অসংলগ্ন আচরণ দেখা দেয়, dopamine,seretonin,ইত্যদির কম বেশী হলে OCD , depresion এইসব গোলাযোগ দেখা দেয়।
    ফ্রয়েড বস্তাপচা conceptually নয়। treatment এর ক্ষেত্রে আমি নিজে ফ্রয়েদ কে অনুসরণ করতে পারিনা, মানে ঐ কারো অবচেতন নিয়ে টানাটানি থেকে বিরত থাকাই ethically and practically শ্রেয় বলে মনে হয়।
    psychology is no more dealing with psyche,rather it is now behavioural science. @একক, আপনার যদি দিনে ৪০ বার পা ধুতে ইচ্ছে করে এবং আপনি অতবার পা ধুতে যাওয়ার ফলে আপিস কাছারি বন্ধ করে, সারাদিন bathroom আটকে রেখে দ্যান, চাইলেও পা ধোয়া আট্কাতে না পারেন, আপনি কিভাবে এর সমধান কর্বেন?
  • sahana | 127.194.225.71 | ০৯ জুলাই ২০১২ ১৫:৩৪553553
  • আমি একটা সমস্যা লিখলাম, এবার মনোবিদ্যার সাহায্য না নিয়ে আপনি কোন discipline এর মাধ্যমে এর কিভাবে প্রতিকার করতে চান জানাবেন।
  • একক | 24.99.181.22 | ০৯ জুলাই ২০১২ ১৫:৪০553554
  • "মানসিক অসুখের pathological evidence অাছে বৈকি। যে মাত্রায় পৌছলে আমাদের neurotranmitter গোনাগুন্তি তে গন্ডগোল হয়ে যায়, আর তার প্রকাশ আমাদের আচরনে ঘটে, সেই মাত্রা টেস্টেবল। আর ওষুধ ও দেওয়া হয় সেই মাত্রার ঘাটতি বা কমতি পূর্ণ করতে। সুগার বেশী হলে, ,tsh এর normal মাত্রার ঘাটতি তে যেমন অসংলগ্ন আচরণ দেখা দেয়, dopamine,seretonin,ইত্যদির কম বেশী হলে OCD , depresion এইসব গোলাযোগ দেখা দেয়।"

    তার মানে প্যাথলজিকাল টেস্ট এ ধরা পরে যে OCD হয়েছে ? ডাক্তার রা প্যাথলজিকাল টেস্ট রেফার করেন ?
    সিওর তো ? সিওর হলে ওই লাইন এগব .

    "ফ্রয়েড বস্তাপচা conceptually নয়।" , আপনি যখন ফ্রয়েড নিয়ে এগোতে চাইছেন না আমিও এগোবো না . ওটা শুরু হলে বাকি আলোচনা লোপ পাবে .

    "দিনে ৪০ বার পা ধুতে ইচ্ছে করে এবং আপনি অতবার পা ধুতে যাওয়ার ফলে আপিস কাছারি বন্ধ করে, সারাদিন bathroom আটকে রেখে দ্যান, চাইলেও পা ধোয়া আট্কাতে না পারেন, আপনি কিভাবে এর সমধান কর্বেন?"

    এটা তো একদম ফকিরের জলপড়া যুক্তি হলো . যদি এরকম হয় যে আমার এই সিম্পটম গুলো হচ্ছে তাহলেও এটা প্রমানিত হবে না যে সায়কিয়াত্রিস্ট দেখালে এগুলো ঠিক হতে পারে . কোনো পথ খোলা নেই মানেই খাদে ঝাঁপ দেবো নাকি ? হয়তো একবারের জায়গায় ২৫ বার হাত ধুছিলুম . কিন্তু চিন্তা-ভাবনা করার ক্ষমতা ঠিক ছিল. সো কল্ড মনোবিদ এর ওষুধ খেয়ে জড়ভরত এ পরিণত হলুম . ওসিডি গেলো. আম্মো গেলুম.
    তখন মামলা করবো কাকে ? কিডনি চুরি করে নিলে মামলা হয় . আধপাগল যদি ফুল জড়ভরত হয় সে আর আর মামলা করার স্টেজ এও থাকেনা . ব্যাপার টা প্যারাসুট এর ইনসিওরেন্স দাবি কারার মতো হাস্যকর !
  • sahana | 127.194.225.71 | ০৯ জুলাই ২০১২ ১৫:৫৫553555
  • একক গো, আপনার দেখছি খুব ভয়। ভুলভাল ডাক্তার হলে আপনি জড্ভড্ত কেন, আরো অনেক কিছুই হতে পারেন। তবে কিনা সেসব কিছুই করার ক্ষমতা এই সব "anti anxiety drug এর নেই! এর কাজ টুকুস করে আপনার seretonin level টা balance করে দেওয়া। চিন্তাভাব্নার ক্ষমতা আরো ভাল বৈ খারাপ হবেনা। case হছে আপনি কার কাছে গিয়ে পডলেন!

    এইবারে আবার জানতে চাইব আপনার এই সমস্যাগুলো নিয়ে কোন বিষয় মাথা ঘামাচ্ছে, যদি না মনোবিদ্যা ঘামায়!
  • একক | 24.99.181.22 | ০৯ জুলাই ২০১২ ১৬:১৬553250
  • ঘামাচ্ছে তো. হুদ হুদ নিউরোসায়েন্টিস্ট ইঁদুর-খরগোশ-বাঁদর এর ওপর গবেষণা করছে নীয়রত্রানস -পালস মাপছে . গ্রাফ বানাচ্ছে . সেগুলোকে তো অস্বীকার করছিনা . সায়কিয়াত্রী-র পেছনে পড়লুম ক্যান ?

    কারন ঐটাই . প্যাথলজিকাল টেস্ট এ যা ধরা পড়েনা তা "রোগ" নয় . বিহেভেরিয়াল দিস্ব্যালানস একটা অত্যন্ত ভেগ টার্ম . ও দিয়ে কিসসু প্রমান হয় না . আজকের যুগে ইন্দুর্ছানার অবধি ব্রেইন ম্যাপিং হচ্ছে . ওসিডি আপনারা কিভাবে ম্যাপ করেন বলুন তো ?

    ওসিডি হলে "সেরাতনিন" লেভেলে চেক করে নিয়ে ওষুধ দেওয়া হয় কী ? টেস্ট হয় ? নিশ্চয় সবার লেভেল সমান নয়. হয়না. উল্টো প্রসেস এপ্লাই করা হয়. ওষুধ দিয়ে দেখা হয় কিভাবে "রেসপন্ড" করছে. যদি রোগ হয় তাহলে কেন এমন হবে ?

    মনে করুন আপনার বেজাজ্য় মন খারাপ . নিজেকে পুরো দুর্দশাগ্রস্ত হেরো ভূত মনে হচ্ছে জীবনে . আমার কাছে আসুন . আপনাকে সায়লোসিবিন মাশরুম খাওয়াবো . পুরো আকাশে উড়বেন . নিজেকে মনে হবে ঝাঁসির রানী বা আলেকজান্ডার . কম ডস এ খাওয়ালে অতো কিছু হবেনা কিন্তু হেব্বি চনমনে হবেন . এগুলো আমি টেস্ট করে বলছি . এমডিএমএ . শ্রুম্স , এসিড এই সবের ই ক্ষমতা আছে মানুষ কে হাইপার করার . তাহলে এগুলো কাওকে খেতে বলবো নাকি ? কক্ষনো না . ভুলেও না . যদি মন খারাপ লাগে তো ভেবে ভেবে কারন তা খুঁজুন .সেটার সমাধান করুন জীবনে . ওষুধ খেয়ে সমস্যা কে এস্কেপ করা যায় না .

    সায়কিয়াত্রিস্ত রা বলেন ওনারা মেপে মেপে ওষুধ দিছেন এবং আস্তে আস্তে নির্ভরতা কমিয়ে আনছেন . বাস্তবে তা হয়না. একটা সময় গিয়ে দেখা যায় সারাজীবন ধরে ওষুধ চলে . তাহলে এটার সঙ্গে সায়কদেলিক ড্রাগ নিয়ে আমি যদি পার্টি তে নাচি তার তফাত কী ?

    মূল জায়গা থেকে বেড়িয়ে যাচ্ছেন আপনি . সায়েন্স "মানসিক সমস্যা"-র সমাধান করতে পারেনি বলে সায়কিয়াত্রি নামক বিহেভেরিয়াল প্র্যাকটিস কে মেনে নিতে হবে এটা কোনো যুক্তি ই নয় .
    আমার এএসও তাতার ভ্যালু ১৭০০ . হার্ট থেমে দুম পতাস হয়ে যাওয়ার কথা. হয় নি . সব এলোপ্যাথি ডাক্তার হাত তুলে দিয়েছেন . হোমিওপ্যাথি টে এর নাকি ওষুধ আছে বলে দাবি করে . তাই বলে হোমিওপ্যাথি খাবো যারা কিনা এভগাদ্র নামাবার এর বেসিক চেমিস্ত্রী টাকে অস্বীকার করে এবং ওয়াটার মেমরি নামক ঢপবাজি চালায় ?? কাজেই "মনোবিদ" ছাড়া আর কে মাথা ঘামাচ্ছে এটা কী একটা যুক্তি হলো ? ! মাথা যে ঠিকঠাকভাবে ঘামাচ্ছে তার একটা স্ট্রাকচারাল এভিডেন্স চাই তো (এখানে আবার এভিডেন্স বলতে "অমুকের ওসিডি ভালো হয়ে গেছে" বলবেন না প্লীস . এন্ড দিয়ে মিনস জাস্টিফাই হয় না ) .
  • pi | 82.83.87.188 | ০৯ জুলাই ২০১২ ১৬:২০553251
  • একক, প্যাথোলজিক্যাল এভিডেন্স থাকা মানেই প্যাথোলজিক্যাল টেস্ট করে ওষুধ দেওয়া হয় কি ? মানে, 'শারীরিক' অসুখের ক্ষেত্রেও। বহু সময়ই তো সিম্পটম দেখে দেওয়া হয়।

    সাহানা, কখন কোন কেসে থেরাপি আর কখন ড্রাগ , এটা কীভাবে ঠিক হয় ? মানে, এটা কি মাত্রা বুঝে ? সব আচরণ মূলতঃ নিউরোট্রান্সমিটারের এদিক ওদিকের জন্যই যদি হয়, থেরাপি তাহলে ঐ কম মাত্রার এদিক ওদিক ঠিক করে দিতে পারে ?
  • একক | 24.99.181.22 | ০৯ জুলাই ২০১২ ১৬:২৫553252
  • পাই
    হ্যা , সবসময় টেস্ট করা হয় না কারন ডাক্তার সিম্পটম দেখে বোঝার দায়ত্ত্ব নেন . সেটা ডাক্তারের রিস্ক.
    কিন্তু ভেবে দেখ তোর সরিরে যে কোনো প্রপার ডিসিস ইচ্ছে করলে কোনো না কোনো টেস্ট দিয়ে ম্যাপ করা যায়. ইফ দা ডক্টর ইস চ্যালেন্গ্দ ওর ফীল্স আন্কম্ফর্তেব্ল . মনোবিদ রা সেটা করেন কী ?

    একটা পয়েন্ট শুদু বলে যাই : মনোরোগ কোথাও কোনো দেশ এ সরকারী বা বেসরকারী মেডিক্যাল ইনসিওরেন্স এর আওতায় পরে না কেন ? এই একটাই কারন . কোর্ট এ পেশ করা হলে কোনো প্যাথলজিকাল ডাটা সাপোর্ট দেওয়া যায় না .
  • aka | 85.76.118.96 | ০৯ জুলাই ২০১২ ১৬:২৬553253
  • বিলকুল ইন্সিওরেন্সের আওতায় পরে।
  • de | 213.199.33.2 | ০৯ জুলাই ২০১২ ১৬:২৭553255
  • ইভন ইন্ডিয়াতেও পড়ে!
  • রানারা | 69.160.210.2 | ০৯ জুলাই ২০১২ ১৬:২৭553254
  • "The causes of mental illness are not completely understood, but organic, genetic (hereditary), familial,
    traumatic life events, and social factors all may play a
    part in triggering mental illness."

    - The GALE ENCYCLOPEDIA of Psychology, SECOND EDITION, Section - Mental illness, Causes and symptoms; Page 420

    এই অনিশ্চয়তা, জেনে বুঝে সাইকোলজিস্টের কাছে যাওয়া খানিকটা হাতুড়ে ডাক্তারের কাছে যাওয়ার মতই হল কিনা, মানে সে ও যদি ইন কেস, এককের ৪০ বার পা ধোয়ার ইচ্ছে নিয়ে মাথা ঘামায়।

    আর সাহানা অবশেষে মনোবিজ্ঞান না বলে মনোবিদ্যা বলে সেটাকে বিহেভিয়ারিয়াল সায়েন্সের মর্যাদা চাইলেন।অন্তত এটুকু সায়েন্সপদবাচ্যতা একক কি মেনে নিচ্ছেন?

    -রানারা
  • pi | 82.83.87.188 | ০৯ জুলাই ২০১২ ১৬:২৯553256
  • একক, ইন্সিওরেন্সের আওতায় পড়ে তো।
    তবে থেরাপিস্ট, কাউন্সেলররা ড্রাগ প্রেসক্রাইব করতে পারেন না, কেবল সাইকিয়াট্রিস্টরাই পারেন।
  • একক | 24.99.181.22 | ০৯ জুলাই ২০১২ ১৬:৩০553257
  • আকা
    ডিপ্রেশন এর ওষুধ এর এগেইনস্ট এ ক্লেম করেছেন কখনো ?
    বা কাউন্সেলিং ফী চেয়ে ??

    যেগুলো আওতা টে পরে ওগুলো "নিউরলোজিকাল ডিসিস " বলে দেখানো আছে . তাই পরে .
  • একক | 24.99.181.22 | ০৯ জুলাই ২০১২ ১৬:৩৩553258
  • তবে আমার মতে আওতা টে আনা উচিত, খরচ যখন হচ্ছে . দাঁত বা চোখের মতই . চোখে পাওয়ার বাড়াটাও তো "রোগ" নয় . পারসেপশন প্রবলেম . তাই কভার দেয়না. দেওয়া উচিত.
  • pi | 82.83.87.188 | ০৯ জুলাই ২০১২ ১৬:৩৯553262
  • একক, এগুলো সবই কভার করে।
  • sinfaut | 131.241.218.132 | ০৯ জুলাই ২০১২ ১৬:৩৯553261
  • আমার একখান অন্য প্রশ্ন একককে, এই যে বললেন ফড়িং ধরা, আলো নিয়ে খেলা করা বাচ্চাকে অটিস্টিক বলে দিল কাউন্সেলর, অটিস্টিকের সংজ্ঞা কি এমন সাইকলজি অনুসারে?
  • pi | 82.83.87.188 | ০৯ জুলাই ২০১২ ১৬:৩৯553259
  • কিন্তু সাহানা, আমার কাছে চিন্তাজনক, এই ড্রাগের ব্যবহারই। এগুলো মোটেই কেবল টুক করে একটু লেভেল ঠিক করে দেওয়ার মধ্যে থাকে না। গুচ্ছ গুচ্ছ সাইড এফেক্ট আছে। আমাদের আশেপাশের ল্যাবেই এ নিয়ে কাজকম্মো হয়। ocd র জন্যও তো সেই অ্যান্টিডিপ্রেশন্ট। আর সেগুলোতে তো সুইসাইডাল টেন্ডেন্সিও চলে আসে। এছাড়াও নানা কিছু। ওষুধের সাথেও লিস্ট দেওয়া থেকে।

    আর একটা প্রশ্ন। ওসিডি হলে, ডোপামিন কি সেরেটনিন লেভেল টুক করে ঠিক করে দেবার ড্রাগ দিলে সেরে যায় ?
  • Abhyu | 141.220.115.241 | ০৯ জুলাই ২০১২ ১৬:৪২553264
  • পাই, কাগুজে গুরুর টইতে দু একটা প্রশ্ন করেছিলাম - উত্তরগুলো মোটামুটি হ্যা/না-তেও দেওয়া সম্ভব।
  • একক | 24.99.181.22 | ০৯ জুলাই ২০১২ ১৬:৪২553263
  • পাই , কোনগুলো সব ? ইন্ডিয়ান ইন্সুরেন্স দাঁত -চোখ এর পাওয়ার -চশমা এসব কভার করে ? কই আমার তো করেনা :(
  • pi | 82.83.87.188 | ০৯ জুলাই ২০১২ ১৬:৪৪553265
  • ওখানে লেখা হয়েছিল যে, কদিনের মধ্যে সব কিছু জানানো হবে।
  • একক | 24.99.181.22 | ০৯ জুলাই ২০১২ ১৬:৪৫553266
  • পাই
    এই সায়ড এফেক্ট এর দিক তা নিজে চোখে দেখেছি বলেই এতো সন্দেহ করি . পুরো হাতুড়ে মনে হয় প্রসেস টাকে . এখানে ডাক্তার দের নাম বলা যাবেনা কিন্তু কলকাতার প্রতিষ্ঠিত ডাক্তারের চিকিত্সা তেই সামান্য প্রবলেম থেকে জড় ভরত হতে দেখেছি.
    ফিসিকালি মোটা হয়ে যাওয়া , গ্ল্যান্ড এর প্রবলেম , ফার্টিলিটি প্রবলেম এসব একগাদা তো আছেই.
  • একক | 24.99.181.22 | ০৯ জুলাই ২০১২ ১৬:৫১553267
  • সিঁফো

    এইযে , সেন্টার ফর ওটিসম লিখছে
    "This is by far the most frequently asked question. Briefly, it is a severely incapacitating life long developmental disorder that typically occurs in the first three years of life. It causes impairment or disturbance in three main areas Social skills, communicative (verbal as well as non-verbal) skills and in their repetitive and restricted behaviors. Autistic individuals may show abnormal responses to sensations. Any one or more of the senses may be affected. All these difficulties manifest themselves in behaviours i.e. abnormal ways of relating to people, objects and events in the environment."

    এটা পরে কোথায় কনক্রীট কোনো আইডিয়া পাচ্ছেন ? পুরো একটা ধোয়া ধোয়া সংজ্ঞা . "সোশাল স্কিল " মানে কী ? বাড়ি টে কাকু এসেছে হাআআঐঈই করত বাবা . আনতি কে "রিঙ্গ রিঙ্গআ রসেস" শুনিয়ে দাও তো . এইসব বড়দের বদামি যদি কোনো বাচ্ছা প্রশ্রয় না দেয় তাহলেই সে অসুস্থ ?

    আমি কিন্তু আবার বলছি অসুস্থতা কোথাও থাকলেও থাকতে পারে . কিন্তু মনোবিদ্যা যেভাবে "অসুস্থতা" কে ডিফাইন করে তা চূড়ান্ত অবৈজ্ঞানিক . পলিটিকাল সায়েন্স এর বই ও বোধ হয় এতো লুস এন্ডস রেখে লেখা হয়না .
  • sinfaut | 131.241.218.132 | ০৯ জুলাই ২০১২ ১৭:০২553269
  • সিম্পটমের কখনও কন্ক্রীট আইডিয়া পাওয়া যায়? এটা তো অটিস্ম এর ডেফিনিশন না। আর বাকিটা বাদ দিয়ে শুধু সোশাল স্কিল পার্টটুকু ধরলেন কেন? আর তার মানে করলেন নিজের মতন করে কাকু কে হাঈ বলা? :D
    ...manifest themselves in behaviours i.e. abnormal ways of relating to people, objects and events in the environment পড়ে তো ফড়িং ধরা বাচ্চাকে কোন কাউন্সেলর অটিস্টিক নিদান দেবে বলে মনে হয়্না। এমন কি সত্যিই ঘটেছে?
  • pi | 82.83.87.188 | ০৯ জুলাই ২০১২ ১৭:০২553268
  • কাল মার্সিয়া অ্যাঞ্জেলের যে লেখাটা দিয়েছিলাম, সেখান থেকে ঃ

    Nowadays treatment by medical doctors nearly always means psychoactive drugs, that is, drugs that affect the mental state. In fact, most psychiatrists treat only with drugs, and refer patients to psychologists or social workers if they believe psychotherapy is also warranted. The shift from “talk therapy” to drugs as the dominant mode of treatment coincides with the emergence over the past four decades of the theory that mental illness is caused primarily by chemical imbalances in the brain that can be corrected by specific drugs. That theory became broadly accepted, by the media and the public as well as by the medical profession, after Prozac came to market in 1987 and was intensively promoted as a corrective for a deficiency of serotonin in the brain. The number of people treated for depression tripled in the following ten years, and about 10 percent of Americans over age six now take antidepressants. The increased use of drugs to treat psychosis is even more dramatic. The new generation of antipsychotics, such as Risperdal, Zyprexa, and Seroquel, has replaced cholesterol-lowering agents as the top-selling class of drugs in the US.....

    এগুলো নিয়ে সাহানার কী মত ?

    Kইর্স্চ ইস োের্নেদ িথ ্হেথের অন্তিদেপ্রেস্সন্ত্স োর্ক। হিতকের, ্হো হস ব্রিত্তেন অন অঙ্গ্রিএর বূক, তকেস ওন থে এন্তিরে স্পে্ত্রুম ওফ মেন্তল ইল্ল্নেস্স অন্দ অস্ক্স ্হেথের প্স্য়্চোঅ্তিভে দ্রুগ্স ্রেঅতে োর্সে প্রোব্লেম্স থন থেয় সোল্ভে। অর্লত, ্হো ব্রিতেস মোরে ইন সোর্রো থন ইন অঙ্গের, লূক্স মইন্ল্য অত হো হিস প্রোফেস্সিওন হস অল্লিএদ ইত্সেল্ফ িথ, অন্দ ইস মনিপুলতেদ ব্য, থে ফর্মেউতিল ইন্দুস্ত্র্য।।।।।

    থেয় অগ্রী ওন থে দিস্তুর্বিঙ্গ এক্ষ্তেন্ত তো ্হিচ থে োম্পনিএস থত সেল্ল প্স্য়্চোঅ্তিভে দ্রুগ্স—থ্রৌঘ ভরিঔস ফোর্ম্স ওফ মর্কেতিঙ্গ, বোথ লেগল অন্দ ইল্লেগল, অন্দ ্হত মন্য পেওপ্লে ৌল্দ দে্রিবে অস ব্রিবের‌্য—হভে োমে তো দেতের্মিনে ্হত োন্স্তিতুতেস অ মেন্তল ইল্ল্নেস্স অন্দ হো থে দিসোর্দের্স শৌল্দ বে দিঅগ্নোসেদ অন্দ ত্রেঅতেদ।

    এখানে সায়েন্স পলিসি ক্লাবে ক'দিন আগেই এই মেন্টাল হেল্থে ড্রাগ ভার্সেস থেরাপি নিয়ে সেমিনার ও আলোচনা ছিল। পরে লিখছি তাই নিয়ে।
  • pi | 82.83.87.188 | ০৯ জুলাই ২০১২ ১৭:০৩553270
  • ধুর !

    Kirsch is concerned with whether antidepressants work. Whitaker, who has written an angrier book, takes on the entire spectrum of mental illness and asks whether psychoactive drugs create worse problems than they solve. Carlat, who writes more in sorrow than in anger, looks mainly at how his profession has allied itself with, and is manipulated by, the pharmaceutical industry. ......they agree on the disturbing extent to which the companies that sell psychoactive drugs—through various forms of marketing, both legal and illegal, and what many people would describe as bribery—have come to determine what constitutes a mental illness and how the disorders should be diagnosed and treated.
  • রানারা | 69.160.210.2 | ০৯ জুলাই ২০১২ ১৭:০৮553272
  • there are at least three major concepts of mental illness: the biological or naturalistic one (“mental illness is a brain disease”), the psychological or heuristical one (“mental illness is an understandable reaction or development within the patient’s biography”) and the nominalistic one
    (“mental illness can at present not be sufficiently defined as a real object, eg, as a brain disease; however, we can develop operationalized criteria for the terms we use to describe mental illness, like schizophrenia–the ICD 10/DSM IV approach) (APA 2000, WHO 1991). Each of these different ways of understanding mental illness may evolve into a dogmatical point of view: the biological or, better, neuroscience approach could turn into “brain mythology”, the psychological and heuristic perspective into “psychologism” and social psychiatry into some kind of “social mythology”, if these methods are not carefully applied according not only to their possibilities
    and advances, but also to their limitations. ......

    The “political” argument

    Psychiatry has a special responsibility not only towards patients, but also towards society. For example, no other medical specialty is so often involved with involuntary admissions and treatments as psychiatry, no other medical specialty has such a close and complex relationship to jurisprudence like (forensic) psychiatry. To meet the demands arising from this special situation adequately, psychiatry cannot do without the historical and the theoretical (especially epistemological)
    perspective and the perspective of personal autonomy (Hoff 2005).

    - Advances in Psychiatry, Second Volume (World Psychiatric Association, Editor: G. N. Christodoulou, page 15

    মোটামুটি এককের কথামতোই, দেখা যাচ্ছে গাছ থেকে তাল পড়লে সেখানে কাকের উপস্থিতি, ঝড়ের সম্ভাবনা, তালের অতিরিক্ত পিছনপক্কতা ইত্যাকার তিরিশটি সম্ভাবনার যে দু-তিনটি নিয়ে সাইকোলজি কারবার করে বা করতে চেষ্টা করে, তার বাইরেও অনাবিষ্কৃত মহাসিন্ধু থাকতে পারে। মানুষের মস্তিষ্কের মতো চুড়ান্ত কমপ্লেক্স জিনিসটাকে যখন তেমন কিছু বুঝে উঠতে পারা যায়নি, নিতান্ত ব্যবহারবিধির মতো হাতুড়ে চেষ্টার সর্বজ্ঞতার দাবিতে কোনো মানসিক চিকিৎসকের টেবিলে মন পেতে দেওয়ার দুঃসাহস করা কতখানি উচিৎ হবে, এটা তর্কসপেক্ষ বলেই তো বোধ হচ্ছে।

    উপরের কোট করা দ্বিতীয় প্যারাতে, অন্যান্য বিজ্ঞানের সাথে সাইকোলজির যে পার্থক্য চিহ্নিত করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তো আরোই।

    এখন সাহানা বলবেন আমি ভালো ডাক্তার, জলধি বলবেন আমি। অন্য বিবিধ সাইকোলজি তে ব্যাচেলর বা মাস্টার্স করা জনতাও একই দাবি রাখবেন। কিন্তু ভুলভাল ডাক্তারের কাছে পৌঁছে গেলে যে সততই হাতে হ্যারিকেন হয়ে যওয়ার ঐতিহাসিক অপর্যাপ্ত সম্ভাবনা, এটা তো অনস্বীকার্যই। তবে?

    - রানারা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন