এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ১৪২৮৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • umesh | 90.254.147.148 | ১৫ মে ২০১৩ ১৯:৫৯556325
  • AFC কাপের কোঃ ফাঃ এ।
    ৫-১ এ জয়।
    একটাই দুর্ভাগ্য, পরের রাউন্ডে মনে হচ্ছে মর্গ্যান থাকছে না। সেই সেপ্টেম্বরে খেলা।
  • গান্ধী | 213.110.243.22 | ১৫ মে ২০১৩ ২১:৪৯556326
  • http://www.chrispd.de/wordpress/2013/05/15/aiff-receives-three-bid-documents-for-new-i-league-clubs/

    এত্ত কাঠ-খড় পুড়িয়ে মাত্র ৩টে টিম বিড করেছে

    মুম্বই টাইগার (ডোডসাল), একটা কেরালা আর একটা ব্যঙ্গালুরু। কেরালার ক্লাবটা পেলে ভালো হয়, আবার কিছু ভালো ভালো প্লেয়ার দেখতে পাব।

    ইবে কে কন্গ্র্যা। পরেরবছর টিম ধরে রাখতে পারলে ভালই খেলবে
  • aranya | 154.160.226.53 | ১৬ মে ২০১৩ ০০:০১556327
  • বাঃ, দারুণ খবর। কোয়ার্টার ফাইনাল-টাও যেন ইবে জেতে।

    একটা নাইভ প্রশ্ন - ইপিএলের এত রমরমা, অথচ ইংলন্ড টিম বরাবরই একই রকম সাদামাটা, তাহলে ইংলন্ডে এত বিদেশী প্লেয়ার খেলে সে দেশের কি কোন লাভ হচ্ছে?
  • প্পন | 126.202.120.190 | ১৬ মে ২০১৩ ০০:১৫556328
  • ইপিএলের রমরমা তো মার্কেটিঙের জোরে।
  • গান্ধী | 213.110.243.22 | ১৬ মে ২০১৩ ০১:১৩556329
  • বিতর্কিত মন্তব্য করে যাই

    ইংল্যান্ড টিমে ছিল সাড়ে তিনখানা প্লেয়ার।

    জেরার্ড - ১
    ল্যাম্পার্ড - ১
    হার্ট - ১/২
    অ্যাসলে কোল - ১/২
    ফার্দিনান্দ - ১/২

    এই নিয়ে যা করার করে। আর ইপিএল দেখা যায় টিমগুলোর মধ্যে ডিফারেন্স কম বলে। বিপিএল-সিরি এ বাদে বাকি সবকটা লীগ ২-৩ টে করে ক্লাবের উপর দাঁড়িয়ে
  • কৃশানু | 213.147.88.10 | ১৬ মে ২০১৩ ০১:২২556331
  • যা: শ্লা। গান্ধী এটাকে বিতর্কিত মন্তব্য বলল? এত পুরো ঠিক ঠাক এনালিসিস। তবে আমি কোল কে এক দিতাম আর টেরি আর রুনি কে আধ আধ দিয়ে ঢোকাতাম।
    স্কিল নয়, ইংল্যান্ড ফেল করেছে টিম হিসেবে খেলতে না পারার জন্য। বরাবর।
  • গান্ধী | 213.110.243.22 | ১৬ মে ২০১৩ ০২:২৩556332
  • বেনফিকা যা-তা ভালো খেলল। চেলসী গোটা ম্যাচে ৩টে চান্স পেল, তাতেই জিতে গেল। ৯২ন্ড মিনিটে গোল।

    বেনফিকার অস্কার কার্ডোজো আর গাইটান প্লেয়ার দুটো হেব্বি ভালো।
  • গান্ধী | 213.110.243.22 | ১৬ মে ২০১৩ ০২:২৫556333
  • টেরি এখন ইতিহাস, আর রুনি ইংল্যান্ড বলে টিমে চান্স পায়। ইউরোপের আর কোনো দেশের টিমে চান্স পেত বলে মনে হয়না
  • /etc/hosts | 131.241.218.132 | ১৬ মে ২০১৩ ০৯:৩৬556334
  • শুধু মার্কেটিং নয়, ইপিএলে কম্পিটিশন বেশি (যেটা গান্ধীও বল্ল), আর স্পীড/পাওয়ার/ফিজিক্যালিটি ইঃ বেশি - আমার সেটা ভাল্লাগে।

    বেশি বিদেশী প্লেয়ার খেলিয়ে যে আখেরে ক্ষতি হচ্ছে সেইটা মনে হয় ওরাও জানে। তাই ওই হোম-গ্রোন প্লেয়ার সংক্রান্ত একটা নিয়ম আনা হয়েছে। পঁচিশজনের স্কোয়াডে কতজন যেন "হোম-গ্রোন" প্লেয়ার রাখতে হবে। তবে খ্যাঁচাকলটা হল হোম-গ্রোন মানে শুধুই ব্রিটিশ নয়!
  • কৃশানু | 177.124.70.1 | ১৬ মে ২০১৩ ০৯:৫০556335
  • তেরি আর রুনি সম্বন্ধে যা বললাম সেটা এখনকার কথা নয়। ২০০৮ ইউর বা ২০১০ বিশ্ব ধরে। আর সেকথা বলতে গেলে ল্যাম্পার্ড কি এখনো ১ পাবার যোগ্য? ফার্দিনান্দ ১?
    আর লিভারপুল এর খেলা অনেকদিন দেখি না, কিন্তু জেরার্ড কি আর সেই আগের জেরার্ড আছে? এটা জানতে চাই, জেরার্ডকে দেখিনি অনেকদিন।
  • প্পন | 190.215.77.252 | ১৬ মে ২০১৩ ১০:১২556336
  • এখনকার বিচারে ওয়ালকট আর উইলশেয়ার ঢুকবে (১ আর .৫)
  • গান্ধী | 213.110.243.22 | ১৬ মে ২০১৩ ১০:১৯556337
  • এই বয়েসেও এ বছর ইপিএলে সব্চেয়ে বেশি মিনিট খেলেছে জেরার্ড

    হ্যাজার্ড-মাটা র পর সবথেকে বেশি অ্যাসিস্ট জেরার্ডের

    হুম্ম। এই মুহুর্তের ইংল্যান্ড টিমে প্লেয়ার ৪ জন

    জেরার্ড -১
    উইলশেয়ার -১
    ক্যারিক, হার্ট, ল্যাম্পার্ড - আট আনা করে
    ওয়ালকট, অ্যাসলে কোল - চার আনা করে
  • কৃশানু | 177.124.70.1 | ১৬ মে ২০১৩ ১০:২৬556338
  • ওয়ালকট কে চারানা দিল!!
    ওহে, আমরা যে এখনো ফোর্থ এর লড়াই এ টিকে আছি, অনেকটাই এর জন্য। তবে হ্যা, ইংল্যান্ড এর হয়ে এখনো বলার মত কিছু করে নি। ইউরো তে একটা খেলা অন ইটস হেড ঘুরিয়ে দেওয়া ছাড়া, সাব নেমে।

    হুইলচেয়ার প্লেয়ার হিসেবে বেটার হতে পারে, আর্সেনাল এর হয়ে ওয়ালকট এর কন্ট্রি অনেক বেশি।
  • প্পন | 190.215.77.252 | ১৬ মে ২০১৩ ১০:৩২556339
  • হুইলচেয়ার ইঞ্জুরি প্রোন বলে .৫ দিয়েছি।
  • গান্ধী | 213.110.243.22 | ১৬ মে ২০১৩ ১০:৩৭556340
  • উইলশেয়ারের ক্যাপা অনেক বেশি বলে মনে হয়, ইন্জুরিটাই ওকে খেলতে দেয়না।

    ওয়ালকট কি এমন করেছে? আর মোটামুটি ঠিকঠাক খেলছে তো এই এক বছর।
  • কৃশানু | 177.124.70.1 | ১৬ মে ২০১৩ ১০:৪২556342
  • মোটামুটি ঠিকঠাক খেলছে তো এই এক বছর - ঠিক। আগে সাব নামত।
    আমি ইমপ্যাক্ট এর দিক দিয়ে বলছি। এ বছর খুব ভাইটাল কিছু গোল করেছে। ইংল্যান্ড এ উইদ্থ দেওয়ার মত আছে টা কে আর? সব তো সেন্ট্রাল মিডফিল্ড এ জরামরি করে।
  • ঊমেশ | 90.254.147.148 | ১৬ মে ২০১৩ ১২:০২556343
  • অনেক দিন বাদে বাংলাতে নামটা লেখা গেলো।

    আর একটা কথা কেউ লিখছে না দেখে আমি লিখি।

    ইউরোপের বাকি বড়ো টিম গুলো যে সুযোগ পায় সেটা ইংল্যান্ড পায় না। স্পেন, জার্মানী, ইতালী এর প্লেয়াররা মোটামুটি মাত্র দুটো বা তিনটে টিমে খেলে। চার-পাঁচজনের বেশী এক টিমে খেলে, কিন্তু ইংল্যান্ডের বড়োজোর ২ থেকে ৩ জন এক টিমে থাকে। যারা টিম গেম খেলে তাদের যদি এক টিমে বেশী বেশী খেলা যায় তাহলে একটা ভালো কম্বিনেশান তৈরী হয়, যেটা এখন স্পেন এর আছে আর জার্মানী'র হচ্ছে।

    লাতিন আমেরিকা ব্যক্তিগত প্রতিভার ওপর বেশ করে খেলে তাই মনে হয় টিম কম্বিনেশন তৈরী হতে বেশী সময় লাগে না। তাই ওদের এই সমস্যা খুব বেশী নেই।
  • গান্ধী | 213.110.243.22 | ১৬ মে ২০১৩ ১২:১৬556344
  • সমস্যা হয়না কে বলে? ইদানিংকালের ব্রাজিল-আর্জেন্টিনা একই ঝামেলায় ভুগছে
  • গান্ধী | 213.110.243.22 | ১৬ মে ২০১৩ ১৬:১৭556345
  • আবার পুরোনো গল্প, মোবাতে। শেষ ৩মাস ধরে কোনো প্লেয়ার পেমেন্ট পাচ্ছেনা। ফলে কালকের কোল লীগের প্রয়াগ ম্যাচে ৫-৬ জন নামবেনা বলেছে।

    ডিডি-টুটুরা যে কত ঝেড়েছে বা ঝেড়ে চলেছে কে জানে!!
  • Jay | 186.249.197.78 | ১৬ মে ২০১৩ ২৩:৫৯556346
  • পচা খপর, বেকহ্যাম রিটিয়র কল্লেন!
  • গান্ধী | 213.110.247.221 | ১৮ মে ২০১৩ ০৩:৪৮556347
  • জ্বলে গেল জাস্ট। এতক্ষণ ধরে কোপা ডেল রে ফাইনাল দেখলাম। জাস্ট জ্বলে গেল। অ্যাথলেটিকো ২-১ এ জিতে গেল

    প্রথমে মোরিনহো, শেষ দুমাস ধরে ভদ্রলোক গাঁটামো করে চলেছেন। ক্যাসিয়াসকে খেলাবেনা, ডিমারিয়াকে খেলাবেনা। কাকাকে খেলাবেনা। ড্র চলছে ১-১, ৯০মিনিটে কোনো চেঞ্জ নেই? এক্স্ট্রা টাইমের শুরুতে চেঞ্জ কি না? মড্রিচের জায়্গায় ডিমারিয়া, বেন্জিমার জায়্গায় হিগুয়াইন। ঠিক আছে, আর? কোয়েন্ট্রার জায়্গায় আরবেলোয়া? কেন? ওজিল-খেদিরা পুরো অফ আজ, তবু পুরো ম্যাচ খেলল।

    ওদিকে রোনাল্ডো, ৯০মিনিটের মধ্যেই রেড খাওয়া উচিত ছিল, একটা ইচ্ছাকৃত হ্যান্ডবল, আরেকটা বাজে ফাউল। সেটা পরে দেখলো। কিন্তু দেখল একটা প্লেয়ারকে বল ছাড়া মুখে লাথি মেরে।
  • উমেশ | 223.105.187.174 | ১৯ মে ২০১৩ ১২:২১556348
  • আজ প্রিমিয়ার লিগের এবছরের লাস্ট দিন।
    গতবারের মতো আবার লাস্ট দিনে স্পার্সদের সাথে চ্যাঃ লিঃ এর জন্যে লড়াই।
  • গান্ধী | 69.93.200.241 | ১৯ মে ২০১৩ ২২:৫৭556349
  • কনগ্র্যা উমেশদা, প্পনদা আর কৃশানুদা। এবারো চান্স পেয়ে গেলে।
    অজ্জিদ্দার টিম ভালই দিয়েছিল আরেকটু হলে। এদিকে এই ম্যাচ দেখতে গিয়ে ওদিকে দাদুর শেষ ম্যাচ দেখা হলনা। ৫-৫ড্র !!!

    লিভারপুলেরও শেষ ম্যাচ ভালই হল। ইবে বলে অ্যাকাডেমির ছেলেটা হেব্বি খেলেছে পড়ছি। MOTD দেখতে হবে।

    পরেরবারের থেকে প্রিমিয়ার লীগ ওপেন হবে। দাদু যুগের পর ম্যানুর এই আধিপত্য থাকবেনা। চেলসীতেতে মোরিনহো, বহুদিন বাদে লিভারপুল টিম উঠছে, আর্সেনাল-সিটি-স্পার্শ তো আছেই।

    এদিকে ২৩ তারিখ কোল লীগের বড় ম্যাচ এবং মরশুমের শেষ ম্যাচ
  • Umesh | 223.105.187.174 | ২০ মে ২০১৩ ০২:০২556350
  • থ্যান্কু গান্ধী।
  • কৃশানু | 177.124.70.1 | ২০ মে ২০১৩ ১০:১২556351
  • থ্যান্কস গান্ধী।
    তোমাদের টিম এর এভারেজ স্পিড অনেকটা বেড়ে গ্যাছে।
    স্পার্স্ সামনের বার ভালো নিউ সাইনিং না করলে ভুগবে। বেল তো ছেড়ে যাচ্ছে। গত বছর মদ্রিচ কে খোয়ালো, এ বছর বেল।
  • Quantal Quetzal | 127.194.234.227 | ২০ মে ২০১৩ ১০:১৬556354
  • অফসাইডে গোল, ফ্রীকিকটা অনেকটা সরিয়ে মরেছিলো ওয়ালকট, আর্সেনালের সখীগুলো সামান্য ছোঁয়া লাগতেই মাটিতে গড়াগড়ি দিয়ে ফাউল আদায় করেছে। হাওয়ার্ড ওয়েবকে একটু ক্যাল দেওয়া উচিত।
  • কৃশানু | 177.124.70.1 | ২০ মে ২০১৩ ১০:২৬556355
  • অফসাইড মোটেও ছিল না।
    ফ্রি-কিক সরিয়ে মেরেছে, সে তো সবাই মারে। ফাউলও আদায় করেছে। সেও সবাই করে। কালকের ম্যাচ নিয়ে আবার রেফারিং এর অভিযোগ কিসের?
    হ্যা, ঘটনা যেটা, আর্সেনাল বাজে খেলে পয়েন্ট পেয়েছে। খুব রেয়ার কেস। ভাগ্য ভালো ছিল।

    ফ্রান্স এর টিমটাও যান লাগিয়ে খেলেছে। রেলিগেশন থেকে বেঁচে যাওয়ায় চাপমুক্ত ছিল, দেখা যাচ্ছিল।
  • গান্ধী | 213.110.243.22 | ২০ মে ২০১৩ ১০:৩৭556356
  • অফসাইড ছিলোনা। ক্যাপ্টেন কোলো পিছনে ছিলো লাস্ট টাচের সময়।

    নিউ ক্যসলের নতুন ফ্রেঞ্চ ব্রিগেড খুব আহামরি লাগছেনা। দিবুচি কি একটু ওভাররেটেড? বেন আর্ফার আগের ড্রিবলিং নেই, বারবার জমা পড়ছে। আর সীসে, ডেম্বা কি বেশি কার্যকরী ছিলোনা? সীসে আসার আগের রেকর্ডের সাথে তারপরের রেকর্ড দেখুন। গুলফ্রা না কি নাম ও বাদে বাকি নতুন সাইন কেউই চোখে লাগেনি। আর্সেবাক১-০ জেতা অবস্থায় স্পার্শের ড্র খবর পেয়ে সখীগিরি করেছে, এ তো করবেই
  • Quantal Quetzal | 127.194.234.227 | ২০ মে ২০১৩ ১০:৩৮556357
  • সবাই করে, আর্সেনাল একটু বেশি করে, আর একই জিনিস উল্টোদিকের কেউ করলে সবচেয়ে বেশি চেঁচায় ওয়েঙ্গার। আর্সেনালের ওষুধ হল স্যাম অ্যালার্ডাইস - লং বল নয়, গুঁতোর জন্যে;-)
  • কৃশানু | 177.124.70.1 | ২০ মে ২০১৩ ১০:৪৪556358
  • আর্সেনাল বেশি করে। অস্বীকার করি না। কারণ সব টিমই তার শক্তি আর দুর্বলতা নিয়ে খেলে। আর্সেনাল এর প্লেয়ার দের দুর্বলতা হলে প্লেয়ার দের শক্তি কম, শক্তি হলো ইপিএল এর সবচেয়ে ভালো টাচ টিম। সেক্ষেত্রে ওদের এটা করতেই হবে।
    আবার খুব স্বাভাবিক ভাবেই উল্টো দিকে এটা করলে ওয়েঙ্গার চেঁচাবে। সে তো কোচ, রেফারি তো নয়। তাও কদিন আগেই একটা খেলায় পেনাল্টি পাবার পর পোস্ট ম্যাচ কনফারেন্স এ ওয়েঙ্গার বলেছিল, কেন পেনাল্টি পেলাম বুঝতে পারিনি, আমি কিছু দেখতে পাইনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন