এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ১৪৩০৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | 126.202.118.0 | ২৫ মে ২০১৩ ১৭:৩৭556392
  • বিবিদার পোস্টে তেমন আফত্তিজনক তো কিসু নাই।

    কিন্তু ৩-২ দেখে যদি বিবিদা ভাবেন হাড্ডাহাডি লড়াই হয়েছে, তালে বলব একটু কষ্ট করে খেলার পাতা বা ফুটবলের সাইটগুলোর রিপোর্ট একটু দেখে নেবেন স্যার। ঃ)
  • কৃশানু | 213.147.88.10 | ২৫ মে ২০১৩ ১৭:৪১556393
  • "দ্যাশে আমাগো ব্ড় বাগান আর মেলা গাছে ছিল" - এটা আমার ভালো লাগেনি।
  • প্পন | 126.202.118.0 | ২৫ মে ২০১৩ ১৭:৪২556394
  • এটা সেই ভূভ-র ডায়ালগটা না?
  • কৃশানু | 213.147.88.10 | ২৫ মে ২০১৩ ১৭:৪৪556395
  • ও আচ্ছা!! ঠিক ঠিক।
    স্যরি বিবিদা, ভুল বুঝেছিলাম।
  • bb | 127.195.185.98 | ২৫ মে ২০১৩ ২০:৪৭556396
  • কৃশানু - খেলার ফলাফল ৩-২, অথচ ঊমেশ লিখলেন যখন ২-০ যে আরও খান কয়েক হবে, সেটা হোন ২ ওনাদের বিপক্ষে ১ পক্ষে। তাইতো বলি ইবের সাপোর্টারটা একটু ঢাকটা বেশি জোরেই বাজান।
    ঊমেশ নিজেকে একটু ছি দিন না আগে অন্যকে দেওয়ার আগে।
  • প্পন | 190.215.57.148 | ২৫ মে ২০১৩ ২০:৫০556398
  • আরে বিবিদা, ওটা হল উইশফুল থিংকিং। তবে সত্যি সেদিন দুটো বার আর পোস্টে না লাগলে ...

    সে যাক, এখন সিজন সেশ। নতুন সিজিন শুরু হলে না হয় আবার মিনিময় করা যাবে। ঃ)
  • ঊমেশ | 223.105.187.174 | ২৬ মে ২০১৩ ০২:০২556399
  • আজ খেলা শুরু'র আগে বেয়ার্ন সাপোর্টার ছিলাম, কিন্তু খেলা দেখতে দেখতে কখন যেন ডর্টমুন্ড হয়ে গেছি।
  • প্পন | 126.202.118.235 | ২৬ মে ২০১৩ ০২:০৬556400
  • আম্মো .... কিন্তু এইবারও বায়ার্ন না জিতলে না-ইনসাফি হত।
  • potke | 132.167.244.135 | ২৬ মে ২০১৩ ১১:০৫556401
  • হামেল্স যা তা বাজে খেলেছে
  • কৃশানু | 177.124.70.1 | ২৭ মে ২০১৩ ১০:২৮556402
  • ইনি কী পাগল? গতকালের আবাপতে সুব্রতর লেখা পড়েছি, গোল ডট কম এর থেকে পুরো আলাদা। আমার খেলা দেখা হয় নি, কিন্তু সন্দেহ হয়েছিল।
    আজ নিরসন হলো।
    কালকে দুঃখু করেছিলেন, একটা মেসি নেই, রোনাল্ড নেই, ই: প্র:
    আর আজ দেখুন।
    http://www.anandabazar.com/27khela8.html

    এত হাড্ডাহাড্ডি ফাইনাল ২০০৮-এ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-চেলসি যুদ্ধের পর দেখা যায়নি। গত বার ফাইনালে চেলসির এবং ২০০৯ আর ’১১-র ফাইনালে দু’বারই ম্যান ইউয়ের বিরুদ্ধে বার্সেলোনার আধিপত্য প্রশ্নাতীত।
    ---- চেলসি প্রশ্নাতীত আধিপত্য নিয়ে গতবারের ফাইনাল জিতেছিল? আমরা এক ম্যাচ দেখেছি তো সুব্রত বাবু?

    আর এই দুই টিম মাইল মাত্র তিনজন উয়েফা একাদশে। মানতে পারছি না।
  • The Necromancer | 131.241.218.132 | ২৭ মে ২০১৩ ১০:২৯556403
  • বাংলা কাগজের ফুটবল রিপোর্টিং জাস্ট পড়া যায় না। আর এই প্রাক্তন ফুটবলারদের লেখা...কী আর বলবো...
  • potke | 132.172.230.203 | ২৭ মে ২০১৩ ২০:০৩556404
  • "গত বার ফাইনালে চেলসির এবং ২০০৯ আর ’১১-র ফাইনালে দু’বারই ম্যান ইউয়ের বিরুদ্ধে বার্সেলোনার আধিপত্য প্রশ্নাতীত।"

    কৃশানু,বাক্যটা আবার পড়ো~রিভিউতে ভুল্ভাল কিছু লেখেনি--প্রচুর মিসপাস, দুটো টিম প্রচুর টেনসনে ছিল।
  • কৃশানু | 213.147.88.10 | ২৭ মে ২০১৩ ২০:৫৪556405
  • পটকেদা,
    বাকি রিভিয়ু নিয়ে আমার বক্তব্য নেই, যেহেতু খেলা দেখিনি। গোল ডট কম এর রিপোর্ট আর এই লেখায় পার্থক্য আছে। সে হলো। হতেই পারে গোল ডট কম এর রিপোর্টিং ঠিকঠাক নয়, সেরকম হয়, আগেও দেখেছি।
    এই বাক্যটায় আসা যাক:
    "গত বার ফাইনালে চেলসির এবং ২০০৯ আর ’১১-র ফাইনালে দু’বারই ম্যান ইউয়ের বিরুদ্ধে বার্সেলোনার আধিপত্য প্রশ্নাতীত।" - এর মানে যা বুঝলাম,
    ২০০৯ আর ২০১১ সালে প্রশ্নাতীত আধিপত্য নিয়ে বার্সেলোনা ম্যান ইউ কে হারিয়েছে।

    ২০১২ সালে চেলসি প্রশ্নাতীত আধিপত্য নিয়ে বেয়ার্নকে হারিয়েছে।
    -এটা কোনভাবে মানা যাচ্ছে না। প্রশ্নাতীত আধিপত্য বাদ দিন, গতবারের ফাইনাল বেয়ার্ন এর জেতা ম্যাচ ছিল। আধিপত্য পুরোপুরি বেয়ার্ন এরই ছিল।
  • গান্ধীবাবু | 69.93.200.253 | ২৮ মে ২০১৩ ১০:১১556406
  • গান্ধীবাবু বলেই গেছিলেন যে ২৮ অব্দি থাকবেন না। খেলাও দেখেননি, কোনো পেপারও পড়েননি। তাই নো কমেন্ট। বেশ হয়েছে হেরেছে

    দলবদলের খবর আছে কোনো? কোনো পেপার পড়িনি জানিওনা
  • potke | 132.178.253.124 | ২৮ মে ২০১৩ ১৬:৪৮556407
  • উফ,না রে বাবা,আবার পড়ো!!
  • কৃশানু | 213.132.214.155 | ২৮ মে ২০১৩ ১৬:৫৩556409
  • অন্যরকম মানে হলো, বার্সেলোনা গতবার ফাইনালে চেলসিকে প্রশ্নাতীত আধিপত্য নিয়ে হারিয়েছে :-)
    তাই বা কী করে হয়!!
    একটু বুঝিয়েই দাও না, আর তো পারি না।
  • potke | 132.178.253.124 | ২৮ মে ২০১৩ ১৯:৩৫556410
  • "হারিয়েছে" তোমার এক্স্ট্রাপোলেশন--বাবলুদা বলতে চেয়েছে গত তিনটে ফাইনালে একপেশে খেলা হয়েছে,এবার সেতা হয়নি-কারেক্টো!

    জেতা হারাটা বাদ দিয়ে আর একবার পড়ো ঃ)
  • কৃশানু | 213.147.88.10 | ২৮ মে ২০১৩ ২১:৫৮556411
  • চেলসি-র সাথে বার্সেলোনার ফাইনাল হলো কোথায়?? সে তো সেমি!! এবার যদি বল সুব্রত সেমিই মিন করেছেন, তাহলে আর ক্ষী বলব !!
    চেলসি বেয়ার্নকে হারিয়েছে ফাইনালে।
  • ঊমেশ | 223.105.187.174 | ২৯ মে ২০১৩ ০১:৩০556412
  • বাবলু'দা কে জিগ্গেস করো না কেন?
    মনে হয়, সে নিজেও বলতে পারবে না।
    আজকাল বাবলু'দা কি লেখে নিজেই জানে না।
    লেখা গুলো পড়ে মনে হয়, ভালো ক্লাব কোচিং না পেয়ে পেয়ে দারুণ হতাশ।

    মর্গ্যান কে গালাগালি দিয়ে লেখার পর আমি আর বাবলু'দার লেখা সিরিয়াস নিই না।
  • গান্ধী | 213.110.243.22 | ২৯ মে ২০১৩ ০৯:৩৩556413
  • বাবলুদা ঘেঁটে গেছে ক্লাব না পেয়ে, আর সক্কলকে বাজে কথা বলে বলে
  • গান্ধী | 213.110.243.22 | ২৯ মে ২০১৩ ০৯:৪৫556414
  • "চ্যাম্পিয়ন্স লিগ রানার্স আপের বিরুদ্ধে ভাইচুং ভুটিয়ার ছাত্রেরা। নেদারল্যান্ডসে আন্তর্জাতিক যুব টুর্নামেন্টে তাঁর ফুটবল স্কুল (বিবিএফএস) খেলবে বরুসিয়া ডর্টমুন্ডের যুবদলের বিরুদ্ধে। টুর্নামেন্টে খেলছে ফুলহ্যাম, ফেয়ানুর্ড পিএসভি আইন্দহোভেনের জুনিয়র দলও। টুর্নামেন্টের শেষে ফেয়ানুর্ডের জুনিয়র দলের সঙ্গে এক সপ্তাহ অনুশীলন করবে ভাইচুংয়ের ছাত্রেরা।"

    আবপ থেকে। দারুণ
  • কৃশানু | 177.124.70.1 | ২৯ মে ২০১৩ ০৯:৪৮556415
  • বাহ।
  • ঊমেশ | 90.254.147.148 | ৩১ মে ২০১৩ ১৩:৪৮556416
  • আজকের আনন্দবাজারে হোসে মরিনহো'র চেলসীতে ফেরা নিশ্চিত করেছে, কিন্তু বিবিসি থেকে শুরু করে অন্য কোনো ইউরোপের পেপারে এতো নিশ্চিত করে হোসে'র খবর দেখিনি।
    সবাই লিখছে আসছে, আসছে, কিন্তু আবাপ'র মতো করে এসে গেছে কেউ লিখিনি।

    কারো চোখে পড়েছে কি? লিংক আছে?
  • গান্ধী | 69.93.196.140 | ০১ জুন ২০১৩ ২৩:৫৮556418
  • সুয়ারেজ ছাড়ছে লিভারপুল।

    আমার মতে খারাপ হবেনা। ৫০মিলিয়নে যদি দুখানা প্লেয়ার, একটা ভালো স্টপার, আর একটা ভালো ডিফেন্সিভ মিড নেয়। অ্যাটাকিং ভালই আছে এখন
  • ঊমেশ | 223.105.187.174 | ০২ জুন ২০১৩ ০০:১৭556420
  • লিভারপুল তো কালা ট্যুরে কে সাইন করাচ্ছে। পাকা খবর।

    তাহলে আবাপ এখন The Sun এর উপর ভরসা করে খবর ছাপাচ্ছে।
    পুরো কেলো কেস তো।

    টোলগে তাহলে এবার মহামেডানে, ভালো খবর।
  • গান্ধী | 69.93.247.91 | ০২ জুন ২০১৩ ১০:১৭556421
  • টুরে সাইন হয়ে গেছে।
  • প্পন | 190.215.75.4 | ০৩ জুন ২০১৩ ০০:৪৮556423
  • ভাটে লিখেছিলাম, টোলগে আর ফাব্রেগাস এই দুজনের জন্য করুণা হয়।
  • ঊমেশ | 223.105.187.174 | ০৩ জুন ২০১৩ ০১:২৯556424
  • ফ্যাব্রেগাস মনে হয় ক্লাব চেন্জ করবে। এরকম একটা গুজব শুনছি।
    ফ্যাব্রেগাস এক নতুন কন্ট্রাকে নাকি লেখা আছে, "যদি বার্সা ওকে বিক্রি করতে চাই, তাহলে আর্সেনাল কে প্রথম অফার করতে হবে"। যদি আমরা না বলি তবে অন্য ক্লাব কে বিক্রি করতে পারবে।

    ব্রাজিল-ইংল্যান্ড ম্যাচ দেখতে দেখতে যেটা মনে এলো,
    নেইমার তো বলেছে, ইংল্যান্ডের বিশ্বকাপ-১৪ তে কোনো চান্স নেই। শুধু নেইমার কেন, আমরা সবাই জানি শুধু ১৪ কেন ১৮ তেও ইংল্যান্ডের কোনো চান্স নেই, কিন্তু ব্রাজিল যা খেলছে, তাতে ব্রাজিলের কি ১৪ তে কোনো চান্স আছে?
    এটা আমার নেইমার কে আমার জিগ্গাস্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন