এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লাভ ম্যারেজ -অ্যারেঞ্জড ম্যারেজঃসুবিধা অসুবিধা

    b
    অন্যান্য | ৩০ জুন ২০১২ | ৩৯৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 122.79.36.10 | ০১ জুলাই ২০১২ ০৯:১৪557384
  • শিবু দা অন্য খেত্রে বিয়ের পরেই বাবা বা মা র পছন্দ করা ছেলে বা মেয়ে র সাথে প্রেম করে। তাহলে চাপ কেন?
  • Sibu | 118.23.96.4 | ০১ জুলাই ২০১২ ০৯:২২557385
  • বিয়ের পরে প্রেম? সে নিয়ে তো বিপ কতই লিখল ;-)।
  • b | 122.79.36.10 | ০১ জুলাই ২০১২ ০৯:২৫557386
  • মুখ্যত উপায় নেই বলে। আরো কারন আছে ঃ))
  • b | 122.79.36.10 | ০১ জুলাই ২০১২ ০৯:৩০557387
  • এই রে চার পিস গুরুত্ব্পুর্ন্য নাম বাদ গেছে সুমন দেবু দু দি আর নীনা দি। তোনরাও লেখো প্লিজ
  • kiki | 69.93.205.251 | ০১ জুলাই ২০১২ ১১:৪৯557388
  • এহে! আমায় তো বাপে বে দিয়েছে। আমার কাঁচা পিরিত পাকতে দেয় নাই।

    ভাগ্গিস!

    আল্টি তো ছেলেরা সবই একই জিনিস। নিজে যেচে বাঁশ নেওয়াটা বেশী খারাপ। ছোঃ

    তবে একটাই দুঃখু জীবনে কোন কাজই ঠিক মত করা হলো না। এমনকি প্রেম ও। সবই কেমন ভাসা ভাসা কেস।ফোঁস!

    আর বেঙী সেদিন লিখলো যে নিজে দেখেই বে করেছে! ব্রতীন সব গোলাচ্ছে।
  • sinfaut | 127.194.239.123 | ০১ জুলাই ২০১২ ১৪:২৭557389
  • 'প্রেমজ' এর সাথে 'অ্যারেঞ্জেড' ব্যাপারটা ঠিক জমছেনা, ওটাকে কামজ করে দেওয়া হোক।

    মঃ
  • একক | 24.99.187.3 | ০১ জুলাই ২০১২ ১৪:৫৬557390
  • তাহলে দুটোই জ দিয়ে শেষ হোক না . আরও জমবে .

    কামজ আর ধ্বজ .
  • শিবাংশু | 24.96.6.51 | ০১ জুলাই ২০১২ ১৫:২৬557391
  • বিয়ে ???

    হ্যাঁ, আমার ক্ষীণ স্মৃতি আছে আমারও একদিন বিয়ে হয়েছিলো। তা সে তো শিবুর মতো রোমাঞ্চকর বাংলা সিনেমা নয় ( বিমল মিত্রও শুরু করে শেষ করতে পারবেননি)। যাকগে এখানেই থামি, নয়তো শিবু হয়তো পাব্লিক স্পেসে ক্ল্যাসিফায়েড ফাঁস করার দায়ে ফেলবে। আমি আবার ঐ সাইবার কেরাইম সম্বন্ধে বিশেষ ওয়াকিফ হাল নই।

    আসলে আমাদের বাড়িতে ছেলেদের বিয়ের বয়সটা ধরা হতো বিহারিদের হিসেবে। আমরা সেই সময়ের মানুষ, যখন 'নিজের পায়ে' না দাঁড়ালে 'বিয়ে' একটা ট্যাবু শব্দ ছেলো। তবে আমার মায়ের বক্তব্য ছিলো যদি বিয়ে করতেই হয় তবে সময়ে করতে হবে। এই 'সময়' ব্যাপারটা খুব সাবজেক্টিভ। বিহারি আর সর্দারজিরা বলে রক্ত গরম হতে শুরু করলেই বিয়ে করে নেওয়া উচিত, নয়তো সমাজে অকারণ অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে। তা তাদের তো খেতভরা ধানগম, এক আধটা লোক সংসারে বাড়লেও বিশেষ কিছু এসে যায়না। কিন্তু বাঙালি মেয়েরা তো বিহারিনী বা সরদারনী নয়, তাদের বায়নাক্কার পরিসীমা নেই। আর বাঙালি মধ্যবিত্ত ছেলেরা চাকরি খোঁজার চাইতে দলবাজি নয়তো পদ্যবাজিতেই বেশি আরাম পায়। কিন্তু ডবল ডিজিট বয়স হবার আগেই হৃদয়ে প্রেমের বন্ধহীন উৎসার, বাঙালি ছেলেমেয়েদের মধ্যে যেমন দেখা যায়, অন্য কোনও জাতে দেখিনিকো। স্ববিরোধই বাঙালির ফোর্টে।

    যাউগ্গে সে কতা। ব্যাপার হচ্ছে 'বিয়ে'। দীর্ঘদিনের বিহারি হবার সুবাদে 'রক্ত গরম' তো বেশ কম বয়সেই হয়ে গিয়েছিলো, কিন্তু 'বিয়ে' ?? বাপরে কাঁটালের আঠা। আমার মাতৃদেবীর তাঁর পুত্রের স্বভাব ভালো জানা ছিলো। যদিও মুখ ফুটে বলেননি কখনও আমাদের। কিন্তু বিবাহের পর আমার স্ত্রীকে তিনি বলেছিলেন, আমার ছেলেরা নানা রকম কর্মকান্ডে জড়িয়ে থাকে ( মানে বলতে চেয়েছিলেন ঐ সব গান-কবি-নাটক-ছবি ইত্যাদি 'সোমস্ক্রিতি' টাইপ যে সব অসামাজিক ক্রিয়াকলাপ আছে। হেড দিদিমনি তো, এর বেশি আর কিছু বলতেন না), এবং সেই সূত্রে অসংখ্য মেয়েদের সংস্পর্শে নিত্য মেলামেশা, তাই আমাকে ( মানে আমার মা'কে) সাবধান থাকতে হতো। এবার তুমি সাবধানে থাকবে। মায়ের অন্য কথা মনে না থাকলেও আমার স্ত্রীর এই সাবধান বাণী মনে চির জাগরূক এবং আমাকেও নিত্য স্মরণ করিয়ে দেন, এখনও। ক্ষী পাপ !!

    অনেকদিন ধরে তানানানা করার পর হঠাৎ একদিন জানা গেলো একটা লম্বা দূর বদলি হবার চান্স আছে। ব্যাস, মা'কে আর পায় কে? এবার ছেলের বিয়ে দিতেই হবে, অবিলম্বে। আমি আমার ছাত্রবয়সে কিরো পড়া বিদ্যে থেকে গম্ভীরভাবে জানালুম, এখন আমার বিয়ের যোগ নেই ( একমাত্র এই ওষুধটাই মা'কে নিরস্ত করতে পারতো)। কিন্তু তিনিও ছাড়ার পাত্রী নন। তাঁর বেশ কয়টি নানা মডেলের পোষ্য জ্যোতিষী ছেলো । তাদের একজন কে আমি ম্যানেজ করলুম, কিন্তু বাকি দুজন দ্ব্যর্থহীন ভাবে মাকে জানালো, ফুল ফুটলো বলে....

    অতএব আমাদের লঙ্কারাজার মাপের আত্মীয়গোষ্ঠীর কাছে ফুন গেলো শিবাজির জন্য মেয়ে খুঁজতে হবে ( আহা, কে যেন লিকেচেন এই সব ব্যাপার তাঁকে বাজার থেকে আলুপেঁয়াজ কেনার কতা স্মরণ করিয়ে দেয়। তাঁর কল্যাণ হোক)। মৈত্র মহাশয়ের সাগর যাত্রার মতো বার্তা গেলো চতুর্দিকে। আমার ঘনিষ্ট বন্ধুদেরও মা ডেকে বললেন 'খোঁজটোঁজ' দিতে। তারা মায়ের সামনে বেশ ভালোমানুষি মুখ করে বললো, নিশ্চয় মাসিমা ( তখন পর্যন্ত বাঙালির জীবনে আন্টি নামক বিজাতীয় প্রাণীদের আবির্ভাব ঘটেনি)। বাইরে এসেই হা হা হাসি... সালা মজাক কা ভি কো-ই হদ হোতা হ্যাঁয়। তুই করবি সম্বন্ধ করে বিয়ে? তবে ঐ মেয়েটার কী হবে, সেই মেয়েটার কী হবে? আমি যতো বোঝাই আমি আসলে ঋষ্যশৃঙ্গ মুনি, শিং দেখে আমার প্রতি অবিচার করিসনে।

    তখন আমি জানালুম যদি বিয়ে করতেই হয় তবে বিয়ে স্থির হবার পরই মেয়েদেখা হবে। কারণ মেয়ে দেখার পর নো পয়েন অফ রিটার্ন। মা বললেন, বেশ, তবে মেয়ের মতটা সমান জরুরি। সেও তোমাকে দেখে 'না' বলতে পারে। আমি বললুম, চলেগা। তবে খুব সামান্য দুচারটে ইচ্ছে ছেলো... মা বললেন, বলে ফ্যালো.... আমি বলি, এই বাংলাটা ভালো জানবে ( মানে, জীবনানন্দ বা নরেন মিত্তির পড়বে), কিঞ্চিৎ গান-বাজনার আগ্রহ আর 'কনভেন্টশিক্ষিতা' ( আমাদের সময় ভুঁইফোড় রুচির সমাকরণ নমুনা) যেন না হয়। মা বললেন তথাস্তু ( তাঁর 'শর্ত' ছিলো যেন প্রবাসী পরিবারের মেয়ে হয়)।

    তা কিছু খোঁজাটোজার পরেই আমার এক খুড়ামশায় একটি সম্বন্ধ আনলেন। মায়ের এবং বাবারও ( বাবার মতটা যদিও নিতান্ত লৌকিকতা মাত্র) পছন্দ হলো। খবর যেতেই আমার হবু শ্বশুরকূল পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত হয়ে পড়লেন। তখন মা জানালেন আমাদের মেয়ে দেখার প্রয়োজন 'নাই'। কিন্তু মেয়ে যদি ছেলে দেখতে চায় তবে প্রাথমিক কথাবাত্তার পর যোগাযোগ করা যেতে পারে। হ্যাঁ , আমাদের বাড়িতে কোনও রকম যৌতুকের আলোচনা ট্যাবু। যদি আপনাদের মেয়েকে 'সাজিয়ে' দেবার কোনও আকাঙ্খা থাকে, তবে কথা এখানেই শেষ হওয়া ভালো। তখন তাঁরা পোবোল পোতিবাদ করে জানালেন, তাঁদেরও একটিমাত্র মেয়ে এবং মেয়ের বিয়ের জন্য তাঁরা পূর্ণমাত্রায় প্রস্তুত। মা বললেন, তবে কথা এখানেই থাক। আমার হবু শ্বশ্রূমাতা গুনগুন করে কিছু বলার প্রচেষ্টা করেছিলেন শুনেছি ( যেমন নতুন খাটে শুতে হয় বা নমস্কারী প্রসঙ্গ জাতীয়)। মা জানিয়ে দিলেন এই সব আয়োজন করার সঙ্গতি গুরুমহারাজ তাঁকে দিয়েছেন, তাই এ বিষয়ক কথা এখানেই শেষ হোক।

    সে কতা তো শেষ হলো। তবে একদিন দেকতে যেতে হয়। তা সে যাওয়াও হলো, দেকাও হলো, তার পর কী হইলো জানে শ্যামলাল। আমার হবু শ্বশুরকূল, যার নেতৃত্ব দিয়েছিলেন আমার দাদাশ্বশুরমশায়, যিনি এককালে টাটা কোম্পানির দুঁদে বড়োসাহেব ছিলেন, আমাদের বাড়িতে এসে অভিভূতের মতো আমার পিতৃদেব ও আমাকে আলিঙ্গন করলেন। বিহা পাক্কা হইলো। দিন স্থির হলো ঠিক চোদ্দোদিন পরে। মা-বাবা-আমি একসঙ্গে বসে হিসেব করলুম তিনজন মিলে নিজেদের কর্মস্থান থেকে কতো লোন পাওয়া যেতে পারে। দেখা গেলো কষ্টেসৃষ্টে হয়ে যাবে।

    বিয়ে হয়ে গেলো। 'ফুলশয্যা' নামক এক অশ্লীল অনুষ্ঠানের রাতে প্রথম কথা জিগালুম তাঁকে, শেষ কোন বই পড়েছো তুমি? উত্তর এলো, থর্ন বার্ড, রবিন কুকের লেখা। জোর ধাক্কা !! গান শোনো? হ্যাঁ, নিশ্চয়। কার গান শুনছো এখন? অনুপ জালোটা। ..... এহ্হ রং নম্বর হলো মনে হচ্ছে। কিস্যু করার নাই আর। বাংলা বই কী পড়েছো শেষ? মনে পড়ছে না। জেনে গেলুম জিন্দগি সেশ.....

    সেই মহিলা এখন নরেন মিত্তির, আবুল বাশার, বিভূতি বাঁড়ুজ্যে পড়ে এমন সব উক্তি করেন, আমি চমকে যাই। সত্যিই তো আমি তো সেই জ্ঞান বয়স থেকে অভ্যেস বশে পড়ি। ইনি পড়েন ইন্স্টিংক্ট থেকে, একেবারে অন্যরকম অনুভূতির মাত্রা আছে তাঁর। মাঝরাত পর্যন্ত আমার সঙ্গে বসে ক্লান্তদেহে ভীমসেন শোনেন। এই শিল্পীটি কোথায় অন্যদের ছাপিয়ে সম্রাট হয়ে যান, সেই নিয়ে নিজের বিচার জানান।

    মানুষের যাত্রা সত্যিই অনন্ত, বিশ্বাস হতে চায়না, 'জীবন এতো ছোটো কেনে'।

    কবে 'বিয়ে' হয়েছে, ভুলেই গেছি। শুধু মনে আছে রাজা নবকৃষ্ণ আর লার্ড ক্লাইভ নেমন্তো খেতে এসেচিলেন। ইতিহাস বই খুঁজে তারিখ বার করতে হবে। কিন্তু এখনও তো অনেক রোমাঞ্চ বাকি থেকে গেছে। দেখা যাক এই 'আলুপেঁয়াজ' মার্কা বিয়ে আরও কতোদিন টেকে?

    হ্যাঁ, আমার স্ত্রী 'প্রবাসী'র মেয়ে হলেও এখনও গান গাইতে পারেন না আর আগমার্কা 'কনভেন্টশিক্ষিতা'।

    ক্ষী চাপ.........

    শিবাংশু
  • b | 122.79.36.38 | ০১ জুলাই ২০১২ ১৫:৩৮557392
  • জ্জিও শিবজি দা। জাস্ট কাপিয়ে দিয়েছো। এই জন্যেই তোমকে এত ভালোবাসি/শ্রধা করি
  • Lama | 127.194.229.235 | ০১ জুলাই ২০১২ ১৬:৩৫557394
  • সব মক্কেল বারবার, শিবাংশু দে একবার!

    কিন্তু, একজন একটি রাজনৈতিকভাবে অশুদ্ধ উক্তি করেচেন- 'আল্টি তো ছেলেরা সব একই জিনিস।' ইহার প্রতিবাদে আমি চাইলে দেড় পাতা ঝগড়া করতে পারি। কিন্তু কল্লুমনা।
  • | 127.194.98.53 | ০১ জুলাই ২০১২ ১৬:৫৬557395
  • কিকি, তুমি মানিকে কে মানকে লিখতে না ও টাই আমাকে কনফিউজড করে দিয়েছে। ভাবলুম অনেক দিনের গভীর প্রেমে মানিক মানকে হয়েছে ঃ))

    তুমি হলে অবিশ্বাস্য ধরনের সিম্পল মেয়ে। অনেক ধরনের simplicity র মধ্যে childish আর childlike মেন। তোমার simplicity টা chilldlike তাই চার্মিং।

    আর তুমি বেশ সুন্দরী( খালি একটু বেঁটে) কাজেই অনেক তরুন/যুবক হৃদয়ের ঝড় তুলেছিলে নিশ্চয়ই। সিরিয়াস প্রেম একটাও হয় নাই?
  • Binary | 80.76.78.47 | ০১ জুলাই ২০১২ ২০:১৯557396
  • শক্তি কোট , "অবান্তর স্ম্‌তির মাঝে আছে, তোমার মুখ অশ্রু ঝলোমলো, লিঝিও তাকে ফিরত চাহ কিনা"
  • I | 24.96.95.239 | ০১ জুলাই ২০১২ ২০:৩০557397
  • ভুল কোট গায়ে চাপিয়েছেন।
    "লিখিও উহা ফিরত চাহো কিনা''।
  • a x | 109.188.83.149 | ০১ জুলাই ২০১২ ২১:০৪557398
  • স্মৃতির ভিতর আছে
  • a x | 109.188.83.149 | ০১ জুলাই ২০১২ ২১:০৬557399
  • আমার বিবাহ সম্পর্কিত তথ্য আছে দেখে আমিও আমোদিত হইলাম।

    তবে গুরুতে বেশ ডাটাবেস তৈরি হচ্ছে, কার কবে মাধ্যমিক, উঃমা, কে সিপিএম ও তৃণ, কার কেমন বিয়ে। ভালো।
  • b | 122.79.36.73 | ০১ জুলাই ২০১২ ২১:৩৯557400
  • ধুর তথ্য নেই লিখলাম তো অক্ষ্দা।।

    ব্যাম কে বল্লম লিখতে।

    শিবু দা বৌদির ভয়ে লিখলে না? ঃ((

    আর কুমু দি তুমি লিখবে না?
  • kiki | 69.93.194.64 | ০১ জুলাই ২০১২ ২২:০২557401
  • লামা কি আমাকে ভয় পায়? তাজ্জব!

    নামাও দেড় পাতা , আমরা মেয়েরা পাতার পর পাতা নামিয়ে প্রমান করিবো।হুঁঃ

    ব্রতীন,
    বাপরে! হিঁক! নিজেই নিজের এত গুনপনা জানতুমনা।
  • chondal | 233.231.28.0 | ০১ জুলাই ২০১২ ২২:৩৯557402
  • বেশ, থ্রেডটা ভালোই লাগছে। প্রেমতো আজকাল অনেক রকম হ​য়, আর প্রেমজ বিয়ে গুল্লোও অনেক রকম! আবার নতুন ঘ্যাঁট টাও বাজারে ভালোই চলছে, যদিও এটার নাম অবশ্য প্রচলিত হ​য়নি, তবে প্রেমারেঞ্জ বা অ্যারেঞ্জড-প্রেম বলা যেতে পারে। যথা প্রথমে ছোটোখাটো প্রেম করে তারপর সেটাকে অ্যারেঞ্জ্ড করা, এবং এতে নাকি দান্-ধ্যান( যেটার স্ল্যাং দেনাপাওনা) ভালই চলছে; আর একটা ধারা হল অ্যারেঞ্জ হওয়ার পর ভালো করে প্রেম করা বিয়ের আগে পর্যন্ত​! এধারার শুরুতে ঘোরাফেরাটা ১০-১৫ কিলোমিটারেই সীমাবদ্ধ ছিল​, এখন তো দীঘা,মন্দারমণি পর্যন্ত গ​ড়িয়েছে........।
    তবে যত দেখেছি তাতে দীর্ঘ দিনের প্রেম(>৭বছর) বিয়ে হলে বেশ দাড়িয়ে যায়। কিন্তু খুচরো প্রেম(মিউচুয়াল পটানো) পটাক করে বিয়েতে ফাঁসলে তথৈবচ অবস্থা হয়, পুর ক্র্যাশ্!!!!!!!!!!
    হ্যাঁ, অ্যারেঞ্জ টা বেশ ভালো পরকীয়াটাকে মেনে নিলে......
    গুরুরা লিখতে থাকুন, চণ্ডাল আপাতত বাই বাই
  • প্রদ্যুম্ন খাসনবীশ | 223.210.236.146 | ০১ জুলাই ২০১২ ২২:৪৯557409
  • এর পরে কাদের বাপ প্রাইভেট সেক্টর কাদের বাপ পাবলিক সেক্টর, কে জন্মে তিন পাউন্ডের বেশি ছিল আর কে কম, মায়ের উচ্চতার হিস্টোগ্রাম, মাধ্যমিকে ভূগোলের নম্বরের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন- সব কিছু নিয়ে টই খোলা হবে।
  • I | 24.96.95.239 | ০১ জুলাই ২০১২ ২২:৫১557410
  • ভালো লাগছে বলে অ্যাতো ! ছ'খানা পোস্ট ?
  • প্রদ্যুম্ন খাসনবীশ | 223.210.236.146 | ০১ জুলাই ২০১২ ২২:৫৭557411
  • ইন্টারনেট জিনিষটা সবারই প্রাইভেসির সেন্সটা কিছুটা নষ্ট করে দিয়েছে।
  • kiki | 69.93.194.64 | ০১ জুলাই ২০১২ ২৩:০০557412
  • সে সত্যি! কিন্তু মাঝে মাঝে এই বুঝিনা যে প্রাইভেসি সেন্সটা যাদের বেশী তারা কি সবসময় কিছু হারানোর ভয় পায়? মানে সন্মান হারানোর? ঠিক কেন? যাগ্গে।আমি তো ভুলভাল ভাবনা ভেবেই দিন কাটাই। ভাবনার কি আকাল!
  • Tim | 138.173.35.196 | ০১ জুলাই ২০১২ ২৩:২৫557413
  • হ্যাঁ ন্যাংটোদের প্রাইভেসি বলে কিছু হয়না, তাই তাদের কিছুই হারাবার ভয় নাই। যাদের কৌপিনটুক অন্তত আছে তাদেরই প্রাইভেসি নিয়ে কিছুকিঞ্চিৎ খুঁতখুঁতামো থাকবে।
    তো, এরপর থেকে কে কে ন্যাংটো সেটা জেনে নিয়ে এই টইগুলো খুললে অ-ন্যাংটোদের একটু সুবিধে হবে, এই আর কি। সবাই তো আর উলঙ্গ রাজা না। ঃ)
  • Abhyu | 222.201.78.65 | ০১ জুলাই ২০১২ ২৩:৩১557414
  • হ্যাঁ কিছু লোকের বুদ্ধির অভাব, কিছু লোকের কাণ্ডজ্ঞানের অভাব, আজকের দিনে ইন্টার্নেটের প্রাদুর্ভাব, আর এই সব নিয়ে আমার স্বাচ্ছন্দ্যের অভাব - এই আমার আজকের ভাব!
  • Abhyu | 222.201.78.65 | ০১ জুলাই ২০১২ ২৩:৩২557416
  • টিমকে ক।
  • Spark | 161.141.84.239 | ০১ জুলাই ২০১২ ২৩:৫৫557417
  • এতো ভয়াবহ অবস্থা!!! ঃ-)
  • | 127.194.98.117 | ০২ জুলাই ২০১২ ০৬:২৬557418
  • আমি দুঃখিত। আমি কারোর ব্যক্তিগত জীবনে উঁকি দিতে চাই নি। আমার উদ্দেশ্য ছিল এই এক্ঘেয়ে সিপিএম - ত্রিনো ( যেটাই আমি ও করি) থেকে একটু অন্য আলোচনা।

    আমি এখানে তাঁদের নাম ই নিয়েছি যাদের আমার সঙ্গে আলাপ আছে হয় গুরু তে বা কোন ভাট এ বা বইমেলায় আলাপ হয়েছে।
  • kiki | 69.93.195.194 | ০২ জুলাই ২০১২ ০৭:০৯557419
  • টিম,
    তোমার পোষ্টটা আমার পোষ্টের পরেই একটু চোখ করকরে টাইপের। প্রাইভেসি জিনিসটা নিয়ে একটু ভাবাই ভালো। ঠিক কি হচ্ছে। এখানে কার কি ভাবে বিয়ে হয়েছে সেটা কতটা প্রাইভেট ব্যাপার কে জানে! আর যার না পছন্দ সে অ্যাভয়েড করতেই পারে তাই না? অক্ষ তার অপছন্দ ভালোভাবেই জানিয়ে গেছে। কেবল অপছন্দ জানাতে গিয়ে আর কারোকে খামচানোর বোধহয় দরকার নেই। এখানে গুরুতে আরো অনেক প্রাইভেট ব্যাপার নিয়েই লোকে বেশ আলুচানা করে। সে যাগ্গে.............. আমার বক্তব্য পলিটিকালি ইনকারেক্ট ছিলো। লোকে সুযোগ নিয়েছে। আমার সে ব্যাপারে অবশ্য কিছু বলার নেই।
  • | 127.194.98.117 | ০২ জুলাই ২০১২ ০৭:১৩557420
  • এক্দম ঠিক কিকি।

    আমি অক্ষদা র পোস্ট টা কালকেই দেখেছি। কিন্তু সেল থেকে লিখলে একটু বানান ভুল হয় তাই আজ সকালে ওঠে লিখলাম। অক্ষ সরি এগেন।
  • | 127.194.98.117 | ০২ জুলাই ২০১২ ০৮:১১557421
  • আমাদের গুরু র প্রবীন রা কেউ লিখেলো না।

    কাবলি দা, ডি ডি, রঞ্জন দা,কল্লোল দা,ঘনাদা ,রুপঙ্কর দা ( উনি অবশ্য জ্যোতিষ টই র পরে আর লেখেন না। আমি বহু বার অনুরোধ করেছি ) ঃ((

    আর গুরু বয়োযষ্ঠ কান্তি দা। একতু লিখুন না সেই সময় প্রেম কেমন ছিল। আপনাদের মেয়ে দের সাথে মেলামেশার সুযোগ কতো টা ছিল ইত্যাদি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন