এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লাভ ম্যারেজ -অ্যারেঞ্জড ম্যারেজঃসুবিধা অসুবিধা

    b
    অন্যান্য | ৩০ জুন ২০১২ | ৩৮৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রামকৃষ্ণ ভট্টাচার্য্য | 233.223.132.241 | ০৩ জুলাই ২০১২ ১৯:০৩557274
  • ‌‌‌‍‍আরও একটা বলছি:-
    ( পাঠান্তরও আছে, তবে গপ্পোটা মোটামুটি এক )
    তখন সদ্য দেশ ভাগ হয়েছে । কোলকাতার একটি মেসে সিদ্ধান্ত হোল- এখানে শুধু বারেন্দ্র বাউনরা থাকবেন ।
    সব মিলিয়ে মেসে ১০ টা সিট । ৯ জন এসে জুটেছেন । একটি সিট খালি । একজনের সুপারিশে সেই সিটটাও ভর্তি হল।
    একদিন রান্নার লোক আসে নি । নীচের তলায় রান্নাঘর। আপিসের সময় হয়ে যাচ্ছে। সিদ্ধান্ত হল- কোনো রকমে চালে, ডালে ফুটিয়ে খাওয়া দাওয়া করে যে যার আপিসে চলে যাবে।
    এক-এক করে নীচে যাচ্ছেন “আখা” ( উনুন) ধরাতে আর চুপচাপ ওপরে চলে আসছেন। কেনর কোন উত্তর কেউ দিচ্ছেন না ।
    দশম জন ( নতুন সংযোজন) নীচে গিয়েই চিৎকার করে বললেন :-
    উরে বাবা, আখার ভেতরে গোখরো সাপ !
    ব্যাস্ ! হয়ে গেল ! সবাই চেপে ধরল ওই দশম জনকে ।
    তুই ব্যাটা বারিন্দির নোস ! হলে, সাপের কথা বলতিসই না !
  • NIna | 78.34.167.250 | ০৩ জুলাই ২০১২ ১৯:২৫557275
  • উফ! ঘনাদা
    মেফিস্টোফিলিস ডিলা গ্র্যান্ডি ঃ-))
    থেমে যেওনা প্লিজ--তারপরের দেখাশোনার পর্বটাও একটু বল প্লিজ।
  • Lama | 127.194.242.106 | ০৩ জুলাই ২০১২ ২০:৫৬557276
  • আমাদের অফিসের পিনাকপাণির বিয়েটা আসলে লাভ ম্যারেজ, কিন্তু ওর মা বাবার ধারণা ওটা অ্যারেঞ্জড।

    ঘটনা এইরকমঃ

    পিনাকপাণি আর তার বৌ (তখন হবু) এর ঘনিষ্ঠতা যখন বিয়ের প্রস্তাব পর্যন্ত গড়াল তখন তারা দুজনেই যার যার বাবা মাকে ঠারেঠোরে বোঝাল যে এবার তাদের বিয়ের উদ্যোগ নেবার সময় হয়েছে। এবং কে না জানে, কাগজে বিজ্ঞাপন মানে বিয়ে নয়, বিয়ের উপসর্গ মাত্র।

    উভয় পক্ষের অভিভাবকরা কাগজে অ্যাড দিলেন। পাত্রীপক্ষের বিজ্ঞাপনের উত্তরে যেসব হবু শ্বশুরদের চিঠি এসেছিল তার মধ্যে, বলা বাহুল্য পিনাকপাণির বাবাও একজন। আর পাত্রপক্ষের বিজ্ঞাপনের উত্তরে যেসব হবু শ্বশুরদের চিঠি এসেছিল তার মধ্যে, বলা বাহুল্য পিনাকপাণির বর্তমান শ্বশুরমশাইওএকজন।

    অবশেষে টেন্ডার ক্লোজ হবার পর একদিন পিনাকপাণির বাবা ও শ্বশুরমশাই যথাক্রমে যার যার ছেলে ও মেয়েকে বিজ্ঞাপনের উত্তরগুলো শর্টলিস্ট করতে দিলেন এবং পাত্রপাত্রী লাজুক লাজুক মুখে পরস্পরকে আনুষ্ঠানিক পছন্দ করল।

    তারপর উভয় পরিবারের মধ্যে লাখো কথা হল (যদিও পাত্রপাত্রীর মধ্যে কোটিকোটি কথা কয়েক বছর ধরে হয়েই চলেছিল), যথারীতি 'মেয়ে দেখা' হল। পাঁজি দেখে দিনক্ষণ ঠিক হল এবং বিয়ে হয়ে গেল।

    আজ পর্যন্ত পিনাকপাণির মা বাবা এবং শ্বশুরশাশুড়ি জানেন না যে তাঁদের সন্তানদের চেনাজানায় তাঁদের কোনো ভূমিকা নেই।

    অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার।

    (এটা পিনাকপাণির নিজের মুখে শোনা। আমার কথা বিশ্বাস না হলে তারেই জিগান।)
  • Spark | 161.141.84.239 | ০৩ জুলাই ২০১২ ২১:০৪557277
  • আমাদের পাড়ায় জয়ব্রত আর তার স্ত্রী(এখন) অলিপ্রিয়া ঠিক এই পদ্ধতিতেই লাভ ও অ্যারেঞ্জড ম্যারেজের লিনিয়ার কম্বিনেশন করে কার্যোদ্ধার করেছিলো। নিজেরা প্রেমে পড়ে আর তারপরে উভয়পক্ষের দুইজোড়া বাবামাকে দিয়ে ঠিক উপরোক্ত পদ্ধতিতেই সম্বন্ধবন্ধন করে। ঃ-)
    সাপও মরলো, লাঠিও ভাঙলো না। ঃ-)
  • Tim | 108.249.6.161 | ০৩ জুলাই ২০১২ ২১:১০557279
  • এরে কয় অ্যারেঞ্জড কুটুমপাতানো।
  • রামকৃষ্ণ ভট্টাচার্য্য | 233.223.132.241 | ০৩ জুলাই ২০১২ ২২:৫২557280
  • লামা আর স্পার্কের লেখা পড়ে ঝটাকসে একটা প্লট মনে এলো ! লিখতে ইচ্ছে করে । লিখবো নাকি?
  • ranjan roy | 24.99.223.193 | ০৩ জুলাই ২০১২ ২২:৫৫557281
  • লড়ে যান।
  • Spark | 161.141.84.239 | ০৩ জুলাই ২০১২ ২২:৫৭557283
  • একদম, লিখুন লিখুন।
    আগে থেকেই হাসির একটা মানসিক প্রস্তুতি নিয়ে রাখলাম। ঃ-)
    আগে বলে রাখি, ঘনাদা, পুরীর সমুদ্রে সেই কিশোরীর হারিয়ে যাবার গল্পটা পড়ে খুব মনখারাপ হয়েছিলো, এই পাল্টি ঘরে চিঠি লেখার গল্প পড়ে মনের সেই ভার নামলো।
  • | 127.194.101.83 | ০৩ জুলাই ২০১২ ২২:৫৭557282
  • ইয়ে, লামা এটা সত্যি নাকি কবির কল্পনা? ঃ))
  • Abhyu | 107.89.19.52 | ০৮ জানুয়ারি ২০১৩ ২২:০৪557284
  • এই আরেক অক্ষয় কীর্তি!
  • | 233.227.0.176 | ০৮ জানুয়ারি ২০১৩ ২২:১৫557285
  • আবার এই টা তুল্লে!! ঃ((

    তোমার কী কাজকর্ম নেই। যাও গিয়ে গিয়ে শক্ত শক্ত আঁক কষো!! ঃ))
  • | 233.227.0.176 | ০৮ জানুয়ারি ২০১৩ ২২:১৫557286
  • আবার এই টা তুল্লে!! ঃ((

    তোমার কী কাজকর্ম নেই। যাও গিয়ে গিয়ে শক্ত শক্ত আঁক কষো!! ঃ))
  • sosen | 125.242.130.139 | ০৮ জানুয়ারি ২০১৩ ২৩:০৩557287
  • আমিও বিয়ের গপ্পো কই।
    আমার বান্ধবী, নাম বললে রক্ষে থাকবে না, ধরা যাক , অপর্ণা। এমএসসি পাশের পর মা বাবা উঠে পড়ে কন্যার বিবাহের তোড়জোড় শুরু কল্লেন। কন্যা নিমরাজি, তবে বিশেষ গা ঘামাচ্ছে না। চলছে চলুক, বলে সে-ও চাগ্রি খুঁজতে লেগেছে ব্যাঙ্গালোরে বসে। তা মা খান কয়েক পাত্তর খুঁজে পেলেন ভারত ম্যাট্রিমনির পাতায়। দেখেশুনে কয়েকজন মা -বাবার সাথে কথা বাত্তাও কইলেন। তার পর এক মায়ের সাথে হেব্বি আলাপ জমে গেল। দুই বাড়িতে তিনটে করে কুকুর। কুকুর দেখে দুজনেই খুব খুশি, দুই মাই কুকুর বলতে অজ্ঞান। দিন ক্ষণ ঠিক হয় হয়। তাপ্পর আম্রিগাবাসী পুত্র আর ব্যাঙ্গালোরবাসী কন্যা বাড়িতে এলে সিধে তাদের বলে দেওয়া হলো, দেখাশোনা কত্তে চাও কর, কিন্তু বে' আমরা ঠিক করে ফেলেছি। অমন সুন্দর কুকুর অলা বাড়ি? অমন আর পাওয়া যাবে?
    পুত্র গাইগুই করেছিল-কুকুর বিয়ে করবো নাকি, মানুষটা ক্যামন দেখি?
    পাত্রের মা এক ধমক দিয়ে বললেন -মানুষ আবার ক্যামন হবে, ডেপোমি করোনি। যাদের বাড়িতে অমন এলসেশিয়ান , অমন রিট্রিভার থাকে তারা কক্ষনো খারাপ হতে পারেনা। হীরের টুকরো মেয়ে, তাচ্চেয়েও ভালো মা।
    কন্যা ছবি দেখে ঠোঁট ফুলিয়ে বলল, এযে মাথায় টাক।
    মা খুশি খুশি গলায় বোঝালেন, আহা টাক তো টুপি পল্লেই ঢাকা পর্বে, অমন গুণের ছেলে, ক্যামন পেটানো চেহারা। এক হাতে তিনটে টেরিয়ার চেইনএ ধরে নিয়ে ঘোরে। আর মায়ের চেহারা দ্যাখ , এত বয়সেও এট্টু টসকায়নি, চুলটাই যা এট্টু কম। দেখা করেই আয়!
    এট্টু বিদ্রোহ মনে নিয়ে দ্যাখা কত্তে গিয়ে অবিশ্যি দুজনের হেবি ভাব জমে গ্যালো। মায়েদের অত্যাচার, জোরজুলুমের বিরুদ্ধে গজর গজর করে দুজনেই জীবন কাটিয়ে দিতে পারবে বুঝে ফেলল দুই নিপীড়িত আত্মা।
    তারপর? তারপর সানাই বাজলো, দুটো এলসেশিয়ান, একটা রিট্রিভার, তিনটে টেরিয়ার মহা ভোজ খেয়ে থাবা চাটতে লাগলো। দুই বেয়ানকে সবাই বোন বলে ভুল কত্তে লাগলো। কনে ঠোঁট বাঁকিয়ে বলল-আদিখ্যেতা! বর কাঁধ শ্রাগ করে সায় দিল- যা বলেছ!

    তারপর আরকি, বর -কনে হাত ধরাধরি করে আম্রিগা চলে গ্যালো। তারা না ফোনালেও দুই বেয়ানের কিস্যুই এসে যায়না। বয়সকালের নতুন সম্পক্কে দিব্য ফুর্তিতে আছেন তারা। দুই বেয়াই ই আজকাল কুকুরের দেখাশোনা করেন। বাড়িটি কেনেল হয়ে উঠেছে। ঘৌ ঘৌ, ভেউ ভেউ , মহা গোলমাল। কুকুরেরা এবাড়ি/ওবাড়ি ঘুরতেও যায়। বর -কনে দুই মা বাবাকে সেজন্য বড় সড় দুটি গাড়ি কিনে দিয়েছে।
    তারপর আর কি। আমার কথা ফুরোলো, নটে গাছটি-ই: প্র: ।
  • siki | 132.164.202.52 | ০৮ জানুয়ারি ২০১৩ ২৩:১৮557288
  • নাঃ, আমি কুনো বিয়ের গপ্পো বলব না। আপনারা ঘুমোতে যান।
  • ranjan roy | 69.161.177.212 | ০৯ জানুয়ারি ২০১৩ ০১:৫৫557290
  • সোসেন চমৎকার গল্পে নতুন বছর জমিয়ে দিয়েছেন।
  • | 214.130.244.200 | ০৯ জানুয়ারি ২০১৩ ০৯:৩৮557291
  • সোসেন খুব ভালো!!

    আমি ও একটু কুকুর প্রেমিক কিনা। তাই ওঁদের সাথে একাত্ম বোধ করলুম।
  • kumu | 132.160.159.184 | ০৯ জানুয়ারি ২০১৩ ১২:২৭557292
  • সোসেনের গল্পের নাইকা কি ফোজ্জি?
  • kumu | 132.160.159.184 | ০৯ জানুয়ারি ২০১৩ ১২:৫৫557293
  • বে একবার হয়ে গেলে সেই ঝড়্ঝ্ঞ্ঝাভুমিকম্পগ্নিকান্ডসংকুল জীবনে কেই বা মনে রাখে/রাখতে পারে এই জায়গায় আমি প্রেমে এসেচিলাম বা অন্যভাবে!
  • de | 190.149.51.69 | ০৯ জানুয়ারি ২০১৩ ১২:৫৫557294
  • উঃ!! অমর কমেন্ট!!
  • siki | 135.22.43.18 | ০৯ জানুয়ারি ২০১৩ ১২:৫৭557295
  • পটাশম্যাম ঢপ দিচ্চেন, আমার তো দিব্বি মনে আচে। পরে আত্মজীবনীতে লিখব বলে এখানে লিকচি না
  • sosen | 24.139.199.1 | ০৯ জানুয়ারি ২০১৩ ১২:৫৯557296
  • না ফোজ্জি না, কুমুদি :)
  • কারিয়া পিরেত | 24.97.245.60 | ০৯ জানুয়ারি ২০১৩ ১৩:০১557297
  • "ঝড়্ঝ্ঞ্ঝাভুমিকম্পগ্নিকান্ডসংকুল" তো বটেই। যেটা কিলিয়ার হল না সেইটা হল তারপরেও পটাশম্যাম খালি লোকজনের বে দেওয়ার তালে থাকেন। ইহা কি শৃগালের গপ্প?

    ;-)
  • sosen | 24.139.199.1 | ০৯ জানুয়ারি ২০১৩ ১৩:০৩557298
  • না, ওই "ঝড়্ঝ্ঞ্ঝাভুমিকম্পগ্নিকান্ডসংকুল" ফিল্ডে রেসকিউ ওয়ার্কার বাড়ানোর তালে।
  • kumu | 132.160.159.184 | ০৯ জানুয়ারি ২০১৩ ১৩:০৪557299
  • যে গাড্ডায় আমি পড়িচি,অন্যেরা তার পাশ কাটিয়ে বেইরে যাবে আর ঐ ভূতোর মত ব্যায়্লা বাজাবে?
  • কুমু | 132.160.159.184 | ০৯ জানুয়ারি ২০১৩ ১৩:০৬557301
  • ঝড়্ঝ্ঞ্ঝাভূমিকম্পগ্নিকান্ডসংকুল-এই সামান্যি বানান কি আর্জানিনা! কুমু
  • kumu | 132.160.159.184 | ০৯ জানুয়ারি ২০১৩ ১৩:২৫557302
  • সিকির য্যামোন কতা!
    মনে করেন আপনি এক সুন্দর সকালে ঘুঁ-ঘুঁ-ঘুঁ আওয়াজে গান গাইতে গাইতে ফুরফুরে মেজাজে হাসিহাসি মুখে লাফিয়ে লাফিয়ে চলেচেন,রাস্তার ধারের গাছ গুলো পজ্জন্ত খুশি হয়ে দেকচে,তিনটে নেড়ী ন্যাজ নাড়তে নাড়তে সঙ্গ নিয়েচে,নাই ভাবনা,নাই চিন্তা,নাই ভয়-
    এমন সময়-
    সোঁ-ও-ও,কী হইতে কী হইয়া গেল রে-এ-এ,
    আপনি এক ভয়ংকর অন্ধকার গাড্ডার মধ্যে পড়েচেন,বিষাক্ত মাকড়শা না কী আপনার পায়ের বুড়ো আঙুল চাটছে,তিনটে কালো টিকটিকি জিভ বের করছে আর ঢোকাচ্চে,গোড়ালি মচকে গেচে,কুনুই ফুলে উটচে,বেলায় কান সুড়সুড় কচ্চে কিন্তু পকেটে কানখুসকি নাই,ইনফ্যাক্ট পকেটই নাই।

    তখন কী মনে পড়বে আপনি হেঁটে ২ আসচিলেন না রিসকায় না টেসকীতে?কিভাবে গাড্ডায় পড়লেন ইঃ?
  • kd | 69.93.240.80 | ০৯ জানুয়ারি ২০১৩ ১৬:৪৪557303
  • কুমুদিদি @1:04 - তুমি কি বারিন্দির? জাস্ট ওয়ান্ডারিং।
    (রেফঃ আগের কিছু পোস্ট)
  • de | 190.149.51.67 | ০৯ জানুয়ারি ২০১৩ ১৬:৪৫557304
  • কুমুদির বন্নোনা এতো পারফেক্ট ঃ))))))))
  • কুমু | 132.160.159.184 | ০৯ জানুয়ারি ২০১৩ ১৭:০০557305
  • কেডিদা,বারিন্দির না বোধহয়।পূর্বাশ্রমে ছিলাম দাশগুপ্ত(বিক্রমপুর ব্র্যান্ড),এখন অধিকারী(খাস কলিকাতা)।
  • শিবাংশু | 127.197.244.3 | ০৯ জানুয়ারি ২০১৩ ১৮:২২557306
  • ওহ্হ, সমান বিপজ্জনক...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন