এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লাভ ম্যারেজ -অ্যারেঞ্জড ম্যারেজঃসুবিধা অসুবিধা

    b
    অন্যান্য | ৩০ জুন ২০১২ | ৩৯৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | 132.160.159.184 | ০৯ জানুয়ারি ২০১৩ ১৮:৪১557307
  • কেন?আমি অতি শান্তশিষ্ট,সরলমতি,গোলগাল ,নিষ্পাপ মহিলা।
  • Kaju | 131.242.160.180 | ০৯ জানুয়ারি ২০১৩ ১৯:১৩557308
  • ওরম না।
    'সরো-ও-ল, গো-ও-লগাল'।

    তবে খোলতাই হয়।
  • Tim | 12.133.46.188 | ০৯ জানুয়ারি ২০১৩ ১৯:৫৯557309
  • কিন্তু অজান্তে বিষপানে দোষ নাই এরম কি একটা কথা ছিলোনা? ঐ প্রবাদ অ্যা ম্যাঃ যারা করেছেন তাদেরকে সামান্য সান্ত্বনা দেবে।
  • শ্রাবণী | 69.94.104.22 | ০৯ জানুয়ারি ২০১৩ ২০:২৫557310
  • সব এখানে গুলতাপ্পি দিচ্ছে ইনক্লু কুমুদি। আমিই একমাত্র সত্যি কথা বলে যাব, বিয়ে করেছিলাম বলে এখনো বেঁচেবর্তে আছি, বর আছে বলে এত বিনদাস থাকতে পারি...................চারপাশের ওঠাপড়া, নানা জটিলতা, মন খারাপ করা এতকিছুর মাঝে জীবন এখনো এত দিব্যি লাগে সে শুধু....
  • কৃশানু | 226.113.128.239 | ০৯ জানুয়ারি ২০১৩ ২০:৩৭557312
  • বর কি তবে বোরোলিনের মত? জীবনের ওঠা পড়া যাতে গায় লাগতে দেয়না?
  • Tim | 12.133.46.188 | ০৯ জানুয়ারি ২০১৩ ২০:৪২557313
  • বোরোলিন না, বরলীন
  • pi | 127.194.12.120 | ০৯ জানুয়ারি ২০১৩ ২০:৪৮557314
  • এটাই লিখতে যাচ্ছিলুম ঃ)
  • শ্রাবণী | 69.94.104.22 | ০৯ জানুয়ারি ২০১৩ ২০:৫৮557315
  • বাঃ এটা বেশ ভালো নাম!:)))
  • kd | 69.93.240.80 | ০৯ জানুয়ারি ২০১৩ ২১:৩১557316
  • কিন্তু বর মোটা হ'লে?
  • SS | 141.193.196.214 | ০৯ জানুয়ারি ২০১৩ ২১:৪১557317
  • বোরোপ্লাস বা বরপ্লাস!
  • T | 24.139.128.15 | ০৯ জানুয়ারি ২০১৩ ২১:৪২557318
  • এই টইতে বিয়ের গপ্পো করি ?
    সেই সেবার বড্ড শীত পড়েছিল। ছাদনাতলায় বসে হেব্বি কাঁপছি। পাশে পুরুতমশাই বসে বিড়বিড় কচ্চেন। ঘপাত ঘপাত করে লোকে ফ্ল্যাশ মেরে ছবি তুলছে। সামনে কেমন যজ্ঞ মতো কিছু একটা হচ্ছে। হোমের আগুন। একটু একটু করে ঘষটে ঘষটে সেদিকে এগোচ্ছি। এমন সময় পাশ থেকে কানে এল, অ্যাই, কি হচ্চেটা কি! অগত্যা ঠায় বসে দাঁতকপাটি খেলুম। তারপর কখন বিয়ে হয়ে গেল।
    সব মনে টনে পড়ে না। এমনিতেই স্মৃতি খুব খাজা। মনে আছে লোকে খুব যাহোক কৌতুক করে চোখ মটকাচ্ছিল। গাদা গাদা লোক। সব হামলে পড়ে বর বৌ দেখছে। সারাদিন উপোস টুপোস করে প্রায় ধপাস হওয়ার মতো অবস্থা। ফিসফিসিয়ে স্তেঁহ মিশিয়ে জিজ্ঞেস করলুম, সারাদিন কিছু খেয়েছ?
    ঠ্যাঙ নাচিয়ে কাঁধ ঝাঁকিয়ে একগাল হেসে উত্তর এল, প্রচুউউর। হিঃ হিঃ।
    হতাশ হয়ে এদিক সেদিক জালিম দুনিয়া জরিপ করতেই দেখি, মেজমামা খড়কে কাঠি দিয়ে দাঁত খুঁটছে। আমাকে দেখে চিন্তিত মুখে এগিয়ে এল,
    --খেয়েছিস?
    --নাহ্‌, লাস্ট ব্যাচে বসব।
    --আঃ, লাস্ট ব্যাচে তো বর বৌ বসবে, ততক্ষণ হাঁ করে দাঁড়িয়ে থাকবি নাকি? যা যাঃ, খেয়ে নে।
    এই বলে দিব্যি ছিক করে দাঁতছরকুটে হাসি দিয়ে স্কুটারে চেপে হাওয়া হয়ে গেল।

    সেই থেকে আমি মেজমামাকে দেখলেই রেগে যাই।
  • rivu | 127.194.203.166 | ১০ জানুয়ারি ২০১৩ ০১:১৬557319
  • এখানে এক বিয়ের গল্প করে যাই। বর মশাই আমার খুব প্রিয় বন্ধুবর। বছর দুয়েক আগে, সে তার অনেকদিনের প্রেমিকাকে বিয়ে করে ফেললে। ফেব্রুয়ারী মাসে বিয়ে, তা সে বললে চাড্ডি গাঁজা না খেলে অতক্ষণ বসে থাকা নাকি অসম্ভব। তা তাকে গাঁজা দেওয়া গেল।

    বিয়ে বাড়িতে আমি গেছি আলাদা, বরের গাড়িতে বর আর আমাদের এক কমন বন্ধু। বিয়ে বাড়িতে বরের গাড়ি পৌছেছে, আমিও। বরের শাশুড়িমা, শশুরবাড়ির অন্য অন্য লোকজন বরণডালা নিয়ে প্রস্তুত। ইদিকে, বর আর নামেনা। দরজা খুলে রেখে খালি ফিক ফিক করে হাসছে আর বলছে, আমি তো নামবোনা। যতই বাবা বাছা করা হয়, ততই তাঁর হাসি বাড়তে থাকে। সকলে তো ভ্যাবাচেকা, আর আমরা শুধু বুঝছি কি চিত্তির। তারপর গাড়ির দরজা বন্ধ করে বেশ করে ঝাঁকানো হলো তাকে।

    বিয়ে হলো, তারপরে সেলিব্রেতরী সামূহিক গঞ্জিকাসেবন। তারা এখন সুখেই ঘরকন্না করছে।
  • cb | 99.231.104.81 | ১০ জানুয়ারি ২০১৩ ০১:৪৩557320
  • কি চাপ, এইরকম বরের জন্যই সৌমিত্রর সাথে শর্মিলার বিয়ে হয়ে গেল অপুর সংসারে!!!
  • | 214.130.244.200 | ১০ জানুয়ারি ২০১৩ ০৯:৩৩557321
  • টি আর রিভু। গোলা ঃ)))
  • jhumjhumi | 127.194.230.135 | ১১ জানুয়ারি ২০১৩ ২০:৩৪557323
  • ওহ এই টইটা পড়লে মন খারাপ সেরে যাবে। বরলীন আর বরপ্লাস ফাটাফাটি।
  • shanku | 127.199.27.52 | ১২ জানুয়ারি ২০১৩ ০৯:৩৩557324
  • টি আর ঋভু-র বিয়ের গপ্প অসাধারণ। দু'টো নিটোল ছোটগল্প। ফেসবুকে দিতে চাই (প্রাপ্তিস্বীকার সমেত)। রচয়িতাদের সম্মতি কামনা করি।
  • siki | 132.177.145.59 | ১২ জানুয়ারি ২০১৩ ০৯:৪১557325
  • সতীশজির তা হলে কোন্নামটা সাব্যস্ত হল? লীন না প্লাস?
  • kumu | 132.160.159.184 | ১২ জানুয়ারি ২০১৩ ১৩:১৩557326
  • ত্তবে?কবে থেকে আমি বলে আসচি সতীশের মত ছেলে কোটিতে হয় না,হয়ই না।
    বোরোলীনের থিওরি সাপোর্ট কত্তে পাল্লাম না,আমার ধারণা জীবনের সব ওঠাপড়ার ধকল বৌদের ঘাড়ে চাপিয়ে দেবার জন্যেই বরেরা জন্মেচেন।
  • kiki | 69.93.246.139 | ১২ জানুয়ারি ২০১৩ ১৭:৪১557327
  • মামু বালার মত সিস্টেম চালু কল্লে আজ কুমুর বক্তব্যে অন্ততঃ লাখ খানেক লাইক দিয়ে যেতুম। কুমু, চলো আমরা দিকে দিকে এ নিয়ে বিপ্লব শুরু করি।:P
  • শ্রাবণী | 69.94.107.224 | ১২ জানুয়ারি ২০১৩ ১৮:২১557328
  • সিকি, দুটোর কোনোটাই না, তাহলে আমাকেও একটা কিছু হতে হয় তো!:))
  • kumu | 132.160.159.184 | ১২ জানুয়ারি ২০১৩ ১৯:১১557329
  • fair and dependable,fair and lovely
  • jhumjhumi | 127.194.239.13 | ১৩ জানুয়ারি ২০১৩ ১৬:০০557330
  • আমার একখান বে'র কথা জানা আছে, যেখানে পাত্র-পাত্রী জানে তাদের বে'টা অ্যারেন্জড , কিন্তু লোক্জন জানে লভ ।
  • শঙ্কু | 127.199.20.178 | ১৩ জানুয়ারি ২০১৩ ১৭:৪৫557331
  • হয়ে যাক...
  • শঙ্কু | 127.199.20.178 | ১৩ জানুয়ারি ২০১৩ ১৭:৪৬557332
  • বে'র গপ্প শুনতে বেশ লাগে...
  • মৌ | 24.96.53.195 | ১৫ জানুয়ারি ২০১৩ ১৮:০৫557334
  • এক বে’র গল্প বলি। ঠিক বে না, বে’র আগের থিয়েটার।

    পাত্র-পাত্রী ছোটবেলার বন্ধু, পাড়ার। প্রায়ে ১৬/১৭ বছরের প্রেম। পুরো পাড়া জানে, সবার পরিবার জানে, এর ওর বাড়ি যাতায়াত, সব কিছুই সুখের। প্রেমিক প্রেমিকা সুলভ ঝগড়া ঝাটি, কখনো একটু বড়সড়, কখনো একটু হালকা পুলকা। তবে ছোটবেলার বন্ধু, প্রেম কম ঝগড়া বেশী। বেশ সুখে দুঃখে দিন চলছিলো। বয়স বাড়ল। প্রেমিক প্রেমিকা প্রায়ে সমান বয়সী। পাত্রীর বাবার চিন্তা বাড়ল, পাত্রকে বলল বে করো বে করো। পাত্র বলল আগে কেরিয়ার করি কেরিয়ার করি। পাত্র চাকরী পেয়ে ভিন রাজ্যে গেলো। ফোনো ফুনি চলতে লাগলো, ঝগড়া ঝাটিও চলতে লাগলো। ওদিকে পাত্রীর বয়স বাড়ছে, পাত্র বেপরোয়া, সে নিজের বাড়ির লোকদের কথাও শোনে না। পাত্রীর বাবা বলেচলেছে বে করো বে করো, পাত্র বলছে, দেখছি, পরের বছর, একটু দেরি করে। তার পর একদিন কোথা থেকে কি হল, পাত্র পাত্রীর বাবাকে সটাং জানিয়ে দিল ‘আপনার মেয়ের জন্য ভালো পাত্র খুঁজে নিন, আমি বিয়ে করতে পারবো না’। ব্যাস...।

    পাত্রীর বাবা সম্বন্ধ দেখা শুরু করলো। ভালো পাত্র পেলো। সব ঠিক। বে’র দিন খন, হল বুক সব হয় গেছে। ভিন রাজ্যে থাকা প্রথম পাত্রর কাছে খবর গেলো। সে সব জেনে পুরো চুপ, নিজের মতন কাজ করে যাচ্ছে। হঠাৎ বিয়ের একমাস আগে হাউ মাউ খাউ করে কান্না কাটি। শরীর খারাপ, ১০৪ জ্বর। চাকরী ছাড়িয়ে জোর করে তাকে কলকাতায়ে নিয়ে আসা হল, কি জানি কি করে বসে। ওদিকে পাত্রের বনের শিরে সংক্রান্তি। কি করবে, কিছুই বুঝছে না। পাত্রীকে ছোটবেলা থেকে চিনলেও সে দাদার হয়ে পাত্রীর সাথে কথা বোলতে পারছে না। সে ভালমতো জানে তার গুণধর দাদাটি পাত্রী এমনকি পত্রীর বাবা মাকে কি ভাবে অপমান করেছে। ওদিকে পাত্রের বোন রাতে ঘুমাতে পারেনা, না দিনে শান্তিতে খেতে পারে। মাঝরাতে তার দাদা তাকে ডেকে নিয়ে গিয়ে ভেউ ভেউ করে কান্না কাটি করে, হাজার ভুল ভাল কথা বলে। বনের অবস্থা খারাপ, মেট্রো স্টেসান হোক কিংবা রেল স্টেসান সব বাড়ির কাছাকাছি। পাত্র যে ভাবে মদ গিলছে আর ভাট বকছে তাতে তাকে বিশ্বাস করা কঠিন।

    ওদিকে পাত্রীর বাড়িতে মহাভারত চলছে। পাত্রের (প্রথম) বন্ধুরা পাত্রীর বাড়ি গিয়ে বার বার বোঝানর চেস্টা করছে, কিন্তু কিছুই ফল বেরোচ্ছে না। পাত্রীর বাবা বলছে পাত্রের (প্রথম) সম্বন্ধে পুলিশে কমপ্লেন করবে, পাত্রীর মা ভীষ্মপিতামার মতন শপথ নিয়েছে ঐ পাত্রের (প্রথম) সাথে কিছুতেই মেয়ের বিয়ে দেবেনা। পাত্রীর অবস্থাও খারাপ। কি করবে কিছুই বুঝে পাচ্ছে না। বাংলা সিরিয়েল প্রিয় পাত্রীর মা তাকে জানিয়ে দিয়েছেন সে যদি ঐ পাত্রকে বিয়ে করে তালে তার মা সুইসাইড করবে। আরেক জন পাত্র, দ্বিতীয় যার সাথে বিয়ে ঠিক হয়ছে তার অবস্থা অথৈবচ। সে কোন দোষ না করেও প্রথম পাত্রের বন্ধুদের কাছে থ্রেট পাচ্ছে। আবার বিয়ে ভাঙ্গতেও পারছে না। লোকজন আত্মীয় স্বজন সবাই জানে, মান সম্মানের ব্যাপার।
    এ ভাবে দড়ি টানা টানি চলছে। তিন বাড়ির অবস্থা উত্তপ্ত। অবশেষে রেজিস্ট্রি হবার দিন সকাল বেলা পাত্রী ফোন করে দ্বিতীয় পাত্রকে জানিয়ে দিল সে বিয়ে করতে পারবে না। চুপি চুপি বাড়ি থেকে বেড়িয়ে পড়ে চলে আসলো প্রথম পাত্রের বাড়ি। সেখান থেকে সোজা কালি ঘাট। হপ্তা খানিক পর রেজিস্ট্রি, মাস দুই পর জমিয়ে একটা রিসেপশান। পাত্রীর মা প্রথম কয়েক সপ্তাহ হাউ মাউ করলেও এখন শান্ত। সাত আট মাস হল বে হয়ছে, স্বামী স্ত্রী রোজ ঝগড়া করে মরছে, বোন গিয়ে মধ্যস্থতা করছে।

    বেপরোয়া ফাজিল পাত্র পাত্রি’টি আমার দাদা আর পাড়াতোত দিদি কাম বউদি...।
  • ladnohc | 37.62.191.23 | ১৫ জানুয়ারি ২০১৩ ২১:০০557335
  • তাহারা কি গুরুতে আসিয়াও ঝগ​ড়া করেন? ঃপি
  • শঙ্কু | 127.207.227.6 | ১৫ জানুয়ারি ২০১৩ ২৩:৩৯557336
  • বাঃ, আরও হোক...
  • মৌ | 24.99.147.183 | ১৬ জানুয়ারি ২০১৩ ০৯:৪৯557337
  • গুরুর সন্ধান তাদের দি নাই। বিচ্ছেদ হবার প্রবল সম্ভবনা দ্যাখ্যা দিবে...। :(
  • siki | 132.177.186.155 | ১৬ জানুয়ারি ২০১৩ ১০:০৩557338
  • প্রথম পাত্রটি অতি বদ। না বলে থাকতে পারলাম না। :(
  • এবং | 79.211.12.240 | ১৬ জানুয়ারি ২০১৩ ১০:০৮557339
  • সত্যিই এই বিয়েটির "সেশ" পর্যন্ত পরিনতি কি হয়, সেটি জানার কৌতুহলটিও না জানিয়ে পারলাম না। মৌ, সময় পেলে বছর দু-এক পর, এট্টু আপডেট, পিলিজঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন