এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পায়ের তলায় সর্ষেঃ জুলে, লাদাখ!

    সিকি
    অন্যান্য | ২৩ জুন ২০১২ | ১১৫৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ডিডি | 132.167.47.122 | ১৪ জুলাই ২০১২ ০১:১২558575
  • আমার টয়লেট পেপারের ব্র্যান্ড নেম আর চেকই করলাম না। যদ্দুর মনে হচ্ছে কানি ই তো।

    বেশী পয়সা থাকার এই ই এক ঝামেলা।
  • Nina | 22.149.39.84 | ১৪ জুলাই ২০১২ ০১:১৫558576
  • বেশি গোলমরিচ খেলে এই হয় ;-)
  • ডিডি | 132.167.47.122 | ১৪ জুলাই ২০১২ ০১:২০558577
  • য্যানো, য্যানো, ইডলিতে গোলমরিচ থাকে। য্যানো কার্ড রাইসে গোলমরিচ থাকে।

    হা।
  • Nina | 22.149.39.84 | ১৪ জুলাই ২০১২ ০১:৩০558578
  • অ ! তাই বলেন---গোলমরিচ বিরহে --এই হয় !!
  • Tk | 118.92.23.177 | ১৪ জুলাই ২০১২ ০৩:৩৫558579
  • শুনেছি বিড়লা নন্দন তস্য পিতার হাতে সর্বসমক্ষে একচড় খেয়েছিল, বিনা কারণে দেশলাই কাঠি জ্বালাবার জন্য। (সত্যমিথ্যা জানিনা)। হেন্‌স প্রুভ্ড, ডিডি মোটেও বড়লোক নন, হলে এমন শাতুষের রুমাল দিয়ে হাত মুছে ফেলে দিতে পারতেন নাঃ)

    লাদাখ কাহিনী অসাধারণ লাগল। খুব ইচ্ছে করছে যেতে। লাদাখ যাওয়ার আগে কি কি করণীয়, কিছু আইডিয়া পেলে ভাল হয়। কি কি নেওয়া উচিত, কি কি করা উচিত নয়, এই রকম আরকি। কিছু ধারণা তো হয়েইছে পড়তে পড়তে। কোন চেকলিস্ট থাকলে, তা শেয়ার করতে পারেন কেউ।
  • bb | 127.195.172.136 | ১৪ জুলাই ২০১২ ১৪:১৮558580
  • যারা না জেনে তক্ক করে তাদের জন্য-

    pass out
    verb
    Definition of PASS OUT
    intransitive verb
    1
    : die 1
    2
    : to lose consciousness
    transitive verb
    : to reject (a deal in bridge) as unplayable because everyone has passed on the first round of bidding
    See pass out defined for kids »
    Examples of PASS OUT

    I passed out from the flu.

    First Known Use of PASS OUT
    1899
    Related to PASS OUT
    Synonyms: black out, conk (out), keel (over), faint, swoon
    Antonyms: come around, come round, come to, revive
    [+]more
    source : merriam webster online dictionary
    আমি জানতে চেয়েচিলাম অন্য মানেটি সঠিক কিনা।
  • প্পন | 122.133.206.25 | ১৪ জুলাই ২০১২ ১৮:৩৮558581
  • কিন্তু আমি এখনো লাদাখের গান শুনে উঠতে পারলাম না। অফিসের মেশিনে mp3 ডাউনলোড করার উপায় নেই।

    কোন সহৃদয়/সহৃদয়া কি গান দুটি ইউটিউব/ইস্নিপ্স-এ আপলোড করে দেব? যেখান থেকে অনলাইনে শোনা যায়?

    আগাম থ্যাংকু।
  • সিকি | 132.177.2.130 | ১৫ জুলাই ২০১২ ২৩:২৫558582
  • অপ্পন মেল দ্যাখো।
  • Arin | 212.36.179.68 | ১৬ জুলাই ২০১২ ০৩:৪১558583
  • প্পন, যে দুটো গান সিকি শুনেছে/শোনাচ্ছে/শোনাবে, তার মধ্যে একটা প্রজ্ঞাপারমিতা হৃদয় সূত্র, অসাধারণ শুনতে লাগে ।

    youtube যদি সার্চ করো, ime ooi নামে এক মালয়েশিয়ান গায়িকা আছেন, তাঁর প্রচুর সুত্রের এলবাম আছে শুনতে পারো, এনার গাওয়া প্রজ্ঞাপারমিতা সুত্র আমি প্রায়ই শুনি, এইখানে ডাউনলোড করতে পারবে/শুনতেও পারো,



    গানটা কিন্তু সংস্কৃতে গাওয়া ( ;-), মালয়েশিয়ান চাইনিজ পপ গায়িকা সংস্কৃতে বৌদ্ধ সুত্র গাইছেন, বুঝে শুনে ... )
  • kd | 69.93.221.131 | ০১ সেপ্টেম্বর ২০১২ ২০:৩৭558587
  • পিপির বর্ণনা রাইট। বেশ কয়েক বছর আগে চাঙ্গি এয়ারপোর্টে একটা ফুলসাইজ পশমিনা শাল দেখেছিলুম আম্রিকান ১৫০০ মতো। এমনি পশমিনা বলতে বাজারে যা চলে সেগুলো মনে হয় একটু ভালো কোয়ালিটির কাশ্মির (এগুলোই কি শাহমিনা? আমি এই নামটা আগে শুনলেও চোখে দেখিনি)।

    আর শাহতুশ বোধহয় এখন ভারতে ব্যান্‌ড আইটেম (হাতির দাঁতের মতো)। আগে থেকেই যদি থাকে, তাহলে শুনেছি সরকারের কোন এক ডিপার্টমেন্ট থেকে সার্টিফিটি নিতে হয়। আমার এক শালী বলেছে, সত্যি কিনা জানি না (আদার ব্যাপারি ইঃ)।

    সেই শালীর একটা আড়াই ফুট বাই চার ফুট শাহ্তুশ আছে। আমাদের বাড়িতে জড়িয়ে এসেছিলো বোনকে দেখাবে বলে। ফেরার সময় গাড়িতে ওঠার সময় গা থেকে রাস্তায় পড়ে যায়। ফোনে প্রচন্ড কান্নার আর "বর মেরে ফেলবে"র মধ্যে আমরা ঘটনাটি বুঝে একদল সারা বাড়ি আর একদল রাস্তায় খুঁজতে বেরুই। দেখি মালটা একটা নর্দমায় (শুকনো, শীতকাল তো) পড়ে আছে। জিনিসটা এতই আনইম্প্রেসিভ যে একঘন্টার ওপর ওপনলি পড়ে থাকলেও কেউ নেয়নি। ঃ)
  • নেতাই | 131.241.98.225 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৪:০৭558589
  • এইখানে ফটো দেখতে আরো বেশী ভালো লাগছে।
  • ডিডি | 120.234.159.216 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৪:৩৬558590
  • সিকি ? ইংরাজী ভার্শানেও সেই চৌহান পরিবারের কহানী পুরোটা লিখেছো না কি? ক্ষেলেংকারী।
  • siki | 96.98.40.158 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৪:৫৭558591
  • নাম পাল্টে শাক্যসেনা করে দিইচি। :)
  • . | 152.176.84.188 | ০৪ জুন ২০১৩ ১৯:৪১558592
  • .
  • Reshmi | 129.226.173.2 | ২৫ অক্টোবর ২০১৩ ১৪:০৭558593
  • এতদিনে এই লেখাটা পুরোটা পড়লাম। আগের বার প্রথম কয়েকটা পোস্ট পড়ার পর আর পড়া হয়নি।
    সিকি, সিকিনী কে বলে দিও টেন্টের ভেতর অত সাংঘাতিক ঠান্ডা লাগে না, আমরা ঠিক আট দিন আগেই প্যাংগং এর ধারে টেন্ট এ থেকে এলাম বাচ্চাকাচ্চা সমেত, অফ সিজন অলরেডি শুরু হয়ে গেছিল, রাতে সাব জিরো টেম্পারেচার ছিল। কিন্তু টেন্ট এর ভেতর জমে যাবার অবস্থা অন্ততঃ হয়নি, যদিও জীবনে প্রথমবারের জন্য সমস্ত গরম পোশাক চাপিয়েই শুতে হয়েছিল। তবে সূর্যাস্তের পরে টেন্ট এর বাইরে কি অবস্থা ছিল, সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না ঃ)
  • Blank | 180.153.65.102 | ২৫ অক্টোবর ২০১৩ ১৪:২৪558594
  • টেন্টের ভেতরে বৃষ্টির মতন জল জমেনি?
  • Reshmi | 129.226.173.2 | ২৫ অক্টোবর ২০১৩ ১৪:৩৩558595
  • কই, না তো।
  • Blank | 180.153.65.102 | ২৫ অক্টোবর ২০১৩ ১৪:৩৮558597
  • একি কেমন টেন্ট? আমাদের সব টেন্টের দেওয়াল জুড়ে তো বৃষ্টির মতন জল জমে যায় ভেতরে।
  • Reshmi | 129.226.173.2 | ২৫ অক্টোবর ২০১৩ ১৪:৪৫558598
  • যেখানে ছিলাম তাদের ওয়েবসাইটঃ
    http://www.martsemik.com/
    এখানে টেন্টের ছবি আছে, আমাদের তোলা ছবি তো বাড়ির পিসি তে।
  • Blank | 180.153.65.102 | ২৫ অক্টোবর ২০১৩ ১৪:৪৮558599
  • বুইলুম। এতো বড় রাজা গজা টেন্ট। আমি ছোট ডোম টেন্ট ভাবছিলুম - যেগুলো ক্যাম্পিং এ নিয়ে যায়। ঐ আকাদার কাছেও আছে একটা।
  • Reshmi | 129.226.173.2 | ২৫ অক্টোবর ২০১৩ ১৪:৫৯558600
  • না না আমাদের নিজেদের টেন্ট ফেন্ট কিছু নেই, আর থাকলেও এই সময়ে প্যাংগং এর ধারে বাচ্চাকাচ্চা নিয়ে নিজেদের টেন্ট এ থাকার মত অতোটা সাহসও মনে হয় দেখিয়ে উঠতে পারতাম না।
  • Tathagato Rai Dastidar | ১১ এপ্রিল ২০১৪ ১১:১৭558601
  • সিকি,

    আমার ব্লগে এই লিঙ্কটা পোস্ট করার জন্য অনেক ধন্যবাদ। কাল প্রায় রাত একটা অবধি জেগে শেষ করলাম গল্পটা। অসাধারণ লেখা। জমজমাট সিনেমা তৈরি করার সব রকম উপাদান উপস্থিত। হিরো, ভিলেন, বিশ্বাসঘাতকতা, অযাচিত বন্ধুপ্রাপ্তি — সব! আর আপনার কৌতুকবোধ অনবদ্য। আপনার বন্ধুবৃত্তেরও প্রশংসা করতে হয়। বন্ধুদের কাছে এরকম উৎসাহ পেলে খোঁড়াও লাফ দিয়ে পাহাড় ডিঙোয়, গল্প লেখা তো কোন ছার। ছবিগুলোও খুব সুন্দর।

    সিকিনী আর সাঁঝের কথা শুনে আমার শ্রীমতী ভেতোবাঙালি আর ছানার সঙ্গে দ্বিতীয় বার লাদাখ ভ্রমণের গল্প মনে পড়ে গেল। এটা ২০১১ সাল, ছানার বয়স তখন দেড় বছর। শ্রীমতী এই গপ্পটি ইংরিজিতে লিখেছেন এইখানেঃ http://www.bcmtouring.com/forum/travelogues-north-india-f61/ladakhi-route-two-adults-tinytot-t37324/
    কিছু আরো ছবি পাবেন এখানেঃ https://www.flickr.com/photos/trdastidar/sets/72157627216585904/

    বাংলায় লেখা আরেকটি খুব সুন্দর বাইকে লাদাখ ভ্রমণের কাহিনি আছেঃ http://bangladakh.blogspot.in/
  • সিকি | ১১ এপ্রিল ২০১৪ ১৬:০৪558602
  • তথাগত,

    অনেক অনেক ধন্যবাদ পুরো লেখাটা রাত জেগে পড়ার জন্য।

    বাকি লেখাগুলোও পড়ছি একে একে। :)
  • সায়ন | 59.200.242.166 | ১৫ জুলাই ২০১৪ ২৩:২৩558603
  • সিকি তোর থ্রেডে কিছু মালপত্র তুলে রাখছি ফর রেকর্ডস অ্যান্ড ফিউচর ইউসেজ পারপাস।

    মে ২০১৪ থেকে ভারতীয় পর্যটকদের আর লাদাখের জন্য আর ইনার লাইন পারমিট করাতে হবে না-


    লাদাখ-চুংথাং-নুব্রা ভ্যালি গাইড ম্যাপ-
  • সায়ন | 59.200.242.166 | ১৫ জুলাই ২০১৪ ২৩:২৮558604
  • সিকি | 135.19.34.86 | ১৬ জুলাই ২০১৪ ০৯:৪৫558605
  • হ্যাঁ, এটা বোধ হয় অন্য থ্রেডে বলেছিলাম।

    এই বছর থেকে ইন্ডিয়ানদের জন্য আর ইনার লাইন পারমিট লাগছে না। সরকারি কোনও পরিচয়পত্র সঙ্গে ক্যারি করলেই হবে। উইথ ফোটোকপি। প্রতিটা চেকপোস্টে একটা করে ফোটোকপি ছেড়ে আসতে হচ্ছে। দ্যাটস অল।

    টুকটাক কেনাকাটা শুরু করছি। হেলমেট দিয়ে স্টার্ট করলাম। এর পর এক দু মাসে এক একটা আইটেম কিনে রাখব।
  • সিকি | ১৬ জুলাই ২০১৪ ২২:১৩558606
  • আরতি আর হর্ষের বানানো এই ম্যাপটা হেব্বি পপুলার। এই টইতেই ৬ পাতায় ছবিটা দেওয়া আছে। :-)
  • সায়ন | 59.200.242.8 | ১৬ জুলাই ২০১৪ ২২:১৭558608
  • খেয়াল করি নি রে। তুই যোগাড়যন্ত্র কর। আমি কোথায় থাকবো জানি না। উইশ ফুলফিল্‌ড হলে ফোন করবো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন