এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পায়ের তলায় সর্ষেঃ জুলে, লাদাখ!

    সিকি
    অন্যান্য | ২৩ জুন ২০১২ | ১১৪৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Nina | 78.34.167.250 | ২৯ জুন ২০১২ ০৫:৫৮558677
  • বাবাকে আমি রাগীবাবু বলতাম---দেদার বেড়াতাম আর সব্বার ওপর দেদার রাগ করত বাবা---কখনও কখনও খুব বিপদেও পড়েছি এই রাগের জন্য--তবু বেড়ানো কি রাগ কোনোটাই কমেনি-----

    সিকি তোর লেখা পড়ে এত ভাল লাগছে ---শুধু জায়গাগুলো ই নয় তার সঙ্গে তোর এই রাগ রাগ কথাগুলো---উফ! গোলা লিখছিস--আমার কিম্বা মার শরীর একটু ব্যাগড়বাঁই কল্লেই বাবা দাঁতে দাঁত পিষত আর বলত--এই গুড়ের কলসী নিয়ে যাত্রা করলে এই হয়! ঃ-)
    কিন্তু গুড়ের কলসী নিয়ে কোথায় না গেছে মানুষটা----তোকে একটা hug দিলাম---এমন ঘোরাপাগলাদের জন্যেই এই সুন্দর দুনিয়াটা তৈরী!!

    চৌহান কা ফটোক কিধার? আর ওর ঐ নেকুপুষু মেয়ের ঃ-)??
  • siki | 151.0.10.154 | ২৯ জুন ২০১২ ০৬:০৫558678
  • ninadi, 12 june er chhobir shurute dakho, col. Randhawa-r sathe amra ar chauhan family ... eksathe chhobi achhe.
  • Nina | 78.34.167.250 | ২৯ জুন ২০১২ ০৬:২৫558679
  • ছবিগুলো ফাটাফাটি আর চৌহানদের দেখে একটু হি হি করে এসেছি-----
  • Arin | 212.36.179.68 | ২৯ জুন ২০১২ ০৯:০২558680
  • আমার পিকাসার অ্যালবামের কোটা ভর্তি হয়ে গেছে। কাল থেকে ছবি আপলোডাবো কেং কয়ে?

    সিকি, এবারে ছবিগুলো google+ এ আপলোডাও বরং, আরো অনেকটা স্পেস পাবে।
  • rc | 131.241.218.132 | ২৯ জুন ২০১২ ১০:৩৩558681
  • আলচি গুম্ফা টাও দেখার মাতা। কাঠের কারুকাজ , বুদ্ধ মূর্তি,অবালোকাহিত্স্বের এর পাশে শিব ঠাকুর স্টাইলের মূর্তি আছে,আর কোনো গুম্ফায় দেখিনি। লামায়েরু গুম্ফার ওপর থেকে চারপাশের সোনালী পাহাড় এর সুন্দর ভিউ পাওয়া যায় । মিস করলে। লিকির টা অবশ্য এমন কিছু নয়।
    আরেকটা কথা। লে তে সবাই বৌদ্ধ নয় , প্রচুর শিয়া মুসলিম আছে
  • kumu | 132.160.159.184 | ২৯ জুন ২০১২ ১১:২৩558682
  • কী অসম্ভব সুন্দর পথের ছবি,সিকি ঠিক বলেছে,এই পথই আসল,কোথাও পৌঁছনোটা নয়।
    এতদিন দিল্লী রয়েছি,লে লাদাখ যাওয়া হয় নি,আর হয়তো হবেও না!!
  • | 24.99.223.134 | ২৯ জুন ২০১২ ১২:০২558683
  • আমি গেছোদাদার সাথেই যাব। ছোকরার ট্র্যানসফার হয়ে চতকে গেল, নাহলীই বছরই যেতাম আমরা।

    কিন্তু এহেহে সিকিনি তো বেজায় বোর দেখছি। এদিক থেকে সুমনা বা চৈতালী একদম ফিট।

    তোমরা স্নিকার্স, কিটক্যাট এইসব সঙ্গে নাও নি? ওগুলো রাস্তায় একটু একটু করে চুষতে হয় তো। আর ঐ চৌহানন্দিনীকে মাঝে মাঝে নামিয়ে মাথায় উখে জল দিয়ে অল্প হাঁটাহাঁটি করি সইয়ে সইয়ে উঠলেই অত বেশী কষ্ট হত না।
  • | 24.99.223.134 | ২৯ জুন ২০১২ ১২:০৩558684
  • ওরে বাবা কত টাইপো। ঃ-(
  • lcm | 79.236.170.152 | ২৯ জুন ২০১২ ১২:১৪558685
  • চৌহান সাহেব লা জবাব। বেড়ানো হবে রিল্যাক্সিং, আনন্দ। ভালো মন্দ খাও, আরাম করো, বিশ্রাম নাও, প্রচুর সময় নিয়ে ধীরে সুস্স্থে এদিক ওদিক একটু ঘোরো। নো তাড়াহুড়ো। আরামসে। সাত দিনে সত্তরটা জিনিস দেখার আইডিয়া মাথা থেকে সরিয়ে রাখো। পারলে আবার এসো। নইলে না এসো। কোনো জায়গা ভালো লাগলে সেখানে দুদিন বেশী থেকে যাও। বাকি জায়গা না হল তো না হল। কিন্তু বেড়ানোর কটা দিন যেন মন হালকা ফুরফুরে থাকে, নো টেনশন, নো অ্যাটেনশন। ফিরে এসে লোকজনকে নো মেনশন। অদ্দুর গেলে আর ওটা দেখলে না - এসব শোনার থেকে রেহাই পাবার উপায় হল কাউকে কিছু বলারই দরকার নেই। নিজের মনে নিজে স্মৃতির জাবর কাটো। ছবি দেখো।
  • kumu | 132.160.159.184 | ২৯ জুন ২০১২ ১২:৪৮558253
  • বেড়ানো হবে এমন যাতে কিছু সারাজীবন মনে রাখার মত অভিজ্ঞতা হয়। তাতেই তো আনন্দ।
  • lcm | 79.236.170.152 | ২৯ জুন ২০১২ ১৩:৪৮558254
  • না আসলে.... ছোট্ট মেয়েটির বমি পাচ্ছে/হচ্ছে, অসুস্থ বোধ করছে, ভয়ে গুটিয়ে আছে - কোনো মায়ের পক্ষে এই ভয়াবহ অভিজ্ঞতা ভুলে যাওয়া কঠিন। চৌহানের বড় মেয়েটিরও নিশ্চয়ই অস্বস্তি হচ্ছিল। শারীরিক অস্বস্তি ভুলে গিয়ে বেড়ানোর আনন্দ উপভোগ করা কঠিন কাজ।
    ইউ হ্যাভ টু পুট ইয়োরসেল্ফ ইন দেয়ার শু।
  • শ্রাবণী | 134.124.86.86 | ২৯ জুন ২০১২ ১৫:১৪558255
  • এটা ঠিকই, বাচ্চার শরীর খারাপ লাগছে, কষ্ট পাচ্ছে সেখানে মায়ের (তা সে যতই জানুক মোশন সিকনেস, হাই অলটিটিউড প্রবলেম তবুও) পক্ষে বেড়ানো এনজয় করা একটু মুশকিল আছে!
    স্বর্নালীর রিয়্যাকশন স্বাভাবিক, সবাই তো আর সিকির মত বীর নয়!:)
  • প্পন | 214.138.240.254 | ২৯ জুন ২০১২ ১৭:২১558256
  • (সিকির হয়ে ব্যাট করি একটু, আর কারো পার্সোনাল জীবনে নাক গলিয়ে ফেললে আগাম ক্ষমা চেয়ে রাখছি)

    কিন্তু সিকি তো এসব বলেইছিল বলে দাবি করেছে। লে, লাদাখ এসব জায়গায় ছোট্ট বাচ্চা নিয়ে যাওয়া ঠিক নয়। গেলেও আকাশপথে যাওয়া উচিত। এইসব বলে তো সে নিরস্ত করতেই চেয়েছে সবাইকে।

    এরপরে সিকি যদি শুনে থাকে তার সেন্দ অব রেসপন্সিবিলিটি নেই (মানে সিকি যেমন লিখেছে) তো সিকির রাগ হওয়াটাও তো স্বাভাবিক।
  • | 24.96.28.70 | ২৯ জুন ২০১২ ১৭:২২558258
  • ঐশিক | 213.200.33.67 | ২৯ জুন ২০১২ ১৭:২২558257
  • কিন্তু লে তে যেতে গেলে এটা তো খুব কমন ব্যাপার।
  • rc | 131.241.218.132 | ২৯ জুন ২০১২ ১৭:২৬558259
  • manalir dik theke leh gele dekhben oi snickers chushhleo 14 haajaar and above feeter opor kono labh nei.sarchu lachungla paang tanglalangla eisab jaygay pratham bar ese high altitude sickness habei se jata fit hok na kena. লাদাখের হোটেল মালিক driver রাও বলে টুরিস্ট দের রেস্ট নিতে একদিন .
  • কুমু | 132.160.159.184 | ২৯ জুন ২০১২ ১৭:৪৬558260
  • সিকির ঠিকঠাক বা তারো বেশী মানসিক প্রস্তুতি ছিল।ঐপথে যেতে হলে যেটা মাষ্ট।
    আর সিকির প্রশ্ন আমারো-চৌহানফেমিলি গেছিল কেন?নামমাত্র/বিনা পয়সায় ঘোরার সুযোগ নিতে?
    আর একটা কথা-সিকি তো এবার মহাবীরচক্র পাচ্ছেই(এচ্চেয়ে বেশী সাহসী হওয়া অসম্ভব),তা আমরা দেখতে যাব তো?
  • aka | 178.26.215.13 | ২৯ জুন ২০১২ ১৭:৫০558261
  • কালই একটা আর্টিকল পড়লাম, টেনশন থাকলে এক্কেবারে বেড়াতে যাবেন না, তাহলে টেনশন আদৌ কমে না। বরং টেনশন বেশি থাকলে বাড়িতে থাকুন। যাইহোক সিকির লেখাটা দারুণ উপভোগ্য।
  • সিকি | 132.177.187.171 | ২৯ জুন ২০১২ ২০:৫২558262
  • যাই হোক, বলেইছিলাম লেখা পড়লে আমায় খুব খারাপ পোকিতির লোক বলে ভেবে নিতে পারেন আপনারা, তা দেখলাম বক্তব্যটা মাঠে মারা যায় নি। ঃ)

    সবার সব প্রশ্নের নিরসন করব, কমেন্ট পড়ে দেখলাম অনেকেরই অনেক টুকটাক ভুল ধারণা আছে, সব মেটাব আজ বসে বসে।

    আজ আর কিছু গল্প লিখব না, পিকাসার অ্যালবাম খালি করতে হবে। তাতে আজ সারা সন্ধ্যে বেরিয়ে যাবে। সেটা সেরে নিয়ে সব বক্তব্য খোলসা করে লিখব। রাতের দিকে।
  • lcm | 151.0.9.190 | ২৯ জুন ২০১২ ২১:১৪558264
  • No. I did not find anything wrong in Siki's reactions. At the same time, I did not find anything wrong in the actions of the driver, siki's wife and travel companions. I mean so far from the descriptions...
  • সিকি | 132.177.187.171 | ২৯ জুন ২০১২ ২১:৪৮558265
  • ল্যদোশদা ঠিক। প্রত্যেকেই নিজের নিজের জায়গায় ঠিক। আসলে ট্যুরটা একটু ম্যাসকুলিন ট্যুর। সুখী-সুখী শরীর নিয়ে এই ট্রিপে বেরনো উচিত নয়। তাতেই ছন্দপতন ঘটে যায়। যাক, কাল থেকে আবার যখন লিখব তখন ধীরে ধীরে মানবচরিত্র খোলসা হবে। তবে আজ রাতে অন্য কিছু লিখবঃ)
  • de | 130.62.170.30 | ২৯ জুন ২০১২ ২২:৫৭558266
  • আর কিছু নয় সিকি -- শুধু এই ম্যাসকুলিন টাইপের নৈকষ্য কুলীন টার্মটা পচুন্দো হচ্চে না ঃ((
  • hu | 22.34.246.72 | ২৯ জুন ২০১২ ২৩:৩৭558267
  • হুঁ আমারো ঃ(
  • একক | 24.99.96.114 | ২৯ জুন ২০১২ ২৩:৪৩558268
  • ম্যাসকুলিন টার্ম টা শুনতে বা বলতে আমারও ভাল্লাগেনা কিন্তু ট্রেকিং এর অভিজ্ঞতা থেকে দেখেছি অন্ততঃ ভারতীয় মেয়েরা পাহাড়-জঙ্গলে চড়ে বেড়ানোর উপযুক্ত নয় . এখন এর কারন কী , ছোটবেলা থেকে কিভাবে বড় করা হয় এসব অনেক কথা আসতেই পারে , বাট আউটপুট ইস আউটপুট . এই একটা ক্ষেত্রে হার্শলি "না" বলা ছাড়া উপায় থাকে না.
  • de | 130.62.170.30 | ২৯ জুন ২০১২ ২৩:৫০558269
  • এটা একটু জেনারালাইজ করে ফেল্লেন বোধহয় -- ভারতীয় র‌্যাদার বাঙালী ক'জন ছেলেই বা এগুলো পারে?

    আমি বহু মহিলা ট্রেকার্স দেখেছি - ইন ফ্যাক্ট মুম্বইতে আমাদের অপিসের ট্রেকিং ক্লাবের বোধহয় ৭০% মহিলাই। বহু জায়গায় এরা ঘুরে বেড়ান! আসলে আমাদের দেশের ছেলেদেরই মেয়েদেরকে একটু নাক উঁচু ভাব নিয়ে দেখতে শেখানো হয় -- ছোটবেলা থেকে, পরিবার থেকে এইসব শিক্ষাই তারা পেয়ে থাকে -- ঃ))
  • aka | 178.26.215.13 | ২৯ জুন ২০১২ ২৩:৫১558270
  • উফ্ফ নারে বাপু এই কষ্ট করে হ্যাঁচোড় প্যাঁচোড় করে ঘোরাঘুরি করতে আমারও আর পোষায় না। অথচ আমার বউ এসব করতে হলে একপায়ে রাজী।

    কারণটা ছেলে বা মেয়ে নয়, ইনসুলিন আর মেটাবলিজম। যাদের মেটাবলিজম ভালো তারা ফিজিকালি একটু বেশি অ্যাকটিভ হয়, যাদের তা নয় তারা অল্পে ক্লান্ত হয়ে যায়। কঠিন রাস্তার কঠিন ধকলে আরও তাড়াতাড়ি হয়। তারপরে যদি কেউ বলে এই হেঁটে ঘুরতে পারে না বোকা, তাহলে কার না মাথা গরম হবে। শুনি? তারপরে তো কথাবার্তা ডাউনওয়ার্ড স্পাইরালে ঘুরবে।
  • pi | 138.231.237.7 | ২৯ জুন ২০১২ ২৩:৫৫558271
  • হ্যাঁ রে একক, মাইন্টেনিয়ারি`ং, ট্রেকিং , এই সব ক্লাবে তো অনেক মেয়ে থাকে !
  • pi | 138.231.237.7 | ২৯ জুন ২০১২ ২৩:৫৭558273
  • এনিওয়ে, এটা না পারলেও সেটা আমার এমন কিছু দোষ মনে করিনা। ছেলে মেয়ে নির্বিশেষে এ বিষয়ে তেমন উৎসাহ না থাকতে পারে। তার উপর স্ট্যামিনা, শারীরিক গঠন ইত্যাদিরও প্রশ্ন আছে।
  • প্পন | 122.133.206.25 | ২৯ জুন ২০১২ ২৩:৫৭558272
  • এইজন্যই বলে আসছি বাইকে যেতে।

    না হলে স্কুটারও চলবো। পেত্যয় না হলে থ্রি ইডিয়টস দেখুন। ;-)
  • hu | 22.34.246.72 | ৩০ জুন ২০১২ ০০:০৬558275
  • এভাবে জেনেরালাইজ করা যায় না। অধিকাংশ ভারতীয় পুরুষও পাহাড়ে-জঙ্গলে ঘুরে বেড়াতে ভালোবাসে না। দেশে মেয়েরা বেড়াতে বেরোলে কয়েকটা অসুবিধের মুখোমুখি হয়েই থাকে। ছোটবেলা থেকে খুব বেশি খেলাধুলো না করার জন্য শারীরিক অক্ষমতা কিছুটা তো আছেই। যে সমস্যা খুব সহজে দূর করা যায় অথচ করা হয় না তার মধ্যে অন্যতম হল বাথরুমের অভাব। সামাজিক কন্ডিশনিংএর জন্য মেয়েরা রাস্তাঘাটে বসে যেতে পারে না খুব সহজে। এবার এই টুকটাক অসুবিধেগুলোর কথা বললেই সাথের পুরুষরা খুব বিরক্ত হন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন