এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পায়ের তলায় সর্ষেঃ জুলে, লাদাখ!

    সিকি
    অন্যান্য | ২৩ জুন ২০১২ | ১১৩৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | 132.160.114.140 | ০৪ জুলাই ২০১২ ১৬:০৬558376
  • অসাধারণ লেখা সিকি বাবুর। এটা বই হয়ে বেড়োনো দরকার। যারা বেড়াতে যান তাদের ২০% যদি ইংরেজী বা বাংলায় এরকম travelogue লিখতেন নিজের ব্লগে - ভ্রমণ জাতীয় পত্রিকাগুলো উঠে যেত এতদিনে
  • | 24.99.78.171 | ০৪ জুলাই ২০১২ ১৬:০৮558377
  • ধ্যাঃ নেতাই কিস্যু জানে না। ডিফেন্সের লোকদের পুলুশের হাতে দেওয়া যায় না, উন্নততর মিলিটারির হাতে দিতে হয়।
  • Blank | 180.153.65.102 | ০৪ জুলাই ২০১২ ১৬:১৭558378
  • সিকি কাউকে ক্যালালো এইটা বইতে লিখলে চাপ আছে :-D
  • sinfaut | 131.241.218.132 | ০৪ জুলাই ২০১২ ১৬:৩৫558379
  • সত্যি, চৌহান না হলে এ কাহিনী এমন টানটান উত্তেজনা নিয়ে পড়তাম না।
  • aka | 85.76.118.96 | ০৪ জুলাই ২০১২ ১৮:১৭558380
  • মনের জোর না ফিজিকাল এবিলিটিও চাই শুধু আপনার নয় আপনার গ্রুপের বাকিদেরও নইলে শুধু মনের জোরে ৩৫+ এ চাপ হয়ে যায়। ব্ল্যান্কি এখনও বোঝে না।
  • Blank | 180.153.65.102 | ০৪ জুলাই ২০১২ ১৮:৫১558381
  • আরে ফিজিকাল এবিলিটি টা খুব বেসিক লেভেলে চাই। বিশাল কিছু অ্যাথলিট হতে হবে না (৬৫০০ মিটারের নীচে)। আমরা যারা যাই আমাদের কারোর ই বিশাল কিছু ফিজিকাল এবিলিটি নেই। হ্যা হ্যা করে হাঁপাই, পরতে পরতে বেঁচে যাই।
    ক্ষমতা কোনো কাজে আসে না, শুধু মনের জোরে উঠে দাঁড়াই আমরা। এবারে যখন আমরা গেছিলাম তখন আমাদের গাইডও অবাক হয়েছিল যে আমাদের কোনো ট্রেনিং নেই শুনে।
    আমি একবার অন্তত প্রায় মরতে বসেছিলাম। শমিক শুনেছি একবার অমন কেসে পরেছিল, সেটা বলে নি তখনো।
  • Blank | 180.153.65.102 | ০৪ জুলাই ২০১২ ১৮:৫২558382
  • আরা আমার চোখের সামানে দেখা অনেক বয়স্ক, বয়স্কা মানুষ জন তপোবন, নন্দনবনের রুটেও হেঁটে চলে গেছে। কোথাও হয়তো হামাগুড়ি দিয়ে পাথর বেয়েছে, কিন্তু তাই থামে নি।
  • SS | 109.120.125.223 | ০৪ জুলাই ২০১২ ১৯:২২558383
  • আমিও দেখেছি প্রচুর বয়স্ক মানুষকে ব্যাকপ্যাকিং করতে। এনাদের মনের জোর অনেক কমবয়সী ছেলেমেয়েদেরও হার মানায়।

    শমীক, লেখা দারুণ হচ্ছে! বছরখানেক আগে আপনার লেখা পড়েই আন্দামান গিয়েছিলাম। ইন্সপিরেশন এর জন্য একটা বিশাল বড় ধন্যবাদ রইল। কবে লাদাখ যেতে পারবো জানিনা কিন্তু এই টই দুটো পড়ে মনে হচ্ছে এক্ষুনি প্ল্যান করতে আরম্ভ করি।
  • bb | 127.195.181.149 | ০৪ জুলাই ২০১২ ১৯:৪৭558384
  • সিকির এই লেখা পড়ে আমি ও বেশ উদ্বুধ্ব হয়ে গেলাম লেহ যেতে। আমার বৌ আমার বেশ কয়েক বছর আগেই অফিস থেকে গ্রুপ ট্রেনিং-এ লেহ ঘুরে এসেছে।
    একটাই প্রশ্ন আমার মেয়ে অ্যাজমার রুগী (চাইল্ড অ্যাজমা যা মুলতঃ অ্যালার্জী জনিত), তাই উচ্চ আবহাওয়ায় যেখানে অক্সিজেন ২০%, সেখানে কি ধরণের সতর্কতা নেওয়া উচিত?
    সিকি - লেখা দুর্দান্ত হচ্ছে এক্দম লা জবাব দিল্লী বা শ্রী সেন্নাই ভ্রমণের মতই।
  • সিকি | 132.177.186.162 | ০৪ জুলাই ২০১২ ১৯:৫৩558386
  • এই দ্যাখো। শেষ কোথায় বললাম? সবে তো ষোল তারিখ! আমি তো ফিরেছি বাইশ তারিখে। গোল্প এখনও অনেক অনেক বাকি আছে।

    হ্যাঁ, আমি রাতে না হলে লিখতে পারি না, তার পরে অগুন্তি ফটো থেকে ঝাড়াই বাছাই করে এডিটরে রিসাইজ করা, ব্রাইটনেস কনট্রাস্ট ঠিক করা, বর্ডার লাগানো, সমস্ত একা হাতে করতে হচ্ছে।

    আজ হয় তো কিছু লিখব, সতেরো তারিখ। তবে ছবি আজ দিতে পারব না। সেসব কাল দেব।

    সব্বাইকার উৎসাহ পেয়ে হেব্বি লাগছে।

    ব্ল্যাংকি একদম ঠিক। অ্যাথলিট হতে হয় না। মোটামুটি ফিট শরীর আর সুস্থ মনের স্বাস্থ্যবান জোর দরকার। কত পঙ্গু অথর্ব মানুষ শুধু মনের জোরে আর বিশ্বাসের জোরে কত দুর্গম দুর্গম জায়গায় গিয়ে পৌঁছয়। আমাদের মনে ধর্মীয় বিশ্বাস নেই, শুধু নিজের ওপর বিশ্বাস রাখি। এই রোগ আগে ছিল না, বললাম তো, মৃত্যুর কাছ থেকে ফিরে আসার পর থেকে আমার মনের জোর বেশ বিশাল কিছু বেড়ে গেছে, সেটা বেশ বুঝতে পারি। একটাই জীবন, শেষ হয়ে গেলেই তো শেষ। নিজের জীবন একবারের চান্সেই যতটা পারি বেঁচে নেব।
  • Blank | 180.153.65.102 | ০৪ জুলাই ২০১২ ২০:০৭558387
  • এই তো এবার থেকে আমাদের সাথে চলো বেড়াতে। আমি এক পিস টই তে আমাদের ঘটনা দুর্ঘটনা গুলো লিখে দেবোখন।

    বিবি দা
    অ্যাজমা তে কোনো সমস্যা হবে না। অ্যাক্লাইমেটাইজ করার জন্য গাড়ি তে লেহ যাবেন। নাহলে পৌঁছে বিশ্রাম নেবেন।
    নাহলে ডায়ামক্স ট্যবলেট খেতে পারেন, তবে সেটা ছোটদের দেওয়া হয় কিনা সেটা ইন্দোদা বলতে পারবে।
  • সিকি | 132.177.186.162 | ০৪ জুলাই ২০১২ ২০:১২558388
  • সে আমিও বলতে পারব।

    এএমএস, বা উচ্চতাজনিত অসুস্থতা মূলত বড়দের রোগ। বাচ্চাদের একেবারে কোনো প্রবলেম হয় না, যত ছোট বাচ্চা তত সুস্থ থাকে। তবু পাঁচ ছ বছর, মানে আমার মেয়ের বয়েসী বাচ্চাদের হাফ ট্যাবলেট দিলেই চলবে, প্রিকশনারি মেজার হিসেবে।

    এর কিছু সাইড এফেক্ট হয় অনেকের। ট্যাবলেট নেবার পরে হাত ঝিমঝিম করে, মাথা ঘোরে। তবে সবার হয় না। হলেও টেনশনের কিছু হয় না, ও খানিক বাদেই সেরে যায়।
  • bb | 127.195.183.70 | ০৪ জুলাই ২০১২ ২০:২৭558389
  • গুড - আর কোন পিছুটান নেই - আগামী বছর হবে।
  • aka | 85.76.118.96 | ০৪ জুলাই ২০১২ ২০:৩০558390
  • বুড়োবুড়ি যেই করুক না কেন, তাদের শরীর ঠিকঠাকই আছে তাই করতে পারে। হ্যাঁ এটা অস্বীকার করার জায়গা নেই যে পাহাড়ে হেঁটে বা কষ্ট করে ঘুরতে ভালো লাগতে হবে, এটা প্রাথমিক শর্ত। কিন্তু তারপরেও শরীর একটা ব্যপার। এককালে চারদিনে ৪০ কিমি ট্রেক করে ৯০০০+ ফিট উঠে পড়তাম। কিন্তু এখন মনে হয় কন্ডিশনিং ছাড়া পারব না। মাস দুয়েক শরীর চালনা করতে হবে। তবে যাই করো, কষ্ট হবেই, যারা সেই কষ্ট সইয়েও পাহাড় পর্বত চড়তে চায় তাদেরই যাওয়া উচিত। কিন্তু লাদাখ তো দিব্য সুন্দর রাস্তা ঘাট। এতে তো এত অসুবিধা হবার কথা না।
  • সিকি | 132.177.186.162 | ০৪ জুলাই ২০১২ ২০:৩২558391
  • না, সমস্ত রাস্তাঘাট খুব সুন্দর নয়। অনেক খতরনাক রাস্তাও আছে। মেনলি পাসগুলো, যেখানে সারাবছর বরফ জমে থাকে, সেখানে ভালো রাস্তা মেনটেন করা যায় না।

    হ্যাঁ, বয়েস হলে হাঁটাহাঁটি করা যায় না, সেক্ষেত্রে গাড়ি নিতে হবে।
  • Blank | 180.153.65.102 | ০৪ জুলাই ২০১২ ২০:৩৪558392
  • আরে কষ্ট তো হবেই। সারা দিন বসে থেকে আর মদ খেয়ে হঠাৎ যখন হাঁটতে বেড়োই তখন হেব্বি ব্যথা লাগে ঃ)
  • aka | 85.76.118.96 | ০৪ জুলাই ২০১২ ২০:৪০558393
  • ঠিক এইসব আর করব না বোধহয়। মদ খেলে শরীর ভীষণ ডিহ্রাইডেটেড হয়ে যায়, কষ্ট হয়। এককালে সারারাত হিমাচলের লোকাল মেড খেয়ে পরের দিন অনায়াসে ১০ কিমি মেরে দিয়েছিলাম। আমাদের গাইড তো আবার এর ওপরে চরস মারল। এখন বুঝি সেসব নিতান্তই বালকোচিত ছিল। হ্যাঁ দিনের শেষে একটু রাম ভালই লাগে, ব্যথা মারে। ঃ)

    সিকি তোমাদের তো পুরোটাই গাড়ি করেই ঘুরেছিলে?
  • Blank | 180.153.65.102 | ০৪ জুলাই ২০১২ ২০:৪১558394
  • হাঁটার কদিন আমরা মদ খাই না। ফের হাঁটা শেষ হলে হরিদ্বার পেগ।
  • প্পন | 122.133.206.25 | ০৪ জুলাই ২০১২ ২০:৫৮558395
  • লাদাখ যাবার অনেক সর্ষে জমা হচ্ছে - ভবিষ্যতের গর্ভে। ;-)
  • Blank | 180.153.65.102 | ০৪ জুলাই ২০১২ ২১:০৬558397
  • যাদের হাঁটা হাঁটি পছন্দ, তারা লাদাখ গেলে অবশ্যই স্টক কাংরি সামিট করে নিন।
  • SS | 109.120.125.223 | ০৪ জুলাই ২০১২ ২২:০৩558398
  • লে-লাদাখের Inner Line Permit কিভাবে জোগাড় করতে হয় তা নিয়ে একটা ভালো ব্লগ পেলাম। এখানে লিংকটা দিয়ে দিলাম উৎসাহী জনতার জন্য,
    http://devilonwheels.com/index.php/inner-line-permits-for-leh-ladakh/
  • সিকি | 132.177.186.162 | ০৪ জুলাই ২০১২ ২২:৪১558399
  • ব্লগের দরকার নেই, আমিই বলে দিচ্ছি।

    লে-তে পৌঁছে, যে কোনো হোটেল, যে কোনো গেস্টহাউস, যে কোনো ট্র্যাভেল এজেন্সি, যে কোনও মোটরসাইকেল রেন্টিং-এর দোকান, যে কোনও রেস্টুরেন্টে গিয়ে নিজের পরিচয়পত্রের জেরক্স কপি আর চার কপি ফটো জমা করে দিতে হবে, ওরাই লে-র ডিএসও অফিসে গিয়ে আপনার নামে পারমিট বের করে আনবে। তিনশো মত লাগে পারহেড, সমস্ত কভার করতে। অনেকে নিজে গিয়েও করে নেয়, দশ মিনিট লাগে করতে। ওটা কোনো হাতিঘোড়া ব্যাপার নয়। মিলিটারি ওখানে ভীষণ ভীষণ কোঅপারেটিং।
  • সিকি | 132.177.186.162 | ০৪ জুলাই ২০১২ ২২:৪৬558400
  • আজ মনে হয় আর লিখতে পারব না। আইটি রিটার্ন ভরে উঠলাম এতক্ষণে।

    কাল আপিস যাব না, আইটি রিটার্ন জমা কত্তে যাব। তারপরে বাড়িতে। কাল অনেকখানি লিখব, ছবিও দেব। ... উফফ, শেষ পর্যন্ত লেখার জন্য আমারও তর সইছে না। এত্তো ইভেন্টফুল ট্রিপ আমার কোনোদিন হয় নি :)
  • সিকি | 132.177.186.162 | ০৪ জুলাই ২০১২ ২২:৫৪558401
  • আকা হ্যাঁ, পুরোটাই গাড়িতে করে ঘুরেছি।

    বিবি, অ্যাজমার জন্য আলাদা কিছু প্রিকশান দরকার নেই। ইনহেলার আর ডায়ামক্সেই চলে যাবে। কম অক্সিজেনের জন্য রক্তচাপে তারতম্য ঘটে, অ্যাজমা আলাদা করে বাড়ে না।
  • প্পন | 132.252.231.8 | ০৪ জুলাই ২০১২ ২২:৫৬558402
  • হবে হবে।

    ২০১৪ আসছে। ;-D
  • গান্ধী | 213.110.243.22 | ০৪ জুলাই ২০১২ ২৩:১৭558403
  • প্পনদা

    আম্মো যাবোঃ) ২-১৫ য় । ঐতো সিকিদা পারমিট জোগাড় করে দিয়েছে
  • প্পন | 132.252.231.8 | ০৪ জুলাই ২০১২ ২৩:৩৪558404
  • অ্যাঁ, একেবারে সময় মেপে? ২ঃ১৫ তে? ;-)
  • সিকি | 132.177.186.162 | ০৪ জুলাই ২০১২ ২৩:৩৯558405
  • গান্ধী, বাইক আছে?
  • গান্ধী | 213.110.243.22 | ০৫ জুলাই ২০১২ ০০:২৬558406
  • নিজের একখানা সাইকেলের বেশী কিনে উঠতে পারিনি এখনো। ঐ যে ভাড়া পাওয়া যায় শুনলাম, কাল থেকে বাইক চালানো শিখবো ভাবছি। নাহলে এক্জন বাইকের ড্রাইভার রাখবো।।
  • প্পন | 132.252.231.8 | ০৫ জুলাই ২০১২ ০০:৩০558408
  • পিলিয়ন রাইডার নিয়ে ওঠা চাপ আছে।

    গান্ধী শিখে ফেল। সাইকেল জানা থাকলে বাকিটা একটু কনফির ব্যপার খালি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন