এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রসারণশীল মহাবিশ্ব(২)

    tan
    অন্যান্য | ১৯ এপ্রিল ২০০৬ | ৬৬৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tan | 131.95.121.251 | ১৯ এপ্রিল ২০০৬ ২০:৩৫563117
  • এবারে এখানে হোক যত কসমিক প্রশ্নাপ্রশ্নি-উত্তরাউত্তরি।
  • tan | 131.95.121.251 | ১৯ এপ্রিল ২০০৬ ২২:২৫563183
  • দ্রিঘান,কইছিলেন যে কথা আছে? কি কথা?
  • dri | 129.46.240.42 | ১৯ এপ্রিল ২০০৬ ২২:৪৮563194
  • ট্যান,

    কথা গুরুতর। অনেকগুলো প্রশ্ন আছে।

    ১) অধিকারের সীমা কি? কিভাবেই তা লঙ্ঘন হল?
    ২) বিগ ব্যাংএ কোবি স্যাটেলাইটের তাৎপর্য ব্যাখ্যা করুন।
    ৩) মাইক্রো ওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন নিয়ে একটি টীকা লিখুন।

    এক নং এর প্রশ্নটি অপশনাল, :-), তবে লিখলে বেশী নম্বর। তবে দুই ও তিন কম্পালসারি। এছাড়াও

    ৪) প্রতিলিপির পরের অংশ জমা দিন।
    ৫) একটু হাসুন।
  • tan | 131.95.121.251 | ১৯ এপ্রিল ২০০৬ ২৩:৩৬563205
  • ১।এইটা বিবেকানন্দের,"জাত যায় কিনা,গেলে তা কিভাবে যায়"এর মতন প্রশ্ন।উত্তর জানতে বেলুড়ে যান।
    ২।তাৎপর্য অতি সুগভীর।শুধু মনে রাখবেন ও স্যাটেলাইট চার চারটি বছর ধরে মাইক্রো-ওয়েভ মেপেছে স্পেসের,যা কিনা সেই বিগ ব্যাঙ্গের ফিঙ্গারপ্রিন্ট,সব আশেপাশের নয়েস টয়েস সূক্ষ্মভাবে বাদ দিয়েছে,তারপরে ম্যাপ করেছে।সোজা কথা?
    সামান্য অ্যানাইসোট্রোপি পেয়েছে,একলক্ষ ভাগের একভাগ।বুঝুন তবে।

    ৩।কস্মিক মাইক্রো-ওয়েভ একেবারেই আকস্মিক নয়, এটা সেই বিগ ব্যাঙ্গের রেলিক রেডিয়েশন,তৈরী হবার সময় অতি হাই এনার্জী রেডিয়েশন ছিলো,সূক্ষ্ম ওয়েভলেংথের। অতি উচ্চ তাপমাত্রা, বিলিয়ন ডিগ্রী কেলভিন মাত্রায়। প্রসারিত মহাবিশ্বে আজ ২.৭ ডিগ্রী কেলভিন হয়ে ছড়িয়ে আছে।
    দেখুন কবেই উনি বলে গেছেন,"তোমার মহাবিশ্বে প্রভু/কিছু তো হারায় না কভু।"
    তাই সে আছে,সেই আদি বিস্ফোরণের শক্তি, ছড়িয়ে আছে লঘু মাইক্রো-ওয়েভ হয়ে।
    ৪।মিলিকে ধরুন।
    ৫।:-))))

  • dri | 129.46.240.42 | ২০ এপ্রিল ২০০৬ ০০:৫৯563216
  • ট্যান,

    উ:, বাঁচালেন। টানা চব্বিশ ঘন্টার বেশী আপনার এই ট্রিপল চীজবার্গার হাসি না দেখে ভেবেছিলাম শরীর টরীর খারাপ করল কিনা। ঐ ৫ নংটাই আসল ছিল, বাকিগুলো প্রশ্নপত্র বড় করার কৌশল।

    আর বেলুড় যাব না। 'স্যান্ডালের' আর জাত যাওয়ার ভয় কি? ওসব নিয়ে উচ্চবন্নরা ভেবে মরুক। আর আপনাকে অধিকারের সীমা নিয়ে প্রশ্ন করে নিজের অধিকারের সীমা লঙ্ঘন করলাম বোধহয়। তবে সেই দু:খে পুরো একদিন পোস্ট করা বন্ধ করে দেব ভাবতেই পারি না।

    ঘ্যাম স্যাটেলাইট ছেড়েছে তো নাসা! অ্যানাইসোট্রোপি? এক লক্ষ ভাগের এক ভাগ? কি সূক্ষতা! কি নিপুণতা! নাসাদেবের একটা মন্দির বানালে হয় না? তো এই রেডিয়েশনের ব্যাপারটা কি? কোন সোর্স নেই? তাই কসমিক? এটা কি ধীরে ধীরে আরো ঠান্ডা হয়ে যাবে? কমে যাওয়াটা কি মাপা সম্ভব? সেটা কত বছরের ব্যাপার? একশ, হাজার না মিলিয়ান?

    আর ইয়ে মিলি,

    প্রতিলিপির পরের কিস্তি?
  • tan | 131.95.121.251 | ২০ এপ্রিল ২০০৬ ০১:৩৭563227
  • কোয়াড্রুপল :-))))
    এই কসমিক মাইক্রো-ওয়েভ তো বেরিয়েছে সে ইউনিভার্সের বয়েস যখন লাখ তিনেক বছর,তখন! এর তো নির্দিষ্ট উৎস নেই,পুরোটা থেকে বেরিয়েছে কিনা! তখনি তো ইলেকট্রনেরা নিউক্লিয়াসের চারিপাশে এসে নিউট্রাল অ্যাটম বানালো আর ফোটনেরা বন্দী অবস্থা থেকে মুক্ত হয়ে আনন্দে ছুটে পালালো! তারাই তো দেখা দেয় এখন মাইক্রো-ওয়েভের ব্যাকগ্রাউন্ড হিসেবে!
    এটা এখন যা আছে,তার থেকে আরো ঠান্ডা তো হবেই,কিন্তু মাপাযোগ্য পরিবর্তন হতে আরো বহু কোটি বছর লাগবে!
    কস্মিক নিউট্রিনো ব্যাকগ্রাউন্ডও আছে,মুক্ত হয়েছে ওরা আরো আগে,বিগ ব্যাঙ্গের সেকেন্ডখানেক পরেই-কিন্তু ওদের দেখতে যে টেকনোলজি চাই এখনো তা নাই।
    পরে ওটাও ভেরিফাইড হয়ে গেলে আরো দৃঢ় হবে সাক্ষ্য।

  • dri | 66.81.120.74 | ২০ এপ্রিল ২০০৬ ১২:১১563238
  • আচ্ছা, এই রেডিয়েশন বেরিয়েছিল মহাবিশ্বের বাল্যকালে। তো এগুলো তালে নিশ্চই এখন বহুদুর পালিয়েছে। মানে কাছাকাছি নেই। এটা কি ঠিক? তো ঐ অদ্দুরের অত ফেইন্ট এনার্জি ধরে কিকরে? এখানেই কি নাসার মুরুব্বিয়ানা?
  • tan | 131.95.121.251 | ২০ এপ্রিল ২০০৬ ২০:৪৬563249
  • আরে,আসে তো! আসে সবদিক থেকে সমান আসে!খুব মৃদু অবশ্যই।ভালো সেন্সর আছে,তাই জন্যই তো ধরতে পারে এই সমসত্ব রেডিয়েশনের মধ্যের অতি সূক্ষ্ম কমবেশী!
    এমনিতে সাধারণ রেডিও টেলিস্কোপেও ধরা যায়।আরে, এটা তো আর্নো পেনজিয়াস আর উইলসন প্রথম ধরেছিলেন সেই পঞ্চাশের দশকে, ওদের রেডিও টেলিস্কোপে।প্রথম ভেবেছিলেন নয়েস, খুব বিরক্ত হয়েছিলেন, টেলিস্কোপে পাখীর বাসা কুটোকাটি ইত্যাদি পরিস্কার পরিচ্ছন্ন করে আবার ডেটা নেন, দ্যাখেন সেই নয়েস, সবদিক থেকে আসে! কি মুশকিল! ওদের কাছে কোনো ক্লু ছিলো না যে এটা সেই কসমিক মাইক্রো-ওয়েভ ব্যাকগ্রাউন্ড!
    কিন্তু মনখারাপ করে ও দুজনে পাবলিশ করে দিলেন আর যে অ্যাস্ট্রোফিজিসিস্টরা এর প্রেডিকশন দিয়েছিলেন তাঁরা দেখে লাফিয়ে উঠে তিনপাক নেচে নিলেন।:-))))
    পরে এর জন্যই দুই বন্ধু পেনজিয়াস আর উইলসন নোবেল পেয়ে গেলেন।দুজনে "বন্ধু তিনদিন তোর বাড়ীতে গেলাম/দ্যাখা পাইলাম না"গাইতে গাইতে পেরাইজ নিয়ে এলেন।
    "গাঙ পার হইতে ছয় আনা/ফিরা আইতে ছয় আনা/আইতে যাইতে বারো আনা/উশুল হইয়া গেলো রে..."
  • dri | 66.81.199.231 | ২১ এপ্রিল ২০০৬ ১১:৫৮563260
  • ট্যান,

    এই দিলেন তো সব গুলিয়ে। বলছেন সর্বত্র বিরাজমান। তবে আর ভগবানের থেকে মাইক্রো ওয়েভ রেডিয়েশনে তফাতটা কি রইলো? আবার গোড়া থেকে শুরু করছি। বেবি মহাবিশ্বের থ্রি ল্যাখ্‌থ বাড্ডে। রেডিয়েশন শুরু হল। বিগ ব্যাং ধরে নিলে মহাবিশ্বের সাইজ তখন ছোট। রেডিয়েশন নিশ্চয়ই রেডিয়ালি বেরোল। তো সেই রেডিয়েশন অ্যাদ্দিনে তো বহুদুর পালিয়েছে। তালে কি আপনি বলছেন এখনো সেই রেডিয়েশন চলছে? বিগ ব্যাং যেভাবে এইটা প্রেডিক্ট করে সেভাবে ছাড়া আর কোনভাবে এই রেডিয়েশন হতে পারে না?

    আর মিলিকে বলি,

    তনয়া ঝিনুক খুঁজছে বলে আপনি আপনার কল্পবিজ্ঞান থামাবেন না।

    আর তনয়া,

    আপনার লেখা খুব সুন্দর হচ্ছে।
  • tan | 131.95.121.251 | ২১ এপ্রিল ২০০৬ ১৯:১১563118
  • না না না না,একি? রেডিয়ালি বেরোলো কে কইলো?
    প্রথমে আমাদের দেখতে হবে কেন আর কোথা থেকে এই রেডিয়েশন বেরোলো।বিগ ব্যাং মডেল অনুযায়ী ঐ থ্রী ল্যাখথ বাড্ডের সময় তাপমাত্রা ঠিকঠাক ডিগ্রীতে নেমে এলো বলে ফ্রী ইলেকেট্রনেরা সব এসে তৈরী হওয়া নিউক্লিয়াসদের মানে প্রোটন ডেউটেরন বা হেলিয়াম নিউক্লিয়াসের চারিপাশে বাউন্ড স্টেটে চলে এলো।আর চলে এলো বলেই এরা এতকাল যে ফোটনদের সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে ছিলো মানে ক্রমাগত ইলেকট্রন-পজিট্রন জোড় থেকে ফোটন আর ফোটন থেকে ই প জোড় তৈরী হচ্ছিলো,সেই প্রতিসাম্যটি ভেঙে গেলো।সেই জন্যেই ঐ ফোটনেরা মুক্ত হলো আর ছড়িয়ে পড়লো। এতকাল মহাবিশ্ব ছিলো অস্বচ্ছ,ওপেক, এখন হলো ট্রান্সপারেন্ট।
    তবেই বুঝুন এই রেডিয়েশন সবটা অংশ থেকে বেরুলো কিনা!

  • vikram | 134.226.1.136 | ২১ এপ্রিল ২০০৬ ২১:৪১563129
  • ঢিল ছুঁড়লে নিউটনের দ্বিতীয় সূত্র মেনে তাহা প্যারাবোলায় গমন করে।
    কিন্তু ঐ একই সূত্র মেনে গ্রহগুলি কি না ঘোরে ইলিপ্স আকৃতিতে! ক্যানো ক্যানো ক্যানো।

    বিক্রম

  • tan | 131.95.121.251 | ২১ এপ্রিল ২০০৬ ২২:২৭563140
  • আরে দূর ব্যাটা,ঢিল পড়ে যায় তো!তাই মাটিতে লেগে যায়!
    ত্যামন ত্যামন জোরে ছুঁড়লে পৃথিবীর চারপাশে যখন ঘুরবে, তখন এলিপ্সপথেই ঘুরবে,যেমন ঘোরে চাঁদ!যেমন ঘোরে স্পুটনিক!
    নইলে বেরিয়ে যাবে মুক্তিবেগে!যেমন বেরিয়ে গেলো ভয়েজার,বেরিয়ে গ্যালো ক্যাসিনি,বেরিয়ে গেলো সোজার্নার!!!!

  • dri | 129.46.240.42 | ২১ এপ্রিল ২০০৬ ২২:৫৩563151
  • আচ্ছা ধুমকেতুগুলো কি ইলিপ্স না হাইপারবোলায় ঘোরে?
  • tan | 131.95.121.251 | ২১ এপ্রিল ২০০৬ ২২:৫৭563162
  • সবই।কোনো কোনো ধূমকেতু এলিপ্সে, যেমন হ্যালীর ধূমকেতু,এরা পেরিয়ডিক।
    কোনো কোনো ধূমকেতু পারাবোলায়, কোনোটা হাইপারবোলায়।সাধারণত এরা ফিরে আসে না।
  • dri | 129.46.240.42 | ২২ এপ্রিল ২০০৬ ০২:২৬563173
  • ছোটবেলায় যখন ইলিপ্স প্যারাবোলা হাইপারবোলা করতাম, সেইসব নানান গাঁতু টাইপ অঙ্ক, আমার খুব ইচ্ছে ছিল জানার নেচারে হাইপারবলিক মোশন কোথায় পাওয়া যায়। অন্য দুটো জানতে পেরেছিলাম। আর এইটা আজ আপনি বলে দিলেন। যদি কেউ না হাইপারবলিক পথে যেত তবে কি এই নিয়ে এত কপচাকপচি হত? আর কি কি ন্যাচারাল জিনিষ এই পাথে চলে জানেন? অন্য ইকুয়েশন? শুনেছি সমুদ্রতীর নাকি ফ্রাকটাল?
  • tan | 131.95.121.251 | ২২ এপ্রিল ২০০৬ ০২:৩৯563179
  • আগেই জানি,আপনি খুব অংক করতেন দ্রিঘান।এখনো নিশ্চয় করেন।বাই দ্য ওয়ে, আপনি কি থিওরেটিশিয়ান?
    তবে নেচারে পাওয়া যায় কি না যায় এইসব তুচ্ছ বিষয়ে সময় নষ্ট করে মাথা মাটি করে না ম্যাথামেটিশিয়ানরা। ভালো ইকুয়েশন পেলেই কষতে বসে যায় আর ভালো সলুশন পেলেই সবাই মিলে নাচতে নাচতে এ ওর মাথায় শ্যাম্পেন ঢালে।:-)))
    ভেবে দেখুন কথাটা।
  • Tirthankar | 130.207.94.244 | ২২ এপ্রিল ২০০৬ ০২:৫৬563180
  • ট্যান, অনবদ্য হয়েছে এই থ্রেডের লেখাগুলো। আজ অনেকদিন পর এট্টু ফাঁক পেয়ে বেশ গুছিয়ে পড়লাম। খুঁচিয়ে খুঁচিয়ে এমন উপাদেয় ফিজিক্স বার করার জন্য দ্রিঘাংচুকেও ধন্যবাদ।

  • dri | 66.81.196.30 | ২২ এপ্রিল ২০০৬ ১৩:০১563181
  • না-না ট্যান। আমি অঙ্কে খুবই কাঁচা। তবে শুনেছি ম্যাথেম্যাটিশিয়ানরা নাকি নিজের জগতে থাকেন। অ্যাক্সিঅম, লেমা, থিওরেম দিয়ে গড়া এক মেক-বিলিভ জগত। সেখানে সব নিয়মই তাঁদের নিজেদের গড়া। আর ওঁদের খুব সৌন্দয্যের বড়াই আছে শুনেছি। মানে ঐ মনগড়া শহরে নাকি অনেক অনেক তাজমহল আছে। অসুন্দর কিছুর মুখোমুখি হতে চান না ওঁরা। নিয়ম বদলে সব কিছুই সুন্দর বানিয়ে ফেলার চেষ্টা করেন। অনেকটা ফ্যাসিস্টদের মত। সাদা ধপধপে, বলিষ্ঠ, সুঠাম, অ্যাথে্‌লটিক, নীল চোখ, সোনালি চুল।

    ও হ্যাঁ আপনার সমুদ্রজাতক নিয়ে দুটো কথা বলতে একদম ভুলে গেছি। আপনার লেখায় বিজ্ঞান আর সাহিত্যের ফিউসান দারুণ। একটা জায়গায় আপনি সময় নিয়ে লিখেছেন, ঐটা বেশ লেগেছে। কিছুই যদি না বদলাতো সময়ের কি মূল্য থাকত? আর আপনার চরিত্রের নামগুলো বেশ! উপম, ঊর্বী, দিলারা, রুশা, তিন্দুক, ইভেন অর্চি, দিশা। কিউট কিউট নাম খেলা করে আপনার মাথায়।

    আর বোজো,

    এই টপিকটার আগুন নিবু-নিবু। আপনি গোড়ার দিকে বোধহয় স্পেকট্রোস্কোপি নিয়ে কিছু বলতে চেয়েছিলেন যেটা আমি কিছুটা রুডভাবেই আটকে দিয়েছিলাম। আপনি যদি চান সেটা একটা নতুন থ্রেডে শুরু করতে পারেন। যদি আপনি ড্রাইভ করতে রাজি থাকেন, আমি বোকা স্টুডেন্টের রোলটা প্লে করতে পারি।
  • vikram | 82.22.227.88 | ২২ এপ্রিল ২০০৬ ১৪:৫৩563182
  • না ট্যান, আটকানোর সাথে প্যারাবোলায় যাবার বা জোরে ছোঁড়ার সাথে সম্পর্ক নেই। বলো তো কেসটা কি? এইজন্নে এটা জিগেশ করছি যে এটা এই আলুচান্নাতে রেলেভান্ট।

    বিক্রম

  • vikram | 82.22.227.88 | ২২ এপ্রিল ২০০৬ ১৫:০২563184
  • দ্রিঘান,
    নেচারে সব আনস্টেবল অর্বিটে দেখা যায় হাইপার্বলিক।
    সমুদ্রতীর ফ্রাক্টাল। নরওয়ের সমুদ্রতীর দিয়ে য়েন্দ ফেডারের বইটি শুরু করে।

    এট্টু এ নিয়ে লিকবো?

    বিক্রম

  • tan | 131.95.121.251 | ২২ এপ্রিল ২০০৬ ২১:২৮563185
  • ফ্র্যাক্টাল নিয়ে শুনবো বলে বসে আছি বিক্রম।গো অ্যাহেড।

    তীর্থদা,
    থ্যাংকু।অভিযোগ হলো,তুমি আজকাল এত কম লেখো কেন?

    দ্রিঘান,
    সমুদ্রজাতক নিয়ে আপনার মন্তব্য পড়ে খানিকটা নিশ্চিন্ত,ভয় ছিলো অনেকে হয়তো কিছু কিছু ব্যাপারকে বাজে অশ্লীল ভেবে বসবে।
    আপনাকে ধন্যবাদ।
    আপনারা প্লীজ স্পেকট্রোস্কোপি নিয়ে লিখতে থাকুন,বোকা স্টুডেন্টের রোলে আমিও আছি।
  • dri | 66.81.197.227 | ২২ এপ্রিল ২০০৬ ২৩:৫০563186
  • বিক্রম,

    আনস্টেবল অর্বিটের আরো গোটা কয়েক উদাহরণ দিতে পারেন? কিছু কিছু ধুমকেতু। হোয়াট এল্‌স?

    আর ফ্র্যাকটাল নিয়ে অতি অবশ্যই লিখুন। এক্ষুনি।

    ট্যান,

    জীবন কি অশ্লীল? অশ্লীল বলে কিছু হয়না। জীবন আলোচনা করতে গিয়ে যৌনতা চলেই আসে। যৌনতা জীবনের একটা বড় অংশ, এটাকে সাহিত্যে টেনে আনলেই নানা রকম পিটপিটানির সামনা করতে হয়। ব্যাপারটা স্যাড। আসলে কি জানেন, একই ব্যাপার যদি আপনি বড় বড় শব্দের আড়ালে লুকিয়ে রাখেন, তখন সেটা লোকে নিতে পারে। এই একই কথা আপনি অগ্নিজাতকেও লিখেছিলেন ছোট করে, 'ধর্ষনজাত ও মর্ষনজাত সন্তানেরা ...'। কিন্তু এই গল্পে যেভাবে লিখেছেন সেটা অনেকেই নিতে পারবে না। আবার একই ভাবে বিক্রমের মরচের ধারের বিষয়টা (লেখার স্টাইল পছন্দ হওয়াটা অন্য ব্যাপার) অনেকেই নিতে পারবেন না। আপনি নিশ্চিন্ত থাকুন। জীবনকে যেভাবে দেখেন সেখনেই লিখতে থাকুন।

    ব,

    আমি আপনার সাথে একমত। ট্যানের কিন্তু পপুলার এবং ইনস্পায়ারিং বিজ্ঞানভিত্তিক লেখা লেখা উচিত, কখনো। এখন হয়তো উনি গবেষণায় ব্যাস্ত আছেন। সে সব চুকে বুকে গেলে। হয়তো বিয়েথা করে টরে একটু সেট্‌লড হয়ে। কখন সেটা উনিই ঠিক করুন। কিন্তু ছাপাতে তো সেই আনন্দ পাবলিসার্সের কাছে যেতে হবে, নাকি, :-)?

    ঈশান,

    আমার একটা ছোট্ট ফিচার রিকোয়েস্ট আছে। 'এই বিষয়ে মতামত দিন' লিংকটা যেমন পাতার ওপরে একটা আছে পাতার নিচেও একটা আনলে খুব সুবিধে হয়। আজকাল একেকটা আলোচনা বেশ বড় হয়ে যাচ্ছে। যখন সময় পাবেন।
  • tan | 131.95.121.251 | ২৩ এপ্রিল ২০০৬ ০০:৩৯563187
  • দ্রি,
    সত্যজিৎ রায়ের লেখা মনে পড়ছে।শঙ্কুর প্রতিবেশী বন্ধু তাঁকে বলছিলো,"এবার রিটায়ার করুন,রিটায়ার করুন। অনেক তো অ্যাসিড ম্যাসিডে হাত পুড়িয়ে নাজেহাল হলেন!কোন্‌ কচুটা লাভ হলো? তার চেয়ে রিটায়ার করে চলুন আমরা দেশ বেড়াই।"
    :-))))

  • dri | 66.81.197.249 | ২৩ এপ্রিল ২০০৬ ১৩:২৪563188
  • মানে বলতে চাচ্ছেন, 'আর পারছিনা গুরু, সেই নার্সারি থেকে শুরু'?
  • tan | 131.95.121.251 | ২৪ এপ্রিল ২০০৬ ০০:২৩563189
  • না দ্রি,
    নার্সারি প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি তারপরেও হাইপার সেকেন্ডারির হাইপ---সবই বেশ ভালো ব্যাপার,বহুৎ মস্তি।
    আপনি ঐযে যে বাপ্পাকে কইলেন না সব চুকেবুকে গেলে--তাই এই কথাটা মনে পড়লো।
    আরে চুকেবুকে গেলে তো মিটেই গেলো সব,"হরির নামে বাহু তুলে হরি হরি বলো সব" বলে নিয়ে যাবে--তখন আর কিছু করার স্কোপ কই?:-)))
  • bozo | 129.7.154.44 | ২৪ এপ্রিল ২০০৬ ১৯:৪৪563190
  • দ্রি,
    আলোচনায় আহ্বান জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ। বিজ্ঞানের কোনো শাখাতেই আমার চলাচল ও ধারনা এত সীমিত যে সে আলোচনার উপযুক্ত নয়। লেখকের চেয়ে পাঠকের ভূমিকায় আমি অনেক বেশী স্বচ্ছন্দ।

    বোজো

  • vikram | 134.226.1.136 | ২৪ এপ্রিল ২০০৬ ২০:১৫563191
  • বোজো কি এটা মোলায়েম করে খুব বকা দিলো? পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। :-)

    বিক্রম
  • tan | 131.95.121.251 | ২৪ এপ্রিল ২০০৬ ২২:৩০563192
  • সে কইছে,"যে পথ দিয়ে আমার চলাচল/ও তোর প্রহরী তার খোঁজ পাবে কি বল্‌"
    বলো তো কোথায় ছিলো?
  • vikram | 134.226.1.136 | ২৪ এপ্রিল ২০০৬ ২২:৫০563193
  • এই পোস্টের আগের পোস্টে ছিলো।

    বিক্রম
  • tan | 131.95.121.251 | ২৪ এপ্রিল ২০০৬ ২৩:১২563195
  • কার পোস্ট? দাড়িদাদুর? :-)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন