এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গৌহাটি কেস

    Eesha
    অন্যান্য | ১৫ জুলাই ২০১২ | ৭৮১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Eesha | 132.176.235.122 | ১৫ জুলাই ২০১২ ১৭:০৮567352
  • একটা ছেলে রাতের বেলা বন্ধুবান্ধব নিয়ে বেরোলে, ফুর্তি করলে, মাল টাল খেলে কিছু আসে যায় না কিন্তু একটা মেয়ে সন্ধ্যের পরে বাড়ি থেকে বেরলে পরে ইন্ডিয়ান কাল্চারের চরম খতি। এরকম কেন?
    ছেলেরা একটা মেয়ের প্রতি যৌনিক অত্যাচার করলে সেত মেয়ের দোস কারণ শি ওয়াজ আস্কিঙ্গ ফোর ইট।

    কেন?
  • aka | 85.76.118.96 | ১৫ জুলাই ২০১২ ১৮:৩৭567463
  • যারা মেয়েটির সাথে অভব্য আচরণ করেছে তাদের অবিলম্বে শাস্তি হওয়া দরকার।

    কিন্তু তার সাথে এটাও সত্যি মেয়েটি আন্ডারএজ এবং মদ খাচ্ছিল। আণ্ডার এজ মদ বিক্রি হওয়া যেমন বন্ধ করা দরকার, তেমনি মেয়েটিরও কাউন্সিলিং দরকার। তারমানে আমি একথা বলতে চাইছি না মেয়েটি মদ খেয়েছিল বলে শি ডিজার্ভড ইট। দুটো আলাদা ঘটনা হিসেবে দেখা উচিত।
  • pi | 82.83.87.188 | ১৫ জুলাই ২০১২ ১৯:৪০567479
  • হিমাংশু কুমারের এই স্ট্যাটাস মেসেজটা
    শেয়ার করার ইচ্ছা হল।
    ডিসক্লেইমার দিয়ে দেওয়া ভাল, এটার সাথে গৌহাটি ঘটনাকে গুরুত্ব না দেবার কোন প্রশ্ন নেই। গৌহাটি কেস অতীব লজ্জাজনক তাই নিয়ে কোন প্রশ্ন থাকতে পারে না। কিন্তু এরকম আরো অনেক ঘটনাকে গুরুত্ব না দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে, আর সেই প্রশ্নগুলোও ভ্যালিড।

    "आज कई लोगों ने आसाम में एक लडकी के कपडे फाड़ने वाले आरोपियों के फोटो पोस्ट किये हैं ! हमने सोचा हम भी इसी माहौल में बस्तर के सारकेगुड़ा में आदिवासी लड़कियों के कपडे फाड़ने वाले और बच्चों की हत्या करने वाले हत्यारों को हत्या का आदेश देने वाले आरोपियों की फोटो पोस्ट कर दें ! हांलाकि शहर में पब के बाहर कपडे फाड़ना हमे ज्यादा डराता है ! बस्तर में आदिवासी लड़कियों के कपडे फाड़ना हमारे भीतर कोई ख़ास डर नहीं पैदा करता ! "
  • pi | 82.83.87.188 | ১৫ জুলাই ২০১২ ১৯:৪৫567490
  • ও, লিখতে ভুলে গেলাম, হিমাংশু কুমারের এই মেসেজের সাথে পি চিদাম্বরমের ছবি শেয়ার করা ছিল।

    তবে, সোস্যাল মিডিয়ায় এইভাবে অপরাধীদের ছবি হাইলাইট করে শেয়ার করার অস্ত্রট হিসেবে বেশ অভিনব। অবশ্য যারা এইরকম ঘটনা ঘটাতে পারে, এতে তাদের চামড়ায় কতটা আঁচড় পড়বে সন্দেহ।
  • bb | 127.195.160.143 | ১৫ জুলাই ২০১২ ২০:০২567501
  • eesha ছেলেরা করলে দোষের নয় কে বলল? পাবের ঝগড়া নিয়ে বাইরে মার-পিট করে অনেক ছেলে মারা গিয়েছ।
    এক্ষেত্রে মেয়ে বলে তাকে এই অস্মমানের মুখোমুখি হতে হয়েছে। এরসঙ্গে ভারতীয় কালচারের কি সম্পর্ক? বাসে যারা মহিলাদের গায়ে হাত দেয় তারা কি কোন কালচারের ধার ধারে? না তাদের বাড়ীর লোক তাদের এই সব শেখায়?

    আর মেয়ে্টিও ২০ বয়ে্সে মদ খেয়ে কিন্তু আইনত ঠিক করেনি।
  • riddhi | 118.218.136.234 | ১৫ জুলাই ২০১২ ২০:২৯567512
  • ২০ বছরে মদ খাবার জন্য কাউন্সিলিং? ইন্দিয়াতে এলকোহল এগ লিমিট কত, ৯৯ পার্সেন্ট লোক জান্বে না গুগল চেক না করে। ইন্ডিয়াতে এলকোহল এগে নিয়ে প্রাকটিকালি কোন ল নেইই, ১৬ ১৭ বছর বয়সী কলকাতয় লিকার শপ থেকে মদ কিনে নিয়ে আসে আরামে। ১৮-২১ হল আমাদের কলেজের ফার্স্ট টো থার্ড ইয়ার !!! মেয়েটা ২০ বছর বয়সে মদ খাচ্ছে এটা যাস্ট কোন পয়েন্ট না।
  • riddhi | 118.218.136.234 | ১৫ জুলাই ২০১২ ২০:৩১567523
  • এটা সিরিয়াস্লি ধরলে সমগ্র যুবশক্তি কে লকাঅপে বা কাউন্সিলিং-এ যেতে হবে।
  • aka | 85.76.118.96 | ১৫ জুলাই ২০১২ ২০:৩৪567534
  • মেয়েটির বয়স ২০? আমার কেমন করে ধারণা হয়েছিল ১৮ র নীচে। এনিওয়ে ইন্ডিয়া তে ল আছে এবং সেটা স্টেট টু স্টেট ভ্যারি করে। আসামে ১৮। অতএব মাই বক্তব্য অ্যাবাউট আন্ডার এজ ড্রিংকিং টেকেন ব্যাক।
  • bb | 127.195.160.143 | ১৫ জুলাই ২০১২ ২০:৩৫567545
  • রিদ্ধি প্রতিটা বারে লেখা থাকে এবং অনেক জায়গায় এটা এনফোর্স করা হয়- ২১ই আইনত মদ খাওয়ার বয়স।
  • aka | 85.76.118.96 | ১৫ জুলাই ২০১২ ২০:৪৬567353
  • মেয়েটির বয়স ১৭। আমি ঠিকই দেখেছিলাম।

    http://www.thehindu.com/news/national/article3642875.ece

    Three more persons involved in the group that publicly molested a 17-year-old girl in the heart of the city.....
  • riddhi | 118.218.136.234 | ১৫ জুলাই ২০১২ ২০:৫৮567364
  • http://www.thehindu.com/todays-paper/tp-national/article3641708.ece

    একি কাগজ। আরো কিছু জায়গায় দেখলাম ২০। এখানে পুলিশের দিহি, এন, সি ডাবলু, এরাই বলছে ২০, আবার এটাও বলছে লিগাল ড্রিন্কিঙ্গ লিমিট ২১!
  • MR | 183.74.228.249 | ১৫ জুলাই ২০১২ ২১:১৮567375
  • বাপি সেন নামে এক জনৈক ব্যাক্তি মারা যান এক মহিলা কে রক্ষা করতে গিয়ে, এবং তারপর আদালতে অনেকবার আপিল হয়, সেই মহিলা কে এগিয়ে আসতে সাক্ষ্য দেওয়ার জন্য, কিন্তু মহিলার পাত্তা পাওয়া যায়নি সেই কাজের জন্য।
  • kd | 69.93.255.235 | ১৫ জুলাই ২০১২ ২২:১০567397
  • সত্যি বড় অদ্ভুত লাগছে। হয়তো আমি বুড়ো হয়েছি বলেই।
    নাহ'লে কেন এতো খারাপ লাগছে গুরু'র সো-কল্‌ড শিক্ষিত জনতা মেয়েটির বয়স, লিগ্যাল ড্রিন্কিঙ্গ এজ কত এই নিয়ে আলোচনা করতে ব্যস্ত, যেখানে আসলে কয়েকটা শয়তান

    ধুস্‌!!!! লিখে কি হবে। এই তো পাবলিক।
  • ranjan roy | 24.96.227.91 | ১৫ জুলাই ২০১২ ২৩:০৭567408
  • প্রথম কথা--- মেয়েটি এগিয়ে এসেছে। নিজের নাম না লুকিয়ে পালিয়ে না গিয়ে শয়তানগুলোর শাস্তির দাবিতে মাথা তুলে দাঁড়িয়েছে।
    মহিলা কমিশনের ম্যাডাম ল্যাম্বা ও ফাস্ট অ্যাকশানে নেমেছেন। হ্যাটস্‌ অফ।
    দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা-- মিডিয়ার রোল। কোন সন্দেহ নেই যে মিডিয়ায় ছবি আসার ফলে ছ'জন ধরা পড়েছে এবং ওদের বিরুদ্ধে এমন এভিডেন্স যে ওরা সম্ভবতঃ শাস্তি পাবে।
    এ নিয়ে মিডিয়ার বেশ কিছু কর্তাব্যক্তি ও কিছু নামী লোক গলা ফাটাচ্ছেন যে মিডিয়া ঠিক করেছে।
    কিন্তু সমাজকর্মী অখিল গগৈ প্রেস ক্লাবে ফুটেজ দেখিয়েছেন যে মিডিয়াকর্মী নিজে হাত দিয়ে মেয়েটির মুখের থেকে চুল সরিয়ে দিচ্ছিল যাতে ওর চেহারা পুরোপুরি চেনা যায়। একটি খবরে পড়লাম যে তিনি নাকি বদমাশগুলোকে ওস্কাচ্ছিলেন মেয়েটির কাপড়-চোপড় খুলে ফেলতে! প্রায় ৪৫ মিনিট ধরে রেকর্ডিং হয়, যেন স্টুডিওতে শ্যুটিং হচ্ছে!
    এখন মনে হয় কর্তাব্যক্তিরা মিডিয়ার রোল নিয়ে প্রশংসা করার আগে একটু ভাববেন! আজ কোথাও পড়লাম-- মিডিয়াকর্মীটি "নিরপেক্ষ তদন্ত হওয়ার সুবিধের জন্য(?)" চাকরি থেকে রিজাইন করেছে।
  • Blank | 69.93.244.84 | ১৫ জুলাই ২০১২ ২৩:৪০567419
  • খবর টা টিভিতে দেখেই ঝাঁট জ্বলে গেছিল। যেন মধ্যযুগে বসে আছি মনে হয়
  • aka | 85.76.118.96 | ১৬ জুলাই ২০১২ ০১:১৭567430
  • দেখুন দুটো কথা বলে যাই। কিছু ক্রিমিনাল যা করেছে সে তো ঘটেইছে। আমার কখনোই মনে হয় নি মধ্যযুগে বসে আছি। এমন ঘটনা কম ঘটে না আজকাল। মনে হয় আইন নেই এমন একটা দেশে এই ঘটনা ঘটছে। এই দেশেই প্রকাশ্য রাস্তায় পিটিয়ে খুন করা হয়, যাকিনা সিসিটিভে দেখেও পুলিশ যায় না। নতুন কিছু না। ঘটনা দুটো আলাদা কিন্তু মাত্রা দেখলে বোধহয় তুল্যমূল্য।

    তো যারা এটা করেছে তাদের শাস্তি আমি আর চারজন সাধারণ মানুষের মতনই দাবী করি। আরও দাবী করি আইন বলবত হোক।

    কিন্তু যদি এরমধ্যে লিবারাল কনোটেশন আনেন তাহলে ছোট্ট করে মনে করিয়ে দেব মেয়েটির বয়স ১৭ এবং সে আণ্ডারএজ। এখন দেখছি মেয়েটির বয়স নিয়ে সুনিশ্চিত ভাবে কিছু বলা যায় না। সেক্ষেত্রে আমারও খুব কিছু বলার নেই। বিভিন্ন পত্র পত্রিকা পড়ে আমার মনে হয়েছিল মেয়েটির বয়স ১৭ এবং বারে বসে মদ খাওয়া আইনত অ্যালাওড নয়। এটাও মনে হয়েছিল। কিন্তু তারমানে এই নয় আমি বলতে চাইছি আণ্ডারএজ মাল খেয়েছে মানে কিছু লুম্পেন তার শ্লীলতাহানি করার অধিকার পেয়ে গেল।
  • Abhyu | 222.201.79.187 | ১৬ জুলাই ২০১২ ০১:৩৮567441
  • আকা খুব ঠিকঠাক লিখেছে।
  • Abhyu | 222.201.79.187 | ১৬ জুলাই ২০১২ ০২:৪৭567452
  • ‘আমার মুখ ঢাকার দরকার নেই’, অপরাধীদের শাস্তি চান নিগৃহীতা
    লজ্জায় মুখ ঢাকতে চাইছেন না তিনি। বরং চাইছেন, গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে গোটা ঘটনার প্রতিবাদ করতে। এখন তাঁর একটাই আর্জি, অপরাধীদের শাস্তি হোক। সে জন্য প্রকাশ্যে আসতেও দ্বিধা নেই তাঁর। গুয়াহাটিতে নিগৃহীতা তরুণী আজ স্পষ্ট ভাবেই তাঁর এই মনোভাবের কথা জানিয়ে দিয়েছেন।
    (আনন্দবাজার http://www.anandabazar.com/15desh3.html)
    - এটা খুবই সদর্থক
  • a x | 109.126.93.155 | ১৬ জুলাই ২০১২ ০৪:৪২567464
  • আকা খুবই ভুলভাল লিখেছে। এখন সময় নেই, পরে লিখব।
  • aka | 85.76.118.96 | ১৬ জুলাই ২০১২ ০৫:৩৭567470
  • ঃ)
  • aranya | 154.160.5.25 | ১৬ জুলাই ২০১২ ০৬:১৬567471
  • মেয়েটার সাহস দেখে ভাল লাগছে। মাঝে মাঝে মনে হয়, মানুষের (বিশেষতঃ পুরুষদের) চরিত্র উন্নয়নের জন্য কিছু প্রোগ্রাম নেওয়া যায় কিনা।
  • পাই | 82.83.87.188 | ১৬ জুলাই ২০১২ ০৬:২০567472
  • আণ্ডারএজে মদ খেলে মনোবিজ্ঞানীর কাছে কাউন্সেলিং দরকার ? হুম্ম।
  • pi | 82.83.87.188 | ১৬ জুলাই ২০১২ ০৬:৩২567474
  • "স্থানীয় বৈদ্যুতিন মাধ্যমের যে সাংবাদিক ঘটনাস্থলে ছিলেন, তিনিই ঘটনার মূল পাণ্ডা। ঘটনার সময়কার ভিডিও ফুটেজ নিয়েই গুয়াহাটি প্রেস ক্লাবে আসেন অখিল। ওই ভিডিও ফুটেজই ওই সাংবাদিকের অপরাধের ‘প্রমাণ’ বলে অভিযোগ করে তিনি সিডিটি রাজ্য পুলিশের ডিজি-র হাতে তুলে দিয়েছেন। ডিজি পরে বলেন, “সিডি পেয়েছি। প্রাথমিক প্রমাণ হিসেবে এটিকে অবশ্যই পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হবে। সিডির ছবি, শব্দ পরীক্ষার পরে আইন মেনে ব্যবস্থা নেব।” মহিলা কমিশনও সংবাদমাধ্যমের সমালোচনা করেছে। অলকাও বলেন, “মেয়েটি জানিয়েছে, ৪৫ মিনিট ধরে টিভি ক্যামেরার আলো তার মুখে পড়েছিল! ওরা অতক্ষণ ধরে ছবি না তুলে মেয়েটিকে বাঁচানোর চেষ্টাও তো করতে পারত।”...

    সতীশ আচার্য ঃ http://www.facebook.com/photo.php?fbid=10150917089151491&set=p.10150917089151491&type=1
  • pi | 82.83.87.188 | ১৬ জুলাই ২০১২ ০৬:৩২567473
  • "স্থানীয় বৈদ্যুতিন মাধ্যমের যে সাংবাদিক ঘটনাস্থলে ছিলেন, তিনিই ঘটনার মূল পাণ্ডা। ঘটনার সময়কার ভিডিও ফুটেজ নিয়েই গুয়াহাটি প্রেস ক্লাবে আসেন অখিল। ওই ভিডিও ফুটেজই ওই সাংবাদিকের অপরাধের ‘প্রমাণ’ বলে অভিযোগ করে তিনি সিডিটি রাজ্য পুলিশের ডিজি-র হাতে তুলে দিয়েছেন। ডিজি পরে বলেন, “সিডি পেয়েছি। প্রাথমিক প্রমাণ হিসেবে এটিকে অবশ্যই পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হবে। সিডির ছবি, শব্দ পরীক্ষার পরে আইন মেনে ব্যবস্থা নেব।” মহিলা কমিশনও সংবাদমাধ্যমের সমালোচনা করেছে। অলকাও বলেন, “মেয়েটি জানিয়েছে, ৪৫ মিনিট ধরে টিভি ক্যামেরার আলো তার মুখে পড়েছিল! ওরা অতক্ষণ ধরে ছবি না তুলে মেয়েটিকে বাঁচানোর চেষ্টাও তো করতে পারত।”...

    সতীশ আচার্য ঃ http://www.facebook.com/photo.php?fbid=10150917089151491&set=p.10150917089151491&type=1
  • pi | 82.83.87.188 | ১৬ জুলাই ২০১২ ০৬:৩৬567475
  • বাড়িওয়ালা বাড়ি খালি করতে বলেছে।
    এদের জন্য কোন প্রোগ্রাম, কাউন্সেলিং দরকার নেই ? নাকি, আইনের মধ্যে আছে বলে এরা ঠিকই আছে ?
  • aka | 85.76.118.96 | ১৬ জুলাই ২০১২ ০৬:৩৮567476
  • নাঃ কিছু বলার নেই। মানবিকতার খাতিরে বাড়িওয়ালার হয়ত পাশে দাঁড়ানো উচিত ছিল। কিন্তু সত্যিই কিছু বলার নেই।
  • aka | 85.76.118.96 | ১৬ জুলাই ২০১২ ০৬:৪৯567478
  • নিজের বাড়ি বলে। আমার বাড়ি আমি কাকে ভাড়া দেব সে তো আমার রাইট। অন্য কেউ ডিক্টেট করতে পারে না।
  • pi | 82.83.87.188 | ১৬ জুলাই ২০১২ ০৬:৪৯567477
  • মানবিকতার খাতিরে , হয়তো, পাশে দাঁড়ানো উচিত ছিল ?
    পাশে দাঁড়ানোর কথা টথা তো অনেক পরে। সেসব কথা এখানে আসছেইনা।
    বাড়ি খালি করতে বলেন কীসের খাতিরে ?
  • pi | 82.83.87.188 | ১৬ জুলাই ২০১২ ০৬:৫৩567480
  • নাঃ, কিছু বলার নেই ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন