এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গৌহাটি কেস

    Eesha
    অন্যান্য | ১৫ জুলাই ২০১২ | ৭৭৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 85.76.118.96 | ১৬ জুলাই ২০১২ ০৭:০১567481
  • তো দাবীটা যে মানবিক সেটা মেনে নেওয়া ভালো।

    সেক্ষেত্রে মানবিকতা একটা সোশাল স্ট্যাণ্ডার্ড। এক জায়গা থেকে অন্য জায়গায় মানবিকতার স্ট্যাণ্ডার্ড বদলে যায়। আমাদের দেশে প্রকাশ্য রাস্তায় পাথর দিয়ে মেরে মেরে লোক খুন করা হয়। সেই নিয়ে কেউ কিছু বলে না। আর বলে না তার কারণ সবাই পাষণ্ড তা নয়, বলে না কারণ আমাদের দেশে যে বলতে যাবে তাকে আগে হাজার খানা কৈফিয়ত দিতে হয়। রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে কেউ এগিয়ে যায় না, কারণ যে এগিয়ে গিয়ে ক্ষুদিরাম হবে তার ভোগান্তির শেষ থাকবে না। বাড়িওয়ালিও এই সিস্টেমেরই লোক। এখনি হাজার পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, রোজ বাড়ির সামনে ওবি ভ্যান, খবরের কাগজের রিপোর্টার। কে চায়?

    মূল সমস্যাটা হল কাউকে প্রোটেক্ট করার মতনই আইনি ব্যবস্থা নেই। ফলে সবাই পাশ কাটিয়ে বেঁচে আছে।

    এরপরেও যারা এগিয়ে গিয়ে পাশে দাঁড়ায় তারা মহান। কিন্তু যারা দাঁড়াতে পারল না তাদের দিকে অভিযোগের কি আছে বুঝলাম না।
  • aranya | 154.160.5.25 | ১৬ জুলাই ২০১২ ০৭:২১567482
  • হিমাংশু কুমারের লেখাটা পড়লাম। ভারতবর্ষে আদিবাসীরা শেষ পর্যন্ত জঙ্গলের গ্রাম থেকে উৎখাত হয়ে শহরের ঘেটোতে থাকবে এটাই ভবিতব্য। অবশ্য শহুরে বস্তিতে থাকলে তাও কিছু মিডিয়ার আলো পড়তে পারে, কলকাতায় এক কাগজ কুড়ুনীকে ধর্ষণের খবর যেমন মিডিয়ায় এসেছিল। নাহলে বস্তারে কোন আদিবাসী মেয়ের ওপর অত্যাচার , শিশুহত্যা - এসবে কারও কিছু আসে যায় না।
  • pi | 82.83.87.188 | ১৬ জুলাই ২০১২ ০৭:৩০567483
  • আকাদার সাথে একেবারেই তর্কে যাবো না। তবে, কার কী রাইট প্রসংগে অনেক কিছু মনে পড়ে গেল ঃ)
  • aka | 85.76.118.96 | ১৬ জুলাই ২০১২ ০৭:৩২567484
  • এ তো ভারি মজার। আমি কিছুই বলব না, কিন্তু মানে ঐ আর কি ;)
  • aranya | 154.160.5.25 | ১৬ জুলাই ২০১২ ০৭:৩৩567486
  • সত্যের খাতিরে এটাও বলা উচিত, যে আমি আকা বা বিবি-র লেখায় টেকনিকালি ভুল কিছু পাই নি। ঐ ছেলেগুলোর আচরণকে ক্রাইমের গুরুত্বের দিক থেকে দশে দশ দিলে আন্ডার এজ ড্রিংকিং-কে হয়ত দশে ০.৫ বা তারও কম দেব, কিন্তু দুটো ই বেআইনী তো বটেই।
    আরও একটা কথা মনে হয় - সাংবাদিকরা যদি প্রতিবাদ করার মত অবস্থায় থাকেন বা পুলিশ ডেকে আনতে পারেন (কোন সাংবাদিক ডাকলে পুলিশের তৎপর হয়ে ঘটনাস্থলে আসার সম্ভাবনা বেশি), তবে সেটাই তাদের প্রায়োরিটি হওয়া উচিত, ছবি তোলার চাইতে। ক্রিমিনালকে অ্যারেস্ট করার চেয়ে অনেক বেশী দরকার ক্রাইম-টাকে আটকানোর চেষ্টা, ভিক্টিম-কে ঐ অবস্থা থেকে উদ্ধার করা।
  • aka | 85.76.118.96 | ১৬ জুলাই ২০১২ ০৭:৩৩567485
  • এই কথায় মুচকি হাসি ছাড়া কিছুই দেবার নেই। ঃ(
  • aka | 85.76.118.96 | ১৬ জুলাই ২০১২ ০৭:৩৬567487
  • অরণ্যদা, আমি বুকে হাত রেখে বলতে পারি না যে কোন গণহত্যা ঠেকাতে আমি যাব। গুরুতে যতই সাহস দেখাই না কেন, রিয়েল লাইফে আমার ইসেতে অত ইসে নেই। বাপি মাহাতো নিজে পুলিশ ছিল ভুলে যাবেন না।
  • aranya | 154.160.5.25 | ১৬ জুলাই ২০১২ ০৭:৪১567488
  • সাহসের ব্যাপারটা ফাজি, আমিও নিজেও জানি না তেমন কোন পরিস্থিতে পড়লে কি ভাবে রিঅ্যাক্ট করব, নিজেকে একজন যথেষ্ট ভীতু মানুষ বলেই মনে করি। তার ওপর বৌ, বাচ্চা, বাবা, মা - এদের দায়িত্ব তো আছেই।
    প্রতিবাদী মানুষ, অ্যাক্টিভিস্ট, বাপি মাহাতো, হিমাংশু কুমার বা নোনাডাঙায় অমিতাভ, শমীক - এদের প্রতি খুবই শ্রদ্ধা আছে, এই পর্যন্ত।
  • প্পন | 122.133.206.25 | ১৬ জুলাই ২০১২ ০৭:৪৭567491
  • এরা দেখছি উদোকে বুধোর ঘাড়ে ঠেলবেই।

    যাঁর কথা বলা হচ্ছে তিনি বাপি সেন। বাপি মাহাতো জনৈক মাওবাদী নেতা, যাঁর নাম জ্ঞানেশ্বরী নাশকতা কাণ্ডে জড়িয়ে গেছিল।
  • pi | 82.83.87.188 | ১৬ জুলাই ২০১২ ০৭:৪৭567489
  • অরণ্যদা, কোলকাতার কাগজকুড়ুনির মিডিয়াতে আসার ভাগ্যও ঐ এক কি বড়জোর দু'দিনের। আর সেটাও হাইলাইট না, নেহাতই কোণাকাঞ্চিতে খবর হওয়া। ওগুলো খবর্নয়।
  • aranya | 154.160.5.25 | ১৬ জুলাই ২০১২ ০৭:৫৩567492
  • ঠিক, বাপি সেন-ই বটে। তিনিও এখন বিস্মৃত।
  • Ishan | 60.82.180.165 | ১৬ জুলাই ২০১২ ০৭:৫৮567493
  • আমার বেসিকালি সকলের প্রতিই প্রচন্ড শ্রদ্ধা, কিংবা অন্য ভাবে বলতে গেলে কারোর প্রতিই বিশেষ নেই। :) ভারতে যে মাল খাবার বয়সের আইন আছে, জীবনে এই প্রথম জানলাম, এবং ভারতবর্ষের প্রতি আমার শ্রদ্ধা বাড়ল। :)
  • aranya | 154.160.5.25 | ১৬ জুলাই ২০১২ ০৮:০২567494
  • সাহসী ও প্রতিবাদী লোকদের তো শ্রদ্ধা করতেই হয়, এই যেমন খোলা পাতায় কেউ 'নোনাডাঙাটা কোথায়' লিখলে :-)
  • Ishan | 60.82.180.165 | ১৬ জুলাই ২০১২ ০৮:১৬567495
  • একটা লেখা লিখেই লেখকের কর্তব্য সমাধা হয়েছে। আর কি চাই। এ জন্য লেখকের প্রতি আমারও প্রচুর শ্রদ্ধা। :)
  • aranya | 154.160.5.25 | ১৬ জুলাই ২০১২ ০৮:১৮567496
  • আর একজন ছিলেন, সত্যব্রত (?) দুবে, সেই যিনি বিহারে রাস্তা তৈরীর করাপশন এক্সপোজ করতে গিয়ে মারা গেলেন। ফেলো আইআইটিয়ান হিসেবে এর জন্য আমার অনেক গর্ব ।
    অবশ্য এটাও মনে হয় - দূর্ভাগা সেই দেশ যার শুধু এইরকম বীরের প্রয়োজন হয়।
  • bb | 127.195.168.112 | ১৬ জুলাই ২০১২ ০৮:৩৪567497
  • এইটাই মুশকিল- আমি জানতাম লোকে এইভাবে ব্যাপারটাকে দেখবেন।
    কিন্তু দেখুন আমি ৪০ উর্দ্ধ পুরুষমানুষ হলেও মেয়েদের জন্য সংরক্ষিত কামরায় উঠলে চলন্ত ট্রেন থেকে মহিলাদের ঠেলা খেয়ে পড়ে গেলেও আমি যে আইনত ঠিক করিনি সেটা একই থেকে যায়।
    তার সঙ্গে আমাকে কেউ ঠেলে ফেলে মেরে ফেলার অপরাধকে গুলিয়ে দেওয়া সঠিক নয়।
    আমি ও আকা এইটাই মনে করিয়ে দিয়েছিলাম।
  • প্পন | 122.133.206.25 | ১৬ জুলাই ২০১২ ০৮:৪১567498
  • অরণ্যদা, সত্যেন্দ্র দুবে।
  • aranya | 154.160.5.25 | ১৬ জুলাই ২০১২ ০৮:৪৪567499
  • থ্যাংকস, প্পন। স্মৃতিশক্তিটা গেছে :-(
  • aka | 85.76.118.96 | ১৬ জুলাই ২০১২ ০৮:৪৬567500
  • ঃ)
  • pi | 82.83.87.188 | ১৬ জুলাই ২০১২ ০৯:০৬567502
  • সেভাবে দেখতে গেলে তো অনেক নাম ই আসে।
    মহেশ, সরিতা ? ক'দিন আগে শেলা মাসুদ ?
    তার আগে শঙ্কর গুহনিয়োগী ? আরো কত নাম যে জানিনা, সেটাই জানিনা। কিছু জায়গায় তো জঙ্গল রাজই চলে। নিত্য নৈমিত্তিক।
  • a x | 109.126.93.155 | ১৬ জুলাই ২০১২ ০৯:১৯567503
  • মেয়েটাকে মোলেস্ট করেছে। মেয়েটি আন্ডারএজ ড্রিন্কিং করেছে। দুটো ঘটনা যদি সম্পর্কবিহীন বলে আপনি নিজে মনে করেন, তাহলে দুটোকে ঐ কিন্তু দিয়ে জুড়ছেন কেন? তাহলে বলুন যে আপনিও আসলে সম্পর্ক টানতে চান। যারা মেয়েটিকে মলেস্ট করছিল, তারা "এই যে মদ খেয়েছে, এর মুখ ক্যামেরাতে ধর" এইধরণের বর্বর সামন্ততান্ত্রিক মানসিকতা থেকেই করেছে।

    ট্রেভর মার্টিনের খুনের কথা প্রসঙ্গে আমার সাদার্ন ল্যাবমেট বলে, ট্রেভর খুব একটা ইনোসেন্ট না, ওর আগে পুলিশ কেস আছে, মারিয়ুআনা পোজেশনের জন্য। সো এফিং ওয়াট? এর সাথে থাকে দিনে দুপুরে গুলি করার কি সম্পর্ক? কেন বার বার আসল ক্রাইমের সাথে একটা "কিন্তু" জুড়ে ভিক্টিমকে, স্পেশ্যালি যখন সেই ভিক্টিম বিশেষ লিঙ্গ বা বিশেষ বর্ণ ইত্যাদির হয়, তখনই তাকে মরালি/লিগালি/সোশ্যালি ডিসক্রেডিট, এবং তার মাধ্যমে দিয়ে ডিলেজিটিমাইসেজনের চেষ্টা?
  • aranya | 154.160.5.25 | ১৬ জুলাই ২০১২ ০৯:৪৩567504
  • মহেশ, সরিতা-র কথা ভাবছিলাম, ওদের নামগুলো কিছুতেই মনে পড়ছিল না। পরিবেশবিদ শেলা মাসুদ খুন হলেন বোধহয় গত বছর। শঙ্কর গুহনিয়োগী-র সেই সংগঠন, ছত্তিশগড় মুক্তি মোর্চা (?) কি এখনও বেঁচে আছে ? আশির দশকে ক্যালকাটা মেডিক্যাল কলেজে প্রায়ই যেতাম, অনেক গল্প শুনেছিলাম এই মানুষটির - খুন হবার পর সুমন গান বাঁধলেন - 'শঙ্কর গুহনিয়োগীর নাম ভোটার তালিকায় থাকবে না..'
    হ্যাঁ, আরও অনেক নামই আসে,ব্যক্তিগত ভাবে বা ছোট গ্রুপে অনেকেই কাজ করেছেন ও করছেন। কিন্তু বড় স্কেলে কাজ যা sustainable হবে, সেভাবে কিছু করতে গেলে মনে হয় সিস্টেমের ভেতর থেকে বা সিস্টেম-কে ইউজ করেই করতে হবে।
    এদিকে সিস্টেমের যা অবস্থা, ব্যাপক করাপশন ইঃ, খুবই ঘেঁটে যাওয়া হতাশাজনক অবস্থা।
  • Du | 127.194.192.149 | ১৬ জুলাই ২০১২ ০৯:৪৮567505
  • স্পেশালি গুয়াহাটির একটা অসুখ এভাবেও ভাবছি। বছর খানেক কি দুয়েক আগে আদিবাসী একটি মেয়েকে উলঙ্গ করেছিল ঐরকমই একদল লোক তাদের বাজারের রাস্তায় মিছিল করেছিল বলে। যখন দুতিনটে লোক একটা অন্ধকার কোনায় নয় , বরং প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে বা রাতে (জি এস রোড গৌহাটীর একটা মেন রাস্তা) শখানেক বা হাজার লোক একটা এইধরনের ঘৃন্য কাজে অংশ নেয় বা দাঁড়িয়ে দেখেও তখন সেই শহরের জাতক হিসেবে গভীর লজ্জা বোধ করছি।
  • Abhyu | 222.201.79.187 | ১৬ জুলাই ২০১২ ০৯:৫৩567507
  • আমার ধারণা, আকা আগেই বলেছে যে আন্ডার এজ ড্রিঙ্কিং আর মলেস্টেশনের মধ্যে কোনো সম্পর্ক নেই। আইনের চোখে দুটোই অপরাধ। কিন্তু ম্যাগনিচিউডের হিসেবে দুটোর কোনো তুলনাই হয় না। মলেস্টেশনের আলোচনায় আন্ডার এজ ড্রিঙ্কিং অপ্রাসঙ্গিক। কিন্তু পুরো ঘটনাটায় অন্তত আইনের চোখে নয় (সেই জন্যেই বারটা বন্ধ করে দেওয়া হয়েছে)।
  • pi | 82.83.87.188 | ১৬ জুলাই ২০১২ ০৯:৫৩567506
  • নানা, ঐ লোকজন তো ঐ ঘৃণ্য কাজে অংশ নেন নি, প্রতিবাদই করতে চেয়েছিলেন। কিন্তু করলে পুলিশি ঝামেলা হবে, নিজেরা প্রাণে মারা যাবেন, সেই ভয়ে করেননি আর কি।
  • aranya | 154.160.5.25 | ১৬ জুলাই ২০১২ ০৯:৫৮567508
  • পাই, ঐ লোকেরা মজা পাচ্ছিলেন, এনজয় করছিলেন। ভীতু লোকেরা যারা প্রতিবাদ করতে চান, কিন্তু ভয়ে করে উঠতে পারেন না, তাদের নিয়ে ঠাট্টা করতেই পার, কিন্ত তাদের আর প্রকৃত দোষীদের এক গোত্রে ফেলা যায় না, সে যতই রবীন্দ্রনাথ লিখে যান না কেন 'অন্যায় যে করে..' ইঃ।
  • pi | 82.83.87.188 | ১৬ জুলাই ২০১২ ১০:০৪567509
  • দুটো ঘটনা আইনের আওতায় এলেও, আইন একটা ঘটনা বিচারের সময় যদি অন্যটার প্রসঙ্গ না আনে ( আনলে সেটা অতি দুর্ভাগ্যজনক হবে), তাহলে আইনের চোখেও অপ্রাসঙ্গিকই। আইনের চোখে একজন অপরাধীর সাথে অপরাধ হলেও আইন দিয়েই তার বিচার হবার কথা। সেখানে সে অপরাধী কি না, সেই প্রসঙ্গ আসার কথা নয়। একজন চোরের শ্লীলতাহানি করা হলেও সেটা আইনতঃ শ্লীলতাহানি, চুরির প্রসঙ্গ নিরপেক্ষ ভাবেই।
  • pi | 82.83.87.188 | ১৬ জুলাই ২০১২ ১০:০৯567510
  • অরণ্যদা, এখানে যাঁরা দেখেও বলতে পারেননি, কীসের ভয়ে পারেননি ? ঐ কয়েকট
    এমন তো না, যে কেউ একা দেখেছেন। একা অনেকের বিরুদ্ধে যেতে হবে ( যেটা আপনার ঐ বাপি সেন কি অন্য কেসে ছিল)। অনেকে মিলে একসাথেও কিছু করা যেত না ? আর পুলিশি ঝামেলার ভয় মানে ? কোথায় কোন দেশে পুলিশি ব্যাপার মানে আলাদা হাঙ্গাম নয় ? এক্ষেত্রে এটাকে আমি অজুহাতই বলবো।
    আর এরকম যাঁরা ভয় পান, তাঁদের নিয়ে মজা করতে আমার অন্তত একটুও খারাপ লাগেনা।
  • aranya | 154.160.5.25 | ১৬ জুলাই ২০১২ ১০:১৯567511
  • ভয় বলতে আমি ঐ বাপি সেনের মত সরাসরি হামলাকারীদের বাধা দেওয়ার কথা বলছি। পুলিশে খবর তো দেওয়াই উচিত, গৌহাটির এই দুটো ঘটনার ক্ষেত্রেই।
  • pi | 82.83.87.188 | ১৬ জুলাই ২০১২ ১০:২২567513
  • আমি দুদির পোস্টের উত্তরে এই ঘটনা নিয়ে বলেছি।

    এনিওয়ে, এখানে তো পুলিশকে বলার পরেও তারা ...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন