এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গৌহাটি কেস

    Eesha
    অন্যান্য | ১৫ জুলাই ২০১২ | ৭৮০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 85.76.118.96 | ১৬ জুলাই ২০১২ ১০:২৩567514
  • আজ্ঞে যতক্ষণ না আপনি মেয়েটির বারে গিয়ে মাল খাওয়া যাস্টিফাই করছেন ততক্ষণ কিছু বলার নেই। কিন্তু এষা মানে যিনি এই টইটা খুলেছেন তিনি করেছেন। আবার বলে দিই, মেয়েটির বয়স ১৭ ধরেই আমার বক্তব্য।

    মাল খেয়েছে তাই মলেস্ট হয়েছে এই লাইনে আপনি টানতে চাইছেন কারণ চেনা লাইন, খেলতে সুবিধা, অন্য কোন কারণ নেই। অমন কল্পনা প্রসূত যুক্তি যাকিনা আমি দিই নি, জোর করে চাপালে হবে নাকি কমরেড?
  • কল্লোল | 230.226.209.2 | ১৬ জুলাই ২০১২ ১১:২৪567516
  • বারটি বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ অপরাধীদের ধরেছে ও খুঁজছে। মেয়েটিকে আইনী শাস্তি দেওয়াই যায় আইন ভঙ্গের জন্য। বোধহয় জরিমানা হবে (মদ খেয়ে গাড়ি চালালে যেমনন হয়)।
    কিন্তু সবই হলো মিডিয়া সরব হবার পরে। তার আগে পুলিশ অভিযোগই নিতে চায় নি। তার শাস্তি হবে কি?
    গৌহাটি, আমার দ্বিতীয় ঘর বলে মানি। কি হলো শহরটার!! এতো হিংস্র কেন হয়ে যাচ্ছে দিন দিন?
  • কল্লোল | 230.226.209.2 | ১৬ জুলাই ২০১২ ১১:৪৮567517
  • আজকালে দেখলাম, একজন পুলিশ সাসপেন্ড হয়েছে।
  • pi | 82.83.87.188 | ১৬ জুলাই ২০১২ ১১:৫৪567518
  • জানতে ইচ্ছা করে, পুলিশের বেসিক ট্রেনিং এ কী কী বলা থাকে বা শেখানো হয়। মানে, নিশ্চয় কোন ডুজ এন্ড ডোন্টস লিস্ট থাকাবে। কোন ক্ষেত্রে কোন কেস নিতে প্রত্যাখ্যান করলে কোন নিয়ম অনুজায়ী করে ?
  • কল্লোল | 230.226.209.2 | ১৬ জুলাই ২০১২ ১২:৩১567519
  • যে কেউ থানায় অভিযোগ লেখাতে চাইলে পুলিশ অভিযোগ নিতে বাধ্য। দুভাবে অভিযোগ নথিভুক্ত করা যায়। ১) ডায়েরী। সেখানে অভিযোগ লিখে নেওয়া হয়। কিন্তু পুলিশ সেই অভিযোগের তদন্ত করতে বাধ্য নয়। ২) FIR ফার্স্ট ইনভ্স্টিগেশন রিপোর্ট। FIR করালে পুলিশ তদন্ত করতে বাধ্য। দুক্ষেত্রেই অভিযোগকারীকে ডায়েরী বা FIRএর প্রতিলিপি দিতেও পুলিশ বাধ্য।
    কিন্তু পুলিশ অভিযোগ নথিভুক্ত করতে কিছুতেই অস্বীকার করতে পারে না।
  • শ্রাবণী | 134.124.86.27 | ১৬ জুলাই ২০১২ ১২:৫৬567520
  • এরকম ঘটনা নিয়ে খবর হচ্ছে আজকাল, সেটাই খবর, আগে এগুলো মিডিয়ায় খবর হতনা, যেমন এই অপরাধীদের ছবির পোস্টার ছাপানো.....এধরণের অপরাধে এটা নতুন ট্রেন্ড এবং এটা থাকলে খারাপ হয় না!
    মেয়েদের কথা মেয়েরাই বোঝেনা (পার্ক স্ট্রীট কাহিনী) তো ছেলেরা কোথা থেকে বুঝবে কিন্তু সত্যিটা এই যে এরকম ঘটনা এখন এদেশে মদ খাওয়া না খাওয়া, আন্ডার এজ, ওভার এজ, ভালো চরিত্র খারাপ চরিত্র, কোনো কিছুতে আর বাঁধা নেই, যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো কারুর সাথে হতে পারে......কাল আমার তোমার বাড়ির মেয়ের সাথেও...,
    তখনও লোকে যারা ঐ দুরে থেকে ভাবে আমাদের কী, তারা ওরকমই কোনো যুক্তি খুঁজে নেবে মদ খাওয়া, আন্ডার এজ ইত্যাদি.....
    দুষ্যন্ত কুমার মনে পড়ছে,
    "লোহু লোহান নজারোঁ কা জিক্র আয়া তো
    শরীফ লোগ উঠে,দুর জাকে বৈঠ গয়ে,
    ইয়হ সোচ কে কী দরখতোঁ মে ছাঁও হোতী হ্যয়
    ইঁহা বাবুল কে সায়ে মে আকে বৈঠ গয়ে"

    তথাকথিত শরীফ(ভদ্র) জনেরা চিরকালই ছায়ায় থাকতে পছন্দ শুধু তারা যেটা গাছের ঘন ছায়া ভাবে সেটা আসলে কাঁটা বন...................কেউই আমরা নিরাপদে নেই!
  • pulish | 135.20.82.164 | ১৬ জুলাই ২০১২ ১৩:০৪567521
  • আমরা অভিযোগ নিতে বাধ্য? হুঁহ!!
    দ্যাখ কেমন লাগে!

    http://www.anandabazar.com/16cal1.html
  • vb | 94.235.72.35 | ১৬ জুলাই ২০১২ ১৩:১৫567522
  • বাপি সেনের হত্যাকাণ্ড নিয়ে বাণী বসুর একটা গল্প পড়লাম। ইন্টারেস্টিং প্রশ্ন করেছেনঃ প্রায় সবাই সেই মেয়েটিকে দোষী প্রতিপন্ন করেছে কোনো সাক্ষ্য দিতে এগিয়ে না আসার জন্য। অথচ ঘটনার আরও একজন সাক্ষী ছিল- একজন পুরুষ, যে মোটরসাইকেলটি চালাচ্ছিল। সে কেন সাক্ষ্য দিতে এগিয়ে আসে নি? তার না এগিয়ে আসা নিয়ে এতো হৈচৈ নেই কেন?
  • কল্লোল | 230.226.209.2 | ১৬ জুলাই ২০১২ ১৪:০৪567524
  • যারা বাপী সেনকে মেরেছে, তারা বা তাদের বাবারা ঐ ছেলে-মেয়েটাকে কিছু সদুপদেশ দিয়েছে। বড়োদের কথা অমান্য করতে নেই, তাই ওরা আর পুলিশে যায় নি। এই আর কি।
  • a x | 109.53.143.181 | ১৬ জুলাই ২০১২ ১৮:২৬567525
  • আকা বোধহয় পুরো ঘটনাটা এখনও জানেনা। যারা মেয়েটিকে মোলেস্ট করেছিল, তারা কি বলছিল জেনে এসে তারপর আবার এষার পোস্ট পড়ে কমেন্ট কর।
  • b | 135.20.82.165 | ১৬ জুলাই ২০১২ ১৮:৫২567526
  • আমি একটা গল্প শুনলামঃ লোকালদের মুখে। শোনা যাচ্ছে মেন যে সাংবাদিকের ক্যামেরায় ঘটনাটি ধরা পড়েছে, সে প্রথমে বার থেকে বেরোনো মাত্র মেয়েটিকে গিয়ে বলে 'যাবি নাকি'? মেয়েটি উল্টে একটি চড় মারে। তার পরের ঘটনা টিভিতে সবাই দেখেছেন।

    ঐ সাংবাদিক রিজাইন করেছেন সংশ্লিষ্ট চ্যানেল থেকে।
  • aka | 178.26.215.13 | ১৬ জুলাই ২০১২ ১৮:৫৬567527
  • বোঝো!!! মলেস্টররা কি বলেছিল তার ওপরে বেস করে তক্কো?

    ঐ লোকগুলোর বক্তব্যকে সত্যি ধরে সেটাকে কোশ্চেন করা?
  • সৌম্য | 151.0.11.43 | ১৬ জুলাই ২০১২ ১৯:০১567528
  • চল্লিশ মিনিট ধরে ভিডিও করেছে যে সাংবাদিক তাকে গণপিটুনি দেয়া উচিত।
  • sinfaut | 131.241.218.132 | ১৬ জুলাই ২০১২ ১৯:৩৬567529
  • একটাই কথা বলার, মলেস্টারদের ক্যালানি দেওয়ার কথা উঠলে সব থেকে আগে আগ বাড়িয়ে ক্যালানি দিতে এগিয়ে যাবে ঠিক ঐ মলেস্টারগুলোর মত লোকজনই। মানে প্রতিকার শুধু আটকে থাকবে একটা জঘন্য ক্রাইমের থেকে আরেকটা জঘন্য ক্রাইমের সাইকল-এ। আর ক্রিমিনালরা প্রতিটা ঘটনায় নিজেদের সুখ বাড়িয়ে যাবে।
  • sinfaut | 131.241.218.132 | ১৬ জুলাই ২০১২ ১৯:৩৮567530
  • তাহলে প্রতিকারের উপায় কী আপনি বলুন টাইপের কোশ্চেন করবেন না, আমার শুধু ভয় হয় এই আচমকা যা-খুশি-হয়ে যেতে পারে ধরনের মব মেন্টালিটি টাকে, যেকোনো মূহুর্তে যে কেউ ভিক্টিম হয়ে যেতে পারি, অর্থহীনভাবে লাশ হয়ে যেতে পারি।

    ....মানে, ইসে, খুব অর্থভাবে যদিও জ্যান্ত আছি তা বলতে পারিনা।
  • aranya | 154.160.226.53 | ১৬ জুলাই ২০১২ ২০:৫২567531
  • সাহসের ব্যাপার-টা ভাব্ছিলাম। জঙ্গলে কেন যেন ভয় করে না, মানুষের জঙ্গলে কি হবে। দে যে ঘটনাটার লিঙ্ক দিলেন, একজন মানুষ আরেকজনকে মারছে - সেক্ষেত্রে মনে হয় থামাতে যাব। কিন্তু গণপিটুনির ক্ষেত্রে বা গণমলেস্টেসনের ক্ষেত্রে একা প্রতিবাদের সাহস থাকবে কি ? বলা কঠিন। বন্ধুবান্ধব থাকলে, বা আরও কয়েকজনকে সাথে পেলে চেষ্টা করব নিশ্চয়ই।
  • a x | 138.249.1.194 | ১৬ জুলাই ২০১২ ২১:২৪567532
  • আকা এখনও কি জান কি বলছিল, নাকি স্রেফ তর্ক করার জন্যই তর্ক করছ? যদি জানতে তাহলে হয়ত তোমার কমেন্টের সাথে কিছু মিল পেতে।

    মেয়েটির বারে গিয়ে মাল খাওয়া যাস্টিফাই কিনা ইত্যাদি তো এইধরণের কমেন্ট থেকেই আসে। "হ্যাঁ মলেস্ট করেছে খুব খারাপ, কিন্তু আন্ডারএজ ড্রিন্কিংও বেআইনী"। পার্কস্ট্রীটের ঘটনা বেআইনী নয়, কিন্তু খারাপ চরিত্র, অত রাতে কি করছে ইত্যাদি। গল্পটা একই। ঐ একটা "কিন্তু" জুড়ে "শি ওয়াস আস্কিং ফর ইট" টাই একটু ভদ্র ভাবে পেশ করা।
  • aka | 178.26.215.13 | ১৬ জুলাই ২০১২ ২১:৩৯567535
  • অক্ষর এই স্ট্যাণ্ডটা অতীব বিরক্তিকর। হয় উগ্রপন্থীদের পক্ষে নয়ত আম্রিগার সৈন্যদের পক্ষে। আমি যদি বলি উগ্রপন্থীদের আসল রেজের কারণটা বুঝতে হবে, তাহলেই আমি উগ্রপন্থীদের সাধারণ মানুষ মারার পক্ষে। নতুন কিছু না, সমস্ত এক্সট্রিম মতামতেই এগুলো থাকে। একদিকে বুশ, অন্যদিকে স্টালিন।

    এদেরই চাপে ঢাকা পড়ে যায় যে একদেশের উগ্রপন্থী অন্যদেশের দেশপ্রেমিক। লিবারালাইজেশনের নামে আণ্ডারএজ ড্রিংকিং এর প্রতি একটু আদুরে ভালোবাসা। কারণ মেয়েটি মলেস্ট হয়েছিল। মেয়েটি মলেস্ট হয়েছিল তাই ঐ বারের মালিকের প্রতি অ্যাকশন নেওয়া যাবে না, মেয়েটি মলেস্ট হয়েছিল তাই গৌহাটিতে আণ্ডারএজ ড্রিংকিং চলবে, মেয়েটি মলেস্ট হয়েছিল তাই তাকে হাল্কা করে আইন মনে করিয়ে দেওয়া যাবে না, তালিবানরা ৯/১১ ঘটিয়েছে তাই সমস্ত আফগানদের বাড়ি উড়িয়ে দিতে হবে। যেকোন ঘটনা অনেক শেড নিয়ে আসে, শুধু এক্সট্রিমিস্টরাই নিজেদের পছন্দ মতন অবস্থান নিয়ে বাকিগুলো উড়িয়ে দেয় যার থেকেই শুরু হয় পরবর্তী সমস্যা, কিন্তু বেঁচে থাকে ফিল গুড ফিলিং।

    এ অতীব আশ্চর্য্য তক্কো। যা বারে বারে বলছি বলি নি তাই জোর করে বলবে। তুমি বলো নি কিন্তু মনে মনে ভেবেছ মেয়েটি আস্কড ফর ইট, কারণ তোমার বক্তব্য লুম্পেনদের বক্তব্যের কাছাকাছি। আফগানিস্তানের সাধারণ মানুষ মনে করে আম্রিগা খারাপ, তালিবানরাও মনে করে আম্রিগা খারাপ, অতএব আফগানিস্তানের সাধারণ মানুষ = তালিবান। আজব।
  • a x | 138.249.1.202 | ১৬ জুলাই ২০১২ ২১:৪৯567536
  • এটা তো তোমার ট্যাকটিক বলেই দেখে এলাম এদ্দিন, লোকের বক্তব্যকে এক্সট্রিমে নিয়ে যাওয়া। এখানে কে পক্ষ আর কে বিপক্ষ? আন্ডারএজ ড্রিন্কিংএর সাথে লিবেরালইজেশনের কি সম্পর্ক? নাকি লিবেরাল হওয়ার কথা বলছ? তো সেটা তো চেষ্টা করে হওয়া যায়না, কেউ কেউ হয়, কেউ কেউ হয়না।

    এইযে ওপরের কথাগুলো - এর একটাও কোথাও আমার বলা বলে দেখাতে পারবে কি? আন্ডারএজ ড্রিন্কিংএর প্রতি ভালোবাসা কোন পোস্টে? বারের মালিকের এগেনস্টে অ্যাকশন নেওয়া যাবেনা কোন পোস্টে? না পারলে তোমার এই নিজের ইচ্ছে মত এক্স্ট্রাপোলেশনগুলো কি আবার পরে উইথড্র করবে?

    চোরকে পিটিয়ে মারার পর কেউ যদি বলে হ্যাঁ পিটিয়ে মারা খুব অন্যায় কিন্তু চুরি করাও খারাপ - এর উত্তরে যদি কেউ বলে চুরি করা না করা বিসাইড্স দ্য পয়েন্ট, তারমানে সে চুরির প্রতি আদুরে ভালোবাসা জানাচ্ছে?

    হ্যাঁ, মেয়েটি মলেস্ট হয়েছে তাই তাকে নিয়ে আলোচনায় আন্ডারএজ ড্রিন্কিং মনে করিয়ে দেবার একটাই উদ্দেশ্য, যে তারও দোষ আছে। হ্যাঁ এর সাথে ঐ মিনিস্কার্ট, ঐ চটুল ব্যবহার, ঐ রাত দুটোয় বাড়ির বাইরে, এগুলো একেবারে এক মানসিকতা প্রসূত।

    আর এবার তাইলে মার্ক্স আসেনি, স্টালিন এসেছে ঃ-))
  • a x | 138.249.1.202 | ১৬ জুলাই ২০১২ ২১:৫৪567537
  • ঐ ছেলেগুলোর মধ্যে যারা মেয়েটিকে মলেস্ট করেছে, তারাও বারে ছিল। তারাও আন্ডারএজ। তাদের এই আন্ডারএজ ইত্যাদি কি আশ্চর্যজনক ভাবে কথাপ্রসঙ্গে একবারও আলোচনায় আসছেনা ঃ-)
  • aka | 178.26.215.13 | ১৬ জুলাই ২০১২ ২১:৫৫567538
  • আমি তো বলিনি তুমি বলেছ আণ্ডারএজ ড্রিংকিং ঠিক। আমি বলেছি মেয়েটি মলেস্ট হয়েছে তাই সেই প্রসঙ্গ তোলা মানে তুমি লুম্পেনদের সমকক্ষ, কারণ তারাও বলেছে।
  • aka | 178.26.215.13 | ১৬ জুলাই ২০১২ ২১:৫৬567539
  • অক্ষ, তাদের বয়স আমি কোন কাগজে দেখি নি। তাদের অপরাধ এতই গুরুতর যে আণ্ডারএজ ড্রিংকিং তার কাছে নস্যি। একজন খুনী ড্রাংক ড্রাইভিং করার মতন।
  • a x | 138.249.1.194 | ১৬ জুলাই ২০১২ ২১:৫৭567540
  • তারা কি বলেছে আর তুমি কি বলেছ, পাশাপাশি রাখ একবার।
  • a x | 138.249.1.194 | ১৬ জুলাই ২০১২ ২১:৫৮567541
  • রাইট! কাম টু দ্য পয়েন্ট। কাজেই আন্ডারএজ ড্রিন্কিং ইস নট দ্য পয়েন্ট অফ কন্টেন্শন! প্রিসাইজলি।
  • pi | 82.83.87.188 | ১৬ জুলাই ২০১২ ২২:০৭567542
  • আমি এটাই কাল খুঁজছিলাম।ছেলেগুলোর বয়স কোথাও দেওয়া আছে কিনা। আর দেখছিলাম,তাই নিয়ে কেউ প্রশ্ন তোলে কিনা ঃ)

    আমি এখনো বুঝিনি, এই আন্ডারএজ ড্রিঙ্কিং এই আলোচনায় আদৌ আসবে ক্যানো ? মেয়েটি আরো হাজারটা বেআইনি কাজ করে থাকতে পারে। সেগুলোও এই আলোচনায় আসে না। সেটা সচেতনভাবেই এই মোলেস্টেশন সংক্রান্ত বা মত্ত বলেই মলেস্টেশন কেন, সেই প্রশ্ন তুলে শুরু করা আলোচনা থেকে বাদ দেওয়া হবে, এমন একটা দুরাশা ছিল।
    এনিওয়ে, প্রথম দিনই লিখেছিলাম, মেয়েটিরই দোষ। কারণ সে মত্ত ছিল। আণ্ডারেজ হোক না হোক ঃ)

    এককের দেওয়া লিঙ্ক থেকে ঃ
    On 9 July, when local news channel Newslive aired the footage of the beastly assault of a mob on a teenaged girl outside a Guwahati pub, the focus of the topic was not the dignity of women or their safety. It was about drunken girls indulging in unruly behaviour in public.

    “Angered by the fracas caused by two inebriated girls on the busy GS Road, people beat up the duo this evening to teach them a lesson. They even went to the extent of tearing the clothes of one of them” — this is a rough translation of what the Newslive anchor said in Assamese while explaining the footage to the shocked viewers.

    টই স্টার্টারের প্রশ্নটা এখানেই ভ্যালিড। সেই প্রশ্নের উত্তরে আণ্ডারএজ ড্রিঙ্কিং ঢুকিয়ে দেওয়া ....
  • aka | 178.26.215.13 | ১৬ জুলাই ২০১২ ২২:১৮567543
  • কিন্তু টইয়ের স্টার্টার পড়ে আমার মনে হয়েছে এর সাথে মেয়েরা কেন বারে যাবে না সেইসব প্রশ্ন তোলা হয়েছে। ইয়েস প্রিসাইজলি দ্যা পয়েন্ট অফ কন্তেশ্নন। টইটা মলেস্টেশনের ঘটনার জন্য খোলা হয় নি, খোলা হয়েছে নারীরা পুরুষের সমান অধিকার পেল কিনা, নারী বারে গিয়ে মাল খেলে আমাদের সমাজের জাত চলে গেল কিনা। সেক্ষেত্রে বলার ছিল আন্ডারএজ ড্রিংকিংয়ের আবার নারী পুরুষ কি?

    ছেলেগুলো যদি আণ্ডারএজ ড্রিংকিং করে থাকে তাহলে তাদেরও আইনমতন ব্যবস্থা নেওয়া হবে।

    তবে মাক্কালি, যে লোকটার ছবি বারবার দেখছি সে আণ্ডারএজ হলে নিজের বয়স সম্বন্ধে শ্রদ্ধা বাড়ল।

    আর এক কথা বলতে পারছি, ড্র্যাগড ফার টু মাচ। এরপরে হয়ত গুয়াহাটি পুলুশ আমাকে মলেস্ট করার প্ররোচনায় ডেকে পাঠাবে। বাই দা ওয়ে স্টালিনের পাশে বুশের নামটা চোখে পড়ল না? পসন্দ আপনা আপনা। ঃ)
  • aka | 178.26.215.13 | ১৬ জুলাই ২০১২ ২২:২০567544
  • **সরি নেওয়া হবে না, নেওয়ার দাবী জানালাম।
  • একক | 24.99.80.171 | ১৬ জুলাই ২০১২ ২২:২২567546
  • খুব দুঃখজনক হলেও আশংকা এই যে ভবিষ্যত এ নর্থ ইস্ট এর দিক গুলোতে এরকম ঘটনা আরও বাড়বে । মাতৃতান্ত্রিক এবং মাতৃপ্রধান অঞ্চলের পুরুষরা বহুদিন ধরে ফুঁসছে । সিনেমা-সিরিয়াল-কাগজ হয়ে পিতৃতন্ত্র তাদের চেতনা শুদ্ধির শুভদাযীত্ব নিয়েছে । বর্ডার এরিয়া তে এরকম ঘটনা দেখেছি। বাড়বে আরও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন