এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গৌহাটি কেস

    Eesha
    অন্যান্য | ১৫ জুলাই ২০১২ | ৭৮০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 82.83.87.188 | ১৬ জুলাই ২০১২ ২২:৩২567548
  • শুশু পিতৃতন্ত্র ? এগুলোও পড়ছিলাম।
    Last March, a girl from Mizoram was brutally beaten up in a Guwahati neighbourhood by a group of local women who were subsequently assisted by a couple of men. In the city to attend a wedding, the girl’s fault was that she lost her way to the guesthouse where she was putting up and knocked on a door in the neighbourhood to ask for directions. The women who thrashed her claimed that she reeked of alcohol. They resented that the victim spoke in English and was strangely (read affluently) dressed.
  • aranya | 154.160.226.53 | ১৬ জুলাই ২০১২ ২২:৩২567547
  • এধরণের ঘটনা কি শুধু উত্তর-পূর্বে ঘটছে না কি সারা দেশেই ঘটছে ? সেক্স স্টার্ভড জনতা, সিনেমা-সিরিয়ালের প্রলোভন, উস্কানি, কাজ কর্ম না থাকায় হাতে বজ্জাতি করার জন্য অঢেল সময় - এ সব তো প্রায় সারা ভারতের ক্ষেত্রেই প্রযোজ্য।
  • একক | 24.99.80.171 | ১৬ জুলাই ২০১২ ২২:৩৬567549
  • অরণ্য
    ঘটছে সারা দেশেই কিন্তু যে অঞ্চলগুলোতে মাতৃতন্ত্র ছিল ,মেয়েদের গায়ে হাত তলার কথা ভাবাই যেত না সেখানকার পরিবর্তন টা খানিকটা দেখেছি তো। অদ্ভুত ভাবে পাল্টে যাচ্ছে সব । কিছুটা সিনেমা-সিরিয়াল কিছুটা ইন্ডাস্ট্রিয়ালাইসেশন এর হাত ধরে ।
  • pi | 82.83.87.188 | ১৬ জুলাই ২০১২ ২২:৩৯567550
  • অবশ্য বলা যেতে পারে, ঐ মেয়েদের মাল খাওয়াটা অন্যায়, সেই একই মানসিকতা থেকেই এই মিজোরামে মহিলাদের ঐ ম্যেটিকে পেটানো।

    তবে যে লেখাটায় এটা পেলাম (http://www.firstpost.com/india/guwahati-molestation-this-is-really-a-fight-between-many-indias-377896.html), সেখানে আরেক্টা অ্যাঙ্গল দেখানোর চেষ্টা করছে। দুই ভারতের ক্ল্যাশ। আমি অবশ্য সেটার সাথে পুরো একমত নই
  • Nina | 22.149.39.84 | ১৬ জুলাই ২০১২ ২২:৫০567552
  • ঈশা না এষা? ইনিশিয়াল কি " ই সে চৌ" ??
  • ranjan roy | 24.99.116.227 | ১৬ জুলাই ২০১২ ২৩:০০567553
  • ডে'র পোস্ট পড়ে লিখছি। আরো আছেন।
    লুরু নিবাসিনী এক মহিলা এমনি ভাবে দামী নতুন গাড়িতে ভীড়ের মধ্যে টাচ হয়ে যাওয়ার অপরাধে একজন ট্যাক্সি ড্রাইভারকে মার খেতে দেখে বেসবল ব্যাটের সামনে ঝাঁপিয়ে পড়ে ওকে বাঁচান, কেড়ে নেয়া গাড়ির চাবিটি গরীব ড্রাইভারকে ফেরৎ দিতে বাধ্য করেন। তারপর গাড়ির মহিলা ও পুরুষেরা ওনার ওপর ঝাঁপিয়ে পড়লে উনি বুদ্ধি করে বলেন---- আমি একজন আই এ এস ট্রেনি। এক্ষুণি ফোন করে তোমাদের গাড়ির নম্বর নোট করাচ্ছি। আমার গায়ে হাত তুলে তোমরা বাঁচবে না।
    তখন বীরপুঙ্গবেরা পালায়।
    উনি নিজের নাম প্রকাশ করতে চান না বলে লিখলাম না।
  • nina | 22.149.39.84 | ১৬ জুলাই ২০১২ ২৩:০৫567554
  • এই লুরু নিবাসিনী কে আমার অভিনন্দন!
  • Ishan | 202.43.65.245 | ১৬ জুলাই ২০১২ ২৩:১০567555
  • এইবার যেগুলো হবেঃ

    সারা ভারতের বিভিন্ন জায়গায় বার ইত্যাদির উপর নানাপ্রকার বিধিনিষেধ আরোপ করার চেষ্টা করা হবে। কলকাতায় কয়েকবছর আগে ফরমান ছিল, যে, কোনো একলা মহিলা বার-কাম-রেস্তোরায় গিয়ে ড্রিংক অর্ডার করতে পারবেন না। এখনও সেই ফরমান আছে কিনা জানিনা(তুলে নেবার কোনো খবর তো পাইনি)। এবার আরও সফিস্টিকেটেড কায়দায় এই জাতীয় নতুন কিছু ফরমান জারি করা হবে। জাতীয় বা বিজাতীয় স্তরে। বার/নাইটক্লাবের সামনে কম বয়সী ছেলে-মেয়েরা ভিড় করলে পুলিশ ধরে বাম্বু দেবে।

    এইসব হবে।
  • Ishan | 214.54.36.245 | ১৬ জুলাই ২০১২ ২৩:১১567354
  • কিন্তু আমি যে শুনেছিলাম, লুরুতে এইসব হয়না, হলেও বিরল? লুরু বাসীরা জানান।
  • aka | 85.76.118.96 | ১৬ জুলাই ২০১২ ২৩:১২567355
  • শেষটায় আপত্তি কি? মানে লিগাল এজ ভেরিফাই করলে?
  • প্পন | 122.133.206.25 | ১৬ জুলাই ২০১২ ২৩:১৫567357
  • * যার্তা না, যারা
  • প্পন | 122.133.206.25 | ১৬ জুলাই ২০১২ ২৩:১৫567356
  • লুরুর ট্যাক্সি ড্রাইভাররা র‌্যাশ ড্রাইভিং করে না এমনটা গরীব বা বড়লোক কোন ট্যক্সি ড্রাইভারের জন্যই সত্যি না। তাদের প্রোফেশন তাদের এমন ভাবে চালাতে বাধ্য করে সেইটা জানি যদিও।

    কথাটা হল যেইখানে যার্তা দলে ভারি তারা আইন নিজের হাতে তুলে নেবে। এটাই নিয়ম হয়ে গেছে। এইখানে ট্যাক্সি ড্রাইভার একা ছিল, তারা যখন সংগঠিত ভাবে থাকে তখন আক্রান্ত আর আক্রমণকারীর অবস্থান পাল্টে যায়।

    যে মহিলা সাহসের কাজটি করলেন (উপশ্থিত বুদ্ধি অনুযায়ী ঠিকই করেছেন না হলে ভীতুরা পালাত না আর না পালালে বোঝা যেত ভীতু না) তিনিও লক্ষ্যণীয় ভাবে পুলিশ না ডেকে নিজের পদমর্যাদার ব্যবহার করলেন।

    এইবার কেউ পুলিশ ডাকে না কেন ইত্যাদি চুলচেরা তর্কে এইবার টইটা চলে যেতে পারে। তার জন্য আগাম মাপ চেয়ে রাখলাম।
  • Ishan | 214.54.36.245 | ১৬ জুলাই ২০১২ ২৩:১৯567359
  • লিগাল এজ পঁচিশ হলে আপত্তি আছে। নইলে ভেরিফাই করলে কী আপত্তি? ভেরিফাই করে ঢুকতে না দিলে দেবেনা। বাম্বু দিলে আপত্তি।

    যেমন কলকাতার পুলিশ পার্ক টার্কে সন্ধ্যের পরে ছেলে-মেয়ে একত্রে দেখলেই ম্যারেজ সার্টিফিকেট দেখতে চায়। যেন বে না হলে একসঙ্গে বসা যায়না। আর বে হলে লোকে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে ঘোরে। :)

    অবশ্য এখন ছেলে-মেয়েরা এইসব বাজে ঝামেলা থেকে বাঁচার জন্য মল-টলে গিয়ে বসে। ভালই করে।
  • প্পন | 122.133.206.25 | ১৬ জুলাই ২০১২ ২৩:১৯567358
  • গুয়াহাটির ঘটনায় আরো একটা অ্যাংগল আছে বলে আমার মনে হয়েছে, সেইটা লিখছি পরে।
  • Ishan | 214.54.36.245 | ১৬ জুলাই ২০১২ ২৩:২১567360
  • নানা। র‌্যাশ ড্রাইভিং না। অ্যাক্সিডেন্টের পর লুরুতে লোকে ড্রাইভারকে ক্যালায় কিনা জানতে চাইছিলাম। কে যেন লিখেছিলেন, দক্ষিণ দিকে এসব গণপিটনি বিরল।
  • aka | 85.76.118.96 | ১৬ জুলাই ২০১২ ২৩:২২567361
  • হ্যাঁ লিগাল এজ ২৫ হলে আমারও অসুবিধা। হ্যাঁ পুলিশ বাম্বু দিলেও আপত্তি, আসলে বারকে অ্যাকাউন্টেবল করা উচিত। বারকে হেবি ফাইন করলেই বারগুলোই ব্যবস্থা নেবে। কিন্তু সে কি আর হবে, টেবিলের নীচে দিয়ে কয়েকটি ৫০০ টাকার নোটই কাফি।
  • kc | 188.61.96.29 | ১৬ জুলাই ২০১২ ২৩:২৬567362
  • একটু আগে এনজিওতে দেখাল গোটা দশেক সিংহি অন্য একটা দলছুট সিংহিকে ঘিরে ধরে আস্তে আস্তে মেরে ফেলল। একেবারে গণপিটুনির মতন। আমরা মানে পূর্ব-ভারতের লোকেদের মধ্যে জন্তুনেসটা বোধ হয় বেশী। কোনও ভৌগলিক / জিনগত কারণ আছে মনে হয়।
  • Ishan | 214.54.36.245 | ১৬ জুলাই ২০১২ ২৩:২৮567363
  • পার্ক স্ট্রিট এসপ্ল্যানেড এসব ক্যাট এলাকা বাদ দিলে শহরতলীর অর্ধেক "বার"ই বে-আইনী। লিগাল মদের দোকানের চেয়ে ইল্লিগালি মদ বেচা ওষুধের দোকানগুলোর সংখ্যা অনেক গুণ বেশি।
    এই যেখানে অবস্থা, সেখানে কিসের ফাইন, আর কিসের ব্যবস্থা।
  • প্পন | 122.133.206.25 | ১৬ জুলাই ২০১২ ২৩:৩০567365
  • (ঈশান, তোমার পোস্টের উত্তরে লিখিনি। ওটা রঞ্জনদাকে বলা।)

    লুরুতে এই মুহূর্তে দক্ষিণের লোক ক'জন? বাইরের কত কত লোক মাইগ্রেট করেছে! যদিও এর মানে এই না বাইরের সব লোক এসে শহরটাকে দূষিত করে দিচ্ছে। মানেটা এরকমও দাঁড়ায় যে শহরের অনেক ভূমিপুত্রই এই হঠাৎ পাল্টে যাওয়া সময়ের সাথে শাইনিং ইন্ডিয়ার জাঁকের সাথে পাল্লা দিতে না পেরে প্যাসিভ অ্যাগ্রেসিভ হয়ে পড়ে। ফিল্মস্টার রাজকুমারের মৃত্যুর পরে শবযাত্রায় লোকজন হঠাৎ করে ভাঙচুর করতে শুরু করে, ইনক্লুডিং ইনফোসিসের এমপ্লয়ি ভর্তি বাস, তা তো এমনি এমনি না।

    এখ্ন হতে পারে লুরুতে শাইনিং ইন্ডিয়ার বৈভব ট্রিকল ডাউন করেছে বেশি, সাধারণ লোকের জন্য প্রচুর এমপ্লয়মেন্ট অপারটুউনিটি তৈরি হয়েছে (বুদ্ধবাবু যেমনটি বলেছিলেন সিঙ্গুরে কারখানা হলে প্রচুর দারোয়ানের দরকার পড়বে, এইখানে সেইটা হাজার লক্ষগুণ বেশি যদিও) তো লোকের ক্ষোভের বহিঃপ্রকাশ তুলনামূলক ভাবে কম। কলকাতায় এসব হয়নি তো লোকে এমনিতেই মারমুখী হয়ে থাকে।

    আরেকটা পয়েন্ট হল, উত্তরের জাঠ বেল্টের তুলনায় দক্ষিণের লোক অনেক ভদ্র ও কম জেনোফোবিক। প্রাদেশিক মন্তব্য হয়ে গেল, বাট কান্ট হেল্প ইট।
  • একক | 24.99.80.171 | ১৬ জুলাই ২০১২ ২৩:৩২567367
  • ইম্মরাল ট্র্যাফিকিং একট তো ওই মর্কট মেক্কুলে তার তৈরী । ঐটার জন্যেই পুলিশ এর সাহস হয় ছেলেমেয়েদের বিরক্ত করার ।
  • Ishan | 214.54.36.245 | ১৬ জুলাই ২০১২ ২৩:৩৪567368
  • হ্যাঁ, এইটাই পপুলার উইসডম, যে, দক্ষিণের লোকেরা রাজনৈতিক ভাবে হিংস্র না। ড্রাইভার ক্যালানোতেও পোক্ত না। খালি ফিল্ম স্টার বলতে পাগল। রজনীকান্তের সিনেমা শুরুর আগে ধুপ-ধুনো দিয়ে পুজো করে। আর নায়ক মরলে দলে দলে লাঠো-সোঁটা নিয়ে বেরিয়ে আসে। ভাবখানা বাঙ্কারে বসা হিটলারের মতো। স্বপ্নই যদি মরল, তাহলে আর বাকি জার্মানদের বেঁচে থেকে লাভ কি, ও ব্যাটাদের আর টিকে থাকার অধিকার নেই ... এরকম হাবভাব। :)
  • Ishan | 214.54.36.245 | ১৬ জুলাই ২০১২ ২৩:৩৬567369
  • ধুর। পুলিশের হুজ্জুতির জন্য কোনো আইনেরই দরকার নেই। ইমমরাল ট্রাফিক অ্যাক্টেরও না। ছিঁচকে চুরির কেস দিলেই বা আটকাচ্ছে কে? :)
  • san | 24.96.74.93 | ১৬ জুলাই ২০১২ ২৩:৩৯567371
  • অফটপিক। আমি মন টন খারাপ হলে কখনো সখনো একা একা মাল খেতে গেছি তো কোলকাতায়। ফরমান টরমান কিছু শুনিনি। গত এক দু বছরের কথা। (এখন সে দোকানগুলি ব্যতিক্রম কিনা তা অবশ্য বলতে পারবনা।)
  • প্পন | 122.133.206.25 | ১৬ জুলাই ২০১২ ২৩:৩৯567370
  • কে বলল রাজনৈতিকভাবে হিংস্র হতে পারে না? ডিএমকে অধিপতি করুণানিধির এক সন্তানের দলবল মিলে তার ভাইয়ের খবরের কাগজের অফিসে ভাঙচুর অগ্নিসংযোগ করেছিল সেইটা খবরের কাগজ খুললেই দেখতে পাবে। কারোর কোন বালেও টোকা পড়েনি সেইটা অন্য কথা।
  • প্পন | 122.133.206.25 | ১৬ জুলাই ২০১২ ২৩:৪১567372
  • আর দক্ষিনের রাজ্যগুলোর বেসিক হেলথকেয়ার বা প্রাথমিক শিক্ষার কাঠামো ইত্যাদি পূর্ব বা উত্তরের থেকে ভালো এইটা তো মানবে?
  • pi | 138.231.237.6 | ১৬ জুলাই ২০১২ ২৩:৪২567374
  • এদিকে কাল একটা জিনিস পড়ে ঘেঁটে গেছি। এককের ইম্মরাল ট্রাফিক অ্যাক্টের কাথায় মনে পড়লো। এখানেই বলে দি।
    ফেবু গ্রুপে কাল একজন এটা দিয়ে গেছেন,
    "Say No to Prostiution
    No one wishfully chooses it.
    We want proper rehabilitation.
    23rd July,12.00 p.m
    Rally from Phoolbagan mor to Swabhumi
    Durbar Mohila Samiti is going to organise an international sex workers festival on 21-27th of July at Swabhumi.The main objective of this program is to support corporates and govt project of legalising this profession.This cannot be a profession of one's wish,We CLAIM TO ABOLISH THIS PROFESSION AND WANT PROPER REHABILITATION.We have decided to organize a protest demo on 23rd July in front of Swabhumi.Please be present on that day at 12 noon,at Foolbagan Bata,from where we'll start a rally towards Swabhumi.Please come and raise your voice.
    Antorjatik Naridibosh Shotoborsho Udjapon Mancha"

    দুর্বারের নামটা দেখে অবাক হয়ে গেলাম। কারণ দুর্বারের স্ট্যান্ড তো এর উল্টো। প্রস্টিটুইশন উঠিয়ে দেবার দাবি তুলছে দুর্বার !
    কল্লোলদাকে এটা দেখাতে কল্লোলদাও অবাক। আর বল্লো, এটার নাম বলছে, 'দুর্বার মহিলা সমিতি'। আসল দুর্বার তো 'দুর্বার মহিলা সমন্বয় কমিটি'/

    কেসটা কী, কেউ জানে ?
  • pi | 138.231.237.6 | ১৬ জুলাই ২০১২ ২৩:৪৩567376
  • ঐ সিসিটিভির ঘটনা দঃ ভারতেরই না ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন