এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গৌহাটি কেস

    Eesha
    অন্যান্য | ১৫ জুলাই ২০১২ | ৭৮২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 214.54.36.245 | ১৬ জুলাই ২০১২ ২৩:৪৫567377
  • অ্যাকচুয়ালি আমার পক্ষে সিঙ্গল ওম্যান হওয়া হেবি চাপ (মানে ছদ্মবেশ না ধরলে) :)। ফলে প্রত্যক্ষ অভিজ্ঞতা নাই। তবে এই নিয়ে অনেকদিন আগে খবরের কাগজে হেবি হৈচৈ হয়েছিল। খুঁজলে পাওয়া যাবে। সেই সূত্রেই বললাম।
  • পুলিশের বন্ধু | 24.99.80.171 | ১৬ জুলাই ২০১২ ২৩:৪৭567379
  • হ্যা , সেই আরকি । এই প্রসঙ্গে :

    নোনাডাঙ্গা কান্ড নিয়ে আমার এক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিলো সেই সময় এ । সে স্পেশাল ব্রান্চ এ । বারবার ডিফেন্ড করছে ;
    কোনো মিটিং এর পারমিশন ছিলনা । ওরা এপ্লিকেশন করেছিলো সভা কর্বে বলে সেই কাগজটা বারবার প্রেস কে দেখাচ্ছে ! পুরো মিথ্যাচার।

    পুলিশ বাচ্চাদের আটক করেনি । "এই এই ওঠ" করে ঠেলে ভ্যান এ তুলে দিয়েছে মিছিলকারী রা । মিছিলে বাচ্ছা নিয়ে আসে নর্মালি ? এটা ফাঁসানোর জন্যেই করা ।

    আমি বল্লুম : তোরা ইচ্ছে করে "পারমিশন " আটকে রাখবি বলে কি প্রতিবাদ আটকে থাকবে ?

    মেনে নিচ্ছি খবর করার জন্যে বাচ্ছা দের ভ্যান এ তুলে দিয়েছে । তোরা যখন চোরাই রিভলবার পকেট এ ঢুকিয়ে দিস । গাঁজা র বস্তা ব্যাগ এ ঢুকিয়ে কেস খাওয়াস । সমস্ত থানায় গাঁজা আর হেরোইন এর স্টক রাখা থাকে এই জন্যে । সেগুলো কি ? স্টেট এর শয়তানির বিরুদ্ধে লড়তে গেলে শয়তানি ছাড়া হবে ?

    এই হলো পুলিশ । নেহাৎ ছোটবেলার বন্ধু ।নইলে হয়তো আম্মো জেলে থাকতুম।
  • mob | 223.210.236.146 | ১৬ জুলাই ২০১২ ২৩:৪৭567378
  • সমস্যা হল কর্ণাটক তো শুধু বেঙ্গালুরু নয়, যেখানে খালি মিথ তৈরি হবে। চিকবাল্লাপুরও কর্ণাটকেঃ

    http://in.news.yahoo.com/nine-lynched-two-karnataka-villages-163349890.html



    অথবা অন্ধ্রপ্রদেশ, যেখানে শুধু হায়দ্রাবাদ নেইঃ

  • pi | 138.231.237.6 | ১৬ জুলাই ২০১২ ২৩:৫০567380
  • প্পন বা আর কেউ, ম্যাঙ্গালোরের পাবের ঘটনা নিয়ে স্থানীয় লোকজনের কীরকম কী বক্তব্য ছিল, কিছু জানো ?
  • Ishan | 202.43.65.245 | ১৬ জুলাই ২০১২ ২৩:৫৩567382
  • গৌহাটি তে বেরোনো মিছিলের ছবি দেখলাম কোথায় যেন। ফেসবুকেই হবে। স্পষ্ট বোঝা গেলনা। দেখলাম কচি কচি কটি মেয়ে বড়ো বড়ো ব্যানারে কটা ছেলের মুখের ছবি ছাপিয়ে "ওদের ফাঁসি হোক" বলে হাঁটছে। দেখে কেমন লাগল। এ কি সত্যিই ফাঁসি দেবার মতো ঘটনা?

    কী অদ্ভুত এই দুনিয়া। প্রথমে কটা ছেলে প্রকাশ্য রাস্তায় একটা একলা মেয়েকে শারীরিক লাঞ্ছনা করেই চলে করেই চলে। লোকে দেখেই চলে দেখেই চলে। টিভিতেও ছবি যায়। কিন্তু কেউ কিছু বলেনা। মুচকি হেসে পাশ কাটায়। কিংবা কে জানে, মজাও নেয় হয়তো।

    তারপর সর্বভারতীয় মিডিয়ায় খবর হয়। জেগে ওঠে জাগ্রত বিবেক। এবারে বিবেকবানরা ফাঁসি চেয়ে মিছিল করেন। প্রচুর লোকে পা মেলায়। হাতের কাছে পেলে এরা মনে হয় ছেলেগুলোকে পিটিয়েই মেরে ফেলবে। আর বাকি জনতা, তারা এখন সমাজসচেতন, তারা সেই মারাও দাঁড়িয়ে দেখবে। মুচকি হেসে পাশ কাটাবে। কিংবা মজাও নেবে।

    হিংস্রতা ভারি মজার জিনিস।
  • san | 24.96.74.93 | ১৬ জুলাই ২০১২ ২৩:৫৩567381
  • ওইজন্যই তো গত এক দু বছর মেনশন করে দিলাম।
  • প্পন | 122.133.206.25 | ১৬ জুলাই ২০১২ ২৩:৫৪567383
  • না।
  • pi | 138.231.237.6 | ১৬ জুলাই ২০১২ ২৩:৫৮567385
  • হ্যাঁ, এবারে এই ছেলেগুলো ধরা পড়লে আর পব্লিকের হতে পড়লে হয়তো গণপিটুনিই খাবে। তখন এই মেয়েটির ড্রিংক করার তথ্যের মত ছেলেগুলির মোলেস্টেশনের ফ্যাক্ট স্টেট করা হবে।
  • aka | 178.26.215.13 | ১৬ জুলাই ২০১২ ২৩:৫৮567384
  • আইনত সমস্ত অপরাধের বিচার হওয়াই মনে হয় উপায়।
  • aka | 178.26.215.13 | ১৬ জুলাই ২০১২ ২৩:৫৯567387
  • ইউটিউবে ব্রাউজ করতে করতে কয়েকদিন আগে হঠাৎই চেন্নাইয়ের একটি কলেজের ছেলেদের মারামারির ভিডিও দেখলাম। সে কি ভয়ানক। পুলিশের চোখের সামনে একটা ছেলেকে টেনে নিয়ে পেটাল, হয় ছেলেটা অজ্ঞান নয়ত মরেই গেল। আমি ব্রুসলি হলেও ওর মধ্যে যেতাম না, বলেই দিতে পারি।
  • Ishan | 202.43.65.245 | ১৭ জুলাই ২০১২ ০০:০২567388
  • আইন? একে তো ভারতের বেশিরভাগ আইনই মান্ধাতার আমলের। সেই ১৮৬০ সাল রেঞ্জের। তার উপর আদালত। সেখানে দিনকে রাত ও রাত্রিকে ইন্দো বানানো যায় :)। তার উপর কেসের পাহাড়। লোকে এমনিতেই বিচারের অপেক্ষা করতে করতেই দু-দশ বছর জেল খেটে নেয়। এর সঙ্গে উকিলের ফি। তার উপর পুলিশ। ওরে বাবা। :)
  • aka | 178.26.215.13 | ১৭ জুলাই ২০১২ ০০:০৪567389
  • এইযে সেই ভিডিও।



    (অত্যন্ত ভায়োলেন্ট ভিডিও)

    ঈশান, নইলে আর কি উপায় জানা নেই। অবশ্যই একদিনে হবে না। কিন্তু জোর বোধহয় সেদিকেই হওয়া উচিত।
  • san | 24.96.74.93 | ১৭ জুলাই ২০১২ ০০:১০567390
  • ম্যাঙ্গালোরের ঘটনার পরে আমার অফিসে(সেটা লুরুতে) খুব hush-hush attitude লক্ষ্য করেছিলাম। প্রসঙ্গটা কেউ তুললেই আলতো করে অন্য কথায় চলে যেত লোকজন। আমার মনে হয়েছিল ওরা অনেকেই এটা নিয়ে আলোচনায় কম্ফর্টেবল না। মনে আছে , কেননা আমার মনে হয়েছিল কোলকাতা হলে নানাবিধ বক্তব্যের ঝড় বয়ে যেত।
  • a x | 138.249.1.194 | ১৭ জুলাই ২০১২ ০০:১১567391
  • Durbar Mohila Samiti is going to organise an international sex workers festival on 21-27th of July at Swabhumi.The main objective of this program is to support corporates and govt project of legalising this profession.This cannot be a profession of one's wish,We CLAIM TO ABOLISH THIS PROFESSION AND WANT PROPER REHABILITATION.

    মনে হয়, এইভাবে পড়তে হবে - কর্পোরেট ও সরকার প্রস্টিট্যুশন কে লিগালাইজ করছে, দুর্বার তাদের সাপোর্টে স্বভূমিতে একটা প্রোগ্র্যাম করবে। আন্তর্জাতিক নারীদিবস শতবর্ষ উদ্‌যাপন মঞ্চ এর প্রতিবাদে মিছিল করবে।
  • pi | 138.231.237.6 | ১৭ জুলাই ২০১২ ০০:১৭567392
  • রাস্তায় এরকম কোন ঘটনা হচ্ছে। সেটায় বাধা দিতে যাওয়া কি আইনকে নিজেদের হাতে তুলে নেওয়া ?

    কী অদ্ভুত ব্যাপার, লোকজন হয় অন্যদের ভয়ে সঙ্ঘবদ্ধ ভাবে ( গুয়াহাটির মতন কেস, যেখানে অনেক লোকজন উপস্থিত রয়েছেন) প্রতিবাদ জানাবে না, আটকানোর কোন চেষ্টা করবে না । এর মধ্যে ভয়ও থাকতে পারে, মজা দেখাও, এরকম ঘটনা এনজয় করাও, ঝামেলা এড়িয়ে চাইতে চলাও।
    এদিকে যখন একটা পকেটমার, কি ধরা যাক একজন মোলেস্টারও ধরা পড়লো, মানে সে একাই, আর কিছু ক্ষতি করার জায়গায় নেই, পুলিশের হাতে তাকে তুলে দেওয়া যেতেই পারে, তখন তার উপর দল বেঁধে ঝাঁপিয়ে পড়ে হাতের সুখ করে নেবে।এবং সুখটা বেশিরভাগ সময়ই মেরে না ফেল্লে হয়না।
    সংখ্যায় যারা বেশি, তারা অন্যদের উপর ওভারপাওয়ার করছে, সেটা তো একটা ফ্যাক্টর। কিন্তু এই দুটো সেট ওভারল্যাপিং হলে একটা প্রশ্ন জাগে। যে লোকগুলো ঝামেলা এড়ানোর জন্য , গা বাঁচিয়ে চলতে চেয়ে প্রথমোক্ত ঘটনায় চুপ করে রইলো, তারা দ্বিতীয় কেসে গণপিটুনিতে অংশ ন্যায় ?
  • pi | 138.231.237.6 | ১৭ জুলাই ২০১২ ০০:২০567393
  • কিন্তু অক্ষদা, "We CLAIM TO ABOLISH THIS PROFESSION "?

    "Say No to Prostiution
    No one wishfully chooses it" ?

    এটা তো দুর্বার বলে না।
  • র২হ | 208.175.62.19 | ১৭ জুলাই ২০১২ ০০:৩৪567394
  • এটা তো বলছে 'আন্তর্জাতিক নারীদিবস শতবর্ষ উদযাপন মঞ্চ'
  • pi | 138.231.237.6 | ১৭ জুলাই ২০১২ ০০:৪০567395
  • ওহ। ওকে। এটা স্বভূমিতে দুর্বারের ফেস্টিভালের প্রতিবাদে নিছিল করছে।
    এই আন্তর্জাতিক নারীদিবস শতবর্ষ উদযাপন মঞ্চই ক'দিন আগে পিঙ্কিকে নিয়ে কনভেনশনটা করেছিল। তাতে এমন লোকজনও ছিল যাঁরা দুর্বারের সাথে যুক্ত। তাই এরা প্রতিবাদ করবে, এটা ভাবিনি।
  • pi | 138.231.237.6 | ১৭ জুলাই ২০১২ ০১:১৯567396
  • এবং যদ্দুর জানি, এই মঞ্চে অনেক বামপন্থী সংগঠনের জনগণ আছেন। এখনো এই ইস্যুতে এই স্ট্যাণ্ড ? মেয়েদের মদ খাওয়া কি ইন জেনেরাল মদ খাওয়া , পাব কালচার নিয়ে একসময় তো অনেক বামপন্থী দলের ভালমতন ট্যাবু ছিল। কে জানে, এখন কী মত।
    পার্ক স্ট্রীট কাণ্ডে মমতা ঐ সব স্টেটমেন্ট না দিলে, ও নিয়েই বা বিরোধিতা আসতো কি ? কে জানে। এমনিতেও ঐ বিরোধিতা মূলতঃ শহরের একাংশের মধ্যেই। ঠিকঠাক একটা সার্ভে করলে হয়ত দেখা যেত, অধিকাংশ মানুষই ঐ 'কিন্তু' টা দিয়ে ঐ রাতে কেন একা মেয়ে পাবে মার্কা প্রশ্নগুলি জুড়ছেন। এই গুয়াহাটি কেসেও এই কিন্তু টা বেশিরভাগ লোকেই জুড়বেন। এখন মিডিয়ার হাওয়ার দাপটে সামনে সেভাবে না বল্লেও। আর মিডিয়াতে এভাবে আসার আগেও ( সেটা ঐ মিডিয়া রাইভ্যালরির কারণেই হোক না কেন) অনেকে সেটাই ভাবছিলেন। ঐ ম্যাঙ্গালোরের পাবের ঘটনা নিয়ে ব্যাঙ্গালোরের আপিসের মতন কম প্রতিক্রিয়া হয়তো কোলকাতার আপিসে হবেনা, কিন্তু ঐ একটা সেকশনের বাইরে কতজন কিছু বলেছে ব বলবে সন্দেহ আছে। বল্লেও ঐ মিডিয়ার তোলা হুজুগের ঠ্যালায় যতটা হয়। ঐ ক্ষেত্রে ঘটনা টা বানরবাহিনী ঘটিয়েছিল, সেটাও কোলকাতার লোকজনের প্রতিবাদের একটা কারণ ছিল।
  • কল্লোল | 230.226.209.2 | ১৭ জুলাই ২০১২ ০৯:০২567398
  • ম্যাঙ্গালোরের পাবের ঘটনা নিয়ে ব্যাঙ্গালোরে ভালোই হৈচৈ হয়েছিলো।
    একটা মিছিল হয়েছিলো। তাতে প্রায় শ তিনেক মানুষ ছিলেন। তৃতীয় লিঙ্গের উপস্থিতি ছিলো লক্ষ্য করার মতো। ওঁরা স্লোগান লিড করছিলেনও।
    একটা পাব ভরো হয়েছিলো। নোটিশ দিয়ে মেয়েরা দলে দলে পাবে গেছিলো।
    একটা ফ্রি হাগ হয়েছিলো। কাবেরীর মোড়ে "হাগ মি" পোস্টার নিয়ে দাঁড়ানো মানুষদের পথচলতি মানুষেরা বুকে জড়িয়ে ধরছিলেন।
    গৌহাটির ঘটনা নিয়ে "সাইলেন্স ইজ ভায়লেন্স" নাম দিয়ে একটা প্রতিবাদ করার কথা হ্চ্ছে। সময় ও জায়গা ঠিক হয়ে গেলে জানাবো।
  • কল্লোল | 230.226.209.2 | ১৭ জুলাই ২০১২ ০৯:০৪567399
  • * হচ্ছে
  • pi | 138.231.237.6 | ১৭ জুলাই ২০১২ ০৯:০৬567400
  • আর শহরের উপকণ্ঠের লোকজন ? ওখানকার ভূমিপুত্র যাঁরা, তাঁদের কী মতামত ছিলো ? শহরে তো বোধহয় বেশিরভাগই অন্য জায়গা থেকে।
    এমনিতে কন্নড় পরিবারে রক্ষণশীলতা কীরকম?
  • কল্লোল | 230.226.209.2 | ১৭ জুলাই ২০১২ ১০:০৮567401
  • ব্যাঙ্গালোরে বসে কন্নড় পরিবারের মূল্যবোধ নিয়ে বলা আমার অধিকারের বাইরে। ব্যাঙ্গালোরে যেসব কন্নড়/তামিল/মালায়ালী/তেলেগু বন্ধু আছে তারাও প্রতিবাদে শামিল ছিলো। তবে তারা নিঃসন্দেহে সংখ্যালঘু।
    ম্যাঙ্গালোরে ঘটনা দুটো ঘটেছিলো। একটা পাবে মেয়েদের উপর হামলা। আর একটা একটি ছেলে বাসে তার মেয়ে বন্ধুর কাঁধের ওপর হাত ত্রেখে বসেছিলো। তাতে রামসেনা তাকে প্রচন্ড মেরেছিলো। এই দুটো ঘটনারই প্রতিবাদ হয়।
    ব্যাঙ্গালোর/ম্যাঙ্গালোর বড় শহর। তাই এখানকার মানুষের মানসিকতা দিয়ে কন্নড় মূল্যবোধ মাপা যায় না। আবার কন্নড় মূল্যবোধ বলে একটা কিছুও হয় না। টুলুরা আলাদা (ঐশ্বরিয়া টুলু), কোঙ্কনীরা আলাদা(বিজয় মালিয়া কোঙ্কনী), কুর্গীরা আরও আলাদা(জেনারেল কারিয়াপ্পা কুর্গী)। কাজেই...................
    তবে হ্যাঁ, সাধারনভাবে ব্যাঙ্গালোরের স্থানীয় লোকজন শান্ত। ওদের ক্ষেপতে গেলে দুটো কারন লাগে, ১) ফ্লিমস্টারের মৃত্যু ২) কাবেরীর জলবন্টন। এছাড়া কোন কিছুতে খুব হেলদোল নেই।
    বছর পাঁচেক আগে একবার ব্যাঙ্গালোরে কন্নড়-অকন্নড় হাওয়া তোলার চেষ্টা হয়েছিলো। বাইরের লোকেরা এসে চাকরী নিয়ে নিচ্ছে.............। কিন্তু দানা বাঁধে নি।
  • Du | 127.194.196.203 | ১৭ জুলাই ২০১২ ১০:১৫567402
  • মেয়েদের মদ খাওয়া নিয়ে সমানাধিকারের দাবি তোলাটা একটু কেলো। আগে জানতাম না, বাকীরা নিশ্চয়ই জানো যে মদ ব্যপারটা ছেলেদের চেয়েও মেয়েদের স্বাস্থ্যের পক্ষে বেশি খারাপ।
  • কল্লোল | 230.226.209.2 | ১৭ জুলাই ২০১২ ১০:১৬567403
  • আগামী ২৬ তারিখ, বৃহষ্পতিবার বেলা ১১টা নাগাদ টাউন হলের সামনে জমায়েৎ। গৌহাটিতে সাম্প্রতিক নারী নিগ্রহের প্রতিবাদে।
    যারা আসতে চাও, ছুটি নিয়ে এসো। অয়োজক সিটিজেন্স এগেনস্ট ভায়লেন্স। আয়োজকরা কাজের দিনেই প্রতিবাদ করবেন, যাতে যারা আসবেন তারা সিরিয়াস বলেই আসবেন। এটা তাদের মত। আমি একমত নই। তবে, আমি যাচ্ছি।
    একটা চার্ট পেপারে নিজের পোস্টার নিজে লিখে আনলে ভালো হয়।
  • b | 135.20.82.164 | ১৭ জুলাই ২০১২ ১২:২০567404
  • একটু অপ্রাসংগিক।
    তবে উত্তর পূর্ব ভারতের মোটামুটি নির্ভরযোগ্য কাগজ এটি। পড়ে দেখতে পারেন।

    http://sevensisterspost.com
  • pinaki | 148.227.189.9 | ১৭ জুলাই ২০১২ ১২:২৬567405
  • দুর্বার তো বরাবরই প্রস্টিটিউশন লীগালাইজ করার পক্ষে। আর কলকাতার বামপন্থী নারীবাদীরা মোর অর লেস তার বিরুদ্ধে। এটা নিয়ে গুরুতে একটা ডিবেট হোক। ;-) আমি ডিবেটটা কলকাতার বামপন্থী নারীবাদীদের কাছে পৌঁছে দেব দায়িত্ব নিয়ে। তাদের দিয়ে লেখানোরও চেষ্টা করতে পারি এখানে।
  • কল্লোল | 230.226.209.2 | ১৭ জুলাই ২০১২ ১২:২৮567406
  • আগেও দেখেছি। ভালো খবর। সত্যিই ভালো খবর।
  • pinaki | 148.227.189.9 | ১৭ জুলাই ২০১২ ১২:২৯567407
  • একটা সুতো খুলে দিলাম।
  • pi | 82.83.87.188 | ১৭ জুলাই ২০১২ ১৮:৩৯567409
  • পিনাকীদা, হ্যাঁ, তোমার বক্তব্যই আশা করছিলাম। রূপদিদের কিছু লেখাপত্তর আছে আমার কাছে ঃ)

    একটু মেইল দেখো। চটপট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন