এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গৌহাটি কেস

    Eesha
    অন্যান্য | ১৫ জুলাই ২০১২ | ৭৮১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সুশান্ত | 127.198.58.225 | ১৭ জুলাই ২০১২ ২০:২১567410
  • ভরা গ্রীষ্মে পরিবার নিয়ে যাই কোথায়, গেছিলাম কলকাতা দিঘা। বেড়াতে।ফিরে এলাম আজ সকালে। কিন্তু বেড়ানোর সমস্ত আনন্দ মাটি করে ওদিকে দেখলাম পিঙ্কিকে নিয়ে নোংরামো, এদিকে সন্ধ্যে রাতে এক কিশোরীকে গণ পিটুনি। গত কয়েকদিনে অন্তত দশটি নারী নিপীড়নের সংবাদ পড়তে হলো। তাঁর মধ্যে দু'টো পশ্চিম বাংলার শিক্ষিকার ঘটানো কাণ্ড।সংবাদ মাধ্যমকে একদিকে যেমন প্রতিবাদের মুখপত্র অন্যদিকে শাসক অভিভাবক হয়ে উঠতেও দেখলাম। আজকেই অসমের যুগশঙ্খের সম্পাদকীয় পড়ুন! মেয়েদের খানিক সংযত হবার সুপরামর্শ দিচ্ছে। কালই দেখলাম হরিয়ানার খাপ পঞ্চায়েতে হিন্দুমুসলমান মুরব্বীরা একজোট হয়ে মেয়েদের ঐ একই পরামর্শ দিচ্ছে। কাগজ টিভিগুলো কি আমাদের খাপ-পঞ্চায়েত! ওদিকে এরাই তালিবানের নামে ছি! ছিক্কার দেয়!
  • a x | 138.249.1.202 | ১৭ জুলাই ২০১২ ২০:৫৬567411
  • দু, বিয়ে করা ছেলেদের থেকেও মেয়েদের স্বাস্থ্যের পক্ষে বেশি ক্ষতিকারক। ভাট বকছিনা। এটা একটা ওয়েল ডকুমেন্টেড ফ্যাক্ট।
  • aranya | 154.160.226.53 | ১৭ জুলাই ২০১২ ২১:৩৭567412
  • এটা লেখার জন্য ক্যালানি খেতে হতে পারে, তাও সত্যের খাতিরে এই সরলামতি প্রশ্ন-টা করেই ফেলি - মাল খাওয়া নামক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক অভ্যাস-টি ব্যান করলে (মানে ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই আর কি) , ক্রাইম রেট কি কমে ? গুজরাতের স্ট্যাট কি ?
    নাকি তাতে বেআইনী মদের কনসাম্পশন আরও বেড়ে যাবে?
  • aka | 178.26.215.13 | ১৭ জুলাই ২০১২ ২১:৪৬567413
  • বিয়ে করা মেয়েদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারকটা ইন্টারেস্টিং। একটু বিশদে লেখা যাবে?
  • গান্ধী | 213.110.243.22 | ১৭ জুলাই ২০১২ ২১:৫৬567414
  • @অরণ্যদা থেন্কু ক্রোশ্নোটা করার জন্য। আমার সাহস হচ্ছিলনা।
  • ranjan roy | 24.96.154.43 | ১৭ জুলাই ২০১২ ২২:৩২567415
  • অপ্পন,
    উনি( লুরুবাসিনী) আই টিতে চাকরি করেন। পদমর্য্যাদার ব্যবহার করেন নি, উপস্থিত বুদ্ধি খাটিয়েছিলেন। উনি আমার বন্ধু। ঘটনাটা আমাকে মেইল করে জানানোর পর আমার বড় মেয়েকে দেখাই।
    সে বলে -কি ভয়ংকর! বাবা, তুমি বেসবল ব্যাট হাতে তুলে দেখেছ? ওর মার! উনি মরেও যেতে পারতেন। খুব বেঁচেছেন।
    আমি হলে এত সাহস দেখাতে পারতাম না। সরে গিয়ে লোকেশন জানিয়ে ১০০ বা কন্ট্রোল রুমের নাম্বার নিয়ে ফোন করতাম। ওনার সত্যিই সাহস আছে।
  • Du | 127.194.213.32 | ১৭ জুলাই ২০১২ ২২:৫২567416
  • অক্ষ ঃ)। সেও পড়েছি, কিন্তু তখন দেরী হয়ে গেছে ঃ)
  • aka | 85.76.118.96 | ১৭ জুলাই ২০১২ ২৩:১১567417
  • এইটা একটু শেয়ার করা যাবে?
  • pi | 82.83.87.188 | ১৭ জুলাই ২০১২ ২৩:২৬567418
  • এদিকে পড়েছিলাম, বিয়ে করা ছেলেদের স্বাস্থ্যের জন্য ভাল। অতএব গঃ রঃ র মোডে বলতে হয়, ছেলেদের হিতার্থে মেয়েদের এই যে মহান আত্মত্যাগ ইঃ ঃ)
  • aka | 85.76.118.96 | ১৮ জুলাই ২০১২ ০৬:৫০567420
  • আরে কোথায় কবে কে এটা প্রমাণ করলেন কেউ বলে না। কোন ডকুমেন্ট আছে কি? দেশ, কাল, বয়স নির্বিশেষে এমন রেজাল্ট খুবই কাউন্টার ইন্টিউটিভ।
  • গাড়ল | 192.73.4.33 | ১৮ জুলাই ২০১২ ১৪:১৩567424
  • ১০টা (মদ্যপ?) নারী আমাকে ধরে বেদম ক্যালালে "পুরুষ নির্যাতন" নিয়ে সভা হবে তো ?
  • কল্লোল | 230.226.209.2 | ১৮ জুলাই ২০১২ ১৬:৩৬567425
  • সে পুরুষটি যদি অভিযোগ করেন, তবে লিচ্চয় হবে।
  • PT | 213.110.243.23 | ১৮ জুলাই ২০১২ ১৬:৫২567427
  • সব মিলিয়ে দেশটা কি তালিবানদের খপ্পরে চলে যাচ্ছে?
  • কল্লোল | 230.226.209.2 | ১৮ জুলাই ২০১২ ১৭:০০567428
  • তালিবানই ভবিষ্যত, তাতে আর সন্দো কি।
    পবয়ে সিপিএমের সাথে চা খাবেন্না
    উপ্রতে/হরিয়ানাতে মেয়েরা রাস্তায় বেরোবেন্না
    উপূতে মেয়েরা সব ঢেকে পোষাক পরবেন
    বাকি ছিলো নারী কমিশন - সেও বলে দিলো পশ্চিমী বাঁদরামো চলবেন্না

    একটা কৌতুহলদ্দীপক খবর। http://www.anandabazar.com/18khela1.html
    খাপ পঞ্চায়েৎ ফতোয়া দেওয়া সত্ত্বেও এই মেয়েটি কুস্তি চালিয়ে গেলো কি করে? যেভাবেই হোক। টুপি খুলে সেলাম মেয়েটি ও তার পরিবারকে।
  • Du | 127.194.201.244 | ১৮ জুলাই ২০১২ ১৯:২৪567429
  • আকা, এটাও বেরিয়েছে যে সংসারের আর্থিক দায়িত্ব নিতে গিয়ে ছেলেরা মেয়েদের চেয়ে কম বাঁচে, মানে কম বেঁচে এসেছে চিরকাল। তো, হিসাব বরোবর ঃ)।
  • aka | 178.26.215.13 | ১৮ জুলাই ২০১২ ২০:০২567431
  • আরে এই রেজাল্টগুলো কোথায় বেরিয়েছে সেটাই দেখতে চাইছি।

    আমার ইনটিউশন অনুযায়ী ঠিকঠাক বিয়ে হলে লোকের বেহিসেবী জীবন যাপন কমে। মদ, সিগ্রেট, অন্যান্য নেশা কমে, স্বাস্থ্য সচেতনতা বাড়ে। ছেলেমেয়ে হলে আরও বেটার হয়। অবশ্য দেশকাল ভেদে এই রেজাল্ট অন্যরকম হতে পারে। তাই তোমরা যা বলছ সেটা আমার কাউন্টার ইন্টিউটিভ। দেখতে চাইছি।
  • a x | 109.16.10.106 | ১৮ জুলাই ২০১২ ২০:১৪567432
  • আকা, পরে লিখব। এখন কিঞ্চিৎ কাবু। কিন্তু দেখা গেছে যে বিবাহিত পুরুষ অবিবাহিত পুরুষদের থেকে অনেক বেশিদিন বাঁচে। অন্যদিকে বিবাহিত মেয়ে আর অবিবাহিত মেয়েদের লন্জিভিটির দিক দিয়ে লেস বা খুব একটা তফাৎ নেই। এছাড়া আরো হেল্থ ইন্ডিকেটর আছে। বিয়েতে মেয়েরা স্ট্রেস্স অ্যাবসোর্বারের কাজ করে, আর ছেলেদের কাছে বিয়ে স্ট্রেস রিলিজার।

    বাকি ডিটেলে পরে লিখব।
  • aranya | 154.160.226.53 | ১৯ জুলাই ২০১২ ০৪:১৮567433
  • জাতীয় মহিলা কমিশন কি আদিবাসী মেয়েদের ওপর অত্যাচারের ক্ষেত্রে কোন স্টেপ নেয় - বস্তার ইঃ জায়গায় ?
  • কল্লোল | 125.241.62.253 | ১৯ জুলাই ২০১২ ০৬:৪৯567434
  • গৌহাটির সাম্প্রতিক নারী নির্যাতনের প্রতিবাদে ব্যাঙ্গালোরে জমায়েৎ ২৬ জুলাই, বেলা ১১টায়, এমজি রোডের গান্ধী মূর্তির সামনে।
    যারা পারবে চলে এসো। জানি বৃহষ্পতিবার সকালবেলা বেশ চাপের ব্যাপার। কিন্তু আয়োজকেরা ঐ দিনই করবেন, ছুটির দিন করবেন না।
  • aka | 85.76.118.96 | ১৯ জুলাই ২০১২ ০৮:১০567435
  • গণধোলাই, রাস্তায় ঘাটে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদের কথা বলেছেন অনেকে।

    অন্যের কথা ছেড়ে দিন, নিজের প্রতি ঘটা অন্যায়ের প্রতিবাদ করে এই অবস্থা।

    http://www.anandabazar.com/archive/1120718/18desh7.html
  • pi | 147.187.241.7 | ১৯ জুলাই ২০১২ ০৮:২২567436
  • এখানেও দিয়ে দি তাহলে।উপরের কেসটা নিয়ে ঃ
    http://www.facebook.com/groups/takyabagishdebishyajay/461085847243244/
    ?ref=notif¬if_t=group_activity#!/photo.php?fbid=268725136561713&set
    =a.150926221674939.23478.146695925431302&type=3&theater
  • pi | 147.187.241.7 | ১৯ জুলাই ২০১২ ০৮:৩২567437
  • অরণ্যদার জন্য এটা রইলো। যদিও এক্ষেত্রে অভিযুক্ত পুলিশ নিজেই।

    সোনি সোরির অ্যাকাউণ্ট। .." After repeatedly giving me electric shocks, my clothes were taken off. I was made to stand naked. (Superintendent of Police) Ankit Garg was watching me, sitting on his chair. While looking at my body, he abused me in filthy language and humiliated me. After some time, he went out and (…) sent three boys. (They) started molesting me and I fell after they pushed me. Then they put things inside my body in a brutal manner. I couldn’t bear the pain and I was almost unconscious. After a long time, I regained consciousness (…) By then, it was already morning."

    আর সরকার ও হিউম্যান রাইটস কমিশন যা করেছে ।
    Failure of Authorities and Human Rights Commissions
    -----------------------------
    Nearly three months after the Koltaka medical report, activists told Human Rights Watch that the Chhattisgarh state government has yet to file even a first information report and start an investigation into torture by the police. Despite the clear risk that such an investigation of the Chhattisgarh police by its own ranks could be biased, the Indian central government has failed to initiate any independent investigation. On the contrary, in January 2012, the President of India awarded Ankit Garg, the police officer Soni Sori identified as being involved in her torture, the police medal for gallantry.

    According to activists involved in this case, the Chhattisgarh State Human Rights Commission, headed by a former police officer, has not initiated any inquiry. Even though human rights commissions in India have the power to initiate action suo motu (on their own motion), they have used the pretext that the case is sub-judice (pending in a court) not to investigate. The commission has also failed to order follow-up medical treatment for Soni Sori.

    অ্যামনেস্টি ইন্টারন্যাশানাল কিছু করছে।
    মহিলা কমিশন কিছু করেছে বলে আমার অন্তত জানা নেই।
  • aranya | 154.160.226.53 | ১৯ জুলাই ২০১২ ২১:৩১567438
  • সোনি সোরি-র একটা ইন্টারভিউ শুনেছিলাম, গুরু-তেই লিঙ্ক পেয়েছিলাম বোধহয়।
    গভীর আঁধার শুধু চারিদিকে...
  • Lama | 127.194.241.210 | ২১ জুলাই ২০১২ ১৫:২৭567440
  • অরন্যদার 17 Jul 2012 -- 09:37 PM
    এর পোস্টটা মিস করে গিয়েছিলাম।

    গুজরাটে কাজ করার অভিজ্ঞতা (১৯৯৮-৯৯ এর কথা) থেকে বলছি- ওখানে মদ বেচাকেনা বারণ শুধু খাতায় কলমে। সুরাট, ব্রোচ (ভরুচ) বা আমদাবাদে মদ কলকাতার তুলনায় সহজলভ্য, মাতাল এবং মাতলামিও কলকাতার চেয়ে বেশি।
  • pi | 82.83.90.116 | ২১ জুলাই ২০১২ ২০:৩৫567442
  • In a reference to the July 10 molestation incident in Guwahati, Madhya Pradesh Industries Minister Kailash Vijayvargiya on Saturday said that the safety of women and respect accorded to them depended on how well they behaved and the dignity with which they carried themselves.
    "When we accept traditions in this country, we will then see its positive effects. I always request women to have a respectful character, respectful attitude, and dress respectfully. If they do so then there will be no problems in society," he said.
    He added, "Women should behave in such a way so that other people treat them with respect. Their fashion, lifestyle and conduct should be in accordance with Indian culture," further saying that they should not wear clothes which "provoke" others.
    "Women should dress in such a way that they invoke respect in others. However, unfortunately women are dressing provocatively, which is leading to deviation in society," he said.

    অবশ্য যেখানে মহিলা কমিশন থেকেই এরকম বিবৃতি দেওয়া হয়, সেখানে তো ...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন