এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কোথায় থাকি? হানু উবাচ

    Abhyu
    অন্যান্য | ১৫ আগস্ট ২০১২ | ৮৫৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 82.83.82.13 | ২৪ আগস্ট ২০১২ ১০:১২570604
  • আর নইলে অভ্রতে লিখুন। বা, বেনার্ফাদা যা বল্লো।

    আর কপি পেস্টে অসুবিধে হলে মামুর গিগল সার্চের ট্রান্সলিটারেট অপশন ঠিক হওয়া অব্দি অপেক্ষা করুন। কিন্তু তখনো তো আপনার অসুবিধা হচ্ছিল ঃ(
    আশা করি, মামু এবার সার্চের পুরো নির্দেশাবলী টাঙিয়ে দেবে।
  • Ishan | 60.82.180.165 | ২৪ আগস্ট ২০১২ ১০:১৪570606
  • গিগল সার্চ? :)
  • Ishan | 60.82.180.165 | ২৪ আগস্ট ২০১২ ১০:১৪570605
  • হুঁঃ আমাকে কালো খাতার ভয় দেখাচ্ছেন রঞ্জনদা। কত কালো খাতাতেই উঠলাম। :)

    সার্চের বাংলাটা ঠিক করে দেব। কদিনের মধ্যেই।
  • pi | 82.83.82.13 | ২৪ আগস্ট ২০১২ ১০:১৮570607
  • অমন হয়। আমির পাশে তুমি থাকলে অমন হয়।
  • pi | 82.83.82.13 | ২৪ আগস্ট ২০১২ ১০:৩৯570608
  • আই মিন, আইয়ের পাশে ইউ।
  • Ishan | 60.82.180.165 | ২৪ আগস্ট ২০১২ ১০:৪৮570609
  • :)
  • kumu | 132.160.159.184 | ২৪ আগস্ট ২০১২ ১১:৩০570610
  • রঞ্জনদা,আপনার যা চাই,ভাটিয়ালিতে লিখে দেবেন,আমি খুঁজে দিতে চেষ্টা করব।দিনের বেলা(সকাল ১১-সন্ধে ৮)।
  • ranjan roy | 24.99.63.193 | ২৪ আগস্ট ২০১২ ১১:৪১570611
  • পাই, চেষ্টা করছি। ফাফ ভার্সন ৪।২ আছে। সেইটা খুলে লিখবো?
    আর কপি-পেস্ট পারব মনে হয়। দেখি।
    নইলে কুমু ভরসা। ঠিক করে দিলে ঈশানের নাম কালো নয়, লাল বইয়ে তুলবো।
  • pi | 82.83.82.13 | ২৪ আগস্ট ২০১২ ১১:৫০570612
  • ফাফর সাথে কিছু নাই।

    আপনার যা চাই, সেটা ভাটিয়া৯ কি টইতে তে লিখে আর পোস্ট করতে হবেনা। ওটাই পেস্ট করতে হবে সার্চে। ভাটিয়া৯ কি টইয়ের জানলার লেখাটা ডানদিক থেকে, মানে বাংলা ভার্শনটা কপি ক'রে।
  • ranjan roy | 24.99.63.193 | ২৪ আগস্ট ২০১২ ১১:৫২570614
  • ইয়েস্‌ ইয়েস্‌! পেরে গেছি। আসলে ব্যাপারটা এত সোজা সেইজন্যেই বুঝতে পারছিলাম না।ঃ)))) পাইকে ধন্যবাদ এত সহজ করে বুঝিয়ে দেয়ার জন্যে। আর কুমু-মামু-আরফু সবাইকে ধন্যবাদ সহৃদয়তার সঙ্গে জলের বালতি এগিয়ে দেয়ার জন্যে।
  • pi | 82.83.82.13 | ২৪ আগস্ট ২০১২ ১১:৫৩570615
  • ঃ)
  • ranjan roy | 24.99.63.193 | ২৪ আগস্ট ২০১২ ১১:৫৬570616
  • মনটা এত ভাল হয়ে গেছে যে খাস ময়মনসিংহের উপভাষায় একটি কথোপকথন( আগে কস্তুরী মুখুজ্জে কে নিজের আওয়াজে টেপ করে পাঠিয়েছিলাম) পিডিএফ করে পাঠাচ্ছি,( বুলবুলের যোগ্য নয়,) ঘটিমেয়ের নিজের মনে হাসার জন্যে।
  • pi | 82.83.82.13 | ২৪ আগস্ট ২০১২ ১১:৫৭570617
  • আরো সহজ হয়ে গেছে। মামু ঠিক করে দিয়েছে।
    এখন কপি পেস্ট ও লাগবেনা। ওখানে ইংরাজী হরফে লিখে এন্টার মারলেই বাংলা চলে আসবে, নানারকম বানানের অপশন দেখাবে।
    যার যেটা সহজ লাগবে ...
  • pi | 82.83.82.13 | ২৪ আগস্ট ২০১২ ১১:৫৮570618
  • মুখুজ্জে, না বসু ?
  • kumu | 132.160.159.184 | ২৪ আগস্ট ২০১২ ১২:১৩570619
  • আমিও চাই ওটা।
  • kumu | 132.160.159.184 | ২৪ আগস্ট ২০১২ ১২:২৩570620
  • কোথায় থাকি-তে ফিরে এসে-
    কুমুকে দেখে মনে হয় সে থাকে দিল্লী,কিন্তু আসলে মনে মনে সে থাকে অন্য কোথাও।
    কোথায়?
  • siki | 96.98.43.85 | ২৪ আগস্ট ২০১২ ১৩:২৩570622
  • গুরু লেআউটে হসন্তঃ চাম্‌চিকে
    ইউনিকোডে হসন্তঃ চাম্‌চিকে
  • সিকি | 96.98.43.85 | ২৪ আগস্ট ২০১২ ১৩:২৫570623
  • এটা গত আড়াই মাস ধরে হচ্ছে। গুচ লেআউটে আন্ডারস্কোর দিলেই হসন্ত আসে, অন্তত ডানদিকের জানলাতেও তাইই আসে, কিন্তু লেখা পোস্ট হবার পরে একটা উদ্ভুট্টে হাফ আন্ডারস্কোর এসে হসন্তকে রিপ্লেস করে দেয়। অন্য কোনও ফন্ট জুড়ছে হসন্তর বদলে।

    অথচ শুরুতে কিন্তু হসন্তই পড়ত। মামু একটু দেখবে? এটা গত জুন মাস থেকে হচ্ছে।
  • Ben Arfa | 24.96.101.93 | ২৪ আগস্ট ২০১২ ১৩:৩৯570625
  • হসন্তর পরে কোনো এ-ই-ঈ-ওয়ালা বর্ণ থাকলে সেটা হসন্তওয়ালা বর্নের ঘাড়ে চাপে।
  • siki | 96.98.43.85 | ২৪ আগস্ট ২০১২ ১৪:০৪570626
  • কোথাওই তো কেউ কারুর ঘাড়ে চাপছে না!
  • Abhyu | 107.81.85.203 | ২৪ আগস্ট ২০১২ ২০:৫৭570627
  • name: Ishan mail: country:

    IP Address : 214.54.36.245 (*) Date:24 Aug 2012 -- 08:28 PM

    আজকের অবসার্ভেশনঃ

    দ অক্সফোর্ডে বসে বাংলা বই পড়ে। মানে ব্রিক লেনেও যাতায়াত আছে। আবার অক্সফোর্ডে রেগুলার যায়, নইলে কেউ অক্সফোর্ডে গিয়ে দাঁড়িয়ে থাকেনা। সম্ভবতঃ অক্সফোর্ডে এশিয়ান ভাষা ও সাহিত্য নিয়ে পোস্ট ডক করছে। ক্ম্পারেটিভও হতে পারে।

    name: দ mail: country:

    IP Address : 24.99.158.83 (*) Date:24 Aug 2012 -- 08:38 PM

    এঃ আমাকে নিয়ে হনুকে টুপি পরাতে পারবে না হে ঈশান। হনুর সাথে মাঝেমধ্যে আমার এদিকে ওদিকে ধাক্কা লেগে যায়।

    name: aka mail: country:

    IP Address : 178.26.215.13 (*) Date:24 Aug 2012 -- 08:39 PM

    বোঝো!!! এতো হানুর নামের অপবাদ, হানুর সাথে অভিঘাতের পরেও দ নিজে হাতে ভাটে টাইপ করছে।

    name: san mail: country:

    IP Address : 24.99.52.195 (*) Date:24 Aug 2012 -- 08:43 PM

    হানুদা তো কাকে একটা আমি ভেবে স্যান স্যান বলে চেল্লামিল্লিও করেছিল রাস্তার মধ্যে। সে পাত্তা না দেওয়ায় দুঃখও পেয়েছিল।

    name: দ mail: country:

    IP Address : 24.99.158.83 (*) Date:24 Aug 2012 -- 08:49 PM

    হ্যাঁ তাও করেছে। টেকনোপোলিসের সামনের কোন একটা চায়ের দোকানে কোন ভদ্রমহিলাকে এমন 'দমু দমু' করে ডাকাডাকি করেছে যে তিনি বিরক্ত হয়ে রাস্তা পেরিয়ে চলে গেছেন।

    name: san mail: country:

    IP Address : 24.99.52.195 (*) Date:24 Aug 2012 -- 08:52 PM

    মানে হানুদা শুধু যে কারো বাসস্থান ঠিকঠাক জানেনা তা নয় , আমাদের , যাদেরকে মিনিমাম কুড়িবার দেখেছে , তাদের চেহারাও চেনেনা। ভাবা যায়না।
  • h | 127.194.240.98 | ২৪ আগস্ট ২০১২ ২২:০৬570628
  • যাদের চেহারা আমার জানার কথা, তারা যদি বিনা অনুমতিতে বা বিনা নিয়ন্ত্রনে তাদের চেহারাদের পাড়া বেড়াতে পাঠায় আমি কি করবো মাইরি। তাছাড়া দিনহাটায় আমাদের জিতো কে সব শান্তিনিকেতনের বা বোলপুরের প্রাক্তন ছাত্রছাত্রী রা যে নিয়মিত পার্লারে আর জিমে (যথাক্রমে) গিয়ে গিয়ে একটু ফর্সা আর রোগা হয়ে ওঠা বোধি ভেবে তাকে ডেকে ডেকে খাওয়ায় এমনকি মাঝে মাঝে জানলা দিয়ে সিপিএম ভেবে গণশক্তি দিয়ে যায়, তার বেলা?

    তাও তো আমি আমার বৌ এর মত পর-ইসের হাত আঁকড়ে ধরে গড়িয়াহাটের মোর পেরিয়ে লজ্জা পেয়ে ও সরি বলে তাকে লস্যি খাওয়াতে চাই না।
  • সিদ্ধার্থ | 141.104.247.129 | ২৪ আগস্ট ২০১২ ২২:৪৮570629
  • আচ্ছা নুনি কোথায় থাকে?
  • tatin | 127.197.68.74 | ২৪ আগস্ট ২০১২ ২৩:০৫570631
  • নিউ জার্সিতে
  • tatin | 127.197.68.74 | ২৪ আগস্ট ২০১২ ২৩:০৫570630
  • নিউ জার্সিতে
  • FaijalKhan | 74.134.149.9 | ২৯ আগস্ট ২০১২ ০৬:৫৩570632
  • ঈ কা গেম হেই ভাই !
    এক বাত সাফ জানিয়ে দি, হানু দার এই লোকেসান নিয়ে ছেরখানি হামার বিলকুল পসন্দ না আছে । এক আদমি কা ইজ্জত দো চীজো সে বনতা হ্যায়, এক হোল লোকেসান, দুসরা কেয়া? স্কেল। পুলিস আদমী কো চোদনে সে পেহলে উসকা লোকেসান চুদবে। আউর রাহা স্কেল কা বাতঃ উস দিন কাকে জেনো হানুজী বল্লেন ' তুম তো ইউরোপ মে কুথাও অংক করো' ই কা বাত হেই ভাইয়া ইউরোপ ওয়াসিপুর থোরি আছে। আজ অগর কৈ বোলে ফৈজাল ভাই, মিল্কি ওয়ে মে কুথাও ডেলি বোম চার্জ কোরে তো ইয়ে কৈ বাত বনল কি? মিল্কি ওয়ে নামে বচপনা কিন্তু ১০০ % খতর্নাক জগা। বড়ে বড়ে ইজ্জতদার বোমা বাজ ইহাঁ রাজ করে, সান ওয়া, সুপার্নো ওয়া, ইনকে সামনে ফৈজাল কউন চীজ ? তো আল্টিমেটলি চুতিয়া কিসকা কাটা ? বাল কউন বানা? স্কেল মে হাল্কা কোরে গরবর হোয়ে গেলো কি নেহি? এই বুরা হ্যাবিট হানুদা আউর বাকি বাংগালি লোগ কার থেকে পেয়েছে সেও হামি ভাল কোরে জানি। ওয়ার্ল্দ হিস্ট্রি কা চ্যাম্পিয়ন লোকেসান ফাকার, অপনা সসুরা জ্যোতি বাসু বাবুজি। যো আব ইস দুনিয়া মে নহি হেই। উ বান্দা কে পাস কভি ভি , গিবেন এনি টাইম, কিসি চীজ কে বারে মে কুছ ভি ডেফিনিট ইন্ফার্মেসান নেহি রেহতা থা। সালা হোহিই নাহি সকতা। হামার সাথে জব ভি বাত হোয়েছে কভি মেরা লোকেসান সমস্তিপুর কভি মীরাট তো কাভি কাস্মীর। আদমি আছি ভাই, ওয়েভ-ফাংশান থোরি হুঁ। একদিন দেখি হামার এক সিপিএম দোস্ত পার্টি অফিস থেকে লৌটকে খুব হাসছে। তো ঘট্না কি পুছকে জেনে বল্লাম 'কেয়া বাবুয়া পাগলা গা হো কেয়া, সুনা তুম আভি আভি জোতি বাবু সে লোকেসান চুদাকে আ রাহে হো, সরম বোলকে কৈ চীজ হেই কি নেহী ?' গান্ডু সালা গুস্সায়া গয়া বোলা ' ধ্যার বাল তোর বিহারী ঘটে এসব ঢুকবে না, ইয়ে হ্যাই জ্যোতি বাবু কা স্টাইল, টোটাল ক্যাস' কা স্তাইল হে ভাই? ঃ(( এক আদমি সিধা সিধা চুতিয়াপন্তি করছে, ওয়াসিপুর হোলে তো সালার ধুতি খুলকে বিচবাজারে গাঁড়ে তিন লাথ এক লোকেসান দো স্কেল কে নাম ... বহুত দিন বাদ নন্দিগ্রাম বাওয়াল কে টাইম টিভি মে ফির সে কউন ?? আরে আপনা জোতি বাবু ! দুবলা গয়া বাবুজি থোড়া মায়া হোতে হোতে যাবে এমনি টাইম পে উনকা ক্ষীন ভয়েস কানো মে গুজা ' আরে ঐ যে ওদের একটা কি আছে, ভূমিসুতা না ভুমিসম্পদ কমিটি কি যেন' !!! থোক দিয়া মা* । ওহি স্টাইল, বরকরার। থোক দিয়া সলা। তো ইয়ে স্টাইল, জিতনা ভি ক্যাস হো, হামার বিল্কুল পসন্দ না। হানুদা ইসী বাবুজী কা পার্টি কা আদমি আছে , তাই বলছি, ... এছাড়া তো ওয়াসিপুর কা মেহনতি জনতা হাপনাদের পাসেই আছে 'ভুখ সে মরনে ওয়ালে কেয়া মৌত সে ডরনে ওয়ালে' ' লাল কিলা পর লাল নিশন' ' ইয়ে আজদি রুথা হেই' ইত্যদি প্রবৃত্তি
  • Abhyu | 107.89.19.52 | ০৮ জানুয়ারি ২০১৩ ২১:৫০570633
  • ণমেঃ হ

    ঈ আদ্দ্রেস্স ঃ ২১৩।১৩২।২১৪।১৫৬ (*) ডতেঃ৩১ ডে ২০১২ -- ১০ঃ৫২ আ

    টিমের ড্রেস দেখে মনে হচ্ছিল, একটি বিকল্প কবি সম্মেলনে যোগ দিতে সে এসেচে। হুচি বেচারি দেখলাম, পোজ দিতে দিতে আর ভদ্রতা করতে করতে ক্লান্ত হয়ে, শেষে যার সংগে ই দেখা হচ্ছে তাকে শুরুতেই 'আজ তো আর কথা হল না' বলে নেক্স্ট লোকের দিকে এগিয়ে যেতে বাধ্য হচ্ছে, ইন্দো দেখলাম, বেঁটে হয়ে গেছে, সুমেরু দেখলাম লাইট পোস্টের মত লম্বা হয়েছে, মুখটি প্রায় লাইট বাল্বের মতই গ্লো করিছে, বৈজয়ন্ত দেখলাম খুব কথা বলছে আজকাল, গোটা বিয়ে বাড়িতে প্রায় তিনটে গোটা সেন্টেন্স বলেছে, অর্পণের উন্নতির কথা তো আগেই বলেছি, ব্ল্যাংকি সমতলে প্রায় এক হপ্তা টানা অবস্থানের অস্বস্তি কাটাতে আমার সংগে রাতে একটু কাজে মন দিল, আমরা কনিষ্ঠ ভ্রাতা ও ভ্রাতৃবধু কে ছানা সহ পৌঁছিয়ে দেবার পরে আর বেশি সময় নষ্ট করি নি, ইম্রাঅন দেখলাম, শুধু বাড়ি তে না, পাড়ায় গেলেও মিষ্টি হাতে আক্রমণ করে, সর্ব্বানী দি দেখলাম খাওয়া দাওয়ায় বিশ্বাস করে না, কবি ফরিদাবাদী দেখলাম বিশুদ্ধ ইয়ার্কি বাজ, তাকে বলতে ভুলে গেলাম, আমাদের কমন বন্ধু বেরিয়েছে, তারাও তার কবিতায় মুগ্ধ, পিনাকি দেখলাম, শাহ্জাহান যেমন হাতে গোলাম হাতে বিশ্বের জন্য চিন্তা করতে গিয়ে তাজমহলের অর্ডার দেওয়া ছাড়া আর বিশেষ কিছু করতে পারেন নি, তেমনি, পিনাকি থলি হাতে আর কিছু ভাবতে পারে না, এমনকি থলি কোথায় রেখে খাবে, ভাবতে গিয়ে খেতেও পারে না, আর্যো দেখলাম, প্রকৃত উন্নত দেশের সাহেব, ঠিক সময়ে বিয়ে তে এসে, ঠিক সময়ে ঠিক ফোন করে অন্যদের ভুল রাস্তা বাতলে, রিমির অনুপস্থিতির সুযোগে ঠিক সাড়ে তিন থালা বিরিয়ানী খেলো, প্লাস উন্নত ক্যাপিটালিজম এর গল্প শোনাবে বলে বৈজয়ন্ত কে , যে কিনা গড়িয়া যাবে, তাকে শ্যামনগরের পথে নিয়ে গেল, এবং সে শেষে উন্ননয়নশীল দেশের মেট্রো, অটো ও পয়দল বাড়ি ফিরতে বাধ্য হল মধ্য রাতে, এক দেখলাম ব্ল্যাংকি প্রকৃত প্রিসাইজ ও পারপাসফুল বিপ্লবী, টালিগঞ্জের শীতে পাঞ্জাবী ছাড়া কিছু পড়ে নি, কাবাব ও বিরিয়ানি ছাড়া কিছু খেলো না, রাত্রি শেষে সাড়ে বারো মিনিটে দু পেগ এর বেশি না খেয়ে বাস স্ট্যান্ডে ঠিক ওর ই জন্য আসা একটি বাসে করে উঠে বংওপোসাগরের দিকে চলে গেল।

    ণমেঃ হ

    ঈ আদ্দ্রেস্স ঃ ২১৩।১৩২।২১৪।১৫৬ (*) ডতেঃ৩১ ডে ২০১২ -- ০৩ঃ১৬

    কাল ইন্দো একটা বদমাসী করেছে, শ্লা গাঁটে গাঁটে বহুত ইয়ে, দেখতে ঐরকম সরু উদাস কবি টাইপ হলে কি হবে, কাকে যেন খুব বিনীত ভাবে বললো, আমি বৈজয়ন্ত। বোধ হয় অরণ্য দাকে ;-)
  • h | 213.132.214.156 | ০৯ জানুয়ারি ২০১৩ ১১:২১570634
  • অভ্যু তোমরা কি এর মধ্যে উত্তরবংগে গেছিঅলা, মানে তোমরা কি এখন ভারতে?
  • ranjan roy | 24.99.160.156 | ০৯ জানুয়ারি ২০১৩ ১৩:১০570636
  • হানুর গ্রাফিক বর্ণনা পড়ে ব্যাপক লাগল আর টিম-শুচির বিয়েতে যেতে না পারার দুঃখ চাগিয়ে উঠল। ওদের ভালো হোক।
    হানুর সঙ্গে একদিন আড্ডা দেয়ার ইচ্ছে আছে সেবার খাওয়ার চোটে, তাও বৌয়ের সামনে, ভালো করে হয়ে ওঠে নি। আর ব্ল্যাংকিকেও চাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন