এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কোথায় থাকি? হানু উবাচ

    Abhyu
    অন্যান্য | ১৫ আগস্ট ২০১২ | ৮৫৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কুমু | 132.160.159.184 | ০৯ জানুয়ারি ২০১৩ ১৩:৩৭570637
  • বৌকে ভয় পান?

    এই ঠিকানায় যোগাযোগ করেন-

    কুমু@রেডিফমেল
  • h | 213.132.214.155 | ০৯ জানুয়ারি ২০১৩ ১৪:৩৯570638
  • দুর্নাম টা ব্ল্যাংকির জন্য আমার না আমার জন্য ব্ল্যাংকির জন্য হল সেটা একটু বোঝা কঠিন হল ;-)
  • ranjan roy | 24.99.160.156 | ০৯ জানুয়ারি ২০১৩ ১৫:২৯570639
  • না, না! আমার নিজেরই সাহসের অভাব। তবে কুমু যখন ভরসা জোগাচ্ছেন!
  • Abhyu | 107.89.19.52 | ০৯ জানুয়ারি ২০১৩ ১৭:২৮570640
  • হ্যাঁ আমরা ডিসেম্বরে সিকিম গিয়েছিলাম তবে আমি এখন ব্যাক টু এথেন্স।
  • h | 213.99.212.54 | ০৯ জানুয়ারি ২০১৩ ১৭:৫৫570641
  • তোম্রা কি ২১ ডিসেম্বর তারিখ নাগাদ সেবকের ধাবায় লাঞ্চ খেয়েছিলে? যদি খেয়ে থাকো তাইলে আম্রাও সেখানে তখন খাচ্ছিলাম। আন্দাজ বলে আলাপ করিনি ঃ-)

    যদি সেবকে না খেয়ে তিব্বতে লাঞ্চ খেয়ে থাকো, তাহলে ইগনোর মাডি।

    গ্রীসে , কি ক্যালাকেলি অব্যাহত?
  • Abhyu | 107.89.19.52 | ০৯ জানুয়ারি ২০১৩ ১৮:০৮570642
  • তারিখটা ভুলে গেছি - ২০ না ২১ - কিন্তু দুপুরবেলা ধাবায় আমরা চারজন লাঞ্চ তো খেয়েছিলাম। সিকিম হোটেল না কি নাম ছিল।

    আর গ্রীসে ক্যালাকেলি অব্যাহত বলেই আমার ধারণা।
  • Abhyu | 107.89.19.52 | ০৯ জানুয়ারি ২০১৩ ১৮:৩৬570643
  • আমাদের পাশের টেবিলে বসে এক দাড়িওয়ালা ভদ্রলোক স্ত্রী-কন্যাসহ দু পিস দেশী মুর্গী ও তিনখানি রুটি খেয়েছিলেন বলে মনে হচ্ছে। ওনারাই কি?...
  • h | 213.99.212.54 | ০৯ জানুয়ারি ২০১৩ ১৯:১২570645
  • হ্যাঁ। স্ত্রী কন্য মুর্গীর ও বলতে পারো ;-)
  • কৃশানু | 226.113.128.239 | ০৯ জানুয়ারি ২০১৩ ১৯:১২570644
  • অভ্যুদা কী ডেঞ্জারাস!! হপ্তা দুয়েক আগে তুমুল প্রাকৃতিক সৌন্দর্য্য ইত্যাদি ছেড়ে পাশের টেবিলে কে কি খেলেন সেইটা খ্যাল করেছে। মনেও রেখে দিয়েছে। কোয়ান্টিটি সুদ্ধু!!
  • h | 213.99.212.54 | ০৯ জানুয়ারি ২০১৩ ১৯:১৪570647
  • ঈশ আলাপ করলে হত। ফির কভি।
  • | 24.97.54.10 | ০৯ জানুয়ারি ২০১৩ ২১:১৫570648
  • ওটা অভ্যু হতে পারে এটা হনুর কেন মনে হল?
  • kd | 69.93.240.80 | ০৯ জানুয়ারি ২০১৩ ২১:২৮570649
  • হনু, অভ্যুর এথেন্স গ্রীসে না, জর্জিয়ায়। অবিস্যি ফারাক খুব নেই, গ্রীস আর জর্জিয়ায় মাঝে তো শুধু টার্কি(দেশ)।
  • Abhyu | 107.89.17.198 | ১০ জানুয়ারি ২০১৩ ২১:২২570650
  • হানু ভাই, দ-দির প্রশ্নটা আমারো। তোমার পাশের টেবিলে যে বসে ছিল সে অভ্যু কেন তোমার মনে হল?
  • Abhyu | 107.89.17.198 | ১১ জানুয়ারি ২০১৩ ০৮:৫৬570651
  • কিগো হানুদা, তুমি যে একেবারেই চুপ দেখি। শেষে কি তোমার পাশের টেবিলে বসে তোমারই নিন্দে মন্দ করছিলাম আর তাইতেই চিনে রেখেছো? :(
  • h | 213.132.214.155 | ১১ জানুয়ারি ২০১৩ ১১:২০570652
  • তোমার শ্বশুর মশাই কে আমার বৌ চিনতে পারলো, একটু বোধ হয় থাকায় এগোনো হল না। ওর বাবার সংগে দেখেছে বললো ছাত্র জীবনে, কোন বক্তৃতায় বা সাহিত্য আকাদেমিতে।
  • h | 213.132.214.155 | ১১ জানুয়ারি ২০১৩ ১১:২২570653
  • আর তাছাড়া দমু একবার আমায় বইমেলায় স্টলে নিয়ে গেসলো। বছর দুয়েক আগে।
  • sinfaut | 127.194.251.96 | ১১ জানুয়ারি ২০১৩ ২৩:৩৩570654
  • দাড়িওয়ালার দৈর্ঘ্যটা না বলতে পারলেও, শুধু প্রস্থ বলতে পারলেই আমি কনফার্ম করতে পারতাম। অবশ্য দৈর্ঘ্য প্রস্থ কমপ্লিটলি ঘেঁটে গেলে আলাদা ব্যাপার।
  • Abhyu | 85.137.4.52 | ২২ জানুয়ারি ২০১৩ ১০:৪৪570655
  • ব্যাংদির জন্যে তুলে দিলাম।
  • ব্যাং | 132.178.232.96 | ২৩ জানুয়ারি ২০১৩ ০৮:২৪570656
  • অ্যাঁ!! কী কান্ড!! অভ্যু খেতে গিয়ে আশপাশের টেবিলে বসে কে কী খায়, খাওয়ার পরিমাণ সব মনে রাখে!!
    আর হনুই বা কী বলে দু-দুটো দেশি মুর্গি মোটে তিনটে রুটি দিয়ে খায়!! দেশি মুর্গিগুলো অবিশ্যি বেজায় বেঁটে আর রোগা হয়। গায়ে গত্তি বলে কিছুই থাকে না। তিনটে রুটি খেতে অন্তত আটটা দেশি মুর্গি লাগে।

    কিন্তু সেবক আর তিব্বতের অবস্থানটা একবার ম্যাপ দেখে ঝালিয়ে নিই। মানে আমি যে আগে জানতাম না, তা নয়। কিন্তু হনু এই জায়গাদুটোর নাম লিখেছে বলেই একটু এক্স্ট্রা শিওর হয়ে নেওয়া আর কি!
  • Abhyu | 34.158.244.75 | ২৩ জানুয়ারি ২০১৩ ০৮:২৮570659
  • মুর্গীর দুই টুকরো (একটা বাঁ পা, একটা পাঁজরের টুকরো) উইথ তিন পিস রুটি।
  • ব্যাং | 132.178.232.96 | ২৩ জানুয়ারি ২০১৩ ০৮:৩৪570660
  • ছি ছি ছি! মোটে দুই টুকরো! (তাও আবার একটা টুকরো নাকি পাঁজর)দুই টুকরো দিয়ে তিন তিনটে রুটি! এত কৃচ্ছসাধন করতে আছে!! দেশি মুর্গিদের জনসংখ্যা কন্ট্রোল করার জন্য শিক্ষিত যুবকদের কোনো ই দায় নেই কি? মুর্গির সংখ্যা বেড়ে গেলে ফুড চেনটা এলোমেলো হয়ে গেলে দেশের অর্থনীতিটা বেসামাল হয়ে যাবে না! সে কথাও কী খেয়াল রাখতে নেই?

    যাদের উপর ভরসা রাখতে ইচ্ছে করে, তারাই আমাকে হতাশ করে।
  • Abhyu | 107.89.19.98 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০৬570661
  • ভালো লেখা বলে তুললাম

    name: h mail: country:

    IP Address : 213.132.214.156 (*) Date:15 Feb 2013 -- 09:57 AM

    ব্ল্যাংকি বাই দ্য ওয়ে, আমি একটু চাপের সিচুয়েশনে। আজ কি ইসের দোকান বন্ধ না খোলা? আমার শুধু একটু সুলার্রেড আছে, আর এক বিন্দু কিস্যু নেই। কাল কিছু অতিথি এসে যাওয়ায়, আজ এই ক্রাইসিস। এদিকে বসন্ত সমাগত, বউ অকারণে বিনা নোটিশে, হঠাৎ মেয়েকে নানা সামাজিক ঐতিহ্য সম্পর্কে ধারণা দিতে গিয়ে নানা জায়্গায় সরস্বতী পুজো তে নিয়ে যাচ্ছেন, সকাল থেকেই। বেশ রাতের আগে বাড়ি ফাঁকা, এই পরিস্থিতিতে দেশে ও পরিবারে সেকুলারিজম কে ধরে রাখার জন্য, একটু মাল না খাওয়া কি সমীচীন হবে?
  • Abhyu | 107.89.17.126 | ১৯ এপ্রিল ২০১৩ ০৭:০৩570662
  • একটু আপডেট দিই।

    name: h mail: country:

    IP Address : 102.64.236.138 (*) Date:19 Apr 2013 -- 01:41 AM

    টেক্সাসে তো অক্ষ থাকিশ, আর কে কে যেন থাকে, সব ঠিক ঠাক তো আশা করি? অভ্যু কোথায় থাকে, এথেন্স কি টেক্সাসে? না এটা এটা ভুল, এই এথেন্স্টা আমেরিকায়, কিন্তু অন্য কোথাও। আর আমাদের রবাহুতো রা ওরা কোথায় থাকে? টেক্সাসে বোধ হয় না।

    সকাল থেকে সময় পাই নি, যদি অগে লিখে থাকিশ/থাকো, ইগনোর মাডি।

    name: Tim mail: country:

    IP Address : 188.89.101.154 (*) Date:19 Apr 2013 -- 01:44 AM

    অভ্যু তো নরওয়ে। আর হুতোদা নর্থ ডাকোটায় থাকে। সেদিনই বলছিলো কি প্রচন্ড ঠান্ডা পড়েছে।

    name: Abhyu mail: country:

    IP Address : 138.192.7.51 (*) Date:19 Apr 2013 -- 01:45 AM

    আমি ভালো আছি, পাঁঠার মাংস রান্না করতে হবে। ল্যাম্ব স্টু-ও চলতে পারে। দুটোর জন্যেই র মেটিরিয়াল কেনা আছে।

    name: pi mail: country:

    IP Address : 172.129.44.120 (*) Date:19 Apr 2013 -- 01:47 AM

    আমি টেক্সাসে।

    name: Ishan mail: country:

    IP Address : 202.43.65.245 (*) Date:19 Apr 2013 -- 02:03 AM

    হনু আর পাই ঠিক অছে তো? টেক্সাসে কীসব হচ্ছে শুনলাম। কে যেন বলেছিল অক্ষও টেক্সাসে থাকে, কিন্তু সেটা মনে হয় ঠিক না। টেক্সাসে থাকলে কি আর সকাল থেকে এত পোস্ট করতে পারত? আর অভ্যু যে এথেন্সে থাকে এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা গ্রিসে, ফলে আউট অফ ডেঞ্জার। আকা আগে টেক্সাসে থাকতা, কিন্তু এখন চাকরি বদলেছে, দক্ষিণ দিকেই কোথাও। কিন্তু মেক্সিকো না। শিওর, কারণ, সেদিনই বলছিল ব্ল্যাংকিরা ওর ক্লায়েন্ট। আর ব্ল্যাংকের মেক্সিকোতে কোনো অ্যাকাউন্ট নেই। এই শালা থার্ড ওয়ার্ল্ডের ব্যাপার-স্যাপারই আলাদা। চাকরি করবে থার্ড ওয়ার্ল্ডে, কিন্তু সেখানে কোনো অ্যাকাউন্ট নেই। আরে থার্ড ওয়ার্ল্ডের লোক যদি থার্ড ওয়ার্ল্ডের অ্যাকাউন্ট না দেয় তো কে দেবে, এডওয়ার্ড সাইদ?

    name: h mail: country:

    IP Address : 102.64.236.138 (*) Date:19 Apr 2013 -- 02:13 AM

    ও আই সি, সাবধানে থাকিস। অভ্যুর ব্যাপারে ইশান গুল মারলো। কারণ এটা আমি জানি।

    name: aka mail: country:

    IP Address : 85.137.157.115 (*) Date:19 Apr 2013 -- 02:26 AM

    এই তো একটু আগে আমি টেক্সাসে ছিলাম, কিস্যু নেই। কাগজ গুলো ঢপ মারছে কিনা বুঝতে পারি না। অবশ্য এখন আমি গ্রীসের কাছাকাছি। মাঝে খানিকটা সময় গেছে।

    name: h mail: country:

    IP Address : 102.64.236.138 (*) Date:19 Apr 2013 -- 02:34 AM

    নতুন চাকরি তে ইউরোপেও আসিশ নাকি, তো আগে বল্লেই হত। নেক্স্ট বার এলে ফোন করিশ। বা আমি করবো খন।

    name: aka mail: country:

    IP Address : 85.137.157.115 (*) Date:19 Apr 2013 -- 02:38 AM

    উরোপ, মেক্সিকো, কানাডা, ভারত এমনকি স্বর্গলোকেও আমার নিত্য যাতায়াত। আমি কি আর ফোনে কথা বলি বলি ইথারে তরঙ্গে।

    name: h mail: country:

    IP Address : 102.64.236.138 (*) Date:19 Apr 2013 -- 02:43 AM

    ও তাই বলি, খানিকটা গুল সন্দেহ হয়েছিল।

    name: h mail: country:

    IP Address : 102.64.236.138 (*) Date:19 Apr 2013 -- 02:43 AM

    কেমন দিলাম।

    name: Ishan mail: country:

    IP Address : 202.43.65.245 (*) Date:19 Apr 2013 -- 02:45 AM

    আকা ঢপ মারছে। কারণ আমার পরিষ্কার মনে পড়েছে, চাকরি বদল করলেও এখন ওয়ার্ক ফ্রম হোম। হোম যদি এখন টেক্সাসে হয়ে থাকে তো আগেও তাই ই ছিল। কারণ বাড়ি বদলালে নিশ্চয়ই পাই আর হনুকে ডেকে খাওয়াতো, ওরা টেক্সাসেই থাকে। আর টেক্সাসে বাড়ি না হলে অবশ্য খাওয়ানোর চান্স নেই, কিন্তু তাহলে তো কেস ডিসমিস।

    name: h mail: country:

    IP Address : 102.64.236.138 (*) Date:19 Apr 2013 -- 03:04 AM

    সম্পূর্ণ গুল হয়ে যাছে কিন্তু, আমি জীবনে আমেরিকা যাই নি। ইপ্সিতা থাকতে পারে, সেটা ক্লিয়ার না।

    name: a x mail: country:

    IP Address : 138.249.1.194 (*) Date:19 Apr 2013 -- 03:13 AM

    হনু, তোকে ভালোমানুষ পেয়ে সবাই টুপি পরাচ্ছে, এদের কথা শুনিস না। পাই থাকে এখন আলাস্কায়, আলাস্কায় অয়েল স্পিলের পর একধরণের মশা দিয়ে সেই তেল বায়ো ডিগ্রেড করার প্রোজেক্টে কাজ করছে। আকা থাকে ডিসি তে - পিএইচডি শেষ করেই মর্গ্যান স্ট্যানলি তে চাকরি পেয়ে গেছে। চাকরই একবছর খালি ফোনে কনফারেন্স কল অ্যাটেন্ড করতে হবে বলে ছেলেকে দুবেলা সাইকেল চড়ানো শেখাচ্ছে। অভ্যু এখন দেশে, কালকেই ব্যাংএর ছেলের জন্মদিনে পাঁটা খেয়ে এসেছে। সব গুলবাজ। এই নে এমএনেম খাবি? জেমসের মত।

    name: h mail: country:

    IP Address : 102.64.236.138 (*) Date:19 Apr 2013 -- 03:17 AM

    ও আই সি। আলাস্কায় হয়তো অন্য কোনো কাজে গেছে, মশা দিয়ে তেল অথবা তেল দিয়ে মশা টা একটু বেশি হয়ে গেল। কারণ সব তেল HIT না।

    name: h mail: country:

    IP Address : 102.64.236.138 (*) Date:19 Apr 2013 -- 03:19 AM

    কিন্তু টেলি কনফারেন্সে এ সাইকেল টা কি হল, ও আই সি, বাড়িতে ছেলে কে বেশি টাইম দিতে চায় বলে ওয়ার্ক্স ফ্রম হোম করছে। রাইট। গুড গুড। যাক বাচ্চাটা বোধ হয় মিস করে বাবাকে। গুড।

    name: h mail: country:

    IP Address : 102.64.236.138 (*) Date:19 Apr 2013 -- 03:20 AM

    আরি স্লা অভ্যু এতো ঘন ঘন দেশে আসে নাকি, আমাদের সংগে তো ডিসেম্বরেই প্রায়-দেখা হল। গুড, ভেরি গুড।

    name: h mail: country:

    IP Address : 102.64.236.138 (*) Date:19 Apr 2013 -- 03:22 AM

    তোদের ওখানে কি অবস্থা। ব্লাস্ট যেখানে হয়েছে, সেটা কি তোদের ওখান থেকে দূরে। যাক বাবা।

    name: Ishan mail: country:

    IP Address : 214.54.36.245 (*) Date:19 Apr 2013 -- 03:23 AM

    দূরে আবার কি। এই কানাডা অব্দি আঁচ আসছে।

    name: pi mail: country:

    IP Address : 172.129.44.120 (*) Date:19 Apr 2013 -- 03:23 AM

    আরে আলাস্কাও ঠিক, টেক্সাসও ঠিক। টেক্সাসে তো মশাদের কনফারেন্সে এসেছি এখন। আর ঐ প্রোজেক্ট নিয়ে তুমি লিখে দিলে ! ওটা তো কনফিডেন্সিয়াল ছিল, তোমাকে ফোনে বলেছি বলে তুমি খোলা পাতায় লিখেও দেবে ! ঃ(

    name: Abhyu mail: country:

    IP Address : 138.192.7.51 (*) Date:19 Apr 2013 -- 03:24 AM

    আরে এখন ব্যাঙ্গালোরে ফাংশনাল ডেটা অ্যানালিসিসের খুব বড়ো একটা কনফারেন্স চলছে, হনু জানো না? মাঝে তো টাইমস অফ ইন্ডিয়াতেও একটা ছোটো করে রিপোর্ট বেরিয়েছিল।

    name: h mail: country:

    IP Address : 102.64.236.138 (*) Date:19 Apr 2013 -- 03:26 AM

    না রে খেয়াল করি নি।

    name: Ishan mail: country:

    IP Address : 202.43.65.245 (*) Date:19 Apr 2013 -- 03:26 AM

    এই যে অভ্যু, টাইমসের পিছনে না দৌড়ে ওই নিয়ে একটা বুলবুলভাজা লেখ।

    name: a x mail: country:

    IP Address : 138.249.1.206 (*) Date:19 Apr 2013 -- 03:30 AM

    এইযাহ্‌ পাই, সরি সরি, বলা উচিৎ হয়নি। আসলে এই মাদাগাস্কারে এসে এরকম একটা ঘটনা ঘটে যাবে ভাবিনি, তাতে এখন একটু বিব্রত হয়ে পড়েছি আর কি।

    তবে হনু, লেটেস্টটা তোকে কেউ বলেনি। ঈশান সব ছেড়েছুড়ে কানাডাতে মালের দোকান দিয়েছে। তুই ফেরার পথে কানাডা হয়ে যাস অবশ্যই। সুটকেস ভর্তি করে দিয়ে দেবে।

    name: h mail: country:

    IP Address : 102.64.236.138 (*) Date:19 Apr 2013 -- 03:32 AM

    দুর প্রচন্ড বাড়িয়ে বাড়িয়ে বলছে। এই বারে আমি গেলাম। যাক নিশ্চিন্ত হলাম সকলে ভালো আছে, কে কোথায় আছে টা বড় কোনো ইসু না।

    name: a x mail: country:

    IP Address : 138.249.1.198 (*) Date:19 Apr 2013 -- 03:34 AM

    পিছিয়ে না পড়লে তো এরকম মনে হবেই।

    name: aka mail: country:

    IP Address : 85.137.157.115 (*) Date:19 Apr 2013 -- 03:33 AM

    কোথায় আছি সেটা বড় না থাকাটাই বড় কথা।

    name: kc mail: country:

    IP Address : 188.61.96.29 (*) Date:19 Apr 2013 -- 03:35 AM

    এদিকে হানুদা সেই যে দুবাই থেকে হেগে গেল তারপর থেকেই মিডল ইস্টে আর্থকোয়েক হচ্ছে মাঝে মাঝেই। কোথাও বোধ হয় ভারসাম্যে টাল খেয়েছে।

    name: Ishan mail: country:

    IP Address : 202.43.65.245 (*) Date:19 Apr 2013 -- 03:35 AM

    থাকাটাও বড়ো কথা নয়, জানাটাই আসল।

    name: pi mail: country:

    IP Address : 172.129.44.120 (*) Date:19 Apr 2013 -- 03:36 AM

    জানাটাও বড় কথা নয়, লেখাটাই আসল।

    name: h mail: country:

    IP Address : 102.64.236.138 (*) Date:19 Apr 2013 -- 03:36 AM

    কিন্তু তেল আর মশার ব্যাপারটা কি সত্যি? মনে হয় না যদিও, তবু তেল বলেই হয়্তো বেশি ফান্ড দিচ্ছে, ওতে রিসার্চ ও করতে হচ্ছে হতে পারে।

    name: pi mail: country:

    IP Address : 172.129.44.120 (*) Date:19 Apr 2013 -- 03:38 AM

    আরে এটা খুব ইন্টারেস্টিং প্রোজেক্ট। কিন্তু আপাততঃ কনফিডেন্সিয়াল। পরের ফেজে গেলে এনিয়ে ভাল করে লেখার ইচ্ছে আছে।

    তবে অক্ষদাকে একটা বড়সড় থ্যাঙ্কু এখানেও দিয়ে দি, পেপারগুলো পাঠানোর জন্য। নইলে প্রোজেক্ট আটকে যেত।

    name: Abhyu mail: country:

    IP Address : 107.89.17.126 (*) Date:19 Apr 2013 -- 03:56 AM

    ঈশানদা, এখন মোট্টে বুলবুলভাজা লেখার টাইম নেই। সবার সাথে দেখা পর্যন্ত করতে পারছি না।

    name: pi mail: country:

    IP Address : 172.129.44.120 (*) Date:19 Apr 2013 -- 04:12 AM

    অভ্যু, খুব বড় করে না লিখলেও হবে। লিখতে পারলে খুব ভালো হয়।

    name: Abhyu mail: country:

    IP Address : 107.89.17.126 (*) Date:19 Apr 2013 -- 04:17 AM

    কিন্তু এই স্ট্যাটিসটিক্সের কচকচি লোকে বুঝবেই বা কি করে? অবশ্য বিদেশীরা স্ট্যাট ছেড়ে ব্যাঙ্গালোর কেমন এনজয় করছে আর দেশিরা কেমন নেমন্তন্ন খেয়ে বেড়াচ্ছে সেই নিয়ে লেখা যায়।

    name: sosen mail: country:

    IP Address : 125.242.143.121 (*) Date:19 Apr 2013 -- 06:36 AM

    ওহ হানুদার ভূগোল ক্লাস কেন তখন-ই হয় যখন আমি ঘুমই? কেন? কেন?

    name: Abhyu mail: country:

    IP Address : 107.89.17.126 (*) Date:19 Apr 2013 -- 06:53 AM

    এর থেকেই বোঝা যাচ্ছে সোসেন কোথায় থাকে।
  • san | 213.88.22.134 | ১২ নভেম্বর ২০১৩ ১৬:৪৩570663
  • এইজো।
  • sosen | 24.139.199.11 | ১২ নভেম্বর ২০১৩ ১৬:৪৬570664
  • থ্যাঙ্কু থ্যাঙ্কু!!!!
  • Abhyu | 34.181.4.209 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৪570665
  • এই আরেক অক্ষয় কীর্তি!
  • Bhagidaar | 218.107.71.70 | ৩১ আগস্ট ২০১৪ ০৩:০৫570666
  • এটাও তুলে দিলাম
  • Abhyu | 85.137.11.211 | ৩১ অক্টোবর ২০১৪ ০৮:৫৮570667
  • আবার সময় হয়েছে এটা আপডেট করার।
  • Abhyu | 109.172.117.178 | ০১ নভেম্বর ২০১৪ ০৫:৪২570668
  • (হানুদার পারমিশন নিয়েই লিখছি)
    আজকে ফোন করেই বলল - আরে তোদেরকে ফোনে পাচ্ছিলাম না কেন জানিস? আমি ফোন তুলে নিজেই নম্বরটাই ডায়াল করছিলাম।
  • Abhyu | 109.172.117.178 | ০১ নভেম্বর ২০১৪ ০৫:৪২570670
  • *নিজের
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন