এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুর লোকজনদের রক্তের গ্রুপ

    Achintyarup
    অন্যান্য | ১০ সেপ্টেম্বর ২০১২ | ১৫৩৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | 213.147.88.10 | ২৭ জুন ২০১৩ ০১:২৫573437
  • আমি দেখছি। অনেকের কন্টাক্ট দিয়েছি। নিতান্তই কেউ না পারলে আমি যাব।
  • ranjan roy | 24.99.220.212 | ২৮ জুন ২০১৩ ০০:২৪573438
  • কৃশানু,
    আমি রাজি। আমার অ্যাজমা ছাড়া কোন অসুখ-বিসুখ নেই। বয়স-৬৩। বিশ্বরূপ বাবু যদি ডাক্তারকে জিগ্যেস করে কনফার্ম করেন যে আমার ব্লাড চলবে তাহলে যেখানে মিট করতে বলবেন চলে যাব।

    ওঁকে ফোন করব?
  • কৃশানু | 213.147.88.10 | ২৮ জুন ২০১৩ ০০:২৯573439
  • এটা হয়ে গ্যাছে রঞ্জনদা। আমি কিছু কন্ট্যাক্ট দিতে পেরেছিলাম আমার এক বোন এর সাহায্যে। রবিবার অবধি রক্তের যোগান হয়েছে। আমি বিশ্বরূপ বাবু-র সাথে নিয়মিত যোগাযোগ রাখছি।
    অন্য একটা কারণে তোমার সাহায্য/ সহযোগিতা দরকার হতে পারে। কালকে তোমায় ফোন করব।
  • কৃশানু | 213.147.88.10 | ২৯ জুন ২০১৩ ০০:০৪573440
  • প্লেটলেটস 30k এখন। সিচ্যুএশোন ভালোর দিকে। আশা করি সুস্থ হয়ে উঠবে। বিশ্বরূপ বাবু জানালেন
  • pi | 118.12.169.134 | ২৯ জুন ২০১৩ ০৪:৫১573441
  • ভালো খবর ঃ)
  • pi | 118.12.169.134 | ২৮ জুলাই ২০১৩ ১৭:৪৯573442
  • শ্রাবণীদি, তুলে দিলাম।
  • shrabani | 69.94.105.68 | ২৮ জুলাই ২০১৩ ১৮:১০573443
  • ........ O -ve ব্লাড দরকার আরজেন্টলি, আমার মামা বি পি পোদ্দার হসপিটালে আছেন। কলকাতায় কেউ থাকলে প্লীজ আমার বোনের সঙ্গে যোগাযোগ করুন।

    সোমাঃ 9432336237
  • শ্রাবণী | 69.94.105.68 | ২৮ জুলাই ২০১৩ ১৮:১১573444
  • পাই থ্যাঙ্কস। এখানে একজনও ও নেগেটিভ নেই দেখছি।:(
  • pi | 118.12.169.134 | ২৮ জুলাই ২০১৩ ১৮:১৮573445
  • আমারই নেগেটিভ ও , কিন্তু আমি তো দেশে নেই এখন। আমার চেনাজানা কোলকাতায় কারুরও এই ব্লাডগ্রুপ জানিনা।
    ফেসবুকে আরেকজনও নেগেটিভ ও চেয়েছিলেন, সেখানে বোধহয় কিছু রেসপন্স এসেছে, তাঁদের কারুর সাথে পারলে যোগাযোগ করিয়ে দিচ্ছি।
  • pi | 118.12.169.134 | ২৮ জুলাই ২০১৩ ১৮:২০573447
  • বিশ্বরূপ বিশ্বাস, ৯৮৩০১২৯২৪৩ এই নং এ একবার ফোন করে দেখবে ? ওঁরা নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করেন।
  • শ্রাবণী | 69.94.105.68 | ২৮ জুলাই ২০১৩ ১৮:২৫573448
  • ভদ্রলোক ফোন তুলছেন না........indian blood donorটাতেও অ্যাড করা যাচ্ছেনা, এরর দিচ্ছে!:(
  • pi | 118.12.169.134 | ২৮ জুলাই ২০১৩ ১৮:৩৫573449
  • তোমার পোস্টটা ফেসবুকে দিতে পারি ?
  • শ্রাবণী | 69.94.105.68 | ২৮ জুলাই ২০১৩ ১৮:৫৩573450
  • প্লীজ দিয়ে দাও......পুরো সুস্থ মানুষ হাল্কা একটু বুকে ব্যথায় হসপ নিয়ে গেল, এখন বলছে ক্যাথেটার লাগাতে গিয়ে এমন ইন্টারনাল ইন্জুরি ব্লাড থামছেনা অথচ হলটার বলছে হার্ট ঠিক আছে......এখন হসপ নানা কাহিনী বলছে ব্লাড যাওয়ার কারণ হিসেবে, অথচ প্রবলেমটা আদৌ ছিলইনা যখন ভর্তি হয় তখন।
  • ঘনাদা | 125.187.33.166 | ২৮ জুলাই ২০১৩ ২০:১৬573451
  • আমি সোমার সাথে ফোনে কথা বললাম । ও একটা ইউনিট ব্লাড পেয়েছে । হসপিটালে যাচ্ছে ।
    আর কারও যদি দরকার হয়, তবে আমাকে এক্ষুণি যোগাযোগ করুন:-৮০১৭২০২০১৬
  • শ্রাবণী | 69.94.105.68 | ২৮ জুলাই ২০১৩ ২০:২১573452
  • ঘনাদা, থ্যাঙ্কস। আরো বোধহয় দরকার হবে, আমি ওকে বলছি আপনার সঙ্গে যোগাযোগ রাখতে।
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ২৩:০১573453
  • দুর্গাপুরের কেউ থাকলে ...
    Saswata Sanyal: want A+ blood for my cousin Abhishek Sanyal, urgently, he is in coma and fighting for life, please help- call me @ 9163329121
  • π | ১৮ অক্টোবর ২০১৪ ১২:৪৪573454
  • There is an urgent requirement of O +ve blood at AMRI Salt Lake, Kolkata. Please contact Srijita Chakraborty: 9830700763 if you can help. Patient's name: Amit Chakraborty.
  • π | ০৯ নভেম্বর ২০১৪ ১০:০১573455
  • এটা একজন জানালেন।

    'আরাফত এর চতুর্থ কেমো ৫ নভেম্বর শুরু হয়েছে । আজ কামাল ভাই জানালেন যে ডাক্তার বাবু বলেছেন দুইজন নয় পাঁচজন b+ SDP দাতা দরকার এবং ১২ থেকে ১৫ জন রক্তদাতা ( যেকোনো গ্রুপ ) । আগের তিনটি কেমো চলাকালীন ৪৪ জন রক্ত ও ১ জন SDP দিয়েছেন । SDP এর ব্যাপারটা খুব জরুরি । আজ একজন B+ SDP -র Screening করিয়েছেন ও একজন রক্তদান করেছেন । আরও চারজন B+ দাতা SDP-র জন্য এবং ১৪ জন যেকোনো গ্রুপ এর রক্তদাতা প্রয়োজন । যোগাযোগ ইন্দ্রনীল চক্রবর্তী - 9051887177 , কামাল ভাই - 916395230'

    SDP অর্থাৎ সিঙ্গল ডোনার প্লেটলেটস।

    আরাফত কোলকাতার টাটা সেন্টারে আছেন।
  • pi | 233.176.7.49 | ১৮ জানুয়ারি ২০১৫ ২০:৪২573456
  • উনি আবার পোস্ট করেছেন।

    ' আদিবা আয়াত -- চার বছর বয়স - ব্লাড ক্যানসারে আক্রান্ত --বাংলাদেশ থেকে এসেছে-টাটা মেমোরিয়ালে চিকিৎসা চলছে -- দ্বিতীয় কেমো শেষ হয়েছে 8 ই জানুয়ারী ,, গত 15 ই জানুয়ারী জ্বর আসায় হাসপাতালে ভর্তি হয়েছে প্লেটলেট 7000 এ নেমে গেছে - এ দফায় হাসপাতাল থেকে 7 ইউনিট রক্ত ( RBC & RDP ) দিয়েছে -- আরও রক্ত দরকার -- ওর গ্রুপ AB + , তবে যেকোন গ্রুপ চলবে -হাসপাতাল এক্সচেন্জ করে দেবে ---
    যোগাযোগ : ইন্দ্রনীল চক্রবর্তী -9051887177 ,, অর্নব চক্রবর্তী - 9038344874 রানা ভাই -9830547184 , পবিত্র দাস -9433663132
    প্রসন্গত জানাই আরাফত নিজবাড়ী ( বাংলাদেশ ) গিয়েছে -- ভাল আছে'
  • pi | 24.139.221.129 | ২০ জানুয়ারি ২০১৫ ২৩:৩০573458
  • কোলকাতায় কারুর AB- আছে ?
  • ranjan roy | 24.97.31.125 | ২২ জানুয়ারি ২০১৫ ০৭:৩৮573459
  • পাই,
    আমার AB+। বয়স ৬৪+। যদি চলে তো আছি। ২৪ তারিখে কোলকাতায় আসছি।
  • আশু পাল | 192.66.3.236 | ০১ এপ্রিল ২০১৫ ২০:০৬573460
  • জন্ডিসের সাথে রক্তদান করতে পারা না পারা নিয়ে বেশ কিছু প্রশ্ন, মন্তব্য এবং অনুসন্ধান এখানে দেখতে পেলাম। এ বিষয়ে আমার জ্ঞান অনুযায়ী দু-চারটে কথা এখানে লিপিবদ্ধ করতে চাই। হয়তো কারো কারো কাজে লাগবে। আমরা সবাই জানি, জন্ডিস তিন রকমের। সাধারণ জন্ডিস বলে আমরা যেটাকে জানি, সেটা জল্-বাহিত রোগ। ডাক্তারি ভাষায় জন্ডিস-এ। আমদের জানা জন্ডিস রোগীর অধিকাংশই জন্ডিস-এ রোগে আক্রান্ত হয়েছিলেন। এই রোগে আক্রান্ত হলে, সুস্থ হওয়ার পর এক বছর পর্যন্ত রক্তদান করা বারণ। তারপর নিশ্চিন্তে রক্ত দেওয়া যায়। কিন্তু জন্ডিস-বি এবং জন্ডিস-সি নামেও দুই ধরণের জন্ডিস আছে। এই দুটো ভয়ানক ব্যাধি। বহু ক্ষেত্রেই রোগীর প্রাণহানি ঘটে। তবে সম্প্রতি বেশ ভাল ওষুধ আবিষ্কৃত হওয়ায় অনেকেরই প্রাণ রক্ষা করা সম্ভব হচ্ছে। এই দুই রোগ থেকে রক্ষা পাওয়া মানে শরীর থেকে এই ভাইরাস পুরোপুরি নির্মূল হয়ে যাওয়া নয়, বরং রোগীর শরীরে এমন কিছু এন্টিবডি তৈরি করে দেওয়া, যা কিনা ওই ভাইরাসকে দমিয়ে রেখে সেই শরীরকে সুস্থ থাকতে সাহায্য করে। কিন্তু সেই ব্যক্তির শরীরে এন্টিবডির দাপটে তা সুপ্ত ( দুর্বল / অশক্ত) অবস্থায় থেকেই যায়। তিনি রক্তদান করলে, সেই রক্তবাহিত হয়ে সেই ভাইরাস অন্য ব্যক্তির দেহে চালান হয়ে যায়, এবং যেহেতু তার শরীরে ওই এন্টিবডি নেই, তাই তাকে আক্রমণ করে বসে। এর জন্যই যিনি একবার এই রোগে আক্রান্ত হয়েছেন, তিনি আর কোনদিনই রক্তদান করবেন না। পশ্চিমের দেশ গুলিতে এ নিয়ে আরও গবেষণা করে তারা দেখতে পেয়েছেন, কম বয়সে জন্ডিস বি অথবা সি-তে আক্রান্ত হলেও বয়সের একটা স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতার শক্তিতে বলীয়ান হয়ে সেই ভাইরাস অনেক ক্ষেত্রেই নির্মূল হয়ে যায়। সব দেশের সব জাতির মানুষের প্রতিরোধ ক্ষমতা যেহেতু এক নয়, তাই কখনো কখনো দেশ ভেদে বয়সেরও তারতম্য হয়। তাই সে সব দেশে বয়সের এক-একটা মাপ ধরে দেওয়া হয়। কিন্তু আমাদের মত গরীব দেশে ( যার গালভরা নাম উন্নয়নশীল দেশ) এত গবেষণাও হয়না, এত উন্নত সুবিধাও নেই। তাই, জন্ডিস-বি বা জন্ডিস-সি-তে একবার আক্রান্ত হলে (তা সে যে বয়সেই হোক) সারা জীবন তার কাছ থেকে আর রক্ত নেওয়া হয়না।
  • dd | 132.171.127.228 | ০১ এপ্রিল ২০১৫ ২১:৩৯573461
  • আমার বন্ধুর স্ত্রী মারা গেলেন। মাস খানেক আগে।

    বছোর কুরি আগে একটা অপারেশনের সময় এই রকম রক্ত তার শরীরে ঢুকেছিলো - তখন বোধয় স্ক্রিনিং ও খুব একটা হোতো না।

    সেই থেকেই লিভার খারাপ। বহু বহু চিকিৎসা হয়েছিলো কিন্তু কিছুই কাজ করলো না।
  • pi | 24.139.221.129 | ০১ এপ্রিল ২০১৫ ২১:৪১573462
  • আশুদা, আপনার অভিজ্ঞতাগুলো এখানেও লিখুন।
  • pi | 24.139.221.129 | ২০ এপ্রিল ২০১৫ ১৬:২৯573463
  • আদিবার আবার রক্ত লাগবে। একজনকে পাওয়া গেছে। আরো ছ'জন চাই। কাল। যেকোনো গ্রুপের রক্ত হলেই হবে।

    রায়ার পোস্ট থেকে ঃ
    ' আদিবা রক্তের ক্যান্সারে আক্রান্ত। ৪ বছর বয়স। বাংলাদেশ থেকে কলকাতার টাটা ক্যান্সার রিসার্চ সেন্টারের এসেছে চিকিৎসার জন্য। চতুর্থ কেমোর পর প্লেটলেটস কমে যাওয়ায় ওর আবার রক্তের প্রয়োজন। যে যে পারবে প্লিজ কালকে সকাল ৯টা থেকে ৩টের মধ্যে চলে যেও। রাণা ভাই (আদিবার বাবা) ৯৮৩০৫৪৭১৮৪। এই নম্বরে ফোন করে নিও। চাইলে ওপরের যে দুটো নম্বর আছে, সেখানেও ফোন করতে পার। যে যে পারবে প্লিজ যেও।'
  • b | 24.139.196.6 | ২৩ এপ্রিল ২০১৫ ০৭:৩৯573464
  • এটা পেলাম একজন চেনা জানার কাছ থেকে। কেউ হেল্প করলে ভালো হয়।

    "my 5 year old niece "Piya"(elder brothers daughter) has been diagnosed with Acute lymphocytic leukemia (blood cancer) and she is fighting for her life in Tata Medical Center, Kolkata.

    Sitting here in US, i can only request my friends and relatives to spread the word and help us with as much blood as possible.O+ is preferred but any group would be OK as it could be exchanged. Donators, please contact Dr Hari Mohan ( brother) on 8092084456.
  • সুকি | 129.160.188.156 | ২৪ এপ্রিল ২০১৫ ১৫:৪৯573465
  • O (ও) পজিটিভ রক্তের গ্রুপের (বা যে কোন গ্রুপের) কিডনি প্রয়োজন - কোথায়, কিভাবে পাওয়া যায়, এই সব বিষয়ে কারো জানা থাকলে খুবই উপকৃত হব।
  • Soumyadeep Bandyopadhyay | ০৬ জুন ২০১৫ ০২:৪৬573466
  • Dear All,

    Want to update you about need of blood for two Cancer patients at Tata Memorial Hospital, Rajarhat . Your blood group may be anything , the hospital will provide the exact match group in exchange of your donated unit.

    Given the time of Summer the blood availability is low.

    In case you are interested , pl call the following people

    For Patient - Sajid ,

    Rudradeep-09614843795
    Indranil- 09051887177 ( You can take my reference)
    Raya-09674030088
    Ratan Bhai (Father)- 09051386283

    Other Patient

    Niraj Bihari Sutradhar

    To contact his father -Nimai Bihari Sutradhar-7872917438. ( You can take my reference)

    The best time in weekday's 11a.m to 3 p.m . on Saturday till 2 .00 p.m I believe ( better to once confirm with the above mentioned people)

    Btw- Today while I came from Hospital , both the families need blood on urgent basis

    Stay Blessed folks !
  • pi | 24.139.209.3 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:১৩573467
  • কোলকাতার AB+ কেউ কি রক্ত দিতে পারবেন? ব্লাড ক্যান্সারের এক রুগীর আর্জেন্ট দরকার। যোগাযোগঃ সঞ্জীব সরকার ( ৯৫৬০৫৮৮৮৭৮)
  • pi | 192.66.43.102 | ০৪ জানুয়ারি ২০১৬ ২০:৫৩573469
  • ফোর্টিস হাসপাতালে ওপেন হার্ট সার্জারির জন্য কাল O+/B+ রক্ত দরকার। যাঁরা রক্ত দিতে আগ্রহী, তাঁরা অনুগ্রহ করে অভীক সেনগুপ্তর সাথে যোগাযোগ করুন। মোবাইল নাম্বার +৯১৯৮৩০৩৬৪৯৯০

    --

    এছাড়াও আরেকজনের জন্য ও নেগেটিভ রক্ত লাগবে। একজনকে পাওয়া গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন