এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাংলা ই-বই : কার কাছে কি আছে:

    sosen
    অন্যান্য | ০৭ সেপ্টেম্বর ২০১২ | ১১৪৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • .... | 69.160.210.2 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১২:২৫573921
  • আমার যেগুলো পড়ার দরকার সেগুলো ৮০% কিনে নিয়েছি অলরেডি। বাকি ১৫% পাওয়া যায় না, পুরোনো সংগ্রাহকদের থেকে নিতে হবে। আর বাকি ৪% বেরোয় নি এখনো।
    আনন্দের রাবিশ পড়ে সময় নষ্ট করার কোনো ইচ্ছে নেই।
    টাইম পাসের জন্য, পরোপকারের জন্য, রেফারেন্সের জন্য ও দুষ্প্রাপ্য বইয়ের জন্য আমি ইবুক নামাই।

    প্রতিবার যাতায়াতে ৩০কেজি করে বই নিয়ে যাওয়া যায় কলকাতা থেকে। অন্তত ছ মাসের খোরাক।

    আর শিবাংশুদা যদি ঐ বিশাল লাইব্রেরী নিয়ে চলাফেরা করতে পারেন, হার্ড কপি পড়া অবধারিত হলে তুমিও পারবে।

    কেউ যদি পার্সোনালি স্ক্যান বা ছবি তুলে ইবুক বানিয়ে থাকে আর সেগুলো এখনো কোনো সাইটে শেয়ার না করে থাকে তাহলে তবু এ লিস্টি র একট মানে আছে। নতুবা সাইটের নাম বাংলা অন্তর্জালে থ্রেডে লিখে দিয়ে কাজ কর ।
  • শ্রী সদা | 69.97.137.43 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১২:৩৩573922
  • পাঠাগার পেইড সাইট হয়ে যাওয়ার পর এই সব লিস্টের ৫০% এর বেশী বই নেট থেকে হাওয়া হয়ে গেছে।
  • de | 213.197.30.2 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১২:৪৫573923
  • এই লিস্টটার দরকার আছে --- শেয়ারিংয়ের জন্য খুব ভালো -- যার কাছে নেই সে চেয়ে নিতে পারবে -- আমরা তো তাই করছিলাম সোসেনকে মেল পাঠিয়ে। সবসময় সাইটে গিয়ে ডাউনলোড করা মোটেও হয়ে ওঠে না।

    সোসেন, থ্রেড বন্ধ কোরো না -- প্লী ই ই ই জ!
  • j | 131.245.70.204 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১২:৪৮573925
  • যার আছে তো আছে

    যাদের ভত্তি ভত্তি কালেক্শন আছে এখানে দেখার খুব একটা দরকার আছে কি?

    সোসেন
    অব্শ্যই পোষ্ট করবেন
  • ব্যাং | 132.167.126.125 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১২:৪৮573924
  • দে-কে ক্ক। সাইট থেকে ডাউনলোড আমার তো খুব সহজসাধ্য লাগে না। আজ অব্দি সেই ফ্যান্টমগুলো নামাতে পারি নি।
    সোসেনের দেওয়া লিস্টি থেকে আমার কোনটা দরকার, কোনটা নয়, সেই অনুযায়ী চাইছিলাম। ওটাই আমার বেশি সুবিধে মনে হচ্ছিল।
  • santanu | 227.164.213.83 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১২:৫৪573927
  • ই বই কি পিডিএফ? তাহলে আমার কাছে প্রায় সব হুমায়ুন আহমেদ ও শীর্ষেন্দু কিশোর উপন্যাস আছে।
  • | 24.99.27.249 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১২:৫৪573926
  • সুষেণ,

    তুমি তোমার লিস্টিটা শেষ কর, বুনু ওরটা করুক। যার যা দরকার তোমাদের থেকে চেয়ে নেবে।
  • san | 24.99.166.201 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:০১573928
  • চারটে ডট সোমনাথদা বা অন্য যিনিই হোন , তাঁর এই অকারণ গার্জেনগিরি আমার অত্যন্ত খারাপ লাগল।

    সোসেনদি , লেখো।
  • kumu | 132.160.159.184 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:০৩573929
  • সোসেন,আমরা এত জন তোমাকে বই পাঠাতে অনুরোধ করলাম,পেয়ে খুশি হলাম,আর তুমি একজনের নেগেটিভ রিমার্ক শুনে বিচলিত হচ্ছ?

    অনেক নিতান্ত অপ্রয়োজনীয় বিষয় নিয়ে টই খোলা হয়,১/২ টি পোষ্টের পর বন্ধ হয়ে গেছে কত টই,কেউ কিছু বলেনি,কারণ সেটা গুরুর পলিসি নয়।

    এটি বেশ প্রয়োজনীয় টই বলে আমার মনে হয়েছে,কারণ,১,২- সদা ও দে যা বল্ল,৩-কোন বইএর নাম হয়ত জানা নেই,লিস্ট দেখে সেটি জানা গেল ও শেয়ার করা গেল।ডাউনলোড করাই যায়,কিন্তু সেটি সময়্সাপেক্ষ,অনেকসময় access পাওয়া গেল না ইত্যাদি সমস্যা আছে।বন্ধুদের মধ্যে বই ভাগাভাগি করে নেয়াই টইটির উদ্দেশ্য,যাতে বেশ সাড়াও পাওয়া গেছে কাল থেকে।নেট গার্বেজ ইত্যাদি মন্তব্যের অর্থ বোঝা আমার পক্ষে সম্ভব হয় নি।

    সোসেনকে অনুরোধ করছি এখানে/ভাটে লেখা বন্ধ না করতে।
  • kumu | 132.160.159.184 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:০৭573931
  • আর একটা কথা,যার কাছে টইটি অপ্রয়োজনীয় মনে হল,তিনি তো এটি না খুললেই পারেন।

    বরং,ডিডিদা যা বল্লেন,নতুন নতুন বই যোগ করা হোক এই সংগ্রহে,আলোচনা হোক তাই নিয়ে।
  • sch | 132.160.114.140 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:১৮573932
  • এই লিঙ্কটা যদি "ঢপের" হয় তো বাংলা গান ও সুমন, বিপদে মোরে রক্ষা করো, ফুটবল ২০১২-১৩ - অনেক গুলোকেই তো বালের টই বলা ্যায়। কেউ বলতেই পারে সূমন গান গেয়েছেন গেয়েছেন - শুনতে ভালো লাগলে শুনবে লোকে আর ভালো না লাগলে শুনবে না। তার এত তুলনামূলক আলোচনা করে কি বাল প্রাপ্তি হবে। অথবা বিপদ এলে তখন তো নিজের মতো করেই যা করার করতে হবে
    আলোচনা করে কি ছেঁড়া যাবে। আর ফুটবলে কে কোন দলে আছে জেনে কি মোক্ষ লাভ হবে। সেই হিসেবে সব টই-য়ের কোনোটা না কোণোটা কারুর মনে হতে পারে ঢপের আর কোনোটা কারো মনে হতে পারে খুব দরকারী।

    যদি নেটদুনিয়ার কোন নিয়ম ভাঙ্গা হয় মোডারেটর রা বক্তব্য জানাতে পারেন বা টই টি ডিলিট করতে পারেন। সেসব তো হয়েছে বলে মনে হচ্ছে না। তাহলে শুধু শুধু কোন মহান বাল কত % বই কিভাবে সংগ্রহ করেছেন, কত কেজি বই কিভাবে নিয়ে যান এসব বালের কথা না লিখে চেপে বসে থাকলেই তো হয় - আর নিতান্ত কিছু করার না থাকলে * ছিঁড়ে আঁটি বাঁধতে পারে - সময় কাটবে
  • গান্ধী | 213.110.243.22 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:২১573933
  • ক্কঃ)
  • ব্যাং | 132.167.225.190 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:২২573934
  • ব্ল্যাংকি, পুজোসংখ্যা আনন্দমেলাগুলো দিবি প্লিজ?
  • siki | 96.98.40.158 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:৩০573935
  • দুটি কথা বলি?

    চার ডট যেটা বলেছেন, সেখানে তাঁর নিজের অপছন্দের কথা ছিল। তাঁর মতামত। সেটা বৃহত্তর জনগণের পছন্দ হয় নি। আমারও না। না হতেই পারে। কিন্তু প্রত্যুত্তরে কিছু কিছু কথা ব্যবহার করা হল, যেগুলো আমার ব্যক্তিগতভাবে খুব উগ্র লেগেছে। ডেঁপো-ডেঁয়োপিঁপড়ে, নৈতিকতার বমি, মহান বাল, * ছিঁড়ে আঁটি বাঁধতে পারে, এই নী জার্ক রিয়্যাকশনগুলোর কি সত্যিই কোনও দরকার ছিল? এতে করে কী হয়, অন্যপক্ষকে খুব তাতিয়ে দেওয়া যায়, আর তেতে গিয়ে অন্যপক্ষ আরও কিছু ইররেলিভ্যান্ট কমেন্ট করে বসেন। এ ঘটনা গুরুর পাতায় আগেও হয়েছে। মতান্তর থেকে মনান্তর, সেখান থেকে মুখ দেখাদেখি বন্ধ।

    প্রতিবাদ হোক, প্রতিবাদের মতন করে। ঐ কথাগুলো ইউজ না করলেও প্রতিবাদের ধার এতটুকুও কমত না।

    পরিশেষে জানাই, ভাটিয়ালি বা টইপত্তর আনমডারেটেড সেকশন। এখানে কোনও রকমের মডারেশন করা হয় না, যে যা লিখছেন, সম্পূর্ণভাবে নিজের দায়িত্বে লিখছেন। কোনও টই মোছাও হয় না। কোনও পোস্টও না।
  • j | 131.245.70.204 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:৩১573936
  • sch কে ক্ক
  • নেতাই | 131.241.98.225 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:৩৬573937
  • সিকিদার পোষ্টে 'চার ডট' থেকে শুরু করে জিজ্ঞাসা চিহ্ন পর্যন্ত ক।
  • sch | 132.160.114.140 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫১573938
  • Shamik, শব্দগূলো ব্যবহার করতে একটুও ভালো লাগলো না আমারো, এটা পাব্লিক ডোমেন - অনেকেই আছেন যারা যথেষ্ট বয়োজ্যেষ্ঠ, এই সব শব্দে অভ্যস্ত নন - কিন্তু কেন করলাম জানেন? যাতে যিনি জ্ঞানগর্ভ বাণীটি দিয়েছেন "এই সমস্ত ঢপের থ্রেড অবিলম্বে বন্ধ হোক" আর "মোলিক কিছু দেবার বা শেয়ার করার না থাকলে সাইটেও নেটে গার্বেজ না বাড়ানোই ভালো" - তার একটু গায়ে জ্বালা ধরে, যেটাকে আপনি বললেন তাতিয়ে দেওয়া। তাহলে বুঝতে পারবেন ওনার কথায় অন্যদের কিরকম ফিলিং হয়ে থাকতে পারে। উনি ওই "ঢপের থ্রেড" লিখে কিন্তু যারা যারা এই থ্রেডে আগ্রহী সবাইকে ইন্সাল্ট করলেন। সেইটুকু সুদ শুদ্ধু ওনাকে ফেরত দিলাম

    আর মুখ দেখাদেখির সমস্যা তো দেখি না খুব একটা - এই থ্রেডে সবাই আমার কাছে একটা অক্ষর মাত্র। :)
  • গান্ধী | 213.110.243.22 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫৩573939
  • যেগুলো সোসেনদি কিংবা ব্ল্যাংকিদা দেয়নি সেগুলো লিখলাম

    আবুল বাশার -
    আলোর বলাকা (১ম খন্ড)
    জল মাটি আগুনের উপাখ্যান
    মরুস্বর্গ
    ময়ুরী এবং ময়ুরী
    রাজাবলী
    শেষ রুপকথা

    আশাপুর্ণা দেবী (যেগুলো এখনো কেউ দেয়নি)
    স্বপ্ন
    সেই সব গল্প (ছোটদের গল্প সংকলন)

    আশুতোষ মুখোপধ্যায়
    যখন ঢল নামে
    কাল তুমি আলেয়া
    নিষিদ্ধ বই

    বাণী বসু
    মেয়েলী আড্ডার হালচাল
    অন্তর্ঘাত
    অপারেশন অরিন্দম
    পঞ্চম পুরুষ
    সুরূপা-স্বরূপা
    উপন্যাস পঞ্চক

    বিমল কর
    চন্দ্রগিরির রাজকাহিনী
    ফুলদানী ক্লাব
    হারানো ডায়েরী খোঁজে
    রাজমোহনের সুখ-দুঃখ
    রত্ন নিবস্সে তিন অতিথি
    ভুলের ফাঁদে নবকুমার
  • গান্ধী | 213.110.243.22 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫৪573940
  • নিবাসে*
  • গান্ধী | 213.110.243.22 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫৭573942
  • আবুল বাশারের বইটা "অগ্নি বলাকা" হবেঃ(
  • ডিডি | 120.234.159.216 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৪:০১573943
  • আচ্ছা আপনেরা নন ফিকশন কিছু তুলে রাখেন না?

    খুব গ্রাম্ভারী গোছের কিছু নয়, বেশ হাল্কাপুল্কা,খাস্তা,মচমচে প্রবন্ধো টোবন্ধো?
  • siki | 96.98.40.158 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৪:০৪573944
  • sch, বুঝলাম। কিন্তু কাউকে তো থামতে হবে। একটা ভুল শব্দপ্রয়োগ দিয়ে কি আরেকটা ভুল শব্দপ্রয়োগ জাস্টিফায়েড হতে পারে?

    যাক, যা হয়ে গেছে হয়ে গেছে। লিস্টি এগোক।
  • .... | 69.160.210.2 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৪:১৪573945
  • আমি হারগিজ অ্যাডমিনের পার্ট নই, হতেও চাইনা, কেউ করবেও না। সুতরাং আমার ফালতু কমেন্ট নিয়ে সেন্টি খাওয়ার কোনো দরকার নেই।

    সোসেন টই খুলেছেন, খেয়াল করি নি, বোধয় সেইজন্যে তার বেশি খারাপ লেগেছে।

    প্রি-টই ভাটিয়ালির অনুরোধের ইতিহাস সম্পর্কে অজ্ঞতাও যেমন, অকারণে ""আমাদের সোমনাথের কাছে ৩০০+ ইন্দ্রজাল কমিক্স আছে"" - ঢক্কানিনাদ শোনাও তেমনি বিরক্তির একটা কারন।
    আছে তো সোমনাথ কি করবে? স্ক্যান করবে না মেল করবে না পড়তে দেবে? কিসুই না। তো খামোকা সেটা অ্যানাউন্সমেন্টের কারণ কি?

    কেউ নিজের কালেকশন লিস্টি করছেন যাতে তা থেকে অন্যেরা চেয়ে চিন্তে মেল-এ নিয়ে পড়তে পারে। এই লিস্টি নানা ভাবে করা যায়। এক্সেলে ফাইলট্রি দিয়ে করে কোথাও আপলোড করে তার একটা লিংক দিয়ে বা ফেসবুকে বা সমস্ত বইয়ের নাম হাতে ধরে ধরে বাংলায় লিখে গুরুচন্ডালির সাইটে টইতে টাঙিয়ে। একটা সোসাল সাইটের ফোরামকে নানা ব্যবহারকারী নানাভাবে ব্যবহার করবেই। এ নিয়ে বলার ও কিছু নেই। শোনারও কিছু নেই। খারাপ লাগার তো আরো কিছু নেই। আমার নিজের কালেকশনের ঢাক পেটানোর ও কিছু নেই। বলার একটাই - এই লিস্টটা ক্রমশঃ ও কোনো একদিন সমগ্র বাংলা সাহিত্যের ও বিশাল বিশাল লাইব্রেরী ক্যাটালগের আকারে পোঁছবে। জিবিসমূহ উল্লেখেরও সেটাই কারণ। কত কত লিস্ট করব? কত কত মেল করবেন? এবারের পুজোসংখ্যা আনন্দমেলা আর আনন্দবাজার পত্রিকা নেটে এসেছে। ১৮৭ আর ২১১ এম বি। প্রতি মাসের ৭-৮ টা করে পত্রিকা নেটে আসে। নারায়ণ দেবনাথ সমগ্রগুলো ৫০০ এম বি মতো করে সাইজ। একটা জিমেলে ২৫ এম বি মতো আসে বোধয়। কর্নেল সমগ্র প্রথম টা ১৫০ এম বি। শঙ্কু সমগ্র ৩৭০ এম বি।

    লোকে প্রয়োজনীয় বই সার্চ না করে মেলে পেতে পছন্দ করে তো কি করা যাবে? বেসিকালি, যা ইচ্ছে করুন। আমি একটি ফ্রাস্ট্রেটেড ও পার্ভার্টেড ভার্চুআল এনটিটি। আমার কোনো কথায় কেউ মনে আঘাত পেয়ে কিছু করবেন বা করবেন না, এতখানি অ্যাটেনশন ও কখনো চাইনা। প্লীজ দেবেনও না।
  • link | 71.16.194.150 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৪:১৬573946
  • লিঙ্ক চাই লিঙ্ক
  • প্পন | 126.50.59.180 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৪:১৮573947
  • ডিডি, সুনন্দর জার্নাল আছে। পড়বে?

    (আর আপনি আজ্ঞে করতে পারছি না, তুমি বলেই ফেল্লাম)
  • ডিডি | 120.234.159.216 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৪:৩২573948
  • ইয়েস। কিন্তু সোসেনের মতন পাঠিও। যেটায় কিলিক করলেই খুলে যায়।
    কিছু ডাউনলোড করতে পারবো না - সোজা কথা।
  • 4z | 109.227.143.99 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৪:৩৫573949
  • সোসেনকে এই টইটা শুরু করার জন্য আমি বলেছিলাম। আগে নেট থেকে প্রচুর ডাউনলোড করতাম, এখন হয়ে ওঠে না। বাসে ট্রেনে যাতায়াত করার সময় আমার ল্যাপিতে পড়তে সুবিধে হয়। কলকাতা থেকে প্রত্যেকবার ৩০ কেজি বই আনা আমার পক্ষে সম্ভব নয়। তাই সোসেন লিস্ট কমপ্লিট কর। কি করে শেয়ার করব সেটা যাদের বই দরকার তারা ঠিক ভেবে বের করে নেবে আর যাদের এই টইটা ঢপ মনে হয় তারা না হয় এটাকে ইগ্নোর করুক। তাদের জন্য দেশ-বিদেশের সিনেমার লিস্ট দেওয়া ভাল ভাল টই আছে। তুই এটা কন্টিনিউ কর।
  • kumu | 132.160.159.184 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৪:৪০573950
  • অর্পণ,আমি পড়ব,সুনন্দর জার্নাল,দেবে?কিভাবে পেলে এটা?
  • প্পন | 126.50.59.180 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৪:৪১573951
  • বাড়ি গিয়ে পাঠিয়ে দেবো। পাঠাগার পেইড সাইট হবার আগে নামিয়েছিলাম।
  • riddhi | 118.218.136.234 | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৪:৪২573954
  • আগের হপ্তায় হার্ড ড্রাইভ ক্র্যাশ হয়। রিকভার করা যায় না। আজকে নতুন হার্ড ড্রাইভ নিয়ে বাড়ি ফিরলাম। ফিরেই ডেস্কটপে একটা বই ডাউনলোড করে শুভ সূচনা করেছি। কেউ চাইলে বলবেন ইমেল করে দেব।
    মহানায়কের আত্মজীবনী-'আমার আমি'।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন