এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সরকারী তথা দেশের মানুষের টাকা নিয়ে নয়ছয় ।।প্রথম কিস্তি ।। পেনসন কেন ??

    Ekak
    অন্যান্য | ২৪ ডিসেম্বর ২০১২ | ৫১৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 69.99.230.125 | ২৪ ডিসেম্বর ২০১২ ১৪:৩৪579493
  • অনেক গুরুগম্ভীর বিষয় নিয়ে আমরা সরকারের দিকে আঙ্গুল তুলি । আশ্চর্য ভাবে যেগুলো আমাদের ব্য্ক্তিবিসেশের স্বার্থের সঙ্গে জড়িয়ে আছে সেগুলো নিয়ে সবাই চুপ !

    পেনসন কি ? কেন ??

    পিএফ ঠিক আছে । আমার টাকা সরিয়ে রেখে সুদসহ আমাকেই দিচ্ছে । গুড প্র্যাকটিস ।

    হোআই পেনসন ?? কাজ না করে টাকা পাবেন কেন কিছু মানুষ ? যেখানে লোকে কাজ করে ঠিকমত টাকা পায়না । মজুরদের অয়েজেস বাড়েনা । সরকারী তহবিলে শুনি টাকা নেই সেখানে কেন সরকারী কর্মচারীদের ঘরে বসিয়ে টাকা দেওয়া হবে ?

    বহু মানুষ আছেন আমার চারপাশে । পেনসনের টাকা খরচ করার দরকার হয় না । একাউন্ট এ জমা পরে বাচ্চা দেয় । এই বিলাসিতার মানে কি ? অনেক মানুষ আছেন যারা পেনসন না থাকলে মুশকিলে পরতেন । তারা কেন চাকরি করা কালীন প্ল্যানিং করেন নি ? সেই সময়কার অমিতব্যায় এর ভার কেন এখন সরকার নেবে ??

    কত মানুষ ডেলি ওয়েজ টুকু পান না আর এদিকে হুদো হুদো সরকারী কর্মচারীর পেনসন এমাউন্ট তাই এত বেশি যে বিশাল ট্যাক্স যায় তার ওপর ।

    কেন ??
  • j | 230.227.106.153 | ২৪ ডিসেম্বর ২০১২ ১৫:২৩579504
  • ইদানীং একটো পরিবত্তোন হয়েছে

    ২০০৭ না ২০০৮ এর কোনও একটা কাট অফ ডেট থেকে যেসব সর্কারি কম্মোচারিরা কাজে জয়েন করেছেন তাদের বেতনের একটা অংশ কেটে নিয়ে সেটা থেকেই তাদের পেনশন দেওয়া হবে , অনেকটা পি এফ ডিডাকশনের মত
  • শ্রী সদা | 132.176.98.243 | ২৪ ডিসেম্বর ২০১২ ১৫:২৫579515
  • আম্মো তাই জানতাম।
  • | 214.130.244.200 | ২৪ ডিসেম্বর ২০১২ ১৫:২৮579526
  • পেনশন তো কর্মীর টাকা আগে কেটে রাখে। সেখান থেকে ই দেয়। নিজের টাকা পরে নিচ্ছে এতে চাপ কি?
  • Ekak | 69.99.230.125 | ২৪ ডিসেম্বর ২০১২ ১৫:৩১579537

  • পুরোটা নিজের টাকা হলে কোনো চিন্তায় ছিল না । সরকারী পেনসন স্ট্রাকচার দেখো ।
  • Ekak | 69.99.230.125 | ২৪ ডিসেম্বর ২০১২ ১৫:৩৯579548
  • একজন মানুষ ৬০ এ রিটায়ার করে ৯০ অবধি বেঁচে থাকলে এই ৩০ বছর ধরে যে টাকাটা পায় সেটা নিজের জমানো টাকা ? যত বেশি বাঁচে তত সরকারের লায়াবিলিটি ।
    আর নিজের তাকায় যদি হবে তাহলে ৬৫ তে মরে গেলে বাকি "নিজের টাকা " তা সরকার হিসেব করে বাড়ির লোক কে দেয় না কেন ?? দেয়না কারণ ওটা নিজের টাকা নয় ।
  • Shola the Great | 131.241.218.132 | ২৪ ডিসেম্বর ২০১২ ১৫:৫১579559
  • এত চিন্তার কিছু নেই। পেনশন দিতে পারছে না বলে বিলেতে রিটায়ারমেন্টের বয়স বাড়িয়ে দিয়েছে। এখানেও হবে। ৬০, ৬৫, হয়তো ৭০। শেষে হয়তো উঠেই যাবে। বা পঞ্চাশ পেরোলেই একদিন আপিসে ঢোকার সময় দেখবেন ধরে নিয়ে গিয়ে ইলেক্ট্রিক চেয়ারে বসিয়ে দিলো।
  • | 214.130.244.200 | ২৪ ডিসেম্বর ২০১২ ১৬:০৫579570
  • একক, ও আচ্ছা!!
  • শঙ্কু | 127.223.195.101 | ২৪ ডিসেম্বর ২০১২ ১৭:৩২579581
  • এটা (পেনশন) সরকারী চাকরির একটা প্রিভিলেজ ব পারক্স (ছিল, ২০০৪ এর পর এখন আর নেই) বলা যায়। কম মাইনের পরিপুরক। তা না হলে সরকারি কাজে লোক পাওয়া যেতো না। বর্তমানে কম দিয়ে ভবিষ্যতের একটা সুরক্ষার ব্যবস্থা।
    সরকারী চাক্রির মাইনে একটু মানুষের মতো হবার পরেই (তাও কমই আছে) এটা বন্ধ হয়ে গেছে।
    বিদেশে অনেক জায়গায় বেকার ভাতার ব্যবস্থা আছে। তাতে জোয়ান বয়সের লোকজনকে বসে খাওয়ানো হয়।
  • Ekak | 69.99.230.125 | ২৪ ডিসেম্বর ২০১২ ১৮:১৬579494
  • হ্যা , ওই বেকার ভাতা । গত ইউরোপ তাকে দেউলে করে দিল বসে বসে ভাতার পৈসায় খেয়ে ।এগুলো বন্ধ হওয়া দরকার । ২০০৮-২০০৮ এর পরে নতুন করে পেনসন দিচ্ছেনা এ অতি ভালো কথা। কিন্তু আগের যেগুলো সেগুলো বন্ধ করা হবেনা ক্যানো ?
  • pi | 127.194.2.108 | ২৪ ডিসেম্বর ২০১২ ১৮:২৩579495
  • :o
  • PT | 213.110.243.23 | ২৪ ডিসেম্বর ২০১২ ১৮:৩৩579496
  • পেনশন বন্ধ করে দিলে কালে কালে অনেক আমলাশোল হবে। যারা পেনশন পায় তারা সবাই তো আর আইটি সেক্টরে কাজ করে অবসর নেয়না। অনেকে সারা জীবন সরকারি আপিসে বাথরুম সাফাই করেছে নাহলে গ্যাংম্যান হয়ে জীবন কাটিয়েছে। তাদের কপয়্সা মাইনে ছিল যে সেখান থেকে বাঁচিয়ে রাখবে বুড়ো বয়সের জন্য?
  • সরকারী চাকুরে | 127.194.207.186 | ২৪ ডিসেম্বর ২০১২ ১৮:৫০579497
  • পুরো ঢপের বক্তব্য। প্রাইভেটসেক্টরে কাজ না করে এমন বক্তব্য রাখলে তবু নাহয় খানিক বিপ্লব হত।
    দ্বিতীয় কিন্তিটা শোনা যাক।
  • PT | 213.110.243.23 | ২৪ ডিসেম্বর ২০১২ ১৯:১৫579498
  • রেলের একজন সাবহেড ১৯৭৯ সালে ২০০ টাকা পেনশন নিয়ে অবসর নিয়েছিলেন। সময়টা চল্লিশ বছর আগে হলেও, সেই ভদ্রলোকের জীবন যাপন আমার খুব কাছের থেকে দেখা আছে। ঐ টাকায় বেঁচে থাকার জন্য কি কি পরিত্যাগ করতে হয় তার একটা তালিকাও আমার কাছে আছে!!

    আরেকজন ১৯৯৫ সালে একটি প্রাইভেট ব্যাঙ্কের ম্যানেজারের পদ থেকে অবসর নেন। তাঁর পেনশন গত ১৫ বছরে বাড়েনি। আজকে সেই পেনশনের অর্ধেকের বেশী চলে যায় স্বামী-স্ত্রীর ওষুধ কিনতে। স্বভাবতঃই তিনি সন্তানের রোজগারের ওপরে সম্পুর্ণ নির্ভরশীল।

    এই জাতীয় অর্থনীতি বোধহয় কোন ভদ্র সমাজ তৈরিতে সাহায্য করবেনা।
  • bb | 131.245.113.207 | ২৪ ডিসেম্বর ২০১২ ২০:৩৪579499
  • সত্যি কত কম জেনে এককের মত লোক যিনি প্রাইভেট সেক্টরে কাজ করেন , এই রকম কথা লিখতে পারলেন? আমিও প্রাইভেট সেক্টরেই কাজ করি আর তাই বলতে পারি সরকারী কর্মচারীদের পেনশন কোন অপচয় নয়। তাদের যে মাইনে বিশেষ করে নিচের দিকে, তাতে তাদের সামাজিক সুরক্ষা দরকার আছে। তবু ২০০৪ এ য্খন সরকার পে-কমিশনে মাইনে বাড়ান, তখন তাদের এই পেনশনেরও বদ্ল করেন। কিন্তু যাদের মাইনে কম ছিল এবং যাদের আগেই সুরক্ষা দেওয়া ছিল, তাদের ক্ষেত্রে বদ্ল করা হয় নি।
    এই মুক্ত অর্থনীতির চিন্তাধারা অনুযায়ী যিনি চাকরী করেন না, তিনি জাতীয় অর্থনীতির পক্ষেই "লায়াবিলিট", তাহলে কি তার বেঁচে থাকার ও অধিকার নেই?

    পিটিদা -তোমার উল্লিখিত দুজন কে কি আমি চিনি ঃ)।
  • Sibu | 118.23.96.4 | ২৪ ডিসেম্বর ২০১২ ২০:৪৭579500
  • আরে এরকম ব্যাপার কি সমাজে এই একটাই হয়? দেখেন না, প্রাইভেট সেক্টরে সিইওরে ফায়ার করলে তারে গোল্ডেন প্যারাসুট দিতে হয়। তারপরে ব্যাংকগুলা সারা দুনিয়র ইকনমি ধ্বসিয়ে দিল, আর সরকারী টাকায় তাদের উদ্ধার করা হল। তারপ্রে এসইজে তকমা দিয়ে ট্যাক্সো না দেওয়ার কারবার, ডিভিডেন্ড আর ক্যাপিটাল গেইনসের ইস্পেশাল ট্যাক্স ট্রীটমেন্ট এসব তো আছেই।

    সমাজে বড়লোকের ইচ্ছা ট্যাকসো দেবে না। গরীব যতদিন কাজে লাগল লাগল, তাপ্পর মরে যাক। সুতরাং পেনসন দিওনা, মেডিক্যাল খচ্চা চাগরির সাথে লিং করে দাও, বেকার ভাতা কাট এই সব হাজারটা বাহানা। ফরাসী বিপ্লবের মত আর একবার গিলোটিন বসানোর সময় হল মনে হয়।
  • Sibu | 118.23.96.4 | ২৪ ডিসেম্বর ২০১২ ২০:৫৭579501
  • এক সময়ে প্রাইভেট সেক্টরেও পেনশন ছিল। তো এই আয়ান র‌্যান্ডের জমানায় সেসব গেছে। তার চেও যেটা আশ্চয্যের ব্যাপার, প্রাইভ্ট সেক্টরে একটু বেশী রোজগার করেই লোকে ভাবে সমাজের গরীব হতভাগাগুলো পরগাছা, আর আমি হলাম গে জন গল্ট!

    কোথায় দাবী করবে যে প্রাইভেট সেক্টরেও ডিফাইনড বেনিফিট পেনসন চাই, তা না, আমি পাই না, ও ব্যাটা আমার মালিকের ট্যাক্সোর টাকায় কেন পাবে?
  • | 37.57.171.11 | ২৪ ডিসেম্বর ২০১২ ২১:০১579502
  • আর গ্রাটুইটি টা পুরো ঢপ!!

    আইবিএম এ ৩ + বছর কাজ করলাম। কিচ্ছু পাবো না। এমন কী ব্যাটা রা ৫০ কে র শেয়ার দিল।কিন্তু অন্ততঃ পাঁচ বছর থাকতে হবে। তাই সেটা ও মায়া হয়ে গেল ঃ((
  • শ্রী সদা | 127.194.201.92 | ২৪ ডিসেম্বর ২০১২ ২১:৩১579503
  • অন্যদিকে ফ্রেসার লেভেলে ১০-১১ LPA পাওয়া জনগনকে (IOCL,NTPC) কেন পাব্লিকের পয়সায় পেনশন দেওয়া হবে সে এক রহস্য। সব কিছু যদি আম্রিগান পুঁজিবাদ দিয়ে ব্যাখা করা যেত !
  • Sibu | 218.54.39.141 | ২৪ ডিসেম্বর ২০১২ ২২:৩২579505
  • পেনসন তো খয়রাতি নয়। লোকটা যখন চাকরী করেছে তখন তার ট্যাক্সের টাকায় আগের জেনারেশন পেনসন পেয়েছে। রিটায়ার করার পর এই লোকটাও পাবে। রহস্যের তো কিছু নেই।

    ডিফাইনড কন্ট্রিবিউশন পেনসনে (401k or pf etc.) রিস্ক একেবারে ইনডিভিজুয়ালের ওপরে যায়। একটা স্টক মার্কেট নোজডাইভ বা কয়েক বছরের হাই ইনফ্লেশনে যে কেউ ভিখারী হয়ে যেতে পারে। সেটা যেন না হয়, রিস্ক যেন সোশ্যালি ডিস্ট্রিবিউটেড হয়, সেই জন্যেই ডিফাইনড বেনিফিট পেনসন।
  • siki | 132.177.39.56 | ২৪ ডিসেম্বর ২০১২ ২২:৪০579506
  • এত চাপের কী আছে? অনেক দেশেই তো বয়স্ক মানুষদের দেখাশোনা করা, তাদের ওয়েজ দেওয়া টেওয়া স্টেট ওয়েলফেয়ারের অঙ্গ। এদেশে সেটা শুধুমাত্র সচা-দের জন্য। তাও এখন আর নেই।

    আমার বউ ভারতের ইতিহাসে লাস পেনসন পাবে। ওদের পরের ব্যাচ থেকে বন্ধ হয়ে গ্যাসে।
  • প্পন | 126.202.194.142 | ২৪ ডিসেম্বর ২০১২ ২২:৫৮579507
  • উঁহু, "গরীব পরগাছা"দের আর্থিক ও সামাজিক প্রোটেকশন দেবার কেউ বিরোধিতা করেছে বলে মনে হয় না। বরং অসংগঠিত ক্ষেত্রের বিশাল "গরীব পরগাছা" যাতে সুরক্ষা পায় সেটা সরকারের তরফ থেকে প্রায়োরাটাইজ করা উচিত। নির্বিচারে সকল সরকারি কর্মচারিকে পেনসন আয়ে কুলোলে দেবে, নাহলে দেবে না।
  • aka | 127.194.15.10 | ২৪ ডিসেম্বর ২০১২ ২৩:১১579508
  • একক একটু পরে ভেবেছে, সরকার আগেই ভেবে ফেলেছে।

    প্রাইভেট আর সরকারের মধ্যে পার্থক্য হল। প্রাইভেটে কোন কোম্পানি নিজের প্রফিট কি করবে সেই নিয়ে বক্তব্য বিশেষ নেই, কিন্তু ট্যাক্স পেয়ারদের টাকা কি হবে সেই নিয়ে একক বা অন্যান্য ট্যাক্স পেয়ারদের বক্তব্য থাকতেই পারে, থাকাই উচিত।
  • Sibu | 118.23.96.4 | ২৪ ডিসেম্বর ২০১২ ২৩:১৪579509
  • আয়ে না কুলোলে বড়লোকের ওপর ট্যাক্সো বাড়াতে হবে। এবং পেনসন শুধু সরকারী কর্মচারীদের নয়, সবাইকেই দিতে হবে। নইলে সাধারন লোককে একেবারেই স্টক মার্কেট ও রিজার্ভ ব্যাঙ্কের মানিটারী পলিসির কৃপার ওপর ছেড়ে দেওয়া হয়।

    ভেবে দেখুন, আজকে একজন লোক এক কোটি টাকা পিএফ নিয়ে রিটায়ার করলেন। ৮-৯ লাখ টাকা বার্ষিক সুদ খুব খারাপ নয়। কিন্তু ধরুন কয়েক বছর হাই ইনফ্লেশন হল (৮-১০%)। তারপর স্টক মার্কেট ঠিক রাখার জন্য সরকার রিজার্ভ ব্যাঙ্কের ওপর চাপ দিয়ে ইন্টারেস্ট কম রাখল। পাঁচ দশ বছর বাদে এই রিটায়ার্ড ভদ্রলোকের কি দশা হবে? কেন না তাঁকে তো হাই ইনফ্লেশনের সময়টা নেস্ট এগ ভেঙে চালাতে হবে।

    এবারে একটা অন্য সিনারিও। রিজার্ভ ব্যাংক সরকারের চাপ উপেক্ষা করে সুদ বেশী রাখল। তাহলে হাই ইনফ্লেশনের বছরগুলোতে এই ভদ্রলোকের খারাপ কাটল না। তারপর ইনফ্লেশন কমে এল, তাই ইন্টারেস্টও কমল। কিন্তু ততদিনে কস্ট অফ লিভিং বজায় রাখার জন্য ৮-৯ লাখ টাকা আর যথেষ্ট নয় (যেহেতু কয়েক বছর হাই ইনফ্লেশন হয়েছে)। তখন এই ভদ্রলোকের কি হবে?
  • | 233.182.40.25 | ২৪ ডিসেম্বর ২০১২ ২৩:৩৭579510
  • কেন আমাদের স্যালারি টা খাতায় কলমে দেখা যায় বলে? ব্যবসায়ী গুলো মিনিয়াম ট্যাক্স দিয়ে বা না দিয়ে "ম্যানেজ" করে। আমাদের ( চাকুরীজীবি দের) খালি টার্গেট করা কেন বাপু?
  • Ekak | 24.99.29.20 | ২৪ ডিসেম্বর ২০১২ ২৩:৪৫579511
  • "আমিও প্রাইভেট সেক্টরেই কাজ করি আর তাই বলতে পারি সরকারী কর্মচারীদের পেনশন কোন অপচয় নয়। তাদের যে মাইনে বিশেষ করে নিচের দিকে, তাতে তাদের সামাজিক সুরক্ষা দরকার আছে।"

    @বিবি

    এগুলো আপনার স্টেটমেনত । যুক্তি কোথায় ? আপনি মনে করেন ।আমি করিনা । তো ?
    আমি কিন্তু এখানে আমি কি মনে করি তা বলতে আসি নি । সরাসরি প্রশ্ন রেখেছি কেন জনগনের পয়সায় কিছুসংখ্যক লোকের জন্যে খয়রাতি হবে ? একি সরকারী পিকনিক নাকি ?
    এই প্রশ্ন তা করার আমার অধিকার আছে ।

    আপনিও প্রশ্ন করুন । রেটরিক না :)
  • Ekak | 24.99.29.20 | ২৪ ডিসেম্বর ২০১২ ২৩:৪৭579512
  • "পেনসন তো খয়রাতি নয়। লোকটা যখন চাকরী করেছে তখন তার ট্যাক্সের টাকায় আগের জেনারেশন পেনসন পেয়েছে। রিটায়ার করার পর এই লোকটাও পাবে। রহস্যের তো কিছু নেই।
    "

    ইটা একটা যুক্তি হলো শিবুবাবু ? :) প্রজন্মের পর প্রজন্ম ধরে আমি আগে ঠকেছি বলে পরের প্রজন্ম কে ঠকাবো ?? কথাও না কোথাও তো এর শিরা কাটতেই হবে !
  • Ekak | 24.99.29.20 | ২৪ ডিসেম্বর ২০১২ ২৩:৫৫579513
  • "এত চাপের কী আছে? অনেক দেশেই তো বয়স্ক মানুষদের দেখাশোনা করা, তাদের ওয়েজ দেওয়া টেওয়া স্টেট ওয়েলফেয়ারের অঙ্গ। এদেশে সেটা শুধুমাত্র সচা-দের জন্য।"

    একদম চাকে ঢিল মেরেছেন ! অনেক ধন্যবাদ !! যদি জেনেরাল ওয়েলফেয়ার থাকত । সবার জন্যে সরকার ফ্রি তে শিক্ষা -স্বাস্থ্য দিত আমাদের ট্যাক্সের টাকা নিয়ে তাহলে একটাও শব্দ করতুম না । কিন্তু সমষ্টির টাকা গোষ্ঠী তে যাচ্ছে !!! একদম ঠিক পয়েন্ট ধরেছেন ।

    পেনসন নীতি মানেই আমি কে, আমি কি, আমার পোস্ট কি , স্ল্যাব কি এসব মেনে দেওয়া রিটায়ারমেন্ট প্ল্যান । সেটা নিয়ে এত সিউদ সামজবাদী ধানাই পানি পশে না মশাই !!

    কোনভাবেই এখানে ওয়েলফেয়ার স্টেট আসেনা । অসংখ্য অসংগঠিত মজুর-কোর্মোক্ক্ষ্হরি র জীবনে কপ্ন ফ্রি চিকিত্সা নেই । সরকারী হাসপাতালে তাদের বেড জোটেনা । আর আমাদের সরকার এর বিরুদ্ধে যারা প্রতিবাদ করতে পারত সেই পেটি-বুর্জোয়া মধ্যবিত্ত শ্রেণী র হাতে পেনসন ধরিয়ে দিয়েছিল । যে , নে এটলিস্ট তর বুরবযেস এর ডিম-দুধ সুরক্ষিত করে দিলুম। এবার মিটিং-মিছিল থামা । সেটা নিয়ে এত বুলি দেওয়ার কিসসু নেই ।

    সত্র্কারের সদ উদ্দেস্ব থাকলে আমাদের ট্যাক্সের টাকায় হাসপাতালে আরও দশ তা ফ্রি বেড হত । শিক্ষিত মধ্যবিত্ত দের সঙ্গে বোঝাপড়া পেনসন হত না । সরকারী পেনসন এর ওতীঈঈই সামান্য অংশ নিচুতলার কর্মচারী রা পান ।এই অসংগঠিত শ্রমিক ও কর্মচারী তে ভরা দেশে সেটা কোনো সংখ্যা তে আসে না ।
  • Sibu | 118.23.96.4 | ২৫ ডিসেম্বর ২০১২ ০০:০৬579514
  • একক ১১ঃ৪৭।

    ঠকা তো আপনার ভ্যালু জাজমেন্ট। আপনি মনে করছেন সোশ্যালাইজেশন অফ রিস্কের জন্যে কন্ট্রিবিউট করা ঠকা, আমি মনে করি বড়লোককে কর ছাড় দেওয়া বা আর্মি পোষার জন্যে ট্যাক্স দেওয়া ঠকা। ও নিয়ে কি কোন যুক্তি হয় নাকি?
  • Ekak | 24.99.29.20 | ২৫ ডিসেম্বর ২০১২ ০০:১১579516
  • shibu বাবু
    সিকির উদ্দেশ্বে লেখা লাস্ট পোস্ট এ পরিস্কার ভাবে বলার চেষ্টা করেছি। আমাদের সবার ট্যাক্সের টাকা দিয়ে যদি ইন জেনেরাল ওয়েলফেয়ার হত তাহলে ইউরোপে যেমন কিছু দেশে মাইনের বেশিটাই ট্যাক্সে চইলে যায় ,,,,,,,,,,,,,, দিয়ে দিতুম । কোনো প্রশ্ন না করে ।

    কিন্তু এখানে সমষ্টির টাকা গোষ্ঠী তে যাচ্ছে ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন