এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সরকারী তথা দেশের মানুষের টাকা নিয়ে নয়ছয় ।।প্রথম কিস্তি ।। পেনসন কেন ??

    Ekak
    অন্যান্য | ২৪ ডিসেম্বর ২০১২ | ৫২৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.243.23 | ২৫ ডিসেম্বর ২০১২ ১২:২০579550
  • JU-তে আমাদের সময় মাসিক ১৮ টাকা বেতনে বিজ্ঞান পড়ান হত আর ...(in)1999-2000 .... Rs 499.18 crores went towards the six IITs. http://mulnivasiorganiser.bamcef.org/?p=440।
    গুচ্ছের মানুষজন দেখলাম, যারা সরকারের পয়্সায় এইসব পড়াশুনো সেরে, চাগরীটি বাগিয়েই পেরাইভেটের তত্ব-ভজনা শুরু করে দেয়।

    bb
    তুই দুজনকেই চিনিস।
  • ranjan roy | 24.99.233.209 | ২৫ ডিসেম্বর ২০১২ ১২:৫৯579551
  • আমি ভাল বুঝিনি। ঠিক জানিও না। কিন্তু পেনশন মানে ফ্রিতে পাওয়াটা কি রকম? পাব্লিক সেক্টরে আমাদের তো পেনশন ফান্ডে গোটা চাকরিজীবন ধরেই কন্ট্রিবিউশন নেয়া হয়! কিছুটা পিএফ আর কিছুটা পেনশন ফান্ডে। এবং সবাই সমান পেনশন পায় না। এ সব কার কত বেস স্যালারি এবং কতদিন ধরে চাকরি করছে তার ওপর নির্ভর করে। এই হিসেবে পেনশন, গ্র্যাচুইটি মানুষটার সারাজীবন ধরে অর্গানাইজেশনের জন্য বিশ্বস্ততার সঙ্গে প্রোডাকশন দেয়ার স্বীকৃতি। তার রিটায়ারমেন্ট বেনিফিট। এর মধ্যে খানিকটা অপর্চুনিটি কস্টের ব্যাপারও রয়েছে। তাই পেনশন কমিউট করে কেউ এককালীন ক্যাশ নিলে সমস্ত কোম্পানী খুশি হয়। তাতে এককের আপত্তি নেই তো?
    একক, 'খেয়াল করে দেখুন যে পেনশন ফান্ডটা একটা স্টক, আর পেনশনটা ফ্লো। লোকটা মরে গেলে পেনশনটা (ফ্লো) বন্ধ হয়ে যাবে। কিন্তু স্টকটা ওর লিগ্যাল হেয়ার পাবে না, অর্গানাইজেশনের থেকে যাবে।
    ভুল বললে ধরিয়ে দিন, খুশি হব।
    আর কেউ ইন্টারেস্টিং টপিক নিয়ে বিষয়মুখী আলোচনা ছেড়ে অশালীন ব্যক্তিগত আক্রমণ করছেন কেন?
  • ranjan roy | 24.99.233.209 | ২৫ ডিসেম্বর ২০১২ ১৩:০০579552
  • পেনশন ফান্ডও তো ইনভেস্ট করা হয়, এর ওভার দ্য টাইম অ্যাকচুরিয়াল ভাল্যু কম্পিউট করা হয়। শিবু কি এ গুলোর প্রোগ্রামিং এর সঙ্গে যুক্ত?
  • প্পন | 126.202.194.217 | ২৫ ডিসেম্বর ২০১২ ১৩:০৫579553
  • বোতিন, ব্যক্তিগতভাবে আমি কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ করি না (জেনেরালি), কারণ মনে করি এতে করে সেই পোস্টকে বেশি ইম্পর্ট্যান্স দেওয়া হয়ে যায়। ইগনোর করাও তো একটা পন্থা। আশা করি বোঝাতে পারলাম। না বুঝলেও সমস্যা নেই। পাতি ইগনোর মেরো। ঃ)
  • প্পন | 126.202.194.217 | ২৫ ডিসেম্বর ২০১২ ১৩:০৭579554
  • আর পিটিবাবু, ওই আঠেরো টাকা নিয়েও একই বক্তব্য। যারা সমাজে আর্থিকভাবে দুর্বল তাদের জন্যই ভর্তুকি থাকুক। মধ্যবিত্তদের জন্য আবার ভর্তুকি কীসের?

    এর মধ্যে পেরাইভেট ভজনা খুঁজে পেলে আমি নাচার!
  • | 116.197.60.127 | ২৫ ডিসেম্বর ২০১২ ১৩:৩৩579555
  • কেন পারবো না। দিব্যি বুইতে পেরেছি। ঃ))
  • PT | 213.110.243.23 | ২৫ ডিসেম্বর ২০১২ ১৩:৩৪579556
  • মধ্যবিত্ত না বলে একটা মাসিক আয়ের সংখ্যা বললে আলোচনা করতে সুবিধে হবে। যেমন কিনা শীলা দিক্ষিতের মতে ঃ In Rs.600 (monthly), he would get dal, rice and wheat. A family of five can easily complete their needs." http://indiatoday.intoday.in/story/sheila-dikshit-rs-600-per-month-dal-roti-chawal-family-of-five-india-today/1/238053.html। তাহলে ৬০০০ টাকা মাসিক আয়ের মানুষ তো বড়লোক এদেশে!!

    এইসব কথাবার্তাই বোধহয় ক্রেমে ক্রেমে "পেনশন হাটাও-দেশ বাঁচাও" তত্বের জন্ম দেয়।
  • j | 230.227.106.153 | ২৫ ডিসেম্বর ২০১২ ১৩:৩৬579557
  • আমার মনে হয় পিটিদা ইন জেনারেল বলতে চেয়েছেন যে একটা টেন্ডেন্সি রয়েছে যে ১৮ টাকা মাইনে বা সাড়ে আড়াই পয়সা লাইব্রেরী ফাইন দিয়ে স্বীয় যোগ্যতায় কর্পোরেট বাগিয়ে নিজেরটা গুছিয়ে বা দাঁড়িয়ে গেলেই "সরকার ক্যানো ভর্তুকি দেয় " বলে চিল্লানো

    ইদানীং নয়া উদারনীতি নিয়ে অন্যরকম ভাবছি

    বাঁশ যখন আসছে সবার জন্যই আসুক

    ৯০ দশকের প্রথমদিকে এক ব্যাংকে কর্মরত কাকুকে দেখেছি পাড়ার এম এ এম সি তে চাকরি করা এক পৌঢ় ভদ্রলোককে গাল দিতে, "বেশ হয়েছে ঊঠে যাচ্ছে " ," কেন ওরা দুবার বোনাস পেত" ইত্যাদি। আবার পাড়ার মুদি দোকানের কাকু ঐ ব্যাংক কর্মচারীকে দেখিয়ে বলতেন , "ব্যাটাদের সব প্রাইভেট করে দাও " "আপিসে বসে কাগজ পড়ে" মানে উনিও জানেন প্রাইভেটাইজেশন সব রোগের দাওয়াই ! তাকে একবার কেউ বলেছিলেন ওরে ব্যাটা প্রাইভেট ব্যাংক তোকে অ্যাকাউন্ট খুলত দেবে চারশো টাকায় ? তোর এই হদ্দ গ্রামে ব্র্যাঞ্চ খুলতে আসবে ?

    তো কদিন আগে শুনলাম ঐ মুদি দোকানের কাকু ও তার সহ-ব্যবসায়ীরা এলাকায় এফডিআই বিরোধী মিটিং অর্গানাইজ করেছেন ;-)
  • j | 230.227.106.153 | ২৫ ডিসেম্বর ২০১২ ১৩:৫৫579558
  • আর উচ্চবিত্তদের ভর্তুকি নিয়ে ?

    বিজয় মাল্যকে দেওয়া বিলম্বিত ক্রেডিট লিমিট ( সুদের লসটা কে দেবে ? )

    বহু বড় 'কর্পোরেট" যারা ব্যাংকের টাকা মেরে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া

    "স্টিমুলাস" এর নাম করে প্রায় সব বড় শিল্পসংস্থাকে দেওয়া করছাড় ইনক্লুডিং রাষ্ট্রায়ত্ত কোম্পানীজ

    জাতীয় জামাই ওয়াধেরা সাহেবকে প্রায় ফ্রীতে ইনভেষ্টমেন্টের জন্য দেওয়া জমি

    এগুলো ও তো একধরনের ভর্তুকি ? নয় বুঝি? তাহলে হর্তুকী হবে
  • প্পন | 126.202.208.85 | ২৫ ডিসেম্বর ২০১২ ১৪:৩৪579561
  • এগুলির সমর্থন কি কেউ করেছে?
  • S | 109.26.201.94 | ২৫ ডিসেম্বর ২০১২ ১৪:৩৪579560
  • সে তো রিপাব্লিকানরা বলে সমস্ত সরকারী হেল্প তুলে দেও, তারপরে বড়লোকেরা গরীবদেরকে চ্যারিটি করে দেখবে। সরকারী হেল্প থাকলে ব্যাটারা এমনি এমনি খাবে (খুব একটা মিথ্যে নয় যদিও), আর চ্যারিটি বন্ধ হয়ে যাবে।

    আর যদুপুরের পুরো খরচ যদি ইনফ্লেশন শুদ্ধু আমার কাছে চায়, তাহলে আমি গেছি। একবার অটো করে যদুপুর থেকে ফিরছি - ছাত্ররা সব লাইব্রেরি ফাইনের বৃদ্ধির বিরুদ্ধে রাস্তা রোকেছে। অটোতে বসা দুই ভদ্দরলোক দেখি খুব তরপাচ্ছে। এই সব বড়লোকেদের ছেলে - সবাই দুতিন হাজারের জামাকাপড় পড়ে আছে, অথচ পড়ার জন্যে পয়সা দেবেনা। ৪-৪ঃ৩০ টের সময় অফিস থেকে বাড়ি ফিরছে, মোস্ট লাইকলি সরকারী চাকুরে। বললাম আপনারা তো পুরো ইস্যুটা জানেন না। তাতে আরো তরপাতে লাগলো। দিলাম মিসাইলটা ছেড়ে - সে তো সব সরকারী ব্যান্ক আর ডিপারমেন্টকেও প্রাভেটাইজ করে দিলে হয়। ব্যাস বাকী পুরো সময়টা শান্তিতে এসেছিলাম।
  • প্পন | 126.202.208.85 | ২৫ ডিসেম্বর ২০১২ ১৪:৩৬579562
  • না শীলা দীক্ষিতের অমন ছাগল সুলভ বক্তব্যকে কেউ সমর্থন করেছে?
  • S | 109.26.201.94 | ২৫ ডিসেম্বর ২০১২ ১৪:৩৯579563
  • আরো আছে। এইযে সত্যম যে কান্ডটা করেছিলো। তার পরে তো ঐ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের সাত দিনের ফাঁসি হওয়া উচিত ছিলো। হয়েছে? কেন তারা দেশের মানুষের (ব্যান্ক, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, রিটেল ইনভেস্টর) টাকা নিয়ে নয়ছয় করলো? তাঁরা বোর্ডে ছিলো কেন?
  • S | 109.26.201.94 | ২৫ ডিসেম্বর ২০১২ ১৪:৪২579564
  • কিন্তু পেনসন না দেওয়াটা তো সো কল্ড বাজারনীতিরই একটা দিক। কিন্তু সেই নীতিসর্বস্ব তাবড় লোকেরা নিজেদের মুসকিলে ঠিক গভমেন্টের রোল নিয়ে তক্ক করতে নামে।
  • PT | 213.110.243.23 | ২৫ ডিসেম্বর ২০১২ ১৪:৫৬579565
  • করেনি? কিন্তু শীলার দলই তো ভর্তুকি/পেনশন তুলে দেওয়ার অর্থনীতি প্যাক্টিশ করছে!
  • প্পন | 126.202.208.85 | ২৫ ডিসেম্বর ২০১২ ১৪:৫৮579566
  • আর আপনিও ভাবলেন তাঁর চেলাচামুন্ডারা এসে এই টইতে জাঁকিয়ে বসেছে। ভীষণ সোজা, তাই না স্যার?
  • PT | 213.110.243.23 | ২৫ ডিসেম্বর ২০১২ ১৫:০৭579567
  • তাই বললাম?
  • j | 230.227.106.153 | ২৫ ডিসেম্বর ২০১২ ১৫:১৯579568
  • খোদ ডান-গুরু ম্যারিকান কর্পোরেটরাই তো ভ্র্তুকি খেয়ে আবার পেট জয়্ঢাক করে ফেলেছে ।

    এরাই আবার তিতিয়ো বিশ্বে কনসালটেন্ট সেজে এসে গভমেন্টকে বলছে ভর্তুকি তোলো !
  • bb | 127.195.162.67 | ২৫ ডিসেম্বর ২০১২ ১৬:৩২579569
  • প্পন - এককের পোস্ট পড়ে দেখ, ওঁর আসে পাশের দুই -একজন সরকারী কর্মচারী যাদের ছেলেমেয়ে র ভাল কাজ করে বলে তাঁরা পেনশনের টাকা ব্যাম্কে জমা রাখেন তাই তাদের পেনেশন দেবার মানে নেই!!!
    তাদের শরীর খারাপ হলে কে তাকে দেখবে সেই ব্যাপারে কবি নীরব। আসলে এগুলি আমাদের কে পুঁজিপাতি আর তার ধামাধরা মিডিয়ারা কানের কাছে শুনিয়ে যাচ্ছে আর আমরা তোতার মত তাই আওড়ে চলেছি।
    রাজদীপ যে কথাগুলি লিখেছে - ভিজয় মাল্যিয়ার কোম্পানী বাঁচাতে স্টেট ব্যাংক তাকে সাহায্য করবে ভর্তুকি দিয়ে কেন? বিপদে পড়লে সত্যম বাঁচাতে সরকারকে এগিয়ে আসতে হবে -কেন, তখন এই বেসরকারীকরণের লোকেরা কোথায় যায়?
    পেনশন একজন সরকারী কর্মচারীর বেতনের ন্যায্য অংশ যা deferred income হিসাবে মার্কেট ইন্ডেক্স্ট হয়ে তিনি পান। এতে অন্যায় কিসের? আমাদের স্টক অপশন হলে সেটা আমার ব্যক্তিগত নৈপুণ্যের দাম- আর সরকারী কর্মচারী কিছু পেলে আমার গাত্রদাহ কেন।
    সেত আমারা যারা সবাই সরকারী ইঞ্জিনীয়ারিং কলেজে পরেছি তাদের সবার জন্য গ্রামের চাষীও ভর্তুকি দিয়েছেন। তারজন্য কি আমরা তাঁর কাছে জবাবদিহি করি- না তাই বিদেশে কাজ করতে যাই না।
    নাকি এই সব জবাব দিহি যেখানে আমি পয়সা দি, আর যেখানে অন্যেরা আমার জন্য দেয় সেখানে আমার দায়িত্ব নেই।
  • kc | 204.126.37.78 | ২৫ ডিসেম্বর ২০১২ ১৬:৫০579571
  • চারিদিক দেখে যা বুঝছি, ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর সিস্টেম ছাড়া গতি আর নাই। ডিডিদা, শিবুদা,
  • dd | 132.167.2.157 | ২৫ ডিসেম্বর ২০১২ ১৯:১৬579572
  • একজন সঃ কঃ'র সাথে ভিজয় মাল্লর তুলনাটা বাতুলতা।

    একজন সঃ কঃ'র সাথে কম্পারিসন চলে আমার ও আরো অনেক বেসরকারি কর্মচারীর। না আছে সিকিউরিটি না আছে পেনসন। সরকার থেকেও কোনো হেল্পের কোনো সিনই নেই।
  • PT | 213.110.243.23 | ২৫ ডিসেম্বর ২০১২ ২০:১১579573
  • তাইলে তো দেখছি পেরাইভেটাইসেশন আমাদের ভিত্তি আর আমলাশোল আমাদের ভবিষ্যত!!
  • dd | 132.167.2.157 | ২৫ ডিসেম্বর ২০১২ ২০:২৪579574
  • প্রতি বছর ড্রিংএর দাম বাড়ছে। লাফিয়ে লাফিয়ে।

    নিঃসঙ্গ পকেটচ্যালেঞ্জড একাকীতাইট্সে ভোগা মানুষদের কথা কে ভাবে?
  • PT | 213.110.243.23 | ২৫ ডিসেম্বর ২০১২ ২০:৩২579575
  • সরকার জনগণের লিভারের স্বাস্থ্যের প্রতি নজর রাখছে।
  • প্পন | 126.202.196.55 | ২৫ ডিসেম্বর ২০১২ ২১:০৭579576
  • বিবি, গোল গোল ঘুরছেন স্যার। সাথে সাথে আম্মো।

    ভিজয় মালিয়া বা এয়ার ইন্ডিয়া কাউকেই ভর্তুকি দিয়ে বাঁচিয়ে রাখা সাপোট করি না। একজন ট্যাক্সপেয়ার হিসাবে (ভারতে আছি আর ট্যাক্সে কোন ফাঁকি ন্যায্যত ধর্মত জ্ঞানত দেই না) এই মতামত দেবার অধিকার আমার আছে।

    আর কতিপয় লোকের গ্যারান্টিড পেনসনের জায়গায় সকলের জন্য (সংগঠিত ক্ষেত্রের) ন্যাশনাল পেনসন স্কিম চালু হয়েছে ২০০৪ সাল থেকে তাকে সাধুবাদ জানাই। তবে একে সোশাল ওয়েলফেয়ার ইত্যাদি বলে শ্লাঘা অনুভব করার কোন জায়গাই নেই। কারণ বিশাল সংখ্যক মানুষ যাদের সোশাল ওয়েলফেয়ার সত্যিকারের দরকার তাদের জন্য সুরক্ষচক্র সত্যি নেই।

    এই হল ভর্তুকি আর পেনসন নিয়ে আমার দু'পহা।
  • bb | 24.99.175.134 | ২৫ ডিসেম্বর ২০১২ ২৩:৩৩579577
  • প্পন - সেই ভাষায় তো একক লেখেন নি। উনি বলেছেন -
    সরাসরি প্রশ্ন রেখেছি কেন জনগনের পয়সায় কিছুসংখ্যক লোকের জন্যে খয়রাতি হবে ? একি সরকারী পিকনিক নাকি ?

    তা বাবা - যারা যারা সরকারী কলে্জে সস্তায় পড়াশুনা করেছেন তারা কেন শুধু এই ভর্তুকি পাবেন? এদের মধ্যে যার দেশের বাইরে গেছেন বা অনেক টাকা মাইনে পাচ্ছেন তারা কেন সুদে আসলে ভর্তুকি ফেরত দেবেন না?

    স্বচ্ছ্ল মানুষেরা কেন রান্নার গ্যাসে ভর্তুকি পাবেন- সেই টাকায় আমলাশোলে লোককে খেতে দেওয়া হোক না? রেটোরিক টা কোথা থেকে আসছে? ঐ সরকারী কর্মচারীরা টার্গেট কেন?
    টাটা বা বিড়লা যাদের অনেক অনাদায়ী লোন বাকি আছে সেইগুলির ব্যাপারে দু-পয়্সা কেন নেই?
    আর অসংগঠিত ক্ষেত্রে সুরক্ষার কথা বামেরাই বহুদিন ধরে বলে আসছে। বাম আমলেই শেষের দিকে তাদের জন্য যৎসামান্য হলে কিছু করা হয়েছিল।
  • প্পন | 126.202.196.55 | ২৫ ডিসেম্বর ২০১২ ২৩:৫০579578
  • আমি এককের মাউথপিস তো নই বাবা। এককের বক্তব্যের কাউন্টার করতে গিয়ে তালে আমাকে ধরে টানাটানি কেন আর?

    আমার মতামত একেবারেই আমার ব্যক্তিগত। আর এতে বাম-অবাম ইত্যাদি বিভাজনের গল্পও তো আমি টেনে আনিনি।
  • ranjan roy | 24.99.32.248 | ২৫ ডিসেম্বর ২০১২ ২৩:৫২579579
  • একক যা বলছেন তা দশ বছর আগে মিল্টন ফ্রিডম্যান বই লিখে বলেছেনঃ
    * কেন যার বাচ্চা স্কুল-কলেজে পড়েনা সে শিক্ষা ট্যাক্স দেবে? কেন তার পয়সায় কিছু অলস গরীব ( পড়ানোর ক্ষ্যামতা নেই বাচ্চা পয়দা করে) তাদের বাচ্চা কে পড়াবে? কেন সামাজিক সুরক্ষা পেনশনের জন্যে বড়লোকেরা ট্যাক্স দেবে ? কেন কারো ট্যাক্সের পয়সায় কিছু অলস লোক বেকার ভাতা নিয়ে বসে বসে খাবে? এগুলো বন্ধ না হলে লোকের পরিশ্রম, উদ্যোগ ও ইনোভেশনের কোন মোটিভেশনই থাকবে না। আম্রিগা ৪৮% ট্যাক্স লাগিয়ে সামাজতন্ত্রের দিকে যাচ্ছে।
    * এর বিরোধিতা করে জোসেফ স্টিগলিজ ট্যাক্সোর পয়সায় রাষ্ট্রদ্বারা গরীবদের বাঁচিয়ে রাখার প্রয়াসকে উচিত বলেছেন।

    যখন সংকট এল তখন দেখা গেল ওই ট্যাক্সোর পয়সায় রাষ্ট্রকে বিলিওনেয়ারদের বাঁচানোর ওকালতি করতে।
    তবে ট্যাক্সের পয়সার মিসইউজ ও তেলা মাথায় তেল দেয়া নিয়ে কথা হতে পারে।
    আমার মনে হয় যেমন জয়েন্ট ফ্যামিলিতে আমরা খেটে খাওয়া সদস্যটি বৃদ্ধ ও অক্ষম হলে তার খাওয়া-পরা-চিকিৎসার ব্যবস্থা কমন ফান্ড থেকে করা হয় তেমনি করে পেনশনকে দেখা উচিত। প্রাইভেট সেক্টরেও।
  • প্পন | 126.202.196.55 | ২৫ ডিসেম্বর ২০১২ ২৩:৫৩579580
  • আর ভিজয় মালিয়া নিয়ে দু'পহা দেখেননি? নাকি আলাদা করে টাটা-বিড়লা না উল্লেখ করলে চলবে না!
  • dd | 132.167.2.157 | ২৬ ডিসেম্বর ২০১২ ০০:০১579582
  • "আমার মনে হয় যেমন জয়েন্ট ফ্যামিলিতে আমরা খেটে খাওয়া সদস্যটি বৃদ্ধ ও অক্ষম হলে তার খাওয়া-পরা-চিকিৎসার ব্যবস্থা কমন ফান্ড থেকে করা হয় তেমনি করে পেনশনকে দেখা উচিত। প্রাইভেট সেক্টরেও।"

    জ্জিও রঞ্জন। এক্কেরে প্রাণের কথা কইলা রে দাদা। ভাম অব দ্য ওয়ার্ল্ডের পক্ষ থেকে তোমায় পুর্ণ সমর্থন। খুব মুষ্কিলে পরেছি। জাহাজ আর সোনার তাল কেনা পোস্টপন কত্তে হচ্ছে। ভাবো একবার।

    পেনসন চাই। ইয়েস ইয়েস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন