এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৪৫১২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • anirban | 78.65.169.12 | ১২ মার্চ ২০১৫ ০০:৪৪581227
  • এই লিংকটা কেউ আগে দিয়েছেন কিনা জানিনা। এখানে থাকুক। এই খবর অনুযায়ী নাগাল্যান্ড সরকার জানিয়েছেন নিহত যুবক ধর্ষণ করেননি।
  • একক | 24.99.234.153 | ১২ মার্চ ২০১৫ ০০:৪৪581225
  • পানু তো রূপকথা । তার ওপর হাইলি কন্সারভেটিভ ইন নেচার । পানুর নায়িকা অন্তঃসত্বা হয়ে স্বাস্থ্যকেন্দ্রের বেঞ্চে অপেক্ষা করেনা , পানুর নায়ক কুইক সেক্স এর আগে তড়িঘড়ি কন্ডমের প্যাকেট খোঁজে না .............একটা কমপ্লিট রূপকথা জগৎ যেখানে কোনো ডেভিল নেই । পুরো ক্রিসচিয়ান গসপেল দেখছি মনে হয় পানু দেখলে ,জাস্ট ফর্ম টা আলাদা । সিনেমা আর পানু তাই একগোত্রে আলোচ্য নয় । একটা সিফিলিসবিহীন -দায়ীত্ববিহীন ফ্রিভালাস জগতের স্বপ্ন হলো পানু । যদি কেও এইটুকু স্যানিটি মাথায় রাখে তাহলে হাজার পানু দেখলেও রিয়ালিটি গুলোবে না ।এক্ষেত্রে স্যানিটি বজায় রাখা সহজ কারণ ডিফারেন্স টা স্টার্ক ।

    অপর দিকে সিনেমাতে এই টা নেই । সেখানে বাস্তব-অবাস্তবের সীমারেখা পরস্পরে মিশ্রিত । কাজেই মানুষ সিনেমা থেকে ইডিওলজিকালি প্রভাবিত হয় বেশি । পানু থেকে হয়না ।

    পানু থেকে অন্য ক্ষতি হয় যেটা অতিরিক্ত রূপকথা গেলা পাঠকদেরও হয়। কিছু লোক দেখবেন একটা তুতুলবুতুলউলুভুলুরাক্ষসখোক্ষস জগতের মধ্যে থাকে ।তাদের লেখা-চিন্তাও সেরকম হয় । অতিরিক্ত পানুপ্রেমিরাও ওরকম হাস্যকর জিনিস প্রাকটিস করতে যায় পার্টনার এর সঙ্গে । আমেরিকায় "মেক লাভ-নট পর্ন" বলে একটা ক্যাম্পেইন হয় । ওদের টক গুলো দেখলে বুঝবেন । পানু দেখে লোকে রেপ করছে এমন না ,কিন্তু পানু দেখে পার্টনার অবাস্তব উপায়ে সেক্স করার চেষ্টা করছে বা এনজয়মেন্ট নষ্ট করছে এটা সত্যি ।

    দুটো দু রকম প্রভাব আরকি । সিনেমা মাথায় প্রভাব ফেলে একটু বেশি এবং সেটা দীর্ঘস্থায়ী ।
  • riddhi | 226.249.140.118 | ১২ মার্চ ২০১৫ ০০:৪৫581228
  • ধ্যাত। ঃ) পানুতে সবাই কন্ডোম পরে।
  • riddhi | 226.249.140.118 | ১২ মার্চ ২০১৫ ০০:৪৬581230
  • নাহ, একক্দা যেটা বল্ল বুঝেছি।
  • pi | 24.139.221.129 | ১২ মার্চ ২০১৫ ০০:৪৮581231
  • আম্রিগার ডেটা চলবে ? এন আই এইচ এর ই স্টাডি দেখেছিলাম, আগে কখনো।
    ওদিকে একটা ইন্টারেস্টিং তথ্য আছে, ~২০ % ছেলেমেয়ে দুজনেই নেশার প্রভাবে নাকি জানেই না কেউ সম্মতি দিয়েছিল কিনা !
  • pi | 24.139.221.129 | ১২ মার্চ ২০১৫ ০০:৪৯581233
  • অনির্বাণ, এটা ওঁর ভাই প্রথম দিন থেকেই বলছেন, অসম সরকারও আগেই বলেছিল।
  • একক | 24.99.234.153 | ১২ মার্চ ২০১৫ ০০:৪৯581232
  • রিধ্ধি
    একটা ফেডারেল আইন আছে সেক্সএডুকেশন কন্টেন্ট বানাবার । সেই গুলো কনডম পরা । দেখবে ওগুলো শুরুর আগে সার্টিফিকেট দেখায় ।ওটা আইনের ফাঁক বোজানো ।
  • Sayantani | 126.203.151.139 | ১২ মার্চ ২০১৫ ০০:৫৮581234
  • এই খবরটা আজ ই দেখলাম। আজকাল সরকারি খবর, তাও আবার এই রকম জটিল একটা ঘটনার পর বিশ্বাস করতে অসুবিধা হয়। কিন্তু সোশ্যাল মিডিয়া তে ওই পাবলিক lynching টা নিয়ে যেরকম উল্লাস দেখলাম, তাতে বেশ ভয় ধরে গেল। প্রচুর অ্যাভারেজ লোকজন বললেন ঠিক হযেছে, এই রকম ওই মুকেশ দের সাথেও হোক। আমার কিরকম মনে হয় যারা এই উন্মত্ত উল্লাসে মাতেন, তারা বোধয় সুযোগ সুবিধা পেলে নিয়েজ্রাও ধর্ষণ করতে পারবেন, সমাজ সংস্কারের জন্য যদি একটা দুটো খুন করা যায়, তাহলে ধর্ষণ এ সমস্যা কোথায়?
  • riddhi | 226.249.140.118 | ১২ মার্চ ২০১৫ ০১:০২581236
  • কিন্তু এককদা, কন্ডোম না পরা তো প্রচুর রিস্ক। তাহলে কি মহিলারা অন্য উপায়ে বার্থ কন্ট্রোল করে? পর্নস্টার পানু করতে গিয়ে প্রেগনান্ট হয়ে গেছে, এটা কোনদিন শুনিনি। হ্যঁ, ঐ কন্ডোম নিয়ে সর্বদাই প্রস্তুত ব্যাপারটা খুব রিয়ালিস্টিক না, এগুলো মানি।
  • Sayantani | 126.203.151.139 | ১২ মার্চ ২০১৫ ০১:০৭581237
  • Pi একটা ইন্টারেষ্টিং পয়েন্ট দিল, পুরুষরা, কোনো কোনো এক্সট্রিম ক্ষেত্রে কি স্ত্রীদের দ্বারা raped হন? at least Sexual incompetency র জন্য নির্যাতিত হন কিছু ক্ষেত্রে, অন্তত মানসিক ভাবে।
  • একক | 24.99.1.21 | ১২ মার্চ ২০১৫ ০১:১০581238
  • খুব পাতলা রিমলেস কনডম পরে অনেকে । পরে নেই এটা দেখানো মুখ্য ,না পরা নয় । দ্বিতীয়তঃ অভিনেতা -অভিনেত্রী দের শট গুলো যেরকম একেবারে পুরোটা দেখায় ওরকম তো হয়না । এক অভিনেত্রীর ডায়রি পড়েছিলুম একবার নাম মনে পরলে বলব , পানু শুটিং অসম্ভব বোরিং ব্যাপার । অনেকক্ষেত্রে ক্যামেরার পেছনের দেয়ালে টিভি তে অন্য প্রোগ্রাম চলে । রিসিভিং এন্ডে যে থাকে সে টিভি দেখতে দেখতেই অভিনয় করে । অন্তঃসত্বা হওয়া আটকানোর বন্দোবস্ত নিশ্চই নেয় নইলে ভেবে দেখো তিন্ত ব্রাসের নায়িকারা সবাই কী মুশকিলে পরত । আইইউসিডি ব্যবহার করে হয়ত । আর যৌন রোগের ক্লিয়ারেন্স সার্টিফিকেট তো মাস্ট ।
  • :) | 127.194.196.128 | ১২ মার্চ ২০১৫ ০১:১৬581239
  • আচ্ছা ২ নং এ স্পষ্ট ভাষায় "ও আচরণে" যোগ করে নাও।

    আমিও মেনে নিচ্ছি কেউ নিজেকে হিরো ভেবে একটা লেভেল পর্যন্ত হিন্দি ছবির আইডিয়ালে কোনো মেয়েকে নানাভাবে বিরক্ত করতে পারে।

    কিন্তু অ্যাসিড অ্যাটাক বা রেপ করে দেওয়ার সময়ও আসলে আমি হিরো, এটা করলেই মেয়েটি আমাকে হ্যাঁ বলবে - এই ফিলোজফি থাকে বলে মনে হয় না। সেটা তখন রিভেঞ্জ।

    তবু রেপের ক্ষেত্রে - এইভবে প্রকৃত সুখের স্বাদ দিলে মেয়েটি আমার দিবানা হয়ে যাবে - এই ফিলোজফি কোথাও কোনো কেস-এ থাকে না বলার মতো নিশ্চিত নই। কৃষ্ণ নৌকোতে প্রথমবার রাধাকে ধর্ষন করেছিল, তারপরের রাধাপ্রেমের যে নিদর্শন আছে সেই আইডিয়ালে অসম্ভব কিছুই নেয়। স্টিল, নৃশংসতার কেসগুলোয় অন্তত রিভেঞ্জই মেন রোল প্লে করে বলে মনে করি।
  • ranjan roy | 113.242.197.192 | ১২ মার্চ ২০১৫ ০১:২৭581240
  • এইসব অস্পষ্ট সিগন্যাল বোঝা-টোঝা বেশ কঠিন ব্যাপার।
    আমি টিউবলাইট। বহুবার পরে শুনেছি --কী হাঁদা ছেলে রে বাবা!
    কেন যে কল্লোলের সাথে আগে পরিচয় হয় নি! এখন টু-উ-উ লেট!
  • pi | 24.139.221.129 | ১২ মার্চ ২০১৫ ০১:২৯581241
  • সায়ন্তনী, আবার সার্ভেডেটা দেখলাম। স্পাউসাল ভায়োলেন্স বলতে কেবল মেয়েদের উপর ভায়োলেন্সই বুঝিয়েছে। ছেলেদের জন্য একটা ছোট অংশ আছে। সেখানে সেক্সুয়াল ভায়োলেন্সের কোন ক্যাটেগরিই নেই !
    কেবল এই ক্যাটেগরি। NFHS-3 asked ever-married women Have
    you ever hit, slapped, kicked, or done anything else to physically hurt your (last) husband/partner at times when he was not already beating or physically hurting you?
    মানে, এই প্রশ্ন শুধু মেয়েদেরই করা হয়। ছেলেদের থেকে জানতেও চাওয়া হয়না। তাই ইমোশানালের প্রশ্নও আসেনা।
  • Ishan | 202.43.65.245 | ১২ মার্চ ২০১৫ ০১:৪১581242
  • নীরবতাও তো সংলাপের অংশ। সে হিসেবে এই অনুপস্থিতিটা হচ্ছে সেই একই ডিসকোর্সের অংশ, যেখানে বলা হয় "পুরুষরা করে এবং মহিলারা পায়"। সক্রিয়/নিষ্ক্রিয় বিভাজনের অংশ আর কি। বাহুল্যবোধে এটা আর ইলাবোরেট করলাম না।
  • Ishan | 202.43.65.245 | ১২ মার্চ ২০১৫ ০১:৫৫581243
  • আর :-) এর প্রশ্নের (আজকাল কোনটা আসল ওমনাথ বোঝা অসম্ভব বলে :-)ই likhalaam উত্তরে।

    দেখুন, এমন গাম্বাট খুব কমই আছে, যারা হিন্দি সিনেমাকে বা পানুকে নিরেট রিয়েলিটি মনে করে। লোকে ফিকশন হিসেবেই দেখে, তার সঙ্গে আবার একরকম করে রিলেটও করে। আবার সিনেমা বা পানুও তো আকাশ থেকে পড়েনা, লোকে ভালোবাসবে বলেই বানানো। ফলে কোথাও একটা দেওয়া-নেওয়া, কথোপকথন, এইসব আছে। এটাকে ঠিক "দায় কার" এই রকম মাধ্যমিকের প্রশ্নে পর্যবসিত কাতে চাইছি না।
  • সে | 87.59.50.8 | ১২ মার্চ ২০১৫ ০২:০৮581244
  • স্বামী স্ত্রী সেক্স করতে লজ্জা পাবে কেন, সেটাও স্পষ্ট নয়। আমার মেয়েকে এইমাত্র জিগ্যেস করলাম। সে এসব দেখে শুনে খুব আশ্চর্য হয়ে গিয়েছে। সেও বলল, হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, মিডওয়ে বা যেকোনো সময়ে নো বললে নো। সেক্স তো ব্যাংকের কাছে ধার করা টাকা নয়।
    স্ত্রী কেন লজ্জায় অধোবদন থাকবে পরিষ্কার হোলো না।
    আসলে আমরা সপরিবারে সব্বাই খুব অবাক হয়েছি এগুলো দেখে। কাল এটা আরো অনেককে পড়াবো। কিছু কিছু অনুবাদ করতে হবে এদের ভাষায়।
  • Sayantani | 126.203.214.188 | ১২ মার্চ ২০১৫ ০২:১৫581245
  • Pi খুব অবাক হলাম আবার হলামও না। সেক্ষুঅল incompetency নিয়ে ব্যঙ্গ কিন্তু খুব উন্কম্মন নয়, উভয়তই। আর emotional টর্চার এর ভিকটিম কখনো ছেলেরা হয়না এত ভারী অদ্ভুত কথা! এটা কি সেই "মর্দ কো দর্দ নেহি হত" stereotype এর continuation নাকি রে?
  • Ishan | 214.54.36.245 | ১২ মার্চ ২০১৫ ০২:২১581247
  • আমার ছেলেকে বললেও খুব অবাক হত। সে সম্ভবত কোন কনটেক্সট নিয়ে বলছেন, সেটা ভুলে গেছেন। সেইজন্যই এত গোল।
  • Ekak | 24.99.1.21 | ১২ মার্চ ২০১৫ ০২:২৪581248
  • এই শিভালরি-মেয়েদেরকে সম্মান-মর্দ কা দর্দ নাহি হোতা এগুলো সব এক দুর্গন্ধযুক্ত ইস্কুলের প্রোডাক্ট । যাইহোক নানান ইস্কুল থাকবেই পৃথিবীতে ।নানানরকম নারী-পুরুষের মতই ।
  • Sayantani | 126.203.214.188 | ১২ মার্চ ২০১৫ ০২:২৬581249
  • সে, মানে এদেশে তো মেয়েদের লজ্জা পেতেই শেখানো হয়, না পেলে বেহায়া মেয়ে তকমা দেয়া হয়, কাজেই মেয়েরা কেন লজ্জা পাবে এই তা বুঝতে অসুবিধা কি হচ্ছে? আমি কিন্তু বলছিনা মেয়েদের লজ্জা পাওয়া উচিত, কিন্তু অনেকে সেভাবে সত্যিই ভাবেন। আবার অনেক পুরুষ না মানে না এটা বোঝেন না। আমি একজন কে চিনি, সেই মহিলা ওই মিডওয়ে তে একজন পুরুষ কে না বলেন এবং সবিস্ময়ে দেখেন যে পুরুষ টি তত্খানাত থেমে গেলেন। (দুজনেই ভারতীয়) এইবার ভদ্রমহিলা প্রচন্ড ইম্প্রেস্সেদ, কারণ তিনি নিজেই এর আগে পুরুষ টিকে ডেকেছিলেন! ভদ্রমহিলা গদগদ হযে তার বিদেশিনী বান্ধবীদের কে গল্পটি করলেন, ওদিকে বিদেশিনী কুল মহা অবাক, তারা এতে ইম্প্রেস্সেদ হবার তেমন কিছু পাচ্ছেন না, কারণ, তারা বরাবর জানেন যে না মানে তো না ই! তারপর কি কোনো 'ভদ্রলোক' আর এগোবেন? আশা করি বোঝাতে পাচ্ছি একটা কালচারাল ডিফারেন্স কাজ করে এই ক্ষেত্রে?
  • Sayntani | 126.203.214.188 | ১২ মার্চ ২০১৫ ০২:২৮581250
  • ওই চিভাল্রী, মেয়েদের সম্মান, মর্দ ও দর্দ এই সংক্রান্ত অংশে একক এর সাথে একমত। তবে বাকি তা তে আমার মোট হলো বদল চাই (বদলা নয়) :প
  • একক | 24.99.1.21 | ১২ মার্চ ২০১৫ ০২:৩৮581251
  • আমার বদল-বদলা কিস্যুই চাইনা :) পৃথিবীর প্রতিটি সেক্সুয়াল রিলেশন "স্টেট" আলাদা । এ র সঙ্গে বি এর যা ইকুএশোন ,এ র সঙ্গে সি এর সেটা নাও হতে পারে । বরং না হওয়া স্বাভাবিক ও বেটার প্রাণীর লক্ষণ ,মোর কমপ্লেক্স নেটওয়ার্ক। যে যার মত থাকুগ্গা । শুধু রিলেশনে এবিউস এড়ানোর জন্যে রিপোর্টিং সিস্টেম টা বেটার হওয়া দরকার । সেটা টেকনোলজি দিয়ে রিয়েক্তিভলি হবে নাকী ছোটবেলা থেকে যৌনশিক্ষা দিয়ে প্রোএকটিভলি সেটা নিয়ে ভাবা যেতে পারে । আমাদের একটা কথা দিনের শেষে মনে রাখলে ভালো ,মানুষের মাথার ভেতর যত কম খুঁটি পোঁতা যায় তত মঙ্গল । খুঁটি আফটার অল খুঁটি তো ।
  • Ishan | 214.54.36.245 | ১২ মার্চ ২০১৫ ০২:৪৮581252
  • প্লিজ টেকনলজি, চিপ, এসব না। :-)
  • sswarnendu | 198.154.74.31 | ১২ মার্চ ২০১৫ ০৩:০০581253
  • এইসব আইন বেশ গোলমেলে ব্যাপারই... 498A র যে কটা কেস খানিক কাছ থেকে জানার দুর্ভাগ্য হয়েছে প্রত্যেকটা আইনটাকে অ্যাবিউস করার কেস... প্রত্যেকটা ক্ষেত্রেই মেয়ে আদৌ সহায়সম্বলহীন এমন নয়, মেয়ের বাড়ি আপার মিডল ক্লাস... ছেলে বা ছেলের বাড়ির প্রবল দোষ এমন ও নয়... সম্পর্কের জটিলতা ও ব্যর্থতা জনিত রাগ, ফ্রাস্ট্রেশন এ খানিক প্রতিশোধপরায়ণ হয়ে করা... অথচ মিউচুয়াল ডিভোর্স ই স্বাভাবিক ও সভ্য সমাধান হত...
    যে অংশের এই আইনের সুযোগটা সত্যিই দরকার তাদের একটা ভীষণ ভীষণ অল্প অংশটাই সুযোগটা নেয়, নিতে পারে বা নিতে পারার মত পরিস্থিতি থাকে বোধহয়... কিন্তু আর্বান মহিলাদের এটা মিসইউস করার বিরুদ্ধে কোন চেক নেই...

    ডিঃ আদৌ আইনগুলোর বিরুদ্ধে বা এইরকম আইন করার প্রয়োজনীয়তার বিরুদ্ধে বলার জন্যে বললাম না, কেসগুলো কমপ্লিকেটেড মনে হয়েছে আমার সীমিত অভিজ্ঞতায় সেইটুকু বললাম মাত্র
  • sswarnendu | 198.154.74.31 | ১২ মার্চ ২০১৫ ০৩:১৪581254
  • ম্যারিটাল রেপ নিয়ে আইন হলেও ( এই সংক্রান্ত আইন একদমই দরকার ) এই মিসিউসের সম্ভাবনা বাস্তবিকই ভাবার বিষয়... এখানেই একজন জিগ্যেস করছিলেন, রক্ষাকবচের কথা, সেটা জরুরী এবং কঠিন প্রশ্নই।
  • riddhi | 226.249.140.118 | ১২ মার্চ ২০১৫ ০৩:৩৩581255
  • "ছেলেদের জন্য একটা ছোট অংশ আছে। সেখানে সেক্সুয়াল ভায়োলেন্সের কোন ক্যাটেগরিই নেই !" ছেলেরা মারিটালি রেপড হয় না, তাই নেই। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ হয়ে যাবে।
  • cm | 127.247.114.16 | ১২ মার্চ ২০১৫ ০৭:১৬581258
  • অনেকের লেখা পড়েই জানলাম যে মনের মাঝে হ্যাঁ না একদম পরিষ্কার করে লেখা আছে। প্রশ্নের অপেক্ষা করলেই উত্তর মিলিবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন