এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৪৫৪১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Reshmi | 129.226.173.2 | ১৩ মার্চ ২০১৫ ১০:০২581326
  • Suzette Jordan, 40, 2012 Park Sreet rape survivor, dies in kolkata of meningoencephalitis- NDTV
  • pi | 24.139.221.129 | ১৩ মার্চ ২০১৫ ১০:১৬581328
  • সুজেটের খবরটা এই জানলাম। বাজে লাগছে।
  • pi | 24.139.221.129 | ১৩ মার্চ ২০১৫ ১০:১৬581327
  • বাবারে, জল কদ্দুর গড়িয়ে গেছে, দুবছরে কোন পাতাল প্রবেশ করবে কে জানে !
    কিন্তু এই টইতে 'আমেরিকান'দের অজ্ঞতা এল কোদ্দিয়ে ? মামু আমেরিকান হয়ে গেছে? ঃ)
  • কল্লোল | 125.242.133.135 | ১৩ মার্চ ২০১৫ ১১:০৮581329
  • এক ভক্তের ব্যক্তি আক্রমনকে ধিক্কার জনাই।
    উনি কারুর লেখাকে "ঢপের কেত্তন" বলেছেন। সাহস থাকলে তার নাম করে লিখুন, আর তার লেখা যে "ঢপের কেত্তন" তার প্রমাণ দিন।
    নইলে এই মোজার লেখার জন্য ক্ষমা চান।
  • একক | 24.96.124.212 | ১৩ মার্চ ২০১৫ ১৩:২৭581330
  • সে র সঙ্গে অন্য বিষয়ে তর্ক হচ্ছে এর সঙ্গে ওনার লেখার কী সম্পর্ক ? আর লেখকের লেখা সত্যবচন বা ঢপের কেত্তন যা খুশি হতে পারে । লেখকের মর্জি । এটার সঙ্গে ওটা জড়িয়ে দেওয়ার চেষ্টা ফালতু ভুলভাল ।
  • de | 24.139.119.171 | ১৩ মার্চ ২০১৫ ১৫:৪৯581331
  • খুব খারাপ লাগলো সে র প্রতি এই আচরণকে -

    সে আমাদের সহলেখক। আমরা সবাই জানি উনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্ত্তি অবস্থায় এই লেখাগুলো লিখছেন। একটু ভাবনা চিন্তা করে লিখতে পারি না আমরা? মতামতে অমিল থাকতেই পারে তাই বলে ওনার জীবনের লড়াইয়ের শেয়ার করা গল্পগুলোকে এভাবে ছোট করলে উনি আঘাত পেতেই পারেন। কোথাও কখনো যদি লড়াই করে থাকেন, তাহলেই বুঝবেন সেই লড়াই নিয়ে বিদ্রূপ কেমন আঘাত দিতে পারে! অবশ্য যারা এসব ব্যাঁকা মন্তব্য করেন তারা জীবনে কখনো কোন কিছুর সম্মুখীন হয়েছেন বলেই আমার মনে হয় না। পিছন থেকে ছুরি মারাই এদের স্বভাব!

    সে, আপনি লিখতে বারণ করলেন - তাই ওই টইতে লিখছি না। আপনার অনেক গুণমুগ্ধ পাঠকদের তরফে অনুরোধ - প্লীজ, লিখুন ওই টইতে। একজন দুজনের ব্যাঁকা মন্তব্যে এতো ভালো টইটা বন্ধ হয়ে যাবে?
  • sswarnendu | 198.154.74.31 | ১৩ মার্চ ২০১৫ ১৫:৫২581332
  • এককের সাথে একমত... কল্লোলের সাথেও এইটায় একমত যে এক ভক্ত র বক্তব্যটা অপ্রয়োজনীয় ও অবাঞ্ছিত ব্যক্তি আক্রমন।

    প্রসঙ্গত, সে র এই লেখা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ( যদিও তা একান্তভাবেই ওনার অধিকারের মধ্যে পড়ে ) অতিনাটকীয় ও শিশুসুলভ মনে হয়েছে আমার।
  • sswarnendu | 198.154.74.31 | ১৩ মার্চ ২০১৫ ১৬:০৫581333
  • @de
    "খুব খারাপ লাগলো সে র প্রতি এই আচরণকে -"
    "একটু ভাবনা চিন্তা করে লিখতে পারি না আমরা? মতামতে অমিল থাকতেই পারে তাই বলে ওনার জীবনের লড়াইয়ের শেয়ার করা গল্পগুলোকে এভাবে ছোট করলে উনি আঘাত পেতেই পারেন।"

    --- এ কথাগুলোর অর্থ?
    সে টই বন্ধ করেছেন যতদূর আমার ধারণা, আমার সাথে কথা-কাটাকাটির পরিপ্রেক্ষিতে ( এক ভক্ত র মন্তব্যটি অন্তত গুরুর টাইম স্ট্যাম্প অনুযায়ী পরের ঘটনা )

    তা আমি ঠিক কি অমানবিক আচরণ করেছি বা ওনার জীবনের লড়াইয়ের শেয়ার করা গল্পগুলোকে ছোট করেছি জানাবেন।
    আর না যদি পারেন তাহলে আশা করব "পিছন থেকে ছুরি মারাই এদের স্বভাব!" ইত্যাদির জন্য দুঃখপ্রকাশ করবেন।
  • কল্লোল | 125.185.147.106 | ১৩ মার্চ ২০১৫ ১৬:০৬581334
  • সে আবার লিখবে না কোথায় বল্লো? বরং লিখলো "এই টইয়ের রেফারেন্স টানব। করো মুখে কথা বসবো না।"

    যাগ্গে। সে, আপনি লিখতে থাকুন, আমরা পড়ছি। অবশ্যই তার আগে সুস্থ হয়ে উঠুন।
  • sswarnendu | 198.154.74.31 | ১৩ মার্চ ২০১৫ ১৬:০৮581336
  • @কল্লোল
    চাগ্রীর গল্পও টই তে...
  • কল্লোল | 125.185.147.106 | ১৩ মার্চ ২০১৫ ১৬:১০581337
  • স্বর্ণেন্দু। আমার মনে হয় আপনার বুঝতে ভুল হয়েছে। দে বোধহয় এক ভক্তটির কথায় ওসব লিখেছে, আপনাকে নয়।
  • sswarnendu | 198.154.74.31 | ১৩ মার্চ ২০১৫ ১৬:১৬581338
  • সে র চাগ্রীর গল্প টই তে আর না লেখার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার বেশ পরেই এক ভক্তটির ওই মন্তব্যটি বোধহয়। সে র ব্যবহারে মাথা গরম হয়ে যাওয়ায় কাল তারপর গুরুতে আর আসিনি, তাই সঠিক বলতে পারবও না, কিন্তু টাইম স্ট্যাম্প তাই বলছে।
  • একক | 24.96.100.242 | ১৩ মার্চ ২০১৫ ১৬:৩৩581339
  • এই ভ্রান্তিবিলাসের এর মাঝে আরেকটা কথাও জানিয়ে যাই , জনৈক "এক ভক্ত" সম্পূর্ণ কন্টেক্স্ট ছাড়া সে-র লেখা নিয়ে বলেছেন বলেই প্রতিবাদ করেছি । কারো লেখা কারোর ভালো না লাগতেই পারে ।এইতো সেদিন যশোধরার একটা এলোমেলো লেখার মান নিয়ে সে স্পষ্টভাবে নিজের মত দিলেন । এটা ভালো ব্যাপার । কিন্তু হুট করে অন্য তর্কের মাঝে লেখকের লেখা প্রসন্গ্য টেনে আনা জাস্ট বিরক্তিকর ।
    আর দে কী বল্লেন সেটাও বুঝিনি । কারো লেখা কাহিনি তো কাহিনি হিসেবেই পড়ব খামোখা পার্সোনাল লাইফ আসছে কোদ্দিয়ে ? ঐসব এলেই বরং ঢপের না চপের না নির্জলা সত্যি এসব প্রমাণের দায় আসে । এট্টু ভেবে দেখবেন । এখন সবারই দেখছি দিমাগ তেতে আচে । মধ্যিখান থেকে স্বর্নেন্দু যেচে গাল খেয়েছে সে র কাছে আর আমি ও ঈশান ইত্যাদি আঁতেলকুল ম্যারিটাল রেপ সমর্থনের অভিযোগ এ অভিযুক্ত হইচি । তাতে অবিশ্যি কিস্যু যায় আসেনা । রাইক্খোসের কান থাহেনা ।

    তবে আপনেরা এট্টু ঠান্ডা মাথায় ভ্রান্তিবিলাস টা কাটান । এরকম দিল্লির ভোটার দের মত কর্বেন না :) স্বস্তি স্বস্তি ।
  • সিকি | 166.107.90.66 | ১৩ মার্চ ২০১৫ ১৬:৫৮581340
  • আমি এবং আরো কয়েকজন এখন গ্যালারিতে বসে অফুরন্ত বাদাম্ভাজা নিয়ে বসে আছি। :)
  • de | 69.185.236.55 | ১৩ মার্চ ২০১৫ ১৭:১২581341
  • স্বর্ণেন্দু - টাইম স্ট্যাম্প নিয়ে ঠিক বল্লেন না। আর আপনাকে আমি কিছু বলিনি - সুতরাং দুঃখের প্রকাশও দেখালাম না -

    কল্লোলদা, ধন্যবাদ!

    একক, মানুষের অনেক সফট কর্নার থাকে - আপনি বাচ্চা ছেলে, ওসব বুইবেন না ঃ)। কোথায় লাগলে মানুষ কিভাবে রিঅ্যাক্ট করবে আগে থেকে কি বলা সম্ভব? আমি আগেও দেখেছি সে, দমদি বা অক্ষ ইঃ রা কিছু লিখলে মাঝে মাঝেই অ্যানোনিমাস কেউ এসে ব্যাঁকা মন্তব্য করে যায় - এটা বিশ্রী লাগে!

    আমার দিমাগ তেতে থাকারই কথা - বাড়িতে একজনের বোর্ড এগজাম আর তেনার পিতৃদেবের চিকেন পক্স। ইদিকে এক তারিখে আমাদের কেরালার টিকিস! এরপরেও দিমাগ গরম কচ্চি না - এর'ম ঠান্ডা দিমাগের লোক পাবেন না আফনেরা!
  • pi | 24.139.221.129 | ১৩ মার্চ ২০১৫ ১৮:৩৫581342
  • এটা একটু পড়ুন। হরিশ আয়ারের লেখা। সুজেটকে নিয়ে। এরকম একটা মিডিয়ার আলো থাকা হাই-প্রোফাইল হয়ে ওঠা কেসেও কোর্টরুমে সুজেটকে কীসের মধ্যে দিয়ে যেতে হয়েছিল।।

    '...There were secrets that only I knew. I have no qualms in letting them out now. Suzette was really upset about the fact that she was treated like an accused in the rape case. Mamata Banerjee, called her the enemy of the state. She accused her of lying about her rape to tarnish the image of the Trinamool Congress government. She was called a hooker whose client had harsh sex with her. If all of this was not enough, she was treated with absolute contempt inside the court. She told me that the "FEMALE" judge behaved with her very rudely with absolute lack of empathy. Her court case appearances were unending. She was asked to narrate her incidence again and again as the defense looked for discrepancies in her then and now statements. She was determined to fight it out even if it meant that she would be shot dead or raped again. She was a fighter. But people took her strength for granted. People forgot that she was human and she had the right to cry. She didnt want to be brave all the time. She didnt want to be the inspiration all the time. She was a normal person. She wanted to be seen as a normal average joe though she had the worst humiliations to face. One incident that affected her so badly, was when her undergarments that she was wearing when she was raped were paraded openly. The defense lawyer held it with a stick... and asked her if it was her undergarments .. and was she wearing this on that day when she was "allegedly" raped. She told me that she broke down in court and pleaded to the judge asking her to intervene. The judge, one of her own gender, did not.

    This one incident was one of the most devastating ones in Suzette's life. She described it as "I WAS GANG RAPED. AGAIN AND AGAIN AND AGAIN IN COURT". She wanted to hold me and cry. I would coyly get her to laugh at her tragedy everytime we spoke. Once when she was too upset with the defense lawyer, i asked her "Was the Lawyer HOT". And she started giving me horrible hindi abuses in jest. We both addressed each other by the tragedy - "Hello Can I Speak To Rape Victim" is how we would begin our conversations and laugh before we cried.

    She was not raped by some gang of perverted men. She was raped by the people of this country. She was raped by the law process of our country. She was raped by each one of you who doubted her story. Some time back, she was denied entry into a restaurant called @Ginger, in KOLKATA because *She was a rape victim*. There was an outrage on twitter and FB when she spoke up. But actually, the restaurant staff was only holding a mirror to the attitude of people in our country. For us rape is a cause, and rape victim is a story. Rape is something that happens to the person on TV, or someone you read on the news, Rape doesn't happen in our homes. We live in a world of denial. Suzette died today at 3 AM. Correction : India murdered Suzette with their mindset and attitude towards women and survivors of rape.

    She died of meningitis. We all know that once depression bites you, you become a reservoir of diseases. In the end, she listened to me. I used to tell her "it is okay to go weak sometimes. It is okay to give up fighting and love yourself just as yourself. It is okay to just "Be"". She allowed herself to be. She stopped breathing. Her heart stopped beating. She passed away.

    if she was really empowered. If people didnt judge her. If the lawyers didnt ill-treat her in court, if the female judge was sensitive to a person similar to her own anatomy, if the restaurant didnt throw her out, if people didnt judge her. She would have survived. or for that matter, died happily.

    India Killed Suzette. You killed her.

    Things have to change. I demand judicial reforms. No woman should be humiliated like Suzette was in court. NO ONE'.
  • sosen | 212.142.95.92 | ১৩ মার্চ ২০১৫ ১৯:২৯581343
  • আজ-ই সকালে বোধ্হয় কৌশিকের পোস্টে রিহ্যাব ও সাপোর্টের কথা লিখেছিলাম। খারাপ লাগছে খুব। আরো আরো সাপোর্ট থাকলে হয়ত এভাবে অকালে একটি প্রাণ যেত না।
  • Ishan | 202.43.65.245 | ১৩ মার্চ ২০১৫ ২০:৩৪581344
  • ধুর ধুর। এ আর পারা যায়না।
  • pi | 24.139.221.129 | ১৩ মার্চ ২০১৫ ২০:৪১581345
  • শোনিতপুরের ধর্ষিতা মেয়েটি আত্মহত্যা করেছে। ধর্ষণের এক মাস পরে। “Our daughter had not stepped out of home for the last one month. She had been living in a trauma. She was not talking to anybody. She had said that she did not want her family to face humiliation because of her,”
    পড়তে পড়তে গত বছরে মধ্যমগ্রামের মেয়েটির আত্মহত্যা র কথা মনে পড়ে গেল। সে আসলে খুন হয়েছিল কিনা, নাকি দুষ্কৃতীদের ভয়ে আগুন দিয়েছিল, নাকি সমাজে মুখ দেখানোর লজ্জায়, তা নিয়ে এখানে অনেক তর্ক হয়ে গেছিল এখানে, http://www.guruchandali.com/amaderkatha/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1355851357497&contentPageNum=54#.VQL4AHyUcqQ

    তখন লিখেছিলাম,

    'কিশোরীর বাবা জানান, মামলা তুলতে রাজি না-হওয়ায় পাড়ার লোকেদের কাছে মেয়ের বদনাম রটাতে থাকে দুষ্কৃতীরা। ওকে যে দু’-দু’বার গণধর্ষণ করা হয়েছিল, তা সকলকে জানিয়ে দেয় ওরা। বাবা বলেন, “বিহারের গ্রাম থেকে ওকে এখানে এনেছিলাম পড়াশোনা করাব বলে। এয়ারপোর্টে এসে এক গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করে সপ্তম শ্রেণিতে ভর্তির প্রস্তুতিও শুরু করেছিল মেয়ে। কিন্তু ওই ছেলেগুলো লাগাতার কুৎসা ছড়াতে থাকায় মানসিক ভাবে ভেঙে পড়ে ও। এখানে থাকাই দুষ্কর হয়ে ওঠে আমাদের।”'

    আরো পড়েছিলাম, পাড়ার লোকজন বা বাড়িওয়ালা ওদের পরিবারকে উঠে যেতে বলছে।

    এই যে, গণধর্ষণ করা হয়েছে, এই খবরটা সকলকে জানিয়ে দেওয়া হয়, সেটা নিয়ে 'কুৎসা' করা হয়, 'বদনাম রটানো' হয় .... এই অপরাধের কী শাস্তি ? মানে, যারা এগুলো জানাচ্ছে, রটাচ্ছে , তাদের কথা বলছি না, এগুলো যাদের কাছে বদনাম, কুৎসা হিসেবে পরিগণিত হচ্ছে , আমাদের , মানে, আমাদের আশেপাশের মানুষজনের কাছেই, আমাদের সেই ভাবাটা কোনোটা অপরাধ নয় ? গণধর্ষিত হওয়াটাকে সমাজ যদি কুৎসা , বদনামের মত কিছু মনে না করতো, সেই প্রসঙ্গে মেয়েটির চরিত্র নিয়ে কথা না বলতো , তাহলে কি মেয়েটি এইভাবে মানসিকভাবে এমন ভেঙ্গে পড়তো ? এমনকি মেয়েটির মা ও ( হয়তো অনেক দুঃখে বা রাগেই ) বলেছেন, মেয়েটির রূপের জন্যই এই দুর্ভোগ। মেয়েটির যেখানে ভীষণভাবে একটা সাপোর্টের দরকার ছিল, সমাজ সেটা আদৌ দিতে পেরেছে কি ? বরং উল্টে সমাজের ভয়ে, লোকলজ্জার ভয়ে সে আরো ভেঙ্গে পড়েছে ? তো, যে সমাজ ধর্ষণটাকে একটা ট্যাবু বানিয়ে রেখেছে, ধর্ষণ হল তো সে মেয়ের সব গেল সব গেল রব, সেই সমাজের অপরাধ কিছু কম কি ?
    --

    আজ শোণিতপুরের আত্মহত্যার ঘটনাটা পড়ে, সুজেটকে নিয়ে হরিশ আয়ারের পোস্টটা পড়ে আর কৌশিকদার লেখাটা পড়ে আবার এই একই প্রশ্ন করতে ইচ্ছে করছে।
  • Ishan | 202.43.65.245 | ১৩ মার্চ ২০১৫ ২০:৪২581347
  • তবে এনকেফেলাইটিস মনে হয় মশা থেকে হয়, বা অন্য কিছু থেকে। বিচারবিভাগীয় সংস্কারের দাবীটা খুব যথাযথ, এমনিই দরকার, তার সঙ্গে মৃত্যুটাকে না জড়ানোই ভালো। তাতে এনকেফেলাইটিস সমস্যাটাকে লঘু করা হবে। অবশ্য আমি ডাক্তার না। ভুল জানি, এও হতে পারে। তবে ভুল হলেও, বিচার-বিভাগের সমস্যাটা আলাদা করে জোরদার করে রেখে যাওয়া উচিত। সমস্ত ক্ষেত্রেই। একটা করে মেয়ে মরবে, দুদিন হেবি হুজুগ হবে, তারপর আবার যে-কে-সেই, সে কোনো কাজের কথা নয়। আমিও অবশ্য মরশুমী দাবীদাওয়া তোলা ছাড়া আর কিছুই করিনা, ফলে এটা নিজেকেও বললাম।

    আর আরেকটা জিনিস দেখলাম। বারবার বিচারকের জেন্ডার উল্লেখ করা হয়েছে। সেটা অপ্রয়োজনীয়। মহিলা বিচারক থাকলেই কোনো সমস্যার সমাধান হবে, দৃষ্টিভঙ্গী অন্য হবে, মহিলা বিচারপ্রার্থীদের অন্য চোখে দেখা হবে, এটা অবাস্তব দাবী। এবং অনুচিতও। হলেও সেটা কাম্য না।

    বাকি পুরো লেখাটাতেই একমত। অতীব বিচ্ছিরিও লাগছে।
  • pi | 24.139.221.129 | ১৩ মার্চ ২০১৫ ২০:৫৯581348
  • * শোনিতপুর না সোনিপত
  • pi | 24.139.221.129 | ১৩ মার্চ ২০১৫ ২১:১৪581349
  • না শুধু মশা না, আরো অনেক কারণ থাকতে পারে। ওনার কী হয়েছিল ঠিক জানিনা। তবে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাওয়ার ফলেও হয়। এবার তার সাথে ওনার ডিপ্রেশনের সম্পর্ক আছে কিনা জানিনা, জানা সম্ভবও হয়তো না, তবে আমার মনে হয় এটা মৃত্যুর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লেখা, এটার উপর খুব জোর দেওয়া ঠিক না।
  • ranjan roy | 24.96.17.92 | ১৩ মার্চ ২০১৫ ২৩:১১581350
  • আইনজীবিরা বলছেন যে মূল সাক্ষ্যগ্রহণ হয়ে গেছে ( দুজন আই ও'র টা বাকি আছে।) সুজেটের হয়ে গেছে। তাই লিগ্যালি মামলাটায় কোন প্রভাব পড়বে না।
    কামদুনির প্রতিবাদে যদুপুর থেকে গোলপার্ক অবদি মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিলে সুজোট ছিলেন সবার আগে , হাতে একটি ব্যানার নিয়ে। সঙ্গে মেয়েকে নিয়ে এসেছিলেন।
    মা- মেয়ের অসংকোচ স্বাভাবিক ব্যবহার নিজেকে প্রোজেক্ট না করা ইত্যাদি দেখে শ্রদ্ধা হয়েছিল। বেশ ব্যতিক্রমী মানুষ।
    আজ আবার শ্রদ্ধা জানালাম।
  • π | ১৫ মার্চ ২০১৫ ১০:০৬581351
  • '...নেহাতই সলিটারি সেল-এ ক্যামেরা ঢোকানো যায়নি বলে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির ক্লিপ পাওয়া যায় না, নইলে বাকি সবই ইন্টারনেটের রিয়েলিটি শোতে মজুত। ইরানে পাথর ছুড়ে ধর্ষিতাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, সতেরো হাজার লাইক সহ সে ভিডিয়ো অনলাইন। আইসিসের জঙ্গিরা বন্দিদের মাথা কাটছে, নাগাল্যান্ডে ধর্ষণে অভিযুক্তকে ন্যাংটো করে জনসমক্ষে থেঁতলে মারা হচ্ছে আর ফুর্তিতে ডগমগ নাগরিক সমাজ দাঁত বার করে ছবি তুলতে ব্যস্ত, এ-সব অনুপম চিত্রকলাই এখন একটি ক্লিকের দূরত্বে, দেশকালের সীমানা টপকে আপামর মনুষ্যত্বের নাগালে। সবই সুলভ ও আন্তর্জাতিক, যে কারণে এ বার ইন্টারনেটের নাম বদলে সুলভ ইন্টারন্যাশনাল, রিয়েলিটি শোয়ের নাম অ্যাম্ফিথিয়েটার আর বেড়াহীন অবাধ বিনোদনের নাম ‘সবার উপরে মানুষ সত্য’ দেওয়া যেতেই পারে। '
    http://www.anandabazar.com/supplementary/rabibashoriyo/%E0%A6%B0-%E0%A7%9F-%E0%A6%B2-%E0%A6%9F-%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%B8-%E0%A6%A4-1.123569
  • কল্লোল | 125.185.151.41 | ১৭ মার্চ ২০১৫ ২০:২৭581353
  • পাইয়ের পোস্টটা পরে মনে পড়ে গেলো।
  • সিকি | 166.107.90.66 | ১৮ মার্চ ২০১৫ ১৫:৩৮581354
  • রাণাঘাট কাণ্ডের তদন্তের দায়িত্ব পেল সিবিআই।
  • dc | 132.164.208.138 | ১৯ মার্চ ২০১৫ ১০:০৬581355
  • আজকের আজকালের সম্পাদকীয়। এরকম গুরুতর অপরাধের ক্ষেত্রে জুভেনাইলদের অ্যাডাল্ট হিসেবে বিচার করা যায় কিনা সেই নিয়ে ডিবেট হতে পারেঃ

    http://www.aajkaal.net/19-03-2015/cat/5/editorial/
  • সে | 188.83.87.102 | ২০ মার্চ ২০১৫ ০১:৩৭581356
  • রাণাঘাটের খবর গত কদিন ধরে হেডলাইন। সিয়েনেনের সুমনিমা উদাস ওখানে গিয়ে বিভিন্নজনের ইন্টারভিউ নিয়েছেন। সেগুলো সারা দুনিয়া দেখছে। বৃদ্ধা সন্ন্যাসিনীও যে ধর্ষণের শিকার হতে পারেন তা দেখে অনেকেই স্তম্ভিত।
  • সে | 188.83.87.102 | ২০ মার্চ ২০১৫ ০১:৪২581358
  • আগেও বলেছি, আবারো বলছি, শিক্ষায় বিরাট খামতি রয়ে গেছে। ইস্কুলের পড়াশুনো নয়, বাড়ীর শিক্ষায় বিরাট গলদ আছে। এসব অপরাধীদের বাপ মায়েরা সন্তান মানুষ করতে পারেন নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন