এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৪৫৪২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 198.155.168.109 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:৫২581426
  • পিএম,
    নাম তারিখ লেখক কিছুই মনে নেই। কিন্তু মূল বক্তব্যে যেটুকু মনে পড়ছে তাতে এটা ট্রেইট গোছের ব্যাপার। একাধিকবার পড়েছি এবং একাধিক ব্যক্তির লেখা যদ্দূর মনে পড়ছে।
  • কল্লোল | 135.17.65.226 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৫:০৬581427
  • মানবাধিকার বা মানবিকতা যেদিক থেকেই দেখি ছেলেটিকে ছেড়ে দেওয়া ঠিক হয়নি।
    তাকে সংশোধনাগারে রাখা হয়েছিলো সংশোধনের জন্য। মনোবিদরা কি তাকে পরীক্ষা করে নিশ্চিত যে সে সংশোধিত হয়েছে? না হয়ে থাকলে তার আরও সংশোধিত হবার প্রয়োজন আছে। ফলে তাকে হোমেই রেখে দেওয়াই উচিৎ ছিলো।
    কিন্তু
    একটা আইনের জট আছে, যেটা আজ আবাপতে লিখেছে।
    একজন ১৭ বছর ১১ মাসের মেয়ে সেচ্ছায় ও আগ বাড়িয়ে একজন ২২ বছরের ছেলের সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করেছে। তাহলেও ঐ ছেলেটির বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ আনা হবে ও মেয়েটির সাথে দৈহিক সম্পর্ক প্রমানিত হলে শাস্তি পাবে। সে ক্ষেত্রে মেয়েটি যে প্রাপ্তবয়ষ্কদের মতো আচরন করে ছেলেটিকে যৌন সম্পর্ক স্থাপনে উসকেছে, সেটা গন্যই হবে না।
    তাহলে এই ছেলেটির ক্ষেত্রেও আইন তাকে নাবালক হিসাবে দেখতে বাধ্য ও আইনে যা সর্বোচ্চ শাস্তি আছে তার বেশী কিছু করতে পারে না।
    কিন্তু আমাদের আইন পাল্টাতে চাপ তৈরী করা উচিৎ, যে এরকম নৃশংস ধর্ষন ও হত্যার ক্ষেত্রে যদি প্রমান হয় নাবালকটি সাবালকের মতো-ই আচরণ করেছে তারও মৃত্যুদন্ড বাদে আর যা সর্বোচ্চ শাস্তি তাই পাওনা হবে।
  • cb | 208.147.160.75 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৫:১০581428
  • এই কেসটাতে আইন পাল্টালেও কিছু করা যেত না, নো রেট্রোস্পেকটিভ এফেক্ট ইন ল
  • সে | 204.230.159.169 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৫:৫০581429
  • দুনিয়ার সমস্ত টিভি চ্যানেলে এটা কাল থেকে প্রধান খবরের তালিকায়। এবং সিবির কথাও ঠিক। ব্যাকডেটে ল ইম্পলিমেন্ট করা যায় না।
  • Ekak | 113.6.157.186 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৬:১১581430
  • কল্লোল দা র এই সংশোধন স্পৃহা দেখলে সেই শাজাহান এর জোক মনে পরে :)

    ডাক্তার : শুনছেন , আজ আপনার বাড়ি ফেরার দিন । আপনি নিজেকে শাজাহান ভাবতেন ,সেই রোগ সেরে গ্যাছে ।

    রোগী : তাই নাকি এত দারুন খবর , আপনার মোবাইল টা দিন তো। মুমতাজ কে একটা কল করি !!
  • b | 135.20.82.164 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৬:৩৪581431
  • বয়সের ডাক্তারী/ফরেনসিক পরীক্ষা হয় তো। একটা প্রমাণপত্র দিলাম আর ওম্নি আমার বয়স ১৭ সেরকম না।
  • সে | 198.155.168.109 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৬:৩৭581432
  • টেস্ট করে অ্যাকিউরেটলি বয়স বলে দেওয়া যায়? এটা জানতাম না তো।
  • Ekak | 113.6.157.186 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৬:৪১581433
  • বার্থ সার্টিফিকেট কোর্টে প্রামান্য নথি । যদ্দুর জানি এই ক্ষেত্রেও কোনো ডাক্তারি টেস্ট হয়নি , উকিল বার্থ সার্টিফিকেট প্রসিড করেছিল । সেটা ক্রস করা যায়না আইন অনুযায়ী । খোঁজ নিয়ে দেখুন একটু আমার এরকমই মনে পড়ছে ।
  • কল্লোল | 135.17.65.226 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৬:৪৫581434
  • আমারও তো তাইই কথা। মুমতাজকে ফোন করতে চাইলে মেয়াদ বাড়িয়ে দাও।
  • সে | 198.155.168.109 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৬:৪৮581436
  • এইটা টপ হয়েছে
  • সে | 198.155.168.109 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৬:৫১581437
  • বার্থ সার্টিফিকেট ফেক হতে পারে।
  • Ekak | 113.6.157.186 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৭:০৬581438
  • কল্লোল দা কি তাহলে ধর্ষনেচ্ছা কে রোগ বলছ ? রোগ এর চিকিত্সা হয় শাস্তি নয় । সংশোধন তো একটা গোলমেলে টার্ম । ক্যাথলিক চার্চ এর থেকে অনুপ্রানিত । কোনো বেসিস নেই । আইদার রোগ নইলে রোগ নয় । কোনদিকে আছো ?
  • সে | 198.155.168.109 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৭:২২581441
  • রোগ ও নয় ক্রাইম ও নয়। ট্রেইট। যেমন পিডোফিলিয়া।
  • sinfaut | 74.233.173.203 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৭:৩৮581442
  • ট্রেইট হলে সেটা ক্রাইম হবে না তা কোথায় বলা হয়েছে? একটু খুঁজে বের করুন কাইন্ডলি, আমরাও পড়ি। নইলে নিজের ধারনাকে অন্যের বলে চালিয়ে দিচ্ছেন মনে হবে।
  • Ekak | 113.6.157.186 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৭:৪১581443
  • ট্রেইট তো কী ? সেত ইম্পালসিভনেস ও পার্সোনালিটি ট্রেইট । তো ইমপালসিভ হয়ে পিটিয়ে মেরে ফেলা হোক ধর্ষক কে ? যে ট্রেইট অন্যের ক্ষতি করবে তার শাস্তি প্রাপ্র্য । পিদফিলিয়া করলেও শাস্তি প্রাপ্য । এইকারণেই তো সংশোধন সমর্থন করিনা কারণ সংশোধন বাদী রা ইনহেরেন্টলি একটা সেন্ট্রাল মরালিটি মানুষের মাথায় ঢোকাতে চায় । ধর্ষণ খারাপ -পিদফিলিয়া খারাপ । কী খারাপ বলার আমি কেও নই । কিন্তু খারাপ লাগলে-ক্ষতিগ্রস্ত বোধ করলে শাস্তি দেব । তার ধর্ষণ ইচ্ছার ওপর আমার মরালিটি চাপাবার কোনো চেষ্টাই করব না ।
  • b | 135.20.82.164 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৭:৪২581444
  • অর্থাত বোন টেস্ট বয়সের এস্টিমেট। তবে ১০০% জল মেশানো বার্থ সার্টিফিকেটের তুলনায় এস্টিমেট (যোগ বিয়োগ দু বছরের) তো ভালো।

    যতদূর মনে পড়ছে কাসভের উকিল এই লাইনে খেলার চেষ্টা করেছিলেন (যে কাসভ নাবালক)। সেটা ডাক্তারী টেস্টে বাতিল হয়ে যায়।
  • সে | 198.155.168.109 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৮:১৩581445
  • কিন্তু সতেরো না ঊনিশ বছর সেটা গ্রে জোন। শাস্তিযোগ্যতার বয়স কমিয়ে এনে ষোলো করে ফেললেও একই ব্যাপার হবে পনেরো না সাড়ে ষোলো। বার্থ রেজিস্ট্রেশন ঠিকমত হয়না তাই তার নানাবিধ ফায়দা ওঠায় লোকে। এমনকি নাবালিকাহরণের কেসগুলোতেও অনুরূপ সমস্যা আসতে পারে। আসেও। অথচ বয়স খুব সেনসিটিব টপিক। প্রচুর লোকের বয়স ভাঁড়ানো থাকে নানান সুবিধার্থে। কখনো বিয়ের জন্য কখনো বেশিদিন চাকরি করবার লোভে বয়স কমানো হয় আবার ফলস ভোট দেবার জন্যে বয়স বাড়াতেও দেখেছি। স্কুলে টেস্ট পরীক্ষার পরে পরীক্ষার ফর্ম ফিলাউটের সময় কোর্টের এফিডেভিট হাতে গার্জেনদের ভীড় দেখেছি, কারন অ্যাডমিট কার্ডে একবার কম বয়স ছেপে ফেলতে পারলেই নিশ্চিন্তি। বার্থ সার্টিফিকেট শুধু বয়স নয় জন্মস্থানের নথি ও বটে। সেই পার্টটার প্রায় কোনো গুরুত্বই থাকেনা স্কুল রেজিস্টারে বা অ্যাডমিট কার্ডে। বহুলোক বয়স কমানো প্র্যাক্টিস করেন ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে। তাই বয়সের কথা জানতে হলে কোন ইয়ারে ম্যাট্রিক পাশ করেছেন গোছের কথাবার্তা বহুকাল থেকে চলে আসছে।
  • সে | 198.155.168.109 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৮:২০581447
  • শাস্তিযোগ্য কি নয় সেসব পরে আসছে। ক্রাইম কোনটা? ট্রেইট হলে যদি ক্রাইমও হয় তাহলে কতদিন জেলে পুরে রাখবেন তাকে? আজীবন? ছাড়া পেলেই তো সে আবার ঐ কাজ করবে। প্রাণে মেরে দেবেন? কোনটা করবেন? রোগ নয় যে ওষুধ খাইয়ে সারানো যাবে। কী নিদান হাঁকা হলে সবার মঙ্গল?
  • Ekak | 113.6.157.186 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৮:৩৩581448
  • ক্রাইম তাই যাকে বিগার কালেকটিভ মরালিটি ক্রাইম বলে মনে করছে । রাস্তা দিয়ে হাঁটার সময় পু পু করে মুখে শব্দ করা কে যদি বিগার কালেকটিভ মরাল ,ক্রাইম বলে মনে করে, তাহলে ক্রাইম ।
  • avi | 125.187.41.204 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৮:৫০581449
  • আরে কি মুশকিল! মোটামুটি অপরাধ জগতের বেশিরভাগ মানুষই একটা পার্টিকুলার পার্সোনালিটি ক্লাস্টারে থাকে। এগুলো হল ক্লাস্টার বি, যার মধ্যে পড়ে য়্যান্টিসোশাল, বর্ডারলাইন, নারসিসিস্টিক আর হিস্ট্রিওনিক। এদের নভেলটি সিকিং আর রিওয়ার্ড ডিপেনডেন্স টেম্পারামেন্ট খুব বেশি থাকে। এদের সাধারণ বৈশিষ্ট্য হয় ইমপালসিভ বিহেভ করা, বাকিদের অনুভূতি পাত্তা না দেওয়া, প্রচলিত রুল না মানা, নেশা করা ইত্যাদি। বিশেষ করে প্রথম দুটো টাইপ। তো এরা বাকি সব অপরাধ করলে তো শাস্তি দেওয়া হয়। আর মোটামুটি বুদ্ধি আর ইনসাইট থাকলে এরা শাস্তির ভয়ে অপরাধও কিছুটা কম করে।
  • কল্লোল | 125.242.138.187 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৮:৫১581450
  • একক।
    ধর্ষনেচ্ছা রোগ নয়। শরীরকে শুধুমাত্র যৌন বস্তু হিসাবে দেখা একটা সামাজিক সমস্যা। সেটাকে দূর করতে হলে মানসিকতার সংশোধন করতে হবে।
    তুই যে শাজাহানের চুটকিটা বল্লি, সেটাই সমস্ত "শাস্তিপ্রাপ্ত" অপরাধীধের ক্ষেত্রে সত্যি। তাই শাস্তি দিয়ে অপরাধ কমে না। মেয়াদ শেষ হলেই মুমতাজকে ফোন করতে চায়। কিন্তু তাকে তো আর আটকানোর উপায় নেই। বলে দেওয়া হয়েছে তিন দিনের জেল আর সাতদিনের ফাঁসী। তো দশদিন পরে সে যতো-ই মুমতাজকে ফোং করতে চাক, তাকে ছাড়তেই হবে। তা না করে যদি সত্যিই ঠিকঠাকভাবে এদের চিকিৎসা করা হতো, তবে সুস্থ না হলে ছাড়ার প্রশ্নই নেই, যেমন হাসপাতালে হয়।
    এই আর কি।
  • sinfaut | 74.233.173.198 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৯:০৮581451
  • আচ্ছা শুরু করেছিলেন কনফিডেন্স নিয়ে - "রোগ ও নয় ক্রাইম ও নয়। ট্রেইট। "

    এখন আবার নিজেই প্রশ্ন করছেন - "ট্রেইট হলে যদি ক্রাইমও হয় তাহলে কতদিন জেলে পুরে রাখবেন তাকে?"

    যদি উপরের ১ নম্বর বক্তব্য নিজের না হয় তাহলে কে কোথায় বলেছেন দেখাতে আবার অনুরোধ করব।
  • সে | 204.230.159.169 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৯:৪২581452
  • বিগার কালেকটিভ তো হোমোসেকসুয়ালিটিকে ক্রাইম মনে করে অনেক দেশে।
  • Ekak | 113.6.157.186 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৯:৫১581453
  • কল্লোল দা , গোড়ায় গোলমাল হচ্ছে ।

    ধরা যাক ধর্ষণ করার ইচ্ছে রোগ ইত্যাদি নয় । একটা ক্ষতিকর পার্সোনালিটি ট্রেত । এবার যেই মুহুর্তে এটাকে ট্রেট == সংশোধনযোগ্য ভেবে নিলুম সঙ্গে সঙ্গে আরেকটা নতুন সমস্যা এলো। তা হলো ড্রাইভ । ধর্ষনকারী যদি বলে যে ওই মেয়েটা ওরকম পোশাক পরে ছিল সেটা আমার ড্রাইভ এর কারণ , তখন কি বলবে ? তুমি বলবে না ড্রাইভ থাকলেও এটা তুমি করতে পারোনা । ক্যানো পারিনা ?

    আলটিমেটলি খুঁড়তে খুঁড়তে সব যুক্তি হারিয়ে এই জায়গায় দাঁড়াবে যে অমুক কাজ "অপরাধ " করলে বেদম শাস্তি পাবে । অর্থাত সেই রীয়য়ার্দ অর পানিশমেন্ট এ ফিরে এলে । যা কিনা মরালিটি প্রণয়নকারীর সঙ্গে , তার চোখে অপরাধী র আদত সম্পর্ক । তা সেই যখন গল্প তখন এত জামা কাপড় পরিয়ে সংশোধন ইত্যাদি বলার কোনো দরকার নেই তো !

    চেইন খুঁজে লাভ নেই । বৃহত এর এস্টাব্লিশমেন্ট এর পক্ষে যা ভালো তা ভালো। এই সুপারভায়সিং সেট নিয়ে গল্প শুরু । ক্রিসচিয়ান সশালিস্ম বৃহত কে মানুষের মধ্যে না দেখিয়ে একটা সার্কল এর বাইরে থার্ড এনটিটি হিসেবে দেখাত । সেটাও খুব যুক্তিযুক্ত ব্যাপার । কিন্তু এটা ২০১৫ সাল। এখন আর ইশ্বরের করুনার কাছে সমর্পণ ইত্যাদি বলে কিছু হবেনা । আমেরিকায় সো কল্ড সংশোধনাগার এ বাইবেল কোর্স রাখা হয় সে নিয়ে ঝামেলা হচ্ছে । হবেই । এই সংশোধন -কাউন্সেলিং এই সবই সোশাল ইঞ্জিনিয়ারিং এর কল । আরেকরকমের ইশ্বর । এগুলো বাড়তে দিলে একসময় ব্যুমেরাং হবে । তাচ্চে , তুমিও ঠিক -আমিও ঠিক , কিন্তু একজায়গায় দুটো বিপরীত ঠিক তো থাকেনা , তাই তোমায় জেলে পুরলুম ; এই বলে কোয়ার্নটাইন করে দেওয়া বেস্ট । কিল দরকার নেই ।
    আমি বলছিনা তাকে অত্যাচার করো বা খাদ্য -বইপত্র দিওনা । হতেও পারে সে জীবনকে অন্যভাবে ভাবতে শিখল । কিন্তু সেটাও তার নিজের রিভিলেশন । তার নিজের ইচ্ছে তে । কেও করে দিল না । সংশোধন কথাটা শুনলেই জর্ডন এর জলে কালি ধুচ্ছে মনে হয় বিশ্রী বিরক্তিকর শব্দ :( ভেবে দেখো , তোমার ও দম বন্ধ করা লাগবে ....আমার তো লাগে ।
  • Ekak | 113.6.157.186 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৯:৫২581454
  • @ সে

    সেইসব দেশে ক্রাইম তো :) এরকম "হমসেক্সুয়ালিতি কি ক্রাইম " বলে স্থান কাল বিচ্ছিন্ন কোনো প্রশ্ন হয়না তো !
  • PT | 213.110.243.21 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৯:৫৫581455
  • "একজন ১৭ বছর ১১ মাসের মেয়ে সেচ্ছায় ও আগ বাড়িয়ে একজন ২২ বছরের ছেলের সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করেছে। তাহলেও ঐ ছেলেটির বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ আনা হবে ও মেয়েটির সাথে দৈহিক সম্পর্ক প্রমানিত হলে শাস্তি পাবে।"

    এই জাতীয় একটা লেখা রবিবাসরীয়তেও ছাপিয়েছে। এই শাক দিয়ে একটি ধর্ষণ, খুন, ও নাবালককৃত ধর্ষিতার দেহাংশ ছিঁড়ে-খুঁড়ে বের করে আনার বিভৎসতার পচা-গলা তিমি মাছটিকে ঢাকার চেষ্টা করা হচ্ছে নাকি?
  • সে | 204.230.159.169 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৯:৫৮581456
  • এককের আগের পোস্টে ৭ঃ৫১ র, প্রথম প্যারা ঠিক আছে, দ্বিতীয় প্যারা থেকে যুক্তি ঘেঁটে গেছে। ওখানে কল্লোলদার যুক্তিটা ঢুকবে। অপরের শরীর তোমার সম্পত্তি নয় - এই যুক্তিটা।
  • সে | 204.230.159.169 | ২১ ডিসেম্বর ২০১৫ ২০:০৫581458
  • একক ৭ঃ৫২ হয়না তো। একটা বিরাট অ্যামাউন্টের ধর্ষন ভারতেও ক্রাইম নয় - ম্যারিটাল রেপ। সব মুসলিম দেশেই তাই। আরো কিছু দেশেও। আবার মুসলিম দেশ গুলোয় কি বেশ কিছু সমাজতান্ত্রিক দেশে হোমোসেক্সুয়ালিটি ক্রাইম। ভারতে জুভেনাইল হলে রেপের সাজা তিন বছর অবধি। এদিকে জুভেনাইল কি জুভেনাইল নয় তা ঠিক করবার জন্য জন্মের নথিকরণেই গোড়ায় গলদ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন