এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৪৪৫০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 113.6.157.186 | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:০১581491
  • কোনটা কে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা বলে ?

    ইন আ পার্টিকুলার কেস , আমি বলছি আইন এর উচিত নয় মেরে দেওয়া । ধরে নেওয়া যাক আমি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি ধর্ষণ । এবার ধর্ষণ এর শিকার মেয়েটি তো আপনার ও কেও হয়না । এদিকে আপনি বলছেন মেরে দাও । তাহলে আপনি কি তাড়িয়ে তাড়িয়ে হত্যা উপভোগ করতে চাইছেন না ?

    তো

    আমি তাড়িয়ে তাড়িয়ে ধর্ষণ উপভোগ করছি । আপনি হত্যা উপভোগ করছেন । ন্যাচেরালি দুজনেই বেশ তাড়িয়ে তাড়িয়ে , কারণ তৃতীয় ব্যক্তি দুজন আমাদের কেও হয়না :))

    অন্যকে বাতেলাবাজ বলার আগে এট্টু সামলে । এইইই এট্টু খানি । কার্তেসিয়ান প্লেন খুব কাজের জিনিস । নিজের দিকে তাকাতে কাজে লাগে ।
  • সে | 198.155.168.109 | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:০৫581493
  • আমি মৃত্যুদন্ডের বিপক্ষে। বোল্ড অ্যান্ড আন্ডারলাইন্ড। আপনার মাথা গরম হয়ে গেছে তাই ঠিকঠাক পড়ে বুঝতেই পারেননি যে আমি মৃত্যুদন্ডের বিপক্ষে। কুল ডাউন প্লীজ।
  • Ekak | 113.6.157.186 | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:১৬581494
  • আপনার ই বা কি পড়ে মনে হলো আমি ধর্ষণের পক্ষে ? প্রথম থেকেই তো সংশোধন এর বিরোধিতা করছি । শাস্তি দেওয়ার কথা বলছি। এর মধ্যে হঠাত এসে আপনি কোত্থেকে আবিস্কার করলেন যে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা হচ্ছে ? আলোচনা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা জিনিস নিয়ে যে সংশোধন আদৌ কোনো রাস্তা হতে পারে কি পারে না। আমার মতে পারে না । আমি তো ধর্ষক এর শাস্তি নিয়ে কথা খরচ করিনি । আর মাথা গরম হলে আমি লুকোই না আপনি তো জানেন :) এটা আমার কাছে কোনো লজ্জার বিষয় নয় যে মাথা গরম হয়ে গ্যাছে । একজন পরিনত বয়স্ক মানুষ এক বিষয়ে কথা হচ্ছে সেখানে অন্য একটা জিনিস টেনে আনলে সেটা একেবারেই ট্রল করার জন্যে করে । সে দেখে তো মাথা গরম হবেই কারণ ট্রল কে কোনদিন যুক্তি দিয়ে আটকানো যায়না । সন্দেহ থাকলে আপনাকে ভবিষ্যতে ট্রল করে প্রমান দিতে পারি । এরকম "নিজের ক্ষেত্রে হলে কি করতেন " মার্কা কথা একদম টাং ইন দ্য চিক ট্রল । এটা আমি নিজেই লিবারেল হুলো গুলোর সঙ্গে করি মুসলিম টেররিস্ট খেস্তানোর সময় :)) এনিওয়ে আপাতত মাথা ঠান্ডা ।
  • সে | 198.155.168.109 | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:২৩581495
  • মাথা ঠান্ডা হয়েছে এটা গুড নিউজ। ক্রিসমাস শপিং সেরে এসে আবার আলোচনা হবেখন। আপাতত উঠছি।
  • কল্লোল | 111.63.196.44 | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:১৭581496
  • পিটি। কি লিখছি সেটা তো পড়বে!! না পড়েই হুড়ুম-দারুম।
    লিখছো - "বুঝলাম না। ঠিক কোন স্টেজে গিয়ে মামলা হলে তার রায় গ্রহনযোগ্য হবে? "
    আমি লিখেছি তার আগেই - "সর্বোচ্চ আদালতও যদি নির্দোষ রায় দেয় সেটার বিরুদ্ধে ক্ষোভ জানানো যায়, কিন্তু মানতে তো হবেই।"
    বোঝা গেলো???
    তাপসী মালিকের ক্ষেত্রে হাই কোর্ট বা সুপ্রিম কোর্ট কিছু রায় দিয়েছে কি??
    আমার সন্দেহ ওটা সিপিএমের লোকেদের কাজ। কিন্তু সেটা তো আদালতে প্রমানসাপেক্ষ।
    এবার ধরা যায় সুপ্রিম কোর্ট রায় দিলো, তাপসী মালিকের মামলায় কোথাও কোন সিপিএম নেই। আমি তাতে ক্ষুব্ধ হতে পারি, কিন্তু এটা আর বলতে পারিনা যে তাপসী মালিককে সিপিএম খুন করেছিলো।

    আমি যখন বিচারের জন্য আদালতে যাচ্ছি, তখন আদালতকে মান্য তো করতেই হবে।
  • PT | 213.110.246.23 | ২২ ডিসেম্বর ২০১৫ ১৩:১৪581497
  • "আমার সন্দেহ ওটা সিপিএমের লোকেদের কাজ।"
    কিসের ভিত্তিতে? আবেগ নাকি?
  • PT | 213.110.246.22 | ২২ ডিসেম্বর ২০১৫ ১৩:৩১581498
  • আরেকটু খোলসা করি।
    সর্বোচ্চ আদালতের রায় বেরিয়ে যাওয়ার আগেই সিদ্ধান্তে পৌঁছনো-বিশেষতঃ পড়ালিখা জানা পন্ডিতজনের-সেটা কিসের ভিত্তিতে হচ্ছে?
    এমনকি বিস্তৃতভাবে রায়দানের পরেও-যেমন কিনা সাঁইবাড়ি হত্যা মামালায়-একদলকে দোষী ধরে নিয়ে আলোচনা করা-এসব কিসের ভিত্তিতে?
    আর "সর্বোচ্চ আদালতও যদি নির্দোষ রায় দেয় সেটার বিরুদ্ধে ক্ষোভ জানানো যায়" - যে ক্ষোভ জানাচ্ছে সে কিসের ভিত্তিতে ক্ষুব্ধ? তার হাতে কি সাক্ষ্য-প্রমাণ আছে যা কিনা দোষীর উকিলের হাতে ছিল না?
  • T | 165.69.190.126 | ২২ ডিসেম্বর ২০১৫ ১৫:২৩581499
  • আশ্চর্য রকম পায়ে পা দিয়ে ঝগড়া।
  • b | 135.20.82.164 | ২২ ডিসেম্বর ২০১৫ ১৫:২৪581500
  • কল্লোলদা আর পিটিদাকে একটা আলাদা টই খুলে দেওয়া হোক।
  • PT | 213.110.246.22 | ২২ ডিসেম্বর ২০১৫ ১৫:৪১581502
  • যাচ্চলে!
    নাবালক ধর্ষকের মানবাধিকার নিয়ে মানবাধিকারীরা এত চঞ্চল হয় তাহলে তারা মদন মিত্র ও সুশান্ত ঘোষের মানবাধিকার নিয়ে আদৌ চিন্তিত নয় কেন?
  • Ekak | 113.6.157.186 | ২২ ডিসেম্বর ২০১৫ ১৬:০৩581504
  • ক্ষোভ জানানোর জন্যে সাক্ষ্য-প্রমান জরুরি নয় । মামলা করার জন্যে জরুরি । ক্ষোভ তো এক্স্ত্রাযুদিশিয়াল পাবলিক আউট বার্স্ট । মানুষ ক্ষুব্ধ তাই ক্ষোভ জানিয়েছে । মিটে গ্যালো । গণতন্ত্রে এরকম ক্ষোভ এর গুরুত্ব আছে । এতে বিচারপ্রক্রিয়ার ওপর বাইরে থেকে চাপ সৃষ্টি করা যায় ।
  • se | 204.230.155.205 | ২২ ডিসেম্বর ২০১৫ ১৬:০৩581503
  • পিটিদার লাস্ট পয়েন্ট সাপোর্ট করলাম।
  • PT | 213.110.246.25 | ২২ ডিসেম্বর ২০১৫ ১৭:৩২581505
  • বিগত ভোটের আগে একটি দলের নাম জড়িয়ে তাপসী মালিকের আধপোড়া দেহের পোস্টার প্রদর্শনীর কথা ভুলে গিয়েছেন Ekak? মামলার রায় বেরোনোর বহু আগে থেকেই তো সবাই "জানত" যে ঐ দলটির সদস্যরাই তাপসীকে ধর্ষণ ও হত্যা করেছে!!! এখন যেমন সকলেই "জানে" যে মদনই টাকা চুরি করেছেন ও সুশান্তই কংকাল কান্ডের জন্যে দায়ী!!?
  • Ekak | 113.6.157.186 | ২২ ডিসেম্বর ২০১৫ ১৭:৫৯581506
  • ভুলতে যাব ক্যানো । পাবলিক অপিনিয়ন ব্যাপারটা তো এরকমই । লোকে আগেই ঠিক করে নেয় কে দোষী । তারপর অপেক্ষা করে কবে আইন তাকে সাজা দেবে । এবং বাইরে থেকে বিচারব্যবস্থা কে প্রভাবিত করার চেষ্টা করে । এটাই তো গণতন্ত্র । এতে সম্লোস্যা টা কি দেখছেন সেটা বুঝছিনা :) এরকম কোনো নিরপেক্ষ হওয়া কল নেইত কোথাও যে যা বিচার করবে তাই ঠিক । কাজেই যার যেমন রাজনৈতিক এফিলিয়েশন সে সেভাবে চাপ সৃষ্টি করবে ।

    একটা উদাহরণ দি : টাইগার উডস এর পরকিয়া সম্পর্ক জানাজানি হবার চব্বিশ ঘন্টার মাথায় সমস্ত স্পোর্টস গুডস ব্র্যান্ড তাদের সমর্থন তুলে নিয়েছিল । ক্লিন্টন যখন একনাগারে বলে যাচ্ছেন তিনি কোনো সম্পর্ক করেন নি লিউএন্স্কির সঙ্গে তখনি একনাগারে প্রতিটা কাগজ-চ্যানেল শো করছিল কিভাবে ক্লিন্টন এর পপুলারিটি ইন্ডেক্স রাতারাতি পরে গ্যাছে । তো ? এটাই তো স্বাভাবিক । পাবলিক অপিনিয়ন কি কবে কি রিপোর্ট বেরোবে তার জন্যে বসে থাকবে নাকি ? আপনার অসুবিধে কোথায় ।

    আপনি বলতে পারেন যতক্ষণ না জানা যাচ্ছে বলব ক্যানো ? এটা গণতন্ত্রের যুক্তি নয় । আপনি ঘরে বসে শুনছেন অমুক লোক তমুক কে খুন করেছে তার বিচার চলছে । আদৌ যে বিচার চলছে জানলেন কোদ্দিয়ে ? পুরোটাই হয়ত ষ্টুডিও তে শুটিং ! আপনি জানলেন বিচার এ উকিল এই বলেছে ওই বলেছে । প্রমান কি ? কোনো সায়েন্টিফিক জার্নালে বেরিয়েছে ? :) আপনি কমপ্লিট একটা গল্প শুনছেন এবং রিয়েক্ট করছেন । দিস ইস নট সায়েন্স । সর্বর্ত্র যদি যুক্তি মেনে "সম্ভাব্য অপরাধী " লিখতে হয় তাহলে আপনার দিক দিয়ে দেখলে খবরের হেডিং হবে : সম্ভাব্য এক ব্যক্তি পটল যে কিনা সম্ভাব্য অমুক জায়গার চাকুরে তাকে সম্ভাব্য আরেক ব্যক্তি ঘোতন , সম্ভাব্য ছুরি দিয়ে সম্ভাব্য খুন করেছে ।

    মানুষ এই সমস্ত সম্ভাব্য কে কমন ধরে নিয়ে তার বাইরের জগতের সঙ্গে ইন্টার একট করে । আলাদা করে হিসেবে করে পাগল হয়ে যাবে । এটা বিজ্ঞান নয় । আমার যদি মনে হয় ঘোতন , পটল কে খুন করেছে আমি বারংবার বলব ও প্রচার করে যাব ঘোতন খুন করেছে । এভাবেই ইতিহাস তৈরী হবে । প্রমান ও তৈরী হবে । তারপর আবার একদিন রাজনীতি পাল্টাবে তখন লোকে প্রবন্ধ লিখবে না না ঘোতন খুন করেনি । সেটা তখনকার সত্যি । এভাবেই সবকিছু হয়েছে। কোনো আকাশ থেকে পেরে নতুন কিছু বলছিনা । কেন এত বিচলিত হন এইটাই বুঝিনা :(
  • b | 24.139.196.6 | ২২ ডিসেম্বর ২০১৫ ১৮:১০581507
  • একক, মুশকিল হচ্ছে, "আমার যেটা মনে হচ্ছে" সেটা তো অনেকসময়েই মিডিয়ার রিপোর্ট বা পুলিশের ভার্শান। আর কেউ একজন খারাপ এই বিশ্বাসটা একবার গেড়ে বসে গেলে উল্টোদিকে হাজারটা রিপোর্ট এলেও আফ্রিকাতে সেউফল পাওয়া যায় না।

    লাস্ট কথাটা দার্শনিক হবস বলে গেছেনঃ

  • PT | 213.110.246.25 | ২২ ডিসেম্বর ২০১৫ ১৮:২০581508
  • তাহলে এই বিচারের বাণী মানা না মানার অবস্থানটা অথবা বিচারের আগেই দোষী বলে দেগে দেওয়ার ব্যাপারটা "যার যেমন রাজনৈতিক এফিলিয়েশন" তার ভিত্তিতে হচ্ছে? আর যে খুব রাজনৈতিক ভাবে এফিলিয়েটেড নয় তার মস্তিষ্ক কি মিডিয়া প্রক্ষালন করে দিচ্ছে মিডিয়া ট্রায়াল করে?
    তোবা!! তোবা!!
  • Ekak | 113.6.157.186 | ২২ ডিসেম্বর ২০১৫ ১৮:৩১581509
  • সকলেই এফিলিয়েতেদ । রাজনীতি মানে সর্বদা তিনো-সিপুএম নাই হতে পারে । এফিলিয়েতেদ আবার কে নয় । আবার মুহুর্মুহু এফিলিয়েশন চেঞ্জ করাও যায় । কোনো মাথার দিব্যি নেই তো ।
  • pi | 24.139.209.3 | ২২ ডিসেম্বর ২০১৫ ২০:৩৬581510
  • বিল পাস হয়ে গেল।

    The Indian parliament has passed a bill which allows juveniles between 16 and 18 years of age to be tried as adults for serious crimes like rape or murder.
  • কল্লোল | 111.63.69.80 | ২৩ ডিসেম্বর ২০১৫ ০৬:১১581511
  • এইটা ঠিক হলো না। আবারও সেই একই ফাঁদে পা। এবার ১৫ বছরের কেউ এমন কাজ করলে কি হবে?
    তার চাইতে যদি আদালত মনে করে যে কোন ঘটনা সত্যিই সৃষ্টিছাড়া নৃশংস তাহলে বয়স দেখা হবে না। হ্যাঁ, ১৮ বছরের কম হলে সাজার ঊর্দ্ধসীমা ১০ বছরের কারাদন্ড হোক।
  • Du | 118.19.105.68 | ২৩ ডিসেম্বর ২০১৫ ০৭:৪৩581513
  • aranya | 83.197.98.233 | ২৩ ডিসেম্বর ২০১৫ ০৮:১৬581514
  • 'যদি আদালত মনে করে যে কোন ঘটনা সত্যিই সৃষ্টিছাড়া নৃশংস তাহলে বয়স দেখা হবে না' - কল্লোল দা-র সাথে একমত, এটা হলে ভাল হত
  • সে | 198.155.168.109 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১১:৫৪581515
  • এরকম নৃশংসতা কেন হচ্ছে ইন্ডিয়ায় এত বেশি বেশি করে? ডেইলি নাকি ৪০০ করে রেপকেস কেজিস্টার্ড হয়? পথে বেরোলে মেয়েদের টিটকিরি আওয়াজ দেওয়া গায়ে হাত দেওয়া বা দেবার চেষ্টা এগুলো কেন? মূল কারণ জানেন কেউ? এগুলোও ট্রেইট?
  • Ekak | 113.6.157.186 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১২:৪৮581517
  • বিল পাস কে স্বাগত । ওরকম ডান দিক বাঁ দিক ঈশান অগ্নি ভেবে আইন করতে হলে তো কবে সমস্ত মানুষ উভলিঙ্গ স্বীকৃতি পাবে সেই ভেবে জেন্ডার কনফ্লিক্ট রুলস বানাতে হয়। এই আইন এখনকার জন্যে ঠিক আছে । নতুন কনফ্লিক্ট আসবে , আবার বদল হবে । আইন একটা লার্নিং কার্ভ। ঘট বসানো নয় ।
  • কল্লোল | 135.17.65.226 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১৩:৫০581518
  • ভারতে রেপ কেস তবু নথিভুক্ত হয়। ইরান বা ঐরকম দেশে যেখানে ধর্ষিত হলে মেয়েটির মৃত্যুদন্ড হয়, সেখানে নথিভুক্তই হয় না রেপ।
  • ঊমেশ | 118.171.128.168 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১৪:৫৫581519
  • কল্লোল'দার তুলনাটা চাড্ডি দের মতো হয়ে গেলো।
    চাড্ডিরা যেমন কথায় কথায় বলে পাকিস্তান, সৌদি হলে কি পারতে এই করতে, ঐ করতে।

    আরে বাবা, তুলনা যখন করবো একটু ভালো কারো সাথে তো করবো।
    রেপ নিয়ে যদি ইরানের সাথে ভারতের তুলনা করা হয়, তাহলে আর কিছু বলার নেই।
  • কল্লোল | 135.17.65.226 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১৫:৩১581520
  • হতে পারে। তা, ভারতের সাথে কেন ইরানের তুলনা হবে না, সেটা তো বুঝলাম না।
    যদি ইরানের সাংস্কৃতিক মানের কথা বলো ভারতের চেয়ে খুব পিচিয়ে এমন তো নয়।
    ইরানে চমৎকার সিনেমা হয়, ভারতের ভালো ভালো চলচ্চিত্রকারেরা তার প্রশংসা করে থাকে। সমসময়ের ইরানের সাহিত্যও বেশ উঁচু দরের বলে জানি। ইরানে ধর্ষিত হলে মেয়েটিকে ফঁসী দেওয়া হয়। ভারতে ধর্ষিত হলে ধর্ষককে বিয়ে করার বিধান হয়। ভারতে গরুর মাংস কিনলে লোকে পিটিয়ে মারে। ইরানে শুওরের মাংস কিনলে হয়তো তাইই হয়। ইরানে শরীয়া মেনে শাস্তি চলে, হাত কেটে দেওয়া ইঃ এখানেও খাপ পঞ্চায়েৎ চলে রমরম করে। এখানে লোককে গাড়ি চাপা দিয়ে মারলে প্রমাণ হয় গাড়ির জ্বালানীতে মদ ছিলো তাই গাড়ি নিজে নিজে ফুটপাতে উঠে লোক মেরে দেয়। পুলিশ গুলি চালিয়ে ১২/১৩ জনকে মেরে দেবার পর কমিশনে প্রমাণ হয় যে কেউ গুলি চালায় নি, গুলি চালাতে কেউ আদেশ দেয় নি। রাইফেলগুলো নিজে নিজে চলে গেছিলো। ইরানের জিডিপি ভারতের প্রায় চারগুণ বেশী।
    তুলনা হবে না কেন?
  • PT | 213.110.246.25 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১৫:৩৬581521
  • মহারাষ্ট্র সরকার সলমনের ব্যাপারে সুপ্রীম কোর্টে যাচ্ছে। তদন্ত হওয়া ও মামলা দায়ের করা এই জন্যেই জরুরী। লড়াইটা চালিয়ে যাওয়া যায়।
  • কল্লোল | 135.17.65.226 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১৫:৪১581522
  • তবু যদি এই তুলনায় মন খারাপ হয়, তবে নিন -
    Number of reported forcible rape cases in the United States 2014 - 84041
    Number of reported forcible rape cases in the India 2014 - 33,764
    এবার তুলনা ঠিক হলো তো? নাকি আবার বলা হবে অতো উন্নত দেশের সাথে খেলবো না।

    ভারতে ধর্ষন বেশী হয় এমন নয়। তার মানে এই নয় ধর্ষনের ব্যাপারে ভারত তপোবন গোছের ছুইট পুচু পুচু।
    তাই, ভারতে কেন অ্যাতো ধর্ষন হচ্ছে এই কথার কোন মানে খুঁজে পাই না।
  • amit | 24.202.188.159 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১৬:০৬581525
  • আমেরিকা তে বা যেকোনো সভ্য দেশে রেপ যেসব ক্রিতেরিয়া ধরা হয়, ইন্চ্লুদিং মারিটাল রেপ, এক স্কেল ধরতে গেলে গোটা ভারত উজার হয়ে যাবে। আপেল এর সাথে আপেল এর তুলনা করা ভালো , আপেল এর সাথে পচা কলার নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন