এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আজ সাঈদী রাজাকারের ফাঁসি ও অন্যান্য কথন

    শিমূল
    অন্যান্য | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ | ৪৬৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শিমূল | 190.234.142.53 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১০587351
  • আজ বাঙ্গালীর বহু প্রতিক্ষিত দেলু রাজাকার ওরফে সাইদী রাজাকার এর ফাসির রায় হলো। তার বিরুধে অগন্তি অভিজগ ছিলো। এই রায় ঘোষণায় এক দিকে যেমন সাধারন মুক্তিযুদ্ধের পক্ষের বাঙালি খুশিতে ফেটে পড়েছে তেমনি জামাত শিবির গং নেমে পড়েছে লাগাতার হরতাল আর ধংসের খেলায়।
    বাংলাদেশের অনেক সাধারন জনগণ মনে করছে যে সাইদী একজন মাওলানা মানুশ, তাকে সরকার ইচ্ছা করে ফাসিয়েছে।
    এই সরকার ইসলাম বিরোধীদের সাথে হাত মিলিয়েছে।
    শাহবাগ আন্দোলন কারী রা কিন্তু ইতিমধ্যেই তাদের রাজনইতিক নিরপেক্ষতা হারিয়েছে। তাদের আর কেউ বলছে না যে তারা সম্পূর্ণ নিরপেক্ষ। সবাই বলছে তারা আওামি ঘেসা।
    এটা আন্দলনের গতিপথ কে ভুল দিকে নিয়ে যাচ্ছে। যা হওয়ার ছিলো না।
    জামাত মসজিদ কে তাদের আন্দলনের কেন্দ্রবিন্দু তে পরিণত করেছে, যা থিক নয়। সাধারন নিরীহ ধর্মপ্রাণ মুস্লিমদের তারা ভুল পথে পরিচালিত করছে। আর মুস্লিম রাও তাই করছে কোনোরকম বাছ বিচার না করে। এটাই এই দেশের জন্য সব চেয়ে আফসোস এর বিষয়। আর আওয়ামী লীগ পারছে না এসব ভণ্ডামি কে সঠিক ভাবে তুলে ধরতে। বাম পন্থী দের কে এদেশের মানুষ মনে করে তারা নাস্তিক। আর ইস্লামী মানসিকতার মানুষ রা নাস্তিক দের চরম ঘৃণা করে। এই অবস্থা থেকে এই দেশের মানুশদের বের করে আনার দায়িত্ত দেশের সুশীল সমাজের। যা তারা করতে ভীষণ ভাবে ব্যর্থ হয়েছে।
    দেশের মানুষ রা যখন পরিপূর্ণ শিক্ষার অধিকারী হবে তখন হয়তো তারা বুঝতে শিখবে। কিন্তু সে দিন বহু দূর।
  • pi | 78.48.231.217 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ২০:০৮587462
  • 'জামাত মসজিদ কে তাদের আন্দলনের কেন্দ্রবিন্দু তে পরিণত করেছে, যা থিক নয়। সাধারন নিরীহ ধর্মপ্রাণ মুস্লিমদের তারা ভুল পথে পরিচালিত করছে। '

    একটু বিস্তারিত বলবেন? ঠিক বুঝিনি।
  • pi | 78.48.231.217 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৫২587499
  • আজ প্রচুর লোক মারা গেছেন তো !
  • | 24.97.145.60 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৫৪587510
  • হুঁ নোয়াখালিতে নাকি প্রচুর অন্য সম্প্রদায়ের লোক খুন করা বা খুনের চেষ্টা হয়েছে। আরো নানা জায়গায়ও।
  • pi | 78.48.231.217 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১২587543
  • ফেবু গ্রুপে লোকজন বলছে, ৬০।
  • pi | 78.48.231.217 | ০১ মার্চ ২০১৩ ০০:৪৬587565
  • eTaa pelaam.

    '১. জামাত শিবির দেশজুড়ে ব্যপক সহিংসতা চালানোর যে আশঙ্কা ছিল তা এখন তারা বাস্তবায়ন করে যাচ্ছে।

    ২. তাদের গৃহযুদ্ধ লাগানোর যে পরিকল্পনা ছিল তা এখন মোটামুটি পরিষ্কার।

    ৩. ইতিমধ্যে দেশজুড়ে আতঙ্ক সৃষ্টি করতে তারা সমর্থও হয়েছে।

    ৪. এখন তারা ব্রীজ কালভার্ট উড়িয়ে দিয়ে বিভিন্ন বিভাগকে আলাদা করার পরিকল্পনা করছে , দয়া করে এটাকে হালকাভাবে দেখবেন না।

    ৫. বিভিন্ন জায়গায় রেললাইনও উপড়ে ফেলার খবর শুনা যাচ্ছে। অর্থ্যাত্‍ রেল সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে , সড়ক সংযোগ এমনিতেই অচল হয়ে যাবে। ধরে নেন দেশ অচলের একটা প্রক্রিয়া তারা হাতে নিয়ে ফেলেছে।

    ৬. ইতিমধ্যে ৭১এর পুনারাবৃত্তি ঘটিয়ে সংখ্যালঘুদের প্রচুর ঘরবাড়ি এবং দোকানপাট দেশের বিভিন্ন জায়গায় জ্বালিয়ে দেওয়া হয়েছে। রাত পোহালেই ধর্ষণের খবরও বেরিয়ে আসা অস্বাভাবিক কিছু নয়। দক্ষিণ চট্রগ্রামে সংখ্যালঘু পরিবারগুলো চরম জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছে।

    ৭. প্রশাসনে যে কোন সময় ভাঙন ধরাতে পারলে তারা সফল হয়ে যাবে।'
  • siki | 132.177.247.146 | ০১ মার্চ ২০১৩ ০০:৫২587352
  • কেলো করেছে।

    অথচ ভারতীয় মিডিয়ায় কোথাও প্রায় খবর নেই।
  • pi | 78.48.231.217 | ০১ মার্চ ২০১৩ ০১:২৩587363
  • গুজবও অনেক রটছে। সেন্সিটিভ ইস্যু, মিডিয়া সেজন্যে চুপচাপ , এও হতে পারে।
  • aranya | 154.160.130.16 | ০১ মার্চ ২০১৩ ০৬:৫৭587374
  • আজকের আবাপ-তে লিখেছে ৪৪ জন মারা গেছে। জানি না এই আন্দোলনের পরিণতি শেষ পর্যন্ত কি হবে, ভয় হয়।

    হুমায়ুন আহমেদের বাবা পিরোজপুরের তৎকালীন এসডিও ফয়জুর রহমান-কে এই সাঈদী-ই খুন করেছিল - আবাপ-তে দেখলাম। জানতাম না এটা।
  • aranya | 154.160.130.16 | ০১ মার্চ ২০১৩ ০৭:০৫587385
  • শাহবাগ আন্দোলন যদি ইসলাম ব্নাম আদার্স হয়ে দাঁড়ায়, জামাত নিশ্চয়ই সেটাই চাইছে, তবে খুব খুব খারাপ ব্যাপার।
  • শিমূল | 190.234.148.215 | ০১ মার্চ ২০১৩ ০৭:০৬587396
  • বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। আর জামাত সেই সুজগের এই অপব্যবহার করে।
    তারা নামাজের পর নিরীহ মুস্লিমদের অনুভুতিকে উত্তেজিত করে।
    এভাবে জামাত মসজিদ কেন্দ্রিক আন্দোলন গড়ে তুলছে।
  • bb | 24.99.252.117 | ০১ মার্চ ২০১৩ ০৭:১৬587407
  • ধর্মপ্রাণ মানুষকে নিয়ে অসুবিধা নেই - ধর্মান্ধদের নিয়ে আছে। ভারতীয় মিডিয়া চুপ থাকা একদিক দিয়ে ভাল, নইলে এই আন্দোলনের পিছনে ভারতীয়দের (হিন্দুদের) হাত আছে বলে জামাতের সুবিধা হত।
  • কল্লোল | 125.242.195.44 | ০১ মার্চ ২০১৩ ১০:৪২587418
  • তসলিমা এই আশঙ্কাটাই করেছিলেন।
    হয়তো আরেকটা স্বাধীনতা যুদ্ধ লড়তে হবে বাংলাদেশের মুক্তমনা বন্ধুদের। হয়তো আবার................
    ভাবতে পারছিনা।
    কী করতে পারি।
    বন্ধুরা ভালো থাকুক। জয় হোক শুভাচিন্তার।
  • aranya | 154.160.130.16 | ০১ মার্চ ২০১৩ ১০:৫৭587429
  • ৭১-এর যুদ্ধটা, এক দিক থেকে, এর চেয়ে সহজ ছিল , কারণ একটা অকুপায়িং ফরেন আর্মি ছিল যাদের শত্রু হিসেবে ভাবতে কোন সমস্যা ছিল না। আর সেই প্রচণ্ড অত্যাচারী আর্মিকে যারা সাহায্য করছে, তারাও ন্যাচারালি শত্রু।

    গৃহযুদ্ধ অনেক বেশি ট্রিকি, কম্প্লিকেটেড - নিজের দেশবাসীর সাথে লড়াই - খুব কঠিন।
  • চান্দু মিঁঞা | 127.216.41.42 | ০১ মার্চ ২০১৩ ১১:০১587440
  • চিন্তা নাই গৃহযুদ্ধ হবেনা।
  • a | 113.15.250.20 | ০১ মার্চ ২০১৩ ১১:৩৪587451
  • ঝাড় তো নামবে ভারতের!! অনুপ্রবেশ ঠেকাতে এখুনি জোরালো ব্যব্স্থা নেওয়া হোক পব, আসাম আর ত্রিপুরা বর্ডারে।
  • বিপ্লব রহমান | 212.164.212.14 | ০১ মার্চ ২০১৩ ১৭:৩০587463
  • তাজা খবর: খালেদা জিয়া এইমাত্র টিভি বক্তৃতায় জামাতের হরতালে হতাহতের হওয়ার ঘটনাকে "১৯৭১ সালের গণহত্যার" সঙ্গে তুলনা করেছেন। "ধর্মপ্রাণ মানুষকে যুদ্ধাপরাধী" হিসেবে বিচারের নিন্দা ও প্রতিবাদ করেন তিনি। তার ভাষ্য মতে, ট্রাইব্যুনালের রায় প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। ফাঁসির দাবিতে বিক্ষোভকে প্রধানমন্ত্রী নিজে সংসদে দাঁড়িয়ে সমর্থন দেন। তারা দেশকে বিভক্ত করে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। সরকারই হিন্দু ও বৌদ্ধ মন্দিরে আগুন দিয়েছে। "সরকারি সন্ত্রাস ও গণহত্যা"র প্রতিবাদে শনিবার বিক্ষাভ মিছিল ও মঙ্গলবার সারাদেশে হরতালের কর্মসূচিও দেন তিনি। প্রসঙ্গত, রবি ও সোমবার জামাত-শিবির আগেই হরতাল ডেকেছে।
  • বিপ্লব রহমান | 212.164.212.14 | ০১ মার্চ ২০১৩ ১৭:৩৬587474
  • # পুনশ্চ: আয়োজনটিকে সংবাদ সম্মেলন বলা হলেও খালেদা জিয়া সাংবাদিকদের প্রশ্ন করার কোনো সুযোগ দেননি। টিভিগুলো তার "প্রিয় দেশবাসীর" উদ্দেশ্যে দেওয়া "ভাষণ"টি সরাসরি প্রচার করেছে। =))
  • h | 213.99.212.53 | ০১ মার্চ ২০১৩ ১৮:০১587485
  • কবে মারামারি থামবে কে জানে।
  • s | 24.98.134.86 | ০১ মার্চ ২০১৩ ১৮:০৮587492
  • বাঙালীরা নিজেদের মধ্যে মারামারি করেই শেষ হয়ে যাবে। দু বাংলায় এক অবস্থা।
  • PM | 93.231.150.162 | ০১ মার্চ ২০১৩ ১৮:১৭587493
  • যদু বংশ
  • বিপ্লব রগমান | 212.164.212.14 | ০১ মার্চ ২০১৩ ১৮:২৭587494
  • ঘোমটার নীচের এই খেমটা নাচের উপকারিতা আছে বৈকি। "১৯৭১ এর পাক-জামাতি গণহত্যা"র নতুন সঙ্গা দেওয়ায় আপনাকে ধন্যবাদ, ম্যাডাম জিয়া। আমাদের লাদেন নাই, আপনিই এখন তালেবান-জেহাদের শেষ ভারসা।
  • বিপ্লব রহমান | 212.164.212.14 | ০১ মার্চ ২০১৩ ১৮:২৮587495
  • না, বংশটি লাদেনের। =))
  • কল্লোল | 125.242.166.208 | ০১ মার্চ ২০১৩ ১৯:০৬587496
  • সে তো বুঝলাম। কিন্তু তার মানে কি, জামাতের একটা পোক্ত সমর্থন ভিত্তি আছে? যার ওপর দাঁড়িয়ে জামাত-বিএনপি এরকম আগ্রাসী পদক্ষেপ নিতে পারছে। নাকি এটা নিছকই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া দলের মরিয়া হয়ে ওঠার চেষ্টা? কোনটা?
    এখন শাহবাগ আন্দোলনের খবর কি?
  • ম্যাক্সিমিন | 69.93.193.38 | ০১ মার্চ ২০১৩ ২০:০২587497
  • সমর্থন ভিত্তি একেবারে নেই তা নয়। পরিবারের মধ্যেও হ্যারাস করা হচ্ছে।
  • বিপ্লব রহমান | 212.164.212.14 | ০১ মার্চ ২০১৩ ২০:২৮587498
  • জামাতের শক্ত ভিত্তি নেই এ কথা বলি কী করে। দেখুন, গত ৪২ বছর ধরে দুধ-কলা দিয়ে এই কাল সাপটিকে পোষা হয়েছে। ভোটের বাজার নিশ্চিত করতে আস্কারা দেওয়া হয়েছে মাদ্রাসা শিক্ষা, তথা মোল্লাতন্ত্রকে, সেই সঙ্গে আছে পাক-সৌদী আশির্বাদ, বিভিন্ন ব্যবসায় বছরে দুশ' কোটি টাকার মুনাফা, সস্তা ধর্মীয় সুরসুরি তো বলাই বাহুল্য। এই বিষঝাঁড়টিকে সমূলে উৎখাত -- সত্যিই একটি কঠিন চ্যালেঞ্জ।

    অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, গণজাগরণ-বিস্ফোরণ থেকে বিএনপি-জামাত জোট বুঝে গেছে, বছর খানেকের মধ্যে অনুষ্ঠেয় নির্বাচনে তাদের শোচনীয় পরাজয় অনিবার্য। তাই তারা বিরোধী পক্ষ আওয়ামী লীগসহ অপরাপর শক্তি যেনো কিছুতেই আবারো ক্ষমতায় যেতে না পারে, সে জন্য দেশে প্রচণ্ড অস্থিরতার দিকে ঠেলে দিয়ে সেনা শাসনের সম্ভাবনা তৈরি করতে চাইছে। এটি অনেকটাই নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার কূট-কৌশল।

    তবে রাজনৈতিক সমীকরণ যা-ই হোক না কেনো, ইতিহাসের অনিবার্য মিমাংসাটি জরুরি। অন্যথায় কোনো বিকল্পেই ১৯৭১ এর রক্তস্নাত এ দেশ সামনের দিকে এগুতে পারে না। আর ইতিহাসের মিমাংসায় অনিবার্য দ্বিতীয় মুক্তিযুদ্ধে ফেরার কোনো পথ নেই। এটি হচ্ছে বাঘের পিঠে চড়া। তাই জোর আন্দোলন সর্বত্রই চলছে। আজকেও গণজাগরণের মঞ্চগুলোতে বিশাল সমাবেশ-বিক্ষোভ হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনাতে মহাসমাবেশ হয়েছে। সারাদেশ জুড়ে যে গণজাগরণ-গণ উত্থান ঘটেছে, এর শক্তি অমিত বলেই মনে হচ্ছে। বিএনপি-জামাত সমর্থিত তিনটি স্বল্প প্রচারিত মৌলবাদী দৈনিক ও একটি টিভি চ্যানেল বাদে দেশের সব কটি দৈনিক, টিভি চ্যানেল, রেডিও এবং অনলাইন সংবাদ মাধ্যম একদম শুরু থেকে জোর সমর্থন দিচ্ছে আন্দোলনটিকে... ।

    দেশের সব শুভ বুদ্ধির মানুষ বুঝেছে, এই লড়াই হচ্ছে জামাত-শিবির বিরোধী শেষ লড়াই। এতে হেরে গেলে আর হয়তো এতো বড় সুযোগ আর না-ও আসতে পারে। তাই একটি হেস্তনেস্ত এই দফা অতি অবশ্য হতেই হবে।

    তাই এ লড়াইয়ে ধর্মকে ভাঙিয়ে বিএনপি-জামাত চক্র খুব বেশীদূর এগুতে পারবে বলে মনে হয় না। গত হরতালে পুলিশকে বেধড়ক মারপিটের পাশাপাশি হত্যা ও মন্দির ধ্বংস করার বিষয়টিও তাদের জন্য খুব নেতিবাচক হচ্ছে। আজই বাসে এ নিয়ে সরব আলোচনা, নিন্দা-প্রতিবাদ দেখলাম। টুইটার, ফেবু ও ব্লগ ব্লগে এ নিয়ে চলছে জোর আলোচনা। শাহবাগকে সমর্থন জানিয়ে ব্যানার করেনি, বাংলা ভাষায় এমন ব্লগ এখন খুঁজে পাওয়া দুস্কর। ...

    আপনার আগ্রহের জন্য অনেক ধন্যবাদ।

    জয় বাংলা!
  • চান্দু মিঁঞা | 127.208.210.101 | ০১ মার্চ ২০১৩ ২০:৩১587500
  • কতগুলি অপরিণামদর্শী ব্লগারের উন্মাদনার দাম দিতে হবে বাংলাদেশের সংখ্যালঘুদের।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন