এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আজ সাঈদী রাজাকারের ফাঁসি ও অন্যান্য কথন

    শিমূল
    অন্যান্য | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ | ৪৬৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ্লব রহমান | 212.164.212.14 | ০১ মার্চ ২০১৩ ২০:৩২587501
  • * অনেক ব্যস্ততার মধ্যে লিখছি। তাই বেশ কিছু টাইপো থেকেই যাচ্ছে। অনুগ্রহ করে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার বিনীত অনুরোধ।

    চলুক।
  • বিপ্লব রহমান | 212.164.212.14 | ০১ মার্চ ২০১৩ ২০:৩৮587502
  • চান্দুর কী চন্দ্র উপগ্রহ থেকে আগমন? এ যে "সীতা কার বাপ" হয়ে যাচ্ছে মিঞা! ল্যাঞ্জাটি হিন্দুর বাঘের [ফেবু নিক-- বাংলার বাঘ] নয় তো? :D
  • চান্দু মিঁঞা | 127.208.210.101 | ০১ মার্চ ২০১৩ ২০:৫০587503
  • না দাদা আমি বাঘ নই। তবে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লড়াই সহজ নয় এবং তার জন্য আমার ধারণা এ লড়াই কে শ্রেণীসংগ্রামের সাথে যুক্ত না করতে পারলে এর জন ভিত্তি তত জোরালো হবে না। তবে আমার বক্তব্য স্পেকুলেটিভ অত সিরিয়াসলি নেয়ার দরকার নেই। আপনার কথায় মনে হচ্ছে এর জনভিত্তি আছে। নেট ঘেঁটে দেখছি জামাতের ভোট শেয়ার তত নয়, আবার অন্য দিকে শিমুলের পোস্ট পড়ে মনে হচ্ছে ধর্মের দ্বারা ব্যবহৃত হওয়ার মতন লোকের অভাব নাই।
  • কল্লোল | 111.63.246.52 | ০১ মার্চ ২০১৩ ২১:০৫587504
  • কিন্তু বিপ্লব। আমার তো অন্যরকম লাগছে। শাহবাগ আন্দোলন মূলত শহর-শহরতলীর ছাত্র-যুবকদের আন্দোলন। এদের একটা বড় অংশ ইন্টারনেটে নানা কমিউনিটিতে আছে। শহরের সাধারণ মানুষও এদের সাথে। কিন্তু গ্রাম বাংলা? যেখানে ভোটের জরুরি সংখ্যার বাস, সেখানে? সেখানে তো আজও মাদ্রাসা-লালিত মানুষজনেদেরই প্রাধান্য।
    আজকেই আমার এক বাংলাদেশী বন্ধুর কাছ থেকে শুনছিলাম। বিচারপতি যিনি সাঈদীর ফাঁসীর আদেশ দিয়েছেন, বলেছেন এই বিচার আজকের সাঈদীর নয়। আজকের সাঈদী সম্মানিত মৌলানা। ওনার কোরান পাঠের সিডির প্রচন্ড জনপ্রিয়। কিন্তু এই বিচার হলো ৩০ বছর আগেকার সাঈদীর।
    একজন প্রমানিত খুনিকে সাজা দিতে গিয়ে যেখানে খোদ বিচারককে এতো ধানাই পানাই করতে হচ্ছে, সেখানে বিএনপি-জামাত নির্বাচনে হারার প্রশ্ন কোথায়? বরং আমাত তো মনে হচ্ছে বিএনপি-জামাত জোট একজন টাটকা "শহীদ" পেয়ে গেলো। নির্বাচনে উৎরানোর জন্য।
  • a | 132.172.186.168 | ০১ মার্চ ২০১৩ ২১:০৯587505
  • ইন্দিরার ভুলের খেসারত দিতে হচ্ছে এখন।
  • Yan | 161.141.84.239 | ০২ মার্চ ২০১৩ ০২:৫৮587506
  • এ, ইন্দিরার ভুলটা ঠিক কী?
    নেহাতই কৌতূহল আরকি, একটু যদি বুঝিয়ে বলেন।
  • debu | 180.213.132.253 | ০২ মার্চ ২০১৩ ০৪:২৭587507
  • প্রনবদা যাচ্ছে বোনের ডাকে
    indian soldier কি পাঠাবে?
    ISI তো position নিয়েছে
  • বিপ্লব রহমান | 212.164.212.14 | ০২ মার্চ ২০১৩ ২০:০৮587508
  • # কল্লোল,

    আপনি ঠিকই বলেছেন, গণজাগরণটি এখনো শহর-উপশহরের ছাত্র-জনতা কেন্দ্রীক। সবাই অনলাইন অ্যাক্টিভিস্ট তা-ও নন; যেমন আন্দোলনের কর্মীরা অনেকেই পত্রিকায় বা টিভিতে গণজাগরণের খবর পড়ে উদ্বুদ্ধ হয়েছেন। তাদের উৎসাহ যোগাচ্ছেন যে অভিভাবক বা শিক্ষক সমাজ, তারা কিন্তু এই আন্দোলন-কর্মী প্রজন্ম '৭১ এর উত্তরসূরি। তারা মুক্তিযুদ্ধের নৃসংশতার প্রত্যক্ষদর্শী। ৪২ বছর ধরে তারা অপেক্ষা করছেন-- যুদ্ধাপরাধীদের বিচারের; জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ হওয়ার।

    এ পর্যায়ে গণজাগরণের ছয় দাবি একনজরে দেখে নেওয়া যাক।

    ["১। ন্যায়বিচার, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে রাজাকারমুক্ত করে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এ আন্দোলনের লক্ষ্য। এই আন্দোলন কাদের মোল্লার যাবজ্জীবনের সাজার রায় প্রত্যাখ্যান করছে এবং কাদের মোল্লাসহ সকল চিহ্নিত যুদ্ধাপরাধী, যাদের বিচার চলছে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছে।

    ২। এই আন্দোলন থেকে আমরা বর্তমান ট্রাইব্যুনালের মাধ্যমে সকল যুদ্ধাপরাধীদের বিচার দ্রুততর করা এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে দলমত নির্বিশেষে তরুণ প্রজন্মসহ বাংলাদেশের সকল ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, পেশাজীবী, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, নারী সংগঠন, মুক্তিযোদ্ধা, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক দল ও ব্যক্তিকে ইস্পাত-দৃঢ় জাতীয় ঐক্য গড়ে তোলার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

    একাত্তরে যেসমস্ত ঘৃণ্য রাজাকার-আলবদর গণহত্যা ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- না হওয়া পর্যন্ত এই মঞ্চ গণমানুষের নেতৃত্বে সারাদেশে আন্দোলন চালিয়ে যাবে।

    ৩। এই আন্দোলন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত, সংবিধান অমান্যকারী সাম্প্রদায়িক ও মৌলবাদী হিংস্র ফ্যাসিস্টদের দল জামায়াতে ইসলামীকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে। একই সঙ্গে দেশে গৃহযুদ্ধের হুমকি দিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির বাংলাদেশকে একটি তালেবান রাষ্ট্রে পরিণত করতে চাইছে, রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদের গ্রেফতার এবং কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছে। যুদ্ধাপরাধী জামাত-শিবিরের রাজনীতি এদেশে নিষিদ্ধ ও রাজাকার-যুদ্ধাপরাধীদের এ দেশের নাগরিকত্ব বাতিল না করা পর্যন্ত রাজপথে ও অনলাইনে সোচ্চার থেকে আন্দোলনকে এগিয়ে নেওয়া হবে।

    ৪। যারা যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীকে রাজনীতিতে পুনর্বাসিত করেছে এবং নানা কৌশলে তাদেরকে সহযোগিতা করে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে পুনরায় ৭৫ পরবর্তী প্রতিক্রিয়াশীল ধারায় নেওয়ার ষড়যন্ত্র করেছে, সেইসব অপশক্তির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে এই আন্দোলন এবং অবিলম্বে সংবিধান সংশোধন করে ১৯৭১ এর যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে দ-িত ব্যক্তির ক্ষেত্রে রাষ্ট্রপতিরা ক্ষমা ঘোষণার ক্ষমতা বাতিল করার আহ্বান জানাচ্ছে।

    ৫। ৭৫ পরবর্তী সাজাপ্রাপ্ত ও বিচারাধীন যেসমস্ত যুদ্ধাপরাধী, রাজাকার-আলবদরকে ছেড়ে দেওয়া হয়েছে, তাদের সকলকে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের আওতাধীন করার দাবি জানাচ্ছে এই আন্দোলন।

    ৬।যুদ্ধাপরাধীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এর সকল পণ্য এবং সেবা, তাদের তৈরি করা সাংস্কৃতিক সংগঠন, নয়াদিগন্ত, আমার দেশ, সংগ্রাম, দিগন্ত টেলিভিশন ও বিভিন্ন মিডিয়াসহ তাদের সকল সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, কোচিং সেন্টার, ব্যাংক-বিমাসহ সকল ব্যবসায়িক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান বয়কট করার শপথ নেওয়া।"]

    আন্দোলনটি যৌক্তিক কারণেই এই ইস্যু কেন্দ্রীক। একই কারণে এটি সত্যিকার অর্থে শ্রেণী আন্দোলন নয়; অদূর ভবিষ্যতে এতে অন্যান্য শ্রমিক-কৃষকের দাবি-দাওয়া যুক্ত হওয়ার তেমন সম্ভাবনাও দেখি না। এ কথাটি আমার গুরুতে সদ্য প্রকাশিত 'জেগে থাকে শাহবাগ, জেগে থাকে বাংলা!' লেখায় অন্যভাবে বিস্তারিত বলা আছে।...

    অন্যদিকে, জামাত-শিবির শহর ও গ্রাম পর্যায়ের মাদ্রাসা-কলেজ-বিশ্ববিদ্যালয়, মূলত মাদ্রাসা কেন্দ্রীক; গ্রামীণ দরিদ্র মানুষই এই আসমানী শিক্ষার ভোক্তা। কিন্তু তার মানে আবার এই নয় যে, জামাত-শিবিরের গ্রামীণ ভিত্তি খুব দৃঢ়। কোনো কোনো পকেটে তারা জেহাদী সৈনিক ["মরলে শহীদ, বাঁচলে গাজি''] ভালো করেই তৈরি করেছে ঠিকই, কিন্তু তথ্য সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গ্রামীণ জনপদে দীর্ঘ পাঠ-পর্যবেক্ষণে মনে হয়েছে, এদেশের সাধারণ মানুষ হাজার বছরের ঐহিত্য ধারণ করেই বংশ পরম্পরায় অসাম্প্রাদায়ীক, ধর্ম ভিরু, কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি পছন্দ করে না, ধর্মের রাজনীতি তো নয়ই।

    এছাড়া তারা কোনো মতেই ১৯৭১ এর ভয়াবহ হত্যাযজ্ঞ স্মৃতি থেকে মুছে ফেলেনি। পাহাড় ও সমতলে, দেশের প্রতিটি জেলা, উপজেলা, আনাচে-কানাচে সরকারি-বেসরকারি লাখ লাখ স্কুল-কলেজে আর কিছু না হোক একটি করে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদ মিনার আছে। প্রতি বছর সেখানে ২১ ফেব্রুয়ারি [মাতৃভাষা দিবস] , ২৬ মার্চ [স্বাধীনতা দিবস], ১৪ ডিসেম্বর [বুদ্ধিজীবী হত্যা দিবস], ১৬ ডিসেম্বর [বিজয় দিবস] -- ইত্যাদি পালিত হয়। ...সম্প্রতি ক্রিকেট সাফল্যে নতুন করে যোগ হয়েছে বেঙ্গল টাইগার্সের সূত্রে দেশপ্রেম।

    কিন্তু জামাত-শিবির বরাবরই মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার রাজনীতি করে এসেছে। তাদের ফতোয়া মতে, শহীদ মিনারে ফুল দেওয়া হারাম, এটি পূজার সামিল, বুদ্ধিজীবীদের আওয়ামী লীগ/মুজিব বাহিনীই খুন করেছে, স্বাধীনতার পক্ষে-বিপক্ষের কোনো শক্তি বলে বলে কিছু নেই-- ইত্যাদি [আমি নিজেই ছাত্রাবস্থায় জামাতি শ্লোগান শুনেছি: একাত্তরের চেতনা, ইসলাম ছাড়া কিছু না!!!]। ... জামাত রাজনীতিতে সহ-শিক্ষা, নারী ক্ষমতায়ন, জন্ম নিয়ন্ত্রণ, সিনেমা-গান --সবই হারাম।

    এ সবই তাদের শেকড় খুব বেশী দূর পৌছাতে দেয়নি। বরাবরই বিএনপি-আওয়ামী লীগ-জাতীয় পার্টিকে ভর করে আগুয়ান এই চক্রটি একক রাজনীতিতে বলিয়ান হওয়ার চেয়ে পরগাছা চরিত্রের রাজনীতিই করে এসেছে, সবশেষ চলমান গণজাগরণ-বিস্ফোরণে দোসর খুঁজে পেয়েছে গত বিএনপি-জামাত সরকারের দোসর বিএনপিকেই ["গণহত্যার পরিনাম হবে ভয়াবহ", খালেদা জিয়া, জামাতের হরতালে হতাহত প্রসঙ্গে সংবাদ সম্মেলন, ১ মার্চ ২০১৩]।

    এখন আপনার উদ্ধৃত, সাম্প্রতিক সহিংসতায় বিএনপি-জামাতের টাটকা "শহীদ" শেষ পর্যন্ত তাদের নির্বাচনে জিতিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করছে কি না, এই তো?

    আমার মতে, এ ক দ ম ন য়। এটি বরং হিতে বিপরীতই হচ্ছে -- ক্রমেই শেষ হয়ে আসছে, বিএনপি-জামাতের রাজনীতি। ...কারণ, সাধারণ মানুষের কাছে সম্প্রতি জামাত-শিবির, এমন কি বিএনপির হরতাল কেন্দ্রীক সীমাহীন সন্ত্রাস-নৈরাজ্য খুব প্রকাশ্য।

    [Jamat-Shibir attack : must watch video vimeo.com/60883211 #ShahbagActivist #Protest #Brutality ]

    নতুন প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে গতবার ভোটের চিত্র পাল্টে দিয়েছে, ধারণা করা যায়, এবারো শেষ পর্যন্ত সব আওয়ামী ব্যর্থতা সত্ত্বেও এই একটি ইতিবাচক উদ্যোগকে কেন্দ্র করে তেমনটিই হবে। আর প্রথম থেকেই গণমাধ্যমের ব্যপক সমর্থনও রয়েছে গণজাগরণে...ভোটের রাজনীতিতে এসবই অবশ্যই গুরুতর প্রভাব ফেলবে। ...তবে শেষ পর্যন্ত সরকারের দৃঢ় হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের সাফল্যই এর প্রধান নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে বলে মনে হয়।

    ভাবনাটিকে উস্কে দেওয়ায় আপনাকে সাধুবাদ। চলুক।
  • প্পন | 190.215.34.231 | ০২ মার্চ ২০১৩ ২০:৩৯587509
  • বিপ্লবকে ধন্যযোগ।

    দুটো প্রশ্ন ছিল। "নতুন প্রজন্ম"-এর প্রতি আশা অনেক। কিন্তু একই সাথে এই প্রজন্মের বড় একটা অংশ কি জামাতি শিক্ষাব্যবস্থার মাধ্যমে বড় হয়নি? হলে শতাংশের হিসাবে তারা কত?

    দ্বিতীয়্ত, বাংলাদেশে আওয়ামি লিগ ও বিএনপি এই দুই পার্টির কি ট্যাডিশনাল ভোটব্যাঙ্ক আছে? যারা বিএনপি সমর্থক, তারা নট নেসেসারিলি জামাত সমর্থক, তাদের এই আন্দোলনের প্রতি মনোভাব কী?

    আপনার কাছে প্রশ্নদুটো রাখলাম, তার কারণ মনে হল পেশাগত সূত্রে এর উত্তর আপনার জানা।
  • বিপ্লব রহমান | 127.18.231.24 | ০৩ মার্চ ২০১৩ ০৭:২৭587511
  • # প্পন,

    আপনাকে ধন্যবাদ।

    ০১। অনুগ্রহ করে কি গুরুর প্রথম পাতায় প্রকাশিত আমার লেখায় একবার চোখ বুলিয়ে নেবেন? অন্তত ওপরে কল্লোল বাবুকে দুবার বলা মন্তব্য? তাহলে কিন্তু প্রথম প্রশ্ন আসে না।

    তবু বলছি, দেখুন মাদ্রাসা শিক্ষা হচ্ছে পুরোপুরি আসমানী শিক্ষা, মক্কা-মদিনা-খোরমা-খেজুর শিক্ষা-- সেখানে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, ১৯৭১ এর স্হান কোথায়? এটি হচ্ছে পুরোপুরি মগজ ধলাই শিক্ষা, এর সঙ্গে শাহবাগ আন্দোলন এর চরিত্র তো বটেই--- এমন কি সারা বিশ্বের চরিত্র যায় না। তাই দেখুন, জামাতিদের পক্ষে আন্দোলনটিকে "নাস্তিক-ব্লগার" দের আন্দোলন বলে জেহাদী জোশ তুলতে সুবিধা হয়েছে, [দেখুন, গুরুতে আমার লেখার লিফলেট- ইমেজ]।

    ০২। আ'লীগ এর ভোট ব্যাঙ্ক সরাসরি তাদের বিশাল কর্মী- সমর্থক বাহিনী, মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, আদিবাসী, ধর্মীয় সংখালঘু-- তারাও আছেন, আর আছেন নতুন ভোটের-- শাহবাগের প্রাণ তারুণ্য। অন্যদিকে বিএনপির ভোটার হলো এন্টি আ'লীগ, দলছুট, ভাসমান, যারা আ'লীগ-এর বদলে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়--- তেমন, তাদের কর্মী বাহিনীও বিশাল, জামাত অনেক সময় তাদের পক্ষে দাড়ায়, গত নির্বাচনে এটি দেখা গেছে ---

    আপাতত এইটুকু, সব প্রশ্নের জবাব দিতে পারলাম কিনা জানি না। একদম দেখা থেকে লেখারে ভাই। :)
  • বিপ্লব রহমান | 127.18.231.24 | ০৩ মার্চ ২০১৩ ০৭:৩৪587512
  • ** আর একটা কথা-- মাদ্রাসা মানেই জামাতি শিক্ষা -- কথাটা এ ক দ ম ভু ল।

    তবে অনেক মাদ্রাসাই জামাতের ঘাঁটি।
  • opriyo proshnokorta | 77.162.194.39 | ০৩ মার্চ ২০১৩ ০৭:৫৫587513
  • এদেশের সাধারণ মানুষ হাজার বছরের ঐহিত্য ধারণ করেই বংশ পরম্পরায় অসাম্প্রাদায়ীক, বাংলাদেশে হিন্দু কমছে কেন ১৯৪৭ থেকে
  • a | 132.179.111.47 | ০৩ মার্চ ২০১৩ ১০:১৬587514
  • হয়তো বিপ্লবের লেখাই সত্যি, কিন্তু পড়ে অন্তত খুব খুব বায়াসড মনে হয়।
    যেমন, আওয়ামী লিগের ভোটার হল "শাহবাগের প্রাণ তারুণ্য" আর বিএনপির ভোটার হল "দলছুট, ভাসমান" মানুষ, এই বাক্যে লেখকের বায়াস খুব চোখে লাগে।
    আমার একটা কূট প্রশ্ন ছিল, আওয়ামী লিগ তো গত ৩-৪ বছর ধরে ক্ষমতায় আছে। যদি সত্যিই "প্রাণ তারুণ্য" তাদের ভোটার ভিত্তি হয়ে থাকে, তাহলে তারা কেন বাংলাদেশকে এখনো ধর্মনিরপেক্ষ ঘোষণা করে নি কেন?
  • চান্দু মিঁঞা | 127.193.47.209 | ০৩ মার্চ ২০১৩ ১১:৫৯587515
  • তার কারণ বিপ্লবের লেখাতেই আছে,
    "নতুন প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে গতবার ভোটের চিত্র পাল্টে দিয়েছে, ধারণা করা যায়, এবারো শেষ পর্যন্ত সব আওয়ামী ব্যর্থতা সত্ত্বেও এই একটি ইতিবাচক উদ্যোগকে কেন্দ্র করে তেমনটিই হবে। আর প্রথম থেকেই গণমাধ্যমের ব্যপক সমর্থনও রয়েছে গণজাগরণে...ভোটের রাজনীতিতে এসবই অবশ্যই গুরুতর প্রভাব ফেলবে।"
  • বিপ্লব রহমান | 212.164.212.14 | ০৩ মার্চ ২০১৩ ১৭:৩৭587516
  • # a,

    আশা করি, চান্দু মিঁঞার নোটে আপনার বিভ্রান্তি কেটেছে। বিষয়টি পাঠ সীমাবদ্ধতার। একটি ধারাবাহিক আলোচনা থেকে দু-একটি বাক্য বিচ্ছিন্ন করে দেখে দ্রুত সিদ্ধান্তে পৌছে যাওয়ার শর্টকাট পদ্ধতিটি আত্নঘাতি, প্রায় নকশালী প্রবনতার। একে পরিহার করার জন্য বিনীত আবেদন জানাই।

    বিপ্লবের কথা সবই বেদবাক্য হিসেবে দেখতেও বলি না। বরং অবাধ তথ্য প্রবাহের যুগে তার সংবাদ-বিশ্লেষণ যাচাই-বাছাই করেই দেখুন না! কতোটুকু নেবেন বা বাদ দেবেন, সেটি আপনার ব্যপার। কোনো নির্দিষ্ট বিষয়ে দ্বিমত থাকলে সেটি ব্যক্তি আক্রমণ না করেই যুক্তিসহ বলুন না।

    বিনীতভাবে এ-ও বলি, গণজাগরণের ময়দান থেকে বিপ্লব যখন পেশাগত পরিচয়সহ নিজ নাম-পরিচয় দিয়ে অনলাইন এবং অফলাইনে কিছু লিখছে, তখন খুব দায়িত্ব নিয়েই লিখছে। বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশে, যেখানে লেখার জন্য ব্লগারকে মৌলবাদীরা জবাই করে খুন করে, সেখানে একে হালকা করে না দেখার অনুরোধ জানাই।

    শুভেচ্ছা রইলো।
  • বিপ্লব রহমান | 212.164.212.14 | ০৩ মার্চ ২০১৩ ১৭:৩৯587517
  • আপডেট:

    16 killed as Jamaat-Shibir men clash with cops

    Sixteen people, including a police constable, died on Sunday when activists of Jamaat-e-Islami and Islami Chhatra Shibir and fans of convicted Jamaat leader Delawar Hossain Sayedee clashed with law enforcers in five districts. Of them, nine died in early morning clash in three upazilas of Bogra while three in two upazilas of Joypurhat during Jamaat-called 48-hour hartal (shutdown). Two including a young boy were killed in a gunfight between Jamaat and Islami Chhatra Shibir men in Godagari upazila of Rajshahi while a police constable was killed in clash with Jamaat-Shibir in Jhenidah. Meanwhile, a Jamaat man died when Border Guard Bangladesh personnel opened fire on marauding Jamaat-Shibir activists after being attacked in Satkhira.

    http://www.thedailystar.net/newDesign/latest_news.php?nid=45158
  • বিপ্লব রহমান | 212.164.212.14 | ০৩ মার্চ ২০১৩ ১৭:৪১587518
  • আপডেট:

    জামায়াতের হরতালে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ সফররত ভারতীয় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করছেন না বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

    http://bangla.bdnews24.com/bangladesh/article597581.bdnews#sthash.KIGSCHpi.dpuf
  • বিপ্লব রহমান | 212.164.212.14 | ০৩ মার্চ ২০১৩ ১৭:৪৭587519
  • গত বৃহস্পতিবার জামাতের হরতালে সহিংসতায় প্রায় ৪০ জন প্রাণ হারালে খালেদা জিয়া সংবাদ সম্মেলনে একে ১৯৭১ সালের মতো "গণহত্যা" বলে উল্লেখ করেছিলেন। এ নিয়ে তীব্র সমালোচনা করেছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান।

    ["ড. মিজানের প্রশ্ন: গণহত্যার সংজ্ঞা নতুন করে শিখতে হবে?

    মুক্তিযুদ্ধকালীন ভয়াবহ গণহত্যাকে ছোট করে দেখানোর জন্যই গণহত্যা শব্দটির অপব্যবহার করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমান। তিনি বলেছেন, 'এখন কি নতুন করে গণহত্যার সংজ্ঞা শিখতে হবে? আমরা রাজনীতিবিদদের কাছ থেকে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি।' ...

    নষ্ট রাজনীতির দিন ফুরিয়েছে বলে মন্তব্য করে ড. মিজানুর রহমান বলেন, যারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর বর্বরোচিত আক্রমণ করছে, যারা সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলা করছে, তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলাকারী বাহিনী ব্যবস্থা নিলে কোনো কোনো রাজনীতিবিদ বলবেন, সরকার গণহত্যা চালাচ্ছে- এ রকম দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জাতি প্রত্যাশা করে না। তিনি বলেন, 'পুলিশের ওপর বর্বরোচিত হামলা, রাষ্ট্রের ওপর আঘাত করার শামিল। আপনারা গণতান্ত্রিক কর্মসূচির নামে অগণতান্ত্রিক পন্থায় তাণ্ডব চালাবেন, আর রাষ্ট্র তা বসে বসে দেখবে, আমরা তা চাই না। আমরা এর উচিত জবাব আশা করি।'

    ...মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের এ দেশে বিচার অবশ্যই হবে। এটি ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠা হতে পারে না। শাহবাগের তরুণ প্রজন্ম জানিয়ে দিয়েছে, এতদিন ধরে দেশ যেভাবে চলেছে, সেভাবে আর চলতে পারে না। রাজনৈতিক দলগুলোর বারবার ব্যর্থতার ফলে ভিন্ন পন্থায় দেশ পরিচালিত হয়। এর মূল্য দিতে হয় সমগ্র দেশকে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় শাহবাগে তরুণ প্রজন্মের হাত ধরে জনগণ জেগে উঠেছে। সবার উচিত হবে অভূতপূর্ব নতুন এই যাত্রায় শামিল হওয়া। যারা এই পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তা সমূলে উৎপাটন করে যাত্রাপথকে কণ্টকমুক্ত করতে হবে। "]
    http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=news&pub_no=1170&cat_id=1&menu_id=14&news_type_id=1&index=7
  • বিপ্লব রহমান | 212.164.212.14 | ০৩ মার্চ ২০১৩ ১৭:৫৮587520
  • আপডেট : যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবিতে হাজারো মানুষ এবার সরব হয়েছে পুরান ঢাকার। - See more at: http://bangla.bdnews24.com/bangladesh/article597639.bdnews#sthash.kqCiZ6xO.dpuf
  • বিপ্লব রহমান | 212.164.212.14 | ০৩ মার্চ ২০১৩ ১৮:০৮587522
  • UPDATE: violence of #Jamaat #Shibir at #Bangladesh. See how they are killing #'Police. pic.twitter.com/cdtdaeodlZ
  • বিপ্লব রহমান | 212.164.212.14 | ০৩ মার্চ ২০১৩ ১৮:১৪587523
  • গুচ'র ফেবু'র একটি নোট:
    ________________
    Rezwan Tanim
    বন্ধুরা,
    আপনাদের সবাইকে জানাতে চাই, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে চলমান যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত শাহবাগ আন্দোলন নিয়ে একটি ই-বুক 'শাহবাগের সাথে সংহতি' প্রকাশিত হয়েছে। ই-বুকটির প্রতি লেখক ও পাঠক সব শ্রেণীর সাড়া সত্যিই অভাবিত। প্রকাশের এক দিনের মাঝেই ৪২০ বারের মত ডাউনলোড হয়েছে সংকলনটি। অনলাইনে সক্রিয় থাকা সমাজ সচেতন লেখকেরা তাদের লেখা দিয়ে যুদ্ধাপরাধীদের প্রতি একরাশ ঘৃণা জানিয়েছেন এবং শাহবাগে প্রজন্ম চত্বরে চলমান আন্দোলনের প্রতি প্রকাশ করেছেন অন্তহীন আবেগ, ভালোবাসা ও সংহতি। বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল বাঙালীদের এই ই-বুকের আহ্বানে সাড়া দেয়া প্রমাণ করেছে, প্রয়োজনে কিছু কীটপতঙ্গ ব্যতীত সকল বাঙালী এক হতে জানে। সময় হলেই তারা তার প্রমাণ দেয়। যেমন দিয়েছিল একাত্তরে।

    আজ ২৮ ফেব্রুয়ারি, ২০১৩ সংকলনটি প্রকাশিত হল। সকল লেখকদের শুভকামনা লেখা দিয়ে এই ই- সংকলনে থাকার জন্যে। আশা করব, এই সংকলনটি সকল পাঠকের কাছে প্রশংসিত হবে এবং একদিন ইতিহাসের পাতাতেও স্থান করে নেবে। কেননা, শাহবাগ নিয়ে প্রকাশনার যে কোন ধরণেই (অনলাইন কিংবা প্রিন্ট) পূর্নাঙ্গ একটি সংকলন সম্ভবত এটাই প্রথম। সবাইকে আমন্ত্রণ এই ই-বুকে। আপনি নিজে ডাউনলোড করুন এবং অন্যকে ডাউনলোড করতে উৎসাহিত করুন। ছড়িয়ে দিন বিশ্বময়- 'শাহবাগের সাথে সংহতি'

    http://www.mediafire.com/?2qhphl1ll471riv
  • I | 24.99.173.201 | ০৩ মার্চ ২০১৩ ২১:৩২587524
  • বিপ্লবকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত আপডেট দেওয়ার জন্যে।
  • h | 127.194.227.177 | ০৩ মার্চ ২০১৩ ২২:০২587525
  • বিপ্লবের লেখা আমার সলিড লেগেছে। এই রকম আন-বায়াসড লেখা আমি এই প্রসংগে আগে দেখি নাই। একটু সাবধানে থাকবেন। আমার যে জায়্গায় তর্ক পেয়েছে, সেই জায়্গা গুলো য় ৬০ খান লোক মারা যাবার পরে আর তর্ক করতে ইচ্ছে করছে না। পরিস্থিতি যেন ঠান্ডা হয়, তার পরে তর্ক হবে।
  • h | 127.194.227.177 | ০৩ মার্চ ২০১৩ ২২:২৫587526
  • আমি প্রবন্ধটা আর প্রশ্নোত্তোর এর কথা বলছিলাম।
  • aranya | 154.160.98.31 | ০৪ মার্চ ২০১৩ ০৩:০৪587527
  • বিপ্লব, খুবই প্রশংসনীয়, দরকারী কাজ করছেন। সঙ্গে আছি বললে নিজের ভাল লাগে, ভার্চুয়ালী সাথে আছি নিশ্চয়ই, তবে অন্য দেশের নিরাপত্তায় বসে এই সঙ্গে আছি ইঃ বলাটা একটু ঠুনকো ও লাগে, বিশেষতঃ রাজীব হায়দার খুন হবার পর। সাবধানে থাকবেন।
    ১৯৭১-মুক্তিযুদ্ধের টইটাও মন দিয়ে পড়ছি, জানছি অনেক না জানা কথা। আপনার মত মানুষ-দের জন্যই এখনও আশা জাগে, ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে।
  • I | 24.99.253.11 | ০৪ মার্চ ২০১৩ ২২:২৪587529
  • বাংলাদেশকে নিয়ে উদ্বেগ বাড়ছে।

    তসলিমার লেখা আজকাল আর পড়ি না।
  • I | 24.99.253.11 | ০৪ মার্চ ২০১৩ ২৩:৫৯587530
  • এই ফরহাদ মাজহার লোকটা তো বিষ মাল! ফেসবুকের দৌলতে ওঁর একটা লেখা পড়লাম। জামাতী কম্যুনিস্ট। কী অদ্ভুত কম্বিনেশনের জনতা হয় মাইরি!
  • | 24.97.217.207 | ০৫ মার্চ ২০১৩ ০০:১১587531
  • ওনার নিকনেম 'বরবাদ মগবাজার'।

    কিন্তু এইটা খুব খুবই অদ্ভুত, অন্তত জনা পাঁচেকের কাছে শুনলাম যে কিছু এক্সট্রিমিস্ট কম্যুনিস্ট গ্রুপ নাকি জামাতকে সাপোর্ট করে। এখনও তারা নাকি সক্রিয়ভাবেই হিংস্র কাজ কম্ম করছে।
  • pi | 78.48.231.217 | ০৫ মার্চ ২০১৩ ০০:১৯587533
  • ফরহাদ মজহারের সাম্প্রতিক লেখাটা ।
    http://www.amardeshonline.com/pages/details/2013/03/04/190532#.UTTHrlefdUY
    এটা নিয়ে সুশান্তদা আর তাতিনের বক্তব্য এখানে পড়তে আগ্রহী। কারণ ওদের মতে এই লেখায় নাকি বেশ কিছু সারবত্তা আছে।

    ফ ম কে নিয়ে বিপ্লব রহমানের একটা লেখাঃ
    http://www.amarblog.com/Biplob-Rahman/posts/161448
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন