এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আজ সাঈদী রাজাকারের ফাঁসি ও অন্যান্য কথন

    শিমূল
    অন্যান্য | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ | ৪৬২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 78.48.231.217 | ০৫ মার্চ ২০১৩ ০০:২৫587534
  • এবং ফরহাদ মজহারের একটা ফলোয়ার গ্রুপও আছে। বিশেষতঃ বুদ্ধিজীবী মহলে। তাঁরা আবার নাকি বেশিরভাগই 'উত্তরাধুনিক' !
  • শ্রী সদা | 127.194.192.202 | ০৫ মার্চ ২০১৩ ০০:২৬587535
  • যা বুইলাম, বাংলাদেশী মুসলিম জনতা এখনো নাস্তিকদের থেকে জামাতিদের বেশী পছন্দ করছে, মানে হিন্দু ক্যালানো কেন উচিত নয় সেটা বোঝাতে সেই আল্টিমেটলি কোরাণের ভার্স আওড়াতে হচ্ছে, যেটা একটা বড় রেড সিগন্যাল, অন্ততঃ আমার কাছে।
  • Ishan | 60.82.180.165 | ০৫ মার্চ ২০১৩ ০৬:০৪587537
  • ফারহাদ মাজহার কি লিপস্টিক দেন?

    খুবই নন সিরিয়াস কথা হচ্ছে জানি। পলিটিকালি ইনকারেক্টও হতে পারে। কিন্তু ছবি দেখে না জিগিয়ে পাল্লাম না।
  • pi | 172.129.44.120 | ০৫ মার্চ ২০১৩ ০৬:০৮587538
  • মনে হয়। রংটা আবার উত্তরীয়র পাড়ের সাথে ম্যাচ করা।
  • Abhyu | 138.192.7.51 | ০৫ মার্চ ২০১৩ ০৬:২৯587539
  • উত্তরীয়র পাড়ের রং বদলালে লিপস্টিকের রংও বদলাবে? মানে পাড়ের রং সবুজ বা হলুদ হলে?
  • Yan | 161.141.84.239 | ০৫ মার্চ ২০১৩ ০৬:৪৬587540
  • সবুজ বা হলুদ লিপস্টিক
    হি হি হি ওরে বাবা হা হা হা হো হো হো। ঃ-)))))
  • Abhyu | 138.192.7.51 | ০৫ মার্চ ২০১৩ ০৭:১৩587541
  • মামুর পোস্টের পরে ফারহাদ মাজহার নিয়ে নতুন টই খোলা হচ্ছে।
  • বিপ্লব রহমান | 127.18.231.12 | ০৫ মার্চ ২০১৩ ০৮:৩৯587542
  • # দ,

    ["কিন্তু এইটা খুব খুবই অদ্ভুত, অন্তত জনা পাঁচেকের কাছে শুনলাম যে কিছু এক্সট্রিমিস্ট কম্যুনিস্ট গ্রুপ নাকি জামাতকে সাপোর্ট করে। এখনও তারা নাকি সক্রিয়ভাবেই হিংস্র কাজ কম্ম করছে।"]

    ____
    ভুল শুনেছেন। খুব নিশ্চিত হয়ে বলছি, বাংলাদেশের কোনো বাম বা উগ্র বাম বা কোনো কমিউনিস্ট গ্রুপ জামাত বা অন্য মৌলবাদকে সমর্থন করে না। আদর্শিকভাবে তো একেবারেই নয়।

    আর ফরদাদ মজহার কোনো কালেই কমিউনিস্টও ছিলেন না। বাম তাত্ত্বিক তো ননই। নিজের বিভ্রান্তিসমূহকে প্রগতির প্রলেপ দিতে তিনি মাকর্সবাদ ধার করেছিলেন [এখনো মাঝে মাঝে করেন] -- এইমাত্র। বিষয়টি এখনকার ঝিংচাক ব্যান্ড গ্রুপের গানের মতো। একটি 'ডিফরেন্ট টাচ' দিতে তারা যেমন বিকৃত সুর ও কথায় লালনের গান 'রিমিক্স' বা 'রিমেক' করেন, সেরকম। ...কিন্তু কোনোভাবেই সেগুলো বাউল গান বৈ তো নয়!

    ফ.ম. ও তাই। তার লেখায় মার্কসীয় উপাদান, বলা ভালো 'ফ্লেভার' থাকে। এটি হচ্ছে 'গনিমতের মাল' ফতোয়ায় ১৯৭১ এর গণধর্ষনকে জামাতী ফতোয়া বৈধতা দেওয়ার চেষ্টার মতোন। ফ.ম. এ অহরাত্র মার্কস টেনে বিভ্রান্তি বৈধতা দেওয়ার চেষ্টা করেন।

    এতে মূল বিভ্রান্তি সফল না হলেও 'কমিউনিস্ট' তকমাটি তো থেকে যায় [ সেটিও বিভ্রান্তির নয়া রূপ], এই যেমন এই টইয়ে কেউ কেউ তাকে বাম তাত্ত্বিক/মাকর্সিস্ট [ এর আগে কুলদা রায় তাকে চীনা কমিউনিস্ট] হিসেবে চিহ্নিত করেছেন! তবে রায় বাবুর ফ.ম ফোবিয়াটি প্রায় বিকারের পর্যায়ের, সেটি অবশ্য চলতি আলোচনায় অপ্রসঙ্গ। :ডি
  • বিপ্লব রহমান | 127.18.231.12 | ০৫ মার্চ ২০১৩ ০৮:৪৬587544
  • # পাই 'কে সাধুবাদ আমারব্লগ ডটকম থেকে অধমের ফ.ম সংক্রান্ত নোটটির লিংক এখানে দেওয়ায়। ওই নোটটি এখন ড্রাফট হিসেবে আছে। তবে নোটটি মুক্তমনা ডটকম ও উন্মোচন ডটনেট ব্লগে পড়া যাবে।

    মুক্তমনার নোট:
    মুখ ও মুখোশ #Shahabag #Farhad Mojhar #Bangladesh #Protest
    http://mukto-mona.com/bangla_blog/?p=34083

    উন্মোচনের নোট:
    মুখ ও মুখোশ #Shahabag #Farhad Mojhar #Bangladesh #Protest
    http://unmochon.net/node/2160
  • aranya | 154.160.226.53 | ০৫ মার্চ ২০১৩ ০৮:৫১587545
  • বিপ্লব, শাহবাগ আন্দোলনের পরিপ্রেক্ষিতে মিডিয়ায় ( টিভি চ্যানেল, খবরের কাগজ, ইন্টারনেট ব্লগ ইঃ) আলাদাভাবে কি আবেদন জানানো হচ্ছে যাতে জামাত সমর্থক-রা ধর্মীয় ও এথনিক সংখ্যালঘুদের আক্রমণ করলে তা প্রতিহত করা হয়?
  • বিপ্লব রহমান | 127.18.231.12 | ০৫ মার্চ ২০১৩ ০৮:৫৫587546
  • ফ. ম. আলোচনা #শুদ্ধ'র নতুনই টইয়েই হোক। এখন চলতি টইয়ের প্রাসঙ্গিক বিষয়ে আসি।

    যারা প্রগতির দায় বোধ থেকে, মানবিক তাড়নায় অনেক দূর থেকে হলেও বাংলাদেশ নিয়ে ভাবছেন, গণজাগরণ-গণ বিস্ফোরণকে নৈতিক ও মাঠ পর্যায়ের সমর্থন দিয়েছেন, তারা শাহবাগ আন্দোলনের কর্মী হিসেবে আমার আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা গ্রহণ করুন।

    জনতার সংগ্রাম চলবেই
    আমাদের সংগ্রাম চলবেই
    চলবে...
  • বিপ্লব রহমান | 127.18.231.12 | ০৫ মার্চ ২০১৩ ০৮:৫৬587547
  • UPDATE: "এক সংখ্যালঘু/ বিধর্মী/ইন্ডিয়ার দালাল/মালাউনের পত্র" #Jmaat #Shahabag #Bangladesh
    http://t.co/UEfIO3Zy5C
  • pi | 78.48.231.217 | ০৫ মার্চ ২০১৩ ০৯:০৬587549
  • https://www.facebook.com/photo.php?v=344777888959443
    এই ইসলামিক ফাউন্ডেশন, যাঁরা ঐ চাঁদে দেখার দাবি ইসলামসম্মত নয় বলে গুজবে কান দিতে বারণ করলেন, সংখ্যালঘু নির্যাতন বন্ধ করা নিয়েও কি অনুরূপ আবেদন জানাচ্ছেন ?
  • বিপ্লব রহমান | 127.18.230.19 | ০৫ মার্চ ২০১৩ ১০:০১587550
  • # aranya,

    অবশ্যই। সংখ্যালঘুদের রক্ষায় সর্বত্র জোর আওয়াজ তোলা হচ্ছে। পাড়ায় পাড়ায় প্রতিরোধ, পাহারা বসানোর দাবিও উঠেছে। বিশেষ করে মন্দির, প্যাগোডাগুলো। কারণ, বাংলাদেশের রীতি অনুযায়ী মন্দির ও প্যাগোডাগুলো সাধারণত ধর্মী সংখ্যালঘু জনবসতির প্রবেশ মুখেই থাকে, জনসাধারণের প্রবেশের সুবিধার্থেই এটি করা হয়। জামাতিরা তাই প্রথম দফাতেই এগুলো আক্রমণ করছে।

    আজকের এই খবরটি দেখুন:

    ["সহিংসতা বন্ধ করতে উদ্যোগী মানুষ
    সহিংসতা প্রতিরোধে নিজেরা উদ্যোগ নিয়ে সভা-সমাবেশ, কমিটি গঠন, এলাকা পাহারার ব্যবস্থা করছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। তবে এসব উদ্যোগের বিষয়ে জানে না জেলা প্রশাসন ও জেলা পুলিশ।
    মানুষের জানমাল ও হিন্দু সম্প্রদায়ের মন্দির রক্ষার্থে গতকাল সোমবার রাত থেকে পাহারা দেওয়া শুরু করেছেন শিবগঞ্জ পৌর এলাকার যুবকেরা। সভা করে নিজ এলাকায় সহিংসতা না করার এবং অন্য এলাকার সহিংসতায় না জড়ানোর অঙ্গীকার করেছেন শাহবাজপুর ইউনিয়নের মানুষ ও রাজনৈতিক নেতারা। শান্তি প্রতিষ্ঠার এসব উদ্যোগের পর শিবগঞ্জ বণিক সমিতি গত রোববার সভা করে সিদ্ধান্ত নিয়েছে, তারা দোকান-ব্যবসাপ্রতিষ্ঠান খুলবে। কেউ লুটপাট করতে এলে সম্মিলিতভাবে প্রতিরোধ করারও সিদ্ধান্ত নেওয়া হয়।..."]
    http://www.prothom-alo.com/detail/date/2013-03-05/news/334022

    এ যে আরো একটি:

    ["বিশিষ্টজনদের আহবান: যুদ্ধাপরাধীচক্রের হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ান
    যুদ্ধাপরাধীচক্রের সাম্প্রদায়িক হামলাসহ সব সহিংস তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন দেশের বিশিষ্টজনরা। গতকাল সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ আহবান জানান। "]
    http://www.kalerkantho.com/index.php?view=details&type=gold&data=news&pub_no=1172&cat_id=1&menu_id=13&news_type_id=1&index=12#.UTVxNaJaBrc

    এদিকে সহিংসতার পাঁচদিন পর মুখ খুলেছেন ম্যাডাম জিয়া:

    MARCH 5, 2013: ATTACK ON HINDUS
    Khaleda finally condemns it
    Stays silent over identity of culprits
    BNP Chairperson Khaleda Zia last night condemned Thursday’s attacks on religious minorities at different parts of the country.
    In a statement, signed by her Press Secretary Maruf Kamal Khan, she also demanded punishment to the perpetrators.
    She, however, made no mention of BNP ally Jamaat-e-Islami which, according to victims, unleashed terror
    against the Hindus, burning down houses and temples, shortly after a war crimes tribunal gave death sentence to Jamaat leader Delawar Hossain Sayedee....
    http://www.thedailystar.net/beta2/news/khaleda-finally-condemns-it/
  • aranya | 154.160.226.53 | ০৫ মার্চ ২০১৩ ১০:২৯587551
  • বিপ্লব, ধন্যবাদ এই খবর গুলোর জন্য। ধর্মীয় উত্তেজনার মুখে সংখ্যালঘুরাই সবচেয়ে অসহায় - দুই দেশেই।
  • বিপ্লব রহমান | 127.18.231.3 | ০৫ মার্চ ২০১৩ ১১:১৩587552
  • # aranya,

    ঠিকই বলেছেন। প্রশ্ন উঠতে পারে জামাতি সহিংসতায় হঠাৎ করে হিন্দু-বৌদ্ধ জনপদ টার্গেট হয়ে উঠলো কেনো? আমার মতে, আর কিছুই নয়, তারা চাইছে, পিটিয়ে ও কুপিয়ে পুলিশ খুন করে [ এ পর্যন্ত নিহত ৬ পুলিশ, আহত অর্ধশতাধিক পুলিশ সদস্য], ট্রেনে আগুন দিয়ে, ব্যপক জ্বালাও-পোড়াও করে কোনোভাবে দেশে ব্যপক অরাজকাতা-নৈরাজ্য সৃষ্টি করা [মোট নিহতর সংখ্যা ৬০ জন ছাড়িয়েছে]। এভাবে সেনা শাসন আহ্বান করা।

    এরই অংশ হিসেবে সংখ্যালঘু জনপদে হামলা করা হচ্ছে। সেনা শাসনে জামাতের নীট লাভ: যুদ্ধাপরাধের বিচারটি স্থগিত/বাতিল করা। একই প্রশ্নে বিএনপিও জামাতের পেটে ঢুকে গেলো। সেনা শাসনে বিএনপির নীট লাভ: নির্বাচন বানচাল; আসন্ন নির্বাচনে জামাত/যুদ্ধাপরাধ-প্রীতির কারণে তাদের ভরাডুবির আশঙ্কা থেকে রেহাই।

    লক্ষ্যনীয়, জামাত কিন্তু হিন্দু-বৌদ্ধ জনপদে হামলা করলেও কোনোভাবেই গির্জাগুলোতে হামলা করছে না [মার্কিন সমর্থনের কারণে ১৯৭১ এ-ও গির্জাগুলো ছিলো সুরক্ষিত]। অর্থাৎ এসব হামলা হরতাল জনিত "কিছু বিচ্ছিন্ন ঘটনা" বা "কতিপয় দুস্কৃতিকারীর কাজ" নয়। খুব সুপরিকল্পিতভাবেই এসব করা হচ্ছে।

    আগেই বলেছি, বিএনপি-জামাত জোট চাইছে, যে কোনো মূল্যে বাংলাদেশে সেনা শাসন আহ্বান করতে। নীচের এই সংবাদে তাদের প্লট খুব পরিস্কার। এই সংবাদটি আজকে দেশের সব শীর্ষ দৈনিক পত্রিকা ও অনলাইন সংবাদে প্রকাশিত হয়েছে। নেট স্পীড খুব বেশী না থাকায় শুধু ডেইলি স্টার থেকেই সংবাদটির হাই-লাইটসসহ লিংক দিচ্ছি; পড়ুন, দেখুন এরা কতো ভয়ংকর। আরেকবার দেখুন ১৯৭১ এর সেই হায়নার রূপ!!

    MARCH 5, 2013
    Plot to kill 10 Ctg madrasa teachers, 8 Shibir men held

    STAFF CORRESPONDENT, CTG
    Eight Shibir activists were arrested in Chittagong city yesterday afternoon allegedly for planning to kill 10 teachers of a madrasa in the city.
    The arrestees confessed to the police that they planned to “beat” the teachers for speaking ill of convicted war criminal Delawar Hossain Sayedee and “preaching wrong information about Islam”. The Shibir activists made a list of the teachers to this end.
    Officer-in-Charge Pradip Kumar Das of Panchlaish Police Station, however, said the Shibir men actually planned to kill the teachers of Jamiah Ahmadia Sunnia Alia Madrasa located at Bibirhat....
    http://www.thedailystar.net/beta2/news/plot-to-kill-10-ctg-madrasa-teachers/
  • বিপ্লব রহমান | 127.18.231.3 | ০৫ মার্চ ২০১৩ ১১:২৩587556
  • বলছিলাম, জামাতের পেটের ভেতরে বিএনপির ঢুকে যাওয়ার কথা। ভিন্নভাবে একে বিএনপিতে জামাতের আত্নীকরণও বলা যায়। এতোদিন আমরা নানা ফোরামে যে আলোচনাটি করছিলাম, অনলাইন ও অফলাইনে, সেটিই এখন সংবাদপত্রে খবর হয়ে প্রকাশিত হচ্ছে।

    বলবেন, বিপ্লব রহমান বায়সড? কিচ্ছু আসে যায় না! তাহলে বলতে হবে, বাংলাদেশের সেরা গণমাধ্যমগুলোও বায়াসড!!

    দ্রষ্টব্য:
    MARCH 5, 2013
    Jamaat plots to jolt city for BNP, Agencies on alert; security measures beefed up for today's hartal

    Hot on the heels of bloody violence for two days elsewhere in the country, Jamaat now plans to wreak havoc on Dhaka and make BNP’s today’s hartal equally violent, according to intelligence sources.
    Jamaat does not want to take the blame alone for the recent spate of terror across the country and plans to associate BNP with the violence by filling their shoes, the sources add.
    “Jamaat-Shibir men may unleash terror tomorrow [today] in the capital and parts of the country. As part of their ploy, they may even use firearms to kill BNP activists forcing them to go for a tougher stance against the government,” a National Security Intelligence official told The Daily Star yesterday on condition of anonymity.

    A top official of the intelligence wing of Rapid Action Battalion (Rab) also apprehends Jamaat-Shibir may unleash massive violence in the city cashing in on BNP’s hartal today.

    http://www.thedailystar.net/beta2/news/jamaat-plots-to-jolt-city-for-bnp/
  • বিপ্লব রহমান | 127.18.231.3 | ০৫ মার্চ ২০১৩ ১১:২৩587555
  • বলছিলাম, জামাতের পেটের ভেতরে বিএনপির ঢুকে যাওয়ার কথা। ভিন্নভাবে একে বিএনপিতে জামাতের আত্নীকরণও বলা যায়। এতোদিন আমরা নানা ফোরামে যে আলোচনাটি করছিলাম, অনলাইন ও অফলাইনে, সেটিই এখন সংবাদপত্রে খবর হয়ে প্রকাশিত হচ্ছে।

    বলবেন, বিপ্লব রহমান বায়সড? কিচ্ছু আসে যায় না! তাহলে বলতে হবে, বাংলাদেশের সেরা গণমাধ্যমগুলোও বায়াসড!!

    দ্রষ্টব্য:
    MARCH 5, 2013
    Jamaat plots to jolt city for BNP, Agencies on alert; security measures beefed up for today's hartal

    Hot on the heels of bloody violence for two days elsewhere in the country, Jamaat now plans to wreak havoc on Dhaka and make BNP’s today’s hartal equally violent, according to intelligence sources.
    Jamaat does not want to take the blame alone for the recent spate of terror across the country and plans to associate BNP with the violence by filling their shoes, the sources add.
    “Jamaat-Shibir men may unleash terror tomorrow [today] in the capital and parts of the country. As part of their ploy, they may even use firearms to kill BNP activists forcing them to go for a tougher stance against the government,” a National Security Intelligence official told The Daily Star yesterday on condition of anonymity.

    A top official of the intelligence wing of Rapid Action Battalion (Rab) also apprehends Jamaat-Shibir may unleash massive violence in the city cashing in on BNP’s hartal today.

    http://www.thedailystar.net/beta2/news/jamaat-plots-to-jolt-city-for-bnp/
  • বিপ্লব রহমান | 127.18.231.3 | ০৫ মার্চ ২০১৩ ১১:২৩587553
  • বলছিলাম, জামাতের পেটের ভেতরে বিএনপির ঢুকে যাওয়ার কথা। ভিন্নভাবে একে বিএনপিতে জামাতের আত্নীকরণও বলা যায়। এতোদিন আমরা নানা ফোরামে যে আলোচনাটি করছিলাম, অনলাইন ও অফলাইনে, সেটিই এখন সংবাদপত্রে খবর হয়ে প্রকাশিত হচ্ছে।

    বলবেন, বিপ্লব রহমান বায়সড? কিচ্ছু আসে যায় না! তাহলে বলতে হবে, বাংলাদেশের সেরা গণমাধ্যমগুলোও বায়াসড!!

    দ্রষ্টব্য:
    MARCH 5, 2013
    Jamaat plots to jolt city for BNP, Agencies on alert; security measures beefed up for today's hartal

    Hot on the heels of bloody violence for two days elsewhere in the country, Jamaat now plans to wreak havoc on Dhaka and make BNP’s today’s hartal equally violent, according to intelligence sources.
    Jamaat does not want to take the blame alone for the recent spate of terror across the country and plans to associate BNP with the violence by filling their shoes, the sources add.
    “Jamaat-Shibir men may unleash terror tomorrow [today] in the capital and parts of the country. As part of their ploy, they may even use firearms to kill BNP activists forcing them to go for a tougher stance against the government,” a National Security Intelligence official told The Daily Star yesterday on condition of anonymity.

    A top official of the intelligence wing of Rapid Action Battalion (Rab) also apprehends Jamaat-Shibir may unleash massive violence in the city cashing in on BNP’s hartal today.

    http://www.thedailystar.net/beta2/news/jamaat-plots-to-jolt-city-for-bnp/
  • বিপ্লব রহমান | 127.18.231.3 | ০৫ মার্চ ২০১৩ ১১:২৫587557
  • নেট বিভ্রাট! একই পোস্ট বার বার "প্রদর্শিত" হচ্ছে। মাফি। :পি
  • siki | 132.177.153.136 | ০৫ মার্চ ২০১৩ ১১:২৬587558
  • ছাগলের গা এবং বেবুনের পাছা দেখে যারপরনাই নির্মল আনন্দ পেলাম। :) ফেসবুকেও অবশ্য সাইদী এবং চাঁদের বুড়িকে নিয়ে অনেক নির্মল আনন্দ ছড়াচ্ছে। :)
  • siki | 132.177.153.136 | ০৫ মার্চ ২০১৩ ১১:২৭587559
  • আরে বিপ্লবভাই, মাফি চাইবার কিসু নাই। মামুকে কষে দুইখান গাল দিয়ে বাকিটা ইগনোর করে দ্যান।
  • siki | 132.177.153.136 | ০৫ মার্চ ২০১৩ ১১:৪০587560
  • সব গল্প তো লোকাল থেকে গ্লোবালি শেয়ার করা যায় না। তবে এই চাঁদে সাইদীকে দেখা যাবার গল্প শুনে থেকে আমার আরেকটা ঘটনা মনে পড়ে গেল, শেয়ার করার লোভ সামলাতে পারছি না।

    উত্তর ভারতীয়রা তো বাই ডিফল্ট বেজায় ধর্মভীরু হয়। এবং তাদের রিলিজিয়াস সেন্টিমেন্ট দুতিনটি বাবা এবং ভগবানকে নিয়েই বেসিকালি ঘোরফেরা করে, এক হল বৈষ্ণোদেবী, দুই শেরাওয়ালি মা (নর্থ ইন্ডিয়ান রাজমাখেকো দুগ্গাঠাকুর) আর তিন এবং মোস্ট ইমপর্ট্যান্ট হল সাঁইবাবা। মানে শিরডিওয়ালা সত্য সাঁইবাবা।

    এই সাঁইবাবা ভক্তদের একটা হাউসওয়াইফ কমিউনিটি আছে। তারা প্রতি বছর নিয়ম করে সাঁইবাবার হ্যাপি বার্থডে মানায় আর সেইজন্যে চাঁদা তোলে। আমি একবার মানা করে দিয়েছিলাম বলে সেই থেকে মহিলারা আর আমার কাছে আসেনও না, দেখা হলে কথাও বলেন না। :(

    কদিন আগে সেই সাঁইবাবা গ্রুপের নেত্রী এখানে এক পূর্ণিমার রাতে গুজব ছড়িয়েছিলেন চাঁদে নাকি সাঁইবাবার মুখ দেখা যাচ্ছে। আমাদের ফ্লোরেরই দুই মহিলা আবার ব্যাপারটা খেয়েও ফেলেছিলেন এবং রাত দেড়টার সময়ে ছাদে উঠেছিলেন সাঁইবাবাকে চাঁদে দর্শন করতে। আমি দুদিন পরে খবরটা পেয়ে যথারীতি খুব খিল্লি করি, তাতে আমাদের ফ্লোরের মহিলারা খুব লজ্জা টজ্জা পান।

    তো, এর পরে আর গল্প কিছু নেই, সাঁইবাবার পুজোআচ্চাও যেমন চলার তেমনই চলতে থাকে, মানে মোদ্দা কথা এটাই মনে হচ্ছে, এই হাই টেকনোলজির যুগে, চাঁদের গা-টা কি ভগবানবাবু বা আল্লাবাবুর প্রোজেক্টরের স্ক্রিন হয়ে দাঁড়াচ্ছে যে যখন যাকে মনে ধরছে তার মুখ চাঁদের গায়ে প্রজেকশন করছেন? :)
  • বিপ্লব রহমান | 127.18.231.3 | ০৫ মার্চ ২০১৩ ১১:৪০587561
  • # পাই,

    জরুরি প্রসঙ্গ তুলেছেন। তার আগে অনুগ্রহ করে এই খবরটিতে একবার চোখ বুলিয়ে নিন:

    ____________________________
    সাঈদীকে চাঁদে দেখার কথা বলাও কুফরি
    নিজস্ব প্রতিবেদক

    ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবি চাঁদে দেখা যাওয়ার গুজব ছড়িয়ে জামায়াত-শিবির কুফরি কাজ করছে বলে জানিয়েছেন ইসলামী চিন্তাবিদ ও বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, হজরত আদম (আ.) থেকে শুরু করে শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) পর্যন্ত কোনো নবী, রাসুল ও সাহাবাদের কখনোই চাঁদে দেখা যায়নি কিংবা এই দাবিও কখনো ওঠেনি। সাঈদীকে চাঁদে দেখা যাওয়ার জামায়াত-শিবিরের এই অপপ্রচার যারা বিশ্বাস করবে, এটা তাদের কুফরি কাজে পরিণত হবে। এটা খুবই নাফরমানি কাজ বলে দাবি করে তাঁরা বলেছেন, নিজেদের স্বার্থে ধর্মকে কতটা নিকৃষ্টভাবে ব্যবহার করা যায়, এই অপপ্রচারের মাধ্যমে তারই প্রমাণ দিল জামায়াত-শিবির। মহাকাশ গবেষক ও জ্যোতির্বিদরাও এটিকে সম্পূর্ণ মিথ্যাচার বলে উল্লেখ করেছেন।....
    http://www.kalerkantho.com/?view=details&archiev=yes&arch_date=04-03-2013&type=gold&data=news&pub_no=1171&cat_id=1&menu_id=13&news_type_id=1&index=8

    __________________________________
    মও. সাঈদীকে চাঁদে দেখা যাওয়ার গুজব নিয় ইসলামী ফাউন্ডেশন এখনো মুখ খোলেনি। তবে তারা ৪২ বছরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ কাজ করেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ দিকের [জাতীয় প্রেসক্লাব মুখি] গেটটি তারা বন্ধ ঘোষণা করেছে। বরাবরই এই নামাজের পর এই গেট দিয়েই জেহাদীরা বের হয়ে জঙ্গি সমাবেশ, মিছিল ও সহিংসতা সবই চালাতো; মসজিদটি ব্যবহার হতো উপনিবেশিক আমলের মিশনারীদের ক্রসের মতোন, ঢাল হিসেবে।...
  • বিপ্লব রহমান | 127.18.231.3 | ০৫ মার্চ ২০১৩ ১১:৫৩587562
  • # সিকি,

    ছিক! ঈমান-আকিদা, মাওলানা-আলেম সমাজ নিয়ে অমন কথা বলতে নেই। এতে গুনাহ হয়, আল্লাহ তায়লা নারাজ হন। ...তবে ইয়ে, হিন্দুদের সাঁই, না হাতসাফাই বাবা বললেন না? তাকে ইচ্ছেমতো গাল দিতে পারেন। যত্তোসব বেশরিয়তি কাজ-কারবার!! :পি

    হয়রত মাওলানা, হযুরে কেবলা, আল্লামা দেওয়ার হোসেন সাঈদী ছাহেবকে কিন্তু সত্য সত্যই চাঁদে দেখা গেছে। যাদের ঈমানী জোর পোক্ত, কেবলা-কাবা, তাদের অনেকেই দেখছে। এই ভিডিও ফুটেজ দেখার পর আমি তো রীতিমত আল্লামা সাঈদী (দ.) ছাহেবের ভক্ত/মুরীদ/আশেকান হয়ে পড়েছি। যাই, তওবা পড়ে দু-রাকাত নফল নামাজ পড়ে আসি।...আল্লাহ হুম্মা আমিন! :ডি

    পাক-পবিত্র দিলে, সম্পূর্ণ ঈমানের সঙ্গে ভিডিও দেখুন, এই ভিডিও প্রচার করুন, দোজাহানের অশেষ নেকি হাসিল করুন:

    https://www.facebook.com/photo.php?v=10151487984831211&set=vb.628856210&type=2&theater
  • বিপ্লব রহমান | 127.18.231.3 | ০৫ মার্চ ২০১৩ ১২:০৯587563
  • ব্লগার হত্যার ঘটনায় বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালেয়র পাঁচ ছাত্র গ্রেফতার হয়েছে। এ নিয়ে অভিজিৎ রায়ের একটি দুর্দান্ত নোট:

    _______________________
    বিশ্বাসের ভাইরাস: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কি জঙ্গিবাদের অভয়ারণ্য হয়ে উঠেছে?
    http://mukto-mona.com/bangla_blog/?p=34105

    ________________________

    জঙ্গিবাদের প্রয়োজন পড়ে মগজ ধোলাইয়ের জন্য নানান ফ্যান্টাসি ও মিথের। এরমধ্যে সবচেয়ে জনপ্রিয় বোধহয়, ‘মরলে শহীদ, বাঁচলে গাজি’।

    পর্যবেক্ষণে দেখেছি, জামাত আগেই দরিদ্রদের শিক্ষাব্যবস্থা [?] মাদ্রাসাগুলো কব্জা করার পর মধ্যবিত্ত-উচ্চবিত্তর শিক্ষা ব্যবস্থাকে ট্রার্গেট গ্রুপ হিসেবে বেছে নেয়। আধুনা নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগ্রুপ 'হিযবুত তাহরীর' কাজই শুরু করেছিলো বুয়েট, মেডিকেল কলেজ, প্রাইভেট কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো বেছে নিয়ে। কারণ জামাতি গম্যতা সত্ত্বেও সেগুলোতে কর্মী রিক্রুটের ফিল্ড অনেকটাই ফাঁকা ছিলো, মাদ্রাসাগুলো ততোটা নয়। সেখানে জামাতসহ অন্য জেহাদী গ্রুপগুলো আগে থেকেই ঘাপটি মেরে ছিলো। …

    ভাবতে অবাক লাগে, একজন মানুষ উচ্চ শিক্ষা নিতে এসে কি করে বিজ্ঞানের সঙ্গে অবিজ্ঞানকে যুক্ত করে +জামাতি আদর্শে বেড়ে উঠতে থাকে! …
  • siki | 132.177.153.136 | ০৫ মার্চ ২০১৩ ১২:৩৯587564
  • না, শিরডিবাসী সাঁইবাবা হাতসাফাই বাবা ছিলেন না। তিনি অন্য। হাতসাফাই করতেন হালের সত্য সাঁইবাবা, যিনি কদিন আগে মারা গেলেন, ইনি কর্ণাটকের। প্রাচীন সাঁইবাবা ছিলেন মহারাষ্ট্রের।
  • বিপ্লব রহমান | 212.164.212.14 | ০৫ মার্চ ২০১৩ ১৭:১৪587566
  • # siki,

    সাঁই বা সামুরাই পসঙ্গ অহন থাউক। অমুন পয়-পবিত্র, নূরানী ভিডিয়্যুখান দেখলেন? আম্রা তো হা হা গ গে... =))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন