এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান! (২)

    সে
    অন্যান্য | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ | ১০৭৩৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.246.25 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৩:০৭588639
  • SC
    কেউ গুলী খেয়ে মরলে আমি খুব আনন্দিত হইনা। এটা পরিষ্কার করে দিই আগে।
    কিন্তু যে প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছেনা ১৯৯৩ থেকে তার কয়েকটা এইরকমঃ

    ১) ১৪ জনের মৃত্যু যদি "গণহত্যা" হয় তাহলে ১২ জনের মৃত্যুকে ১৯৯৩-তে "গণহত্যা" আখ্যা না দেওয়ার কারণ কি?
    ২) যে কারণে ঐ ১২ জনকে রাস্তায় নামানো হয়েছিল সেই দাবীগুলো বা অন্দোলনের ধরণটা আদৌ সাংবিধানিক কিনা?
    ৩) যে বা যারা এই ১২ জনকে তাতিয়ে রাস্তায় নামিয়েছিল তাদের শাস্তি বিধানের দাবী জানানো উচিৎ কিনা?
    ৪) ১৯৯৩ সালে কতজন বুজি গুলী চালানোর বিরুদ্ধে রাস্তায় নেমেছিল?
    ৫) যদি কেউ রাস্তায় না নেমে থাকে , বিশেষতঃ অতিবদ অতিবামেরা, তার কারণ কি এটাই যে ঐ ১২ জন কংগ্রেসের সমর্থক ছিল?
    ৬) শহুরে বুজিরা সেই সময়ে চুপ করেছিল তার কারণ কি এটাও যে তারা ঘরের কাছে কোন অশান্তি/আন্দোলন চায়নি (এখনো চায়না)?
    ইত্যাদি, ইত্যাদি....
  • SC | 34.3.17.255 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৩:৪০588640
  • তাতিয়ে রাস্তায় নামানো মানে কি? রাজনৈতিক আন্দোলন করতে নেমেছিল। আপনার পছন্দ না হতেই পারে, কিন্তু নেমেছিল।
    আর বুজি, তারা তো এরকমই।
    সেই সময় বেশিরভাগ বুজি বামদলের কাছাকাছি ছিল। শুধু ২১ শে জুলাই কেন, সেই পেটোয়া বুজিরা আনন্দমার্গীদের যখন কলকাতার বুকে পোড়ানো হয়েছে, তখনও রাস্তায় নামেনি, মরিচঝাঁপির সময়েও রাস্তায় নামেনি। সুতরাং এই সমস্ত পার্টির পেটোয়া বুজি, যাদের কথা আপনি বলছেন, এরা যে একটি বিশেষ বামদলের কাছে নিজেদের বিবেক গচ্ছিত রেখেছিলেন, এতে আমি আপনি এখানে সবাই মোটামুটি একমত।
  • pi | 24.139.221.129 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৩:৪৪588641
  • 'মেধা পাটকার, অনুরাধা তলোয়ার, রাজনাথ সিং, হীরকরানী, "বেলুড় শ্রমজীবি সমিতি",' .. এরা নিজেদের ঠিক কী কী আখের গুছিয়েছিলেন বা খিচুড়ি রেঁধে কী কী সুবিধা পেয়েছিলেন ?
  • dc | 133.201.213.32 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৩:৫৯588642
  • pi, আমার প্রথম আর দ্বিতীয় বাক্য এক করে ফেললেন যে! আবার লিখছি দেখুন ঃ-)

    সিঙ্গুরে চাষীদের মাথায় কাঁঠাল ভেঙ্গে যারা নিজেদের আখের গুছিয়ে নিল তাদের নাম কোন তদন্ত কমিশনে জানা যাবে?

    --> আখের সবচেয়ে বেশী গুছিয়েছিল তিনোরা আর নতুন জমান আসছে আন্দাজ করে যারা তিনোদের দলে গিয়ে ভিড়েছিল তারা।

    এবার দ্বিতীয় বাক্যঃ

    মেধা পাটকার, অনুরাধা তলোয়ার, রাজনাথ সিং, হীরকরানী, "বেলুড় শ্রমজীবি সমিতি", আরো কতগুলো উদ্ভট এনটিটি সিঙ্গুরে বসে বসে খিচুড়ি রাঁধলো, সেই নিয়ে কোন কমিশন কি কোনদিন তদন্ত করবে?

    যারা খিচুড়ি রেঁধেছে তারা সবাই আখের গুছিয়েছে এমন নাও হতে পারে। যেমন "বেলুড় শ্রমজীবি সমিতি" বোধায় কিছুই আখের গোছায়নি। কিন্তু স্রেফ নিজেরা ভুল বুঝে, সিঙ্গুরবাসীকে ভুল বুঝিয়ে, ভালো করে খিচুড়ি রেঁধেছে।
  • dc | 133.201.213.32 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:০৪588643
  • কয়েন্সিডেন্টালি আজকেই এই খবরটা পড়্লামঃ

    http://www.ndtv.com/article/india/kudankulam-nuclear-reactor-starts-generating-electricity-commercially-642126?utm_source=ndtv&utm_medium=top-stories-widget&utm_campaign=story-3-http%3a%2f%2fwww.ndtv.com%2farticle%2findia%2fkudankulam-nuclear-reactor-starts-generating-electricity-commercially-642126

    কুদান্কুলামের কথা ভাবছি আর হাসছি এই ভেবে যে তামিল নাড়ু যদি পব হতো বা তামিলনাড়ুতে যদি বুদ্ধদেব ক্ষমতায় থাকতেন তো কুদান্কুলামের কি অবস্থা হতো। প্রোজেক্টটা পুরো ভোগে চলে যেত। কিন্তু যেহেতু এখানে সাধারন মানুষ কথায় কথায় সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র আটাকাতে ছুটে আসেনা, আর যেহেতু আম্মা কুদান্কুলামের আন্দোলন সামলে নিয়েছে, তাই আজ কমার্শিয়াল পাওয়ার প্রোডাকশনও শুরু হয়ে গেল, তামিল নাড়ুর বিদ্যুত ঘাটতিও একটু কমল।
  • pi | 24.139.221.129 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:০৬588645
  • আরে সেজন্যই জিগেশ করলাম তো, খিচুড়ি রেঁধে কী পেল ? কিছু যদি না ই পেল তো রাঁধতে গেল কেন ?
    দুটো লাইন ইচ্ছে করেই এক করেছিলাম, এটা জানতে যে আপনিও মনে করে তারা আখের গোছায় নি। তো নাই যদি গোছায় তো খিচুড়ি রাঁধার ইন্সেন্টিভ কী ? মিড ডে মিলের মত কোন বাধ্যবাধকতা ছিলনা নিশ্চয় ঃ)
  • PT | 213.110.246.23 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:২০588646
  • "কিছু যদি না ই পেল তো রাঁধতে গেল কেন ?"
    কিছুই কি আর পায়নি? হয়ত তাদের প্রিয় কৃষক-নেত্রীকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিল। এরা বোধহয় ১০০% বা-বুজি!!
  • PT | 213.110.246.23 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:২৮588647
  • "আর বুজি, তারা তো এরকমই"
    তাই যদি হয় তাহলে তারা নন্দীগ্রামের গুলী চালানোর ঘটনাকে "গণহত্যা" বললেও সেটা মেনে নেওয়ার কোন কারণ নেই।
  • dc | 133.201.213.32 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:৩০588648
  • বেশ কিছুদিন আগে PT বাবু একটা লিস্ট দিয়েছিলেন, একটা নিউজে বেরিয়েছিল যে একুশটা নানান টাইপের এনটিটি গিয়ে সিঙ্গুর আন্দোলনে হাওয়া দিয়েছিল যাদের অনকেরই বোধায় ওই আন্দোলনের সাথে ডাইরেক্ট কোন রিলেশন ছিলনা। এরা সবাই যে আখের গোছানোর জন্যই গেছিল সেটা একেবারেই না। অন্তত আখের গোছানো মানে আমরা যা বুঝি, আর তিনো আমলে যা হতে দেখলাম, সেরকম কোন এক লাখি চাকরি বা মা সারদার কৃপা এদের অনেকেই পায়নি।

    এবার আপনার প্রশ্নঃ

    "কিছু যদি না ই পেল তো রাঁধতে গেল কেন ?"

    অনেকগুলো কারন ছিল মনে হয়। আন্দোলনকারীদের মধ্যে কেউ কেউ ওই "সাম্রাজ্যবাদীদের রুখছি, রুখব" টাইপ ছিল, যারা যেকোন জায়্গাতে যেকোন বড়ো ইনভেস্টমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল প্রোজেক্ট দেখলেই আন্দোলন শুরু করে দেবে। মানে এটাই ওদের আইডিওলজি। পবতে এই ধরনের লোক বা গ্রুপ অন্য রাজ্যের থেকে তুলনায় বেশী, কারন আমরা ছোটবেলার থেকে কিউবায় চাল পাঠিয়ে আর চীনের চেয়ারম্যানকে আমাদের চেয়ারম্যান বানিয়ে বড়ো হয়েছি।

    কেউ কেউ গেছিল বোধায় কারন তাদেরকে ভুল বোঝানো হয়েছিল আর তারা ভুল বুঝেছিল। যাকে বলে মিসগাইডেড।

    কেউ কেউ গেছিল কারন তারা যে করে হোক বামফ্রন্টের অবসান চাইছিল।

    কেউ কেউ গেছিল কারন এই টাইপের আন্দোলনগুলোতে থাকতে পেরে বেশ ভালো পাবলিসিটি পায়।
  • SC | 34.3.17.255 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:৩৫588649
  • তো এদের নিয়ে তদন্ত কমিশন কেন হবে?
    এদের কি অপরাধ? মানে ওই বেলুড় কি একটা সমিতি বলছেন। এরা কি অপরাধ করেছে যে এদের বিরুদ্ধে তদন্ত কমিশন বসাতে হবে?
  • PT | 213.110.247.221 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:৪৮588650
  • পব-র long term সব্বোনাশ করার জন্য।
  • . | 59.207.231.109 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:৫৩588651
  • অপরাধ তো করেইছে। এরা ঐ বিশেষ গোত্রের লোক নিজেরা ব্যাঙ্গালোরে চাকরী করে বলে প বঃ ইন্ড্রাস্টি না হলে কি ক্ষতি। এই সব লোকেরা একটা ইন্ড্রাস্টি হতে দেয় নি, আর যারা যার ইন্ধন দিয়ে ছিল তারা আমেরিকা বা সুইডেনে গিয়ে বসে আছে। মাঝখান থেকে রাজ্যটার আরও বাঁশ হয়েছে।
  • কল্লোল | 125.185.153.198 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৫:২৭588652
  • ২১ জুলাইয়ের পর১৯৯৩তে কে পথে নেমেছিলো না নেমেছিলো সেই নিয়ে খামোখা জল ঘোলা না করে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজো পিটি।

    ১) ২১শে জুলাইয়ের গুলি চালানোর কোন পুলিশী নথি পাওয়া যাচ্ছে না। কেন? হয় বুদ্ধ বা জ্যোতি সরিয়েছে নয় মমতা।
    ২) জ্যোতিবাবু জানতেন না। মনীশ গুপ্ত জানতো না। বুদ্ধ বিমান কেউ জানে না। তুষার তালুকদার জানে না। কারা গুলি চালালো কেউ জানে না। অথচ গুলি চলেছিলো। ১২ বা ১৩ জন মারা গেছিলো। কেউ অস্বীকার করছে না। তাহলে সে সময় রাজ্যটা চালাতো কে? কেউ না?
    ৩) মনীশ তো বলেইছে ওকে বাধ্য করা হয়েছিলো বাম আমলে ওসব বলতে। কে ? কে বা কারা তাকে বাম আমলে "মিথ্যা কথা" বলতে বাধ্য করেছিলো? মনীষ চুপ কেন?

    বোঝাপড়ার চূড়ান্ত।
  • pi | 24.139.221.129 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৫:৩৫588653
  • 'মেধা পাটকার, অনুরাধা তলোয়ার, "বেলুড় শ্রমজীবি সমিতি এদের কী অপরাধ, এদের বিরুদ্ধে তদন্ত কমিশন কেন,প্রশ্ন ছিল।
    উত্তর এল,
    'অপরাধ তো করেইছে। এরা ঐ বিশেষ গোত্রের লোক নিজেরা ব্যাঙ্গালোরে চাকরী করে বলে প বঃ ইন্ড্রাস্টি না হলে কি ক্ষতি। এই সব লোকেরা একটা ইন্ড্রাস্টি হতে দেয় নি, আর যারা যার ইন্ধন দিয়ে ছিল তারা আমেরিকা বা সুইডেনে গিয়ে বসে আছে ' ?'

    ওদিকে হিন্দমোটরে শুনলাম একজন আত্মহত্যা করেছেন। চাকরি হারিয়ে নাকি অবসাদে ভুগছিলেন। এসব নিয়ে কোন প্রশ্ন অবশ্য উঠবেনা।
  • ranjan roy | 24.99.176.171 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৫:৫০588654
  • পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি হতে না দেওয়ার "অপরাধ"শুধু ২০০৭ এই হল? ৩৪ বছর ধরে ইন্ডাস্ট্রি হতে, বঙ্গকে মহারাষ্ট্র-গুজরাত-হরিয়ানা-কর্ণাটক করতে কারা বাদ সেধেছিল? তারা কোথায় চাকরি করত? কোন মহাদেশে?
  • sm | 233.223.158.75 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৫:৫৬588656
  • ২০০৭ এর আগে ৩০ বছর! লং টার্ম সব্বনাশ করা আর কাকে বলে! সেই সব্বনাশ কারক আর কর্তা ভজাদের নিয়ে দু চারটি বাণী--হে হে
  • dc | 133.201.213.32 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৫:৫৯588657
  • SC, pi, সিরিয়াসলি কি আর তদন্ত কমিশন বসানোর কথা বলেছি? আসলে বলতে চেয়েছিলাম যে সিঙ্গুরে যারা চাষীদের ভুল বোঝালো আর আন্দোলনকারীদের মধ্যে কাউকে যারা ভুল বোঝালো তাদের নাম কোনদিন জানা যাবে কিনা। আমরা সবাই জানি যে এসব কোনদিনই প্রকাশ্যে আসবেনা, ধামাচাপা পড়ে যাবে। তবে পব থেকে ইন্ডাস্ট্রি তাড়ানোর ইতিহাস তো সুদীর্ঘ, আর পবতে আজ ইন্ডাস্ট্রির কি হাল তাও আমরা জানি। হীরকরানী তো সিঙ্গাপুর ঘুরে এসে আর বিস্তর বেঙ্গল লিডস করেও হালে পানি পাচ্ছেন না। বুদ্ধবাবু একটু চেষ্টা করেছিলেন।

    হিন্দমোটরের যে ঘটনার কথা বললেন তাতেও আরেকবার মনে হলো পবতে ইডাস্ট্রির কি করুন হাল। চেন্নাইয়ের কাছে রিসেন্টলি দুটো বড়ো কারখানা বন্ধ হয়ে গেল, নোকিয়া আর ফক্সকন। যেটুকু খবর পেয়েছি, এদুটোয় যারা কাজ করতেন তারা অনেকেই অন্যান্য নানা কারখানায় কাজ পেয়ে যাচ্ছেন। পবতে এই অল্টারনেটিভটাই নেই, তাই আত্মহ্ত্যার মতো ভয়ংকর অবস্থা।
  • SC | 34.3.17.255 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৬:০০588658
  • পি টি দা, আমিও চাই এই তাদের বিচার হোক, যারা বছরের পর বছর ধরে প: ব: তে ইন্ডাস্ট্রি করতে দেয়নি, লং টার্ম সর্বনাশ করেছে।
    জনগনের আদালতে এদের বিচার হোক।
    ও সরি, অলরেডি হয়ে গেছে মনেহয়!
  • dc | 133.201.213.32 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৬:০৩588659
  • রঞ্জন বাবু শুধু ২০০৭ হলে তো তাও বলার মতো কিছু থাকত! তার আগে জ্যোতি বসু আর মিলিট্যান্ট ট্রেড ইউনিয়নিসম? পবতে "কম্পিউটার ঢুকতে দেব না?" কি লেভেলে উটপাখি হলে একটা দল কম্পিউটার আর অটোমেশনের বিরুদ্ধে আন্দোলন করে, ভাবা যায়? আগেই বললাম, পব থেকে ইন্ডাস্ট্রি তাড়ানোর ইতিহাস অতি সুদীর্ঘ।
  • pi | 24.139.221.129 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৬:২০588660
  • এনিয়ে অনেক তক্কো হয়ে গেছে। তবে এখনো ঠিক বুঝে উঠতে পারিনি, বহুফসলী জমিতে টাটাদের ওভাবে দানখয়রাত করে কারখানা হওয়াটা কতটা ঠিক ছিল (এখন যে অবস্থায় পড়ে আছে)।

    ওদিকে শালবনির কেসটা মিস করে গেছিলাম।

    On Monday while announcing JSW’s decision, Chief Minister Mamata Banerjee had said this was the model she had mooted for Singur. Banerjee has been demanding return of the 400 acres allegedly taken from unwilling farmers at Singur since her days in the opposition (though government officials say the land in question is only 181 acres).

    “The (Singur) case is sub judice but the Salboni decision has shown it is possible to return land to land losers. Let the case come up for hearing in January,”
  • pi | 24.139.221.129 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৬:২১588661
  • *এখন যে অবস্থায় পড়ে আছে তাও যে ঠিক নয়, তা বলার অপেক্ষা রাখে না।
  • pi | 24.139.221.129 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৬:২৩588662
  • '..The government, on the other hand, seems relieved with the JSW offer. First, the move will help the Mamata government keep its promise of returning unutilized land to farmers when a similar effort is caught in legal tangle in the Singur case. A section of Trinamool Congress leaders and some government officials are hopeful that Salboni might show the way to the Tatas..
  • ranjan roy | 24.99.176.171 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৬:৩৪588663
  • dc,
    ব্যাপারটা তাই। ভুতের মুখে রামনাম!
    কেঁচে গন্ডুষ করতে গিয়ে এমন ভাব যেন বঙ্গে বরাবর শিল্পবন্ধু সরকার ছিল। বঙ্গ গোটা ভারতকে পথ দেখাচ্ছিল। প্রগতির বন্যা বয়ে গেছল। বঙ্গসন্তানেরা তো বটেই, গোটা দেশের ছেলেপুলেরা পড়তে, চিকিৎসা পেতে, চাকরি করতে দলে দলে বঙ্গে এসে আস্তানা গাড়ছিল।
    এমন সময় ক'টা অতিবদ অতিবাম ও সুবিধাভোগী লোক এসে চাষীদের ক্ষেপালো , টাটা চলে গেল। তার সঙ্গে বঙ্গের সুখসমৃদ্ধি চলে গেল।
    অথচ এখন সেই সরকারী বামেরা অতিবদ সেই অতিবামদের সঙ্গে নিয়ে হীরকরাণীর সুরে গলা মিলিয়ে বলছেন শিল্পের জন্যে অনিচ্ছুক কৃষকদের জমি নেওয়া চলবে না, চলবে না! লোকসভার নির্বাচনী ম্যানিফেস্টোর থেকেই এই বুকনি শুরু।
  • dc | 133.201.213.32 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৬:৪১588664
  • রঞ্জন বাবু নানা আমি কোনকালেও কোনদিনও বামফ্রন্টের বা কমিউনিসমের সমর্থক না। বহুকাল থেকেই বামেরা পব থেকে ইন্ডাস্ট্রি তাড়িয়ে এসেছে, কিন্তু বাকি ভারতের লোক ওদের সেরকম পাত্তা না দেওয়ায় বাকি রাজ্যগুলোতে ক্ষমতায়ও আসেনি, বাকি রাজ্যগুলোর সর্বনাশও করতে পারেনি। একমাত্র বুদ্ধবাবু ট্রেড ইউনিয়নিজম কমিয়ে ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি পলিসি নিতে চেয়েছিলেন, তাই ওনার পলিসিগুলো সমর্থন করি। তার আগে জ্যোতি বসুর সরকারকে রাতদিন গাল দিতাম ঃ-)
  • pi | 24.139.221.129 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৬:৪৪588665
  • অন্য একটা টইতে লিখেছিলাম, এখানেও জিগাই।
    মোদীর আনা এই অর্ডিন্যান্স নিয়ে পিটিদা, পিএমদা, ডিসি, এঁরা নিশ্চয় খুশি ?
  • কল্লোল | 125.185.153.198 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৬:৪৬588667
  • এর সাথে বিধান (পব রূপকার) রায়ের মাসুল সমীকরণ নীতি মেনে নেওয়াটাও যোগ হোক।
  • PT | 213.110.246.25 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৬:৫৫588668
  • এ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এর আগে। মিলিট্যান্ট ট্রেড ইউনিয়ন অন্যান্য অনেক কারণের মধ্যে একটি অতি ছোট কারণ। এই "কে-না-জানে" তত্বের বিপরীতে গিয়ে (সম্ভব্তঃ) প্রণব বর্ধনের একটি চমৎকার লেখা ছাপিয়েছিলেন আবাপতে। সেই লেখা এইসব ফোরামে বিশেষ কল্কে পায়নি।

    কিন্তু মজাটা অন্যত্র। যারা মিলিট্যান্ট ট্রেড ইউনিয়নের কথা বলছে এখানে তারাই আবার মিলিট্যান্ট পদ্ধতিতে সিঙ্গুর থেকে ন্যানো তাড়ানোর সমর্থনে পথে নেমেছিল আর নন্দীগ্রামে কেমিকাল হাব হতে দেয়নি।

    আর জ্যোতিবাবুর আমলে কারখানা হয়নি বলে বুদ্ধবাবুর আমলেও হতে দেব না-এ কেমন যুক্তি? যখন পব-তে চাকরীর সৃষ্টি হচ্ছে, তখন তো সাস্টেনেবল উন্নতির তত্ব উত্থাপন করে বুদ্ধবাবুকে বিস্তর গাল দেওয়া হতে লাগল আর বাম সরকারকে উৎখাত করার চক্রান্তে বাঙালীরাও সামিল হল।

    During the six years between 2004 and 2011, more than 40 per cent of new manufacturing jobs created in India were generated in the then Left-ruled West Bengal.
    http://www.thehindu.com/news/national/other-states/gujarat-behind-west-bengal-in-new-factory-jobs/article5948658.ece

    এইসব দ্বিচারীতা আর কতদিন চলবে?
  • dc | 133.201.213.32 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৬:৫৫588669
  • অর্ডিন্যান্সটা কি পাস হয়ে গেছে? এটা নিয়ে এখনো ডিটেলসে কিছুই জানিনা। তবে ল্যান্ড অ্যাকুইসিশন প্রসেসটা বোধায় আরেকটু সহজ করা হয়েছে, তাই না? আমি সাধারনত বড়ো কোন প্রোজেক্ট হলে খুশী হই, কারন তাতে করে চাকরির সুযোগ বাড়ে। মানে আমি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পক্ষে।
  • dd | 132.172.170.170 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৬:৫৬588670
  • লরেন বাবুর আনা এই অর্ডিন্যান্সে আমি ও খুব খুসী।

    এর ইমপ্লেমেন্টিশন থাকবে রাজ্যের হাতে। যারা চাইবে করবে, যারা চাইবে না তারা করবে না।

    মাঝখান থেকে কিছু লোকে খুব ঢোল পিটিয়ে নেবে।
  • pi | 24.139.221.129 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৭:০৭588671
  • 'যারা মিলিট্যান্ট ট্রেড ইউনিয়নের কথা বলছে এখানে তারাই আবার মিলিট্যান্ট পদ্ধতিতে সিঙ্গুর থেকে ন্যানো তাড়ানোর সমর্থনে পথে নেমেছিল আর নন্দীগ্রামে কেমিকাল হাব হতে দেয়নি।
    '

    এরা কারা ? ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন