এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান! (২)

    সে
    অন্যান্য | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ | ১০৫৭২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.96.98.114 | ০১ জানুয়ারি ২০১৫ ২২:৩৮588713
  • যুক্তিটা পিটি নিজের মতন করে সাজিয়েছেন।
    আসলে যুক্তিটা হল সিপিএম নিজেদের গত সংসদীয় নির্বাচনের সময় যা বলেছে--- অনিচ্ছুক চাষীর জমি জোর করে কেড়ে নিয়ে শিল্প হওয়া উচিত নয়।
    কাজেই প্রশ্নটি সিপিএম এর কোর কমিটিকেই জিজ্ঞেস করা হোক!

    পিটি অসাধারণ।
    নিজের দেওয়া লিস্টে বঙ্গ HDI লিস্টে লাগাতার বাম সরকারের শাসনেও নীচের দিকে (১৭ নম্বর) জ্বলজ্বল করছে, তারপরেও--!
  • ranjan roy | 24.96.98.114 | ০১ জানুয়ারি ২০১৫ ২২:৪৪588714
  • যেন বঙ্গের HDI অধঃপতনের জন্যেও বুজিরা বা অতি বাম বদেরা দায়ী।
    এইসব একে দায়ী তাকে দায়ী করে গুরুর পাতায় লিখে খুশি থাকুন আর কর্পোরেশন ও বিধানসভায় বামেদের ভরাডুবি দেখতে থাকুন।

    আজ পিটির পাড়ায় গেছলাম। দেখে বুঝলাম কেন সিপিএম এর ক্যাডাররা বিজেপিতে যাচ্ছে।
    ওখানে একটি সিটুর বড় আফিস আছে। সেখানে তার বারান্দায় লালঝন্ডার গায়ে তিনোদের পতাকা আজ বেঁধে দেওয়া হয়েছে। অফিস খোলা, লোকজন কিছু আছেন। কেউ ওগুলো খুলতে সাহস পাচ্ছে না বা তিনোদের বলতে পারছে না যে-- তোমাদের অফিসের গায়ে আমাদের ঝান্ডা বেঁধে দিলে বা টাঙিয়ে দিলে তোমরা কি করতে!
    যত কান্ড শুধু কাঠমান্ডুতে!!
  • PT | 213.110.243.22 | ০১ জানুয়ারি ২০১৫ ২৩:১৬588715
  • সিপিএমের ভোট পাওয়ার দায় আছে। আমার নেই। কাজেই তারা যাই বলুক আমার মত হচ্ছে যে শিল্পের জন্য জমি নিতে হবে। কথাটা হচ্ছে যে ঠিকমত কম্পেনশেসন দেওয়া হচ্ছে কিনা।

    "নিজের দেওয়া লিস্টে বঙ্গ HDI লিস্টে লাগাতার বাম সরকারের শাসনেও নীচের দিকে (১৭ নম্বর) জ্বলজ্বল করছে, তারপরেও--!"

    আমার দেওয়া তালিকায় পব আছে ১৩ নম্বরে। আসলে সিপিএমকে গালাগাল দেওয়ার বেগটা সব সময়েই এত প্রবল যে পরিসংখ্যানগুলো ঠিক করে দেখার ধৈর্যও নেই।

    তবে অর্ধ ইতিহাস চর্চার ঝোঁক কাটানো খুব মুশকিল। ১৯৭৭-এ পব-র দারিদ্র আর কি ছিল তার সঙ্গে ২৫ বছর বাদের তুলনা করতে হবে। সেটা যে খুব খারাপ হয়নি তার জন্য ডকু খুব সহজেই পাওয়া যায়। তবে যে প্রসঙ্গে এই আলোচনা হয়েছিল সেখানে একটা প্রশ্ন অবধারিত ভাবে উঠে আসে। শিল্পের প্রবল বন্যা বওয়ার পরেও গুজরাট কেন ১১ নম্বরে আর অন্ধ্র কেন ১৫ নম্বরে?

    কিন্তু এই প্রশ্ন এখানে করা হবেনা। ক্রমাগত বামেদের অর্থহীন একপেশে গাল দিয়ে পব-তে বিজেপির আগমন নিশ্চিত করা হবে।

    অবিশ্যি নৈরাজ্যবাদী রাজনীতির চর্চাতে এই রকমটা হওয়াই স্বাভাবিক।
  • ranan roy | 24.96.98.114 | ০১ জানুয়ারি ২০১৫ ২৩:৪২588716
  • বামেদের একটু সম্মান দিন পিটি!
    ওরা কি দুধভাত যে কটা নৈরাজ্যবাদী বদ ওদের বাড়া ভাতেছাই দিয়ে দিতে পারে?
    এত ভয় না পেয়ে অন্যের ওপর দোষারোপ না করে বামেদের পলিসি ও ইম্প্লিমেন্টেশন নিয়ে কাঁটাছেড়া করলে কিছু কাজ দেবে।
    নইলে গঙ্গাযাত্রা অবধারিত।
  • ranjan roy | 24.96.98.114 | ০১ জানুয়ারি ২০১৫ ২৩:৪৫588717
  • আহা! ১৭ নয়, বামেদের আমলে ১৩! কী আনন্দ!
    ইজ্জত বেঁচে গেছে!
  • ranjan roy | 24.96.98.114 | ০১ জানুয়ারি ২০১৫ ২৩:৪৫588718
  • আহা! ১৭ নয়, বামেদের আমলে ১৩! কী আনন্দ!
    ইজ্জত বেঁচে গেছে!
  • SC | 34.3.17.255 | ০২ জানুয়ারি ২০১৫ ০০:০৯588719
  • ভাগ্যিস সিপিএমের ভোট পাওয়ার দায় আছে! তবে আমি এখনো বিশ্বাস করি সিপিএমের ভিতরে একটা ভয়েস আছে, যারা শুধু ভোট পাওয়ার দায় থেকে এসব বলছে না। পুরো সিপিএম পি টি দার মত ভাববে না, ভোট পাওয়ার দায়টা চলে গেলেই।
  • PT | 213.110.243.21 | ০২ জানুয়ারি ২০১৫ ০৯:৩১588720
  • "আসলে সিপিএমকে গালাগাল দেওয়ার বেগটা সব সময়েই এত প্রবল যে পরিসংখ্যানগুলো ঠিক করে দেখার ধৈর্যও নেই।"- এটাই এখন সত্যি বলে মনে হচ্ছে।

    SC
    আপনি কোন দলের মত ভাবেন?
  • kintu | 125.112.74.130 | ০২ জানুয়ারি ২০১৫ ১৬:১৩588721
  • ইদ্রিসের দিদি কে তদন্তকারী রা ধরলে বাংলা জ্বলবে অনেকে পুড়ে মরবে কথাটা নিয়ে কেউ কোনো উচ্চবাচ্য করলো না ? PT লিংক দিয়েছে তাই ? ২০০৮ সালের তসলিমা নিয়ে পার্ক সার্কাস মনে আছে তো
  • SC | 34.3.17.255 | ০২ জানুয়ারি ২০১৫ ১৭:৫৪588722
  • আমি তো আমার নিজের মত করেই ভাবি দাদা, ভাবনাগুলো কোনো দলের কাছে গচ্ছিত রাখিনি।
    গণতন্ত্র তো আমাকে এভাবেই শিখিয়েছে।
  • PT | 213.110.246.23 | ০২ জানুয়ারি ২০১৫ ২১:৫৮588724
  • গ্রেট!
    শুধু অন্যেরা তাদের ভাবনা "কোনো দলের কাছে গচ্ছিত" রেখেছে!!
  • PM | 11.39.63.152 | ০৩ জানুয়ারি ২০১৫ ১১:১৯588725
  • আনন্দবজার আর নেওআ যাচ্ছে না। ওরা কি ৩৬৫ দিনের মিরর ইমেজ বানাচ্ছে?
  • Du | 230.225.0.38 | ০৫ জানুয়ারি ২০১৫ ১৩:৩২588727
  • ছেলেটাকে তো পিটিয়ে আধমরা করেইছে (পুলিশের সামনে) এক জার্নালিস্টকেও হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
  • সিকি | 135.19.34.86 | ০৫ জানুয়ারি ২০১৫ ১৩:৩২588728
  • আমার ভাবনা কোন দলের কাছে গচ্ছিত রাখা আছে জানতে পারি?
  • ? | 183.208.166.218 | ০৫ জানুয়ারি ২০১৫ ১৪:০৮588729
  • Ami Bharatbasi. Ami abar phire ashbo Hindu dharmer rokkharthe

    এর মানে কী?
  • de | 69.185.236.54 | ০৫ জানুয়ারি ২০১৫ ১৪:৩৮588730
  • য়দা য়দা হি - র মতো শোনাচ্ছে-
  • d | 144.159.168.72 | ০৫ জানুয়ারি ২০১৫ ১৪:৪২588731
  • এখানে লোকে একধারসে কেজরিওয়ালের সাথে তুলনা করে যাচ্ছে। কেজরি থাপ্পড় খেয়েও কেমন কুল, এ কিরকম হিংস্র মার খাওয়াল। ইঃ ইঃ
  • de | 69.185.236.54 | ০৫ জানুয়ারি ২০১৫ ১৫:০৩588732
  • গণপিটুনি বাঙালীর ঐতিহ্য! খুব কম স্টেটে এইভাবে আইন হাতে তুলে নেওয়া হয়! জঘন্য!
  • cb | 68.106.31.162 | ০৫ জানুয়ারি ২০১৫ ১৮:৩২588733
  • কোথায় ফেসবুকে পড়লাম, বিকাশ ভটচায নাকি ছেলেটিকে আইনি সহায়তা দেওয়ার কথা বলেছেন, ভালো লাগল

    ভাইপো নাকি ২৪ ঘন্টা পর ছেলেটিকে ক্ষমা করে দিয়েছেন আর অন্যদিকে পুলিশকে দিয়ে ১০+ মামলা রুজু করিয়েছেন

    ফেবুতে দেখলাম

    ‪#‎AbhishekভাইপোBanerjee‬ ২৪ ঘন্টা পরে ফেসবুকে দেবাশীষ আচার্য্য কে ক্ষমা করলেন ।।।। কি উচ্চ বংশ, কি বড় মনের পরিচয় দিলেন রে বাওয়া ।।। রাজ্যবাসী আপ্লুত।।।। সবাই ধন্য হয়ে গেলো ও ছেলেটা কে ক্ষমা করে দিয়েছে বলে ।।।
    তা "ভাইপো" দা... ছেলেটা আপনাকে চড় কষানোর পরে আপনিও তো আপনার দলবল নিয়ে ছেলেটাকে খুন করার চেষ্টা করলেন।।। বাঙলার মানুষ আপনাকে ক্ষমা করবে তো???? মানুষ কিন্তু সব দেখে, বোঝে।।।। সবাইকে আপনি নিজের অথবা আপনার পিসির মতন ফেক ডিগ্রী ধারী মনে করবেন না ।।। মানুষ কে বোকা ভাববেন না, বানানোর চেষ্টাও আর করবেন না ।।।
  • রুদ্র | 55.64.238.238 | ০৫ জানুয়ারি ২০১৫ ২২:৪৪588735
  • কিছুদিন আগে আরেক ভাইপো " আকাশ" এক গ্রিন পুলিশকে চড় মেরেছিল। ঐ ঘটনায় কি আকাশের বিরুদ্ধে কোন জামিন অযোগ্য ধারায় পুলিশ মামলা করেছিল? না কি আকাশকে ঐ দেবাশিসের মতো গণপিটুনি খেয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয়েছিল?
  • রুদ্র | 55.64.238.238 | ০৫ জানুয়ারি ২০১৫ ২২:৫০588736
  • কী তা হলে আমরা ধরে নেব উনি মিথ্যা বলছেন .........?
  • aranya | 83.197.98.233 | ০৬ জানুয়ারি ২০১৫ ০০:০৬588738
  • 'এ দিন তৃণমূল ভবনে সুব্রতবাবু বলেন, “যে ঘটনা ঘটেছে, আর তার যা প্রতিক্রিয়া হয়েছে, তা কিছুই না। তবে সেটা না হলেই ভাল হত।” পাশাপাশি তাঁর প্রশ্ন, “কেউ যদি আপনাকে আঘাত করে, তার প্রতিক্রিয়ায় কি আপনি কবিতা বলবেন?”'

    - কয়েকটা চড় আর ঘুঁষি-র বদলা নিতে ছেলেটাকে পিটিয়ে প্রায় মেরেই ফেলেছে, সেই প্রতিক্রিয়া নাকি 'কিছুই না' ! এরা কি মানুষ!

    ভাইপো আক্রমণকারী-কে ক্ষমা করে দিয়েছেন, কিন্ত গণ-পিটুনি দিল যারা, তাদের বিরুদ্ধে কোন বক্তব্য নেই। তৃণমূলের কারুরই গণপিটুনি নিয়ে কোন হেলদোল নেই। আর সুব্রতবাবু-র মনে হয়েছে এত কিছুই না।

    ঘটনার পরে আর এক তিনো নেতা নাকি জনতা-কে থামানোর চেষ্টা করেছিলেন, কারণ ছেলেটা মারা গেলে তার পরিচয়, কোন দ্ল করে - এইসব তথ্য অজ্ঞাত থেকে যাবে।

    মারা গেলে আর কোন সমস্যা নেই, শুধু একটাই মুশকিল - কে কেন চড় মারল সে সব আর জানা যাবে না।
  • aranya | 83.197.98.233 | ০৬ জানুয়ারি ২০১৫ ০০:১৫588739
  • দে-কে ক। পঃ বঙ্গে এই আইন হাতে তুলে নেওয়ার ব্যাপার-টা জঘন্য
  • ranjan roy | 24.99.230.221 | ০৬ জানুয়ারি ২০১৫ ০০:১৫588740
  • ওই তিনো নেতা, স্থানীয় বিধায়ক, তিনিও ঠ্যাঙানি খেয়েছেন।
    তারপর যে চ্যালারা পুলিশ থানা ভাঙচুর করে পুলিশকে ঠ্যাঙালো সে নিয়ে মন্ত্রীকবি নীরব!
    আর মনে পড়ছে দিল্লির কাছে কোন সভায় একজন গিয়ে রাহুলকে বেষ্টনী ভেঙে কিছু বেয়াড়া প্রশ্ন করায় চ্যালারা এবং একজন বড় মাপের নেতা ( জিতেন্দ্রপ্রসাদ কি? ) লাথ-মুক্কাকে সাথ ওকে সম্বর্ধনা দিয়েছিলেন।
    আজ কোথায় রাহুল গান্ধী?
  • ranjan roy | 24.99.230.221 | ০৬ জানুয়ারি ২০১৫ ০০:১৬588741
  • ওই তিনো নেতা, স্থানীয় বিধায়ক, তিনিও ঠ্যাঙানি খেয়েছেন।
    তারপর যে চ্যালারা পুলিশ থানা ভাঙচুর করে পুলিশকে ঠ্যাঙালো সে নিয়ে মন্ত্রীকবি নীরব!
    আর মনে পড়ছে দিল্লির কাছে কোন সভায় একজন গিয়ে রাহুলকে বেষ্টনী ভেঙে কিছু বেয়াড়া প্রশ্ন করায় চ্যালারা এবং একজন বড় মাপের নেতা ( জিতেন্দ্রপ্রসাদ কি? ) লাথ-মুক্কাকে সাথ ওকে সম্বর্ধনা দিয়েছিলেন।
    আজ কোথায় রাহুল গান্ধী?
  • aranya | 83.197.98.233 | ০৬ জানুয়ারি ২০১৫ ০০:১৮588742
  • চড়ের প্রতিবাদে নাকি পথ অবরোধ, ধিক্কার মিছিল ইঃ হয়েছে।
    গণপ্রহারের প্রতিবাদেও ধিক্কার মিছিল হলে খুশী হতাম।
  • hmm | 125.112.74.130 | ০৬ জানুয়ারি ২০১৫ ১৪:০৩588743
  • সুব্রত কি বলেছেন একটু পড়ুন - বলেছেন ইন্দিরা গান্ধী হত্যার পরেও স্বতস্ফুর্ত গণরোষে অনেক মানুষ মারা গেছিল আমরা তো তেমন কিছু করিনি আমরা তো ভারত সেবাশ্রম বা রামকৃষ্ণ মিশন থেকে নয় তবু বিরাট কিছু হয় নি।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=14953&boxid=143921750
    http://www.telegraphindia.com/1150106/jsp/frontpage/story_6992.jsp#.VKuc1iuUfts
    তাহলে ১৯৮৪ এর "স্বতস্ফুর্ত গণরোষ" জনিত শিখ নিধন কে জাস্টিফাই করলেন তাই নয় কি ?
  • d | 144.159.168.72 | ০৬ জানুয়ারি ২০১৫ ১৪:০৬588744
  • শুধু তাই নয় 'গোধরা পরবর্তী গুজরাট'ও জাস্টিফাই করল তো। কাল টিভিতে শুনতে শুনতেই এটা ভাবছিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন