এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান! (২)

    সে
    অন্যান্য | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ | ১০৬৭২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 113.240.99.126 | ১০ জানুয়ারি ২০১৫ ২২:১৯588846
  • পিএম,
    অনেক ধন্যবাদ। সেভ করে নিয়েছি। পড়ে কথা বলব। এই রকম ইনফর্মেশন চাই।

    পিটি,
    কিছু বলার নেই। আমি কিছু ভ্যালিড কোশ্চেন তুলললাম তো ঘেঁটে দিলাম? আপনার পছন্দ না হলেই? কোশ্চেনগুলো অবান্তর কি না সেটা দেখান। আর সিপিএম এর নেতৃ বৃন্দা কারাতের ব্লগ এবং হিন্দুতে সিপিএম এর নেতা কমরেড দাশ্গুপ্তের বক্তব্য কোট করে রিপোর্ট ভগবতগীতা?
    ইকনমিক্সের আলোচনায় কেন লোকে গ্রস ন্যাশনাল ইনকাম নিয়ে আলোচনার চেয়ে পার ক্যাপিটা ন্যাশনাল ইনকামকে গুরুত্ব দেয়?
    তেমনি এম্পলয়মেন্ট জেনারেশনেও গ্রস ফিগারের জায়গায় ( বিশেষ করে তুলনামূলক আলোচনায় ) পার ক্যাপিটা এম্প্লয়মেন্ট জেনারেশনের কথা বলে। আর প্রশ্ন হচ্ছে একই পিরিয়ডে নেট এম্পলয়মেন্ট জেনারেশন কতটা হল? অর্থাৎ ওই পিরিয়ডে নতুন এম্পয়মেন্ট কত তৈরি হল আর কলকারখানা বন্ধ হয়ে কত এম্প্লয়মেন্ট কম হল? ফলে নেট এম্পল্য়্মেন্ট কত তৈরি হল? এর আগে গুরুর মডারেটেড অংশে বাম সরকারের শ্রমদপ্তরের ডেটা দিয়ে লেখা বেরিয়েছে।
    এই বক্তব্যে কোনটা ঘেঁটে দেওয়া? অমন তো মমতা সরকারও দেখিয়ে যাচ্ছে (অরুণ জেটলির সামনে) যে গোটা দেশের তুলনায় গত বছর বঙ্গে নাকি কয়েক গুণ বেশি গ্রোথ হয়েছে!!!!
    এভাবে কোন আলোচনা হয়?
  • sm | 53.251.91.90 | ১০ জানুয়ারি ২০১৫ ২২:২৫588847
  • PM ,যে সকল ট্যাক্স ছাড়ের কথা বললেন; সব ই তো সেন্ট্রাল গভ এর পাওনা।রাজ্য তো খুব কম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা, রাজ্য এত প্যারানয়েড কেন? আর কেন্দ্র সরকার ই বা এত ছাড় দেবে কেন, যেখানে আই টি কোম্পানি গুলো হাজার হাজার কোটি টাকা লাভ করছে।
    আই টি কোম্পানি গুলোর বেশি লাভ হলে,বেশি চাকরি; এইধারনা সঠিক নয়। কারণ কর্মী সংকোচন সব প্রাইভেট কোম্পানির ই লক্ষ্য; কারণ এতে ব্যক্তি মালিক ও শেয়ার হোল্ডার দের অধিক লাভ। চাকরি বাড়ে তখনই যখন কোম্পানি বেশি অর্ডার পায়, এবং অধিক কর্মীর দরকার হয় ।
  • ranjan roy | 113.240.99.126 | ১০ জানুয়ারি ২০১৫ ২২:২৯588848
  • sm,
    অনেক ধন্যবাদ!
    এ থেকে দেখা যাচ্ছে বঙ্গে বাম আমলে যা SEZ এসেছে তা মূলতঃ IT sector এ।
    আর বিশ্বের প্রেক্ষিতে বলা হচ্ছে যে SEZ এর লক্ষ্য FDI বিনিয়োগ বাড়ানো।
    এতে বামরাজনীতির অনুগামীরা নিও-কলোনিয়লিজম বা ফিনান্স ক্যাপিটালের শোষণ দেখতে পাচ্ছেন না তো? তাহলে আম্রিকান ও অন্যান্য বিদেশি পুঁজির অনুপ্রবেশ নিয়ে বাকতাল্লার কী হবে?
  • dc | 213.187.246.14 | ১০ জানুয়ারি ২০১৫ ২২:৩৩588849
  • রঞ্জনবাবু পার ক্যাপিটা জবের হিসেব এখানে দেখিয়েছেঃ

    http://chunauti.org/tag/national-sample-survey/

    এখানেও দেখছি প্রতি দশ হাজারে পবই এগিয়ে ছিল।
  • dc | 213.187.246.14 | ১০ জানুয়ারি ২০১৫ ২২:৩৬588850
  • এই রে আমি বাম রাজনীতির একেবারেই অনুগামী না। যে সরকার বা পার্টি চাকরি দেয় আর ইন্ভেস্টমেন্ট ফ্রেন্ডলি আমি সেই পার্টির ফেভারে।
  • s | 117.131.42.250 | ১১ জানুয়ারি ২০১৫ ০০:৩৮588851
  • এই যে লিং।
    http://www.thehindu.com/news/national/other-states/gujarat-behind-west-bengal-in-new-factory-jobs/article5948658.ece
    এতে ২০০৪ থেকে ২০১১ (৬ বছরে) পঃবঃয়ে ২৪ লাখ ম্যানুফ্যাক্টারিং জব তৈরি হয়েছে বলা হচ্ছে।

    সাম্প্রতিক ইন্ডিয়া টুডেতে ২০১১-২০১২ র পঃবঃয়ের গ্রোথের একটা তুলনা বেরিয়েছে। কোনো লিং পেলাম না। কেউ জদি দেন ভালো হয়।
  • ranjan roy | 113.240.99.126 | ১১ জানুয়ারি ২০১৫ ০০:৪৩588852
  • ডিসি,
    এইবার খ্যাল করুন আপনার লিংকে কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক কী বলছেনঃ
    West Bengal is now only 8.5% “better” than Gujarat. (Ideally, one would “normalize” the absolute numbers in this case by using some other denominator that would adjust for size of the state: perhaps its adult worker population, or something else.) That adjustment makes the analysis in the rest of the report irrelevant, in my opinion.

    In the best of all possible worlds, any reporter assigned to do a story that rests on quantitative data should have had at least a course in elementary statistics, and every editor (equipped similarly) would catch errors in data presentation and analysis with about the same failure rate as now exists for typographical errors.।
    আমি ঠিক এই কথাই বলেছিলাম তো পিটি বল্লেন আমি নাকি ঘেঁটে দিয়েছি!
    এবার আর একটা ফ্যাক্টর দরকার। বাম সরকারের লেবার ডিপার্টমেন্টের ডেটা; যাতে সেই সময়ে বঙ্গে বন্ধ কারখানার ফলে কত চাকরি গেল সেই হিসেব।
    এখন ওপরে স্পেক্টাকুলার গ্রোথ ২৪% থেকে নেমে ৮% এসেছে।
    তার থেকে বন্ধ হওয়া কলকারখানার থেকে ্চাকরি খোয়ানো সংখ্যা বাদ দিন তো পাবেন neT emplaoyamenT growth।
    এ নিয়ে বাম সর্কারেরই রিপোর্ট ছিল বুলবুলভাজায়, সম্ভবতঃ ২০১০ সালে। পাই বা সিকি যদি তুলে দেয়!
    তাহলে যে ফিগারটি দেখবেন সেটি খুব সুখের নয়। কেন?
    বন্ধ ইন্ডাস্ট্রিগুলো পুরনো , ফলে লেবার-ইনটেনসিভ, কিন্তু নতুনগুলো আধুনিক, তাই ক্যাপিটাল ইনটেনসিভ।
  • ranjan roy | 113.240.99.126 | ১১ জানুয়ারি ২০১৫ ০০:৪৯588853
  • ডিসি,
    আপনার রাজনীতি নিয়ে আমার কোনো ভুল ধারণা নেই। ঃ))))
    আমি নিজে আজ ওয়েলফেয়ার স্টেট ও মিকস্ড ইকনমির পক্ষে। আর কিছু লিবের্তারিয়ান ভ্যালুজ।
    আজকে বামেরা তাত্ত্বিক ভাবে বর্তমান ক্যাপিটালিজমের কোন ক্রিটিক খাড়া করতে পারছে না এবং সিপিএম থেকে মাওবাদী কেউই কোন অল্টারনেটিভ ফিয়েজিবল ও সাস্টেনেবল গ্রোথ মডেল দিতে পারছে না বলেই মনে করি।
    আবার আপনাদের "ট্রিকল ডাউন এফেক্ট" এও আস্থা নেই। একজন কনফিউজড পার্সন।ঃ)))
  • PM | 53.251.88.25 | ১১ জানুয়ারি ২০১৫ ০১:০৬588854
  • ১। "যে সকল ট্যাক্স ছাড়ের কথা বললেন; সব ই তো সেন্ট্রাল গভ এর পাওনা।রাজ্য তো খুব কম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা, রাজ্য এত প্যারানয়েড কেন?"

    দিদি কেনো IT-SEZ এর বিরোধীতা করছে সেটা একটা রহস্য। ওনাকে জিগ্গেস করলেই একমাত্র উত্তর পাওয়া যেতে পরে। খুব সম্ভবত নন্দীগ্রামের চুঁয়া ঢেকুর।

    তবে আমি ভেবেছিলাম , আপনি যখন এতো কিছু জানেন , এর উত্তরটা আপনার কাছেই পাবো। উল্টে আমাদেরই জিগাচ্ছেন দেখে বেশ ঘাবড়ে গেলুম ঃ)

    ২।"আই টি কোম্পানি গুলোর বেশি লাভ হলে,বেশি চাকরি; এইধারনা সঠিক নয়। কারণ কর্মী সংকোচন সব প্রাইভেট কোম্পানির ই লক্ষ্য; কারণ এতে ব্যক্তি মালিক ও শেয়ার হোল্ডার দের অধিক লাভ।" --আপনার ধারনা IT ব্যাবসা সম্পর্কে পুরো ঠিক নয়। এখানে কাঁচা মাল হলো মানুষ।লোহার উৎপাদন বাড়াতে গেলে যেমন ইরোন ওর কেনা ছাড়া উপায় নেই, IT সার্ভিস ব্যাবসায় রেভেনিউ বাড়াতে গেলে বেশী মানুষ নেওয়া ছাড়া পথ নেই। উদহন স্বরুপ ঃ একটি আইটি কোং এখন কর্মী সংকোচন করছে , কিন্তু ৫৫০০০ নতুন লোক নিচ্ছেও।

    ৩। "চাকরি বাড়ে তখনই যখন কোম্পানি বেশি অর্ডার পায়, এবং অধিক কর্মীর দরকার হয় ।"---গত ২০ বছরে নেট রেভেনিউ (ওর্ডার )কমেছে এরকম উদাহরণ বিরল। ২০০৮ এর মন্দার সময়-ও কমে নি। % গ্রোথ (রেভেনিউ/প্রফিট-এ) কমেছে।

    ৪। "আর কেন্দ্র সরকার ই বা এত ছাড় দেবে কেন, যেখানে আই টি কোম্পানি গুলো হাজার হাজার কোটি টাকা লাভ করছে।"-- এটা ভ্যালিড প্রশ্ন। এটা নিয়ে আন্দোলন করতে পারেন। কিন্তু তাতে চাকরী আসবে না।

    এবার SM বলুন যে IT কোং গুলো জমি কিনে ফেলে রেখে দিয়েছে পঃবঃ এ । তার পরে জমি নিয়ে রাজস্থানে ক্যাম্পাস খুলে হাজার হাজার চাকরী হচ্ছে। এখানে ৫০ হাজার চাকরী আঅটকে আছে। এ ব্যাপারে আপনার কি বক্তব্য?
  • s | 117.131.42.250 | ১১ জানুয়ারি ২০১৫ ০১:২০588855
  • আইটি কোম্পানির SEZ কয়েকটি বহুল প্রচলিত ঘাপলা।
    নতুন চাকরীঃ হিসেবমত SEZ য়ে কর্মীসংস্থান হবে ৮০-২০ রেশিওতে। ৮০% নতুন চাকরী ২০% পুরোনো কর্মী। এটা মিনিমাম। বাস্তবে এই হিসেবটা ৬০-৪০ য়েও চলে যায়। হিসেব ঠিক করার জন্য নানাবিধ উপায়, যেমন কন্ট্রাক্টরকে এম্প্লই হিসেবে দেখানো, অন্য শহর থেকে আসা কর্মীকে নতুন চাকরী দেখানো, গ্রুপের অন্যান্য কোম্পানির থেকে বদলি হয়ে আসা কর্মীকে নতুন কর্মী দেখানো ইঃ কমন প্রাক্টিস।
    তারপর, নিয়ম অনুযায়ী এই নতুন কর্মসংস্থান বছর বছর দেখাতে হবে। অর্থাৎ ২০১১ থেকে ২০১৬ যদি কর ছাড় পায়, প্রতি বছর নতুন কর্মসংস্থান হচ্ছে দেখাতে হবে। তার জন্য লিখিত বা অলিখিত নিয়ম আছে যে এক / দেড় বছর কাজ করা সেজ এম্প্লয়িকে আর নতুন চাকরীর ক্যাটাগরিতে ফেলা যাবে না। কিন্তু 'স্পেশ্যাল স্কিল নিড', 'ট্রেনিং' ইত্যাদি হাবিজাবি ক্যাটাগরিতে ফেলে বহু কর্মীকে বছর বছর নিঊ জব দেখানো হয়। আসলে হয়ত রিসোর্স প্রোজেক্টে পুরোদমে কাজ করছে। কিন্তু খাতায় কলমে সে ট্রেনিং য়ে আছে, সুতরাং যদ্দিন ট্রেনিং শেষ না হয়ে সে কোম্পানির প্রোডাক্টিভ লেবার হচ্ছে তদ্দিন সে নিউ জব।

    প্রোজেক্টঃ নিয়ম অনুযায়ী শুধু NN প্রোজেক্ট সেজে আসতে পারে। এখানে একটু বুঝিয়ে দি (EE প্রোজেক্টঃ Existing customer existing project, EN: Existing customer new project, NN: New customer new project)। বাস্তবে কর বাঁচাবার জন্য প্রচুর EN প্রোজেক্ট সেজে নিয়ে আসা হয়। সেটা করার জন্য লিগাল আর ফিন্যান্সকে বিস্তর মাথা ঘামাতে দেখেছি, আসল কায়দাটা জানা নেই।

    ফায়ারিংঃ চাকরী খাওয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম কানুন আছে। ফায়ারিং বা ইনভলান্টারি এক্সিটের ফিগারগুলো সেজের কিছু লিমিটের মধ্যে থাকবে এরকম কিছু আছে। সেই জন্য অধিকাংশ ক্ষেত্রে যাকে ফায়ার করা হচ্ছে তাকে নিজেকেই রেজিকনেশন দিতে বলা হয়, নয়ত এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়া হবে না, রেকেমেন্ডশন লেটার দেওয়া হবে না এসব বহুবিধ ধমকি চলে। জনতাও ফালতু ক্যাও না বাড়িয়ে রেজিকনেশন মেরে দেয়।

    অ্যাসেটঃ নিয়ম অনুযায়ী সেজের সব অ্যাসেট, আলপিন থেকে এলিফ্যান্ট অবধি সেজকে কিনতে হবে এবং তা ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ম অনুযায়ী হবে। সাধরনতঃ সব সেজ ডিভাইসের একটা সেজ কার্ড থাকে যা একটা কাস্টমস নং বহন করে। যেহেতু এগুলো এভাবে কেনা তাই বাজারের দামের থেকে কম লাগে। বাইরের কেউ সেজে নিজের ল্যাপটপ ইঃ নিয়ে ঢুকতে পারবে না। জমা করতে হবে এবং সেজে থাকাকালীন সেজের সম্পত্তি ব্যবহার করতে হবে। বাস্তবে এই নিয়মের গুস্টির ষষ্ঠীপুজো করা হয়। নয়ত কোম্পানির বড় বড় ন্যাতা সিইওদের কাছ থেকে যদি তাদের ল্যাপটপ কেড়ে নেওয়া হয় পুরো বলাৎকার হয়ে যাবে। তাই 'এক্সেপশানাল অ্যাপ্রুভালের' প্রভিশন আছে। আর এটা এক্দম চালুনির পশ্চাদ্দেশের মত। ল্যাপটপ, প্রিন্টার, প্রোজেক্টর হ্যান ত্যান সব নদীর মত প্রবেশ করে এবং যাবজ্জীবন সুখে কালাতিপাত করে। এমনও আছে ছোটখাটো ৩০-৪০ জনের প্রোজেক্ট নোন-সেজ অ্যাসেট দিয়ে সেজে দিব্যি নেমে পোম্যার গালের হাসি ও প্রোজেক্টের পিপির (profit percentage) শরীরকে মধুর করে দিয়েছে।

    আরও আছে।
  • s | 117.131.42.250 | ১১ জানুয়ারি ২০১৫ ০১:২৬588857
  • * নন-সেজ

    দমুদি, অপ্পন, অরিজিৎ, সিকিরা আরও ভালো বলতে পারবে।
  • PT | 213.110.243.23 | ১১ জানুয়ারি ২০১৫ ০৮:৪৯588858
  • আমি যদিও বড়-মেজ-সেজ বিশেষ বুঝি না তবু জানতে ইচ্ছে যায় যে বড়-দা ও মেজ-দার অনুপস্থিতিতে সেজ-দাকে ছেড়ে বাঁচা যায় কিনা?

    অর্থাৎ কিনা বিপ্লব-দা যতক্ষণ না আসছে আর যতক্ষণ না পাড়ায় পাড়ায় বিড়ি বাঁধার মত শ্রমনিবিড় কর্মোৎসব তৈরি হচ্ছে ততদিন ছেলেপুলেরা খাওয়ার পয়সা কি করে যোগাড় করবে?
  • Arpan | 125.118.73.250 | ১১ জানুয়ারি ২০১৫ ০৯:১২588859
  • কেলো করেছে। আমি সেজের আইনকানুন নিয়ে কিস্যু জানি না। কন্ট্রাক্ট, অ্যাডমিন আর লিগাল টিম এইসব দেখে।
  • * | 92.145.223.96 | ১১ জানুয়ারি ২০১৫ ০৯:১৭588860
  • eto tension koren keno mosai ra? Club silpo hochche to, notun kore 105 crore er investment ki fele deben naki?
  • cm | 127.247.113.74 | ১১ জানুয়ারি ২০১৫ ০৯:৩০588861
  • সেই, কিচ্ছু করতে হবেনা, শুধু একখান কেলাব খুলে ফ্যালেন।
  • !! | 59.207.249.211 | ১১ জানুয়ারি ২০১৫ ১০:৩৫588862
  • s জানিনা কোন কোম্পানীর কথা লিখেছেন -আমি বেশ কিছু বড় বড় কোম্পানীর কথা জানি -সেজের নিয়ম বেশ শক্ত। ট্রাসফ্যারের ৮০ঃ২০ কোটা রীতিমত মানা হয় এবং প্রতি মাসে রিপোর্ট করতে হয়। সেজের অ্যাসেট সেজেই থাকে এবং অন্যদের সেজে আসতে হলে পারমিশান নিয়ে আসতে হয় যা ট্র্যাক করা হয়। এছাড়া সেজের অ্যাক্সেস অন্যদের জন্য রেস্ট্রিকটেড। এই কড়াকড়া গুলি খুব মানা হয়।
    আমার কাছে ওনার বক্তব্য বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, কারণ আমি যে সব জায়গায় দেখেছি এগুলি মানতেই দেখেছি।
  • sm | 233.223.157.56 | ১১ জানুয়ারি ২০১৫ ১০:৪৬588863
  • পিটির, উপরের পোস্ট একজন দিশাহীন বামপন্থীর মত শোনাচ্ছে। যেকোনো উপায়ে কৃষকদের জমি কেড়ে; থুড়ি অধিগ্রহন কর। শিল্পপতিদের বিপুল কর ছাড় দাও। সেজদা কে যে কোনো ভাবে তোষামোদ কর, তাতে বড়দা, মেজদা অনাহারে থাকলেও ক্ষতি নেই। শিল্পপতিরা মিলে জুলে দেশে একটা জনগণতান্ত্রিক বিপ্লবদা কে হাজির করবেই।
  • PM | 53.251.88.25 | ১১ জানুয়ারি ২০১৫ ১১:১৩588864
  • নিয়ম থকলে তা ভাঙার প্রবনতা থাকবেই। ত্রাফিক আইন ভাঙা হয় বলে কি রাস্তয় চলা বন্ধ করে দিয়েছেন?

    s যা বলেছেন তার বেশীটাই ঠিক নয়-

    ১। আমার কোং এ সমস্ত পারসোনাল অ্যাসেট ID কার্ড এর সাথে ট্যাগ্ড। মানে একটা লোক যখন কার্ড সোয়াইপ করে ঢুকছে অফিসে তখন তার ল্যাপটপ , ডঙ্গল-ও রেজিস্টার হচ্ছে। দিনের শেষে যখন সে বেরোচ্ছে তখন সেগুলো-ও বেরোচ্ছে সিস্টেম থেকে।

    ২। প্রজেক্ট এর SEZ যোগ্যতা নিয়ে s যা বলেছেন তা নিয়েও সন্দেহ আছে। মানে শুধু NN প্রজেক্ট-ই সেজযোগ্য- এই তথ্য সম্ভবতঃ ঠিক নয়। আমার ধারনা যেকোনো নতুন এক্স্পোর্ট কনট্র্যক্ট এ সেজ যোগ্য। আমার আন্ডার এর প্রজেক্ট্গুলো-র ফাইন্যান্স/লিগাল অনুমোদন আমি-ই করাই। সেই সুত্রেই এই ধারনা। আমার একটা প্রজেক্ট এর কন্ট্র্যাক্ট প্রতি বছর নতুন করে হয়। দু বছর আগে নতুন কন্ট্র্যাক্ট করর সময় ওটা SEZ হিসেবে করা হয়। আমার মনে হয় না এটা আইন বিরুদ্ধ

    ধরুন আমার একটা কেমিকাল প্ল্যান্ট আছে SEZ এর বাইরে। BP আমার এক্সিস্টিং আর একমাত্র কাস্টোমার। ব্যাবসা বাড়ায় আমি দ্বিতীয় প্ল্যান্ট করলাম SEZ এ। সেখান থেকে কি আমি BP র নতুন অর্ডার ক্যাটার করতে পারবো না? s কি এটাই বলতে চাইছেন? সেক্ষেত্রে রেফারেন্স দেখান প্লিজ।

    ৩। প্রজেক্ট স্পেসিফিক পারচেস হয় প্রজেক্ট নং এর ওপোর। SEZ এর প্রজেক্ট এর প্রজেক্ট নং আলাদা। ঐ প্রজেক্ট এর সমস্ত পারচেস রিকোএস্ট আর তার কস্ট বূকিং ঐ SEZ প্রজেক্ট নং এর রেফারেন্স এ হয়। তাই সম্পুর্ন ভাবে সিস্টেমে ট্র্যাকেবল । সব কিছু ঘাপলাতেই চলছে s এর এই ধারনা ঠিক নয়।

    এই রকম নেগটিভ চিন্তা ভাবনার জন্যই আজ বাঙালীদের এই হাল। আমরা নিজের কাজটা ছাড়া বাকী সবকিছুতেই অতিবোদ্ধা
  • | ১১ জানুয়ারি ২০১৫ ১১:২০588865
  • এইরে! sez এর নিয়ম নিয়ে খুব একটা কিছু জানি না। লেবার ল এখানে বলবৎ নয়। তা সে তো আইটিতে এমনিই বলবৎ নয়। সেই নারায়ণমূর্তির ব্যাগড়া দেওয়া ইত্যাদির গল্প। কিন্তু সে তো খানিক অন্য গল্প, সরাসরি SEZ এর সাথে যুক্ত নয়।

    অ্যাসেট রিলেটেড ঝামেলা একবার ফেস করেছি, যখন কলকাতায় বিআইপিএল থেকে অফিস ডিএলেফ-২ এ গেল। আমাদের ইউনিটের ডেস্কটপ ও ল্যাপটপ সব ক্লায়েন্টের দেওয়া এবং তাদেরই নেটওয়ার্কে সরাসরি কানে৩ক্ট হত। তা, সেই নিয়ে নাকি ডিএলেফ-২ তে ঢোকা যাবে না। ডেস্কটপ মুভমেন্টের সময় ক্যাচাল হয়েছিল। অ্যাডমিন আর নেটওয়ার্ক সিকুরিটি গ্রুপ সেটা হ্যান্ডেল করে। আমাদের ইউনিট এক সপ্তাহ বাদে মুভ করে। ডেস্কটপ বদলে দেয় আর ল্যাপটপগুলো একই থাকে। কিছু ক্লয়েন অ্যাপ্রুভাল আর মুভ করার পরে একবার ক্লায়েন অডিট হয়েছিল।

    এই 'মদ ও মেয়েমানুষের' গল্প সম্বন্ধে আমি কিছু দেখি বা শুনি নি কোনওদিন।
  • | ১১ জানুয়ারি ২০১৫ ১১:২৩588866
  • পিএমের ২ নঙে একমত। আমার একটা এক্সিস্টিং প্রোগ্রামের নতুন প্রোজেক্ট ঐভাবেই করিয়েছি ২০১৩র এপ্রিলে। কিছু সমস্যা হয় নি। মানে কোথাও কোনও 'ম্যানেজ' বা 'যুগাড়' করার গল্প ছিল না বলেই জানি।
  • dc | 213.187.246.117 | ১১ জানুয়ারি ২০১৫ ১১:৩৭588868
  • "এই রকম নেগটিভ চিন্তা ভাবনার জন্যই আজ বাঙালীদের এই হাল। আমরা নিজের কাজটা ছাড়া বাকী সবকিছুতেই অতিবোদ্ধা"

    PM এর এই লেখাটা পড়ে খুব হাসলাম। সেই যে সিঙ্গুরে গাড়ি কারখানা বানাতে কতো জমি লাগবে তাই নিয়ে নানান এক্সপার্টদের মন্তব্য মনে পড়ে গেল :p থিয়েটার আর সিনেমা জগতের লোকেরা মন্তব্য করছেন গাড়ি কারখানা কতো একর জমিতে হওয়া উচিত, সে এক ঐতিহাসিক মুহূর্ত :d
  • PM | 53.251.88.25 | ১১ জানুয়ারি ২০১৫ ১১:৩৯588869
  • আলোচনা হচ্ছিলো চাকরী নিয়ে, সেটা ডাইভার্টেদ হলো আইনী সমস্যা সমাধানে, আর বামপন্থার শুদ্ধতা নিয়ে। বাঙলায় চাকরী সত্যি ভেসে যাচ্ছে এটা বুঝতে অসুবিধা হচ্ছে না। জব ক্রিয়েসনটা এক্কেবারে লস্ত প্রায়োরিটি হক্কলের
  • sm | 233.223.157.56 | ১১ জানুয়ারি ২০১৫ ১১:৫০588870
  • আপনি আপনার মত করে যুক্তি দিয়ে বলুন না। খামকা বাঙালি নিয়ে টানাটানি কেন? ধরে নেওয়া যায় আপনিও বাঙালি!নিজেকে বিপের মত নিপাতনে সিদ্ধ না ভাবলেই কি নয়?
  • sm | 233.223.157.56 | ১১ জানুয়ারি ২০১৫ ১১:৫৭588871
  • THE PROS:

    * Boost economic growth
    * Employment generation.
    * Rise in exports.
    * Attract Foreign investors.
    * Make Indian and foreign firms more competitive.
    * Attract global technology and manufacturing skills.

    THE CONS:

    * Loss in revenue due to special incentives offered
    * May result in land scams
    * Too many small SEZs, even China has few, large SEZs
    * May force non-SEZs units to shift to SEZs.
    * Create powerful and regional private monopolies
    * Shift focus on exports from serving the local markets.
  • - | 109.133.152.163 | ১১ জানুয়ারি ২০১৫ ১২:০৬588872
  • "... বিপের মত নিপাতনে সিদ্ধ ...?" কোনও কথা হবে না! অসা :-D
  • sm | 233.223.157.56 | ১১ জানুয়ারি ২০১৫ ১২:০৯588873
  • আগে একটা লিংক দিয়েছিলাম, ওড়িশায় , ভারতে অন্ধ্রের পরেই সবচেয়ে বেশি SEZ এপ্রুভ হয়েছে; কিন্তু ওই স্টেট এর বিশেষ উন্নতি হয়েছে বা সুফল পেয়েছে এমন তো জানা নেই।
    http://en.wikipedia.org/wiki/List_of_Special_Economic_Zones_in_India
  • PM | 53.251.88.25 | ১১ জানুয়ারি ২০১৫ ১২:১৮588874
  • আত্ম সমালোচনায় অসুবিধা কি? ডিনায়াল মোডে থাকার অভ্যেস অমার নেই। বালিতে মুখ গুঁজে থাকলে বিপদ দেখা যায় না বতে কিন্তু বিপদ কেটে যায় না
  • !! | 59.207.249.211 | ১১ জানুয়ারি ২০১৫ ১২:৩১588875
  • sm - বিয়ে করলেও ওরকম Pros আর Cons আছে, তাবলে কি লোকে বিয়ে করবে না?ঐ ভাবে একটা জিনিষকে দাগান যায় না।
    আমি যথেষ্ট দায়িত্ব নিয়ে বলছি সেজ নিয়ে ঐ রকম ঘাপলা হয় না বড় কোম্পানীতে।
  • lcm | 118.91.116.131 | ১১ জানুয়ারি ২০১৫ ১২:৩২588876
  • হেইডা কি ব্যাপার? টুইটার লিংক পাঠাইসে একজনায় --


    হেইডার টুইটার পাতা হইল গিয়া হেইখানে
    https://twitter.com/newsflicks/status/553521638797746176/
  • PT | 213.110.246.230 | ১১ জানুয়ারি ২০১৫ ১২:৩৮588877
  • "পিটির, উপরের পোস্ট একজন দিশাহীন বামপন্থীর মত শোনাচ্ছে"
    দয়া করে দিশার সন্ধান দিন।
    মানে এখন যাদের বয়স ২০-২৫-এর মধ্যে, খুব বেশী হলে BA/BCom/BSc-র বেশী পড়াশুনো করেনি তারা কি করে পয়সা রোজগার করবে?
    আমি (এবং আপনিও) যে কোন সরকারের আমলেই বেঁচে থাকব দিব্য-সেই হিসেবে আমার বিশেষ দিশার প্রয়োজন নেই।

    "ভারতে অন্ধ্রের পরেই সবচেয়ে বেশি এপ্রুভ হয়েছে; কিন্তু ওই স্টেট এর বিশেষ উন্নতি হয়েছে বা সুফল পেয়েছে এমন তো জানা নেই।"
    এই উন্নতিটা নির্ভর করে সরকারের রাজনৈতিক অবস্থানের ওপরে। যেকারণে গুজরাটে এত ইন্ভেস্টমেন্টের পরেও HDI-তে ওপরে উঠতে পারেনি। কাজেই শুধুমাত্র এই তথ্যের ভিত্তিতে সেজ-দার বিরোধীতা করা যাবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন