এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান! (২)

    সে
    অন্যান্য | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ | ১০৬৬৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ন্যাড়া | 172.233.205.42 | ১২ জানুয়ারি ২০১৫ ১২:২১588913
  • বাব্বা, পিএম দেখছি খুব রেগে গেছেন! দেড়খানা বাক্য লিখতে গিয়ে বানানের সিপিয়েম করে ছেড়েছেন। নিজের ডায়েট থেকে বিচুটিটা বাদ দিন, দেখবেন শুধু আমি কেন, সমগ্র জগত সুস্থ হয়ে উঠেছে।
  • PM | 122.79.37.39 | ১২ জানুয়ারি ২০১৫ ১৩:১২588914
  • একটাই ইচ্ছা ন্যাড়া দ্রুত সুস্থ হয়ে উঠুন ঃ)। আর এই বাংলার এই স্বর্নযুগ উপভুগ করুন ঃ)
  • সিকি | 135.19.34.86 | ১২ জানুয়ারি ২০১৫ ১৩:১৭588915
  • আপনেরা ডাগদার দ্যাখান, ওদিকে মুকুল রায়ের ডাক পড়েছে ছিবিআইয়ের আপিসে। দেখুন আজ দিনের সেশে কী হয়।
  • d | 144.159.168.72 | ১২ জানুয়ারি ২০১৫ ১৩:৩৫588917
  • তাড়াহুড়ো নয়, উটি হল গিয়ে বে**
    ;-)
  • ঊমেশ | 118.171.128.168 | ১২ জানুয়ারি ২০১৫ ১৩:৩৬588918
  • সিবিআই কিন্তু একদম বাধ্য ছাত্র'র মতো দিদি'র বানিয়ে দেওয়া সিরিয়াল নম্বর হিসাবে সবাই কে ডাকছে। একদম ভুলচুক নেই।
    কুনাল, টুম্পাই, মদন, মুকুল
  • সিকি | 131.241.127.1 | ১২ জানুয়ারি ২০১৫ ১৩:৪২588919
  • হ্যাঁ, আজ নয়। আমি আসলে লানচে গিয়ে আইবিএন চ্যানেলে খবরটা দেখেই প্রথমে এসে পোস্ট করেছি। আবাপানন্দের খবরটা তারপরে পড়েছি।
  • PM | 122.79.37.39 | ১২ জানুয়ারি ২০১৫ ১৩:৫৩588920
  • ন্যাড়ার স্বর্ন যুগ আরেকটা স্বর্ন ডিম্ব প্রসব করতে চলেছে ঃ)
  • সিকি | 135.19.34.86 | ১২ জানুয়ারি ২০১৫ ১৩:৫৬588921
  • কিন্তু সিরিয়াল নম্বর তো শুরু হয়েছিল "আমি" দিয়ে। আমি চোর? কুণাল চোর? ইত্যাদি।
  • PM | 122.79.37.39 | ১২ জানুয়ারি ২০১৫ ১৪:০১588922
  • ওটা সিবিআই সার্কুলার রেফারেন্স হিসেবে ধরেছে। পুরো গোল চক্কর ঘুরে "আমি" তে শেষ করবে ঃ)
  • PT | 213.110.243.23 | ১২ জানুয়ারি ২০১৫ ১৪:০৮588924
  • "PT একটু ভুল করছেন। যে প্রফ রিপোর্টটার সমালোচনা করেছেন, দেখুন উনি সব কটা রাজ্যেরই পার ক্যাপিটা হিসেব কষে দেখিয়েছেন। পব আর গুজরাট দুটোরই পার ক্যাপিটা হিসেব আছে।"

    PT সেটা দেখেছে। কিন্তু PT সেটাই RR-এর কাছ থেকে শোনার চেষ্টা করে যাচ্ছে!!
    এটা আসলে বহু প্রাচীন সিপিএম বিরোধীতার কারণে একধরণের রাজনৈতিক কোষ্ঠকাঠিন্য।
  • !! | 59.207.249.211 | ১২ জানুয়ারি ২০১৫ ১৫:২৩588925
  • ন্যাড়ার সার্বিক স্বাস্থ্যের উন্নতি কামনা করলাম
  • রুদ্র | 212.78.238.90 | ১২ জানুয়ারি ২০১৫ ২০:০৭588926
  • অফফ ওই ভিডিও টা কিছুতেই পাচ্ছিনা ... সেই মহান ভবিষ্যৎ বানী টার

    কুণাল চোর? মদন চোর? টুম্পাই চোর? আমি চোর? মুকুল চোর? আর তোমরা সব সাধু?

    কেও লিঙ্ক টা দিলে ভাল হত ...
  • ranjan roy | 24.99.200.193 | ১২ জানুয়ারি ২০১৫ ২৩:১৬588927
  • পিটি দেখেছে, কিন্তু RR এর থেকে শোনার চেষ্টা করে যাচ্ছে।
    ভাই কেন করে যাচ্ছে? আমি কি পাপ করেছি?
    আমি কেমিস্ট্রির ক জানিনে, কিন্তু ইকনমিক্সের এবিসিডি জানি। কেন ধরে নিচ্ছেন যে আমি না দেখে বলছি?

    যখন বলেছি যে তুলনা করতে হলে লেভেল গ্রাউন্ডে করতে হয়। অর্থাৎ একই কালখন্ডে রাজ্যগুলোকে একই প্যারামিটারে এনে বিচার করতে হয়। তার মানে কি?
    নইলে ইস্ট টিমর আর আম্রিকার গ্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা হবে।
    পিটি দেখবেন, যখনই ন্যাশনাল ইনকামের তুলনাত্মক আলোচনা হয়, তখন শুধু গ্রস ইনকাম নয়, নেট ন্যাশনাল ইনকাম এবং পার কাপিটা ইনকাম নিয়ে আলোচনা হয়। সেটাই বোঝাতে চেষ্টা করছি।
    কিন্তু আপনি সেই বৃন্দা কারাতের ব্লগ, টিভিতে ঋতব্রতর ডেটা ও জয়প্রকাশের চুপ থাকা এবং হিন্দুতেই আটকে রইলেন!!!
    এবার বলুন , মমতা প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বলছেন, এবং ডেটা ( লিখিত) দিয়ে যে এবছর গ্রোথ রেটে বঙ্গ গোটা দেশের গড়ের থেকে কয়েকগুণ এগিয়ে আছে।
    কী বলবেন?
  • ranjan roy | 24.99.200.193 | ১২ জানুয়ারি ২০১৫ ২৩:২৩588928
  • পিএম,
    একদম ঠিক কথা।

    তাই প্রশ্ন হল যে পরিমাণে পুরনো বন্ধ হয়ে জব কমছে, নতুন জব সেই পরিমাণে শুধু নয়, তার চেয়ে বেশি পরিমাণে বাড়ছে কি না!
    ( ঠিক যে ভাবে জনসংখ্যা বৃদ্ধি ক্যালকুলেট করা হয়।)
    নইলে বেকারি প্রতিবছর বাড়বে।
    কাজেই নতুন জব ক্রিয়েট হচ্ছে যদি অ্যাবসলুট ফিগারে বলা হয় তাহলে সেটা ইকনমিক্সের আলোচনায় অর্থহীন,কোন তাৎপর্য্য বহন করে না।
    না ইভ্যালুয়েশনে, না পলিসি নির্ধারণে।
    এটাই বলতে চাইছি।

    ঠিক যদি বলি এ বছর ইস্ট টিমর বলে রাষ্ট্রের ন্যাশনাল ইনকাম বৃদ্ধির চেয়ে আম্রিকার ন্যাশনাল ইনকাম অ্যাবসলুট টার্মে একশ গুণ বেড়েছে, সেটা যেমন অর্থহীন।
  • pi | 116.218.181.35 | ১৩ জানুয়ারি ২০১৫ ০০:৩০588929
  • "PT একটু ভুল করছেন। যে প্রফ রিপোর্টটার সমালোচনা করেছেন, দেখুন উনি সব কটা রাজ্যেরই পার ক্যাপিটা হিসেব কষে দেখিয়েছেন। পব আর গুজরাট দুটোরই পার ক্যাপিটা হিসেব আছে।"

    PT সেটা দেখেছে। কিন্তু PT সেটাই RR-এর কাছ থেকে শোনার চেষ্টা করে যাচ্ছে!!

    ------

    ভাঙবে তবু ইঃ ইঃ ঃ)
  • SC | 34.3.17.255 | ১৩ জানুয়ারি ২০১৫ ০৬:১৫588931
  • রাজনীতির পর্যবেক্ষক হিসেবে আমার কাছে এখন দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন।
    ১) মমতা কবে পদত্যাগ করছেন?
    আমার উত্তর: তিন থেকে চার মাসের মধ্যে।
    ২) প: ব: র পরের মুখ্যমন্ত্রী কে?
    আমার উত্তর: তথাগত রায়।

    এবারে আপনারা উত্তর লিখুন।
  • dc | 229.91.136.6 | ১৩ জানুয়ারি ২০১৫ ০৭:৫৮588932
  • "রাজনীতির পর্যবেক্ষক হিসেবে আমার কাছে এখন দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন।
    ১) মমতা কবে পদত্যাগ করছেন?
    আমার উত্তরঃ তিন থেকে চার মাসের মধ্যে।"

    SC, আমি এতোটা নিশ্চিত নই। যাদবপুর আন্দোলন সামলে মমতা আর একবার দেখিয়ে দিলেন উনি রিয়েলপলিটিক যথেষ্ট ভালো জানেন। অবশ্য উল্টোদিকে মোদী-অমিত শাহ, তবুও লড়াইটা হবে সেয়ানে সেয়ানে।
  • PT | 213.110.246.22 | ১৩ জানুয়ারি ২০১৫ ০৮:৪৭588933
  • RR
    আমি আসলে সব কিছুই কম কম বুঝি-এমনকি কেমিস্ট্রিও। তবে কেমিস্ট্রি হাতে-নাতে প্রমাণ করা যায় কিন্তু ইকনমিক্স রাজনীতির সঙ্গে সম্পর্কিত হওয়ায় অনেক সময়েই আদ্দেক শুন্য/ভর্তি গেলাসে এসে আটকে যায়। যে কারণে বিবেক দেবরায়কে ভাড়া করে তিনোরা পব-র ওপরে আর্থিক রিপোর্ট লিখিয়েছিল। কাজেই আপনি কোন দৃষ্টিকোণ থেকে লিখছেন সেটা খুব পরিষ্কার নয়। তবে বিবেকের চাইতে বেশী ভাল লিখতে পারেননি সেটা বলতে পারি। তবে আমি ছাড়াও আরো অনেক ইকনমিক্স না বোঝা নির্বোধ আছে ভারতে জেনে ভাল লাগছেঃ
    West Bengal emerges as the leader in generating SME jobs: Assocham
    http://articles.economictimes.indiatimes.com/2012-07-24/news/32827963_1_sme-units-sme-sector-margin-money

    আর মমতার দাবী সত্যি হলে মানতে হবে বৈকি। তবে সেটা সত্যি হলেও শুধু তিন বছরেই এই কাজটি তিনো সরকার সেরে ফেলেছে সেটা ভাবার কোন কারণ নেই। বামেরা যেখানে ছেড়ে গিয়েছিল মোটামুটি ভাবে সেটাই এই সরকার চালিয়ে যাচ্ছে।

    pi
    ভাঙ্গা বা মচকানোর কিছু নেই। আপনার চিন্তাধারার প্রচার চালিয়ে যান আর অতীতে যেমন তিনোর কাজে লেগেছেন সেভাবে বিজেপির হাত শক্ত করতে থাকুন।

    "রিয়েলপলিটিক?"
    মুখ্যমন্ত্রী VC-র পদ্ত্যাগ ঘোষণা করা কোনো পলিটিক হল? কারা যেন এই ফোরামে বাম সরকারের শিক্ষাজগতে হস্তক্ষেপ নিয়ে বিষোদ্গার করত?
  • sm | 233.223.159.109 | ১৩ জানুয়ারি ২০১৫ ০৯:০১588935
  • স্মল এন্ড মিডিয়াম সেক্টর, মানে তো আপনার কাছে শ্রমনিবিড় বিড়ি শিল্প। তা এযাত্রা, এটাই আপনার মুখ রক্ষা করলো, কি বলেন !
    আর মমতা সরকার ভালো পারফরমান্স দেখালে, সেটা বাম সরকারের ফেলে যাওয়া সোনার গহনার দ্যুতি আর খারাপ পারফরমান্স মানে গুড়ের কলসি তে বালি ফেলা তাই তো?
  • cm | 127.247.115.174 | ১৩ জানুয়ারি ২০১৫ ০৯:০২588936
  • "যাদবপুর আন্দোলন সামলে" সেকি, শ্লীলতাহানির ফয়সালা হয়ে গেছে?
  • podo | 24.96.48.204 | ১৩ জানুয়ারি ২০১৫ ০৯:০৮588937
  • তোদের চৈতন্য হোক
  • adhuli | 190.148.69.210 | ১৩ জানুয়ারি ২০১৫ ০৯:১১588938
  • মমতা পদত্যাগ কেন করবেন-? মেগালমানিয়াক-রা পদত্যাগ করে না, ওদের কে পেছনে পদাঘাত করে তাড়ানো হয়। এখানেও সেটাই হতে চলেছে। তবে যে সাম্প্রদায়িক আগুন মমতা জ্বলিয়ে দিয়ে গেলেন, সেটা সহজে নেভার নয়। BJP কে গালাগালি দিয়ে কোনো লাভ নেই, এই নোংরা কাজটা মমতার নিজের হাতে শুরু করা। খাল কেটে রাখলে কুমির আসবেই। আর বামদের পিঠ তো বেঁকে-ই গেছে, সুতরাং লোকে যদি BJP -কে প্রপার অল্টারনেটিভ ভাবে, তাতে দোষের কি-? শুধু সাম্প্রদায়িকতার জুজু দেখাবেন না প্লিয়াসে, ভিয়াবল, প্রপার ইকোনমিক অল্টারনেটিভ দেখান। যদি মোদির পলিসি ব্যর্থ হয়, ২০১৯ এ লোকে তার জবাব দেবে, ২০১৬ সেটার জায়গা নয়। শেষ বাম মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব যে একটা অল্টারনেট পথে চলতে চেয়েছিলেন, সেটা কিন্তু মোদির রাস্তা থেকে অন্য কিছু নয়। তিনি নিজেই এখন নিজের দল-এ ব্রাত্য, পার্টি-টা চালায় প্রকাশ কারাট-এর মত কিছু মাথামোটা। সুতরাং শুধু বাম-বন্দনা তে আর BJP -জুজুতে আর চিড়ে ভিজবে না।

    তবে ইতিহাস মমতা-কে মনে রাখবে সার্বিক অপদার্থতার জন্য। অসাধারণ। একজন যে সর্বঘটের কাঠালী কলা হতে গিয়ে সব কিছু এক সাথে ছড়িয়ে ফেলতে পারে, তার এ রকম উত্কট উদাহরণ বেশি পাওয়া যাবে না।
  • dc | 229.91.136.6 | ১৩ জানুয়ারি ২০১৫ ০৯:৩০588939
  • cm, যেকোন আন্দোলনের একটা প্রেসার পয়েন্ট থাকে। যেমন ধরুন লোকপাল বিলের আন্দোলন আর আন্নার অনশন। আমি যতোটুকু বুঝেছি, যাদবপুরের ছাত্র আন্দোলনের প্রেসার পয়েন্ট ছিল VCর অপসারন। ওটাই ওদের আন্দোলনের সিম্বল ছিল। মমতা সেই পয়েন্টটা মেনে নিয়ে মেন প্রেসার পয়েন্টটা সরিয়ে দিল। আগের দিনই লিখেছিলাম যে সরকারের ভাবমূর্তি ভিসির ভাবমূর্তির থেকে বড়ো, মমতা ঠিক সেটাই করে দেখালেন। এবার এই শ্লীলতাহানি বা আরো কিছু দাবী যা আছে সেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ দাবী, মমতার হস্তক্ষেপ লাগবেনা। ওগুলো ইউনি হ্যান্ডল করবে, নতুন VC যিনি আসবেন তিনি হ্যান্ডল করবেন। সেসব মিটতে অন্তত আরো ছ-সাত মাস। আপাতত মমতা প্রেসার কুকার থেকে স্টিম বার করে দিয়েছেন।
  • cm | 127.247.115.174 | ১৩ জানুয়ারি ২০১৫ ০৯:৩২588940
  • আধুলি-র সাথে কিছু ক্ষেত্রে সহমত, কিছু ক্ষেত্রে নয়। "আর বামদের পিঠ তো বেঁকে-ই গেছে" অর্থহীন কথা বলে মনে হয়। সংসদীয় ব্যবস্থায় একটি ফ্রন্ট ৩৪ বছর ক্ষমতায় ছিল সেটাই অবাক হওয়ার মতন ঘটনা। পিঠ কিছু বেঁকেনি, অন্য অল্টারনেটিভ থাকলে আসুক না। তবে শুধু হাওয়া তুলে নয় সবাই সবার নীতিগুলি স্পষ্ট করে বলুন। মন্দ খাবার না খেলে আর ভালর ভালত্ব বোঝা যাবে কি করে?

    "শেষ বাম মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব যে একটা অল্টারনেট পথে চলতে চেয়েছিলেন, সেটা কিন্তু মোদির রাস্তা থেকে অন্য কিছু নয়।" এটা কি সেই "দাড়ি" সংক্রান্ত ইন্ডাকশনের মতন কোন যুক্তিতে!
  • cm | 127.247.115.174 | ১৩ জানুয়ারি ২০১৫ ০৯:৩৫588941
  • dc শ্লীলতাহানির বিচার পেলেই আমি খুশি। বাকিটা আমার কাছে অকারণে খুঁচিয়ে তৈরি করা ঘা,ও নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই। তবে রাজ্যের বেকার জনতার কাছে পরামর্শ আছে, হোক অনশন।
  • PM | 233.223.154.204 | ১৩ জানুয়ারি ২০১৫ ১০:৩৭588942
  • dc একটা ঘটনা, যা সহজেই শুরুতে হ্যন্ডেল করা যেতো, সেটাকে এই লেভেলএ বাড়তে দেওয়াটা আর তাতে লেজে গোবরে হওয়াটা মমতা প্রাশাসনেরই ব্যর্থতা। বুদ্ধদেব সিঙ্গুরে যেরকম ছড়িয়েছিলো আজকের যদুপুর আমার মতে তারই এক
    মিনিয়েচর সংস্করন।

    আমি এটাকে অন্যভাবে দেখছি। মমতা সাংঘাতিক একগুঁয়ে। 3.5 বছরে এটা প্রথম পিছিয়ে আসার ঘটনা। সিঙ্গুর আন্দোলনের সময় চুড়ান্ত চাপেও তিনি পেছন নি। আমি ভাবছি ওনার ওপোর বর্তমান চাপটা কোন মাত্রার বলে এটা সম্ভব হলো!!!

    আমার কাছে এটা দিদির শক্ত ডিফেন্স-এ প্রথম ফাটল। এই পরিমান চাপ বজায় থাকলে পুরো দুর্গটাই ভেঙে পড়ার সম্ভাবনা
  • adhuli | 190.148.69.210 | ১৩ জানুয়ারি ২০১৫ ১০:৪৫588943
  • দিদির এই তথাকথিত শক্ত ডিফেন্স এর পেছনে সারদার ঢাল তো আজ আর নেই। আর সিঙ্গুর-র আন্দোলন চলার সময় কাদের ঢাল ওনার সামনে-পেছনে ছিল, সেটা নিয়ে অনেক তর্ক হতে পারে, তবে শুধু মাত্র গরিব চাষী-দের ভরসায় বা তাদের স্বার্থ রাখতে যে তিনি বুদ্ধ-টাটা-দের বিরুদ্ধে লড়তে নেমেছিলেন, ওনার পরম ভক্ত-ও আজ সে কথা বলবে বলে মনে হয় না।
  • সিকি | 131.241.127.1 | ১৩ জানুয়ারি ২০১৫ ১১:৩২588944
  • আচ্ছা, কাগপ্রসন্ন কই? তাঁকে কেন আজকাল দেখা যাচ্ছে না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন