এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • চিটফাঁদ

    SC
    অন্যান্য | ২১ এপ্রিল ২০১৩ | ৯৫৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 125.242.135.50 | ২৬ এপ্রিল ২০১৩ ১০:১৬601154
  • পবয়ের নকশাল আন্দোলন সফল হলে (মানে, নকশালেরা বিপ্লব করে ক্ষমতায় এলে) খুব খারাপ হতো সে নিয়ে আমার কোন সন্দেহ নেই। আর একটি স্তালিন জামানার সূত্রপাত ঘটতো। সিপিএম-তৃণমূল-কং-বিজেপি-এসইউসি যাই হোক গণতন্ত্রের কাঠামোর ভিতরেই থাকে। পাল্টানোর সুযোগ থাকে।
    তবে এটাও ঠিক, একদল নকশাল দিয়ে কোন কিছুর বিচার হয় না। এর উল্টো উদাহরণও ভুরি ভুরি।
  • mila | 212.21.158.14 | ২৬ এপ্রিল ২০১৩ ১০:৩৮601155
  • ফেসবুক থেকে :)
    =======================
    বঙ্গরঙ্গ ~ অমিতাভ প্রামানিক
    শনি রবি ছেড়ে মান্‌ডে,
    টাকা ঢেলে চিটফাণ্ডে
    ভাবি জমি পাবো, চীপ তো,
    বলেছিলেন সুদীপ্ত।
    পালালো কোথা সে হারামি?
    সব পথে বসে, আর আমি
    'পোতিদিন'-এ গিয়ে, ও হরি –
    দেখি কাগজটা তো ওরই!
    মা সারদা, এ কী শুনালে!
    গিয়ে ঠেকি আমি কুণালে!
    সিইও না তো সে, কর্মী!
    ঘাসের শিকড়ধর্মী।
    জমি থেকে চোষে রস সে,
    ঘি ঢালেনা কভু ভস্মে।
    আগুন জ্বালিয়ে রাজ্যে
    যায় সে তো রোজ বাহ্যে।
    শির'পরে যদি শিকড়ই
    এখন যে আমি কী করি!

    উঠে দাঁড়াও হে, বোসো না,
    টাকা পাবে, হল ঘোষণা।
    ভানুমতী খেল, দ্যাখ্‌ শো –
    টাকা জোগাবেন ট্যাক্সো!
    বিড়িতে বাড়ছে শুল্ক,
    ঘ্যাঁস ঘ্যাঁস পাছা চুল্‌কো!
    দ্যাখা দে মা, ও মা সারদে –
    পুরে দে পাগলাগারদে।

    ২৫শে এপ্রিল, ২০১৩
  • debu | 82.130.151.116 | ২৬ এপ্রিল ২০১৩ ১০:৪৬601156
  • পাগ্লা খাবি কি?
  • k | 125.119.255.234 | ২৬ এপ্রিল ২০১৩ ১২:২১601157
  • আরো ধারালো কিছুর দরকার
    আর পেরে উঠছে না পেন
    হাটে মাঠে বাটে গজিয়ে গিয়েছে
    লাখো সুদীপ্ত সেন

    ~ অমিতাভ প্রামানিক ~
  • কৃশানু | 177.124.70.1 | ২৬ এপ্রিল ২০১৩ ১৩:২৬601158
  • এইটে মার্কেটে ঘুরছে। সত্য মিথ্যা জানি না।
  • s | 22.149.8.201 | ২৬ এপ্রিল ২০১৩ ১৪:৩৮601160
  • সেদিনের প্রতিপক্ষে নির্বেদ রায় না গৌতম দেব ঠিক একই কথা বলছিলেন। বলছিলেন যে ৫ জনের কমিটির কমিশন হবে তাদের যেন চিটফান্ডের সংগে কোন যোগাযোগ না থাকে। স্পষ্ট ইংগিত ছিল শ্যামল সেনের দিকে।
  • PM | 93.231.150.162 | ২৬ এপ্রিল ২০১৩ ১৪:৩৮601159
  • কল্লোলদা, যদি সত্যি নকসালরা ক্ষমতায় আসতো--- আপনার মতো লোকেরা ঐ জামানাতেও মার্জিনালাইস্ড-ই থাকতেন। কিছুদিন চেষ্টা করতেন--তারপর সরে দাঁড়াতেন। ময়্দানে ছড়ি ঘোরাতো সুদিপ্ত সেনরাই
  • কল্লোল | 125.241.115.245 | ২৬ এপ্রিল ২০১৩ ১৫:৪৫601164
  • পিএম। আমিও তো তাইই বল্লুম। আর একটা স্তালিন জামানা দেখতে হতো।
  • Blank | 180.153.65.102 | ২৬ এপ্রিল ২০১৩ ১৫:৪৮601165
  • শ্যামলকুমার সেন মনে হয় অ্যালকেমিষ্ট গ্রুপের বড় কেউ একটা। সিওর জানি না।
  • কৃশানু | 177.124.70.1 | ২৬ এপ্রিল ২০১৩ ১৬:১৫601166
  • কিন্তু এই শুভাপ্রসন্নই কি সেই শুভাপ্রসন্ন?
  • manish | 127.218.7.6 | ২৬ এপ্রিল ২০১৩ ১৬:১৭601167
  • শুভা পসন্নো ও ডিরেক্টর।
  • Dedalus Diggle | 131.241.218.132 | ২৬ এপ্রিল ২০১৩ ১৬:১৮601168
  • আরে এইটা কেউ দেখেছে?

    http://leapsandbounds.co.in/ourleadership.php

    আরেকটা সারদা ইন দ্য মেকিং কিনা কে জানে।
  • PM | 93.231.150.162 | ২৬ এপ্রিল ২০১৩ ১৬:৫৭601169
  • নেট-এ ২৪ তারীখের প্রতিপক্ষ দেখছিলাম। নির্বেদ রায় কাগজ হাতে নিয়ে বলতে গেলো যে সারদা ছাড়া আর কোন কোন চিট ফান্ড এর বিরুদ্ধে অভিযোগ আছে সেন্ট্রাল গভঃ এর কাছে। সাথে সাথে সুমন প্রসংগ ঘুরিয়ে দিলো, অত্যন্ত দৃষ্টিকটু ভাবে। আর ফিরে এলৈ না নির্বেদ এর কাছে।
    এই যেখানে অবস্থা সেখানে মিডিয়া আজ যে চোখের জল ফেলছে তা কুম্ভীরাশ্রু। দায়িত্বশীল মিডিয়ার উচিত ছিলো বাকি সমস্যাজনক চিট ফান্ডগুলো নিয়ে মানুষকে সচেতন করা।

    কিন্তু কারুর-ই পশ্চাদদেশ পরিস্কার নয় তা বলাই বাহুল্য।
  • j | 230.227.106.153 | ২৬ এপ্রিল ২০১৩ ১৭:১৫601170
  • এই কাক ডিরেক্টরের লিংটা অবিলম্বে সিবিআই এর দপ্তরে মেল করা হোক
  • mila | 212.156.10.253 | ২৬ এপ্রিল ২০১৩ ১৭:৫৮601171
  • উনি সেই শুভাপ্রাসান্না কিনা জানিনা, তবে অনার মেয়ের নাম ও দেখলাম
  • প্পন | 190.215.37.170 | ২৬ এপ্রিল ২০১৩ ২২:২৪601172
  • তারানন্দের বিজ্ঞাপনের একটা বড় অংশ তো সন্মার্গ ইঃ চিট ফান্ড থেকে আসে। waste bengal-এ চিটফান্ড আর চোলাই ছাড়া তো আর কোন ইন্ডাস্ট্রি নাই। প্রোমোটারিও তো ওই চিটফান্ডের লোকেরাই চালায়।

    খেলার ক্লাবগুলোও সব একধারসে ডুবেছে। আজকের এইসময়ে আছে।
  • s | 130.59.97.54 | ২৬ এপ্রিল ২০১৩ ২৩:২৮601175
  • এরমধ্যে সুব্রত বলেছে যে মোহনবাগান যে ২ কোটি টাকা ফাইন দিয়েছিল সেটাও সারদার ই টাকা।
  • Ekak | 125.118.199.108 | ২৬ এপ্রিল ২০১৩ ২৩:৫৪601176
  • অনেক নাম উঠে আসবে । ভাইলোগ ধরা পড়লে যেমন মুম্বাই ফিল্ম ইন্দাস্ত্রী হিলে যায় সেরকম বাংলাতেও কাদের টাকা বাজারে চলে বেরিয়ে আসবে ।
  • Umesh | 223.105.187.174 | ২৭ এপ্রিল ২০১৩ ০০:৪৭601177
  • কাক-শুভা'র দাঁড়িটা দেখলেই আমার মনে হতো এ মাল শিওর বহুমুখী প্রতিভা।
  • proposal | 216.76.69.44 | ২৭ এপ্রিল ২০১৩ ০১:০৪601178
  • হাই, আমি সুদীপ্ত। খানিক সেন, খানিক গুপ্ত। তোমার মুখের মস্ত ডিম, হেরিয়া এক দুষ্টু স্কিম কোথা হইতে উঠি জ্বালাইয়া দিল আমার ইন্দ্রলুপ্ত। খুচখাচ চুরি, অল্প চামারি, আপিসের ঐ দু এক নারী, কিন্তু হিয়ার ভেতর এতটা খিলাড়ি এতদিন ছিল সুপ্ত! শুধু কবি শিল্পীর লাগে প্রেরণা? হারামীর ছেলের প্রাণের বেদনার মূল্য দেবে যে মহা ললনা তারি তরে ছিনু ভুক্ত। এটুকু শুনেই লাল হয়ো না, আমি যে তোমার পন্জিসোনা। তুমি হবে আমার সাধের লাউ, দিবারাত্রির কাব্য, (প্রমিসঃ সাইড এফেক্টে নাই বৈরাগ্য)। তারপর কত মান-অভিমান, মধ্যরাতের ইলিশ অভিযান, বাংলার মিথে আমাদের নাম উজ্জ্বল করে রাখব। ছোঁড়াছুঁড়ি যাক শপিং মলে, আমরা থাকি গভীর জলে - এই জীবনে যে কটি দিন রব। বোকা বাঙ্গালির স্বপ্ন-মধুর লুটিয়া পুটিয়া খাব চানাচুর, হেন মিডলাইফ আর বল কোথা পাব? যখন মর্মে পশিবে দেবতার বানী, সাগরের নিচে তবু ছেরখানি-হাতে হাত রেখে সাঁতরাব বহুদূর। দেশ বিদেশের সীমানা ছাড়ি, নেতাজির থেকেও বড় ইটিনারি, পথ দেখাইবে এ বাংলার অসুর।

    নহি আমি কোন দেবতার দাস। সন্জীবনীতে নাই অভিলাষ। কচ বলে যদি ডাকো, আগে 'স' জুড়িতে ভুলো না। অভিজাতদের লিদার হব, বয়সের সাথে স্মুডার হব, মাইরি বলছি এ নহে মোর ছলনা। নামটি আমার মধ্যবিত্ত, এখন সেন, অতীত গুপ্ত। এমন জুটি আর কি হইবে ভবে? তুমি কি আমার দেবযানী হবে?
  • কল্লোল | 125.242.223.245 | ২৭ এপ্রিল ২০১৩ ০৭:২৫601179
  • নামে মিল আছে। কিন্তু তাই বলে শহীদ সুদীপ্ত গুপ্তকে এর মধ্যে না টানাই ভালো।
  • SC | 34.3.20.47 | ২৭ এপ্রিল ২০১৩ ০৭:৩৫601180
  • একটা ব্যাপার কি ভেবে দেখেছেন? সুদীপ্ত হয়ত চিঠিতে সত্যি কথায় বলছে।
    ওকে দিয়ে হয়ত অনেকেই জোর করে ব্যবহার করেছে।
    সুদীপ্ত কম্পু জানত না বলে কিছু লোকে ওকে ঠকিয়েছে, আবার কুনাল থেকে মনোরান্জনা সিং, সকলেই ওকে ধমকি দিয়ে কাজ হাসিল করেছে।
    আমার ধারণা সুদীপ্ত বদ আর গোবেচারার মাঝামাঝি কোনো এক জায়গায়।
    ভদ্রলোকের কিছু control issues তো ছিলোই। দেবযানীর সাথে অর সম্পর্ক যাই হউক, যতখানি কন্ট্রোল অর উপরে ছেড়ে দিয়েছিলেন, তাতে মনে হয় সুদীপ্তর উপরে ছড়ি ঘোরানো বা কন্ট্রোল করা হয়ত খুব সোজা।
    কুনাল থেকে সৃন্জয় থেকে মনরন্জনারাও হয়ত সেটাই দেখেছিলেন।
    সুদীপ্ত শাসকদলের ভয়ে এদের পিছনে দেদার খরচা করেছিলেন, আর এদিকে এজেন্ট রাও টাকা মারছিলেন, অনার নিজেরই আর কোনো কন্ট্রোল ছিল না, কি হচ্ছিল তাই নিয়ে। এটাও একটা থীয়রি।
  • চান্দু মিঁঞা | 127.193.52.243 | ২৭ এপ্রিল ২০১৩ ০৭:৪৯601181
  • ওনার কি ছিল আর ছিল না সেটা বক্তব্য নয় সরকার কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল। সরকারের কাছে খবরের অভাব ছিল না।
  • Ekak | 125.118.167.220 | ২৭ এপ্রিল ২০১৩ ০৯:৩৭601182
  • হে হে

    economictimes.indiatimes.com/news/politics-and-nation/chit-money-in-bengali-film-industry-pegged-at-65-per-cent/articleshow/19732596.cms
  • sch | 125.242.181.108 | ২৮ এপ্রিল ২০১৩ ১০:৩০601183
  • চিটফাঁদ সম্বন্ধে "লোভ" কথাটা অনেক বার এসেছে। নিশ্চয়ই লোভ একটা ড্রাইভিং ফোর্স, কিন্তু একটা কথা সেভাবে এলোনা - কম্পালসান। বাধ্যবাধকতা।

    শহরতলী থেকে অনেকে আসেন আয়া সেন্টারগুলোতে কাজ করতে। অধিকাংশ ক্ষেত্রেই তাদের অনেককে দিনের প্রাপ্য সে দিন ই নগদ দিয়ে দেওয়া হয় সেণ্টারের পাঠানো বিলের ভিত্তিতে। কিন্তু বেশ কয়েক জন দেখেছি হাতে হাতে টাকা নিতে চান না। বলেন কয়েকদিন জমুক একসাথে নেব। কারণ ?

    -কাঁচা টাকা বাড়ি নিয়ে গেলে বর মেরে ধরে কেড়ে নিয়ে মদ খেতে যাবে।

    একসাথে নিয়ে কি করবে?

    - ও আমাদের এজেন্ট আছে -- এসে জমা নিয়ে যায়।

    কোনো দিন মাথা ঘামাই নি কিসের এজেন্ট, কিসে জমায়। ভেবেছি এল। আই।সি বা এইরকম কিছু হবে। এখন মনে হচ্ছে তারা এইসব চিট ফান্ডের এজেন্ট,

    সমস্যা হলো এই সব মানুষরা কিন্তু সই টুকু করতে পারেন, অশিক্ষিত নন - কিন্তু কাছাকাছি ব্যাঙ্ক নেই। ব্যাঙ্কে যাওয়ার সময় নেই। কোথায় জমাবেন। কখন যাবেন ব্যাঙ্কে ? অগত্যা ওই এজেন্ট ভরসা

    তাহলে লোভের থেকেও বড়ো সমস্যা জমানোর জায়গার অভাব। সম্প্রতি কাজের সূত্রে দক্ষিণ চব্বিশ পরগণার প্রত্যন্ত এক দ্বীপে গেছিলাম। প্রায় ২ লাখ মানুষ থাকেন মূল স্থল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপে প্রথাগত ব্যাঙ্ক যদ্দুর জানি একখানা -এবার কি করবেন তারা? ১৪ কিমি লম্বা, দ্বীপের এ প্রান্ত থেকে ওপ্রান্ত যাতায়াত করা খুব সহজ নয় বাস রাস্তা থাকলেও।

    শুনলাম বিভিন্ন NGO সাহায্য করেছে মহিলাদের মধ্যে self help group তৈরী করতে । করেছেও অনেক গুলো । তাদের সদস্যারা গ্রুপে এসে টাকা জমা দেন। গ্রুপের সদস্যদের শেখানো হয় পোস্ট অফিসে আর ব্যাঙ্কে টাকা জমানোর পদ্ধতি। অবাক লাগলো শুনে কেউ কেউ বছেরে হাজার তিরিশ চল্লিশ টাকাও জমিয়েছেন। খুব চেনা মডেল। কিন্তু well implemented.

    এই রকম উদ্যোগ আরো অনেক অনেক দরকার - যাতে একদম সাধারণ মানুষ টাকা জমাতে পারে - যে অনুপাতে দরকার সে অনুপাতে কিন্তু কাজ হচ্ছে না

    ব্যাঙ্কের পদ্ধতি জটিল না সরল - সেটা খুব পার্থক্য গড়ে না -- কিন্তু এইসব মানুষের সময় কই ব্যাঙ্কে যাওয়ার। আর ব্যাঙ্কেরই বা সামর্থ্য কই এদের কাছে আসার।

    মাঝে একটা যোগসূত্র চাই। সেটা কি কোনো সরকারই ভাববে? দল নির্বিশেষে ?

    না হলে কিন্তু যতই আইন থাকুক এ ঘটনা ঘটেই যাবে
  • pi | 78.48.231.217 | ২৮ এপ্রিল ২০১৩ ১০:৩৭601184
  • sch, অন্য একটা টইতে রঞ্জনদার লেখা থেকে কিছু অংশ তুল্লাম।

    'আমি ব্যক্তিগত ভাবে জানি যে রিজার্ভ ব্যাংক বিপুল গ্রামীণ জনতার প্রয়োজনের তুলনায় বর্তমান ব্যাংকিং সিস্টেমের অপ্রতুলতার ব্যাপারে ওয়াকিফ। তাই একটি সিস্টেম ভেবেছে। তাতে ব্যাংকের অথরাইজড এজেন্ট স্মার্ট কার্ড ও মেশিন সঙ্গে নিয়ে আগে থেকে খবর দিয়ে গাঁয়ে গিয়ে অত্যন্ত সরল পদ্ধতিতে সহজ K ব্যবহার করে গ্রাহকের অ্যাকাউন্ট খুলবেন আর সার্ভারের মাধ্যমে সেই তথ্য ব্যাংকের নির্ধারিত অফিসে আপলোড হবে। এই পদ্ধতিতে লোক গাঁয়ে বসে ব্যাংকে না গিয়ে পয়সা জমা ও তোলা দুটোই করতে পারবে। এর জন্যে মুম্বাইয়ের কিছু প্রাইভেট সংস্থার সাহায্যে প্রপার সফ্টওয়ার লোড করে বিভিন্ন ব্যাংকে কাজ শুরু হওয়ার কথা।
    এটা ২০১১ র গল্প। এখনো ঠিক করে প্রয়োগ শুরু হয় নি। কিন্তু কখনো হবে।'
  • SC | 34.3.20.47 | ২৮ এপ্রিল ২০১৩ ১০:৪৬601186
  • সরকার যদি নাও করে, প্রাইভেট ইনভেস্টরও করতে পারে।
    কিন্তু তারা চিটফান্ড না হলেই হলো।
    এটা তো একটা বিরাট মার্কেট। এই বাজারটা যে কোনো multinational ব্যাঙ্কও ধরতে চাইবে।
    কিন্তু তারা যদি legitimate হয়, চিটফান্ড এর মত সুদ দিতে পারবে না, অতএব বাজারে টিকতে পারবে না, যতদিন এই চিটফান্ড থাকে। সরকার আর কিছু না করুক, এই চিটফান্ড গুলো কে অপারেট করা বন্ধ করুক।
    যদি অন্য কোনো legitimate সংস্থা থাকে, তাহলে তারা কুনাল ঘোষের দাদাগিরি মানবে না, তাই এই সংস্থা গুলো কে সরকার প্রমোট করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন