এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • চিটফাঁদ

    SC
    অন্যান্য | ২১ এপ্রিল ২০১৩ | ৯৭১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | 126.202.123.77 | ২৮ এপ্রিল ২০১৩ ১০:৫৫601187
  • আফ্রিকা যা আজ করে দেখিয়েছে আমরা কি কাল পারব?

    http://news.bbc.co.uk/2/hi/8194241.stm
  • প্পন | 126.202.123.77 | ২৮ এপ্রিল ২০১৩ ১১:০১601189
  • KYC প্রসঙ্গে (ওই একই লিং থেকে) -

    "Know Your Customer (KYC) requirements impose obligations on prospective clients and on banks to collect identification documents of clients and then to have those documents verified by banks.[35] The Kenyan government issues national identity cards that M-Pesa leveraged in their business processes to satisfy their KYC requirements"

    আধার প্রকল্প খিল্লির পর্যায়ে চলে গেছে জানি। কিন্তু করতে পারলে আর সদিচ্ছা থাকলে KYC-এর ঝাম অনেকটাই এড়ানো যেত।
  • sch | 125.242.181.108 | ২৮ এপ্রিল ২০১৩ ১১:১২601190
  • সরি আমি রঞ্জন-দা'র লেখাটা মিস করে গেছিলাম। ভালো উদ্যোগ কিন্তু আমি খুব সিওর না কবে রিয়েলিসটিক রোল আউট হবে এই সিস্টেমের। আর এটা কিন্তু গ্রামের সমস্যার থেকেও বেশী সমস্যা শহরতলিতে।

    প্রাইভেট ইনভেস্টাররা টাকা কালেক্ট করলেই সেখানে কম্পিটিশান আর কম্পিটিশান এলেই বেশী সুদ বা ওরকম কোনো লোভ দেখিয়ে অসৎ পথে যাবার সম্ভাবনা। সবথেকে জরুরী লোকের হাতে ক্ষমতা দেওয়া - নিজের টাকা নিজেরাই জমার ব্যবস্থা করলে অনেক সম্ভাবনা কম জালিয়াতির।

    জানি না যেসব ক্লাবকে খেলাধুলোর জন্যে অনেক অনুদান দেওয়া হয়েছে সরকারী ভাবে তাদের যদি স্থানীয় মানুষদের এই ধরণের self help group তৈরীর কাজে সাহায্য করতে বলা হত - খুব ক্ষতি হত কি?

    ছোট ছোট কাজ -- করলেই সাফল্যের মাপকাঠিতে সেগুলো ধরা পড়ে, লোকে সহজেই উন্নতির রাস্তা চিনতে পারে,.......মানুষের অল্প উন্নতি করলেই ভোট পাওয়া যাবে, তবুও রাজনৈতিক দলগুলো কেন এত কষ্ট করে অন্য কাজে মনোযোগী হয় জানি না.....বুদ্ধির বাইরে
  • b | 135.20.82.166 | ২৮ এপ্রিল ২০১৩ ১৩:০২601191
  • যে কথা বলেছিলামঃ

    http://www.anandabazar.com/28bus7.html

    মমতা এত কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন, এখানে এত চুপ কেন? অবশ্য মমতা নন, সমস্ত রাজ্য-ই নীরব।
  • cb | 99.231.125.36 | ২৮ এপ্রিল ২০১৩ ১৪:২৫601192
  • " গত বছর দেবযানীর এক বোন যাদবপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজে এনআরআই কোটায় ভর্তি হন। তদন্তকারী অফিসারদের দাবি, সেই সময়ে ৫০ লক্ষ টাকারও বেশি ক্যাপিটেশন ফি জুগিয়েছিলেন সুদীপ্ত।"

    ---- পবতে কি বেসরকারি মেড কলেজ আছে? কেউ একটু বলবেন?
  • Ekak | 125.118.106.162 | ২৮ এপ্রিল ২০১৩ ১৬:০২601193
  • থাকবেনা কেন । আছে।প্রচুর ডক্টরের ছেলেই পড়ে।
  • b | 135.20.82.166 | ২৮ এপ্রিল ২০১৩ ১৭:১৩601194
  • যাদবপুরের টি বি হসপিটালটি এখন মেডিকাল কলেজ নয়?
  • I | 24.99.173.6 | ২৮ এপ্রিল ২০১৩ ১৭:৪২601195
  • হুঁ। কেপিসি মেডিক্যাল কলেজ। মালিকের নামে নাম।
  • a x | 118.204.208.30 | ২৮ এপ্রিল ২০১৩ ২০:৩৮601197
  • কে এস রয় টিবি হাসপাতাল, সিপিএম জমানায় পুরো ইনফ্রাস্ট্রাকচার সহ হাসপাতাল এবং সংলগ্ন ২০০ বিঘা জমি বিক্রি হয়। কেনেন এনারাই কালী চৌধুরি প্রাইভেট মেডিকাল কলেজ বানানোর জন্য। ক্রয় মূল্য - এক টাকা। পাব্লিক স্পেস, পাব্লিক মানি, প্রাইভেট প্রোমোটার।
  • PT | 213.110.243.23 | ২৮ এপ্রিল ২০১৩ ২১:৪৯601198
  • কোন মাল্টিন্যাশনাল (বিদেশী) ব্যাঙ্ক বড় শহরের বাইরে গিয়ে ব্যবসা করতে চাইবে? স্ট্যান্ডার্ড চার্টার্ডের সেভিংসে কম করে ২৫০০০ টাকা রাখা বাধ্যতামূলক। আমার পাড়ার SBI-তে যারা টাকা রাখে তাদের একটা গরিষ্ঠ অংশ মাসিক ১০০০-৫০০০ টাকা জাতীয় পেনশনের ওপরে নির্ভরশীল। দেশীয় ব্যাঙ্কের সার্ভিস কাদের উপকারে সত্যি আসতে পারে সেটা মাসের প্রথম সপ্তাহে ব্যাংকে গেলে বোঝা যায়।
  • Blank | 69.93.205.77 | ২৮ এপ্রিল ২০১৩ ২১:৫৬601199
  • কেপিসি মেডিকেল কলেজ। হসপিটাল হিসেবেও বেশ ভালো। সস্তায় চিকিৎসা হয় - অ্যাপোলো, ডিসানের মতন চোর নয়।
  • SC | 34.3.20.47 | ২৮ এপ্রিল ২০১৩ ২৩:২৯601200
  • বিদেশী ব্যান্ক কেন যায়না?
    যদি একটা বিপুল বাজার থাকে, সঙ্গে সঙ্গে যাবে।
    সুদীপ্ত কোটি কোটি টাকা যখন কামিয়েছেন, বাজার নিশ্চয় আছে।
    কম্পিটিশন থাকলে অসৎ হবেন মানে বুঝলাম না।
    অসৎ সংস্থার বিরুধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য তো সরকার আছে, তার পুলিশ গোয়েন্দা আছে, তাদেরকে ট্যাক্স দেওয়া হয়।
    তাহলে তারা ঐটুকু কাজ করুক।

    মানুষ তো কম্পিটিশন চায়। তাহলে কোনো একটি কোম্পানি বেশি সুদ দেবে, মানুষের হাতে বেশি টাকা আসবে।
    সরকারী প্রতিষ্ঠান হলে নো রিস্ক নো গেইন। এরকম কেন হবে?

    সমস্যাটা প্রাইভেট প্লেয়ার দের আসা নিয়ে নয়, সমস্যা হচ্ছে সরকার চিতিন্গ্বাজদের ধরতে পারছে না।
    সেটার জন্য মার্কেট ওপেন না করলে, সুদীপ্ত সেনের মত চিতিন্গবাজরাই লাভের গুড় খেয়ে যাবে।
  • lcm | 34.4.162.218 | ২৯ এপ্রিল ২০১৩ ০০:২৮601201
  • সমস্যা অনেক ---

    এক সময় ছিল যখন মানুষ টাকা জমিয়ে রেখেই সন্তুষ্ট হত। ভাবত জমানো আছে, কাজে লাগবে। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট অনেকে কিনত - ইন্দিরা বিকাশ পত্র, কিষান বিকাশ পত্র ...। সোনা কিনত, পারলে জমি কিনত। প্রয়োজনের সময় কনসলিডেশন হত - কিছু ক্যাশ আছে, দুটো সার্টিফিকেট ম্যাচিওর হলে কিছু আসবে, সোনার গহনা বেচলে কিছু পাওয়া যাবে, জমি বেচে এত... ইত্যাদি, ইত্যাদি।

    গত দুই দশকে, বিশেষ করে গত এক দশক ধরে মানুষ এসব ব্যাপারে একটু দিশাহারা। একদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, প্রাইভেট ব্যাংক, পোস্ট অফিসের সুদের হার কমছে। অন্যদিকে মুদ্রাস্ফীতি, দৈনন্দিন জিনিসপত্রের দাম বাড়ছে। ফ্যামিলিতে একটি মেডিক্যাল এমার্জেন্সিতে পরিবার দেউলিয়া হয়ে যাচ্ছে। প্রাইভেট উচ্চশিক্ষাব্যবস্থার রমরমা শুরু হওয়াতে অখ্যাত কলেজও লাখটাকা ফি নিচ্ছে।

    স্বাস্থ্য এবং শিক্ষা (উচ্চ বা পেশাদারী শিক্ষা) - এই দুটি জায়গা নিম্ন মধ্যবিত্ত, এমনকি মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত সামান্য কাজে দশ-বিশ বছরের সঞ্চিত অর্থ উবে যাচ্ছে।

    টাকা ফেলে রেখে কোন ও লাভ নেই - যে ভাবেই হোক বাড়াতেই হবে। ৪-৫% সুদে বাড়লে সেই টাকা দিয়ে দশ বছর বাদে একটি ফোঁড়াও কাটানো যাবে কি না - তা নিয়ে মানুষ নিশ্চিত নয়।

    শাইনিং ইন্ডিয়ার যে দরজা গতশতাব্দী-তে বিশ্ববাজারে খুলে দেওয়া হয়েছিল, সেই সময়ে তা অনিবার্য হলেও, যথেষ্ট পরিমানে নিয়ন্ত্রণ না থাকার কি কুফল হতে পারে তা বোঝা যাচ্ছে। আজ এমন অব্স্থার দিকে যাচ্ছে, যেখানে সরকার পেনশন/পিএফ এর টাকাও মার্কেটে খাটাতে চাইছে।

    চিটফান্ড মানুষকে বাধ্য করে নি তাদের কাছে টাকা রাখতে, মানুষ কিছুটা বাধ্য হয়েছে চিটফান্ডের কাছে টাকা রাখতে। তাই প্রশ্ন ওঠা উচিত, শুধু সারদা বা রোজভ্যালি-দের লোকঠাকানো ব্যবসা নিয়ে নয়, প্রশ্ন ওঠা উচিত এই পরিস্থিতির মোকাবিলা নিয়ে। নইলে শাইনিং ইন্ডিয়ার এক বিশাল মানুষ ভবিষ্যত সুরক্ষিত করবার জন্য সারদা-র এজেন্টদের কাছে, চিকিৎসার জন্যে বাবা রামদেও-র কাছে, কলেজ ডিগ্রীর জন্যে ফোনি ইন্সটিটিউশনের কাছে যেতেই থাকবে।
  • কৃশানু | 213.147.88.10 | ২৯ এপ্রিল ২০১৩ ০০:৩৩601202
  • ক।
  • pi | 78.48.231.217 | ২৯ এপ্রিল ২০১৩ ০০:৩৭601203
  • একেবারেই।
  • SC | 81.206.217.11 | ২৯ এপ্রিল ২০১৩ ০১:২৭601204
  • সরকারকে রিস্ক ছাড়াও বেশি সুদ দিতে হবে? :-o
    বেশি সুদ নেব অথচ রিস্ক নেব না, দুটোই একসাথে চাই? এরকম চাইলে তার পরিনতি সুদীপ্তই হবে।

    সোজা হিসেব। বেশি সুদ চান, টাকা বাড়াতে চান, রিস্কি ইনভেস্টমেন্ট করুন, চাননা, তাহলে ব্যাঙ্কে রাখুন।
    সরকারের সুদ কমানোর জন্য সারদা হয়েছে এটা আমি মানি না। সারদা হয়েছে সরকারের অপদার্থতার জন্য।
    সেবী যখন warning দিচ্ছে, তখন সরকারী মন্ত্রী বিন্দুতে সিন্ধু দেখছেন।
  • PT | 213.110.247.221 | ২৯ এপ্রিল ২০১৩ ০৯:১০601205
  • তবে স্বল্প-সঞ্চয়ের সুদ বোধহয় খুব কমে গিয়েছে। সব দোষ মানুষকে দিয়েও লাভ নেই-বিশেষতঃ নিম্ন মধ্যবিত্তদের যে নিত্য-প্রয়োজনীয় জিনিস-পত্র কিনতে দম বেড়িয়ে যাচ্ছে সেটা চোখ-কান খোলা থাকলে বুঝতে অসুবিধে হয়না। স্বল্প আয়ের মানুষকে তো খেয়ে-পড়ে বাঁচতে হবে।

    তবে এবার কাক-বাবুর পরে অর্পিতা ঘোষের নামও জড়ালো। অর্পিতা ঘোষ "এখন সময়" চ্যানেলের executive director!! তিনি অব্শ্যই "কিছুই জানতেন না," আর কুণাল দা "বলেছিলেন বলে" কাজটা নিয়েছিলেন বলে জানালেন আনন্দকে। যদিও মোটা টাকা পেতেন, সুদীপ্ত সেনকেও তিনি "প্রায়" চিনতেন না শুধু "একবার ডেকে পাঠানোর" জন্য সুদীপ্ত সেনের অফিসে দেখা করতে গিয়েছিলেন।

    এখন বোধহয় বোঝা যাচ্ছে যে ইনি "পশুখামার"-এর মত নাটক কেন বাছেন!!
  • Dedalus Diggle | 131.241.218.132 | ২৯ এপ্রিল ২০১৩ ১০:১২601206
  • স্বল্পসঞ্চয় প্রকল্পে সঞ্চয়ের পরিমাণ কমতে শুরু করেছে মমতা ক্ষমতায় আসার পর থেকে - এগারো হাজার কোটি টাকার ওপর বছরে। অ্যাপারেন্টলি এই ডিরেক্টরেট থেকে অমিত মিত্রকে একাধিকবার ওয়ার্নিং পাঠানো হয়েছিলো - যে পোস্ট অফিসের এজেন্টরা বেশি কমিশনের জন্যে চিটফান্ডের জন্যে কালেকশন করছে - কেউ উঁকি মেরে দেখেওনি - সোর্স টেলিগ্রাফ (সম্ভবতঃ শুক্রবার বা শনিবার)।

    শুধু সুদ কমা নয়, এজেন্টদের কমিশন কমানোও বিরাট কারণ। আর এর মূলে তিনটে লোক - মনু, চিদু এবং পোনু। এই গোলমালের পিছনে তৃণমূলের লোকজন জড়িত তো বটেই, বিয়ন্ড ডাউট, কিন্তু একটা বড় দায় এই তিনজনের। দুঃখের কথা - এদের কিস্যু হবে না।
  • | 24.97.225.139 | ২৯ এপ্রিল ২০১৩ ১০:১৬601208
  • কাররই কিস্যু হবে না, এই সুদীপ্ত সেনও কয়েকদিন জেলে থেকে যেই অনেক কিছু ফাঁস করতে শুরু করবে, তক্ষুণি অন্য কোনও ধুয়ো তুলে এই কেসটা মর্গে পাঠানো হবে। তারপর আরামসে বেরিয়ে আসবে ব্যটা।

    মন্ত্রী সান্ত্রী যারা লুটেপুটে খেয়েছে তারা যেমন কে তেমনই থাকবে।
  • Dedalus Diggle | 131.241.218.132 | ২৯ এপ্রিল ২০১৩ ১০:১৯601209
  • সুদীপ্ত সেন এবং সারদার বাকিদের কিছু যাতে না হয় সেই জন্যেই নতুন বিল আনা হচ্ছে - মুখে যাই দাবী করা হোক না কেন। এইটা তো দিনের আলোর মত পরিষ্কার।
  • ranjanroy | 24.99.150.184 | ২৯ এপ্রিল ২০১৩ ১২:৪৭601211
  • ব্যাংক এর ব্যাপারে পিটি'র কথা একদম ঠিক।
    বিদেশি ব্যাংক ক্লাস ব্যাংকিং করে। ,HDFC, AXIS এরাও তাই। মিনিমাম ডিপোজিট অনেক বেশি।
    দেশি সরকারি ব্যাংক করে মাস-ব্যাংকিং; এর বিকল্প নেই।
    বিদেশি ব্যাংক দেখেছে যে ওরা যে নিশে-ব্যাংকিং করে সেই উচ্চবিত্ত একমুঠো গ্রাহক ওদের প্রোজেক্টেড প্রফিট এর জন্যে যথেষ্ট।
    আর ওদের যে প্রোডাক্ট গুলো তা কেনার খরিদ্দার দেশের ম্যাংগো পাব্লিক নয়। ফলে কাঁঠালের আমসত্ত্ব নিয়ে না ভাবাই ভালো।
    এলসিএম, দুখে ও স্চ দেখিয়েছেন যে সমস্যাটি অনেক ব্যাপক ও গভীর। আমার চোখে দরকার ইনোভেটিভ ডেলিভারি সিস্টেম--- যা হবে- খেটে খাওয়া মানুষের জীবনচর্যার সঙ্গে সঙ্গতিপূর্ণ।

    পিটি,
    সুদীপ্ত সেনকে প্রাথমিক ভাবে গ্রেফতার করা হয়েছে আপনার প্রিয় ওই পশুখামার নাটক করনেওয়ালা ম্যাডাম অর্পিতার করা এফ আই আরের ওপর ভিত্তি করে। ঃ))))))
  • ranjan roy | 24.99.150.184 | ২৯ এপ্রিল ২০১৩ ১২:৫৬601212
  • দ,
    উঁহু, মনে হয় এ যাত্রায় সুদীপ্ত অ্যান্ড কোং ছাড়া পাবে না। ওদের ছাড়লে ক্ষমতাসীন অনেকের বড় বিপদ।
    আমার তো মনে হয় বোফোর্স যেমন প্রবল ক্ষমতাশালী রাজীব গান্ধীর সিংহাসন কেড়ে নিয়েছিল, এবারে বঙ্গেও তেমনি কিছু হতে চলেছে।

    কারণ, বিরাট ক্র্যাশ আসছে। সারদা কে কেন্দ্র করে চিটফান্ড মার্কেটে যে ব্যাপক ভয় ও গ্রাহক-অনাস্থার ঢেউ ছড়িয়ে পড়ছে, তাতে অন্য ভালো চলতে থাকা সংস্থাগুলোও লালবাতি জ্বালবে।
    কারণ, এদের জীবনীশক্তি হল ক্রমাগত নতুন নতুন গ্রাহক ও জ্যামিতিক সারণীতে ডিপোজিট আসা।
    ভয়ের চোটে পাব্লিক এখন গাঁয়ে-গঞ্জে মূল ফেরত চাইছে ম্যাচিওরিটির আগেই।
    ভাবুন, কত লক্ষ লোক এজেন্টের কাজ করে পরিবার প্রতিপালন করছিল, বাচ্চাদের পড়াচ্ছিল,--- সব পথে বসবে। আত্মহত্যা শুরু হয়ে গেছে।
    এই অবসাদ ও ব্যর্থতাবোধের জ্বালামুখী যখন ফাটবে--।
    খুব খারাপ দিন আসছে, বিশেষ করে বঙ্গদেশে।
  • siki | 135.19.34.86 | ২৯ এপ্রিল ২০১৩ ১৩:২৪601213
  • ইয়ে, দেড় হপ্তা ধরে শুনছি, এই সপ্তাহেই রোজ ভ্যালি ক্র্যাশ করার খবর আসবে। এখনও তো এল না।
  • PT | 213.110.246.230 | ২৯ এপ্রিল ২০১৩ ১৩:২৯601214
  • অর্পিতার জন্য সুদীপ্ত সেনকে গ্রেপ্তার করা হয়েছে তা এই প্রথম শুনলাম!!
  • | 190.215.28.91 | ২৯ এপ্রিল ২০১৩ ১৩:৪৮601215
  • আমি ও চিট ফান্ড নিয়ে দু পয়সা দিঃ

    ১। এলসিএম দা আসল কথা টা বলে দিয়েছে। স্বাস্থ্য আর শিক্ষা খাতে খরচ যেমন বেড়েছে সুদের হার সেই মতো বাড়ে নি ( ২০০৬/৭ ঃ ৬.২৫ থেকে ২০১১/১২ তে ৯.৫ হয়ে আবার এখন নীচের দিকে। SBI র ক্ষেত্রে বললাম)

    ২। সাধারণ মানুষের পক্ষে ব্যাঙ্কে টাকা রাখা টা চাপের

    অ) এক গাদা কাগজপত্র
    আ) অনর্থক হয়রানি
    ই) সাধারন মানুষের নলেজের অভাব
    ঈ) ব্যাঙ্কে কর্মচারী দের সময় বা সদিচ্ছার অভাব
    উ) এই চাপ গুলো প্রাইভেট ব্যাঙ্কে তত নেই কিন্তু সেখানে মিনিমাম ব্যালান্সের ভ্রুকুটি।

    ৩। শেয়ারে /মিউটুয়াল ফান্ড বা আরেক টু ভালো SIP তে । এখানে ও ভালো টাকা করা যায়। কিন্তু রেগুলার চোখ কান খোলা রাখতে হবে। খানিক আ নলেজ থাকতে থাকে। তাতেও খানিক টা অনিশ্চয়তা থেকে যায়। লকিং পিরিয়ডের চক্কর আছে।

    ৪। PPF খুব ভালো অপশ্যান। ৮.৫ থেকে ৯ % র মধ্যে ঘোরাফেরা করছে সুদের হার।কিন্তু সাধারন মানুষের পক্ষে এক বারে কতো টা টাকা দেওয়া সম্ভব। তার ওপরে এর লকিং পিরিয়ড আছে।

    ৫। NSS এ মনে হয় এক সময় ৫ বা ৬ বছরে ১০০০০ টাকা ১৯,৬০০ হতো। এখন সেখানেও সুদের হার কমে গেছে।

    তবে??
  • Dedalus Diggle | 131.241.218.132 | ২৯ এপ্রিল ২০১৩ ১৩:৫২601216
  • রোজ ভ্যালী বা এই জাতীয় কোম্পানিগুলোর "রান" হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে। সবাই যদি একধারসে টাকা তুলতে শুরু করে তাহলে এটা হবেই।

    আরো যা খবর পেলাম - দক্ষিণে চিটফান্ড অনেক আছে, এবং অনেক বছর ধরে আছে, কেউ উল্টোয়নি। এমনকি রামোজী রাও-এরও চিটফান্ড ছিলো। রামোজী রাও মানে ইটিভির প্রাক্তন মালিক, একটা আস্ত ফিল্ম সিটি আছে হায়দ্রাবাদে। কিন্তু সেখানে টাকা তুলে সেই টাকা রিয়েলি কোনো ব্যবসায় খাটতো, এবং অ্যাবসার্ড সুদ বা কমিশনের গল্পও ছিলো না। হয়তো ১২% সুদ দিত। কখনোই সারদার মত ৫০% নয়। আর সেখানে এই সারদার মত একে-ওকে-তাকে গোছানোর জন্যে কোটি কোটি টাকাও দিতে হয়নি।
  • PT | 213.110.246.230 | ২৯ এপ্রিল ২০১৩ ১৪:১৬601217
  • PPF-এ একবারে টাকা দেওয়ার দরকার হয়্না। প্রতি মাসে কিছু কিছু করে দেওয়া যায়-তবে বাৎসরিক upper limit এখন বোধহয় ১ লাখ।

    কাল রোজভ্যালি আনন্দে জানাল যে তারা প্রচুর জমি কিনে রেখেছে যেগুলোর বর্তমান মুল্য অনেক অনেক গুণ বেশী। তবে সবাই একসঙ্গে টাকা তুলতে এলে ফেল পড়ে যেতে পারে-যেটা যেকোন ব্যাঙ্কেরও হতে পারে।
  • নেতাই | 131.241.98.225 | ২৯ এপ্রিল ২০১৩ ১৪:১৬601219
  • সুদীপ্ত সেনের বিরুদ্ধে প্রথম অভিযোগটি দায়ের করেন অর্পিতা ঘোষ।
    http://www.anandabazar.com/archive/1130425/25bus2.html

    মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বিদ্বজ্জন অর্পিতা ঘোষ সারদা গোষ্ঠীর চ্যানেল ‘এখন সময়’-এর এগজিকিউটিভ এডিটর। যদিও তার সাংবাদিকতার কোনো অভিজ্ঞতা ছিলোনা। "তাহলে কি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হওয়াটাই অর্পিতাদেবীর সাংবাদিকতার অভিজ্ঞতা ছাড়াই চ্যানেলের মাথা হওয়ার মূল কারণ? মোটা অঙ্কের টাকা মাইনে পাইয়ে দিতেই কি এই পন্থা?"
    পড়ুন অবিপি আনন্দের কুৎসো-
    http://www.abpananda.newsbullet.in/state/34-more/36133-2013-04-28-12-51-11
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন