এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ঢাকাঢুকি আড্ডা

    Abhyu
    অন্যান্য | ১৬ এপ্রিল ২০১৩ | ১২৬০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 107.89.16.188 | ১৬ এপ্রিল ২০১৩ ২০:০৬601530
  • যাঁরা খোলামেলা আড্ডা দিতে স্বছ্ন্দ নন, তাঁরা এখানে লিখুন।
  • Abhyu | 107.89.16.188 | ১৬ এপ্রিল ২০১৩ ২০:০৮601597
  • লিচ্ছয় লিখবে।
  • Abhyu | 107.89.16.188 | ১৬ এপ্রিল ২০১৩ ২০:০৮601586
  • এই যেমন একটা খবর দেওয়ার ছিল (কিন্তু সবার জন্যে না) - কাল সত্যদা নরেন্দ্রপুর ছেড়ে চলে যাচ্ছেন, আটচল্লিশ বছর পরে - গোলপার্কে। ওনার ইমেল হল rmic.secretary অ্যাট জিমেল। আমাকে বললেন বাকিদের জানিয়ে দিতে।
  • ব্যাং | 132.167.122.241 | ১৬ এপ্রিল ২০১৩ ২০:০৮601575
  • তাহলে কি আমি এখানে লিখব না?
  • brc - slg | 37.125.202.13 | ১৭ এপ্রিল ২০১৩ ০২:০৪601619
  • http://www.facebook.com/valobashaunlimited/posts/580697665283539

    লুঙ্গী নিয়ে টানাটানি (একটি মৌলিক + সংগৃহীত = ফিউসন রম্য পোস্ট

    বারিধারায় নাকি রিকশাচালকদের লুঙ্গি পরা নিষিদ্ধ করা হয়েছে? তারপর ঃ

    ১, আমেরিকান এম্বাসেডর ড্যান মর্জিনা ভাই বলছেন, তার লুঙ্গী পরে রিক্সা চালানোর ঘটনাকে বিতর্কিত করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, গোপন সুত্রে জানা গিয়েছে তিনি এই ঘটনায় মর্মাহত হয়ে খালি গায়ে লুঙ্গী পড়ে বারান্দায় দাঁড়িয়ে আছেন

    ২, এদিকে আরেক গোয়েন্দা সুত্রে জানা গিয়েছে আমানত শাহ্‌ লুঙ্গির বিদেশে লুঙ্গী রপ্তানির আকর্ষণীয় বিজ্ঞাপনে ঈর্ষান্বিত হয়ে বারিধারায় বসবাস রত জনৈক গার্মেন্টস বাবসায়ি এই ঘটনা ঘটিয়েছেন

    ৩,এদিকে এক বিরোধী দলের বিখ্যাত রাজনীতিবিদ এই বলে হুমকি দিয়েছেন যে, তাদের দলের নিবেদিত কর্মীদের লুঙ্গী নিয়ে টানাটানি জনগন মেনে নেবে না

    "লুঙ্গি পরার অধিকার হরণের মাধ্যমে বাঙ্গালী জাতীয়তাবাদে আঘাত করার মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের মদদপুস্ট বারিধারার বাসিন্দারা প্রমাণ করলো তারা জনতার শাসন চায় না!"

    ৪, উপরোক্ত বিবৃতির পর সরকার দলীয় এক রাজনীতিবিদ বলেছেন তাদের উন্নয়নের জোয়ারে আতঙ্কিত হয়ে বিরোধী দল লুঙ্গী গেট কেলেঙ্কারি ঘটিয়েছে ।
    "লুঙ্গি পরায় বাধা প্রদান করে বিরোধীদলের মদদপুস্ট বারিধারার বাসিন্দারা প্রমাণ করলো তারা দেশের সার্বভোমত্তে বিশ্বাসী নয়। পাবলিক এর কঠিন জবাব দিবে।"

    ৫, এদিকে এক ছাত্রনেতা এই ঘটনায় উৎসাহিত হয়ে নিরীহ ছাত্রছাত্রীদের "এসো লুঙ্গি বাঁধা শিখি" কোর্সে জোরপূর্বক ভর্তি করাচ্ছেন

    ৬, ইতিমধ্যে একটি বিশিষ্ট রবীন্দ্র সঙ্গিত লেখক নতুন গান লিখে ফেলেছেন , প্রথম লাইন হল
    ''ওরা আমার পরনের লুঙ্গি কাইড়া নিতে চায়"

    ৭, চিত্রনায়ক জ্বলন্ত দলিল বলেছেন
    "ওভার ইসমাট বাঙালির কান্ড!! are they from ghana , o man they have to respecting lungi "

    ৮, আমার দেশিরা মিছিল করে বলেছেন
    "হেনিবাসির লুঙ্গী লই ছুদুর বুদুর চইলতো ন"

    ৯,এই ঘটনাকে পুজি করে ছুদুর বুদুর ইনসিওরেন্স কোম্পানি নতুন লুঙ্গী বাঁচাও ইন্সুরেন্স প্যাকেজ ঘোষণা করেছে

    নিম্নলিখিত ঘটনায় এই বীমার গ্রাহক ক্ষতিপূরন পাইবেন

    ক) কোন প্রাকৃতিক (যেমন ঝোড়ো হাওয়া) কারনে লুঙ্গির সম্পূর্ণ বা ৮০ %
    উন্মোচন।

    খ) নিজের শত ভাগ অনেচ্ছাসত্বেও অন্যের দ্বারা জোরপূর্বক লুঙ্গির
    সম্পূর্ণ বা ৮০ % উন্মোচন/হরণ। তবে নিজের ইচ্ছা জাগ্রত হইয়াছে প্রমানিত হইলে
    উহা ক্ষতিপূরন এর উপযুক্ত বিবেচিত হইবে না।

    গ) অনিচ্ছাকৃত হোচট খাওয়া বা ধাক্কা লাগিয়া পড়িয়া যাওয়ার কারনে লুঙ্গির
    সম্পূর্ণ বা ৮০ % উন্মোচন।

    এককালীন প্রিমিয়ামঃ ২০ টাকা থেকে শুরু।(গ্রাহকের ইজ্জতে মূল্য অনুযায়ী)
    এককালীন ক্ষতিপূরন ঃ প্রিমিয়াম এর ৮০০% (সর্বোচ্চ) *

    ৯, এদিকে বারিধারার এক ছুসিল জন" চুল টিভি"র টক শোতে বলেছেন

    "লুঙ্গি সামলাতে মোটামুটি শৈল্পিক পর্যায়ের দক্ষতা প্রয়োজন।
    রাতে ঘুমানোর সময় যে লুঙ্গি ঠিকমত থাকলেও, সকালে দেখা যাবে বিছানা থেকে ১০-১৫ হাত দূরে পড়ে আছে! খুবই চিন্তার বিষয়।"

    ১০, কতিপয় অতি আস্তিকরা বলছেন ""নাস্তিক ভলগারদের বাঁচানোর জন্যে এই প্রক্রিয়া " এই প্রতিবাদে ৩০ শে ফেব্রুয়ারি হরতাল

    ১১, এদিকে এক বিপ্লবি দল বারিধারার নাম পরিবর্তন করে লুঙ্গিধারা করার আহবান জানিয়েছেন

    ১২, রিকশাওয়ালার সাথে কথোপকথন ঃ

    মামা বারিধারা যাবেন?

    -না।

    কেন ?

    -না। দেখেননা লুঙ্গি পড়ছি।

    -তো কি হইসে । চলেন মামা ১০০ টাকা ভাড়া দিমু

    -ওই মিয়া ফাজলামি করেন ।আপনার ১০০ টাকার খেপ মারতে গিয়া আমার পরনের ৩০০ টাকা দামের নতুন লুঙ্গী আর ইজ্জত হারাই আর কি

    ১৩,গোয়েন্দা সুত্রে জানা গেছে যে, বারিধারা সোসাইটির এক ক্ষমতাশালী বাক্তি গত শীতে বারিধারা লেকে গোসল করতে গেলে
    কতিপয় দুস্কর লেক পারে রাখা তার কাপড় চোপড় নিয়ে চম্পট দেয় । এদিকে মনের সুখে লেকে সাঁতার কাটার সময় তার লুঙ্গীও মনের সুখে ডুব সাঁতার দিয়ে পালায় । এই অবস্থায় তিনি পারে উঠে সাহায্য চাওয়ার চেষ্টা করলে সাহায্যর জন্য পাড়ার নেড়ি কুকুর'রা ঘেউ ঘেউ করে সাহায্যর জন্য এগিয়ে এসে টাকে আবার লেকের ঠাণ্ডা পানিতে নামিয়ে ২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। এরপর থেকে রিকশাওয়ালাদের লুঙ্গী পরিহিত অবস্থায় দেখলেই তার ওই সন্ধার কথা মনে পড়ে ।

    ১৪ , আরেক নির্ভরযোগ্য সুত্রে জানা গিয়েছে , বারিধারা সোসাইটির আরেক ক্ষমতাশালী বাক্তি বন্ধুদের নিয়ে রাতের আধারে বাড্ডার এক বাড়িতে নারিকেল চুরি করতে জান । গাছে উঠার সুবিধার জন্য তিনি পরনের লুঙ্গী খুলে গাছে উঠেন , বন্ধুরা উৎসাহ দিয়ে বলে
    "সাবাস বেটা, এই নাহলে পুরুষ , লজ্জা কিসের "
    এমন সময় বাড়ির কর্তা প্রকৃতির দাকে সাড়া দিতে বের হলে অবস্থা সঙ্গিন হয়ে পড়ে , ক্ষমতাশালী বাক্তির বন্ধুরা টাকে গাছে খোলা অবস্থায় রেখেই তার লুঙ্গিতে সংগৃহীত নারিকেলগুলো বেধে পালায়
    এর পরের দৃশ্য সেন্সর বোর্ড নিষিদ্ধ করেছে ।

    ১৫, rasel ভাই বলেছেন ,
    বারিধারা সোসাইটির নতুন নিয়ম আশা করি ঢাকা শহরের সকল রিক্সা চালক ভাইরা মেনে নিবে যদি বারিধারা সোসাইটি থেকে ঢাকা শহরের প্রত্যেক রিক্সা চালকদের এক জোড়া ট্রাউজার , এক জোড়া পোলো টি শার্ট , এক জোড়া পাম্প সু , এক জোড়া জকি আন্ডার ওয়ার এবং এক বোতল গুচি পরফিউম গিফট করা হয় । এত বড়লোক এর এলাকা , একটা গুরুত্তপূর্ণ নিয়ম রখ্যার খাতিরে এত টুকু তো করতেই পারে ।

    ১৬, চিত্রনায়ক ওমর সানি বলেছেন ,
    "সুমিকে সাপে কেটেছে , আমি লুঙ্গী পড়েছি , তারপর চুষে নিয়েছি , ও বেঁচে গেছে ।"
    "চৌধুরী তুই আমার লুঙ্গী টেনে আমার ভালোবাসা নষ্ট করতে পারবি না "

    সর্বশেষে লুঙ্গির উপর কথিত অভিজাতদের জঙ্গি হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ধিক্কার জানাই!!
    এবং লুঙ্গী নিয়ে একটি বিখ্যাত রম্য রচনা শেয়ার করে আজ লুঙ্গী পড়ে ঘুমুতে গেলাম

    ""লুঙ্গী একটি আরামদায়ক কিন্তু বিপজ্জনক বাঙ্গালী বস্ত্র । এর ভেন্টিলেশন সিস্টেম অত্যন্ত চমৎকার । সুন্দর বায়ুপ্রবাহ ভিতরের পরিবেশ
    সবসময় ঠান্ডা রাখে, তবে মাঝে মাঝে অতিরিক্ত বায়ুপ্রবাহ সব দৃশ্যমান করে তুলতেপারে । এর বাধন বা গিট্টু অত্যন্ত শৈল্পিক ব্যাপার । শীতের
    রাতে লুঙ্গী অনেক উপকারী বস্ত্র, যা দুর্বল গিট্টু জনিত কারনে প্রায়শই মাফলার এ পরিনত হয় । তবে প্রকাশ্য দিবালোকে দুর্বল গিট্টু
    জনিত দুর্ঘটনা অত্যন্ত মানহানিকর এবং অপমানজনক । তাই লুঙ্গী পড়ার সময় সতর্কহয়ে গিট্টু দিন ।
    মনে রাখবেন – “একটি দুর্ঘটনা, সারা জীবনেরকান্না ।""

    - ফাহিম হাসান -
  • Abhyu | 138.192.7.51 | ১৭ এপ্রিল ২০১৩ ০২:৩২601630
  • কি আর বলি, কল্যাণীর সেন্ট্রাল পার্কে একজনকে দেখেছিলাম - লুঙ্গির উপর কালো কোট। আমার এক বন্ধু তো তাকে দেখতে গিয়ে সাইকেলে ধাক্কাই লাগিয়ে দিল
  • Abhyu | 138.192.7.51 | ১৮ এপ্রিল ২০১৩ ০২:১৯601641
  • তুলে দিলাম। আকাদার কেটি লাবণ্য এইখানে হোক।
  • rabaahuta | 172.136.192.1 | ৩০ এপ্রিল ২০১৩ ২৩:২১601652
  • স্বগোতক্তির জন্যে এইটা বেছে নি। সহজে চোখে পড়বে না, ঢাকাঢুকি আড্ডা যেহেতু।

    শ্যামাপোকা।

    আমার এমনিতে একটু প.কা.'র আকাঙ্খা আছে, তবে গল্পটা পড়ে এত কিছু মাথায় আসেনি। তো কারো ভালো লেগেছে কারো লাগেনি ভালো কথা, পাঠকদের মধ্যে সেই নিয়ে তর্ক ঝগড়া সেইসব ও হতে পারে। কিন্তু Comment from a x on 30 April 2013 21:28:58 IST 138.249.1.206 (*) # তে ক দিয়ে, লেখকের জড়িয়ে পড়াটা নিয়েই আমার কিঞ্চিৎ অস্বস্তি। রূপঙ্কর সরকার নিজেই বলেছেন রসিকতার ব্যাখ্যা করাটা ট্র্যাজিক।

    আমারও মনে হচ্ছিল, দুঃখজনক, উপরন্তু অপ্রয়োজনীয়। লেখক চাইলে কাটিয়েই দিতে পারেন। কিন্তু ঘেঁটে যাচ্ছি। লেখক পাঠকের ইন্টার‌্যাকশনগত চরিত্রের জন্যই যেখানে গুরু আজ মধ্যাহ্নের মার্গারিটা, সেখানে এটা তো এটাও বাঞ্ছনীয়।

    আবার টোটাল ভাট হলো, লেখক যে চাইলে কাটিয়ে দিতে পারেন সেটা লেখক ভালোই জানেন, চাননি বলেই কাটাননি। আবার, লেখকদের তো নানাবিধ সমালোচনা সইতে হবেই। সত্যি বলতে কি, বিরূপ অ্যানালিটিক্যাল সমালোচনা বোধয় অতি উপকারী।। সুনীল আমার অতি প্রিয় লেখক হওয়া স্বত্ত্বেও এখানে হাজার গালাগাল খেলেও আমার মোটেই খারাপ লাগেনা - তার একটা করন সুনীল এবং আমি, পরস্পরকে এমনকি ভার্চুয়ালিও চিনতাম না (রূপঙ্কর সরকারের সঙ্গেও আমার অনুরূপ সম্বন্ধ, কখনো হাই হ্যালোও হয়নি, তবে গুরুতুতো লোক কিনা তাই একটু বাড়তি আরকি)। তাছাড়া সুনীল বোধয় গুরুতে আসতেনওনা, গালাগাল পড়ার জন্যে। তো এই হলো আমার ঢাকাঢুকি আড্ডা।

    গল্প, তার কন্টেন্ট, মেসেজ এইসব বিষয়ে কোন বক্তব্য নাই, থাকলেতো খোলাখুলিই লিখতাম, ঢাকাঢুকির কি দরকার ছিল।
  • rabaahuta | 172.136.192.1 | ০৩ মে ২০১৩ ০০:৫১601531
  • আমি ঘাপটি মেরে বসে আছি, কিরকম মিমিময় হবে কিছুই বোঝা যাচ্ছেনা।
    শেষে হয়তো কিছুই হলো না।
  • rabaahuta | 172.136.192.1 | ০৯ মে ২০১৩ ২১:১৮601542
  • ওকে, এই টইটা আমি তবে নিয়ে নিলাম, স্বগতোক্তির জন্যে।

    সোসেনের রবীন্দ্রজয়ন্তীর লেখা পড়ছিলাম।
    সোসেন, দমদি এরা একটু সময় দিলেই পথের পাঁচালীর মত তীব্র (তীব্রতাটা সাস্টেন করা জন্যে একটু দীর্ঘ লেখা চাই, উপন্যাস..., এবং ফিকশন) কিছু লিখে ফেলেতে পারতো। হয়তো লিখতে চায় না সে অন্য কথা, যারা চায় তাদের ক্ষমতা নেই, এই দুঃখ।
  • aranya | 154.160.226.53 | ০৯ মে ২০১৩ ২১:২১601553
  • কোথায় সোসেনের এই লেখা - আশা করি ভাটে নয়
  • rabaahuta | 172.136.192.1 | ০৯ মে ২০১৩ ২১:২২601564
  • বিষয় : ফেসবুক থেকে কিছু পুরনো লেখা
  • aranya | 154.160.226.53 | ০৯ মে ২০১৩ ২১:৫২601569
  • ও সেইটা, হ্যাঁ, সোসেনের ফেসবুক, দ-এর ভাগাড়পাড়া - কালোত্তীর্ণ সব লেখা
  • rabaahuta | 172.136.192.1 | ০৮ জুন ২০১৩ ০২:০১601570
  • নিশীথ রাতে কাহার অভিসারে
    শ্রীমতী চলে নিবিড় চুপিসাড়ে
    রজনী ছিল ডাগর, আঁটোসাঁটো
    বাঁশেরা ছিল, যথাযথই, ঝাড়ে

    আকাশে ছিল তারায় ভরা রাত
    বাতাস ছিল অন্ধকারে মাত
    ঘুমিয়ে ছিল পথের সারমেয়
    জনগণেশ ঘুমেই কুপোকাৎ

    হাস্নুহানা ফুটিয়াছিল ঢের
    গন্ধে দিবা অবসানের জের
    সাপের বাসা গর্তে ছিল, নীচে
    কার ললাটে দুর্গ্রহ ফের

    টিভিতে ছিল সম্প্রচারে ছেদ
    শ্রান্তভালে অসৈরন স্বেদ
    শ্রীমতী হাঁটে নিবিড় চুপিসাড়ে
    কিজানি তার কীই বা ছিল খেদ
  • rabaahuta | 172.136.192.1 | ০৮ জুন ২০১৩ ০২:০৭601571
  • * দুর্গ্রহের ফের
  • rabaahuta | 172.136.192.1 | ০৮ জুন ২০১৩ ০২:১০601572
  • যা;, একটা চমৎকার লাইন ভেবে রেখেছিলা, ঢোকাতে ভুলে গেলাম। ঠিকাছে, পরে হবে।
    শুক্রবার বাড়ি যাওয়ার পনেরো মিনিট আগেই যে কেন আমার মাথায় এই মহান কাব্যস্রোত আসে, উফ।
  • rivu | 140.203.154.17 | ০৮ জুন ২০১৩ ০৩:৩৬601573
  • বাহ বেড়ে হয়েছে রবাহুত
  • nina | 78.34.162.175 | ০৮ জুন ২০১৩ ০৯:৫১601574
  • হুতো ঃ-) কোবতেগুলোতে যেন একটু আম্রিগার ছোঁয়া এসে যাচ্ছে ঃ-)))))
  • ranjan roy | 24.99.68.5 | ০৮ জুন ২০১৩ ১৮:৩৫601576
  • "আঁটোসাঁটো বাঁশেরা ছিল, যথাযথই, ঝাড়ে" --এমন একটি পলিটিক্যালি করেক্ট, অ্যাস্থেটিক্যালি পারফেক্ট, কাব্যপ্রতিমা নির্মাণ করার জন্যে হুতোকে সাধুবাদ!
  • r2h | 76.87.31.79 | ০৮ জুন ২০১৩ ১৯:০৭601577
  • রজনীর বিশেষণ হিসেবে অন্য একটা ডি ওয়ার্ড ব্যবহারের লোভ খুব কঠোরভাবে স'ম্বরন করেছি। তাতেও সাধুবাদ পাওনা হলো কিন্তু।
  • r2h | 76.87.31.79 | ০৮ জুন ২০১৩ ১৯:১৯601578
  • কিন্তু এই দুর্দিনেও যে লোকে আমার পদ্যপাঠ করছে তাতে আমি আপ্লুত। চন্দ্রসূর্য আজো আছে, হে মর্মপীড়।
  • rabaahuta | 172.136.192.1 | ১১ জুন ২০১৩ ২২:৩০601579
  • কেমন একটা তিতিবিরক্ত লড়াইক্ষ্যাপা হয়ে গেছি, সবেতেই রাগ হয়ে যাচ্ছে আর সবেতেই মতামত পাচ্ছে।
    ব্যাচেলর পার্টি শুনে মনে হলো, সেদিন দেখি একজন, লুরুতে থাকে বোধয়, ফেসবুকে ব্যাচেলর পার্টির ছবি লাগিয়েছে। একটি মেয়ে খুঁটি ধরে অতি অল্প পোশাকে নাচছে, আর লোকজনসব গোল হয়ে ঘিরে চেয়ারে বসে আমোদ করছে। তো সে করুক, যৌবনজলতরঙ্গ।
    এমনিতে পাশ্চাত্য সংস্কৃতি টংস্কৃতি এইসব নিয়ে আমার হালকা একটু সানি বোধয় আছে, এখানে লোকজন হামেশাই স্ট্রিপক্লাব টাবে যাচ্ছে, সেসব নিয়ে কিছুই মনে হয় না, কিন্তু দেশে লালবাতি এলাকায় আনাগোনা শুনলে একটু বিতৃষ্ণা তো হবে। কেন কে জানে। এই পাশ্চাত্যে শরীরপ্রদর্শনের পেশা মানুষ তুলনামূলকভাবে সম্মানের সঙ্গে বহন করতে পারে বলে? 'তুলনামূলক' বলেছি, অ্যাবসোলিউট কিছু নয়। ঝুঁকি, কম্প্রোমাইজ এসব এখানেও নিশ্চয় থাকে, কিন্তু সামাজিক ভাবে বাতিল হয়ে যাওয়ার বিরুদ্ধে লড়াইটা বোধয় কম।

    যেটা দেখে প্রবল বিরক্তি লেগেছিল, আমাদের দেশের প্রেক্ষিতে, এই মেয়েটির ছবি এরকমভাবে ফেসবুকে দিয়ে দেওয়া... (আমেরিকায় বোধয় ছবি তুলতে গেলেই ক্যালাবে, নাকি?)।
    জানিনা, তাঁর সম্মতি থেকে থাকলে অন্যকথা। তবে ব্যাচেলর পার্টিতে পোলডান্সারের ছবি ফেসবুকে তোলার আগে সম্মতি নেওয়ার মত দ্বায়িত্বজ্ঞান খুব একটা আশা করিনা আমি লোকের কাছে।
  • অনাহূত | 172.136.192.1 | ২১ আগস্ট ২০১৩ ২২:০৭601580
  • হাবিজাবি লিখে দিলেই তো হয়
    এই যেমন পড়ার টেবিল আদেখলা দিন
    জালি জালি কাজ করা ঋতুরঙ্গ
    বোরোলিন, চিলেদের ডাক, রেলগাড়ি।
    চাকায় রক্ত ছিটে দাগ।

    যাহোক তাহোক লিখে দিই তবে
    ছাতা পরা ক্যামেলের রং
    স্কুলে যাওয়া নতুন শিশুর জুতো
    দরজার ধারে তার ওঁৎ পেতে
    অচেনা দুঃখ টুকটাক

    কেউ তো পড়তে যাবে না তাই
    ঘষামাজা চায়ের গেলাস
    ঘাটলায় ভুস করে ডুব দেয়
    কালবোস মাছে, লেখা থাক।

    মোটামুটি চুপচাপ থাকে
    এসময় বাজারের পড়ো পড়ো চালা
    মা বেড়াল দুপুরের ঘুম
    এ সময় লিখে ফেলা যাক।
    যদিচ বাসনাকুসুম আছে
    মধুময়, তামরস,
    দাসেরে রেখেছে মনে মনে।
  • siki | 127.213.246.167 | ২১ আগস্ট ২০১৩ ২২:১০601581
  • আহা!
  • nina | 78.34.162.175 | ২৩ আগস্ট ২০১৩ ০৪:১০601582
  • বেড়ে লিখেছিস রে হুতো---থামিস না
  • rabaahuta | 172.136.192.1 | ২০ ডিসেম্বর ২০১৩ ২২:২৪601583
  • এক ফোঁটা জল গড়িয়ে পড়ছে উইন্ডশিল্ডে, যেরকম পরিপাটি বাসা বাঁধে রুপোলি পোকার দল, হলুদ পাখির খড়, নিঃশব্দ ভামবিড়ালের আনাগোনা যেরকম দেখা যায়, যেরকম স্মৃতিতে কলকাতার আলো, দূর থেকে ডাউনটাউন, অন্ত্যমিলের বেহায়া উদযাপন। এইবার কলকাতায় দেখলাম উপকন্ঠে কেমন হেমন্ত নামে মাঠে মাঠে কুয়াশার চাদরের মত, নড়বড়ে জীবনের পাশাপাশি চিল ওড়ে স্নেহময় তীক্ষ্ণ চিৎকারে, তার শিশুরা বসে থাকে মরা মাছ, বাসা ছেড়ে উড়ে যাওয়ার অপেক্ষায় কাতর। চিলদের স্মৃতি দীর্ঘস্থায়ী নয় বলেই বোধ হয়, নাকি তার তীক্ষ্ণ চিৎকারে শৈশবের স্মৃতি থাকে, থাকলে এই তীক্ষ্ণতার মানে বোঝা যেতে পারে, তবে জীবন কিনা বিস্ময়কর, সে চিলেরই হোক বা নীলাভ সবুজ শৈবালের। এইসব সাত পাঁচ ভেবে ঘোর কেটে যায়, উৎসবে ব্যসনে উদযাপনে ব্যস্ত হই, হেমন্তের কলকাতায় শীত আসে, শীতের আগরতলায় রাত নামে, রাতের দিল্লীতে নামে ভয়, ভয়ের আনাচে কানাচে জমে কত কত শহরের ধুলো বালি, যাপনের গাদ, পরতে পরতে জীবনের বিস্ময় জমে ওঠে, মৃত্যুগুলি বিস্মরণ হয়ে যায়। নিজের অঙ্গ প্রত্যঙ্গ অবিচ্ছেদ্য জীবন, প্রিয় মানুষদের ফেলে এগিয়ে যাই শীতল নিঃশব্দ অনিশ্চিত শিখরের দিকে, সঙ্গে এক অচেনা কুকুর। ফেলে আসা ছেড়ে আসা শহরগুলি পিছলে যায়, যেমন চলমান উইন্ডশিল্ডে গড়িয়ে যায় জল, ওপরে ওঠে নীচে নামে, গতির সঙ্গে তাল মিলিয়ে। বুনো ঝোপে নিঃশব্দে চলে যায় ভামবিড়াল, জানতেও পারেনা তার কিছু কম পড়ছে কিনা। শহর থেকে শহর, স্মৃতির ওপর স্মৃতি, মানুষের মুখের ওপর ভেসে ওঠে অন্যতর ছবি, উইন্ডশিল্ডে গড়িয়ে যায় জল, ডাউনটাউন সেজে ওঠে বড়দিনের আলোয়, উপকন্ঠে শীত নামে, মৃত্যু নামে বিস্ময়ের মত জীবনের ওপর, যেন নিঃশব্দ ভামবিড়াল, যেন সে জানতেও পারেনা তার দর্শকের মায়া। পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, জমে ওঠে খড়, ধুলোর নীচে জীবনের বিস্ময় অপেক্ষা করে থাকে, দুয়েক মুহূর্ত। আর চোখের পলকে সরে যায় যেন সিগন্যাল খুলে তাড়াহুড়ো করা গাড়ি, উইন্ডশিল্ডে জল, অনেকদিন না দেখা হলুদ পাখি, ভামবিড়াল, নানাবিধ মায়া, যত্নে রাখা দলিল দস্তাবেজ, বিস্মরণ, মৃত্যু, বিস্ময় এইসব অতর্কিত বিষয়।
  • I | 24.99.209.9 | ২০ ডিসেম্বর ২০১৩ ২২:৪৪601584
  • আহা!
  • kumu | 133.63.144.28 | ২০ ডিসেম্বর ২০১৩ ২২:৫৪601585
  • !!!!
  • ম্যামি | 69.93.243.184 | ২০ ডিসেম্বর ২০১৩ ২৩:২৬601587
  • হুতো দেখছি একাই একশো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন