এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুরোনো বাংলার ছড়াগুলি

    Parolin
    অন্যান্য | ২০ জুন ২০০৬ | ২২৮০৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Lama | 213.171.246.243 | ২১ নভেম্বর ২০১৩ ০০:৩৯603206
  • আমার আলমারিতে
  • Bhagidaar | 106.2.241.35 | ২১ নভেম্বর ২০১৩ ০২:০২603207
  • সব পোস্ট পড়িনি, জানিনা কেউ ওই বইটা পড়েছে কিনা,যাতে ছিল " দাদুর মাথায় টাক ছিল, সেই টাকে তেল মাখছিলো ----"
  • tania | 218.87.233.180 | ২১ নভেম্বর ২০১৩ ০৩:১০603208
  • ভাগীদার,কাঠের পুতুল?
  • Atoz | 161.141.84.239 | ২১ নভেম্বর ২০১৩ ০৩:২২603209
  • এইটা খুব সম্ভব অন্নদাশঙ্করের

    "ও পাড়ার ময়না
    কেন কথা কয়না?
    জানলাম ইতিহাস ঘেঁটে।
    ভুল করে একদিন
    খেয়েছিল আলপিন
    সেই থেকে গলা গেছে এঁটে। "
  • Atoz | 161.141.84.239 | ২১ নভেম্বর ২০১৩ ০৩:২৭603210
  • কেজি ওয়ানের ইংরেজী বইয়ে চমৎকার সব ছবিওলা ছড়া ছিল বাংলা ইংরেজীতে মেশানো।
    একটা ছবি ছিল মজাদার, একটা বানর ছোটো ঘোড়ায় চেপে যাচ্ছে, পাশে গাধাকে দেখে তাকে উৎসাহিত করছে মধুচাকের কাছে যেতে। ঃ-)
    " ডাঙ্কিকে কহিছে মাঙ্কি এসো মোর সনে
    পনি চেপে হনি খেতে যাবো আমি বনে।"
  • Atoz | 161.141.84.239 | ২১ নভেম্বর ২০১৩ ০৩:৩১603211
  • আর সেই কেজি ক্লাসে ছিল ছড়ায় ভর্তি বই, একটা ছড়া খুব সুন্দর ছিল, লেখকের নাম মনে নেই।
    ছড়াটা ছিল
    "একটি মাসী দুই মাসী তিনটি মাসী কইতো
    তাদের দেশের চীনাং নদী দু'কূল ছেপে বইতো।
    বইতো বলেই রইতো কি আর তাদের দেশের মধ্যে?
    থাকলে আমি বসিয়ে দিতাম রুলটানা এই পদ্যে।"

    আরেকটা ছিল-
    "আম টুকটুক জাম টুকটুক তেরাই নদীর তীর
    শালিক চড়ুই ফড়িং বাবুই কাক কোকিলের ভীড়।"
  • Lama | 126.193.135.250 | ২১ নভেম্বর ২০১৩ ০৫:৫৭603212
  • @ভাগীদার-

    দাদুর মাথায় টাক ছিল, সেই টাকে তেল মাখছিলো
    এমন সময় বোলতা এসে হুল ফুটিয়ে পালায় শেষে।
    গুলিয়ে দিল বুদ্ধি দাদুর, ফুলিয়ে দিল টাকটা রে!
    ব্যথার চোটে কাঁদল দাদু, আনল ডেকে ডাক্তারে।
  • kk | 81.236.62.176 | ২১ নভেম্বর ২০১৩ ০৬:১২603213
  • 'দাদুর মাথায় টাক ছিলো' তো খাগড়াই এ। পড়েছি বৈকি! লাস্ট লাইনে 'কাঁদলো দাদু ব্যথার চোটে, আনলো ডেকে ডাক্তারে' ।
    আমার ছোটবেলায় দাদুর দুঃখে চোখে জল এসে যেতো।
  • siki | 132.177.166.58 | ২১ নভেম্বর ২০১৩ ০৮:১৭603214
  • হ্যাঁ, দাদুকে এই বুলি করাটা আমি ছোটবেলায় একেবারে মেনে নিতে পারতাম না। দাদুর জন্য কেমন একটা কষ্ট হত।
  • সৌরদীপ | 122.79.36.29 | ১৩ জুন ২০১৫ ১৩:৪৬603216
  • আমরা খেলার সময় গুন তাম
    উবু
    দশ কুড়ি তিরীশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই শ.....
    তারপর
    শএ শএ মিলে গেল
    প্রজাপতি ঊড়ে গেল
    মা বলল ইস্কুল যা
    বাবা বলল ঘর থেকে বেরিয়ে যা!

    অথবা
    প্লেন প্লেন প্লেন
    এরোপ্লেন
    প্লেন থেকে নেমে এলো সুচিত্রা সেন
    সুচিত্রাদি, সুচিত্রাদি
    তোমার ব্যাগে কি
    উত্তমের জন্য পরোটা রেঁধেছি!!
  • সৌরদীপ | 122.79.36.29 | ১৩ জুন ২০১৫ ১৩:৫৫603217
  • আর ছড়া মনে পড়ে রাশিয়ান বইএর

    এ আবারকি
    রাখ ইয়ার্কি
    এইখানে দে সবাই
    ছুরিও হেথা
    দড়িও হেথা
    ঝুলিয়ে করি জবাই......

    আরেকটা মনে পড়ে
    ঊৎস জানি না
    হনুমানের ন্যাজটি ছিল বেজায় রকম লম্বা
    জলার ধারে ফলার সারে, খাচ্ছে পাকা রম্ভা
    হঠাৎ লাগে বাগড়া
    জলায় ছিল কাঁকড়া
    বাগিয়ে দাঁড়া কামড় লাগায় হনুমানের পুচ্ছে
    রম্ভা খাওয়া ছেড়ে হনু লম্ফ লাগায় উচ্চে!!

    আরও ছিল
    যেমন

    কচুবনে হেগে গেল কালো কুকুরে
    তাই দেখে ভোলা নাচে দিনে দুপুরে
  • PM | 11.187.167.253 | ১৩ জুন ২০১৫ ১৭:৩৮603218
  • পরীক্ষায় গোল্লা পেয়ে হারু ফেরেন বাড়ি,
    চক্ষু দুটি ছানা বড়া মুখ খানি তার হাঁড়ি।
    রেগে আগুন হলেন বাবা সকল কথা শুনে
    আচ্ছা করে পিটিয়ে তারে দিলেন তুলো ধুনে।
    পিসি ভাসেন চোখের জলে (মনে পড়ছে না)
    শুনে মায়ের বুক ফেটে যায় হায় কি হলো বলে--
    ইত্যাদি।

    সুকুমার রায়ের ছড়া , KG বইতে ছিলো। ছড়া তো মজর-ই , তার চেয়েও বেশী মজার ছিলো ইলাস্ট্রেসন।

    হারুর ছবিতে তার মুখটা ছিলো সত্যি হাঁড়ির মতো, ছোখ দুটো সত্যি ছানা বড়ার মতো।

    বাবা হারুকে পেটাচ্ছেন , আর চার দিক থেকে তুলো বেরোচ্ছে।

    পিসি চোখের জলের মধ্যে গলা পর্য্যন্ত ডুবে হাবুডুবু খাচ্ছেন

    মার সত্যি বিষ্ফোরনে বুক ফেটে যাচ্ছে।

    শেষ লাইন্টা ছিলো "আহ্লাদে আট্খানা হয় পাশের বাড়ির ছেলে" ছবিতে ছেলেটির শরীর সত্যি আট টুকরো হচ্ছে ঃ)

    ছবি সহ ছড়াটা অতো রেখাপাত করেছিলো মনে যে আজো চোখের সামনে ভাসছে ঃ)
  • -- | 218.107.71.70 | ১৪ জুন ২০১৫ ১৩:২৫603219
  • হারু না, হাবু।

    পিসি ভাসেন চোখের জলে কুটনো কোটা ফেলে।
  • -- | 218.107.71.70 | ১৪ জুন ২০১৫ ১৩:২৯603220
  • পরীক্ষায় গোল্লা পেয়ে হাবু ফেরেন বাড়ি
    চক্ষু দুটি ছানাবড়া মুখখানি তার হাঁড়ি,
    রাগে আগুন হলেন বাবা সকল কথা শুনে
    আচ্ছা করে পিটিয়ে তারে দিলেন তুলো ধুনে
    মারের চটে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে
    শুনে মায়ের বুক ফেটে যায় হয় কি হলো বলে।
    পিসি ভাসেন চোখের জলে কুটনো কোটা ফেলে
    আহ্লাদেতে পাশের বাড়ির আটখানা হয় ছেলে।
  • PM | 233.223.155.237 | ১৪ জুন ২০১৫ ১৫:৪৩603221
  • ধন্যবাদ ড্যাস। আমি সেই KG ক্লাসে পড়েছিলাম। আবছ মনে ছিলো কিন্তু ছবিগুলো চোখের সামনে ভাসছে ঃ)
  • Bratin | 122.79.36.50 | ১৪ জুন ২০১৫ ১৫:৫১603222
  • খাগড়াই এ গোলা গোলা পদ্দ আছে।

    গাধা টার বুদ্ধি দেখো
    চাট মেরে সে নিজের গালে
    কে মেরেছে দেখবে বলে
    চড়তে গেছে খড়ের(?) চালে।
  • সিকি | ১৪ জুন ২০১৫ ১৫:৫৭603223
  • ছবি সমেত ছড়া সুকুমারের আরও ছিল।

    এমনি পড়ায় মন বসেছে, পড়ার নেশায় টিফিন ভোলে
    সামনে গিয়ে উৎসাহ দেই মিষ্টি দুটো বাক্য বলে।

    পড়ছো বুঝি? বেশ বেশ বেশ, একমনেতে পড়লে পড়ে
    লক্ষ্মী ছেলে, সোনা ছেলে, বলে সবাই আদর করে।

    এ আবার কী? চিত্র নাকি? বাঁদর পাজি লক্ষ্মীছাড়া,
    আমার পরেই বিদ্যে ঝাড়া? পিটিয়ে তোমায় করছি খাড়া।

    (ছবিতে দেখা যাচ্ছে ছাত্র মন দিয়ে স্যারের কার্টুন এঁকেছে, নিচে লেখাঃ হাঁউমাউ ফোঁস ফোঁস, ঐ আসে হীরু বোস)
  • পুপে | 6767.7.125623.86 | ২৭ জুলাই ২০১৮ ২৩:০৯603227
  • name: সিকি mail: country:

    IP Address : 894512.168.0145.123 (*) Date:26 Jul 2018 -- 01:12 PM

    গণেশ দাদা
    পেটটি নাদা
    খড় খেয়েছে
    গাদা গাদা।

    ছোটবেলায় ছড়া বলতাম তো।
  • পুপে | 6767.7.125623.86 | ২৭ জুলাই ২০১৮ ২৩:১১603228
  • টইয়ের দু নম্বর পাতায় স্পষ্ট লিখেছে। এদিকে সেদিন বলল কি না যে কোনদিন ছড়া বলি নি !!!

    Name: Arjit Mail: Country:

    IP Address : 128.240.229.7 Date:20 Jun 2006 -- 08:40 PM

    আয় তে আয় টিয়ে
    নায়ে ভরা দিয়ে
    না নিয়ে গেলো বোয়াল মাছে
    তাই দেখে দেখে ভোঁদর নাচে
    ওরে ভোঁদর ফিরে চা
    খোকার নাচন দেখে যা।

    খোকন খোকন ডাক ছাড়ি
    খোকন গেছে কার বাড়ি
    সেখানে খোকন কি করে
    ডুব গেলে গেলে মাছ ধরে
    আয় রে খোকন বাড়ি আয়
    দুধ মাখা ভাত কাকে খায়।

    খোকন আমাদের সোনা
    স্যাকড়া ডেকে মোহর কেটে
    গড়িয়ে দেবো দানা
    তোমরা কেউ কোরো না মানা।
  • কুমড়োপটাশ | 7845.15.232323.200 | ২৮ জুলাই ২০১৮ ০৭:১৫603229
  • "্ছোটোদের ছড়া সঞ্চয়ন" বলে একটা ছড়ার কালেকশান ছিল, কারুর কাছে আছে?
  • কুমড়োপটাশ | 7845.15.120123.247 | ২৮ জুলাই ২০১৮ ০৭:৫২603230
  • ট্রাম গাড়ী মনোরেল ঘটাং ঘটাং
    পিকাডেলি সিটাদেল ওরাঙ্গোটাং
    বুমেরাং লাট্টু ভিকি বাম টাট্টু
    আন্ডার গ্রাজুয়েট খড়ম খটাং।
    এস্কিমো ইউরেকা রাবড়ি পারদ
    পোপোকাটাপেটেলের পাগলা গারদ,
    পাঞ্জা ও ছক্কা হাড়গিলে মক্কা
    রামনাম সচ হ্যায় নারদ নারদ।
    মাতুঙ্গা প্লাস্টিক স্যান্ডো সামার
    তেরে কেটে ধিনতাক ল্যাটিন গ্রামার,
    নেই মাথা মুন্ডু মিলটন কুন্ডু
    আবোলতাবোল লেখে উলটে চেয়ার।

    - ছড়া টড়া লিখেছেন অমিতাভ চৌ
  • কুমড়োপটাশ | 7845.15.120123.247 | ২৮ জুলাই ২০১৮ ০৭:৫৫603231
  • ট্রাম গাড়ী মনোরেল ঘটাং ঘটাং
    পিকাডেলি সিটাদেল ওরাঙ্গোটাং
    বুমেরাং লাট্টু ভিকি বাম টাট্টু
    আন্ডার গ্রাজুয়েট খড়ম খটাং।
    এস্কিমো ইউরেকা রাবড়ি পারদ
    পোপোকাটাপেটেলের পাগলা গারদ,
    পাঞ্জা ও ছক্কা হাড়গিলে মক্কা
    রামনাম সচ হ্যায় নারদ নারদ।
    মাতুঙ্গা প্লাস্টিক স্যান্ডো সামার
    তেরে কেটে ধিনতাক ল্যাটিন গ্রামার,
    মেক্সিকো বলগা নাগাসাকি ভলগা
    ডানিয়েল ডিফো আর দালাই লামার।
    নেই মাথা মুন্ডু মিলটন কুন্ডু
    আবোলতাবোল লেখে উলটে চেয়ার।

    - ছড়া টড়া লিখেছেন অমিতাভ চৌ
  • সুমিত্রা | 232312.163.1267.249 | ২৪ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৪৭603232
  • ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে মাথায় খোলা ছাতা
    হাঁস বাবাজী.......
    যাচ্ছে কলিকাতা,
    হিজলতলা পিছল বেজায়
    উল্টে পড়ে পা ভেঙে যায়
    তাই না দেখে চ্যংড়া ব্যাঙ্গা
    বলল মাথা ঝেঁকে-
    হাঁস বাবাজী ঠ্যাং টি সারাও
    হাসপাতালে থেকে।।
  • সূর্য্য শঙ্কর চৌধুরী | 236712.158.895612.80 | ২১ জুলাই ২০১৯ ১৪:৩৮603233
  • কি সুন্দর ছড়া সব!আচ্ছা, "হলুদ বনে বনে,আমার নাকছাবিটি হারিয়ে গেছে,সুখ নেই কো মনে" কার লেখা?
  • মুনমুন | 2409:4060:8:9326::9d6:b8ac | ২৫ নভেম্বর ২০২২ ১২:২৮738996
  • উব্বাবারে চলেন উড়ে আফ্রিকা তে
    কোনো একটা রাশান ছড়ার বই থেকে।
    কেউ কি নাম টা জানেন।প্লিজ, জানালে খুশি হবো।
     
  • Surajit | 2401:4900:7084:6edd:9102:3243:6e14:d696 | ০৮ এপ্রিল ২০২৪ ১৮:০৬742719
  • আম টুকটুক জাম টুকটুক
    তেরাই নদীর তীর
    শালিক চড়ুই ফড়িং বাবুই
    কাককোকিলের ভীড়।
     
     
    পরবর্তী অংশটা কারোর জানা আছে...? 
  • প্রত্যয় ভুক্ত | ০৮ এপ্রিল ২০২৪ ১৯:৪২742720
  • বড়কির বোন ছুটকি/গাবদা গাবুস মুটকি/ভাত খাবে না চটকে/লাল পিঁপড়ে দেখলে পরে/অমনি পালায় সটকে।
     
    ছিঁচকাঁদুনি নাকে ঘা/রক্ত পড়ে চেটে খা।
     
    ঢঙি ঢঙ করে/কচুপাতা রঙ করে/ঢঙির কানে নাই দুল/ঢঙি অঙ্ক করে ভুল।
  • প্রত্যয় ভুক্ত | ০৮ এপ্রিল ২০২৪ ২০:১৮742722
  • লিচু-চোর
    বাবুদের তাল-পুকুরে
    হাবুদের ডাল-কুকুরে
    সে কি বাস্ করলে তাড়া,
    বলি থাম্ একটু দাঁড়া।
     
    পুকুরের ঐ কাছে না
    লিচুর এক গাছ আছে না
    হোথা না আস্তে গিয়ে
    য়্যাব্বড় কাস্তে নিয়ে
    গাছে গ্যে যেই চড়েছি
    ছোট এক ডাল ধরেছি,
    ও বাবা, মড়াৎ করে
    পড়েছি সড়াৎ জোরে!
     
    পড়বি পড় মালীর ঘাড়েই,
    সে ছিল গাছের আড়েই।
    ব্যাটা ভাই বড় নচ্ছার,
    ধুমাধুম গোটা দুচ্চার
    দিল খুব কিল ও ঘুসি
    একদম জোরসে ঠুসি!
     
    আমিও বাগিয়ে থাপড়
    দে হাওয়া চাগিয়ে কাপড়
    লাফিয়ে ডিঙনু দেয়াল,
    দেখি এক ভিটরে শেয়াল!
    আরে ধ্যাৎ শেয়াল কোথা?
    ভোলাটা দাঁড়িয়ে হোথা!
    দেখে যেই আঁতকে ওঠা
    কুকুরও জাড়লে ছোটা!
    আমি কই কম্ম কাবার
    কুকুরেই করবে সাবাড়!
     
    'বাবা গো মা গো' বলে
    পাঁচিলের ফোঁকল গলে
    ঢুকি গ্যে বোসদের ঘরে,
    যেন প্রাণ আসলো ধড়ে!
    যাব ফের? কান মলি ভাই,
    চুরিতে আর যদি যাই!
    তবে মোর নামই মিছা!
    কুকুরের চামড়া খিঁচা
    সে কি ভাই যায় রে ভুলা-
    মালীর ঐ পিটনিগুলা!
    কি বলিস্? ফের হপ্তা!
    তৌবা-নাক খপতা।
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন