এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুরোনো বাংলার ছড়াগুলি

    Parolin
    অন্যান্য | ২০ জুন ২০০৬ | ২২৭৯৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tan | 131.95.121.251 | ২০ জুন ২০০৬ ২০:০৩603215
  • হারাধনের দশটি ছেলে
    ঘোরে পাড়াময়
    একটি কোথা হারিয়ে গেলো
    রইলো বাকী নয়।
    হারাধনের নয়টি ছেলে
    কাততে গেলো কাঠ
    একটি কেটে দুখান হলো
    রইলো বাকী আট।
    হারাধনের আটটি ছেলে
    বসলো খেতে ভাত
    একটির পেট ফেটে গেলো
    রইলো বাকী সাত।
    হারাধনের সাতটি ছেলে
    গেলো জলাশয়
    একটি জলে ডুবে মলো
    রইলো বাকী ছয়।
    হারাধনের ছয়টি ছেলে
    চড়তে গেলো গাছ,
    একটি মলো আছাড় খেয়ে
    রইলো বাকী পাঁচ।
    হারাধনের পাঁচটি ছেলে
    গেলো বনের ধার,
    একটি গেলো বাঘের পেটে
    রইলো বাকী চার।
    হারাধনের চারটি ছেলে
    নাচে তা ধিনধিন
    একটি গেলো পিছলে পড়ে
    রইলো বাকী তিন।
    হারাধনের তিনটি ছেলে
    ধরতে গেলো রুই
    একটি মলো আছড়ে পড়ে
    রইলো বাকী দুই।
    হারাধনের দুইটি ছেলে
    ধরতে গেলো ভেক
    একটি গেলো সাপের বিষে
    রইলো বাকী এক।
    হারাধনের একটি ছেলে
    কাঁদে ভেউ ভেউ
    মনের দু:খে বনে গেলো
    রইলো না আর কেউ।

    এ দিয়ে নাকি বিয়োগ শেখাতো!!!!
  • dam | 199.244.214.30 | ২০ জুন ২০০৬ ২০:০৭603234
  • তাই তাই তাই
    মামার বাড়ী যাই
    মামার বাড়ী ভারী মজা
    কিল চড় নাই।
    মামায় দিল মুড়ি নারকেল
    দুয়ারে বসে খাই
    মামীয়ে দিল ঠ্যাঙার বাড়ী
    কানতে কানতে যাই।
    ======================

    তেলের শিশি ভাঙল বলে,
    খুকুর পরে রাগ কর!-
    তোমরা যে সব বুড়ো খোকা
    ভারত ভেঙে ভাগ কর
    তার বেলা?

    অন্নদাশঙ্করের এই ছড়াটি অনেক বড়। এইটুকুই মনে আছে।
  • samran | 59.93.255.92 | ২০ জুন ২০০৬ ২০:০৭603226
  • ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গাঁ
    ঐখানেতে বাস করে কানা বগীর ছা
    ঐ বগী তুই খাস কি?
    পান্তা ভাত চাস কি?
    পান্তা আমি খাই না
    পুঁটি মাছ পাই না
    একটা যদি পাই
    অমনি ধরে কুটুস কাটুস খাই।
  • Parolin | 213.94.228.210 | ২০ জুন ২০০৬ ২০:১৩603235
  • আমরা ওটা বোলতাম -

    মামা দিল দুধ মুড়ি
    দুয়োরে বসে খাই।

    বোধহয় বাঙ্গাল ও ঘটী সংস্করণ।
  • samran | 59.93.255.92 | ২০ জুন ২০০৬ ২০:১৫603236
  • আয় আয় চাঁদমামা
    টিপ দিয়ে যা
    চাঁদের কপালে চাঁদ
    টিপ দিয়ে যা
    ধান বানলে কুড়ো দেব
    মাছ কুটলে মুড়ো দেব
    কালো গরুর দুধ দেব
    দুধ খাবার বাটি দেব
    চাঁদের কপালে চাঁদ
    টিপ দিয়ে যা
  • Parolin | 213.94.228.210 | ২০ জুন ২০০৬ ২০:১৭603237
  • আর চিত হয়ে শুয়ে একটি খোকা বা খুকিকে হাঁটুর ওপর নিয়ে বলতে হত সেই দুর্বোধ্য ছড়াটা-

    হারুরে শোয়া
    কাগাপাতি রে
    বোম্ভ ভাজা
    বলে দে রে রাজা
    কোন কুঁড়ে পড়বি
    সোনাকুঁড় না হাগুকুঁড়।

    এবং তপ্পর ধুপ করে খোকা/খুকিকে হয় ডান কিম্বা বাঁ দিকে ফেলে দেওয়া।

  • Parolin | 213.94.228.210 | ২০ জুন ২০০৬ ২০:২৭603238
  • হ্যাঁ গো , কেউ এটা যে এখনো বলল না। আমিও ছাই শেষটা ভুলে গেছি -

    দোল দোল দোলুনি
    রাঙ্গা মাথায় চিরুনি

    তারপর ?

  • Arjit | 128.240.229.7 | ২০ জুন ২০০৬ ২০:৩০603239
  • বর আসবে এক্ষুণি
    নিয়ে যাবে তক্ষুণি

    এট্টু ব্লগাতে গেছি, এর মধ্যে সব কত লিখে ফেল্লো!!!
  • trq | 211.28.248.189 | ২০ জুন ২০০৬ ২০:৩২603240
  • দমুদি,
    মামাবাড়ির লেটেস্ট কিছু সংযোগ আছে।

    নাই নাই নাই, সেদিন আর নাই।
    মামা মামী সবই আছে দুধ-ভাত নাই।
  • trq | 211.28.248.189 | ২০ জুন ২০০৬ ২০:৩৩603242
  • আমরা দুটি ভাই,
    শিবের গাজন গাই।
    ঠাকমা গেছেন গয়া কাশী
    ডুগডুগি বাজাই।
  • trq | 211.28.248.189 | ২০ জুন ২০০৬ ২০:৩৫603243
  • হাট্টিমা টিম টিম
    তারা মাঠে পাড়ে ডিম।
    তাদের খাড়া দুটো শিং
    তারা হাট্টিমা টিম টিম।
  • trq | 211.28.248.189 | ২০ জুন ২০০৬ ২০:৩৭603244
  • খোকন খোকন ডাক পাড়ি-
    খোকন গেছে কার বাড়ি?
    আয়রে খোকন ঘরে আয়
    দুধ মাখা ভাত কাকে খায়।
  • trq | 211.28.248.189 | ২০ জুন ২০০৬ ২০:৩৮603245
  • খোকন যাবে শ্বশুর বাড়ি
    সংগে যাবে কে?
    ঘরে আছে হুলো বেড়াল
    কোমর বেঁধেছে।
  • dam | 199.244.214.30 | ২০ জুন ২০০৬ ২০:৩৯603246
  • হারাধনেরটা বোধহয় এরকম:

    হারাধনের দশটি ছেলে
    ঘোরে পাড়াময়
    একটি কোথা হারিয়ে গেল
    রইল বাকী নয়।
    হারাধনের নয়টি ছেলে
    কাটতে গেল কাঠ
    একটি কেটে দুখান হল
    রইল বাকী আট।
    হারাধনের আটটি ছেলে
    বসলো খেতে ভাত
    একটি মলো পেটটি ফেটে
    রইল বাকী সাত।
    হারাধনের সাতটি ছেলে
    গেলো জলাশয়
    একটি সেথা ডুবে ম'লো
    রইল বাকী ছয়।
    হারাধনের ছয়টি ছেলে
    চড়তে গেল গাছ,
    একটি ম'লো আছড়ে পড়ে
    রইল বাকী পাঁচ।
    হারাধনের পাঁচটি ছেলে
    গেল বনের ধার,
    একটি গেলো বাঘের পেটে
    রইল বাকী চার।
    হারাধনের চারটি ছেলে
    নাচে ধিনধিন,
    একটি মলো পিছলে পড়ে
    রইল বাকী তিন।
    হারাধনের তিনটি ছেলে
    ধরতে গেল রুই,
    একটি সেথা কুমীরে নিল
    রইল বাকী দুই।
    হারাধনের দুইটি ছেলে
    ধরতে গেল ভেক,
    একটি গেল সাপের বিষে
    রইল বাকী এক।
    হারাধনের একটি ছেলে
    কাঁদে ভেউ ভেউ।
    মনে দু:খে বনে গেল
    রইল না আর কেউ।

    তবে আমারটা ভুলও হতে পারে। এটা যোগীন্দ্রনাথ সরকারের লেখা, বিয়োগ শেখানোর জন্য। একটা যোগ শেখানোর জন্যও আছে। আমার মনে নেই। বাপ্পাদা দুটো ই একবার গড়গড় করে বলে শুনিয়েছিল।

  • Arjit | 128.240.229.7 | ২০ জুন ২০০৬ ২০:৪০603247
  • আয় তে আয় টিয়ে
    নায়ে ভরা দিয়ে
    না নিয়ে গেলো বোয়াল মাছে
    তাই দেখে দেখে ভোঁদর নাচে
    ওরে ভোঁদর ফিরে চা
    খোকার নাচন দেখে যা।

    খোকন খোকন ডাক ছাড়ি
    খোকন গেছে কার বাড়ি
    সেখানে খোকন কি করে
    ডুব গেলে গেলে মাছ ধরে
    আয় রে খোকন বাড়ি আয়
    দুধ মাখা ভাত কাকে খায়।

    খোকন আমাদের সোনা
    স্যাকড়া ডেকে মোহর কেটে
    গড়িয়ে দেবো দানা
    তোমরা কেউ কোরো না মানা।
  • trq | 211.28.248.189 | ২০ জুন ২০০৬ ২০:৪২603248
  • কোকিল ডাকে কুহু কুহু
    কাক ডাকে কা,
    মা ডাকে আয়রে খোকন
    দুধ ভাত খা।
  • trq | 211.28.248.189 | ২০ জুন ২০০৬ ২০:৪৬603249
  • গোল করোনা গোল করোনা
    খোকন ঘুমায় খাটে,
    এই ঘুমকে কিনতে হলো
    নবাব বাড়ির হাটে।

    সোনা নয় রূপা নয়
    দিলাম মোতির মালা
    তাইতো খোকন ঘুমিয়ে আছে
    ঘর করে উজালা।

    ( আমার যেগুলো মনে পড়ছে তার মধ্যে খোকনের প্রাচুর্য্য দেখে নিশ্চয় বুঝতে পারছো এগুলো শুনতে শুনতেই বড় হয়েছি! )
  • Parolin | 213.94.228.210 | ২০ জুন ২০০৬ ২০:৫১603250
  • তাহলে আর কি ,আমরাও তোমাকে খোকন বলে ডাকতে শুরু করে দি তারেক ?
  • trq | 211.28.248.189 | ২০ জুন ২০০৬ ২১:০৬603251
  • হে হে।
    আইডিয়া খারাপ না। তবে কনফু বুড়া থেইকা এই ডিমোশনটা জমবে না মনে হয়।
    কনফু-ই থাক।
  • kali | 160.36.205.19 | ২০ জুন ২০০৬ ২১:১৫603253
  • খোকন নিয়ে আরো শোনো তারেক,

    খোকন খোকন করে মায়
    খোকন গেছে কাদের নায়
    সাতটা কাকে দাঁড় বায়
    খোকনরে তুই ঘরে আয়।

    একট ছড়া আমার খুব ভালো লাগতো,

    এপার গঙ্গা,ওপার গঙ্গা,মধ্যিখানে চর
    তারই মধ্যে বসে আছেন শিব সদাগর।
    শিব গেলেন শ্বশুরবাড়ি,বসতে দিলো পিঁড়ে।
    খেতে দিলো ???, শালি ধানের চিঁড়ে।
    শালিধানের চিঁড়ে নয় রে বিন্নি ধানের খই,
    মোটা মোটা সবরী কলা,কাগমারি দই।

    তো এই কাগমারি দই জিনিষটা কি? কেউ কি খেয়েছো কোনদিন? শালিধানের চিঁড়ের সাথে আর কি দিয়েছিলো সেটা আর মনে পড়ছে না।

    দমু দি, যোগ শেখানোর ছড়াটা তো মামাদের বাগানেতে কি কি ছিলো সেই নিয়ে। প্রথমে বাঘা কুকুর ছিলো,তারপর রুই,তারপর হরিণ, এমনি করে করে আরো পশু পাখী এসে শেষে দশ অব্দি হলো। পর পর মনে নেই।
  • kali | 160.36.205.19 | ২০ জুন ২০০৬ ২১:১৮603254
  • হারাধনের যে ছেলেরা রুই ধরতে গেছিলো তাদের একজনকে তো বোয়াল মাছে নিয়েছিলো,কুমীর নয় তো।
  • tan | 131.95.121.251 | ২০ জুন ২০০৬ ২১:২০603256
  • বিষ্টি পড়ে টাপুরটুপুর
    নদে এলো বান,
    শিবঠাকুরের বিয়ে হলো
    তিন কন্যে দান।
    এক কন্যে রাঁধেন বাড়েন
    এক কন্যে খান,
    এক কন্যে গাল ফুলিয়ে
    বাপের বাড়ী যান।
  • trq | 211.28.248.189 | ২০ জুন ২০০৬ ২১:২০603255
  • কলিদি,
    একটা কিছুতেই মনে আসছেনা, খুব পছন্দের ছিল- শেষ লাইনটা ছিল- পিপড়ে টানে মই।
    মনে আছে?
  • kali | 160.36.205.19 | ২০ জুন ২০০৬ ২১:২৩603257
  • হ্যাঁ হ্যাঁ তারেক,

    গড়গড়ার মা লো
    তোর গড়গড়াটা কই?
    হালের গরু বাঘে খেয়েছে,
    পিঁপড়ে টানে মই।
  • dam | 199.244.214.30 | ২০ জুন ২০০৬ ২১:২৪603258
  • খোকন্সোনা চাঁদের কনা
    সবাই বলে 'দে না দে না'
    খোকাকে দিলে ঘর চলে না,
    এই কথাটি কেউ বোঝে না।

  • tan | 131.95.121.251 | ২০ জুন ২০০৬ ২১:২৫603259
  • শৈল চক্রবর্তী "ছড়ার দেশে টুলটুলি" বলে একটা খুব ভালো বই লিখেছিলেন।
  • trq | 211.28.248.189 | ২০ জুন ২০০৬ ২১:২৬603261
  • আরে এ এ এ !
    জটিল! হ্যা হ্যা এটাই!
    দারুন! অনেক থ্যাংকু!!!!
    :-)))
  • dam | 199.244.214.30 | ২০ জুন ২০০৬ ২১:২৬603260
  • 'খোকনসোনা'
  • tan | 131.95.121.251 | ২০ জুন ২০০৬ ২১:২৮603262
  • ধনকে নিয়ে বনকে যাবো
    সেখানে খাবো কি?
    নিরলে বসিয়া
    চাঁদের মুখ নিরখি।

    আরেকটা এমন-
    বাপ ধন ধন ধনা
    পুঁথি হাতে পড়বে মানিক
    দুলবে কানে সোনা।

    এইবারে খুব রেগে রঙ্গন যদি চলে আসে,সেই ভরসাতেই এদুটো দিলুম।:-))
  • tan | 131.95.121.251 | ২০ জুন ২০০৬ ২১:২৯603264
  • পবনের ব্যাটা হনুমান
    লংকার থিক্যা বাতাস আন।

    এইটা গরমের বিকালে বলতে হয়।:-)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন