এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুরোনো বাংলার ছড়াগুলি

    Parolin
    অন্যান্য | ২০ জুন ২০০৬ | ২২৯২৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • vikram | 134.226.1.136 | ২০ জুন ২০০৬ ২৩:০৬603006
  • সাত ভাই চম্পাঅ জাগো রে জাগো রে
    ঘুম ঘুম কাটে না ঘুমেরই ঘোরে
    একটি পারুল বোন আমি তোমার
    জাই সকাল সাঁঝে শত কাজের মাঝে
    তোমায় ডেকে ডেকে সারা
    দাও সাড়া গো সাড়া

    ও সাত ভাই চম্পা গো রাজার কুমার
    কোথায় পক্ষীরাজ ঘোড়া তোমার তলোয়ার
    আজও রাজার দেশে
    ঘোরে ছদ্মবেশে
    ডাইনি সর্বনাশী রাক্ষসীরা আবার

    ...

    বিক্রম
  • dam | 199.244.214.30 | ২০ জুন ২০০৬ ২৩:০৮603008
  • কেন কেন, আমরাও এখানে রিগ্রেশান টেস্ট করি ঈশানের সার্ভারের। একটা থ্রেডে সর্বাধিক কত ধরতে পারে।

    জনতা কি বল?

    উফ্‌ চাকরীটা না চলে যায়!
  • dam | 199.244.214.30 | ২০ জুন ২০০৬ ২৩:০৮603007
  • কেন কেন, আমরাও এখানে রিগ্রেশান টেস্ট করি ঈশানের সার্ভারের। একটা থ্রেডে সর্বাধিক কত ধরতে পারে।

    জনতা কি বল?

    উফ্‌ চাকরীটা না চলে যায়!
  • vikram | 134.226.1.136 | ২০ জুন ২০০৬ ২৩:০৯603010
  • বোজো,
    আমার রাজবংশী ছড়ায় বহুত ইন্টারেস্ট। লিখে দাও। আর্কাইভ হোক তো তারপরে দেখা যাবে।

    বিক্রম

  • tan | 131.95.121.251 | ২০ জুন ২০০৬ ২৩:০৯603009
  • থ্যাংকু ভিকি।

    রাজবাড়ীর সাতরাণী মায়ের ঘরে
    ফিরে যাবো না যাবো না যাবো না রে
    ঘরে ক্ষুধার জ্বালা
    পথে যবন জ্বালা
    রাজার কুমার আর আসে না ঘোড়ায় চড়ে।

    সাতভাই চম্পা জাগো রে...
  • vikram | 134.226.1.136 | ২০ জুন ২০০৬ ২৩:১৪603011
  • চল সালা ছড়া হোক না হোক লিখে ফেলি।

    আদিত্যবার শ্রীপঞ্চমী পুণ্য মাঘ মাস
    তথিমইধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস।

    একে নিদ্রা
    দুইয়ে পাঠ
    তিনে গোলমাল
    চারে হাট।

    বিক্রম
  • vik | 134.226.1.136 | ২০ জুন ২০০৬ ২৩:১৬603012
  • অবন্তীনগরে ছিলো দ্বিজ একজন
    তাঁর তলে শিষ্যগন করে অধ্যয়ন
    আরুনি নামেতে শিষ্য ছিলো একজন
    ডাকি তারে গুরু আজ্ঞা কইলো ততক্ষন
    ধান্যক্ষেত্রে সব জল যাইছে বহিয়া
    যত্ন করি আলি বাঁধি জল রাখো গিয়া...

    বিক্রম
  • s | 141.80.168.152 | ২০ জুন ২০০৬ ২৩:১৭603013
  • মাসী পিসি বনগাঁ বাসী বনের ভিতর ঘর
    কখনো মাসী বলে না তো ক্ষীর মোয়াটা ধর
    কিসের মাসী কিসের পিসি কিসের বৃন্দাবন
    এতদিনে বুঝিলাম মা বড় ধন।

    আয় ঘুম যায় ঘুম দত্ত পাড়া দিয়ে
    দত্তদের ছেলেগুলো পথে বসে কাঁদে
    আর কেঁদো না আর কেঁদো না ছোলা ভাজা দেব
    আবার যদি কাঁদো তবে তুলে আছাড় দেব।

    আয় আয় টিয়ে
    নায়ে ভারা দিয়ে
    না নিয়ে গেল বোয়াল মাছে
    তাই না দেখে ভোঁদড় নাচে
    ওরে ভোঁদর্জ ফিরে চআ
    খোকার নাচন দেখে যা।

    আর আগডুম বাগডুমে সবকিছু ঐ কলি যেমন লিখেছে খালি আমরা বলতাম আয় লবঙ্গ হাটে যাই।

  • vikram | 134.226.1.136 | ২০ জুন ২০০৬ ২৩:১৮603014
  • নেত্য করে অজয়বাবু (?) নেত্য করে সুশীল ধাড়া
    বাজাও ঢোল বাজাও কারা

    পলিটিকাল ছড়া।

    বিক্রম
  • vikram | 134.226.1.136 | ২০ জুন ২০০৬ ২৩:২০603016
  • দত্তপাড়া 'দিয়া'
    দত্তদের ছেলে ঘুমায় জালমুড়ি দিয়া।

    আমিও বলতাম আয় লবঙ্গ হাটে যায়।

    বিক্রম
  • vikram | 134.226.1.136 | ২০ জুন ২০০৬ ২৩:২৭603017
  • দাদাভাই চালভাজা খাই এর একটা লাস্ট লাইন আছে:
    বিছানা জুড়ে মুতে দিলো সেই দু:খেই মরি।

    বিক্রম
  • dam | 199.244.214.30 | ২০ জুন ২০০৬ ২৩:২৯603018
  • মাসীপিসী বনগাঁবাসী র শেষে আরো দুটো লাইন ছিল না --

    সাতস্বর্গের সিঁড়ি কাটতে
    রাবণরাজা মরে,
    খোকার চোখে স্বর্গ নামে
    যখন ঘুমের ঘোরে।

    এক এক্কে এক গোরু কোথায় দ্যাখ
    দুই এক্কে দুই বই ঝুলির ভেতর থুই
    তিন এক্কে তিন নাচো ধিনধিন
    চার এক্কে চার চুরি করে পার
    পাঁচ এক্কে পাঁচ
    বানিয়ে উনুন তাতে এবার ধরিয়ে দিলাম আঁচ।
  • Tirthankar | 69.180.29.91 | ২০ জুন ২০০৬ ২৩:৩০603019
  • দাদখানি চাল মুসুরির ডাল
    চিনি পাতা দই
    দুটা পাকা বেল সরিষার তেল
    ডিম ভরা কই

    এরপরের পারমুটেশন-কম্বিনেশনগুলো আর মনে নেই।
  • Samik | 221.134.239.62 | ২০ জুন ২০০৬ ২৩:৩২603020
  • আমি স্তম্ভিত! পাঁচ ঘন্টায় একশো পঁচিশ!!!

    ক্ষান্তবুড়ির কবিতা ওবি ঠাউরের লেখা। সেই পশ্চিমবঙ্গ সরকারের আলোর ফুলকিতে অনেক ভাল ভাল ছড়ার কালেক্‌শন ছিল।

    হ য ব র ল থেকে একপিস আম্মো ছাড়ি:

    রামভজনের গিন্নিটা
    বাপরে যেন সিঙ্গিটা
    বাসন মাজে ঝনাজ্ঝন
    কাপড় কাচে দমাদ্দম

    আর দেবার মত কোনও ছড়া বাকি নেই। যা যা শুনেছিলাম এবং যা যা শুনি নি, সব পড়ে ফেললাম এক নি:শ্বাসে। এবার এই পাতাটা পিডিএফ করে রাখি।

    ইয়ে, আয় ঘুম যায় ঘুম এর অনেক প্যারা ছিল, একটা দত্তপাড়া, আর ছিল জেলেপাড়া দিয়ে
    জেলেদের ছেলে ঘুমোয় জাল মুড়ি দিয়ে
    আয় ঘুম যায় ঘুম তেলিপাড়া দিয়ে
    তেলিদের ছেলে ঘুমোয় সামথিং সামথিং দিয়ে
    আয় ঘুম যায় ঘুম ময়রাপাড়া দিয়ে
    ময়রাদের ছেলে ঘুমোয় বাতাসা বিছিয়ে (রাতে পিঁপড়ে কামড়াতো না?)

    আর ইয়ে, হারাধনের এক পোলাকে বোয়াল মাছেই খেয়েছিল। এই নিয়ে সন্দেহ কেন? কুমীরের পেটে সাঁওতাল রমণী বেগুন বেচিতে পারিলে হারাধনের ছেলেকে বোয়াল খেতে পারবে না কেন?

    এখেনে অনেক গুলো দাদুর ছড়া পেলাম, যেগুলো সঞ্চয়িতা খুঁজলে পাওয়া যাবে।
  • Tirthankar | 69.180.29.91 | ২০ জুন ২০০৬ ২৩:৩৩603021
  • সুখলতা রাও:

    এক ছিল সাতু রায়
    সোমবারে জন্মায়
    মঙ্গলে ভাত খায়
    বুধবারে স্কুলে যায়
    বিষ্যুতে খুব বাড়ে
    শুক্কুরে বিয়ে সারে
    শনিবারে হল বুড়ো
    রবিবারে থুত্থুরো
    সপ্তাহ গেল যেই
    আয়ু গেল ফুরিয়েই।

  • vikram | 134.226.1.136 | ২০ জুন ২০০৬ ২৩:৩৫603022
  • সিঙ্গারা রে সিঙ্গারা
    তোর যে দুটো শিং খাড়া ...

    বিক্রম
  • Samik | 221.134.239.62 | ২০ জুন ২০০৬ ২৩:৩৭603023
  • গোনাগুনির ছড়াও ধরা হোক!

    উবু,
    দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বুই শ।

    শয়ে শয়ে মিলে গেল
    প্রজাপতি উড়ে গেল
    মা বল্লো ইশ্‌কুল যা
    বাবা বল্লো ঘর থেকে বেরিয়ে যা
    আমাদের ইশ্‌কুল দুই তিন তলা
    টিফিনেতে খেতে দেয় পাঁউরুটি কলা
    আমাদের দিদিমণি আইবিএ পাশ
    পড়া না পারলে মারে ঢুঁশঢাঁশ।

    আবনবাবন চৌকি চাপন
    ওলঢোল মামার খোল
    ঐ ছেলেটি খাটিয়া চোর

    দশ কুড়ি নাড়িভুঁড়ি চিংড়ি মাছের চছরি
    কে কত আনা নেবে বলে দাও না

    (এটা কুমীর ডাঙা খেলার আগে বলা হয়)
    আলতাপাটি পানের বাটি, পা ধুইয়ে দে
    উপর নিবি না তলা নিবি তা বলে দে

    প্লেন প্লেন প্লেন
    পাইলট প্লেন
    প্লেন থেকে নেমে এল সুচিত্রা সেন
    আমি তাকে জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ ইয়োর নেম
    সে আমাকে উত্তর দিল,
    মাই নেম ইজ সুচিত্রা সেন
    (এর পরের দু লাইন অনেক পরে অন্য ভার্সনে শুনেছি)
    সুচিত্রা সুচিত্রা করছো তুমি কী?
    উত্তমের বুকে ছুরি মারতে এসেছি।
  • samran | 59.93.255.92 | ২০ জুন ২০০৬ ২৩:৩৮603025
  • আয়রে পাখি লেজঝোলা
    তোকে দেব দুধকলা।
    দেখে যা আমার নলিনবালা
    শুয়ে কেমন কচ্ছে খেলা।
    মুখে তুলেছে থুতু গাঁজ্‌লা
    আমার নলিনকে নিয়ে করসে খেলা।
  • vikram | 134.226.1.136 | ২০ জুন ২০০৬ ২৩:৩৮603024
  • কেশে মাখো কুন্তলীন
    রুমালেতে দেলখোশ
    পানে খাও তাম্বুলীন
    ধন্য হউক এইচ বোস

    বিক্রম

  • Tirthankar | 69.180.29.91 | ২০ জুন ২০০৬ ২৩:৩৯603028
  • আমপাতা জোড়া জোড়া
    মারব চাবুক চড়ব ঘোড়া
    ওরে দিদি স'রে দাঁড়া
    আসছে আমার পাগলা ঘোড়া
    পাগলা ঘোড়া খেপেছে
    বন্দুক ছুঁড়ে মেরেছে
    ওরে দিদি স'রে দাঁড়া
    আসছে আমার পাগলা ঘোড়া।

    ****
    ঘোড়া পেগলে গেলে বন্দুক কোথায় পায় এবং সেটা ছোঁড়েই বা কিভাবে???

  • Samik | 221.134.239.62 | ২০ জুন ২০০৬ ২৩:৩৯603027
  • বেশির ভাগ ছেলেভুলনো ছড়া যোগীন্দ্রনাথ সরকারের হাসিখুশি বইয়ে পাওয়া যায়।
  • vikram | 134.226.1.136 | ২০ জুন ২০০৬ ২৩:৪০603029
  • সকালে উঠিয়া আমি মনে মনে বলি
    সারাদিন আমি যেন ভালো হয়ে চলি
    ভাইবোন সকলেরে যেন ভালোবাসি
    মোর লাগি ব্যাথা নাহি পায় দাস দাসী
    ...

    পানু ভার্সানটা দিলাম না।

    বিক্রম
  • Samik | 221.134.239.62 | ২০ জুন ২০০৬ ২৩:৪৩603030
  • নোপ্‌। সঠিক ছড়া আগেই লিখে দেওয়া হয়েছে।

    আমপাতা জোড়া জোড়া
    মারবো চাবুক চলবে ঘোড়া
    ওরে বিবি সরে দাঁড়া
    আসছে আমার পাগলা ঘোড়া
    পাগলা ঘোড়া ক্ষেপেছে
    বন্দুক ছুঁড়ে মেরেছে
    অলরাইট ভেরি গুড
    মেম খায় চা বিস্কুট

    ছড়া নিয়েই যদি কথা হয়, তা হলে মাসুমের গানটাও তো বেশ মিষ্টি ছড়া

    লক্‌ড়ি পে কাঠি
    কাঠি পে ঘোড়া
    ঘোড়ে কে দুম পে জো
    মারা হাথোড়া
    দওড়া দওড়া দওড়া ঘোড়া
    দুম দবাকে দওড়া।
  • samran | 59.93.255.92 | ২০ জুন ২০০৬ ২৩:৪৪603032
  • এপার গঙ্গা ওপার গঙ্গা মধ্যিখানে চর
    তারি মাঝে বসি আছে শিব সদাগর।
    শিব গেল শ্বশুরবাড়ি বসতে দিল পিঁড়ে
    জলপান করতে দিল শালি ধানের চিড়ে।
    শালি ধানের চিড়ে দিল বিন্নি ধানের খই
    মোটা মোতা শবড়ি কলা কাগমারি দই।

    অনেকটা এরকমই আরেকটা--

    আমর বাড়ি যাইও ভ্রমর বসতে দেব পিড়ে
    জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে।
    শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই
    বাড়ির গাছের সবরি কলা গামছা বাঁধা দই।
  • vikram | 134.226.1.136 | ২০ জুন ২০০৬ ২৩:৪৪603031
  • পাঁচী পাচ ছাগলের মা
    পাঁচী হেগে ছোচে না

    বিক্রম
  • tan | 131.95.121.251 | ২০ জুন ২০০৬ ২৩:৪৫603036
  • চড়াই পাখি বারোটা
    ডিম পেড়েছে তেরোটা
    একটা ডিম নষ্ট
    চড়াই পাখির কষ্ট।

  • Samik | 221.134.239.62 | ২০ জুন ২০০৬ ২৩:৪৫603035
  • ভিক্কি,

    পানু ভার্সন দরকার নেই দেবার :-)

    বরং এর কালোয়াতিটা দেওয়া যাক:

    কালে ঠিয়ামি নেনে লি
    রাদিন মিন লয়ে লি
    দেশ রেন হাররু নে
    মিনইজ রিল নে।
  • dam | 199.244.214.30 | ২০ জুন ২০০৬ ২৩:৪৫603034
  • আয়রে পাখি ল্যাজঝোলা
    খোকনকে নিয়ে কর খেলা
    খাবিদাবি কলকলাবি
    খোকার সাথে খেলা করবি

    রবিঠাকুর নিজে প্রচুর ছড়া সংগ্রহ করেছিলেন। তাঁর এই সংগ্রহটিও, যদ্দুর মনে পড়ছে, বই আকারে প্রকাশ হয়েছে।
  • vikram | 134.226.1.136 | ২০ জুন ২০০৬ ২৩:৪৫603033
  • বিবেকানন্দের ছড়াটা বলো তো:

    লাঠি হাতে (?) টুপি মাথায় আসছে যত ছুঁড়ি
    মুখে মেখেছে তারা ময়দা ভুরি ভুরি।

    বিক্রম
  • samran | 59.93.255.92 | ২০ জুন ২০০৬ ২৩:৪৭603038
  • মেম খায় বিস্কুট--

    এলাটিং বেলাটিং তেলাটিং চোর
    মাই ফর ডিয়ার ফরটি ফোর।
    এক কাঠি চন্দন কাঠি
    চন্দন বলে কা কা
    ইজিক বিজিক সিজিক চায়,
    প্রজাপতি উড়ে যায়।
    মেম খায় বিস্কুট
    সাহেব বলে ভেরি গুড!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন