এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুরোনো বাংলার ছড়াগুলি

    Parolin
    অন্যান্য | ২০ জুন ২০০৬ | ২২২৭৯ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • P | 193.32.3.83 | ০২ জুন ২০০৭ ১৭:৫১603139
  • আমাদের কয়েকজনের জন্যে এইটে খুব অ্যাপ্ট -

    "ডলার মোড়া চার কিনে
    টোপ ফেলেছে মার্কিনে।
    সকল পাড়া পড়শীতে
    আটকে গেছি বড়শীতে।
    ডিসেম্বারের ভর শীতে
    শীত কাটাবো জার্কিনে।
    টোপ ফেলেছে মার্কিনে।"

  • S | 122.162.83.12 | ০৩ জুন ২০০৭ ০৯:১০603140
  • টু মাচ। পুরো এগারো মাস পরে পুনর্জাগ্রত এই সুতো।
  • d | 202.142.6.253 | ০৫ জুন ২০০৭ ১৩:৩৩603141
  • এইটা মনে হয় এখানে নেই

    ছি ছি ছি রানী রাঁধতে শেখে নি
    শুক্তুনিতে ঝাল দিয়েছে অম্বলেতে ঘী
    পরমান্ন রেঁধে বলে ফ্যান ফেলব কি?

    তারপর?
  • d | 202.142.6.253 | ০৫ জুন ২০০৭ ১৩:৪৪603142
  • লুচি সম্পর্কে একটা ছড়া

    বলি শুনো পরাণের ভাজ দুখো দিও না
    বিধবার বরাদ্দ লুচি কেড়ে নিও না
    বিবাহে ছেরাদ্দে লুচি ---- ভুঞ্জাইলে মুচি শুচি
    কূলবধু হয়ে ছি ছি ধর্ম ছেড়ো না
    পোড়ার মুখে লুচি চাঁদের কি দিব বাখানা-------

    আহা, ঘৃতভরা সুধাভরা কচুরিরো সহোদরা
    ওগো, ফুলকো লুচি ফুলের কুচি না দেখিলে চক্ষে বহে পানি
    হ্যাদে, সংসারো বৃক্ষেরো ফলে ক্রেমে ক্রেমে টলোমলো
    এখন, কান ফোঁড়াব, যুগী হব, কূল তেজিব সঙ্গে নিব
    জপের মালা, উঁহু লুচির ঝোড়াখানি।

    এই কবিতাটি পাওয়া যাবে কল্যাণী দত্ত্র লেখা "পিঞ্জরে বসিয়া' বইয়ে।
  • S | 61.95.167.91 | ০৫ জুন ২০০৭ ১৩:৫৪603143
  • লুচির ওপর আরেকটা ছড়া পড়েছিলাম:

    গরম গরম রব উঠেছে
    চারদিকেতে গরম খালি
    মাথার ওপর সুজ্যি গরম
    পায়ের নিচে গরম বালি
    তোমরা বলো গরম খারাপ
    গরম হল' হতচ্ছাড়া
    কিন্তু গরম গরম লুচি
    সত্যি বলো খাও না কারা?
  • Dm | 81.204.138.143 | ০৬ জুন ২০০৭ ০০:২১603144
  • ব্যাং বলে ব্যঙ্গাচি,
    তোর গয়ে ঘামাচি।
    ব্যাঙ্গাচি বলে চুপ কর,
    নইলে তুই না খেয়ে মর।
    ( কার কবিতা বলুন তো?)
  • rini | 75.51.75.87 | ০৬ জুন ২০০৭ ০০:৩০603145
  • চিড়িয়াখানার উট করছিল খুটখুট,
    তাইনা দেখে মালিক পরিয়ে দিল বুট।
    উট ব্যাচারী শেষে মিষ্টী মিষ্টী হেসে,
    একেবারে দৌড় দিল মরুভূমির দেশে।

    ........যে সব পুচকেদের ছোটোবেলায় 'শ' এর দোষ থাকে তাদের মুখে শুনতে খুব ভালো লাগে।
  • rini | 75.51.75.87 | ০৬ জুন ২০০৭ ০২:৩৮603146
  • এটা ছড়াটার প্রথমটা মনে নেই....
    ....................................
    বিয়েরবেলা দেখি বরের চাপ দাড়ি,
    চোখ খাও গো মা বাপ, চোখ খাও গো খুড়ো
    এমন বরের বিয়ে দিলে তামাক খেগো বুড়ো,
    বুড়োর হুকো গেলো ভেসে, বুড়ো মরে কেশে....
    নেড়েচেরে দেখি বুড়ো মরে রয়েছে
    ফ্যান গালবার সময় বুড়ো নেচে উঠেছে।
  • Blank | 74.133.186.84 | ০৬ জুন ২০০৭ ০৪:২৩603147
  • দেশে ফিরে প্রচুর ছড়া শোনাবো। বলেছিলুম যে আমার কাছে একটা হেব্বি ছড়ার বই আছে। ঐ কার যেন লেখা ('হারাধনের দশ টি ছেলে যার লেখা'), তার সমস্ত ছড়া আছে এতে, প্রায় ২০০। বহুযুগ আগের বই। দাম ছিল মানে হয় চার আনা মতন।
    ঐ জিনিস আর কোথাও পাবেনেকো। এখন তো খালি তোমরা অল্প কয়েকটা পড়ো।
  • `' | 10.153.103.97, 10.150.50.89, 10.150.50.89 | ০৬ জুন ২০০৭ ১১:০৩603149
  • ঐ হারাধনের দশটি ছেলে আমিও শুনবো। দারুন ছিল, কিন্তু সব ভুলে গেছি। ব্ল্যাংক কবে শোনাবে?
  • d | 122.162.104.16 | ০৬ জুন ২০০৭ ১১:১৫603150
  • "হারাধনের দশটি ছেলে' ও যোগীন্দ্রনাথ সরকারের আরো ২-৩ টি ছড়া এই থ্রেডেই ইন্দ্রাণী লিখে দিয়েছে, 21 June 2006। থ্রেডের ওপরের দিকে দেখুন "এই সুতোর পাতাগুলি' বলে অনেকগুলি পেজ নাম্বার দেওয়া আছে। ক্লিক করে পড়তে থাকুন। এই মূহুর্ত্তে উল্লিখিত ছড়াগুলি ৭ নং পৃষ্ঠায় আছে।
  • S | 61.95.167.91 | ০৬ জুন ২০০৭ ১১:২০603151
  • হারাধনের দশটি ছেলে
    মিলেমিশে রয়
    একটি গেল ??????
    রইল বাকি নয়

    হারাধনের নয়টি ছেলে
    কাটতে গেল কাঠ
    কুড়াল ঘায়ে একটি ম'ল
    রইল বাকি আট

    হারাধনের আটটি ছেলে
    বসল খেতে ভাত
    একটির পেট ফেটে ম'ল
    রইল বাকি সাত

    হারাধনের সাতটি ছেলে
    ????????
    একটি ?????
    রইল বাকি ছয়

    হারাধনের ছয়টি ছেলে
    ধরতে গেল মাছ
    একটি নিল বোয়াল মাছে
    রইল বাকি পাঁচ

    হারাধনের পাঁচটি ছেলে
    গেল বনের ধার
    একটি গেল বাঘের পেটে
    রইল বাকি চার

    হারাধনের চারটি ছেলে
    নাচে তা ধিন ধিন
    একটির পা পিছলে ম'ল
    রইল বাকি তিন

    (দুই আর এক মনে নেই)

    হারাধনের একটি ছেলে
    কাঁদে ভেউ ভেউ
    মনের দূ:খে মরে গেল
    রইল না আর কেউ।

    মোটামুটি এই রকমই ছিল বোধ হয়।
  • S | 61.95.167.91 | ০৬ জুন ২০০৭ ১১:৩৭603152
  • এই থ্রেডের ৩১ নম্বর পোস্টে পুরো ছড়াটা দেওয়া আছে। দুই নং পাতায়।
  • d | 122.162.104.11 | ০৬ জুন ২০০৭ ১১:৩৯603153
  • সরি, "হারাধনের দশটি ছেলে' তনু লিখেছিল, এই মূহুর্ত্তে ২ নং পৃষ্ঠায় আছে। যোগীন্দ্রনাথের বাকী ২-৩ টি ইন্দ্রাণী দিয়েছিল।
  • kd | 59.93.199.99 | ০৮ সেপ্টেম্বর ২০০৭ ২৩:৫১603154
  • এইটে চাই?
  • b | 193.1.100.109 | ০৯ সেপ্টেম্বর ২০০৭ ০১:৫০603155
  • 'কিসের খাজনা কিসের বাজনা কিসের বৃন্দাবন'... এর পরে কি??
  • m_s | 202.78.237.23 | ০৯ সেপ্টেম্বর ২০০৭ ০১:৫৯603156
  • মা বড় ধন

    মাসি পিসি বনগাঁবাসী
    বনের ভেতর ঘর,
    কখনও মাসি বলে না তো
    খইমোয়াটা ধর।
    কিসের মাসি, কিসের পিসি,
    কিসের বৃন্দাবন?
    এতদিনে জানলুম , মা বড় ধন।
  • m_s | 202.78.237.23 | ০৯ সেপ্টেম্বর ২০০৭ ০২:০৮603157
  • চাঁদের কণা

    চাঁদের পানে চেয়ে চেয়ে,
    রাত কেটেছে কত;
    তাই তো সোনা, চাঁদের কণা
    পেয়েছি মনের মত।
    ধনকে নিয়ে বনকে যাবো
    আর করব কি?
    চুপটি ক'রে বসে ধনের
    মুখটি নিরখি।
  • m_s | 202.78.237.23 | ০৯ সেপ্টেম্বর ২০০৭ ০২:৪৭603158
  • ময়ূর
    (যোগীন্দ্রনাথ সরকার)

    আয় রে ময়ূর আয়
    প্যাখম ধ'রে নেচে নেচে
    যাদুর কাছে আয়!
    আসতে যেতে ঘুঙুর বাজে
    সোনার নুপুর পা'য়।
    --
    বউ চুরি
    (অবনীন্দ্রনাথ ঠাকুর)

    সুরেশ্বরে মজা ভারি !কাঠবেড়ালের বউ চুরি!
    বুড়ো-আংলা মানুষ এলো,
    দু'টো বাচ্ছা দিয়ে গেল।
    মহান্ত ঠাকুর বড় দয়াল!
    খাঁচা খুলে ছেড়ে দিলে
    বাচ্ছা-সমেত কাঠবেড়াল!
    --
    দোপাটি ফুল
    (সত্যেন্দ্রনাথ দত্ত)

    ট্যাঁপা দোপাটি, তুমি দোপাটি
    তোফা খোপাটি, বা: !
    বাঁকানো শুঁটি, বিনুনি দু'টি
    না হয়, ঝুঁটি... হা: !
    ও কি লাগালে?! টেবো দু'গালে!
    চাঁদা কপালে টি !
    পীঁপি ধ'রো না, তুমি যে সোনা;
    কথা শোনো না? ছি!
    --
    চাঁদের হাটে
    (দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার)

    নীল আকাশে সূয্যিমামা ঝলক দিয়েছে,
    সবুজ মাঠে নতুন পাতা গজিয়ে উঠেছে।
    পালিয়েছিল সোনার টিয়ে, ফিরে এসেছে!
    ক্ষীর নদীটির পারে খোকন হাসতে লেগেছে।
    হাসতে লেগেছে রে খোকন, নাচ্‌তে লেগেছে,
    মায়ের কোলে চাঁদের হাট, ভেঙ্গে পড়েছে।
    --
    পুতুলের বে
    (সুনির্মল বসু)

    পাথর কুচি গাছের তলে
    থোকায় থোকায় জোনাক জ্বলে,
    ঝিঁঝিঁ পোকার ঝাঁঝর বাজে,
    চাঁদ উঠেছে, নিঝুম সাঁঝে।
    খুকুর কড়ির ঝাঁপি থেকে,
    মাটির পুতুল একে একে;
    বেরিয়ে এসে নাচ্‌ছে খালি,
    গুব্‌রে পোকা দিচ্ছে তালি।
    তাই না দেখে, গাছের কাছে
    চক্ষু ওঠে চড়ক গাছে।
    গালেতে হাত, ভাবছে খুকু,
    শেষ হ'ল তার আমোদটুকু;
    কাল পুতুলের খেলাঘরে
    বে' দেবে হায়, কেমন করে?!
    --
    দিগ্‌-নগরের বুড়ি
    (সুখলতা রাও)

    দিগ্‌-নগরের বুড়ি এলো,
    তিনটি মেয়ে মুঠোয় ধ'রে;
    একটি সেঁকে, একটি বাড়ে,
    একটি ভালো রান্না ক'রে।
    মিহি সুতো কাটতে পারে,
    ঘরের কাজও করতে পারে;
    ও গিন্নী মা, কিনবে না কি ?
    একটি মেয়ে, আদর ক'রে ?
  • b | 193.1.100.109 | ০৯ সেপ্টেম্বর ২০০৭ ১৬:১২603160
  • এম-এস.. আমি যেটা জানতে চাইছি সেটা হল 'খোকা ঘুমালো-র শেষ লাইনটা। দুটো-র-ই শেষ কি এক?
  • nyara | 64.105.168.210 | ২২ নভেম্বর ২০০৭ ১৪:১০603161
  • ছড়া-টড়া লিখেছেন অমিতাভ চৌ
    ধুরী আর বাঁকুড়া শ্রীনরেশ ভৌ
    মিক তাই পড়ে ফেলে তাড়াতাড়ি দৌ
    ড়ান শ্বশুরালয়ে আসামের গৌ
    হাটিতে থাকেন তার বৌ সৌ
    দামিনী পড়েন বসে অ-আ-ও-ঔ।
  • sahana | 59.93.214.110 | ২২ নভেম্বর ২০০৭ ২১:১১603162
  • আমার হারাধনের ?? অংশ মনে পড়েছে।

    হারাধনের সাতটি ছেলে ঘোরে পাড়াময়
    একটি কোথা হারিয়ে গেল
    রইল বাকি ছয়।
  • nyara | 64.105.168.210 | ২৩ নভেম্বর ২০০৭ ০৫:০৬603163
  • পেয়েছি। ১৯৪৯ সালে লেখা অন্নদাশঙ্করের এই ছড়ার নাম 'গিন্নি বলেন' -

    যেখানে যা কিছু ঘটে অনিষ্টি
    সকলের মূলে কমিউনিস্টি।
    মুর্শিদাবাদে হয় না বৃষ্টি
    গোড়ায় কে তার? কমিউনিস্টি।
    পাবনায় ভেসে গিয়েছে সৃষ্টি
    তলে তলে কেটা? কমিউনিস্টি।
    কোথা হতে এলো যত পাপিষ্ঠি
    নিয়ে এলো প্লেগ কমিউনিস্টি।
    গেল সংস্কৃতি গেল যে কৃষ্টি
    ছেলেরা বনলো কমিউনিস্টি।
    মেয়েরাও ওতে পায় কী মিষ্টি
    সেধে গুলী খায় কমিউনিস্টি।
    যেদিকেই পড়ে আমার দৃষ্টি
    সেদিকেই দেখি কমিউনিস্টি।
    তাই বসে বসে করছি লিস্টি
    এ পাড়ার কে কে কমিউনিস্টি।
  • nyara | 64.105.168.210 | ২৩ নভেম্বর ২০০৭ ০৫:১১603164
  • আর এট আমার অতি প্রিয় অন্নদাশঙ্কর - 'মূর্তিবদল':

    তোমরা বল, যাও সাহেব।
    আমরা বলি, আও সাহেব।
    গড়ের মাঠের মূর্তি গিয়ে
    লেনিন আসুন, তাও সাহেব।
    পার্ক স্ট্রীটের মাথায় বসুন
    চেয়ার পেতে মাও সাহেব।
  • Samik | 122.162.86.89 | ২৩ নভেম্বর ২০০৭ ১১:২২603165
  • আচ্ছা, এইটা কার লেখা? চার্লি চ্যাপলিনকে নিয়ে ...

    রসের রাজা চার্লি
    বললি কম্যুনিস্টি
    সকল অনাছিষ্টি
    তাই মার্কিন ছাড়লি

    বহু পুরনো কোনও এক আজকালে (প্রায় ২০-২৫ বছর আগে) পড়েছিলাম।
  • puchai | 65.43.221.142 | ২৩ নভেম্বর ২০০৭ ১২:০৫603166
  • খুব চাপ নিয়েও শুধু এই ছড়াটা ছারা আর কিছু মনে করতে পারলুম না । বাকি গুলো সব আগে থেকেই বলে দেওয়া । আমিই লিখতে লিখতে দেরি করে ফেল্লুম ।

    " দাদুর মাথায় টাক ছিলো
    সেই টাকে তেল মাখছিলো
    এমন সময় বোলতা এসে
    হুল ফুটিয়ে পালায় শেষে
    গুলিয়ে দিলো বুদ্ধি দাদুর
    ফুলিয়ে দিলো টাকটারে
    ব্যাথার চোটে কাঁদল দাদু
    আনল ডেকে ডাকতারে "

    ... বানানে নির্ঘাৎ ছরিয়েছি

    পুচাই
  • kali | 76.114.73.146 | ২৩ নভেম্বর ২০০৭ ২২:৩৯603167
  • শমীক,

    চার্লির কবিতা টা অন্নদা শংকরের। অনেক বড়ো ছিলো, পুরোটা মেন নেই। শেষ স্তবক ছিলো

    রসের রাজা চার্লি
    অনুস্বারে ডার্লি
    কোথায় গেলি দাদা তুই
    পর্দাতে আজ খাচ্ছি মুই
    কেবল সাগু-বার্লি।
  • Binary | 198.169.6.69 | ২৩ নভেম্বর ২০০৭ ২৩:০৮603168
  • অমিতাভ চৌধুরি-র পুরোনো

    হাঁড়ির মধ্যে অনেক ভাত
    কোনটা দালাল, টিপিয়াই ----
    বলতে পারেন সিপিআই

    হেমন্ত ----

    হাত গোটানো শার্ট ও ধুতি
    একই রকম বসন-তো
    হেমন্ত নাম হলে কি হয়
    কন্ঠে চির বসন্ত ----

    জ্যোতি বসু ----

    বাবু জ্যোতি বসু-র
    একটি মাত্র কসুর,
    বাঙলা দেশে ছিল বাড়ী
    বাঙাল ছিলেন শ্বশুর ---

    মিঠুন ---

    নাচ ঠুনঠুন , গান ঠুনঠুন
    বাবু মিঠুন চক্র ,
    তা ঝিমঝিম নাচেন বটে ,
    করে শরীর বক্র --

    কুট্টি ---

    শরীরটকে রাখতে হলে
    সকালবেলা হাঁটুন
    তারপর চাই এককাপ চা
    আর কুট্টি-র কার্টুন ---
  • Binary | 198.169.6.69 | ২৩ নভেম্বর ২০০৭ ২৩:২৯603169
  • ছোটবেলায় কিশোর ভারতী-র পুজো সংখ্যায় বেরিয়েছিল 'অকাল বোধন পালা' --- তার একটা অংশ --- মাদুর্গা শ্রীরামচন্দ্রর পুজোর মন্ত্র শুনে ---

    বাস-রে কি তোর হেঁড়ে গলা ,
    বাবুর বাড়ীর ঠিকে চাকর
    মাজছে যেন হাঁড়ীর তলা ---
  • Binary | 198.169.6.69 | ২৪ নভেম্বর ২০০৭ ০০:২৩603171
  • জর্জ বুশ (বড়) -----

    দিল খুশ
    জর্জ বুশ,
    ঐ রুশ
    উশ্‌খুশ।

    অজিত পাঁজা ---

    বাবু অজিত পাঁজা-র
    লক্ষ্য হাজার হাজার
    এখন তিনি আছেন খুশি ---
    মন্ত্রী রাজীব রাজার

    ব্রুশ লী ---

    কুংফু লড়েন ব্রুশ লী
    লড়ুন তাতে আমার কি,
    তোমার কি, আমার কি
    বলছি শোনো, কাহার কি।

    জুডো বলো, জুজুৎসু
    হক্কিইডো হনসু
    রদ্দা ঘুষি, ধুনদ্ধুমার,
    ব্রুশ লী দাদা-র জলখাবার ---
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন