এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুচন্ডা৯ : rfe

    Paramita
    অন্যান্য | ১৪ জুন ২০০৬ | ২০২৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Paramita | 12.9.30.2 | ১৪ জুন ২০০৬ ১০:৩৯603408
  • সম্পাদকবাবু শুনবেন কিনা সেটা তাঁর ব্যাপার কিন্তু আমি আমার রিকোয়েস্ট ফর এনহ্যান্সমেন্টের লিস্টি রেখে দি

    ১। ক্লিকেবল লিংক ঢোকানো
    ২। টই-এর কোন একটি থ্রেডে শেষ সুতো কবে কিনি উড়িয়েছেন তাই যথেষ্ট। অর্থাৎ একই সুতোয় একাধিকজন বক্তব্য রাখলে শুধু শেষটি দিনক্ষণ সহ সুচীপত্রে ঠাঁই পাবে - তাহলে একটা থ্রেড বাকিগুলোকে হুশ করে দেবে না।
  • Paramita | 64.105.168.210 | ২৩ জুন ২০০৬ ১০:২৭603519
  • ১। থ্যাংক ইউ।
    ২। কিছু একটা হয়েছে বুঝছি কিন্তু অ্যালগোটা কি বুঝলাম না। dd, m-কে ইন্ডেক্স থ্রেডে দেখতে পাচ্ছি এক লাইনে কিন্তু শমীক নেই, মাঝখানে ওনারও এক পিস ছিলো তো!

    rfe ৩। এডিটরের জানলাদুটো ডান-বাঁ-এ না রেখে ওপর নীচে রাখা। সুবিধা : (১) চওড়া কলাম লেখা যাবে এবং লেখা উড়ে গেলে কাট পেস্টে লাইন ব্রেক চলে আসবে না(যেগুলো এখন হাতে ঠিক করতে হয়, বড়ো লেখা হলে খুব ভোগান্তি) (২) সরু কলামে সমানে রিফ্রেশ হয় আর স্ক্রোল করতে হয়।
  • Ishan | 130.36.62.129 | ২৩ জুন ২০০৬ ২০:৫১603625
  • অ্যালগো হল, শেষ দশটা আপডেটেড বিষয় থাকবে, সঙ্গে কারা কারা আপডেট করেছেন তাদের নাম।

    একটা ফরম্যাট থেকে আরেকটায় যাচ্ছে তো, এই ট্র্যানজিশানে অ্যালগোটা একটু ঘেঁটে আছে। সব উড়িয়ে দিলে প্রথম থেকেই ঠিক হয়ে যেত। তবে এখন মনে হয় ঠিক হয়ে গেছে।

    আর এই তিননম্বর জিনিসটা নিয়ে আমি অনেকদিন লড়ে যাচ্ছি। একটা অ্যাপলেট আছে, সেটাকে সরিয়ে স্ক্রিপ্ট ঢোকালে "ডানদিকে বাংলা দেখতে পাচ্ছিনা' গোছের প্রবলেম গুলো হাওয়া হয়ে যাবে। সেটার হয়ে গেলে তার সঙ্গেই UI change টা করব। তবে সময় লাগবে। কবে হবে জানিনা :-)
  • Arjit | 82.39.106.111 | ২৮ জুন ২০০৬ ০১:৪২603636
  • ও ঈশান, নামের লিস্টিটা ছোট কর বাপ - শেষ পাঁচটা কি দশটা দে - সবকটা এলে এক পাতায় ধরবে না - এই যেমন এখন পুরো খিচুরি দেখছি।
  • Ishan | 67.173.95.147 | ২৮ জুন ২০০৬ ০৯:২৯603647
  • এই সব সময়ে একটা ডেটাবেসের অভাব খুব অনুভব করি। কি সুন্দর একটা ছোট্টো কোয়্যারি লিখেই মালটা নেমে যেত:-(

    দেখি কদ্দুর কি হয়, সময় লাগবে।
  • Arjit | 129.215.30.230 | ২৮ জুন ২০০৬ ১৩:০২603658
  • ডেটাবেজের অভাব কেন? MySQL আছে তো ফিরি - বা XMLDB দেখতে পারিস, XPATH query চাইলে। টমক্যাটের সঙ্গে তো ইন্টিগ্রেট করা যায়।
  • Ishan | 67.173.95.147 | ২৯ জুন ২০০৬ ০৮:৪৯603669
  • অজ্জিত টোটাল বুজ্জোয়া। রিসোর্স কনস্ট্রেন্ট বলে একটা জিনিস আছে জানেই না।ডেটাবেস কেন ব্যবহার করা যাবেনা তার অনেক কারণ আছে।

    এক। ডেটাবেস ফ্রি হলেই হবেনা, আমার প্রোভাইডার আমাকে সার্ভারে সেটা ইনস্টল করতে দেবেনা। সার্ভারে আমার টোটাল ক®¾ট্রাল নেই।

    দুই। ডেটাবেস মানেই তার সঙ্গে ডেটার সাইজের প্রশ্ন চলে আসে। তারও একটা লিমিট আছে। থিয়োরিটিক্যালি নয়, ইন টার্মস অফ পয়সা। এখন আমি প্র্যাকটিক্যালি ইনফাইনাইট জিবি ডেটা হ্যান্ডল করতে পারি (কিকরে পারি? ধাঁধা দিলাম একটা :-) ), ডেটাবেস ছাড়া সেটা করা ইন এফিশিয়েন্ট, কিন্তু লিমিটেড রিসোর্সে নিয়ে কাজ করতে গেলে ওটুকু মেনে নিতে হবে।
  • Paramita | 64.105.168.210 | ৩০ জুন ২০০৬ ১২:০৬603680
  • ৪। একটা goto page XXX থাকলে বেশ হতো। 2^8 নম্বর পৃষ্ঠায় প্রথম লিখেছিলাম গুরুতে - এখন 2^10-এ পৌঁছে সেটা দেখতে ইচ্ছে করলো - কিন্তু সেই ১৬-টা করে পেছোতে পেছোতে গেলে রাত্তির কাবার হয়ে যাবে। এই তো কিলোয় শুরু, এরপর মেগা, গিগা, টেরা ..
  • Paramita | 64.105.168.210 | ৩১ জুলাই ২০০৬ ০০:১২603691
  • গুরুর মহাবিশ্বে অনেককিছু হারিয়ে যেতে পারে এই ভয়ে বিটা এডিটরের লিংক এখানে রেখে দিলাম

    http://www.freewebs.com/guru_test/bangla/bangla.html


  • Arjit | 128.240.229.3 | ০৩ আগস্ট ২০০৬ ১৫:০৮603409
  • গুরু কিন্তু আজ সকাল থেকেই ভুতে আক্রান্ত, গত পনেরো মিনিট ধরে প্রচুর জ্বালিয়েছে। পারোলিনেরও এক হাল।
  • Samik | 202.131.141.197 | ০৩ আগস্ট ২০০৬ ১৮:০৯603420
  • আচ্ছা, এটা কি কেবল ইউরোপেই হচ্ছে? আমার তো কোনও অউবিধে হচ্ছে না!
  • dam | 202.54.214.198 | ০৩ আগস্ট ২০০৬ ১৮:১১603431
  • এখন হচ্ছে না। একটু আগে প্রচন্ড স্লো ছিল।
  • Arjit | 128.240.229.65 | ০৩ আগস্ট ২০০৬ ১৮:২০603442
  • এটা রিলেটিভ। দু সেকেণ্ডের মধ্যে না খুললে বা অ্যাপ্লেট লোড না হলে আমি বলবো স্লো - সেটা তোমার হয়তো ঠিকই লাগবে। সাধারণত: আমার কানেকশন খুব ফাস্ট, যেহেতু গিগাবিট ইথারনেট। বাড়িতে ১.৫ এম বি পি এস। এবার সব ঠিক থাকলে গুরু অন্য সাইটগুলোর মতই খোলে, অ্যাপ্লেটও জলদি লোড হয়। সেখান থেকে সরে গেলেই মনে হয় স্লো হয়ে গেছে:-))
  • Parolin | 213.94.228.210 | ০৩ আগস্ট ২০০৬ ১৮:৫৮603453
  • গুরু আজকে ঝুলে ঝোল।
    এতক্ষণ শুধু স্লো ছিল। টই থেকে ভাটে যেতে সময় লাগছিল খাঁটি ৪১ সেক।
    এই মুহুর্তে আবার ব্যাক টু গুড ওল্ড "page cannot be displayed"
    মেসেজ পোস্ট করতে ছ-সাতবার সাবমিট করলে পরে একবার লাগছে।
  • Parolin | 213.94.228.210 | ০৩ আগস্ট ২০০৬ ২১:২৬603464
  • গুরু ব্যাক টু বিজনেস। স্পীড ও ঠিকঠাক।
  • Paramita | 143.127.3.10 | ২২ আগস্ট ২০০৬ ০৪:৫৬603475
  • বাংলা লেখার নতুন কলে একটা পোকা ধরা পড়েছে, এখানে তা ডকু করছি। "Country"-র পশে লেখা শিমুল্‌ঘাটা(আদি) চলে আসছে Mail-এর ঘাড়ে।
  • Parolin | 213.94.228.210 | ২২ আগস্ট ২০০৬ ২৩:০০603486
  • এই প্রস্তাবটা ঝাঁপি।
    বেশ কিছুদিন আগে বোধহয় দ্রি কিম্বা অক্ষ বলেছিল টই এর সুতোর শেষে "এই বিষয়ে আপনার মতামত দিন" ঢোকানোর কথা। লম্বা টই পড়তে পড়তে এটা প্রায় ই মনে হয়।
    ঈশেন , ভেবে দেখো এট্টু। যদি আদৌ সম্ভব হয়।
  • Arjit | 141.30.16.137 | ২৯ আগস্ট ২০০৬ ১৫:২৯603497
  • এটা আগে এসেছে কিনা জানি না - টইয়ের টপিকগুলোতে লাস্ট আপডেটের সময় আর কে করেছে - এটুকু হলেই মনে হয় ভালো। সময়টা পেলে বোঝা যায় ভালো...
  • r | 61.95.167.91 | ২৯ আগস্ট ২০০৬ ১৫:৩৫603508
  • ১। web থেকে একটা প্যারাগ্রাফ কপি করে গুরুর জানলায় সেঁটে দিলাম।
    ২। এইবার শুরুতে একতা কৌণিক ব্র্যাকেট আর শেষে আর একতা।
    ৩। ভাবলাম ইংরিজিতে এইবার দেখাবে। কিন্তু হল না।
    শুধু প্রথম শব্দটা ইংরিজিতে দেখাল।
    ৪। তারপর প্যারাগ্রাফের জোড়ায় জোড়ায় শব্দ নিয়ে আগে একটা আর পিছনে একটা করে ব্র্যাকেট লাগিয়ে যেতে হল।
    ৫। তবে পুরো প্যারাগ্রাফ ইংরিজিতে দেখাল।

    ঠিক করা যায়?
  • Arjit | 141.30.16.137 | ২৯ আগস্ট ২০০৬ ১৫:৩৯603520
  • ওটা সেদিন আমারও হয়েছিলো, কিন্তু জয় কালি বলে পোস্ট করে দিলুম - এলো কিন্তু ঠিকঠাক। এটা ওই সেলসিয়াস টেকের ডেমোটাতেও হয় দেখেছি।
  • dam | 202.54.214.198 | ২৯ আগস্ট ২০০৬ ১৬:০৩603531
  • হ্যাঁ ঠিক করা যায়। তুলে এনে প্রথমে মামুর এডিটারে ফেলবি। কৌণিক ব্র্যাকেট ইত্যাদি দিবি। তারপর এই জানলায় ফেলে ডানদিক দেখে ঘপাৎ করে পোস্ট করে দিবি।

    মাঝখানে ঐ মামুর এডিটার। এতে না হলে মাঝখানে আরেকটা স্টেপ লাগবে, সেটা পরে বলবো।
  • Somnath | 61.17.39.28 | ৩১ আগস্ট ২০০৬ ২০:২১603542
  • মামু,
    নতুন কল এ একটা বোতাম বসিয়ে ইউনিকোডে ট্রান্সলিটারেট করার ক্যচাটা ঢুকিয়ে দাও না।

    খুব কাজে লাগে মাইরি।
  • Samik | 125.23.120.58 | ২০ সেপ্টেম্বর ২০০৬ ২৩:৫৮603553
  • মামু,

    bangla.jar চালালে কিছুই ঘটছে না। এডিটর খুলছে না। কী করা যায়?
  • Samik | 125.23.108.67 | ১০ অক্টোবর ২০০৬ ২২:০০603564
  • ভাটের পাতা লোড হবার পরে প্রায়ই একটা জাভাস্ক্রিপ্ট এরর আসছে, লাইন ৫৬৮-তে অবজেক্ট এক্সপেক্টেড।

    কী কেস?
  • Arjit | 128.240.229.66 | ২০ অক্টোবর ২০০৬ ২১:৪১603575
  • URL গুলো ফিক্সড রাখার ব্যবস্থা করো বাবা - টেকনিক্যালি URL হল immutable - কিন্তু এখানে পাল্টে যাচ্ছে। ব্লগে কিছু লেখা রেফার করেছিলুম, আজ দেখি সব URL পাল্টে গেছে - যাহা কিনা URL-এর ডেফিনেশনকে ভায়োলেট করে।
  • trq | 58.107.216.189 | ২৩ অক্টোবর ২০০৬ ১২:৩৬603586
  • মামু একেবারে পাক্কা সম্পাদক, এখন মেলাইলেও তিনি প্রতিউত্তরে মেলান না! ( কথাটা mailআইলেও mailআন না হবে)।

    যাকগে, নতুন আন্দোলনে নামছি,
    ১। গুরু-তে ইউনিকোড এনাবেল করে দিতে হবে।
    ২। সেটা না হলে অন্তত: ইউনিকোডে লেখার ব্যবস্থা করে দিতে হবে।

    সেটা না হলে- ভূখ হরতাল জারি হবে।
    কেডা কেডা আছেন আমার লগে, হাত তোলেন।
  • Samik | 61.95.167.91 | ২৩ অক্টোবর ২০০৬ ১৩:০১603597
  • গুরু তো ইউনিকোড ভার্সন আছেই। লেখা যায় না, এই যা। একটা এডিটর বানানো নিয়ে তো কথা!

    মামু গুচ্ছ ব্যস্ত লোক। ভুখা হরতালে নামলে তুইই মরবি, মামু দিব্যি ফুলকপির তরকারি খেয়ে যাবে। কাল বাদ পোশ্‌শু ইদ, এই সময়ে ভুখ হরতাল করিস না বাপ!
  • trq | 58.107.216.189 | ২৪ অক্টোবর ২০০৬ ০৬:০১603608
  • সেটাইতো বলছি- গুরু-তো ইউনিকোডের জন্যে রেডিই আছে, শুধু তিনখান কাজ করলেই হবে।
    ১। যেকোনো একটা ইউনিকোড ফন্ট সাইটের সাথে এমবেড করে দিতে হবে। (এইটা সর্বসাধারনের জন্যে চিন্ত করে বলা, যারা ঝামেলায় যেতে চান না।)
    ২। ইউনিকোডের জন্যে একটা লেখার জানালা দেয়া, অবশ্য ইংরাজিরটাও দিয়েও চলবে।
    ৩। আর html এ গিয়া খালি ঐ ফন্টটারে চিনিয়ে দিতে হবে।
    ব্যস !

  • trq | 58.107.216.189 | ২৪ অক্টোবর ২০০৬ ০৬:০৯603619
  • জনগণের রক্তে কি জোশ কমে গেছে, কেউ আর আন্দোলনে আসে না!

    কবি বলেছেন,
    আব ভি জিসকা খুন না খোলা, খুন নেহি ও পানি হ্যায়;
    জো ইউনিকোডকা কাম না আয়ে, ও বেকার জওয়ানি হ্যায়!
  • Ishan | 67.173.95.163 | ২৪ অক্টোবর ২০০৬ ০৯:০৩603626
  • তারেক,

    উত্তর দেওয়া হয়নি বলে সরি। ভুখ হরতাল টরতাল কোরোনা বস। ইউনিকোড এডিটারটা কি জন্যে লাগবে সেইটা আগে বুঝিয়ে বলো। ঐটা দিয়ে কি চতুর্বর্গ লাভ হবে? সেইটা আগে বলো। তারপর এগোনো-পিছোনো।

    অরিজিৎ,

    url এর সমস্যাটা ভ্যালিড। কিন্তু এখুনি পাল্টানো মুশকিল। পুরো কোড পাল্টাতে হবে :-(।

    দেখি নেক্সট ভার্সনে যদি নামানো যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন