এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুচন্ডা৯ : rfe

    Paramita
    অন্যান্য | ১৪ জুন ২০০৬ | ২০০০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 67.173.95.163 | ২৪ অক্টোবর ২০০৬ ০৯:০৫603627
  • শমীক,

    জাভাস্ক্রিপ্ট এররটা ঐ হিট কাউন্টারটার। ঐ নিয়ে সমস্যার কিছু নেই।

    এডিটারের প্রবলেমটা হোপফুলি গেছে।
  • Arjit | 128.240.229.3 | ২৪ অক্টোবর ২০০৬ ১৪:৪০603628
  • URL প্রসঙ্গে - কোনগুলো immutable resource সেটা আগে ঠিক করা দরকার - যেমন টইয়ের টপিক, বুলবুলভাজা বা কুটকচা৯-র ইন্ডিভিজুয়াল লেখা - এগুলো immutable হওয়া উচিত। এবার এগুলোর ক্ষেত্রে একটা uuid generator দিয়ে একটা ইউনিক URL বানিয়ে নিলেই হল:-) uuid generator চাই তো এক্ষুনি দিয়ে দিচ্ছি।
  • trq | 58.107.216.189 | ২৪ অক্টোবর ২০০৬ ২১:২০603629
  • ঈশানদা,
    আগে সিপিএম-সার্কাস জনিত কর্মকান্ড শেষ হোক, তোমার মস্তিষ্কপ্রদেশ তাহার নরমাল টেম্পারেচারে ফিরিয়া আসুক, তারপর বলবো।
    এই মূহুর্তে আবহাওয়া সুবিধার লাগছে না।
  • trq | 58.107.216.189 | ২৪ অক্টোবর ২০০৬ ২২:০৫603630
  • ভাটে লিখেছি, আবার এখানে কপি মেরে দিলাম।
    ----------------------------

    হু, হাওয়া গরম দেখেই তো আমি আজ কিছু বললাম না।

    আমি বলি, আসলে আমি চাইছি, ইউনিকোডে যেন লিখতে পারে, সেটা মামুর এডিটারে বাংলিশে হলেও হবে, অথবা অন্য যে কোন সফ্‌ট দিয়ে হলেও ঠিক আছে, শুধু যেন ইন্‌পুট করতে পারে ইউনিকোডের লেখা।

    যেমন ধরো, সামহোয়্যার করেছে কি, ইউনিকোড ফন্টটাকেও এমবেড করে দিয়েছে, তার ফলে ইউজার এন্ডে কোন সমস্যা হচ্ছে না, যাদের ইউনিকোড এনএবল্ড, তারাও দেখছে, যাদের নয়, তারাও ঐ এমবেডের কল্যানে দেখতে পারছে।

    কেন চাইছি?
    এর ফলে কাউকে আর নির্দিষ্ট কোন কি-ম্যাপে লিখতে হবে এরকম কোন বাধাধরা নিয়ম থাকলো না। যারা মামুর এডিটার দিয়ে লিখবে তার লিখবে, যারা সেটা পারে না, ওরা নিজেদের এডিটার দিয়ে ইউনিকোডে লিখবে।

    আমার কিছু পরিচিত মানুষ টইয়ে লিখতে এসে কি-ম্যাপ দেখে আর লিখেনি। মানে নতুন কোন কি-ম্যাপ অভ্যাস করায় তাদের অনীহা। ওরা নিজেরা হয়ত অভ্র ইউজ করে, বা বিজয়, ইউনিকোডে।

    আমার মনে হয়, ইংলিশের উইন্ডোটাকে ইউনিকোডের জন্যে ব্যবহার করা যেতে পারে, যেহেতু ওখানে আলাদা কোন কি-ম্যপ লাগে না, যার যার কি-বোর্ড ছাড়া।
    শুধু ফন্টটা এম্বেড করে দিলেই হলো, আর, সইটের কোডে গিয়ে সেটাকে চিনিয়ে দিলেই হলো।

    হু, একা ঈশানদার পক্ষে এসব খুব চাপের ব্যাপার, অন্য কেউ হেল্প করতে পারলে হোত।

  • Arjit | 82.39.106.176 | ২৬ অক্টোবর ২০০৬ ০১:৪৫603631
  • কোন কারণে টইয়ের টপিকের পাশে যে নামগুলো থাকে সেগুলো ক-চ-ট-ত-প-ক্ষ টাইপের হাবিজাবি আসছে। আমি যেই শেষে আবার কিছু লিখে দিচ্ছি এটা ঠিক হয়ে যাচ্ছে। এটা কি সকলেই দেখছে না শুধু আমি?
  • trq | 58.107.216.189 | ২৬ অক্টোবর ২০০৬ ০৬:৩০603632
  • সোলাইমানের ইওটি যদি লাগে-
    এইখানে করা আছে
    http://mnhtareq.googlepages.com/SOLAIMA1.eot
  • trq | 58.107.216.189 | ২৮ অক্টোবর ২০০৬ ০৪:২২603633
  • আবার জাগিয়ে তুললাম ........
  • trq | 58.107.216.189 | ৩১ অক্টোবর ২০০৬ ০৮:১৪603634
  • আবার-
  • trq | 203.120.19.231 | ১২ নভেম্বর ২০০৬ ১৫:০০603635
  • সিংগাপুর এয়ারপোর্টে এসে গুরু খুলে দেখি কিছু দেখা যায় না। ফন্ট ডাউনে্‌লাডের কোন উপায় নেই, ইউনিকোড ভার্সান থাকাতে পড়তে পারলাম।
    মামু কি না তবু জিগায় ইউনিকোডে কি লাভ!
    হায় হতোষ্মি!
  • sucheta | 202.63.56.114 | ১২ নভেম্বর ২০০৬ ১৫:৪৯603637
  • সোলাইমানের সাথে তোমার আঁতাৎ এত কিসের, বাছা তারেক। আমার মাথা খেয়েছো, অন্যকে ছাড়ান দাও না হয়, এই দফা --- আমি এখন আর এইটেও টাইপ করতে পারছিনা।

    এয়ার পোর্টে পৌঁছেও চলছে তেনার গুণকীর্তন!!!

    আর হ্যাঁ, স্ট্রাইক যদি শেষ না হয় তখন যেন সুটকেস মাথায় চড়িয়ে হাঁটা দিওনা একা একা। বাড়ির থেকে কেউ এসে না পৌঁছতে পারলে সকাল পর্যন্ত অপেক্ষা কোর। রাত আর দিনের মধ্যে কয়েক ঘন্টার পার্থক্য
    মাত্র।

    এটুকু টাইপ করতে ২০ মিনিট লাগলো। এর দায়িত্ব কার?

    সুচেতাদি
  • dam | 61.246.77.206 | ১২ নভেম্বর ২০০৬ ১৭:৫৩603638
  • ওহে কনফুচন্দর, ইউনিকোড যে কেবলই চৌকা চৌকা বাক্স আইসে! তার কি হইব শুনি???
  • S | 61.95.167.91 | ১৫ জানুয়ারি ২০০৭ ১৮:১৬603639
  • ওপর থেকে পুজোর পোস্টারটা এ বার সরালে হয় তো!
  • Arjit | 128.240.233.197, 128.240.229.7 | ২২ ফেব্রুয়ারি ২০০৭ ২২:৩১603640
  • সামনে এনে দিলুম। সব কুঁড়ের দল - কেউ খোঁজার কষ্ট করবে না।
  • Appan | 193.134.170.35 | ২২ ফেব্রুয়ারি ২০০৭ ২২:৪৬603641
  • অ বুঝলুম কিঞ্চিৎ। তো প্রায়োরিটির ব্যপারটা কিভাবে ঠিক হবে?

    মামু একবার কোথায় লিখেছিলো এডিটরে Banglaplain দিয়ে টাইপ করে ইউনিকোডে ট্র্যানস্লেট করা নাকি জলভাত। কোথায় কি? আমি কয়েকবার চেষ্টা করলাম। প্রতিবার অশ্বডিম্ব।
  • S | 125.23.119.125 | ২২ ফেব্রুয়ারি ২০০৭ ২৩:২৯603642
  • পাতার পর পাতা খুঁজে পুরনো সুতো বের করা সত্যিই অত্যন্ত পরিশ্রমসাপেক্ষ ব্যাপার। বিশেষত আমাদের মত ল্যাদখোর জনতার পক্ষে।

    একটা কাজ করে দেব। একটা ইউনিকোডায়িত পাতা বানিয়ে দেব সমস্ত টইয়ের সুতোর লিস্ট আর লিঙ্ক সমেত। সার্চও করা যাবে ইউনিকোডে। সেই পাতার লিঙ্কটা এখানে মামু দিয়ে দিলেই হবে।
  • Arjit | 82.39.105.65 | ২৩ ফেব্রুয়ারি ২০০৭ ২৩:১৬603643
  • একটা লিস্টি বানাচ্ছি - আমার প্রায়োরিটি অনুযায়ী - দ্যাখো মেলে কিনা:

    (১) ২৪/৭ সাপোর্ট - সেটা আমরাও করতে পারি
    (২) প্রপার ইউনিকোড সাপোর্ট
    (৩) সার্চ করার সুবিধা - প্রথমটা হলে এটা আসান হবে
    (৪) টইয়ের টপিকে লাস্ট আপডেট সময় দেওয়া
    (৫) immutable URL - বুলবুলভাজা ইত্যাদির জন্যে - আপাতত যা আছে সেটা URL-এর ডেফিনেশনকে চুলোয় পাঠিয়ে
    (৬) সাব-অল্টার্ন গেটআপ
    (৭) TTF-এর সাথে AAT ফন্ট
  • Appan | 193.134.170.35 | ২৩ ফেব্রুয়ারি ২০০৭ ২৩:৩০603644
  • আমি অ্যাডালাম। নেওয়া না নেওয়া পরের ব্যপার:

    ৮) নিজের নাম বারবার লিখবো না। ওটা কুকি করবে।
    ৯) এডিটর ও বাংলা লেখার কলে বানানের সামঞ্জস্য আনা।
    ১০) বানানের ছারপোকাগুলোকে টিপে টিপে মারা।
    ১১) ফাইল আপলোডানোর ব্যবস্থা থাকা। খুব গুরুত্বপূর্ণ আলোচনায় মাঝে মাঝে এটাসেটা অ্যাটাচ করা যাবে।

    শেষেরটা নিয়ে আমারো সংশয় আছে। পরে মনে এলে বলবো আরো।
  • S | 125.23.112.32 | ২৪ ফেব্রুয়ারি ২০০৭ ০০:০৪603645
  • টইয়ে শেষ দশটি বিষয়ের লিঙ্ক দেওয়া থাকে। ওটা অন্তত তিরিশটি বিষয় হওয়া দরকার। বড্ড তাড়াতাড়ি হারিয়ে যায় নইলে।
  • Appan | 212.139.221.139 | ২৪ ফেব্রুয়ারি ২০০৭ ০০:৫১603646
  • ১২) টইগুলোকে বর্ণক্রমে সাজানো।
  • tan | 131.95.121.129 | ২৪ ফেব্রুয়ারি ২০০৭ ০০:৫২603648
  • ঈশেনকে ধরে প্যাদানো।
  • Arjit | 82.39.105.65 | ২৪ ফেব্রুয়ারি ২০০৭ ০৩:১৫603649
  • কুকিতে আমার আপত্তি আছে - সিকিউরিটি সংক্রান্ত। অসংখ্য ব্যাংক ফ্রডের সোর্স এই কুকি - আর এখানে ব্যাংক ফ্রড না হলেও আইডেন্টিটি থেফটের ঘটনা অস্বাভাবিক নয়।

    স্পেলচেকার - ফীচার হিসেবে ভালো, এবং ওপেন সোর্স এডিটর আছে ("লেখো') - যেটা থেকে আইডিয়া নেওয়া সম্ভব।

    ফাইল আপলোড - প্রবলেম হল রিসোর্স। ইশেন একবার বলেছিলো যে এই সার্ভিস প্রোভাইডার ডেটাবেজও দেয় না...কাজেই ডিস্ক স্পেস একটা বড় ইস্যু।

    আমার এই কাজগুলোতে হাত লাগাতে বিন্দুমাত্র আপত্তি নেই - কিন্তু সমস্যা হল সময়। অলরেডি টেনশনে আছি যে এই সেপ্টেম্বরের মধ্যে আদৌ জমা দিতে পারবো কিনা - নইলে ঋকের ইস্কুলে ভর্তি হওয়া (কলকাতায়) ঘেঁটে যাবার চান্স আছে, বয়স বাড়ছে - আমিও এর পর চাকরি পাবো কিনা...প্রচুর টেনশন...এমন অবস্থা যে - যে আমি চিরকাল সিরিয়াস বই পড়তে পছন্দ করতাম, সেই আমি এখন মন লাগিয়ে সিরিয়াস বই বেশিক্ষণ পড়তে পারি না...
  • Appan | 212.139.221.139 | ২৪ ফেব্রুয়ারি ২০০৭ ০৩:৩১603650
  • অজ্জিত, লাস্ট লাইনটা ডিটো। আমার লাস্ট ২-৩ বছর ধরেই ঐ অবস্থা।

    আর আমি স্পেলচেকার বলিনি। যে বাগগুলো রয়েছে এখনো তাদের কথা।

    আর এমন হয় না, কুকির জন্য প্রম্পট করবে? তোমার কনসার্ন হয়তো ঠিকই, কিন্তু ভোটাভুটি হলে লোকে কুকির জন্য রায় দেবে।

    অন্য কিছু ভাবতে হবে। গুগলের অটো কমপ্লীট জাতীয় কিছু।

  • Arjit | 82.39.105.65 | ২৪ ফেব্রুয়ারি ২০০৭ ০৩:৩৬603651
  • একবার কলকাতা ফিরে যাই - তখন গুরু-কে আরো পোক্ত করার জন্যে দিনে দু তিন ঘন্টা সময় দিতে অসুবিধা থাকবে না...

    কুকি প্রসঙ্গে - অপশন দিয়ে করা যেতে পারে - অ্যাকসেপ্ট করতে চাইলে করো, নইলে নয় - আমি নিজে বাইরে থেকে কোন কিছু নিজের কম্পুতে চলতে দিতে অনিচ্ছুক - উইন্ডোজে তো বটেই, আর গুরু যাঁরা পড়েন/লেখেন তাঁদের মধ্যে ৯৯.৯৯% উইন্ডোজেই।
  • Arjit | 82.39.105.65 | ২৪ ফেব্রুয়ারি ২০০৭ ০৩:৪১603652
  • তবে বাংলাপ্লেন ফন্টটার AAT আমি চেষ্টা করছি - একটু সময় লাগবে - ফন্ট নিয়ে কখনো ঘাঁটিনি আগে। এটা আর্জেন্ট নয় - তবে হলে ভালো - TTF ব্যবহার করে ম্যাকে আসে ঠিকই, কিন্তু হেডিংগুলো বোল্ডফেস বলে ঘেঁটে যায়। বাকিটা ঠিকঠাক। অবশ্য সেটা এনকোডিংএর জন্যেও হতে পারে - ফায়ারফক্সে MacRoman এনকোডিং বল্লে এক্কেরে ঝক্কাস আসে।
  • kd | 59.93.201.145 | ২৪ ফেব্রুয়ারি ২০০৭ ০৪:১৭603653
  • এরা কী যে বলে, কিসুই বুঝি না -তবে এসব করলে ভালো হবে বলচে যখন, নিশ্চই তাই। ইস্‌ এদের সময় নেই, আর আমার দিনে আঠাশ ঘন্টা কিস্‌সু করার নেই -- কোনোভাবে ইন্ডাস্ট্রির কার্বন ক্রেডিটের মতো যদি দেয়া যেত।
    dd, তোমার ঐ কমোড বেচার এক্সপিরিএন্সটা একটু লাগিয়ে দাও না -- যদি ওদের একটু সুবিধে হয়।
    অর্জিত, আমি জুলাইএ ফিরবো কলকাতায়, জানিও যদি তোমার হয়ে কিছু দৌড়দৌড়ি করতে হয় (এখন ঠিক ফিট নেই, তাই এখন এই অফারটা করতে সাহস হচ্ছেনা)-- আমি খুব আনন্দ পাবো কিছু করতে পারলে।
  • d | 61.246.155.165 | ২৫ ফেব্রুয়ারি ২০০৭ ১৫:৫৩603654
  • ইয়ে, KD র প্রস্তাবটা বেশ ভাল হলেও --- ঠিক কি কাজে লাগবে বুঝলাম না। মানে দোড়াদৌড়ি করার লোক পেলে কোডিং কিকরে হবে? :))

    ১। কুকি দেওয়ায় আমার প্রবল আপত্তি জানালাম। ঐ সিকিউরিটির জন্যই।

    ২। সার্চ ইঞ্জিন একটা এক্ষুণি দরকার। কে আছ কোডার ... ইত্যাদি।

    ৩। শমীকের প্রস্তাবে আমার আপত্তি আছে। শেষ ৩০টা বিষয় দিলে পুরো জবড়জঙ্গ হয়ে যাবে। তারপর আছে ঐ ধামসা ধামসা টপিকের নাম দেবার অভ্যাস! উফ্‌। আর একই কারণে অজ্জিতের টইয়ের টপিকে টাইমস্ট্যাম্প দেওয়াতেও আপত্তি আছে।

    ৪। এডিটারটা মেরামত করা আর html বানানোর ফীচারটা অ্যাড করা দরকার।

    ৫। ইউনিকোড সাপোর্ট আর AAT ও খুব দরকার। ভাল কথা গুচর ইউনিকোডে দেখতে গেলে প্রথম পাতাটা বেমালুম অন্যরকম দেখায়। বুলবুলভাজা ইত্যাদি প্রভুত ঘাঁটা অবস্থায় দেখা যায়।

    এবারে অজ্জিত,

    হ্যা হ্যা হ্যা হ্যা তুমি কোলকেতা গিয়ে সময় পাবে? হ্যা হ্যা হ্যা। দেকচ না রঙ্গা, ভঙ্গা ইন্ডোর অবস্থা। দীপ্তজেঠুর অবস্থা। লংডঙে থাকতে "ব" সংক্ষেপে কত কতা কইত। ইন্ডো কত কত রিভিউ লিকত। তব্যে?
  • Appan | 80.41.50.38 | ২৫ ফেব্রুয়ারি ২০০৭ ১৬:৫৭603655
  • টইএ টাইমস্ট্যাম্প কি দরকার আমি বুঝিনি বাপু। কোনো টই খুললেই দেখা যায় বিষয়টি অমুকে শুরু করেছেন অমুক লগ্নে তমুক গতে।
  • d | 122.162.104.112 | ২৭ মে ২০০৭ ১৬:৩১603656
  • ১। টইপত্তর এ বিষয় খোলার বাক্সটায় ক্যারেকটার লিমিট বেঁধে দেওয়া হোক। সেই life is elsewhere বা "নাভি কাঠবেড়ালী" র থ্রেড থেকেই ভাবছিলাম কথাটা।
    এছাড়াও ঐ বাক্সে কিছু ক্যারেকটারের ব্যবহার আটকে দেওয়া হোক। ইউজারের পক্ষে কিছুতেই জানা সম্ভব নয় যে বিষয়ের নামে "-' ব্যবহার করলে তাতে কোন পোস্ট করলেই গোটা টইপত্তর ভুষুন্ডির মাঠ হয়ে যাবে। :-p

    ২। বুলবুলভাজার ঠোঙার লেখাগুলোর ওপরে "আপনার মতামত দিন" লিঙ্কটা খুব মিসগাইডিং। মনে কর Calcuttaweb থেকে কেউ এসে "কালবেলা" পড়লেন আর মতামত দেবেন ভেবে ওতে ক্লিক করলেন। তিনি সোজা টইপত্তরের মেইন পেজে হাজির হবেন। এবারে ইনফ্লেশান, পারফিউম আর মানবী-মস্তিষ্কর মধ্যে 'একাকী ভ্রমি বিস্ময়ে' হয়ে তাঁর পক্ষে বুঝে ওঠা খুব কঠিন কিভাবে এগোতে হবে। ঐ লিংকগুলো রেস্পেকটিভ থ্রেডে ডাইরেক্ট করা উচিৎ।
  • Ishan | 12.217.28.221 | ২৪ অক্টোবর ২০০৭ ০৯:১৭603657
  • আপডেট করে দিই:

    ১। সার্চ হয়ে গেছে।
    ২। কনটেন্টের url প্যাটার্নটা বদলানো হয়েছে। কোনো কনটেন্টের url আর বদলাবে না।
  • Paramita | 216.10.193.20 | ২৪ অক্টোবর ২০০৭ ০৯:৪১603659
  • খুব মেজর ফিচার দুটোই, ঈশেনকে বাহ্‌! কিন্তু আমি টই-তে সার্চ এখনো কাজ করাতে পারিনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন