এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুচন্ডা৯ : rfe

    Paramita
    অন্যান্য | ১৪ জুন ২০০৬ | ২০২৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 77.98.196.117 | ৩০ অক্টোবর ২০০৭ ০২:১৯603466
  • কারেন্ট প্রোগ্রাম + কনসেপ্ট + ট্রান্সলিটারেশনের ফাণ্ডা ধরিয়ে দিলে আমি চেষ্টা করে দেখতে পারি - কিন্তু এই মুহুর্তে ডেডলাইন দিলে হবে না। আগে নেড়ে ঘেঁটে দেখবো আদৌ পারবো কিনা। কারণ একটা ইউজার ইন্টারফেস থাকবেই - এবং ওই একটি জিনিস আমি এক্কেরে সহ্য করতে পারি না, জীবনে বানাইনি।
  • Arijit | 77.98.196.117 | ৩০ অক্টোবর ২০০৭ ০২:২০603467
  • বা কেউ যদি ইউজার ইন্টারফেসটা লেখার দায়িত্ব নাও, তাইলেও হয়। জাভাস্ক্রিপ্ট আমার আসে না।
  • nyara | 67.88.241.3 | ৩০ অক্টোবর ২০০৭ ০২:৩২603468
  • এইটা তাহলে কনফার্ম করুন যে

    ইউনিকোডে, ক + null + ই = কি
    ইউনিকোডে, ক + ই = কই

    তাহলে ঈশেনের কাছে কোশ্চেন, এটাই কি ইউনিকোডের ডিফাইনড স্টান্ডার্ড যে দুটো ক্যারেক্টারের মাঝে null থাকলে ক্যারেক্টার-দুটো জায়গা পাল্টাপাল্টি করে নেবে?
  • Arijit | 77.98.196.117 | ৩০ অক্টোবর ২০০৭ ০২:৩৩603469
  • মনে হয় উল্টো। আমি অভ্র-তে লিখি। ক+ই হল কি, আর ক + esc + ই হল কই। এক্ষুণি কনফার্ম করতে পারছি না, ম্যাকে অভ্র চলে না। কাল বলে দেবো। তবে মনে হচ্ছে এটাই।
  • Ishan | 12.163.39.254 | ৩০ অক্টোবর ২০০৭ ০২:৫৪603470
  • আমি প্রচন্ড ছড়িয়েছি। ইউনিকোডে ই আর ই-কার আ আর আ-কার ইত্যাদি ইত্যাদিরা আলাদা ক্যারেক্টার।

    ১। অতএব ন্যাড়াই ঠিক বলেছিলেন। কি = ক + ই-কার। কৈ = ক + ঐ-কার।

    আর ট্র্যাডিশনাল ফন্টে কি = ই-কার + ক।
    অতএব জিনিসটা আমি ভুল বললেও প্রবলেম যেটা বলেছিলাম সেটা ১০০% ভ্যালিড।

    ২। আমি যে ফান্ডাটা বলেছিলাম সেটা যুক্তাক্ষরের ক্ষেত্রে প্রযোজ্য। এটা একদম ঠিক বলেছিলাম।

    ক্ষ = ক + নাল + ষ। এই নালটা আসলে নাল নয়। এটা হল হসন্ত। ওরা বলে নুক্ত। অর্থাৎ ইউনিকোডে ক্‌ষ = ক্ষ। অর্থাৎ "ক্‌ষ' টা ইউনিকোডে লেখা যায়না। ওটার গ্রাফিকাল রিপ্রেজেন্টেশনই হল "ক্ষ'।

    এই ফান্ডাটাকেই আমি ভুল করে এক্সটেন্ড করে স্বরবর্ণের ক্ষেত্রেও লাগিয়ে দিয়েছি। আসলে কোডটা অনেকদিন আগে করা তো :-)

  • Ishan | 12.163.39.254 | ৩০ অক্টোবর ২০০৭ ০২:৫৭603471
  • অরিজিৎ, ইউজার ইন্টারফেস কিছু নেই। ধর একটা টেক্সট ফাইলে প্লেন বাংলাপ্লেন ফন্টে লেখা টেক্সট আছে। সেটাকে ইউনিকোডে কনভার্ট করে আরেকটা টেক্সট ফাইলে সেভ করতে হবে। ব্যস। বাকি সব লেখাই আছে।

  • Arijit | 77.98.196.117 | ৩০ অক্টোবর ২০০৭ ০২:৫৯603472
  • ঠিক আছে, করে দেবো। কারেন্ট কোড + কীম্যাপ + আর যা যা দরকার পাঠা। একটু ঘেঁটে দেখি আগে।
  • nyara | 67.88.241.3 | ৩০ অক্টোবর ২০০৭ ০৩:১১603473
  • ঠিক আছে, এইবার তাহলে ঈশেন্‌কত্তা কন দেহি, ইউনিকোডে 'কি' লিখতে গেলে কি টাইপ করতে হবে আর 'কই' টাইপ করতে গেলে কি টাইপ করতে হবে?

    বাংলাপ্লেন থেকে ইউনিকোড দরকার বোধহয় গুচর অর্কাইভকে ইউনিকোডিফাই করার জন্যে। কিন্তু, সেটা অপ্টিমাম সলিউশন নয়। অপ্টিমাম আমার মনে হয়:

    বাংলিশ -> ইউনিকোড -> বাংলাপ্লেন বা অন্য ফন্টের জন্যে কাস্টমাইজড টেক্সট

    আমার যা কোড লেখা আছে, তার যা ব্যবহার করা যায় আমি সেটা ওপেন সোর্সে প্রকাশ করে দেব দুয়েকদিনের মধ্যে, যদিও আমার প্রপোজড সলিউশানেও তার কতটা কাজে লাগবে জানিনা, বোধহয় একটুও নয়।
  • Ishan | 12.163.39.254 | ৩০ অক্টোবর ২০০৭ ০৩:২১603474
  • ঐ দ্যাখেন, এর মধ্যে টাইপ করা আসছে কোত্থেকে? কি টাইপ করবেন, তাতো আপনার ট্রান্সলিটারেশনের কোডের উপর নির্ভর করছে।

    আইডিয়ালি kai টাইপ করলে আপনার কোড দেখাবে ক + ই। আর ki টাইপ করলে দেখাবে ক + ই-কার।

    আর আপনি জিনিসটাকে দুটো ফন্টে সীমাবদ্ধ না রেখে জেনারালাইজ করতে বলছেন। সেতো ঠিকই আছে। ইউনিকোডে থাকবে, দরকার হলে অন্য ফন্টে দেখিয়ে দেওয়া যাবে। এই তো।

    অজ্জিত, দু:খের কথা আর কি বলি, ঐ রিভার্স ট্রান্সলিটারেশনটা এডিটারের কোডের পার্ট ছিল। এখন উহা একটি লাইব্রেরি ফাইল হয়ে ওয়েব অ্যাপ্লিকেশনে বসে আছে। নইলে দুচাট্টে বাগ আমিই ফিক্স করে দিতে পারতাম।

    তবে কি ম্যাপ সব আছে। পাঠিয়ে দেব কালকেই।
  • Arijit | 77.98.196.117 | ৩০ অক্টোবর ২০০৭ ০৩:২৩603476
  • একটা এগজাম্পল কোড (সিউডো কোড হলেও হবে) দিস, নইলে ফাণ্ডার্জন কি করে হবে? মানে ফাইল থেকে কি পড়বো, আর সেটাকে কিসের বেসিসে কনভার্ট করবো।

    আমি আপাতত ITRANS-এর ডকুমেন্ট দেখছি।
  • nyara | 67.88.241.3 | ৩০ অক্টোবর ২০০৭ ০৩:৩৩603477
  • টাইপ করার কথা এই জন্যে আসছে যে যদি মাঝে কোন ট্র্যান্সলিটারেশান কোড না থাকে তবে কীবোর্ড ম্যাপিং থেকে ইউনিকোড কি করবে সেটা জানতে। মানে আমি বুঝতে চাইছি যে ইউনিকোড ফন্টের ইন্টারনাল কোন লজিক আছে কিনা - থাকলে সেটা স্টান্ডার্ডাইজড কিনা - হলে ট্র্যান্সলিটারেশান কোড লেখার সময়ে এই লজিকটাকে মাথায় রেখে কোড লিখতে হবে। আর তা যদি না থাকে, তাহলে ইউনিকোডকে আর যেকোন ফন্টের মতন ট্রিট করতে হবে ট্র্যান্সলিটারেশান কোড লেখার সময়ে। রেন্ডারিং-এ গিয়ে যে যার মতন খেলবে এবং পয়সা হজম করবে।
  • trq | 61.68.178.171 | ৩০ অক্টোবর ২০০৭ ১২:৩২603478
  • ইউনিকোড অর নানা রকম কনভার্টার নিয়ে আমার পরিচিত দুজন বেশ এক্সপার্ট। অরূপদা আর মুর্শেদ ভাই। ওনারাই সচলায়তনের মূল টেকি।
    এইখানে আছে কনভার্টারটা।
    http://bnwebtools.sourceforge.net/

    ঘটনা হচ্ছে, আমি মাত্রই কদিন আগে মুর্শেদ ভাইকে বেশ করে ধরেছিলাম গুরু-র ফন্ট মানে বাংলাপ্লেইন থেকে ইউনিকোডে কনভার্টার বানিয়ে দিতে। উনি দিবেন বলেছিলেন। আর তারপরেই গুরু-র এই থ্রেড খোলা হল।
    এখন আমি প্রস্তাব করছি আলাদা কাজ না করে একসাথে করলে কেমন হয়? অলরেডি নানারকম কনভার্টার বানিয়ে ওনারা যেহেতু সিদ্ধহস্ত, আমার ধারণা একসাথে করলে কাজটা আরো দ্রুত ও সহজে শেষ হবে।
    ঈশানদা আর অরিজিতদা চাইলে আমি মুর্শেদ ভাইয়ের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারি।
    আমাকে এখানে জানালেই চলবে।

  • Arpan | 79.73.5.25 | ৩০ অক্টোবর ২০০৭ ১৩:৫১603479
  • ওপেন অফিসের বাকি কাজটা শুরু করে দেবো। একমাসের ব্যাকলগ কাটাতে একটু সময় লাগবে।

    কিন্তু গুরুর "সাধারণ সার্চ"টা কেমন কেমন লাগছে। আমি ধরুন "কালাম' লিখে সার্চালাম। এবার মামুর সার্চ টুল যেসব জিনিসপত্র এনে হাজির করছে তাতে "কালাম' এই শব্দটাই নেই। কেউ একটু বোঝাবেন এটা কেমন বেপার হলো?
  • d | 192.85.47.1 | ৩০ অক্টোবর ২০০৭ ১৪:১৯603480
  • কোন সার্চই ভাটিয়া৯ খোঁজে না হায়!
  • Arijit | 77.98.196.117 | ৩০ অক্টোবর ২০০৭ ১৫:০১603481
  • কনফু - আমার কোনই আপত্তি নাই, বরং যত ফাণ্ডা করতে পারবো তত ভালো।
  • Arpan | 193.134.170.35 | ৩০ অক্টোবর ২০০৭ ১৭:৩৩603482
  • এগুলো গুরুর ইউজারদের জন্য বানাতে চাওয়া কিছু প্রজেক্ট। এখানে লিস্ট করে দিলাম না হলে হারিয়ে যাবে।

    ১) rtf থেকে সহজে html বানানো যেটা সব ব্রাউজারে কাজ করবে। মূলত ঈশান আর দমের জন্য বানানো যাতে জমা পড়া লেখা সহজে ফর্ম্যাটিং করে তুলে দেওয়া যায়। তবে সবাই দিব্যি ইউজ করতে পারে।

    এই মুহুর্তে MS Word দিয়ে কাজ করছে। Openoffice দিয়ে করানোর চেষ্টা চলছে।

    নিচের লিঙ্কে জিনিসটার কিছু ডকুমেন্টেশন আছে।

    http://docs.google.com/View?docid=dgcd6c7x_1dfd7kj

    ২) Openoffice-এ ফোনেটিক্যালি বাংলা লেখা। বাংলাপ্লেন আর ইউনিকোডে। কাজ চলছে।

    ৩) ২ নং জিনিসটা MS Word-এ ইমপ্লিমেন্ট করা। এটা ২ নং শেষ হলে শুরু হবে। ২ আর ৩ নং জিনিসটা নেমে গেলে মামুর বাংলা লেখার এডিটারটার আর দরকার পড়বে না।
  • Arijit | 77.98.196.117 | ৩০ অক্টোবর ২০০৭ ১৭:৫৯603483
  • তিন নং নিয়ে কোশ্চেন - এটা কি ম্যাক্রো জাতীয় কিছু দিয়ে করবে? ওয়ার্ডে কি ম্যাক্রো ছাড়া থার্ড পার্টি প্লাগইন লাগানো যায়? ওপেন অফিসে যায় জানি - তবে এক্ষেত্রে তোমরা সোর্স নিয়ে করছো কিনা জানি না।
  • Arpan | 193.134.170.35 | ৩০ অক্টোবর ২০০৭ ১৮:২৫603484
  • এটা এখনো আইডিয়ার স্তরে আছে। কী দিয়ে হবে সেটা এখনো ঠিক হয়নি। আমাকে জিগাইলে বলব ম্যাক্রো লিখে করে দেবো। আরো সোজা কিছু থাকলে তাও ইউজ করা যায়।

    ওপেনঅফিসে প্লাগইন লাগানো নিয়ে মামুর বোধহয় কিছু অভিযোগ ছিল। ওদের কম্যুনিটি ফোরাম থেকেও ঠিকঠাক রেজোলিউশন পাওয়া যায়নি। তুমি একটু মামুকে হেল্পাতে পারো ওই নিয়ে। অবশ্য প্লাগইন ছাড়াও কোডটা নেমে গেছে।
  • Ishan | 12.163.39.254 | ৩১ অক্টোবর ২০০৭ ০০:৩৩603485
  • ওটাতে আর হেল্পানোর কিছু নেই। ওটা তো নেমে গেছে।

    তারেক, মেল তো পেয়েছি। রিপ্লাইও করেছি। এখানেও জানিয়ে দিলাম।
  • Arpan | 79.65.61.185 | ৩১ অক্টোবর ২০০৭ ০৩:১৫603487
  • আর সার্চ টুলের ব্যপারটা? ওতে জাঙ্ক মালপত্তর আসছে কেন?
  • m_s | 202.78.237.16 | ৩১ অক্টোবর ২০০৭ ২২:১০603488
  • একটি ওয়েবসাইটকে এসকি ভিত্তিক পুরোনো বাংলা থেকে ইউনিকোড ভিত্তিক বাংলায় করা

    লিখেছেন : এস এম মাহবুব মুর্শেদ
    তারিখ : ৩১/১০/২০০৭

    ইন্টারনেটে আরো বাংলা কন্টেন্ট গড়ে উঠুক এরকমটা আমরা সবাই চাই। আমাদের সচলা#২৫২৭;তন গড়ে তোলার পিছনে প্রচ্ছন্নভাবে হলেও এই কারণটা আছে। ইন্টারনেটে নতুন নতুন ইউনিকোড ভিত্তিক সাইট গড়ে উঠছে এবং উঠতে থাকবে।
    কিন্তু ইতিমধ্যে যে সমস্ত ওয়েবসাইট গড়ে উঠেছে তারা কিভাবে ....

    বিস্তারিত ... ( http://www.sachalayatan.com/mahbub/9891 )
  • m_s | 202.78.237.16 | ৩১ অক্টোবর ২০০৭ ২২:১৪603489
  • **সচলায়তন
    ইউনিকোড (BNG ফন্ট) থেকে কপি করে, গুরুচন্ডালীর বাংলা-জার্‌-এডিটরের সাহায্যে বাংলা-প্লেইনে বদলাবার সময় ঐ একটু ভুল হয়েছে।
  • m_s | 202.78.237.16 | ৩১ অক্টোবর ২০০৭ ২২:৪০603490
  • গুরুচন্ডালীর বাংলা-জার্‌-এডিটর দিয়ে , এখন যে বদলগুলি খুব সহজে করা যায় :

    (১) বাংলাপ্লেইন --- ইউনিকোড
    (২) ইউনিকোড --- বাংলাপ্লেইন (সামান্য একটু ভুল আসে, মোটামুটি ৫ %)
    যে ইউনিকোড ফন্টগুলিতে আসে -- সুলেমান লিপি, আকাশ, লিখন, এই সব।
    (৩) ফোনেটিকালি ইংরিজি-লেখা --- বাংলাপ্লেইন ভার্শান --- ইউনিকোড ভার্শান -- দুটি কপি করে রাখা সম্ভব।
    (৪) একটি ইউনিকোড ফন্ট --- অন্য একটি ইউনিকোড ফন্ট

  • m_s | 202.78.237.16 | ৩১ অক্টোবর ২০০৭ ২২:৪৯603491
  • সিয়াম রুপালী বা BNG থেকে বাংলাপ্লেইনে বদলাতে গেলে, আগে লিখন বা সুলেমানলিপিতে বদলিয়ে নিয়ে, সেখান থেকে ইংরিজিতে, সেখান থেকে বাংলাপ্লেইনে -- এইভাবে করতে হয়। খুবই সোজা।
  • m_s | 202.78.237.16 | ৩১ অক্টোবর ২০০৭ ২৩:০৭603492
  • বাংলামতামত-এডিটর দিয়ে খুব সহজেই ইউনিকোড ( ইউনিকোড ) আর বাংলাপ্লেইন ( বাংলাপ্লেইন ) একসাথে একই পোস্টিংএ লেখা যায়।
  • Arpan | 193.134.170.35 | ৩১ অক্টোবর ২০০৭ ২৩:১৩603493
  • এডিটরের একটাই প্রবলেম আছে। ডাউনলোড করে ইনস্টল করতে হয়। লাইব্রেরি বা আপিসের পিসিতে আজকাল কিছু ইনস্টল করতে দেয় না। না হলে দিব্যি ভাল।
  • m_s | 202.78.233.65 | ০১ নভেম্বর ২০০৭ ০৬:৪২603494
  • যদি কেউ অর্কুট বা ইন্টারনেটে কোথাও ইউনিকোড দিয়ে বাংলা লিখতে চান, অথচ অভ্র বা শাব্দিক, বা একুশে, বা Indic IME , এইসব কোন ইউনিকোড লেখার সফটওয়্যারের অভাবে লিখতে পারছেন না ; তাহলে প্রথমে গুরুচন্ডালীর বাংলা মতামত-এডিটর খুলে, প্রথমে ফোনেটিকালি ইংরিজিতে লিখুন , তারপর ইংরিজি লেখাটি কপি ক'রে নিয়ে গুরুচন্ডালীর জার্‌-এডিটরে পেস্ট করুন, তারপর ফন্ট বদল ক'রে বাংলাপ্লেইন করুন, তারপর আবার ফন্ট বদল ক'রে লিখন/সুলেমানলিপি (ইউনিকোড-ফন্ট) করুন। এবারে , সেই লেখাটি কপি ক'রে অর্কুটের স্ক্র্যাপ-বক্সে পেস্ট করুন ... দেখবেন সুন্দর বাংলা-ইউনিকোড লেখা আসবে।

    লিখন/সুলেমানলিপি ফন্ট ওমিক্রনল্যাবের সাইট থেকে ডাউনলোড করে নিন আগেই, সামান্য কয়েক মিনিটের ব্যাপার।
  • Ishan | 12.217.28.221 | ০১ নভেম্বর ২০০৭ ০৮:৫০603495
  • এই m_s, এতো কষ্ট করার কি দরকার। এডিটারটা খুলে সোলেমানলিপি সিলেক্ট করে লিখলেই ইউনিকোডে লেখা যাবে তো।
  • m_s | 202.78.237.175 | ০১ নভেম্বর ২০০৭ ১২:০৬603496
  • সত্যিই তো! থ্যাঙ্কিউ :-)
  • trq | 61.68.178.171 | ০১ নভেম্বর ২০০৭ ১৩:১২603498
  • ঈশানদা,
    মেইল পেয়েছি। থ্যান্‌কু।
    কি একটা এক্সেল ফাইল দরকার, ওটা কি পাঠিয়েছো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন