এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুচন্ডা৯ : rfe

    Paramita
    অন্যান্য | ১৪ জুন ২০০৬ | ২০২৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 128.240.229.66 | ০২ নভেম্বর ২০০৭ ১৬:১৩603499
  • ব যে RSS ফীডের কথা বলেছিলো একবার সেটা মনে হয় ফীড হিসেবে গুরু পড়তে চেয়ে। আইডিয়াটা মন্দ নয় - গুরুতে যদি একটা RSS ফীড থাকে, তাহলে যে কোন ফীডরীডারে সেটা ধরা যাবে।

    আস্তে আস্তে ব্যাপার এমনদিকে যাচ্ছে যে -ই-দুনিয়ায় বসবাস কত্তে গেলে একটি অ্যাকাউন্ট লাগবে - গুগুল। তাইলে গুগুল মেইল, ওক্কুট, ব্লগার, রীডার, ডকুমেন্টস - সব হাতের মধ্যে।
  • Paramita | 216.10.193.20 | ০২ নভেম্বর ২০০৭ ২০:৩৬603500
  • তারপর তিমিঙ্গিল হয়ে গিলে নেবে সবাইকে এক পূর্বসূরীর মত..
  • Samik | 122.162.81.233 | ০২ নভেম্বর ২০০৭ ২১:৪৭603501
  • একটা rfe,

    কিছু পুরনো টই জিপ করে আর্কাইভায়িত করা যায় কি? তাইলে অফলাইন পড়া যেত। আমাকে অনেক সময় এমন এমন জায়গায় সময় কাটাতে হয়, যেখানে হাতে ল্যাপটপ, কিন্তু নেট কানেকশন নাই। আমার ল্যাপুতে ওয়্যারলেসও নেই। ভাটিয়ালির আর্কাইভ পড়ে অনেক ঘন্টা কাটিয়েছি, টইটাও পাওয়া গেলে বেশ হত।
  • Arpan | 193.134.170.35 | ০২ নভেম্বর ২০০৭ ২২:২৪603502
  • না। এটি অতি বাজে এবং অসম্ভব প্রস্তাব। থিওরিটেক্যালি যেকোন পুরনো টই নিয়ে লোকে যখন খুশি আলোচনা শুরু করতে পারে। কাজেই নো আর্কাইভাল।

    টই আর্কাইভ করতে হলে নিজে নিজে করো - পেজগুলো ধরে পিডিএফ বা এইচটিএমেল বানিয়ে নিলেই তো হয়। নিজেরা গতর নাড়াবে না, সব দায়িত্ব যেন ওয়েলফেয়ার স্টেটের। :-)
  • Arpan | 79.73.6.159 | ৩০ ডিসেম্বর ২০০৭ ১৬:৫৮603503
  • ওপেনঅফিস রাইটার ডকুমেন্টে ফোনেটিক্যালি বাংলা লেখার কল। সঙ্কÄর আসিতেছে।

    কে কে ভলান্টিয়ার টেস্টার হবেন হাত তুলুন প্লিজ। ম্যাক ও লিনাক্স ব্যবহারকারীগণ অগ্রগণ্য।
  • Arijit | 77.103.111.51 | ৩০ ডিসেম্বর ২০০৭ ২২:০০603504
  • ম্যাকে OpenOffice আপডেট করে 2.3 করে নিয়েছি, কাজেই পাঠায়ে দিতে পারো। লিনাক্সেরটা ইস্কুল না খুললে হবে না।
  • Arpan | 79.73.48.145 | ৩০ ডিসেম্বর ২০০৭ ২২:৩৩603505
  • মালপত্তর সব ঈশানের কাছে পাঠায়ে দিয়েছি। সে শীঘ্রই এ নিয়ে পোস্ট করবে বোধহয়।

    আপাতত আমি চল্লুম শীতঘুমে। :-)
  • Arpan | 202.91.136.4 | ১৬ জানুয়ারি ২০০৮ ১২:০৯603506
  • এখানেও গোটা গোটা করে লিখে দিলাম। যাতে ঈশানের চোখে পড়ে।

    আসলে বাংলা লেখার প্লাগইনটা নিয়ে কটি কথা আছে :

    ১) ঈশান বলেছে কদিনের মধ্যে সাইটে তুলে দেবে। কদিন মানে কতদিন? তিনমাস না তার আগে কখনো?

    ২) প্লাগইনটা যারা ইউজ করছে তাদের থেকে পরস্পরবিরোধী মতামত পাওয়া যাচ্ছে। কেউ বলছে কোন অসুবিস্তা নাই, কেউ বলেছে সাক্ষাৎ জাতসাপ।

    ৩) ওপেনআপিস ভার্সন 2.3.1-এর নিচে হলে কি ঠিকঠাক লেখা যাচ্ছে না? তাহলে সেটা হেল্প অ্যাবাউট-এ বড় বড় করে লিখে দিতে হয়। না হলে পরে বহুত খিস্তি খেতে হবে।

    ৪) কারেন্ট ইনস্টলারটা শুধু উইন্ডোজের জন্য কাজ করে। লিনাক্ষ আর ম্যাকের জন্য কে লিখে দেবে? অতি সামান্য কাজ। তাও লোক পাওয়া যায়না। ন্যাড়াদা কি তার বহুমূল্য সময়ের খানিকটা এর পিছনে দিতে পারবেন? সিরিয়াসলি জিগাইলাম। (অজ্জিতের ভাইভা না মেটা পর্যন্ত কুটোটিও নাড়বে না সে ভাল করে জানি :-()
  • d | 192.85.47.2 | ১৬ জানুয়ারি ২০০৮ ১২:৫৪603507
  • ১। লিঙ্ক দেওয়া বলতে ঈশান বোঝাচ্ছে "বাংলা সফটওয়ার' এ ওটাকে ঢুকিয়ে নেওয়া। লিঙ্কটা আপাতত rfeর থ্রেডে দিয়ে দেওয়াই যায়।

    ২। যিনি জাতসাপ বলছেন, তিনি কিন্তু প্লাগইন ইউজ করছেন না। যেটা হয়েছে, সমস্ত কিছু ইনস্টল করার পরে তিনি নাকি ooরাইটারটা খুঁজে পাচ্ছেন না। ইনস্টলেশান ফাইল ডেস্কটপে সেভ করা ছিল, সেটাই পাচ্ছেন। :)) এইবার এটার একমাত্র সমাধান কাউকে একটা হাতে করে দেখিয়ে দেওয়া যে Star All Programs ইত্যাদি করে খুলতে হবে, অথবা বেটার হল ডেস্কটপে একটা শর্টকাট তৈরী করে দেওয়া। (অর্পণ এটা গিয়ে করে দিয়ে আসতে পার)

    তিনি যেটা ইউজ করছেন সেটা হল, সাইটে রাখা .jar এডিটারটা। সম্ভবত: এইটাই ইউজ করতে গিয়ে ন্যাড়াদা কাল ঐ চ আর ছ এর ব্যপারটা দেখেছেন।

    ৩। OO 2.3.2 এর নীচে লেখা যায় কিনা, আমি নিশ্চিত নই। আমার এর নীচের ভার্সানটা ছিল এবং তাতে কিছুতেই মেনুতে বাংলা আসছিল না। সৈকত আমাকে বলে পরের ভার্সান ডাউনলোড করতে। আমি 2.4 নামিয়েছি। কিন্তু একইসময় ঈশান আমাকে ইস্নিপ্সের লিঙ্কও পাঠায়। এর আগে আমি মেসেজ পাচ্ছিলাম .oxt corrupted। পরে সেটা আর পাই না। এখন সেটা ভার্সান আপগে্‌র্‌ড হল, নাকি ঈশানের পাঠানো অ্যাটাচমেন্টই গলদ ছিল, আমি নিশ্চিত নই।

    তবে আমার ধারণা ঐ অ্যাটাচমেন্টটাই গড়বড়, কারণ জনাদুই লোক, যাঁরা "কম্পিউটারওয়ালা' নন, তাঁরা ঐ অ্যাটাচমেন্ট থেকে নামিয়ে শেষপর্যন্ত মেনুতে "বাংলা' দেখতে পাচ্ছেন না। ইস্নিপ্স থেকে নামাতে বললে এবার আমাকে শেখাতে হবে ইস্নিপ্স থেকে কি করে নামায়। অগত্যা ওটা কাটিয়ে আমি তাঁদের ঐ .jar টা ব্যবহার করতে শিখিয়েছি।

    ৪। আমার নিজের এমনিতে খুব অসুবিধে হচ্ছিল না, কারণ আমি বেশ স্লো টাইপ করি। কিন্তু অর্পণের পাঠানো সর্বশেষ লিঙ্কটা থেকে ডাউনলোড করে আমার ঝাড় হয়ে গেছে। একে তো বাংলার ভেতরে কিছুতেই ইংরাজী লিখতে পারছি না। ফন্ট চেঞ্জ করে লাভ হচ্ছে না। এছাড়াও আগেই বানানো কোন rtf খুলতে পারছে না।
  • dd | 202.122.17.212 | ১৮ জানুয়ারি ২০০৮ ২১:৪৩603509
  • কি যাতনা বিষে বুঝিবে সে কিসে? কভু ৮০ ২০এ দংশেনি যারে?

    ব্যাপারটা কি হয়েচে বলি। আপিসের পিসিতে ঐ ইন্সট্রাকশান মতন ঝাঁ করে ওপেনাপিস নামিয়ে দিয়েছি। আর সে কি কেলেংকারি।

    আমার যাবতীয় ওয়ার্ড ডকুমেন্ট একটা অদ্ভুত ট্যারাব্যাকা হয়ে গ্যালো। এই ওপেনাপিস যে এরকম সংক্রামক সে তো বুঝি নি।

    তখন একাএকাই গিয়ে ঘেঁটে ঘুঁটে রিমুভ প্রোগ্রাম করে সে সব সমুলে উৎপাটিত করে তবে শান্তি।

    সাধে লোকে ইহারে জাত সাপ কহে।
  • Jay | 90.200.160.142 | ১৯ জানুয়ারি ২০০৮ ২৩:৩৯603510
  • উপরে তুলি?
  • ranjan roy | 122.168.69.100 | ২৬ জানুয়ারি ২০০৮ ২৩:০৪603511
  • ডিডি আর আমি নাকতলা স্কুলের প্রোডাক্ট। মনে হয় বিদ্যালয়ে কিছু গন্ডগোল ছিলো।
    তাই oo ইনস্টল করতেই ডেস্কটপে সব অক্ষর টেরচা মেরে গ্যালো। ডিফল্টে oo আসছে, প্রত্যেক বার রেজিস্ট্রেশন জিগাইছে।
    ওপরে মেনুবারে bangla আসছে,কিন্তু খুললে #% আসছে। সোলেমানলিপি খুললে ঠিক আসছে, কিন্তু ওটা লেখা ঠিক আমার কম্মো নয়।
    অগত্যা .jaar এ গিয়ে কাজ চালাচ্ছি। তবে c দিয়ে চ হচ্ছে ইত্যাদি। কিন্তু ডকুমেন্টে পাঠালে আবার #% দেখছি। তবে দময়ন্তী আশ্বস্ত করেছেন যে ওটা বাঙ্গলাই আছে।
    এসব দেখে আমার মাথায় বনফুলের ছড়া মনে পড়লো।

    "" চাঁদের জয় হোক,
    পরোঅপকারী ভদ্রলোক।
    আস্ত-খ্যাঁদা-ফালি যেকোন অবস্থাতে,
    যথাসাধ্য লন্ঠনের কাজ করে রাতে।

    সুয্যিকে নমস্কার।
    এই দেবতাটি মহা ফাঁকিদার।
    চোপররাত দেখা নেই মোটে,
    সকালে লোকদেখাতে আকাশেতে ওঠে।
    আমসঙ্কÄ, ভেজা কাঁথা, কাঁচাচর্ম,
    আরে বাবা! এসব শুকনো কি চাঁদের কম্মো?
    তবু গাও চন্দ্র-সুর্যের জয়,
    দুটোর একটাও ফেলনার নয়।""

    ডিসক্লেমার: উপরোক্ত ছড়াটিতে কোন ব্যক্তিগত কটাক্ষ নাই।
  • Arpan | 202.91.136.4 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৯:২৬603512
  • এই ডিডি আর রঞ্জনদাকে কী করে হেল্পানো যায়? :-)
  • Arpan | 202.91.136.4 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৯:৩০603513
  • ছোট্ট একটা rfe:

    সার্চটুলে গিয়ে টাইপ করে "সার্চ' বাটনে ক্লিক করলে ঠিকঠাক জিনিসপত্তর আসছে। কিন্তু মাউসের বদলে এন্টার কী দাবালেই সব ভ্যানিশ!

    এন্টার কী মেরে সার্চানোর ব্যবস্থা করা হোক। ছোট্ট কাজ। ঈশান নিশ্চয় নেক্সট রিলিজের জন্য ফেলে রাখবে না।
  • d | 192.85.47.2 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৯:৪৯603514
  • সেকি? এন্টার মারলে খুঁজছে তো।
  • Arpan | 202.91.136.4 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৯:৫৭603515
  • ধুর, সার্চ বাটনটাতে ফোকাস এনে তারপরে এন্টার মারলে কাজ হচ্ছে। সেতো হবেই।

    আমি চাই পাতি লিখে এন্টার মারলে কাজ করবে। গুগল বা অন্যান্য স্ট্যান্ডার্ড সার্চে যেরকম হয়। সেটা হচ্ছে কি এখন?
  • d | 192.85.47.2 | ২৯ জানুয়ারি ২০০৮ ২০:০২603516
  • নারে ভাই, ফোকাসে না এনে, পাতি এন্টার মারলেই কাজ করছে।
  • Arpan | 202.91.136.4 | ২৯ জানুয়ারি ২০০৮ ২০:০৩603517
  • ল্লে: প:! আমার মেশিনে হচ্ছে না কেন? :-(
  • Arijit | 128.240.229.68 | ২৯ জানুয়ারি ২০০৮ ২০:০৬603518
  • আমারও হচ্ছে।
  • Arpan | 202.91.136.4 | ২৯ জানুয়ারি ২০০৮ ২০:১১603521
  • কেন হচ্ছে না, বুঝেছি। জাভাস্ক্রিপ্ট এরর। সেইজন্য ওপরের টেক্সটবক্সে ইংরেজিতে টাইপালে নিচে বাংলায় লেখা ফুটছে না। কী করলে যাবে তা জানি না।

    Line: 172
    Char: 12
    Error: Object doesn't support this property or method
    Code: 0
    URL: http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=19&porletPage=1


    আই:ই: ভার্সন ৬ (sp2)। এক্সপি।
  • Arijit | 128.240.229.68 | ২৯ জানুয়ারি ২০০৮ ২০:১৬603522
  • তোমার মেশিনের jre ভার্সন দ্যাখো। আমি জানি না ইশেনচন্দর কোন ভার্সন ব্যবহার করেছে - তবে যদি হায়ার ভার্সন করে থাকে আর তোমার jre পুরনো হয়, তাইলে চলবে না। অবশ্য তাতে একটা কি 48 আর 49 বলে চেঁচায় দেখেছি তো।

    কোশ্চেন হল এখানে jre লাগবেই বা কেন? নতুন কলের মতন নয় কেন? লোকে ঝঞ্ঝাট থেকে বাঁচতো।
  • Arpan | 202.91.140.4 | ২৯ জানুয়ারি ২০০৮ ২০:১৮603523
  • jre আছে কিনা বা ভার্সন কত, কী করে চেক করব?
  • Arijit | 128.240.229.68 | ২৯ জানুয়ারি ২০০৮ ২০:১৯603524
  • কম্যাণ্ড প্রম্পট খুলে বলো ওঁ নম: শিবায়। মানে java -version

    কনট্রোল প্যানেলেও পাবা।
  • Arpan | 202.91.140.4 | ২৯ জানুয়ারি ২০০৮ ২০:২২603525
  • ক®¾ট্রাল প্যানেলে কিছু নেই জাভার জন্য।

    আর ওই কম্যাণ্ড মেরে "C:\WINDOWS\java' এই ফোল্ডার খুলে গেল। ভেতরে কোন জিনিসপত্র নাই। :-D
  • Arijit | 128.240.229.68 | ২৯ জানুয়ারি ২০০৮ ২০:২৫603526
  • অহো। তাইলে তোমার জাভা নাই। একবার নতুন কল না খুলে পুরনোটা টেস্ট করে দেখে নাও। জাভা না থাকলে নামিয়ে নাও - এই সব কাজে শুধু jre হলেও চলবে - পুরো jdk লাগবে না।
  • Arpan | 202.91.140.4 | ২৯ জানুয়ারি ২০০৮ ২০:২৬603527
  • না: jre নাই। ঈশানচন্দর পুরানো মডেলে জিনিসপত্তর বানিয়ে রেখেছে।

    ধিক!
  • Arpan | 202.91.140.4 | ২৯ জানুয়ারি ২০০৮ ২০:২৭603528
  • jre নামানো যাবে না। কারণ আপিসের পিসি। আটকে দেয়। :-)
  • Arijit | 128.240.229.68 | ২৯ জানুয়ারি ২০০৮ ২০:৪১603529
  • কিন্তু jre কেন আটকায়? ওটা তো পোকা নয়। ActiveX আটকালে বুঝতুম।
  • lcm | 128.48.203.128 | ২৯ জানুয়ারি ২০০৮ ২৩:২০603530
  • জাভাস্ক্রিপ্ট এরর-এর জন্য, ফায়ারফক্স খোলো, টুলস --> জাভাস্ক্রিপ্ট কনসোল, খোলো, এবার ঐ পেজ-এ যাও। কনসোল-এ এরর দেখতে পাবে, ডাবল ক্লিক মারো।
    আর, পেজ সোর্স ভিউ করলে দেখবে যে, সাবমিট বাটন অন ক্লিকে goToHell() নামের একটা জাভাস্ক্রিপ্ট মেথড। সুতরাং বুঝতেই পারছ :-)
  • Arpan | 202.91.140.4 | ৩০ জানুয়ারি ২০০৮ ০৯:৫৬603532
  • কোম্পানির সিকিওরিটি পলিসি অনুযায়ী যেকোন exe ডাউনলোড করতে গেলে আটকে যায়। আর নতুন কোন প্রোগ্রাম ইন্সটল করারো উপায় নাই। অতএব .... :-(

    Jaagge, baarhir meshine neT kaanekashan ese gele kuno samasyaa thaakaar kathaa nay.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন