এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুচন্ডা৯ : rfe

    Paramita
    অন্যান্য | ১৪ জুন ২০০৬ | ২০৩৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dipu | 59.164.99.239 | ১৮ জানুয়ারি ২০১০ ০৭:২৮603566
  • জুলাই ২০০৭ থেকে জুন ২০০৮ (বা ঐরকম কিছু) - পাক্কা একবছরের ভাটের কোনো পাত্তা নেই। থাকলে একমাত্র ইশেন্দার কাছেই আছে। আছে কি?
  • Samik | 219.64.11.35 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৬603567
  • পিডিএফ ভার্সনে বোধ হয় সব যুক্তাক্ষর আসছে না। বাংলা চটির পাতাটা পিডিএফ ভার্সনে খুল্লাম, দীপ্তেন্দার আমার সত্তর হয়ে গেল "আমার সর'। "ত্ত'টা পুরো হাওয়া।

    মোস্ট প্রব্যাবলি ওতে একটা পুরনো ট্র্যানসলিটারেশন ক্লাস ইউজ করা হয়েছে, কয়েকটা যুক্তাক্ষর কমেন্ট করা ছিল ওতে। সৈকত, সময় নেই জানি, একটু দেখতে পারবে?
  • dd | 122.166.135.99 | ২০ এপ্রিল ২০১০ ১০:৫০603568
  • কয়দিন ধরেই লিখবি লিখবো কচ্ছিলাম।

    এদানী কয়েজন বন্ধু বান্ধবরে এই পাতা পড়ানোরে চেষ্টা করেছিলাম (তাদের কয়েকজন প্রসপেক্টিভ লেখক ও) , তাঁয়েরা সবাই স্পেসালি বার্ন্ট ও কম্পিউটরে সড়গড়। যে দুটির কোনো একটি সবজেক্টে ফ্যাল কল্লেই আর এই ই পত্রিকায় ইন্টেরেস্ট থাকবে না। এঁয়ারা পাস।

    এঁয়াদের ফীডব্যাক দি।

    প্রথম পাতা : এক অবিশাস্য ধাঁধা। ভিতরে ঢোকাই যায় না, (এর সাথে তুলনা করুন সাপলুডু,উড়ালপুল)।

    ১) বু বু ভা - একেক দিন লিস্ট চলছে তো চলছেই। আজ ই যেমন চোদ্দোটা সবজেক্ট। বু বু ভা, ব্যাপারটা কি ? আর টইপত্তর ? সেটা রয়েছে একেবার নীচের দিকে ঘাপটি মেরে।

    ২)এখন ও পুজো স্পেশালের দুটো লিংক সবিস্তারে রয়েছে প্রথম পাতা জুড়ে? কোনো কারণ আছে কি ?

    ৩) এবং সরোজিনী শুয়ে আছেন। আর কতোদিন এই ভাবে থাকবেন উনি?

    ৪) প্রথম পাতার ব্লার্ব গুলো ও ও আরেকটু পরিষ্কার ভাষায় হওয়া দরকার। মানে সাহিত্য কম। "বাংলা না এলে" - যেমতি পিতৃদেবের ভাষায় সোজা সাপ্টা লেখ হয়েছে সেটি ই ইউজার ফ্রেন্ডলি।

    অবকোর্স। আরো আরো পায়েন' আছে।

    সব লিখবো।
  • Samik | 122.162.75.73 | ০২ জুলাই ২০১০ ০৯:৫৪603569
  • তুলে দিলাম। কোনও লাভ নেই যদিও ... তবু কয়েকটা নতুন পয়েন লেখার আছে। পরে লিখছি।
  • Nirob Dorshok | 59.93.218.34 | ২৬ আগস্ট ২০১০ ০১:১৫603570
  • আমার সাথে কে এক মোত হবে?? আমার কিছু প্রোস্তব আছে গুরুর চন্দল দের প্রতি। আচ্ছা এতা কে যদি সোশাল নেট ওয়ার্কিঙ ফিচার রাখা জায় তো ক্যামন হয়??
    বা সেটা না হলেও ছবি, ভিডিও, অ্যাটাচে্‌মন্ট এর ব্যাবস্থা থাকা টা আমার মনে হয় ভলো।
  • dhoor baal | 113.32.54.210 | ২৬ আগস্ট ২০১০ ০৪:৪২603571
  • সাইট-এর নাম পাল্টে তৃ-প-বু-ভূ রাখা হোক।
  • Samik | 122.162.75.6 | ২৬ আগস্ট ২০১০ ০৯:২৩603572
  • সন্দীপ, টিউটোরিয়াল দ্যাখো। যা লিখছো, ডানদিকে তো বাংলাতে সমস্ত দেখা যাচ্ছে। একটু পারমু কম্বু করলেই ঠিক বাংলাটা বেরিয়ে আসবে। :-)
  • pi | 128.231.22.133 | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০১:০১603573
  • কাব্লিদার জন্য গুরুর 'অজ্জিনাল' লোকেদের কিছু মতামত তুলে দিলাম :)
  • achintyarup | 121.241.214.34 | ০১ অক্টোবর ২০১১ ০১:৫৫603574
  • ছবি দেখার ব্যবস্থা

    গান শোনার ব্যবস্থা

    চলচ্চিত্র দেখার ব্যবস্থা

    করা যায়?
  • siki | 117.194.3.226 | ০৩ অক্টোবর ২০১১ ০৮:৫০603576
  • চাপ হ্যাজ। আমাদেরেই সাইটটামূলত টেক্সট হ্যান্ডল করার জন্য অপটিমাইজ করা। এখানে মাল্টিমিডিয়া দেওয়া যাবে না তা নয়, টেকনিক্যালি যাবে, কিন্তু তাতে ঝাড় খাবে সাইটের পারফরমেন্স। খুবই স্লো হয়ে যাবে। আর সাইটের স্পেসও একটা সমস্যা, মাইলের পর মাইল লিখে গেলেও স্পেস বিশেষ খায় না, কিন্তু একটা ছ মিনিটের গান নিমেষে পাঁচ এমবি খেয়ে নেয়। স্পেস তো অনন্ত নয়।

    হাইপারলিংক অবশ্যই দেওয়া যাবে, যেমন যায়, আর সেখান থেকে পছন্দের ছবি গান চলচ্চিত্র দেখাই যায়।
  • kd | 59.93.199.83 | ০৩ অক্টোবর ২০১১ ১২:১৮603577
  • পাইদিদি, 'ওজ্জিনাল গুরুর লোকেরা' অনেকটা 'খাঁটি গরুর দুধ'এর মতো। গরুটা খাঁটি না দুধটা খাঁটি তা তো ডিবেটেব্‌ল। :)

    আমি 'ও-গু-লো' বলতে চেয়েছি, আর তুমি সেটাকে ভেবেছো 'গু-ও-লো'। আমি নিজেই তো 'গু-ও-লো' নই। আমি সেই লোকেদের কথা বলছি যারা গুরুতে এসেছে গুরুতে আসার জন্যেই, with all its limitations and misgivings। আমি নিজে তাই।

    আমি খালি আমার কী মনে হয় বলতে চেয়েছি। দেখি আমার থট প্রসেসটা আমার স্টাইলে একটা ব্যাড অ্যানালজি দিয়ে বোঝাতে পারি কিনা।

    ধরো আমাদের একটা 'রকের আড্ডা' আছে। কেউ রকে বসে, কেউ তার পাশের সিঁড়ির ধাপে ধাপে, কেউ বা দাঁড়িয়ে লাইটপোস্টে ঠেসান দিয়ে। আশে পাশে ফুটপাথে বসে আসে চা-ওলা, থেকে থেকেই ছোটো ছোটো প্লাস্টিকের ভাঁড়ে চা সাপ্লাই করে। একটা মুচিও বসে, আড্ডার পাব্লিক তাকে দিয়ে জুতো পালিশ করিয়ে নেয়, চটির স্ট্র্যাপ ছিঁড়ে গেলে সেটাও সারিয়ে নেয়। একটা ইটালিয়ান সেলুনও আছে, আড্ডা মারতে মারতেই দাঁড়ি কামানো, চুল কাটা, নখ কাটা ইত্যাদি নেসেসারি ইভিল গুলোরও ব্যবস্থা হয়ে যায়।

    আড্ডায় অনেক টিটিএম্পি তো আছেই, কিন্তু বেশ কিছু জ্ঞানী-গুণী-পন্ডিত ও অভিজ্ঞ লোকও আছেন। তাই আড্ডায় প্লেন ভাট আর একে-ওকে কাঠি করা ছাড়াও অনেক সিরিয়াস ধরণের আলোচনাও হয়।

    এখন ধরো, এই আড্ডারই কেউ কেউ এই আড্ডার কোয়ালিটি নিয়ে এতই গর্বিত যে এমন কিছু আলোচনা টেপ করে শোনানো হ'লো সুনীল গাঙ্গুলি, কবীর সুমন, মৃণাল সেন, ঋতুপর্ণ ইত্যাদিদের। টেপ শুনে তারা উৎসাহ দেখালে তাদের রিকোয়েস্ট করা হ'লো এই আড্ডায় আসতে এবং তাঁদের মতামত দিয়ে আলোচনাগুলিকে আরও এনরিচ্‌ড করতে।

    তাঁরা খুবই ভালো লোক, আড্ডায় একবার এলেনও। কিন্তু কেউ কেউ আর আসতে চাইলেন না। কেননা, আড্ডার কাছাকাছি গাড়িটা পার্ক করার বড় অসুবিধে, সিমেন্টের রকে বসতে পাছায় বড় লাগে, মকাইবাড়ি ছাড়া চাটা ঠিক জুতের হয় না ইত্যাদি। তাঁরা বললেন, দেখোনা তোমরা যদি আড্ডাটাকে ক্যালকাটা বা বেঙ্গল ক্লাবে করতে পারো, তাহলে খুব ভালো হয়।

    এখন এটাই ভাবার কথা। এই আড্ডাটা সেই রকেই থাকবে (ট্র্যাডিশনাল) না ক্লাবে মুভ করবে (প্রোগ্রেসিভ)। এই বদল মনে তো হয় ভালোই - এখন আড্ডায় নামী নামী লোকেরা অংশগ্রহণ করবেন, মাঝে মধ্যে টিভিতে-কাগজে এই আড্ডার কথা বেরুবে, অনেক লোক এতে মেম্বার হওয়ার জন্যে ব্যস্ত হবে, কখনও কখনো পেপসি কোন আলোচনা স্পন্সরও করবে। সব কুছ তন্দুর্স্ত!!

    মজার কথা, রকের আড্ডা কিন্তু বন্ধ হবে না। কেননা সেই পুরোনো আড্ডার কয়েকজন পাজামা/লুঙ্গি/বারমুডা আর হাওয়াই চটি ছাড়া আড্ডা মারার কথা ভাবতেই পারে না। এছাড়া তাদের কারুর কারুর হয়তো প্যান্ট-জুতোও নেই, ক্লাবে এ'সব ছাড়া তো ঢুকতেই দেবে না। তবে হ্যাঁ, এখন রকে শুধু ফাল্‌তু ভাট আর কাঠিই হবে, সিরিয়াস 'আলোচনা' করার লোক তো সব এখন 'নিউ অ্যান্ড ইমপ্রুভড' অড্ডায়!!

    আসলে ব্যাপারটা হ'লো, এও হয়, তাও হয়। এই আর কি!!
  • pi | 72.83.87.179 | ০৩ অক্টোবর ২০১১ ১২:৪০603578
  • রকের আড্ডা আবার কে বন্ধ করতে গ্যালো রে বাবা :(
    আরো যারা রকে আড্ডা দিতে চায়, তাদের জন্য একটু ডিরেকশন দিলে কি রকের মেজাজ অশুদ্ধ হয়ে যাবে ? :)
  • kd | 59.93.199.83 | ০৩ অক্টোবর ২০১১ ১৩:১১603579
  • বন্ধ করতে 'কেউ' বলছে, তা আবার বল্লুম কোথায়? 'বদল' করার কথা বলেছি বটে।

    বলছি যে কেউ কেউ আছে, তারা সবেতেই কমফর্টেব্‌ল (যেমন তুমি, গুরু এবং ফেসবুকে সমানভাবে পারদর্শী এবং তুমি একা নও), আবার কেউ কেউ আছে, যারা চেনা গন্ডির বাইরে যেতে চায় না (যেমন আমি, গুরুতে মহা আনন্দে এদিক-সেদিক করি কিন্তু ফেসবুক, ওরেবাবা! এবং আমিও একা নই)।
    অবভিয়াস্‌লি, প্রথমটা সবসময়ই বাঞ্ছনীয়।

    আসলে এ'টা তক্কের বিষয়ই না। জাস্ট নিজের নিজের প্রেফারেন্স।
  • kd | 59.93.199.83 | ০৩ অক্টোবর ২০১১ ১৩:২৭603580
  • আর তোমার দ্বিতীয় লাইন -

    মহাভারত ঠিক কতটা অশুদ্ধ হবে জানি না (মানে মহাভারতের কোনটা শুদ্ধ, কোনটা অশুদ্ধ বোঝার বিদ্যে আমার নেই), তবে ভাঁড়ের চায়ের বদলে ব্যারিস্টা থেকে হোম-ডেলিভারি(ওই হ'লো! রক-ডেলিভারি), বা আড্ডাটা "সঙ্গমে'র পাশের রকে সরিয়ে নিয়ে যাওয়া এমনকি রকের সিমেন্টের ওপর সতরঞ্চি পেতে দেওয়াতেও কারুর কারুর (সকলের না) কাছে "মহাভারত অশুদ্ধ' মনে হ'লেও হ'তে পারে।

    না: বড় এঁড়ে তক্কো করছি। থামি এ'বার। (এই পয়েন্টে যদি এগ্রি করো, নো প্রবলেমো, কিন্তু আমায় জানিও না - ভিসন দুক্কু পাবো)। :)
  • kd | 59.93.199.83 | ০৩ অক্টোবর ২০১১ ১৩:২৯603581
  • এই রে! 'মেজাজ'কে 'মহাভারত' পড়েছি। :(
    পাই, তোমার পোস্টটা কারেক্ট করে নাও। :)
  • sayan | 115.184.3.135 | ০৭ নভেম্বর ২০১১ ১৭:১০603582
  • উপরে তুলিলাম।
  • k | 61.12.12.84 | ০৭ নভেম্বর ২০১১ ১৮:২৮603583
  • ছ্যা:
  • Somnath | 59.160.210.2 | ০৫ এপ্রিল ২০১২ ১২:৫৮603584
  • এই কমেন্ট করা ব্যপারটায় আমার নীতিগত আপত্তি আছে। অর্কুট ফেসবুক, সামহোয়ারইন, সচল, ব্লগস্পট, ওয়ার্ডপ্রেস, বাংলাব্লগ, বাংলালাইভ এই সব দেখেশুনে আমার মনে হয়েছে কোনো প্রকাশিত লেখার নিচে আলাদা কমেন্ট করা জায়গা অধিকাংশক্ষেত্রেই অশ্বডিম্বপ্রসবক। মূলত: লোকে ভালো লেগেছে, ভালো লাগেনি, কি এর বিশেষণভেদের বাইরে বেরোয় না। ব্লগপোস্টের কমেন্ট হিসেবে আরো ভালো আলোচনাও দেখেছি, তবে সংখ্যায় বেশ কম, রেয়ারই বলা উচিত। এটা ব্লগের অভ্যেস। এই দিকে এগোতে গেলে আলাদা ব্লগ হোস্ট করার কথা ভাবা যেতে পারে।

    আমার ইন্টারেস্ট মীনিংফুল আলোচনায়। স্তাবকতা বা ভ্যালু অ্যাডিশন করে না এহেন প্রশংসায় ইগোতৃপ্তি ছাড়া কী লাভ হয়? আমার লেখা কতজন পড়ল জেনেই বা কি লাভ? ১৫০০ লোকে কোনো লেখা পড়ে আহা বড় ভালো লেখা লিখে যাওয়ার চেয়ে দুজনের সাথে বিষয়টা নিয়ে আরেকটু গভীরে গিয়ে আলোচনা করাটা আমার কাছে যেকোনো দিন বেটার। সেটা এখন আলাদা টই খুলে করা যায়, বুলবুলভাজার কমন টই তো আছেই।

    কমেন্ট জিনিসটা লেখা স্পেসিফিক হয়ে গেলে যেটা হয়,
    ১) এক্সপেক্টেশন : সেকি? আমি লিখলাম অর ও কমেন্ট দিল না!
    ২) সামাজিকতা : আহা ও লিখেছে, আমি একটা কমেন্ট বা লাইক দিয়ে আসি।
    ৩) সৌজন্য : আচ্ছা, ও কমেন্ট দিল, আমি একটু ধন্যবাদ বলি কিংবা বিগলিত কৃতজ্ঞতা জানিয়ে দিই।

    এর ফলশ্রুতি আমার প্রচন্ডো বোরিং লাগে, কোনো লেখার পরে একের পর এক রীডারশীপের নিদর্শনমূলক ওয়ান লাইনার। আর লেখকের করজোড়।

    কোনো কোনো সাইট যেমন বাংলাটরেন্ট ডাউনলোডের হিসেব রাখার জন্যে thanks বোতামে ক্লিক করা টরেন্ট-লিংক দেখার প্রথম শর্ত হিসেবে ইমপ্লিমেন্ট করেছে। হিসেব রাখা ছাড়া আর কোনো মানে নেই এই ধন্যবাদজ্ঞাপনের।

    কোনো সাইট কমেন্ট করাকে বাধ্যতামূলক করেছে ডাউনলোড লিংক দেখার প্রাথমিক শর্ত হিসেবে, যেমন বেঙ্গলিডাউনলোড। আশা : লোকে চুপচাপ ডাউজলোড করে চলে যাবে না, কমেন্ট করবে, ইন্টার‌্যাকশন বাড়বে। সাইটে ভ্যালু অ্যাডিশনের জন্যে আর স্প্যামিং এড়াবার জন্যে এর পরের স্টেপ কমেন্টের নিমিমাম লেন্থ নির্ধারণ করে দেওয়া। দুটোই চুড়ান্ত বাজে। ঘাড় ধরে লোককে লিখতে বললে কেউ কি ভালো কিছু, লম্বা সুচিন্তিত কোনো মতামত রাখে? কেউ কেউ কখনো কখনো রাখে, আর বাকি সবাই "ধন্যবাদ, ডাউনলোড করে দেখছি" গোছের গা ছাড়া লিখেই খালাস। তাতেই বা কি হাতিঘোড়া লাভ হয়?

    কম পরিশ্রমে কাজ করার অপশন থাকলেই দেখেছি লোকে সেটা টাইমপাস করতে ব্যবহার করে। স্পেশাল ইন্টারেস্ট নিয়ে নিজের ভাবনা চিন্তা যুক্তি আবেগ ব্যবহার করে লেখালেখি, গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি বা দর্শনের অবতারণা করতে চান, তারা, আমার মতে, লাইক-বটন-প্রত্যাশী নন, মূলগতভাবে।
  • lcm | 138.48.127.32 | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৩১603585
  • এখানেও দিয়ে দিই।

    গুরু-মোবাইল (বিটা)
    http://guruchandali.com/m/
    মোবাইল ব্রাউজার - আইফোন, অ্যান্ড্রয়েড
    *পাতলা ভার্সান, নো লেখা, ওনলি পড়া
  • শঙ্খ | 169.53.174.143 | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৫৯603587
  • ল্যাপটপে ভালোই তো দেখালো। ফন্টটা কেমন জানি বেঁটে / চ্যাপ্টা লাগল। তবে পড়তে কোন অসুবিধে হচ্ছে না।
    বাড়ি ফিরে দেখি অ্যান্ড্রয়েডে কেমন দেখায়।
  • 4z | 152.176.84.188 | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ০১:১৮603588
  • বহুত ভালো লাগল। এবারে লেখার ব্যবস্থাটা হলেই ষোলোকলা পুর্ণ হয়। (অ্যান্ড্রয়েডে দেখলাম)
  • সিকি | ১৪ এপ্রিল ২০১৪ ১০:২৫603589
  • তুলে রাখলাম।
  • Ekak | 24.96.20.105 | ১৪ এপ্রিল ২০১৪ ১১:৫৭603590
  • এখানে লিকলে কি সেগুলো বিবেচনা করা হবা ?
  • সিকি | ১৪ এপ্রিল ২০১৪ ১৪:৫৪603591
  • আরে বিবেচনা তো সবই করা হয়। তারপরে ফিজিবিলিটি বলেও তো একটা ব্যাপার আছে নাকি?

    শুরু তো হোক। এই টই মূলত পুরনো গুরুর বেসিসে এগিয়েছিল, তাতে পোচ্চুর বাগ ছিল। অনেক বাগ এখন গেছে, কিন্তু তার পরেও এখন অনেক নতুন বাগও এসেছে। লিস্ট ডাউন হোক, প্রায়োরেটাইজ হোক, সময় সুযোগ বুঝে টুকটাক বাগ ফিক্সিংও হোক।
  • Ekak | 24.99.199.173 | ১৪ এপ্রিল ২০১৪ ১৫:৪২603592
  • ১) ব্লগে লগইন করতে পারছিনা । এফবি লগইন বাটন শো করছেনা ।
    ২) ব্লগে লিখে লেখা ডেল করে আবার লিখলে একটা নাল রেফারেন্স ধরে থাকে । দুটো লেখা দেখায় ।
    ৩)ব্লগ এর লেখা বা বুলবুলভাজা কে ট্যাগ ডিফাইন করা হোক । তলায় মন্তব্য করতে হবে তার কোনো মানে নেই । যেমন ইশানের "জুজু" । ভাট বা তই যেখানেই #জুজু লিখব ধরে নেওয়া উচিত । সেগুলো লেখার তলায় লিস্ট আউট হবে । লেখক এক নজরে বুঝবে কোথায় কী আলোচনা হচ্ছে । লেখার হেডিং কে উইনিক করা হোক ।
    ৪) লগইন করার সময় ইংলিশ টু বেঙ্গলি রিক্যাপচা থাকুক । পরিভাষা গড়ে তোলা একটা উদ্যোগ যেটাতে সবাইকে সামিল করতে হবে ।
    ৫)বাগ রিপোর্ট করার জন্যে আলাদা জায়গা থাক । লগইন করে রিপোর্ট করতে হবে । একটা দেদিকেতেদ পেজ বাগ এস্ক্যালেষণ শো করবে কোনগুলো ফিক্সড ইত্যাদি । ইউসার আবার রি রিপোর্ট করতে পারবে । আলাদা করে চেন্চামিচি র কোনো দরকার নেই ।
    ৬)টেকনিক্যাল ফীডব্যাক সিস্টেম টাকেই ঢেলে সাজানো হোক । তই তে ভাটে অভিমান কান্নাকাটি এগুলো প্রিমিটিভ । গুরু কতৃপক্ষ কতটা স্টেপ নেবে সেটা ফীসিবিলিতির ব্যাপার । কিন্তু এটলিস্ট আউতবার্স্তের একটা পরপর জায়গা থাক ।
    ৭)একটা গুরুর দেয়াল হোক যেখানে গুরুর বিরুদ্ধে প্রতিবাদে পোস্টার সাঁটা ও লেখা যাবে । চ্যনেলাইজ ।
    ৮) বুলবুলভাজা ও ব্লগে "ডাউনলোদ এস পিডিএফ " বাটন থাক । যার যা দরকার সামলে রাখবে । গুরু কর্তৃপক্ষ আর্কাইভিং এ বাধ্য নয় । তাদের যতটা বা যা ইচ্ছে করবে ।
  • Ekak | 24.99.199.173 | ১৪ এপ্রিল ২০১৪ ১৬:৪৬603593
  • আরেকটা প্রস্তাব ।

    কিছু নাম একঘেয়ে হয়ে গেছে । পাল্টালে হয় ।

    ভাটিয়ালি পাল্টে মিনিময় ।

    টই পত্তর পাল্টে আলু চানা ।

    প্রতিবাদের পেজ এরনাম হোক "পোতিবাদ" ।
  • kd | 47.228.107.114 | ১৪ এপ্রিল ২০১৪ ২০:০২603594
  • এককের এই নাম বদলানোর রিকোয়েস্ট আমার একদম পছন্দ নয় ৷ ১০০০% বিপক্ষে ৷
    আর এমন যদি করতেই হয়, তবে গুরুচন্ডালির নামটাও বদলানোও উচিত ৷
  • | ১৪ এপ্রিল ২০১৪ ২০:০৯603595
  • কেডিকে ১০০০০% সমর্থন। আমারও একদমই পছন্দ হল না।
  • Ekak | 24.96.115.147 | ১৪ এপ্রিল ২০১৪ ২০:৪৫603596
  • :):))))))))) এক্স্পনেন্শিয়ালি খেপে উটেছে জনতা :(:((((( । নাহ , নামগুলো আমার ভাল্লাগে । তবে মাঝে মাঝে এরকম প্রস্তাব দেব ।
  • সিকি | ১৪ এপ্রিল ২০১৪ ২১:৩১603598
  • ১) ব্লগে লগইন করতে পারছিনা । এফবি লগইন বাটন শো করছেনা ।
    - অফিসের নেটোয়ার্কে না ঘরের নেটোয়ার্কে? অফিসের হলে দেখাবে না। ঘরের হলে অমি সাহায্য করতে পারি। একদিন সময় করে বসে স্ক্রিন শেয়ার করো, আমি ঘেঁটে দেখতে পারি।
    ২) ব্লগে লিখে লেখা ডেল করে আবার লিখলে একটা নাল রেফারেন্স ধরে থাকে । দুটো লেখা দেখায় ।
    - ব্লগে সমস্যাটা আছে। এটা ভ্যালিড বাগ।
    ৩)ব্লগ এর লেখা বা বুলবুলভাজা কে ট্যাগ ডিফাইন করা হোক । তলায় মন্তব্য করতে হবে তার কোনো মানে নেই । যেমন ইশানের "জুজু" । ভাট বা তই যেখানেই #জুজু লিখব ধরে নেওয়া উচিত । সেগুলো লেখার তলায় লিস্ট আউট হবে । লেখক এক নজরে বুঝবে কোথায় কী আলোচনা হচ্ছে । লেখার হেডিং কে উইনিক করা হোক ।
    - ট্যাগ দিয়ে লিখতে তারাই অভ্যস্ত যারা টুইটারে লেখালিখি করে থাকে। আমি কোনওদিনও ট্যাগ দিয়ে কিছু লিখিও নি, খুঁজিও নি। আমার কেসটই আইডিয়াল কেস তা বলছি না, তবে ট্যাগ ইউজ করাটা একটু টেকি ব্যাপার, জানি না এতে ইমপ্লিমেন্ট করা যাবে কিনা। ইশান বলতে পারবে।
    ৪) লগইন করার সময় ইংলিশ টু বেঙ্গলি রিক্যাপচা থাকুক । পরিভাষা গড়ে তোলা একটা উদ্যোগ যেটাতে সবাইকে সামিল করতে হবে ।
    - বুঝলাম না। এট্টু ইলাবোরেট করো।
    ৫)বাগ রিপোর্ট করার জন্যে আলাদা জায়গা থাক । লগইন করে রিপোর্ট করতে হবে । একটা দেদিকেতেদ পেজ বাগ এস্ক্যালেষণ শো করবে কোনগুলো ফিক্সড ইত্যাদি । ইউসার আবার রি রিপোর্ট করতে পারবে । আলাদা করে চেন্চামিচি র কোনো দরকার নেই ।
    - একমত। বাগজিলাতে একটা আইডি বানিয়ে নিলেই হবে। তবে ঐ, ডেডলাইন নিয়ে চাপ আছে। ছোট কাজ করতেও বছর ঘুরে যায় অনেক সময়ে, কারণ যথেষ্ট টেকনিকাল হ্যান্ড নেই গুরুর জন্যে।
    ৬)টেকনিক্যাল ফীডব্যাক সিস্টেম টাকেই ঢেলে সাজানো হোক । তই তে ভাটে অভিমান কান্নাকাটি এগুলো প্রিমিটিভ । গুরু কতৃপক্ষ কতটা স্টেপ নেবে সেটা ফীসিবিলিতির ব্যাপার । কিন্তু এটলিস্ট আউতবার্স্তের একটা পরপর জায়গা থাক ।
    - আউটবার্স্টের জন্যেই তো এই টই। তবে আলাদা একটা সেকশন করা যেতেই পারে।
    ৭)একটা গুরুর দেয়াল হোক যেখানে গুরুর বিরুদ্ধে প্রতিবাদে পোস্টার সাঁটা ও লেখা যাবে । চ্যনেলাইজ ।
    - হোক হোক। আমি আছি। নো প্রবলেমো।
    ৮) বুলবুলভাজা ও ব্লগে "ডাউনলোদ এস পিডিএফ " বাটন থাক । যার যা দরকার সামলে রাখবে । গুরু কর্তৃপক্ষ আর্কাইভিং এ বাধ্য নয় । তাদের যতটা বা যা ইচ্ছে করবে ।
    - মুক্তাঞ্চলে কেউ কাউকে কিছুতে বধ্য করতে পারে না। আর্কাইভিং যেটুকু হয় সেটা ব্যক্তিগত উদ্যোগেই হয়। যে কারুর মেশিনে পিডিএফ প্রিন্টার থাকলে যে কোনও পেজ এমনিই পিডিএফ হিসেবে সেভ করা যায়। আলাদা করে পিডিএফে সেভ অ্যাজ করার দরকার আছে কি? দুয়েকটা মোবাইল ব্রউজারও এই ফেসিলিটি দেয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন